কমপিউটার বিশ্বে প্রতাপের সাথে সুপ্রতিষ্ঠিত 80X86 আর্কিটেকচারের মাইক্রোপ্রসেসর দিয়েই তৈরি হচ্ছে বেশিরভাগ পিসি। বর্তমানে ও আর্কিটেকচার একদিকে কিছুটা সঙ্কটের সম্মুক্ষীন, অন্যদিকে সম্ভাবনায় উজ্জ্বল এবং নতুন ধারায় অনুগামী। বিস্তারিত জানবেন এ প্রবন্ধে। লিখেছেন মোহাম্মদ হাসান শহীদ।