• ভাষা:
  • English
  • বাংলা
হোম > উইন্ডোজ ২০০৩ সার্ভারে অ্যাকাউন্ট পলিসি
লেখক পরিচিতি
লেখকের নাম: মোহাম্মদ ইশতিয়াক জাহান
ইমেইল:rony446@yahoo.com:
মোট লেখা:৮৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
নেটওয়ার্ক
তথ্যসূত্র:
নেটওয়ার্ক
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
উইন্ডোজ ২০০৩ সার্ভারে অ্যাকাউন্ট পলিসি

গত সংখ্যাগুলোতে অ্যাক্টিভ ডিরেক্টরির বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছিল৷ উইন্ডোজ সার্ভারের জন্য অ্যাকাউন্ট পলিসি খুবই গুরুত্বপূর্ণ৷ কমপিউটার জগৎ-এর পাঠকদের জন্য এ সংখ্যায় উইন্ডোজ ২০০৩ সার্ভারে অ্যাকাউন্ট পলিসি নিয়ে আলোচনা করা হয়েছে৷ আপনার কমপিউটারে অ্যাক্টিভ ডিরেক্টরি সেটআপ করা থাকতে হবে৷ আর যদি অ্যাক্টিভ ডিরেক্টরি সেটআপ না থাকে তাহলে সেটআপ করে নিন৷

ধরে নিচ্ছি, আপনার কমপিউটারে অ্যাক্টিভ ডিরেক্টরি সেটআপ করা আছে৷ অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসের অধীনে ডোমেইন কন্ট্রোলার সিকিউরিটি সেটিংস কন্সোলের অ্যাকাউন্ট পলিসি থেকে ইউজার ও গ্রুপ অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের পলিসি সেট করে দিতে পারেন৷ সার্ভারে যখন কেউ কোনো নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন তাকে সেসব পলিসি মেনে চলতে হবে৷ তিনটি অপশন নিয়ে অ্যাকাউন্ট পলিসি গঠিত৷ এই পলিসিগুলো নিয়ে নিচে আলোচনা করা হয়েছে :

পাসওয়ার্ড পলিসি

একজন ইউজারের জন্য লগইন পাসওয়ার্ড কতদিনের জন্য কার্যকর থাকবে, তা এখানে বলে দিতে পারেন৷ এখানে আপনি পাসওয়ার্ডের সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসওয়ার্ড বলে দিতে পারেন৷ এই পলিসি সেট করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন :

০১. প্রথমে কমপিউটারে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন৷

০২. স্টার্ট বাটনে ক্লিক করে প্রোগ্রামের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস থেকে ডিফল্ট ডোমেইন কন্ট্রোলার সিকিউরিটি সেটিংসে ক্লিক করুন৷

০৩. যে উইন্ডো ওপেন হবে, তার সিকিউরিটি সেটিংস থেকে অ্যাকাউন্ট পলিসিকে এক্সপান্ড করুন৷ এখানে পাসওয়ার্ড পলিসিতে ডবল ক্লিক করলে ডান পাশের প্যানেলে বেশকিছু পলিসি দেখতে পাবেন৷ পলিসিগুলো হচ্ছে :
* এনফোর্স পাসওয়ার্ড হিস্ট্রি৷
* ম্যাক্সিমাম পাসওয়ার্ড ইজ৷
* মিনিমাম পাসওয়ার্ড ইজ৷
* মিনিমাম পাসওয়ার্ডমে লংথ৷
* পাসওয়ার্ড মাস্ট মিট কমপ্লেক্সিটি রিকোয়ারমেন্ট৷
* স্টোর পাসওয়ার্ডস ইউজিং রিভার্সেবল এনক্রিপশন৷

০৪. এখন এই অপশনগুলো থেকে মিনিমাম পাসওয়ার্ডমে লংথ ওপেন করলে যে উইন্ডো ওপেন হবে সেখানে ডিফাইন দিস পলিসি সেটিংসয়ে টিক মার্ক দিয়ে সিলেক্ট করুন৷ এবার পাসওয়ার্ডেরমে লংথ যত ক্যারেক্টারের দিতে চান, তা দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে অপশনটি এনাবল করুন৷ তারপর ওকে-তে ক্লিক করুন৷ এতে পাসওয়ার্ডেরমে লংথ সিলেক্ট করা হবে৷ এখান থেকে আপনি মিনিমাম ও ম্যাক্সিমাম পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে পারেন৷




