এমন অনেক ব্যবহারকারী আছেন যারা পাইরেটেড অফিস স্যুট ব্যবহার করতে চান না৷ সেই সঙ্গে এরা অর্থ খরচ করে মাইক্রোসফটের অফিস স্যুট কেনার সামর্থ্য রাখেন না৷ এরা আবার চায়না পাইরেটেট অফিস স্যুট ব্যবহার করে বিবেকের দংশনে দংশিত হতে৷ এমন ব্যবহারকারীর কাছে সহায়ক হতে পারে ফ্রি অফিস স্যুট৷ আমাদের প্রায় অনেক কাজই করতে পারে এমন এক স্যুট হলো থিঙ্কফ্রি ৩.৫৷ এটি একটি ফ্রি অফিস স্যুট৷ এর ইন্টারফেস ডিজাইন ও আচরণ যথেষ্ট সহজ৷ এতে সম্পৃক্ত করা হয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার৷ এতে অনলাইন সুবিধা প্রদানের জন্য ওয়ার্কস্পেস সম্পৃক্ত করা হয়েছে, যা অনেকটা মাইক্রোসফটের অফিস লাইভ ওয়ার্কস্পেসের মতো কাজ করে৷ থিঙ্কফ্রি স্যুটের রাইট অ্যাপ্লিকেশন অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো৷ অনুরূপভাবে থিঙ্কফ্রি-র ক্যালক (Calce) হলো এক্সেলের মতো এবং শো (Show) হচ্ছে পাওয়ার পয়েন্টের মতো৷ এ স্যুটের সর্বশেষ ভার্সনটি অফিস ২০০৭ ফরমেট সাপোর্ট করে৷ যেমন DOCX ফরমেট, ওয়ার্ড ২০০৭-এর জন্য৷ আর এ কারণেই এমএস অফিস ২০০৭ ফাইল ওপেন করতে পারবেন ডকুমেন্ট লেআউট বা কনটেন্ট করাপ্টশন ছাড়াই৷
থিঙ্কফ্রি অনলাইন রেজিস্টার (member.thinkfree.com) সাইট নেভিগেট করুন এবং আপনার অ্যাকাউন্টে লগইন করে থিঙ্কফ্রি অফিস ফ্রি (ThinkFree Office Free) ডাউনলোড করুন৷ এটি ইনস্টল করার পর অফিস প্রোগ্রামের চারটি ডেস্কটপ আইকন তৈরি হবে এবং সিস্টেম ট্রেতে যুক্ত হবে৷ ফলে এই অফিস স্যুটের যেকোনো প্রোগ্রাম রান করা যাবে এবং মাই অফিস বা ওয়ার্কস্পেসে লগ অন করা যাবে৷
ফিচারসমূহ :
রাইট-এ প্রয়োজনীয় প্রাথমিক সব টুলই রয়েছে, যা দিয়ে সাধারণ রিপোর্ট বা টেক্সট ডকুমেন্ট তৈরি করা যাবে৷ যেমন হেডার ও ফুটার সেকশনভিত্তিক এডিটিং, ওয়ার্ড কেস টুল, টেবল, হাইপারলিঙ্ক, ইমেজ ও পেইন্ট৷
ক্যালক হলো প্রয়োজনীয় স্প্রেডশিট টুল যেখানে রয়েছে তিনশর বেশি ফাংশন, যা দিয়ে জটিল ইঞ্জিনিয়ারিংরে কাজ থেকে শুরু করে সাধারণ ফিনান্সিয়াল কাজ করা যাবে৷ অন্যান্য টুলে যুক্ত করা হয়েছে চার্ট উইজার্ড, স্ট্রিং ও নাম্বার অটোফিল, প্রোটেকটেড শিট, মাল্টিপল শেল ফরমেটিং, ফরমেট পিকচার ও বিভিন্ন ধরনের প্রিন্ট অপশন৷
থিঙ্কফ্রি স্যুটের অ্যাপ্লিকেশন শো হচ্ছে মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের মতো এবং কম্প্যাটিবল টুল৷ এতে রয়েছে অটোমেটিক স্লাইড শো লেআউট, স্লাইড মাস্টার ড্রয়িংটুল, ক্লিপআর্ট, কালার স্কিম সিলেকশন, ডায়নামিক অ্যানিমেশন, স্লাইড ট্রানজিশন এবং স্লাইড হিসেবে ইমেজ সেভ করার সক্ষমতা৷
অফিস স্যুটের নতুন এডিশন থিঙ্কফ্রি ম্যানেজার-এ যুক্ত করা হয়েছে অটোমেটিক ফাইল সিনক্রোনাইজেশন৷ রেজিস্ট্রেশনের পরে ১ গি. বা. ফ্রি অনলাইন স্টোরেজ অ্যাকাউন্টের সুবিধা এতে রয়েছে৷ এই অ্যাড-অন-এর ফলে আপনাকে ফাইল হারানোর ভয়ে কখনই আতঙ্কিত থাকতে হবে না৷ আপনি খুব সহজেই থিঙ্কফ্রির নিরাপদ স্টোজে সার্ভারে প্রয়োজনীয় ডকুমেন্ট স্টোর ও এক্সেস করতে পারবেন৷ শুধু তাই নয়, যখন আপনি অফলাইনে থাকবেন, তখন ডকুমেন্টের সর্বশেষ পরিবর্তনসমূহকে ম্যানেজ ও আপলোড করা নিয়েও উদ্বিগ্ন থাকতে হবে না৷ থিঙ্কফ্রি ম্যানেজারের ফাইল সিনক্রোনাইজেশন ফিচার ডকুমেন্টের পরিবর্তনসমূহকে হ্যান্ডল করবে এবং সর্বশেষ তথ্যসমূহকে আপডেট করবে৷ এ বৈশিষ্ট্যের কারণে কাজের ব্যাঘাত না ঘটিয়ে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হতে পারবেন৷ যখন থিঙ্কফ্রি ম্যানেজার ওপেন করা হয় তখন মাই অফিস ফাইলের দুই প্যানেল ভিউ যেমন ওপেন হয় তেমনি যেকোনো সিঙ্ক ইস্যুও প্রদর্শিত হয়৷ টুলবারের উপরের দিকের বাটন দিয়ে Sync করা যায় অথবা রাইট, ক্যালক ও শো যেমন ওপেন করা যায়, তেমনি যুক্ত করা যায় ফাইল, ফিডব্যাক লেখা যায় অথবা অনলইনে মাই অফিস নেভিগেট করার জন্য ওপেন করা যায় ওয়েব ব্রাউজার৷ যেকোনো ফাইলকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উইন্ডোতে রেখে Sync-এ ক্লিক করলে প্রগ্রেস উইন্ডো ওপেন হয় ফাইল সিনক্রোনাইজেশন ট্র্যাক করার জন্য৷
অনলাইন :
থিঙ্কফ্রি অনলাইন হলো একটি ফ্রি অনলাইন স্যুট৷ যেহেতু এই ওয়েব ব্রাউজার ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এক্সেস করা যায়, তাই ইনকম্প্যাটিবল অপারেটিং সিস্টেম এখন আর কোনো ইস্যু হিসেবে বিবেচ্য নয়৷ ফাইল অর্গানাইজেশনের জন্য প্রয়োজনীয় ফিচার হলো Efficient৷ এই টুল দিয়ে প্রজেক্ট ফাইলে এক্সেস করা যায় যেখানে ডকুমেন্ট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, স্লাইড শো ইত্যাদি সহজেই ইনসার্ট করা যায়৷
থিঙ্কফ্রি অফিস হলো অফলাইনে ডেস্কটপ ফাইল তৈরি করার জন্য৷ থিঙ্কফ্রি অনলাইন অফিস হলো অনলাইন তৈরির জন্য এবং থিঙ্কফ্রি ম্যানেজার হলো এই দুইয়ের মধ্যে সিঙ্কটুল৷ এতে শক্তিশালী এইচটিএমএল অনলাইন এডিটর সম্পৃক্ত করা হয়েছে, যা ব্যবহার হতে পারে শক্তিশালী ব্লগিংয়ের ক্ষেত্রে, যেখানে থাকবে সহজ এডিটযোগ্য টেম্পলেট, লেআউট, ইয়াহু ম্যাপস, ইউটিউব ভিডিও ও ফ্লিকার ইমেজের মতো সার্ভিস সম্পৃক্ত করার জন্য অপশন৷
ডকুমেন্ট শেয়ারিংকে অধিকতর সহজ করা হয়েছে৷ ডকুমেন্ট অন্যদের সাঙ্গে শেয়ার করার জন্য এতে রয়েছে বিশেষ সুবিধা৷ অ্যাটাচমেন্টসহ ই-মেইল না পাঠিয়ে থিঙ্কফ্রির সার্ভারে অথবা ডেস্কটপের সিনক্রোনাইজ ফোল্ডারকে একটি লিঙ্কে ই-মেইল করলেই এই সুবিধা পেতে পারেন৷ ইচ্ছে করলে আপনার ডকুমেন্টের এক্সেস পারমিশন বেছে নিতে পারেন৷ থিঙ্কফ্রি অনলাইনের ওয়ার্কস্পেস ব্যবহার করা যেতে পারে বিশ্বের সব জায়গার ড্রাইভারের মধ্যে সম্মিলন ঘটানোর জন্য৷ ডকুমেন্ট শেয়ারিংয়ের জন্য তিনটি লেভেল রয়েছে- প্রজেক্ট, টাস্কস এবং ইস্যু লেভেল অর্গানাইজেশন৷ প্রজেক্ট হলো শীর্ষ লেভেল ক্যাটাগরি, টপিক্স হলো সাবলেভেল ক্যাটাগরি৷ পক্ষান্তরে ইস্যু সাপোর্ট করে ব্যবহারকারীর কমান্ড৷ আপনি ইচ্ছে করলে প্রত্যেক সদস্যের এক্সেস পারমিশন সেটআপ করতে পারেন, যা স্বত্বাধিকারী বা ওনার, অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজার এবং মেম্বার-এর পারমিশন থেকে শুরু হতে পারে৷ যেখানে ওনার প্রজেক্ট তৈরি করতে পারে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজিংয়ের দায়িত্বে থাকে৷ ম্যানেজার সব বিষয়বস্তু ও ইস্যু ম্যানেজ করে৷ আর মেম্বার হলো সেইসব ব্যবহারকারী, যারা ভিউ করতে ও টাস্ক তৈরি করতে পারে৷
থিঙ্কফ্রি অফিস স্যুটের নতুন ফিচারসমূহ
রাইট : প্রিন্ট মার্জিং সাপোর্ট; ফনেটিক গাইড সাপোর্ট; উন্নততর টেবল এডিটিং৷
ক্যালক : উন্নততর ক্যালকুলেশন ইঞ্জিন৷
শো : প্রিন্ট মার্জিং সাপোর্ট; সংযুক্ত গ্রিড ও গাইড সাপোর্ট; উন্নততর ড্র্যাগ অ্যান্ড ড্রপ; উন্নততর প্রিন্ট পারফরমেন্স এবং দ্রুতগতিতে প্রিন্টিংয়ের জন্য ক্যুইক প্রিন্ট অপশন৷
এছাড়াও এতে অন্যান্য বাগ ফিক্সিং অপশন রয়েছে, যার কারণে এই অফিস স্যুট দিয়ে অধিকতর সাবলীলভাবে ও ঝামেলাহীনভবে কাজ করে আনন্দ পাওয়া যাবে৷
কজ ওয়েব
ফিডব্যাক : mahmood_sw@yahoo.com