দেশের কমপিউটার শিল্প আজ এক ক্রান্তিলগ্নে। কেবল সরকারি প্রশাসনের সীদ্ধান্তহীনতায় এদেশ কমপিউটার শিল্পের আন্তর্জাতিক বাণিজ্যের হিস্যা থেকে বঞ্চিত হয়েছে বার বার। তবে আশার কথা, বর্তমান সরকার ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত একটি কমিটির মাধ্যমে দৃষ্টিভঙ্গির পরিবর্তনে যে আভাস দিয়েছেন এবং কমিটির রিপোর্ট সম্পর্কে বিস্তারিত ও বিশ্লেষণমূলক প্রতিবেদনটি লিখেছেন এই কমিটির সদস্য মোস্তাফা জব্বার।