মিনিমাম পাসওয়ার্ড ইজ ও ম্যাক্সিমাম পাসওয়ার্ড ইজ দিয়ে আপনি ইউজারের নির্ধারিত পাসওয়ার্ডের মেয়াদ সর্বোচ্চ কতদিন পর্যন্ত কার্যকর থাকবে, তা সেট করে দিতে পারেন৷ একজন ইউজারের পাসওয়ার্ডের সর্বোচ্চ ডিফল্ড মেয়াদ হচ্ছে ৪২ দিন৷ এর মেয়াদ এই অপশনের মাধ্যমে বাড়িয়ে দিতে পারেন৷

অ্যাকাউন্ট লকআউট পলিসি

কমপিউটারে লগইন করার জন্য একজন ইউজারকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়৷ যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে লগইন হবে৷ আর পাসওয়ার্ড বা ইউজার নেম ঠিক না থাকে তবে লগইন করতে পারবেন না৷ একজন ইউজার কতবার ভুল পাসওয়ার্ড এন্ট্রি দিতে পারবে, তা এই অ্যাকাউন্ট লকআউট পলিসি থেকে ঠিক করে দিতে পারেন৷ এই অপশনটি সেট করার জন্য নিচের ধাপ অনুসরণ করুন :

০১. স্টার্ট বাটনে ক্লিক করে প্রোগ্রামসের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস থেকে ডিফল্ট ডোমেইন কন্ট্রোলার সিকিউরিটি সেটিংসে ক্লিক করুন৷
০২. যে উইন্ডো ওপেন হবে এর সিকিউরিটি সেটিংস থেকে অ্যাকাউন্ট পলিসিকে এক্সপান্ড করুন৷ এখানে অ্যাকাউন্ট লকআউট পলিসি পাবেন৷ এতে ডবল ক্লিক করুন৷ তাহলে ডান পাশের প্যানেলে বেশকিছু পলিসি দেখতে পাবেন৷ পলিসিগুলো হচ্ছে :

* অ্যাকাউন্ট লকআউট ডিউরেশন৷
* অ্যাকাউন্ট লকআউট থ্রেসল্ড৷
* রিসেট অ্যাকাউন্ট লকআউট কাউন্টার আফটার৷

এখানে অ্যাকাউন্ট লকআউট থ্রেসল্ড পলিসি থেকে নির্দিষ্ট করে দিতে পারবেন একজন ইউজার কতবার ভুল এন্ট্রি দিতে পারবে৷ এই পলিসিতে ডবল ক্লিক করুন৷ এখন ডিফাইন দিস পলিসি সেটিংসে ক্লিক করে ঠিক করে দিন ইউজার কতবার ভুল এন্ট্রি দিতে পারবে৷

অ্যাকাউন্ট লকআউট ডিউরেশন থেকে সেট করে দিতে পারবেন ইউজারের ভুল এন্ট্রির জন্য অ্যাকাউন্ট লকআউট হলে কত সময় সে কমপিউটারে লগইন করার জন্য চেষ্টা করতে পারবে না৷

কারবারোস পলিসি

কারবারোস সিকিউরিটির সিস্টেমে টিকেট সার্ভিসের সর্বোচ্চ সময়সীমা বেঁধে দেয়া যায়৷ এই কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন :

০১. স্টার্ট বাটনে ক্লিক করে প্রোগ্রামসের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস থেকে ডিফল্ট ডোমেইন কন্ট্রোলার সিকিউরিটি সেটিংসে ক্লিক করুন৷

০২. যে উইন্ডো ওপেন হবে তার সিকিউরিটি সেটিংস থেকে অ্যাকাউন্ট পলিসিকে এক্সপান্ড করুন৷ এখানে কারবারোস পলিসিতে ডবল ক্লিক করলে ডান পাশের প্যানেলে বেশকিছু পলিসি দেখতে পাবেন৷

পলিসিগুলো থেকে ম্যাক্সিমাম লাইফ টাইম ফর সার্ভিস টিকেট পলিসিতে ডবল ক্লিক করে ওপেন করুন৷ ডিফাইন দিস পলিসি সেটিংসে ক্লিক করুন৷ এতে টিকেট এক্সপায়ারস ইন বক্সে ৬০০ মিনিট নির্দিষ্ট করে দিন৷

অ্যাকাউন্ট সেটিংসের যেকোনো পরিবর্তন করার আগে প্রসিডিউর দেখেশুনে এগুবেন৷ যেকোনো ভুলের কারণে অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে৷ অ্যাকাউন্ট সেটিংসের ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে এই ফোরামে লিখতে পারেন : http://projukti-forum.co.nu


ফিডব্যাক : rony446@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - অক্টোবর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস