লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৩ - সেপ্টেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
দেশে তথ্যপ্রযুক্তি খাতে রফতানি আয় ১০০ মিলিয়ন ডলার
কমপিউটার জগৎ রিপোর্ট / তথ্যপ্রযুক্তি সেবার রফতানি কয়েক বছর ধরেই বাড়ছে। এরই মধ্যে দেশের শীর্ষ ১৫টি রফতানি খাতের মধ্যে স্থান করে নিয়েছে এটি। প্রথমবারের মতো খাতটির রফতানি আয় ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলারের ঘরও অতিক্রম করতে যাচ্ছে বলে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে।
ইপিবি প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ খাতের ১১ মাসের রফতানির তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, ২০১২-১৩ অর্থবছরের জুলাই-মে সময়ে এ খাতের রফতানি থেকে আয় হয়েছে ৯২ দশমিক ৫৩ মিলিয়ন (৯ কোটি ২৫ লাখ ৩০ হাজার) ডলার। এ হিসেবে প্রতিমাসে আয় হয়েছে গড়ে ৮৪ লাখ ১১ হাজার ডলার। অর্থবছরের শেষ মাসেও আয়ের এ ধারা অব্যাহত থাকলে এ খাতের রফতানি আয় এরই মধ্যে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার কথা।
জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন খাতের রফতানি প্রতিবেদন তৈরি করে ইপিবি। কিন্তু তথ্যপ্রযুক্তি খাতের রফতানি তথ্য সংগ্রহ করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে। এ তথ্য পেতে দেরি হওয়ায় এ খাতের জুলাই-জুন সময়ের প্রতিবেদন এখনও প্রকাশ করতে পারেনি ইপিবি। তবে এ সময়ে তথ্যপ্রযুক্তি খাতের রফতানি ১০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে বলে জানিয়েছে ব্যাংলাদেশ ব্যাংকের একটি সূত্র।
এদিকে সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত প্রতিবেদনে তথ্যপ্রযুক্তি খাতের রফতানির আয়ের প্রকৃত চিত্র পাওয়া যায় না বলে মনে করেন খাতসংশিস্নষ্টরা। দেশে ব্যক্তিগত পর্যায়ে আউটসোর্সিং করছেন এমন অনেকের আয়ের তথ্যই এতে যুক্ত করা সম্ভব হয় না। এ ধরনের আয়ের পরিমাণ ৩ কোটি ডলারেরও বেশি বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ফাহিম মাশরম্নর বলেন, পুরো অর্থবছরের তথ্য আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করা হয়নি। তবে সদ্যসমাপ্ত অর্থবছরে এ খাতের রফতানি ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে আমরা মনে করছি। আউটসোর্সিংয়ের উল্লেখযোগ্য অংশই এ হিসেবের আওতায় নিয়ে আসা এখনও সম্ভব হয়নি। এ খাতের প্রকৃত রফতানি আয় প্রকাশিত তথ্যের অন্তত দ্বিগুণ বলে মনে করেন তিনি। মূলত সফটওয়্যার তৈরি ও উন্নয়ন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ খাতের রফতানিতে অবদান রাখছে। এছাড়া ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপিস্নকেশন উন্নয়ন ও গ্রাফিক ডিজাইনের ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে রফতানি বাড়ছে। বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে এসব সেবা রফতানি করছে দেশের প্রতিষ্ঠানগুলো।
রফতানির ক্ষেত্রে শীর্ষ ১০টি দেশ হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, জার্মানি, ভারত, জাপান ও সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে রফতানি হয় সবচেয়ে বেশি।
ইপিবির হিসেবে, গত অর্থবছরের প্রথম ১১ মাসে তথ্যপ্রযুক্তি রফতানির প্রবৃদ্ধি ছিল পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৬৭ শতাংশ। ২০১১-১২ অর্থবছরের জুলাই-মে সময়ে এ খাতের রফতানি আয় ছিল ৭ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার। আর গত অর্থবছরে এ থেকে রফতানি আয়ের লক্ষ্য ধরা হয়েছিল ৮ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ডলার
বিশ্বের ১৭.৪ শতাংশ ওয়েব ট্রাফিক আসে মোবাইল থেকে
আগের যেকোনো সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে এবং স্মার্টফোন ব্যবহার করে ওয়েবে অ্যাক্সেস করা আগের তুলনায় অত্যধিক বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০১৩ সালে এখন পর্যমত্ম ১৭.৪ শতাংশ ওয়েব ট্রাফিক এসেছে মোবাইল থেকে, যা ২০১২ সালের তুলনায় ৬ শতাংশ বেশি। পরিসংখ্যান পোর্টাল স্ট্যাটিস্টা এ বিষয়ে একটি চার্ট প্রকাশ করেছে। সেখানে মহাদেশ অনুযায়ী মোবাইল ওয়েব ট্রাফিকের তুলনামূলক বেশি দেখানো হয়েছে। চার্টে দেখা যায়, দক্ষিণ আমেরিকায় মোবাইল ওয়েব ট্রাফিক আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। মহাদেশটির ওয়েব অ্যাক্সেস ৩.২ শতাংশ থেকে বেড়ে ৬.৮ শতাংশ হয়েছে। এশিয়া এবং আফ্রিকা প্রথম সারিতে রয়েছে। এশিয়া থেকে ২৬.৬ শতাংশ এবং আফ্রিকা থেকে ২৩.৭ শতাংশ ট্রাফিক মোবাইল দিয়ে ওয়েব অ্যাক্সেস করে থাকে
বাংলাদেশে ২০১৬ সালেই ১০ লাখ মোবাইল অ্যাপস ডেভেলপার
অ্যাপস তৈরির ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পেল বাংলাদেশ। দেশের মেধাবীদের প্রশিক্ষণের মাধ্যমে মোবাইল অ্যাপস তৈরির সক্ষমতা নিশ্চিত করতে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের ক্লাউড ক্যাম্পের সাথে। ২০১৬ সালের মধ্যে দেশে ১০ লাখ মোবাইল অ্যাপস তৈরি করতে এ চুক্তি করা হয়েছে। কমপিউটার সম্পর্কে যাদের ধারণা আছে, এমন সরকারি বা বেসরকারি কর্মকর্তারা এখানে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন
এবার ফেসবুকে লেনদেন
কমপিউটার জগৎ ডেস্ক / অনলাইনে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান পেপালের মতো অনলাইন পেমেন্ট সার্ভিসের সাথে যুক্ত হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানায়, ফেসবুকের এ ফিচার ব্যবহার করে কেনাকাটা করতে পারবেন ব্যবহারকারীরা। পরীক্ষামূলক এ ফিচারটি স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করা যাবে। প্রতিদিন ফেসবুকে ১৫০ কোটি মানুষ লগইন করে। ফলে সাইটটির জনপ্রিয়তা বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করছে। প্রযুক্তি বিশেস্নষকরা জানান, ফেসবুক এ সেবাটি চালু করলে কতজন ব্যবহারকারী অ্যাপিস্নকেশন ব্যবহার করেন কেনাকাটা করে তা ফেসবুকেই জানা যাবে। এতে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন বলেও জানান পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সালিভানের ব্যবস্থাপনা পরিচালক মেনজ মেনন। অন্য কিছু বিশেস্নষক প্রতিষ্ঠান অবশ্য ফেসবুকের এ অ্যাপস ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা বলছে, অর্থনৈতিক ব্যাপারে ভোক্তারা নিরাপত্তা প্রত্যাশা করেন। অনলাইন পেমেন্ট সিস্টেম নিয়ে চলছে তুমুল প্রতিযোগিতা। পেপাল, ভিসা এবং এ ধরনের অনলাইন পেমেন্ট সিস্টেমগুলো যেভাবে মানুষের আস্থা অর্জন করেছে, তাতে ফেসবুকের সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা
৯০ সেকেন্ডেই মিলিয়ন স্মার্টফোন
মাত্র ৯০ সেকেন্ডের মধ্যেই ১০ লাখ হোংমি স্মার্টফোন বিক্রি করেছে চীনা প্রতিষ্ঠান শিয়াওমি। নির্মাতাদের মতে- অ্যাপল, অ্যামাজন ও গুগলের বিভিন্ন পণ্যের সমন্বয় স্মার্টফোনটি। এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, ৭৪ লাখ ৫০ হাজার হোংমি স্মার্টফোনের মজুদ আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৭২০ বাই ১২৮০ রেজ্যুলেশনের ৪.৭ ইঞ্চি স্ক্রিন ও একটি কোয়াড-কোর ১.৫ গিগাহার্টজ প্রসেসর থাকছে স্মার্টফোনটিতে। এতে ১ গিগাবাইট র্যা ম ও ৪ গিগাবাইট ইন্টারনাল মেমরি আছে। এছাড়া ৩২ গিগাবাইট পর্যমত্ম মাইক্রোএসডি কার্ড সংযোজন করা যাবে ফোনটিতে। স্মার্টফোনটিতে ৮ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল সামনের ক্যামেরা রয়েছে। শিয়াওমির প্রতিষ্ঠাতা ও সিইও লেই জুন জানান, দেখতে মিল থাকায় অনেকে এ স্মার্টফোনটিকে অ্যাপলের সাথে তুলনা করলেও আসলে অ্যামাজনের কিন্ডল ও গুগলের পণ্যের সাথেও মিল রয়েছে ফোনটির। চীনের স্মার্টফোন বাজারের ৫ শতাংশের নির্মাতা শিয়াওমি এ বছর প্রায় ২ কোটি স্মার্টফোন বিক্রি করতে পারবে বলে আশা করছে
ইন্টারনেটের ৪০ শতাংশ দায়ী গুগল
ইন্টারনেট ট্রাফিকিংয়ের জন্য কোন কোম্পানি কতটুকু দায়ী তা বের করা খুব একটা সম্ভব নয়। যেকেউ টাকার বিনিময়ে ট্রাফিক তৈরি করতে পারেন তাদের নিজস্ব ফাইবার ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে। আর এসব ক্ষেত্রে তা সাধারণ গণনায় ধরা হয় না। এছাড়া নিত্যদিনের ব্যবহারের বাইরেও অনেক ইন্টারনেট ব্যবহার করা হয়, যা ইন্টারনেট ট্রাফিকিংয়ের হিসেবে পড়ে না। আর ইন্টারনেট ট্রাফিকিং হিসেব উঠলে গুগলের কথা আসে যে তারা ইন্টারনেট ট্রাফিকিংয়ের জন্য কতটুকু দায়ী। আর এই হিসেবটা সম্প্রতি বের করা গেছে, যার হিসেব মতে গুগল ইন্টারনেটের ৪০ শতাংশের জন্য দায়ী।
গত ১৬ আগস্ট গুগলের সম্পূর্ণ সার্ভিস কিছুক্ষণের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। গোস্কোয়ার্ড নামে একটি রিয়েলটাইম অ্যানালিস্ট কোম্পানি তখন একটি পরিবর্তন লক্ষ করে ইন্টারনেট ট্রাফিকিংয়ে। তারা এর একটি গ্রাফও প্রদর্শন করে। গ্রাফের হিসেবমতে, গুগল বন্ধ থাকার সময় ইন্টারনেট ট্রাফিকিং ৪০ শতাংশ কমে যায় আর গুগল সার্ভিস চালু হওয়ার সাথে সাথে ৫০ শতাংশ বেড়ে পায়। গুগলের এভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণ সম্পর্কে ঠিক করে কিছু জানা যায়নি। তবে গোস্কোয়ার্ডের পরিসংখ্যানের মাধ্যমে গুগলের ইন্টারনেট ট্রাফিকিংয়ের ওপর প্রভাব যে কতটা ব্যাপক তা লক্ষ করা যায়। এছাড়া আরেকটি বিষয় যা লক্ষ করা যায় তা হলো গুগলের কর্মদক্ষতা। কারণ গুগলের মতো একটি প্রতিষ্ঠানের সার্ভিস বন্ধ হয়ে যাওয়া যেমন সহজ কোনো বিষয় নয়, ঠিক একইভাবে সম্পূর্ণ সার্ভিসকে পুনরায় ১১ মিনিটের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারাও সহজ বিষয় নয়। আর গুগলের বর্তমান ইন্টারনেটের ওপর প্রভাব আগামীতেও সহজে কমবে বলে মনে হয় না
বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী ৫৪ লাখ
এ মুহূর্তে দেশের ৫৪ লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করছেন। অন্যান্য সময়ের চেয়ে সাম্প্রতিক সময়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব ব্যবহারকারীর মধ্যে ৪২ লাখ পুরুষ এবং ১২ লাখ মহিলা। গত জুন মাসের ৫ তারিখে এ সংখ্যা ছিল যথাক্রমে ৩০ লাখ ও ৮ লাখ। মাত্র ৬৮ দিনের ব্যবধানে প্রায় ১৬ লাখ ব্যবহারকারী বেড়েছে। গত ১৩ আগস্ট বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনীর হাসান নিজস্ব ব্লগপোস্টে এ তথ্য জানান।
২০১৩ সালের ১ জানুয়ারিতে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী ছিলেন ৩৩ লাখ ৫২ হাজার ৬৮০ জন। এ হিসেব অনুযায়ী গত দুই মাসের ধারা অব্যাহত থাকলে আগামী ৪ মাসে এ সংখ্যা ৮০ লাখে পৌঁছবে। ব্লগে আরও বলা হয়েছে, যেকোনো দেশের মতো আমাদের দেশেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ার প্রবণতা লক্ষ করা গেছে। সাম্প্রতিক সময়ে মূল মিডিয়াতে ব্যাপকভাবে ফেসবুকের নাম এসেছে।
২০০৯ সালের আগস্ট মাসে দেশের মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৯৬ হাজার। ২০১২ সালের প্রথম দিন ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৩ লাখের বেশি। এ হিসেব অনুযায়ী ২০১২ সালে ১০ লাখ ব্যবহারকারী বেড়েছে। পরবর্তী দুই মাসে ১৬ লাখ বেড়েছে।
এদিকে মোবাইল ফোন থেকে ফেসবুক ব্যবহারের সুযোগের কারণে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে বলে মনে করেন মুনীর হাসান। তিনি জানান, এ ৫৪ লাখ ব্যবহারকারীর মধ্যে ১ লাখ ৪৩ হাজার অ্যান্ড্রয়িড ব্যবহারকারী আছেন
প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে চলতি মাসে ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
মোবাইল ও দরজার লক খুলবে স্মার্ট রিং
মোবাইল, ঘড়ি, দরজার তালাসহ নানা পণ্যে এখন স্মার্ট প্রযুক্তির হাওয়া লেগেছে। তাহলে পরিধানের অলঙ্কারইবা এ থেকে বাদ যাবে কেনো? হাতের আঙ্গুলে পরা রিংটির সাহায্যেই এখন খোলা যাবে আপনার দরজা কিংবা মোবাইলের লক। কিকস্টারটারের একটি প্রজেক্টে এমনই এক রিংয়ের কথা উঠে এসেছে। রিংটির নাম দেয়া হয়েছে এনএফসি রিং। এটি এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে। এটির সাহায্যে এনএফসি সমর্থিত মোবাইল ফোন বা দরজার লক খোলা সম্ভব হবে। এনএফসি রিং পাবলিক ও প্রাইভেট- এ দুটি ভিন্ন অপশনে কাজ করবে। ব্যবহারকারীরা হাতের ইশারার মাধ্যমে এ দুটি অপশনে কাজ করতে পারবেন। প্রাইভেট মোডে কাজ করতে হলে ব্যবহারকারীকে হাত নেড়ে ইশারা করতে হবে। অন্যদিকে পাবলিক মোডে কাজ করতে হলে হাত মুষ্টিবদ্ধ করে ইশারা করতে হবে। এটিকে কখনই চার্জ দেয়ার প্রয়োজন নেই
বাংলাদেশের বাজারে ডি-লিংকের এন্টারপ্রাইজ ব্যবসায় কৌশল
২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের ব্যবসায়িক সহযোগীদের এবং গ্রাহকদের কাছে পৌঁছনোর বিসত্মীর্ণ পরিকল্পনা করেছে ডি-লিংক। ডি-লিংক, অ্যান্ড টু অ্যান্ড গ্লোবাল নেটওয়ার্কিং কোম্পানি তার বিশাল প্রোডাক্ট নিয়ে এক অভিনব ব্যবসায়ের পরিকল্পনা নিয়ে বাংলাদেশের বাজারে হাজির হয়েছে। সেই লক্ষ্যে ডি-লিংক বাংলাদেশে এন্টারপ্রাইজ ব্যবসায়ের একটি রূপরেখা তৈরি করেছে এবং স্পেকট্রাম, বিজনেস ডিস্ট্রিবিউটর হিসেবে প্রজেক্টস ও ভ্যালু বিসনেজ-এডি-লিংককে সহায়তা করবে।
ডি-লিংকের কান্ট্রি ম্যানেজার বিশ্বজিত সূত্রধর বলেন, বাংলাদেশে এন্টারপ্রাইজ সেগমেন্টে প্রচুর সুযোগ রয়েছে। কারণ এখানে আইটি পরিকাঠামোর চাহিদা ক্রমেই বাড়ছে এবং এ চাহিদাকে পূর্ণ করতে ডি-লিংকের কাছে রয়েছে সঠিক প্রোডাক্ট, সিস্টেম ইন্টিগ্রেটারভিত্তিক ও সার্ভিস সাপোর্ট।
তিনি আরও বলেন, এখন এন্টারপ্রাইজের চাহিদা হলো যে পণ্য বিনিয়োগের ওপর সর্বোচ্চ রিটার্ন দেয় এবং ডি-লিংক এ চাহিদা পূর্ণ করতে পারে। ডি-লিংকই একমাত্র কোম্পানি, যা অ্যাক্টিভ ও পেসিভ পণ্যে সেবা দিয়ে থাকে। এ বছরে আমাদের প্রধান অ্যাজেন্ডা হলো- আমাদের বিদ্যমান সিস্টেম ইন্টিগ্রেটারদের পুনরায় উজ্জীবিত করা, একই সাথে নতুন পার্টনারদের নিয়োগ করা।
দৈনন্দিন ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো ওয়ানস্টপ সলিউশন চান ও ডি-লিংক এনেছে উদ্ভাবনীয় এন্টারপ্রাইজ সলিউশন, যা ফ্ল্যাক্সিবল এবং বিসত্মৃত কর্মপরিধি সম্পন্ন। এসব পণ্যের মধ্যে রয়েছে সুইচিং সার্ভিলেন্স ও স্টোরেজ, সিকিউরিটি, সফটওয়্যার এবং স্ট্রাকচার্ড ক্যাবলিং। প্রতিটি পণ্যই একটি বিশ্বসত্ম ও নিরাপদ নেটওয়ার্ক সিস্টেমের জন্য অতি প্রয়োজনীয় অনুষঙ্গ। স্ট্রিম লাইন ইন্টিগ্রেশন, কেন্দ্রীয় ব্যবস্থাপনা, সমস্যার সহজ সমাধান ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করা ডি-লিংকের লক্ষ্য। ডি-লিংক এন্টারপ্রাইজ সলিউশন একটি সম্পূর্ণ ইন্টিগ্রেশন ও পরিসেবা দেয়, যা যেকোনো সময় যেকোনো স্থান থেকে পরিচালনা করা যায়
বাজারে পিসিআই ১৬ পোর্টের নতুন ইথারনেট সুইচ
সেইফ আইটি বাজারে এনেছে পিসিআই ব্র্যান্ডের এফএক্স-১৬আইআরএম মডেলের ইথারনেট সুইচ। এতে রয়েছে ১৬টি ১০/১০০ এমবিপিএস আরজে-৪৫ পোর্ট। সুইচটি আইট্রিপলই ৮০২.৩ (১০ বেস-টি), আইট্রিপলই ৮০২.৩ইউ (১০০ বেস-টিএক্স) এবং আইট্রিপলই ৮০২.৩এফ (ফ্লো কন্ট্রোল) স্ট্যান্ডার্ড সমর্থন করে। রয়েছে ১৬০ কেবি বাফার মেমরি, ৮কে ম্যাক অ্যাড্রেস এন্ট্রি, পরিবেশবান্ধব প্রভৃতি। প্লাগ অ্যান্ড প্লে সুবিধার সুইচটির দাম ৩ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
বাজারে লেনোভো ট্যাবলেট পিসি
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভোর এ২১০৭ মডেলের ট্যাবলেট পিসি। এটি অ্যান্ড্রয়িড আইসক্রিম স্যান্ডউইচ মোবাইল অপারেটিং সিস্টেম পস্নাটফর্মের ১.০ গিগাহার্টজ কোর্টেক্স এ৯ প্রসেসরে চালিত ট্যাবলেট পিসি। রয়েছে ৭ ইঞ্চির ১০২৪ বাই ৬০০ পিক্সেল রেজ্যুলেশনের মাল্টি-টাচ ডিসপেস্ন। জিএসএম এবং ডব্লিউসিডিএমএ মোবাইল ডাটা বা ইন্টারনেট সমর্থিত এ ট্যাবলেট পিসিটিতে ডুয়াল সিম ব্যবহার করা যায়। রয়েছে ১ জিবি র্যাএম, ১৬ জিবি ডাটা স্টোরেজ ডিভাইস, ডুয়াল ওয়েবক্যাম, ৮০২.১১ বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৩.০, জিপিএস,জি-সেন্সর ফাংশন, মাইক্রো-এসডি কার্ড রিডার প্রভৃতি। ওয়েব ব্রাউজিংসহ সর্বোচ্চ ৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপের লিথিয়াম-পলিমার ব্যাটারি সংবলিত ট্যাবলেট পিসিটির দাম ২৩ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৩২৫৭৯২৫
চট্টগ্রামে ওরাকল ও সিসিএনএ কোর্সে ভর্তি
বন্দরনগরী চট্টগ্রামে দ্য কমপিউটারস লিমিটেডে আইবিসিএস-প্রাইমেক্সের তত্ত্বাবধানে ওরাকল ১০ জিডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি চলছে। এছাড়া রেডহ্যাট লিনআক্স, জেন্ড সার্টিফিকেশন এবং সিসিএনএ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭৬০৪৮৬৭৯৫ (চট্টগ্রাম), ০১৭১৩৩৯৭৫৬৭-৮ (ঢাকা)
বাজারে ফুজিৎসু লাইফবুক
