১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর মধ্যরাতে কমপিউটারের ২০০০ সাল নিয়ে বিশ্বব্যাপী এক অভাবনীয় বিপর্যয় শুরু হবে। অবশ্যম্ভাবী এ দুর্যোগ কিন্তু বাংলাদেশের জন্য শাপে বর হয়ে দেখা দিতে পারে। সমস্যাটি সমাধানের জন্য বিশ্বব্যাপী প্রায় ৬৫ হাজার কোটি ডলারের কাজ করাতে হবে আগামী দু’বছরে মধ্যেই। যথাযথ প্রশিক্ষণ দিলে আমাদের শিক্ষিত বেকার তরুণরাও এ সমস্যা সমাধানের কাজ করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। সমস্যাকে সম্ভাবনায় রূপান্তরের দিক নির্দেশনামূলক এ সময়োপযোগী প্রবন্ধটি লিখেছেন মো: ফরহাদ কামাল।