ইন্টারনেট নিয়ে কথা উঠলেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা সংক্ষেপে ওয়েব প্রসঙ্গটিও চলে আসে একই সাথে৷ ১৯৮৯ সালে সুইজারল্যান্ডের CERN-এ কর্মরত পদার্থ বিজ্ঞানীদের কাজের সুবিধার জন্যে উদ্ভাবিত হলেও ওয়েব এখন সাইবারস্পেসের একটি মূল্যবান সম্পদ হিসেবেই বিবেচিত হয়৷ ওয়েব-এর বিভিন্ন দিক নিয়ে এ প্রবন্ধটি লিখেছেন মুহাম্মদ শামীমুজ্জামান৷