C এবং C++-এর মধ্যে পার্থক্য কি? C হলো একটি হাইলেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ৷ অন্যদিকে C++ হলো হাইলেভেল প্রেগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো বটেই অবজেক্ট ওরিয়েন্টডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও৷ এই অবজেক্ট ওরিয়েন্টডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা ও কৌশল নিয়ে লিখেছেন ওমর আল জাবির মিশো৷