• ভাষা:
  • English
  • বাংলা
হোম > কমপিউটার দিয়ে নিয়ন্ত্রণ করুন ৫ ও ১০ ভোল্ট
লেখক পরিচিতি
লেখকের নাম: মো: রেদওয়ানুর রহমান
মোট লেখা:৪৬
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
কমপিউটার
তথ্যসূত্র:
ইন্টারফেস
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কমপিউটার দিয়ে নিয়ন্ত্রণ করুন ৫ ও ১০ ভোল্ট

সার্কিটে ভোল্টেজ সরবরাহ একটি জরুরি বিষয়৷ নিচের চিত্র-১-এর নিয়ন্ত্রণ সার্কিটটি 5V ও 10V-কে সুইচ করতে পারে৷ নিচের চিত্র-১-এর সার্কিটটিকে কমপিউটারের সাহায্যে ভয়েসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব৷ এ প্রজেক্টে শুধু দেখানো হয়েছে, কিভাবে কমপিউটারের সাহায্যে 5V ও 10V-কে সুইচ করা যাবে৷



চিত্র-১-এর সার্কিটটিতে 5V রিলে, দুটি ডায়োড 1N914, একটি ট্রানজিস্টর BC547A বা 2N2222A ও +6V বিদ্যুৎ সরবরাহ ভোল্টেজ হিসেবে ব্যবহার করা হয়েছে৷ রিলের ৫ নম্বর পিন ও ৪ নম্বর পিনে সোর্স ভোল্ট হিসেবে যথাক্রমে 10V ও 5V ব্যবহার করা হয়েছে৷ কমপিউটার থেকে প্রিন্টার পোর্ট ২, ডায়োড ১-এর সাথে যুক্ত হয়ে ট্রানজিস্টরের বেজ B-এর সাথে যুক্ত হবে৷ অপরদিকে রিলের পিন ১-এর সাথে সাপ্লাই ভোল্ট +6V যুক্ত করতে হবে৷ রিলের পিন ১ ও ৩-এর মধ্যে রিভার্স বায়োসে ডায়োড ২ যুক্ত করতে হবে এবং রিলের পিন ৩ যুক্ত হবে ট্রানজিস্টরের কালেক্টর C-এর সঙ্গে৷ ট্রানজিস্টরের ইমিটর E যুক্ত হবে প্রিন্টার পোর্ট পিন ১৮২৫-এর সঙ্গে৷ এই পিনগুলো গ্রাউন্ড পিন৷ সার্কিটের সংযোগগুলো ভালোভাবে লক্ষ করুন চিত্র-১-এ৷ সফটওয়্যার দিয়ে সার্কিটটির নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন পড়বে SAPI4.0 ও inpout32 dll ফাইলের৷

SAPI4.0 প্রয়োজন পড়বে ভয়েস দিয়ে সার্কিটটি নিয়ন্ত্রণ করার জন্য আর অপরদিকে inpout32-এর প্রয়োজন পড়বে প্রিন্টার ডাটা পোর্টে ডাটা পাঠানোর জন্য৷ SAPI4.0 হচ্ছে ভয়েস ইঞ্জিন, যা মাইক্রোসফটের ওয়েব অ্যাড্রেস থেকে ডাউনলোড করে নিতে হবে৷ নিচের দেয়া ওয়েব অ্যাড্রেস থেকেও ডাউনলোড করা সম্ভব হবে৷ চিত্র-২-এ সার্কিট নিয়ন্ত্রণ সফটওয়্যারটির উইন্ডোটি দেখানো হয়েছে৷ নিচে এর প্রোগ্রামিং কোড দেয়া হয়েছে৷ প্রোগ্রামে একটি কমান্ড ফাইল ব্যবহার করা হয়েছে, যার কোডিং প্রোগ্রামিং কোডের শেষে দেয়া হলো৷ এই কমান্ড ফাইলটি Commands.txt ফাইল হিসেবে প্রোগ্রামের রুট ডিরেক্টরিতে রাখতে হবে৷ নিচের দেয়া ওয়েব অ্যাড্রেস থেকে SAPI4.0 ডাউনলোড করে তা ইনস্টল করতে হবে৷



ইনস্টল শেষে Control Panel-এ গিয়ে লক্ষ করুন, সেখানে Speech নামে একটি আইকন তৈরি হবে৷ Speech-এ গিয়ে দেখতে হবে Engines-এর মধ্যে Speech out ও Speech in Engine দুটি ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা৷ Speech in অংশটি অনেক সময় ঠিকভাবে ইনস্টল হয় না, তাই লক্ষ রাখুন যেন Speech in অংশটি থাকে৷ এবার নিচের প্রোগ্রামটি ভিজ্যুয়াল বেসিকে ডেভেলপ করে চালালে ভয়েস দিয়ে চিত্র-১-এর সার্কিটটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে৷ প্রোগ্রামটি www.geocities.com/redu0007 থেকে ডাউনলোড করা যাবে৷ যেকোনো সাহায্যের জন্য ওই ওয়েবসাইটের help অংশটি লক্ষ করুন৷ প্রজেক্টটি সহজভাবে তুলে ধরা হয়েছে৷ সার্কিট সংযোগগুলো ভালোভাবে লক্ষ করুন, নয়তো সঠিক ফলাফল সম্ভব হবে না৷ এ সার্কিটটিতে একটি 10V-এর বাল্ব OutPut অংশে লাগালে বাল্বটি যখন 10V পাবে, তখন উজ্জ্বল হয়ে জ্বলবে৷ আবার যখন 5V পাবে তখন অনুজ্জ্বল দেখাবে৷



ফিডব্যাক : redu007@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - অক্টোবর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস