কমপিউটার উদ্ভাবনের পর থেকে বর্তমান অবস্থায় এসে পৌছেছে বহু চড়াই উৎড়াই পেরিয়ে। আর এর প্রযুক্তিগত উন্নয়ন করতে গিয়ে সামগ্রিক অবস্থার ব্যাপক বিবর্তন ঘটেছে বিগত দশকে, এর প্রয়োগও বেড়েছে এই দশকে সবচাইতে বেশি। ব্যাবহার ও প্রয়োগ বাড়ার সাথে সাথে নির্মাতারাও নেমেছে বিভিন্ন প্রতিযোগিতায়। চরম উত্তেজনাকর প্রতিযোগিতা এখন তুঙ্গে। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অবলম্বন করা হচ্ছে বিভিন্ন কৌশল। কেউবা বাঁধছে জোট আবার কেউবা উদ্ভাবন করছে নতুন নতুন অপারেটিং সিষ্টেম কেউ বিপ্লবাত্মক পরিবর্তনের চেষ্টায়রত। আবার কেউবা চেষ্টা করছেন পিসির ব্যবহার এবং সফটওয়্যার সহজ করতে। বিংশ শতাব্দীর এ শেষ দশকে পিসির জগতে কী কী ঘটতে পারে, এর বাজার কে বা কারা দখল করতে পারে এ সম্পর্কে লিখেছেন মো: আবদুল কাদের।