দেশের বর্তমান সকল রফতানিমুখী গার্মেণ্টস শিল্প অদূর ভবিষ্যতে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য আইটি ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাই গার্মেণ্টস শিল্পের অস্তিত্বের লড়াইয়ের পাশাপাশি দেশে আইটি শিল্পের দ্রুত বিকাশ ঘটতে যাচ্ছে। প্রয়োজন এখন হাজার হাজার দক্ষ প্রোগ্রামের। ইউনিডোর বিশেষজ্ঞ জন মরিসনের এই অভিমত প্রকাশের বিবরণসহ তাঁর প্রথম টেকনিক্যাল রিপোর্টের ভিত্তিতে এই প্রতিবেদন লিখেছেন কামাল আরসালান।