জাপানে তৈরি ফুজিৎসু ব্র্যান্ডের সবচেয়ে পাতলা এবং হালকা ওজনের ইন্টেল কোরআই সেভেন প্রসেসরচালিত নতুন একটি লাইফবুক বাজারে এনেছে কমপিউটার সোর্স। সাড়ে ৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধার ফুজিৎসু এসএইচ৭৭১ মডেলের লাইফবুকটিতে রয়েছে ৮ জিবি ডিডিআর৩ র্যা ম, ৬৪০ জিবি সাটা হার্ডড্রাইভ, ইন্টেল এইচডি ৩০০০ গ্রাফিক্স, ৩.০ভি ব্লু-টুথ, ২ মেগাপিক্সেল ক্যামেরা ও গিগাবিট ল্যানকার্ড। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে লাইসেন্সকৃত উইন্ডোজ ৭ প্রফেশনাল। পিসিতে সংরÿÿত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য ১৩.৩ ইঞ্চি প্রশসত্ম পর্দার লাইফবুকটিতে রয়েছে বেতার তরঙ্গভিত্তিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর, বায়োস লক, অ্যান্টি থেফট লক। স্টেরিও স্পিকার, ২.৮ গিগাহার্টজ ইন্টেল টার্বোবুস্ট ও হাইপার থ্রেট প্রযুক্তি সংবলিত ও এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত লাইফবুকটির দাম ২ লাখ ৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০০০৯৩
বিট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের সাথে পেনড্রাইভ উপহার
অ্যানজেল কমপিউটারস লিমিটেড বাজারে এনেছে বিশ্বের শীর্ষস্থানীয় অ্যান্টিভাইরাস বিট ডিফেন্ডার। এতে রয়েছে ডাবল লেয়ার ফায়ারওয়াল, যা ব্যবহারকারীর কমপিউটারকে নিরাপদ রাখে। এটি কমপিউটারকে স্প্যাম থেকে রক্ষা করে। সফটওয়্যারটির নিজস্ব ব্রাউজার ব্যবহারে অনলাইনে কেনাকাটা ও ই-ব্যাংকিং নিরাপদ নিশ্চিত করে। ৭৫০ টাকায় প্রতি একজন ব্যবহারকারীর জন্য অ্যান্টিভাইরাসটির সাথে উপহার হিসেবে থাকছে ৮ গিগাবাইট পেনড্রাইভ ও ২ হাজার টাকার তিনজন ব্যবহারোপযোগী অ্যান্টিভাইরাসের সাথে থাকছে তিনটি ৪ গিগাবাইটের পেনড্রাইভ। এ অফার স্টক থাকা পর্যমত্ম প্রযোজ্য। যোগাযোগ : ০১৬৭৮৬১৩৩৩৩
রাজশাহীতে গিগাবাইটের ৮ সিরিজের মাদারবোর্ড উন্মুক্ত
সম্প্রতি রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে গিগাবাইটের ৮ সিরিজের মাদারবোর্ড উন্মুক্ত করা হয়। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান। রাজশাহী অঞ্চলের বিজনেস পার্টনারদের নিয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আনাস খান বলেন, শিক্ষানগরী রাজশাহী সবসময়ই আমাদের বেশ সম্ভাবনাময় বাজার। রাজশাহী অঞ্চলে তথ্যপ্রযুক্তির বিকাশে গিগাবাইটের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত করতে রাজশাহী অঞ্চলের সব কমপিউটার ব্যবহারকারী এবং আমাদের বিজনেস পার্টনারদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা সবসময় চাই সবাই যাতে গুণগত মানের কমপিউটার পণ্য ব্যবহার করে
এসইও প্রশিক্ষণে বিশেষ ছাড়
ফ্রিল্যান্সিং কাজের চাহিদার ভিত্তিতে আইবিসিএস-প্রাইমেক্সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রশিক্ষণে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
সুফিয়ানা ঈদ মেগা অফার ড্রর পুরস্কার বিতরণ
ব্র্যান্ড ওরিয়েন্টেড ভ্যারাইটি শপ সুফিয়ানা ও ব্র্যান্ড ওরিয়েন্টেড অনলাইন সুপার শপ ই-সুফিয়ানা ঈদ মেগা অফার ড্র গত ২৮ আগস্ট প্রতিষ্ঠানের ওয়ারী শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফিয়ানা ও ই-সুফিয়ানার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। এতে প্রথম বিজয়ী হিসেবে রাজধানীর মগবাজারের আবু হায়াত মোহাম্মদ অ্যাপল আইফোন পুরস্কার জিতে নেন। দ্বিতীয় বিজয়ী হিসেবে যাত্রাবাড়ীর মাতুয়াইলের মো: এসএ খোকন একটি স্যামসাং ল্যাপটপ এবং তৃতীয় বিজয়ী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নিলুফা পারভীন স্যামসাং গ্যালাক্সি ট্যাব জিতে নেন। পরবর্তী বিজয়ীরা যথাক্রমে একটি স্যামসাং এস ডুয়োস, একটি সনি এক্সপেরিয়া, একটি এসটিসি ওয়াইল্ডফায়ার এস, একটি নোকিয়া আশা, একটি অ্যাপল আইপড, একটি স্যামসাং নিও ডুয়োস মোবাইল সেট এবং সুফিয়ানার গিফট হ্যাম্পারসহ মোট ৩০টি পুরস্কার দেয়া হয়
ওকি ব্র্যান্ডের ডট ম্যাট্রিক্স প্রিন্টার
ওকি ব্র্যান্ডের এমএল-১১৯০ মডেলের ডট ম্যাট্রিক্স প্রিন্টার বাংলাদেশে এনেছে সেইফ আইটি সার্ভিসেস লিমিটেড। প্রিন্টারটিতে রয়েছে ২৪ পিন, ৮০ কলাম, ১০০০০ পাওয়ার অন আওয়ারস এবং প্রতি সেকেন্ডে ৩৩৩ ক্যারেক্টার প্রিন্টার করার প্রযুক্তি। রয়েছে প্যারালাল, সিরিয়াল ও ইউএসবি ২.০ ইন্টারফেস। প্রিন্টারটি একই সাথে একটি অরিজিনালসহ ৪ কপি পেপার তত্ত্বাবধান করতে পারে। এতে রয়েছে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী প্রিন্ট হেড। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটির দাম ১৪ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
বাজারে এএমডি ব্র্যান্ডের এ১০-৬৮০০কে প্রসেসর
ইউসিসি বাজারে এনেছে এএমডি ব্র্যান্ডের রিচল্যান্ড সিরিজের এ১০-৬৮০০কে প্রসেসর। এটি আগের ট্রিনিটি সিরিজ থেকে বেশি কার্যক্ষম এবং টেকসই। এফএম২ সকেটের ৩২ ন্যানোমিটারে তৈরি প্রসেসরটির ক্লকস্পিড ৪.১ গিগাহার্টজ, যার গতি টার্বো মোডে বাড়ানো যাবে ৪.৪ গিগাহার্টজ পর্যমত্ম। রয়েছে ৮ সিরিজের ৮৬৭০ ডিসক্রিট গ্রাফিক্স কার্ড। ১০০ ওয়াটের এ প্রসেসরটি ডিরেক্সটএক্স১১ সমর্থন করে। প্রসেসরটি ডিডিআর৩ ২১৩০ মেগাহার্টজ মেমরি সাপোর্টে সক্ষম এবং আরও রয়েছে ৪ এমবি ক্যাশ। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭
বাজারে আসুসের অল ইন ওয়ান পিসি
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের ইটি১৬১২আইইউটিএস মডেলের টাচস্ক্রিন ফাংশনের অল ইন ওয়ান পিসি। বিদ্যুৎসাশ্রয়ী এবং মার্কারিমুক্ত পরিবেশবান্ধব এ পিসিটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির স্পর্শকাতর পর্দা। পিসির সবগুলো ফাংশন বা অ্যাপ্লিকেশন স্পর্শকাতর পর্দায় আঙুলের ছোঁয়ায় পরিচালনা করা যায়। হালকা-পাতলা গড়নের এ পিসিটিতে রয়েছে ১.১ গিগাহার্টজ গতির ইন্টেল সেলেরন ডুয়াল কোর প্রসেসর, ২ জিবি ডিডিআর৩ র্যা ম, ৩২০ জিবি হার্ডডিস্ক, অনবোর্ড গ্রাফিক্স, বিল্ট-ইন স্পিকার, গিগাবিট ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়েবক্যাম, দুটি ইউএসবি ৩.০ পোর্ট, দুটি ইউএসবি ২.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট, ইউএসবি মাউস, কিবোর্ড প্রভৃতি। দাম ৩৪ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৫
রেডহ্যাট ভার্চুয়ালাইজেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ভার্চুয়ালাইজেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে ৩২ ঘণ্টার এ কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আসুসের ফ্রেমলেস ডিজাইনের এলইডি মনিটর
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের এমএক্স২৩৯এইচ মডেলের নতুন এলইডি মনিটর। ২৩ ইঞ্চির প্রশসত্ম পর্দার ফ্রেমলেস ডিজাইনের এ মনিটরটিতে রয়েছে এএইচ-আইপিএস প্যানেল, ৩ ওয়াটের ডুয়াল স্টেরিও স্পিকার। মনিটরটি গুড ডিজাইন পুরস্কারপ্রাপ্ত। মনিটরটির ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি, রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, স্মার্ট কন্ট্রাস্ট রেশিও ৮০০০০০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড। রয়েছে ডুয়াল এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট প্রভৃতি। দাম ২৭ হাজার টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮
সিসিএনএ ও সিসিএনপি কোর্সে ভর্তি চলছে
আইবিসিএস-প্রাইমেক্সে সিসিএনএ ও সিসিএনপি কোর্সে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়। কোর্স শেষে অনলাইন সার্টিফিকেশন পরীক্ষার ব্যবস্থা আছে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
তোশিবা-জবস ইন বিডি ক্যুইজের পুরস্কার বিতরণী
গত ২৬ আগস্ট রাজধানীর একটি রেস্টুরেন্টে তোশিবা-জবস ইন বিডি ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের তোশিবা পণ্য ব্যবস্থাপক রেজাউল করিম, হেড অব রিটেইল বিজনেস এএসএম শওকত মিলস্নাত এবং জবস ইন বিডির পরিচালক মো: নুরুজ্জামান। ক্যুইজ প্রতিযোগিতার প্রথম বিজয়ীকে স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে একটি তোশিবা ল্যাপটপ, দ্বিতীয় বিজয়ীকে একটি তোশিবা ক্যামকর্ডার, তৃতীয় বিজয়ীকে একটি তোশিবা পোর্টেবল হার্ডডিস্কসহ মোট ১০ জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়
আসুসের চতুর্থ প্রজন্ম প্রসেসরের অত্যাধুনিক মাদারবোর্ড
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের সাবেরটুথ জেড৮৭ মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল জেড৮৭ চিপসেটের এ মাদারবোর্ডটি চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর, পেন্টিয়াম, সেলেরন প্রসেসর সমর্থন করে। চারটি ডিডিআর৩ র্যা ম সস্নট থাকায় সর্বোচ্চ ৩২ জিবি র্যা্ম ব্যবহার করা যায় এবং অত্যাধুনিক পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লোট থাকায় এনভিডিয়া কোয়াড-জিপিইউ এসএলআই অথবা এএমডি কোয়াড-জিপিইউ ক্রসফায়ারএক্স মাল্টি-জিপিইউ সাপোর্ট করে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ১০২৪ মেগাবাইট ভিডিও মেমরির বিল্ট-ইন গ্রাফিক্স, ৬টি সাটা পোর্ট, গিগাবিট ল্যান, ৮ চ্যানেল অডিও, ১৪টি ইউএসবি পোর্ট প্রভৃতি। দাম ২৫ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮
ডাটাবেজ সফটওয়্যার ওরাকল প্রশিক্ষণ
আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১০জি ডিবিএ ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এ কোর্স শেষ করে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ব্যাংক, বীমা এবং বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এসটেক ব্র্যান্ডের অপটিক্যাল মাউস
সেইফ আইটি বাজারে এনেছে এসটেক ব্র্যান্ডের নতুন মডেলের অপটিক্যাল মাউস। চমৎকার ডিজাইনের এ মাউসগুলো পিএস/২ ও ইউএসবি দু’ধরনের পোর্টের বেশ কয়েকটি মডেলে পাওয়া যাচ্ছে। রয়েছে ইজি স্ক্রল হুইল, আরামদায়ক বাটন। মডেলভেদে মাউসগুলোর দাম ১৫০ থেকে ৩৫০ টাকা। যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
রেডহ্যাট লিনআক্স-৬ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্স-৬ কোর্সে শুক্র ও শনিবার সান্ধ্যকালীন ব্যাচে ভর্তি চলছে। ৯০ ঘণ্টার এ কোর্সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক ও সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্ভার কনফিগারেশন প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
বাজারে এইচপি গেমিং ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ব্র্যান্ডের প্রোবুক ৪৪৪৫এস মডেলের গেমিং ল্যাপটপ। এএমডি এ৮ ৪৫০০ মডেলের কোয়াড কোর প্রসেসরসম্পন্ন এ ল্যাপটপে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৩ র্যা ম, ৭৫০ গিগাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি এলইডি ডিসপ্লে, সুপার মাল্টি ডিভিডি রাইটার এবং এইচপি ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। ল্যাপটপটির আকর্ষণীয় ফিচার ৪ গিগাবাইট রেডিয়ন গ্রাফিক্স কার্ড। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটির দাম ৫৩ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯১০
ওকি ব্র্যান্ডের ডুপেস্নক্স মনোক্রম লেজার প্রিন্টার
সেইফ আইটি বাজারে এনেছে জাপানের ওকি ব্র্যান্ডের বি৪০১ডি মডেলের বিল্ট-ইন ডুপ্লেক্সের নতুন মনোক্রম লেজার প্রিন্টার। এটি বাজারের সবচেয়ে ব্যয়সাশ্রয়ী অত্যাধুনিক মনোক্রম লেজার প্রিন্টার হিসেবে পরিচিত। এলইডি প্রযুক্তির এ প্রিন্টারটির বিশেষ বৈশিষ্ট্য হলো- প্রিন্ট স্পিড ২৯ পিপিএম, রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, ৬৪ মেগাবাইট মেমরি, ২৫০ পৃষ্ঠা পেপার ইনপুট ট্রে, মাসিক ডিউটি সাইকেল ৩০ হাজার পৃষ্ঠা, ইউএসবি ও প্যারালাল ইন্টারফেস, এনার্জি সেভিং ফিচার প্রভৃতি। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৮ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
এসএমসি ব্র্যান্ডের ২৪ পোর্টের ইথারনেট সুইচ
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে এসএমসি ব্র্যান্ডের এফএম২৪০১ মডেলের নতুন ইথারনেট সুইচ। এতে রয়েছে ২৪টি ১০/১০০ আরজে-৪৫ পোর্ট, যার প্রতিটি পোর্টে রয়েছে অটো-এমডিআইএক্স। তাই অনুকূল গতি এবং ডুপ্লেক্স মোড স্বয়ংক্রিয়ভাবে সব সক্রিয় নেটওয়ার্ক সংযোগের জন্য নির্বাচিত হতে পারে। প্লাগ অ্যান্ড প্লে সুবিধার এ ডিভাইসটিতে কোনো ক্রসওভার ক্যাবলের প্রয়োজন পড়ে না। এটি ৬০ শতাংশ বিদ্যুতের অপচয় রোধ করে। এছাড়া রয়েছে ওয়্যারস্পিড প্যাকেট ফিল্টারিং এবং স্টোর অ্যান্ড ফরোয়ার্ড প্রযুক্তি। দাম ৬ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩
বাজারে এইচপি অফিসজেট প্রো এক্স৪৫১ ডিডবিস্নউ প্রিন্টার
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি অফিসজেট প্রো এক্স৪৫১ ডিডবিস্নউ মডেলের প্রিন্টার। ৫৫ পিপিএম গতির এ প্রিন্টারটিতে রয়েছে ১২০০ বাই ১২০০ ডিপিআই প্রিন্ট রেজ্যুলেশন, ৫১২ মেগাবাইট র্যারম, ৭৯২ মেগাহার্টজ প্রসেসর এবং ৫০ হাজার পৃষ্ঠা পর্যন্ত মাসিক প্রিন্ট করার সুবিধা। রয়েছে ৫০০ শিটের ইনপুট ট্রে, ৫০ শিটের মাল্টিপারপাস ট্রে, ৫০০ শিটের অপশনাল ট্রে এবং ৩০০ শিটের ফেস ডাউন ট্রে। প্রিন্টারটি দিয়ে প্রায় সব ধরনের প্লেন পেপার, ফটো পেপার, এনভেলপ, লেভেল, কার্ড, গ্লসি ব্রশিউর, ম্যাট ব্রশিউর, ট্রাই-ফোল্ড ব্রশিউর, গ্রিটিংস কার্ডসহ বিভিন্ন ধরনের ইঙ্কজেট স্পেশালিটিসম্পন্ন কাগজ প্রিন্ট করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটির দাম ৪৭ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭০৯
বাজারে লেনোভোর ডেস্কটপ পিসি
লেনোভো ব্র্যান্ডের থিঙ্কসেন্টার এজ৭২ মডেলের ডেস্কটপ পিসি বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। পিসিটিতে রয়েছে ৩.৩০ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই৩ প্রসেসর, যার ক্যাশ মেমরি ৩ মেগাবাইট। এছাড়া রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান, ৮ চ্যানেল অডিও, ৬টি ইউএসবি ২.০, একটি ভিজিএ, একটি ডিভিআই-ডি পোর্ট প্রভৃতি সংযোগ সুবিধা। সাড়ে ১৮ ইঞ্চির এলইডি মনিটরসহ পিসিটির দাম ৩৮ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৩২৫৭৯২৫
বাজারে টুইনমসের হাই পারফরম্যান্স এসএসডি
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টুইনমস ব্র্যান্ডের হাইপারফরম্যান্স সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। এইচএসএসডি এইচ২ মডেলের ১২০ গিগাবাইটের ডিভাইসটিতে রয়েছে ৫৫০ এমবিপিএস রিডিং স্পিড এবং ৫০০ এমবিপিএস রাইটিং স্পিড। সাটা টু কিংবা সাটা থ্রি সাপোর্ট করে এমন যেকোনো ডিভাইসের সাথে এটি কাজ করে। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ বিদ্যুৎসাশ্রয়ী এ ডিভাইসটির দাম ১৪ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৮৭
ভিভিটেক ব্র্যান্ডের ডি৯৪৫ভিএক্স মাল্টিমিডিয়া প্রজেক্টর
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে ভিভিটেক ব্র্যান্ডের ডি৯৪৫ভিএক্স মডেলের মাল্টিমিডিয়া প্রজেক্টর। উজ্জ্বল ও গাঢ় রঙিন কালার প্রক্ষেপণে প্রজেক্টরটিতে রয়েছে অত্যাধুনিক ডিএলপি, ব্রিলিয়েন্ট কালার প্রযুক্তি এবং অটোমেটিক গেইন কন্ট্রোল। ৪৫০০ এএনএসআই লুমেন্সের এ প্রজেক্টরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো- এক্সজিএ ১০২৪ বাই ৭৬৮ রেজ্যুলেশন, ২৪০০:১ কন্ট্রাস্ট রেশিও, আসপেক্ট রেশিও ৪:৩/১৬:৯, প্রজেকশন স্ক্রিন সাইজ ২৩ থেকে ২৭৩ ইঞ্চি। মাল্টিমিডিয়া ডিভাইসের সাথে ব্যবহার করা রয়েছে ভিজিএ ইন/আউট, কম্পোজিট ভিডিও, এস-ভিডিও, এইচডিএমআই ১.৩ প্রভৃতি সংযোগ সুবিধা। এর ল্যাম্প ২৮০ ওয়াটের এবং লাইফ তিন হাজার ঘণ্টা। এছাড়া ছোট আকৃতির ও সহজে বহনযোগ্য এ প্রজেক্টরটির ওজন মাত্র ৭.৭ পাউন্ড এবং রয়েছে এক বছরের ওয়ারেন্টি। দাম ১ লাখ ২ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৫৯
তোশিবার গ্রাফিক্স ল্যাপটপ বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবা স্যাটেলাইট সিরিজের এল৪০-ভিজিএ মডেলের গ্রাফিক্স ল্যাপটপ। ইন্টেল কোরআই৫-৩৩৩৭ইউ প্রসেসর সংবলিত এ ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি এলইডি ডিসপেস্ন, ২ জিবি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড, এইচডি ওয়েবক্যাম, ব্লু-টুথ ও ল্যান সুবিধা। ল্যাপটপটির অন্যতম আকর্ষণ এর বিল্ট ইন অনকিয় স্পিকার এবং পানিরোধক কীপ্যাড। বর্তমানে নীল, স্যাম্পেইন গোল্ড এবং সাদা এ তিন রংয়ে পাওয়া যাচ্ছে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৫৭ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯
এলজির ডুয়াল ওয়েব ফিচারের এলইডি মনিটর
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে এলজির ১৯ইন৪৩টি মডেলের এলইডি মনিটর। সাড়ে ১৮ ইঞ্চির এ মনিটরটির প্রধান ফিচারের মধ্যে রয়েছে এলইডি ব্যাকলাইট প্যানেল, এইচডি ১০৮০ পিক্সেল সাপোর্ট, সুপার এনার্জি সেভিং এবং ডুয়াল ওয়েব। বিদ্যুৎ সাশ্রয়ে রয়েছে সুপার এনার্জি সেভিং ফিচার। এছাড়া মনিটরটিতে রয়েছে ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল, ৫০০০০০০:১ ডায়নামিক কন্ট্রাস্ট রেশিও, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/ ১৬০ ডিগ্রি, ডি-সাব পোর্ট, ডিভিআই পোর্ট প্রভৃতি। দাম ৮ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯২২
জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণে ভর্তি চলছে। প্রশিক্ষণে কোর্সের অরিজিনাল স্টাডি মেটেরিয়াল, অনলাইন পরীক্ষার জন্য ২৫ শতাংশ ডিসকাউন্ট ভাউচার এবং কোর্স শেষে ওরাকল থেকে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এসটেক ব্র্যান্ডের কীবোর্ড
সেইফ আইটি বাজারে এনেছে এসটেক ব্র্যান্ডের নরমাল ও মাল্টিমিডিয়া কীবোর্ড। সুদৃশ্য ও মজবুত গঠনের এ কীবোর্ডগুলো পিএস/২ এবং ইউএসবি পোর্টে পাওয়া যাচ্ছে। কীবোর্ডগুলোর হাই স্পিড কমান্ডিং রেট ইউজারকে দেবে টাইপিং ও কমান্ডিংয়ে সর্বাধিক গতি। আরামদায়ক বাটনের এ কীবোর্ড দেবে দীর্ঘদিন ব্যবহারে গুণগত মানের সুবিধা। দাম ২৫০ টাকা এবং মাল্টিমিডিয়া কীবোর্ডের দাম ৩০০ টাকা। যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
বাজারে এইচপি চতুর্থ প্রজন্মের টাচ ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ব্র্যান্ডের এনভি টিএস ১৫-জে০০৩টিএক্স মডেলের টাচ প্রযুক্তির ল্যাপটপ। ইন্টেল চতুর্থ প্রজন্মের কোরআই৭ প্রসেসর সংবলিত ল্যাপটপটিতে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি এইচডি ডিসপেস্ন, ২ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স গ্রাফিক্স কার্ডসহ অন্যান্য সুবিধা। ন্যাচারাল সিলভার রংয়ের এ ল্যাপটপটির দাম ৯৩ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২১
৪৬০ টাকা কিসিত্মতে ডবিস্নউডি এক্সটারনাল হার্ডডিস্ক
প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংরক্ষণ ও পরিবহন সুবিধার জন্য পিসি ব্যবহারকারীদের কাছে এক্সটারনাল হার্ডডিস্ক এখন অত্যন্ত প্রয়োজনীয় ডিভাইস। তাদের প্রয়োজন পূরণকে সহজ করতে বিশ্বনন্দিত ওয়েস্টার্ন ডিজিটাল (ডব্লিউডি) ব্র্যান্ডের সব ধরনের হার্ডডিস্কে কিস্তি সুবিধা দিয়েছে কমপিউটার সোর্স। ১২ মাস মেয়াদী সুদমুক্ত এ কিস্তি সুবিধায় গ্রাহকেরা এখন মাত্র ৭৫০ টাকা কিস্তিতে ১ টেরাবাইট এবং ৪৬০ টাকা কিসিত্মতে ৫০০ জিবি ধারণক্ষমতার বহনযোগ্য হার্ডডিস্ক কিনতে পারছেন। স্টক থাকা পর্যন্ত ব্র্যাক ও অ্যামেক্স ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। এছাড়া হার্ডডিস্কের তিন বছরের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই
পিসিআই ব্র্যান্ডের ১৬ পোর্টের ইথারনেট সুইচ
সেইফ আইটি বাজারে এনেছে পিসিআই ব্র্যান্ডের এফএক্স-১৬আইআরএম মডেলের ইথারনেট সুইচ। এতে রয়েছে ১৬টি ১০/১০০ এমবিপিএস আরজে-৪৫ পোর্ট। সুইচটির প্রতিটি পোর্ট অটো-আপলিঙ্ক ফাংশন সমর্থন করে। ফলে ব্যবহারকারীকে ক্যাবলের টাইপ নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না। সুইচটি আইট্রিপলই৮০২.৩ (১০ বেস-টি), আইট্রিপলই৮০২.৩ইউ (১০০ বেস-টিএক্স) ও আইট্রিপলই৮০২.৩এফ (ফ্লো কন্ট্রোল) স্ট্যান্ডার্ড সমর্থন করে। এর উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য হলো ১৬০ কেবি বাফার মেমরি, ৮কে ম্যাক অ্যাড্রেস এন্ট্রি, পরিবেশবান্ধব প্রভৃতি। প্লাগ অ্যান্ড প্লে সুবিধার অত্যাধুনিক এ সুইচটি ছোট থেকে মধ্যম পরিসরের অফিসে নেটওয়ার্কের বর্ধিত সংযোগ দিতে সক্ষম। দাম ৩ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
বাজারে গিগাবাইটের নতুন গ্রাফিক্স কার্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট ব্র্যান্ডের জিভি-আর৭৮৫০সি-২জিডি মডেলের গ্রাফিক্স কার্ড। ২ গিগাবাইটের এ গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে ৪৮০০ মেগাহার্টজ মেমরি ক্লকস্পিড, ২৫৬ বিট মেমরি বাস এবং ডিরেক্টএক্স ১১ সাপোর্ট সুবিধা। হাই কনফিগারেশনের এ গ্রাফিক্স কার্ডটির দাম ২০ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯৮৩
দেশের বাজারে এএমডির নতুন এপিইউ উন্মোচিত
গত ২২ আগস্ট আইটি পণ্য আমদানিকারক এবং পরিবেশক প্রতিষ্ঠান ইউসিসির আয়োজনে ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল মাইক্রোপ্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান এএমডি রিচল্যান্ড সিরিজের এপিউ এ৪ ৪০০০-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে সাংবাদিক এবং ডিলারসহ প্রায় দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন ইউসিসির ডিজিএম আনোয়ারুল কাইয়ুম চৌধুরী রাজু। তিনি সব ডিলারকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি এএমডির সাথে ইউসিসির যাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশে এএমডির প্রতিনিধি ইরফানুল হক, ইউসিসির এজিএম (সেলস) শাহিন মোলস্না। অনুষ্ঠানে জানানো হয়, এ৪ ৪০০০-এর ক্লকস্পিড ৩.০/৩.২ গিগাহার্টজ। রয়েছে উঁচু ক্ষমতাসম্পন্ন ৭৪৮০ডি ডিসক্রিট গ্রাফিক্স কার্ড। প্রসেসরটির বিদ্যুৎ খরচ মাত্র ৬৫ ওয়াট। বাজারের ডুয়াল কোর প্রসেসরের চাহিদা পূরণ করার জন্য নতুন এ এপিইউ আনা হয়েছে। ইউসিসির সব ব্র্যাঞ্চ এবং ডিলার শপে এটি পাওয়া যাবে
রেডহ্যাট লিনআক্স সিকিউরিটি স্পেশালিস্ট প্রশিক্ষণে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্স সিকিউরিটি স্পেশালিস্ট (আরএইচসিএসএস) প্রশিক্ষণে শুক্রবার এবং শনিবারের ব্যাচে ভর্তি চলছে। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
রানডিস্ক ব্র্যান্ডের পেনড্রাইভ
সেইফ আইটি বাজারে এনেছে কোরিয়ার রানডিস্ক ব্র্যান্ডের ৮ জিবি ও ১৬ জিবি মেমরির পেনড্রাইভ। হালকা-পাতলা ধরনের আকর্ষণীয় স্টাইলের এ পেনড্রাইভে পাওয়া যাবে দ্রুতগতির ডাটা ট্রান্সফার সুবিধা। আঘাত, ধুলাবালি ও পানি থেকে নিরাপদ ইউএসবি ২.০ ইন্টারফেসের এ পেনড্রাইভ উইন্ডোজ, ম্যাক এবং লিনআক্স অপারেটিং সিস্টেমের প্রায় সব সংস্করণ সমর্থন করে। প্লাগ অ্যান্ড প্লে সুবিধার ৮ জিবি ও ১৬ জিবি পেনড্রাইভের দাম ৫০০ ও ৯০০ টাকা। রয়েছে লাইফটাইম ওয়ারেন্টি। যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
আসুসের আরটি-এন১০ই ১৫০ এমবিপিএস ওয়্যারলেস রাউটার
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের আরটি-এন১০ই মডেলের ১৫০ এমবিপিএস ওয়্যারলেস রাউটার। এতে রয়েছে একটি আরজে-৪৫ ওয়্যান পোর্ট এবং চারটি আরজে-৪৫ ল্যান পোর্ট। রাউটারটি ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড সমর্থন করে। ৭২ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করে এবং খরচ বাঁচায়। রয়েছে ৫ ডেসিবল আইসোট্রপিক অ্যান্টেনা, তাই সব দিক থেকে শক্তিশালী ওয়্যারলেস সিগন্যাল পাওয়া যায়। এতে নেটওয়ার্কের সিকিউরিটির জন্য রয়েছে ডবিস্নউইপি, ডব্লিউপিএ২, ফায়ারওয়াল, লগিং, ফিল্টারিং, অ্যানক্রিপশন সুবিধা। দাম ২ হাজার ১০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩
টুইনমস বাংলাদেশের অফিসিয়াল ফ্যানপেজ চালু
টুইনমসের বাংলাদেশ সংস্করণে ফেসবুক ফ্যানপেজ চালু করা হয়েছে। এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা টুইনমস ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ও অনুষ্ঠানের খোঁজখবর পাবেন। পেজটিতে রয়েছে টুইনমস ব্র্যান্ডের পেনড্রাইভ, মেমরি কার্ড, ট্যাবলেট পিসি, র্যা ম, হার্ডডিস্ক, ইউএসবি হাব এবং অন্যান্য পণ্য সংক্রামত্ম বিসত্মারিত তথ্য-উপাত্ত। ওয়েবসাইট : fb.com/TwinMOSBangladeshw
বাজারে এমএসআই ব্র্যান্ডের দুটি গেমিং মাদারবোর্ড
গেমারদের চাহিদার কথা বিবেচনা করে এমএসআই ব্র্যান্ডের জেড৮৭-জি৪৫ ও জেড৮৭-জিডি৬৫ মডেলের দুটি গেমিং মাদারবোর্ড বাজারে এনেছে ইউসিসি। ইন্টেল চিপসেটের এ মাদারবোর্ড দুটিতে ডিডিআর৩ ৩৩০০ মেমরি সাপোর্টের পাশাপাশি রয়েছে ইউএসবি ৩.০ প্রযুক্তি। মিলিটারি ক্লাস ৪ প্রযুক্তির মাদারবোর্ড দুটিতে রয়েছে ওসিজেনি৪, সাউন্ড ব্লাস্টার ও কিলার ইথারনেট সুবিধা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭
বাজারে ট্রান্সসেন্ডের নতুন পেনড্রাইভ
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের জেটফ্ল্যাশ ৩৫০ মডেলের নতুন পেনড্রাইভ এনেছে ইউসিসি। ইউএসবি ২.০ প্রযুক্তির এ পেনড্রাইটির রিড স্পিড ১৫ এমবি/সেকেন্ড এবং রাইট স্পিড ৪ এমবি/সেকেন্ড। ক্লাসিক মডেলের প্লাস্টিক আবরণে তৈরি আকর্ষণীয় এ পেনড্রাইভটি ২ জিবি থেকে ৩২ জিবি পর্যন্ত বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে এবং লাইফটাইম ওয়ারেন্টি সুবিধা তো থাকছেই। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
বাজারে ভিউসনিক ভিএ১৬২০এ এলইডি মনিটর
ইউসিসি বাজারে এনেছে ১৬ ইঞ্চির এলইডি মনিটর ভিএ১৬২০এ। কালো বর্ডারে তৈরি ১৩৬৫ বাই ৭৬৮ রেজ্যুলেশনের মনিটরটি নতুন ডব্লিউএলইডি এবং মার্কারি ফ্রি প্রযুক্তির কারণে কোনো ধরনের নেগেটিভ স্ক্রিন ছাড়াই এ মনিটরটির ইন্টারনেট ভিডিও, গেমিং হয়ে উঠবে আরও উপভোগ্য এবং প্রাণবন্ত। মনিটরটির রেসপন্স টাইম ১১ মিলি সেকেন্ড এবং কন্ট্রাস্ট রেশিও ৬০০:১। ওজনে হালকা, সহজে বহনযোগ্য এ মনিটরটিকে ওয়াল মাউন্টের মাধ্যমে ব্যবহার করা সম্ভব। ১৫ পিনের ডিসাবের মাধ্যমে মনিটরটিকে কমপিউটারের সাথে যুক্ত করা যায়। দাম ৬ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭
মাইক্রোনেটের গিগাবিট ওয়েব স্মার্ট সুইচ
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে মাইক্রোনেট কোম্পানির এসপি৬৭৬সি মডেলের গিগাবিট ওয়েব স্মার্ট সুইচ। এটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়ার্কগ্রুপ এবং সার্ভার অ্যাপ্লিকেশনগুরোর জন্য আদর্শ। রয়েছে ১৬টি গিগাবিট আরজে-৪৫ পোর্ট, ৪টি এসএফপি স্লোট, ৩৪০ কেবি বাফার মেমরি, ৮ হাজার ম্যাক অ্যাড্রেস এন্ট্রি, ১৬ গ্রুপ ট্যাগভিত্তিক ভার্চুয়াল ল্যান টেবিল, স্টোর অ্যান্ড ফরোয়ার্ড সুইচিং মেথড, ফিল্টার/ফরোয়ার্ডিং ফিচার প্রভৃতি। এর মাধ্যমে ফাইবার অপটিক সংযোগ দিয়ে বিপুল পরিমাণের ডাটা দেয়া-নেয়া করা যায় এবং অনায়াসে নেটওয়ার্কের অবকাঠামো অক্ষুণ্ণ রেখে নেটওয়ার্কের পরিধি বিসত্মৃত করা যায়। এছাড়া ওয়েবভিত্তিক ম্যানেজমেন্ট ইন্টারফেস, কন্সোল, এসএনএমপি থাকায় সুইচটিকে অনায়াসে কনফিগার করা যায়। দাম ১৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩
নিরাপদ তথ্য সংরক্ষণে ডব্লিউডি মাই পাসপোর্ট
মসৃণ ও স্বয়ংক্রিয় ব্যাকআপ সফটওয়্যার সমর্থিত পাসপোর্ট আকৃতির বহনযোগ্য হার্ডড্রাইভ মাই পাসপোর্ট এনেছে কমপিউটার সোর্স। এটি দুই থেকে তিনগুণ দ্রম্নততার সাথে ডাটা স্থানান্তর করে। ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের এ বহনযোগ্য হার্ডডিস্কে রয়েছে ৫০০ জিবি থেকে ৩ টেরাবাইট পর্যন্ত ধারণক্ষমতা। রয়েছে ৫টি ভিন্ন রংয়ের নান্দনিক ডিজাইন। ইউএসবি ৩ ও ২ উভয় পোর্টের জন্য উপযোগী এ হার্ডডিস্কটি ইউএসবি পোর্টের মাধ্যমেই চার্জ হয়। ফলে আলাদা করে চার্জ দেয়ার প্রয়োজন হয় না। তথ্যের নিরাপত্তার জন্য রয়েছে পাসওয়ার্ড সুবিধা। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ ৫০০ জিবি তথ্য ধারণক্ষমতার হার্ডড্রাইভের দাম ৫ হাজার ৫০০ টাকা
জেন্ড সার্টিফিকেশন প্রশিক্ষণে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জেন্ড পিএইচপি-৫.৩ সার্টিফিকেশন প্রশিক্ষণে ভর্তি চলছে। ৯০ ঘণ্টার এ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট এবং অরিজিনাল স্টাডি মেটেরিয়াল দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
বাজারে সাফায়ার ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড
গেমার এবং গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা পূরণ করতে ইউসিসি বাজারে এনেছে সাফায়ার ব্র্যান্ডের ভ্যাপর-এক্স এইচডি৭৯৭০ গিগাহার্টজ এডিশন গ্রাফিক্স কার্ড। ৩ জিবি ডিডিআর৩ মেমরি সমর্থন ক্ষমতাসম্পন্ন এ গ্রাফিক্স কার্ডের মাধ্যমে তিনটি মনিটর যুক্ত করা সম্ভব। এর পাওয়ার ডিজাইন ৮ ভাগে বিভক্ত এবং রয়েছে ডুয়াল লিঙ্ক ডিভিআই-আই, ডিভিআই-ডি, এইচডিএমআই এবং ডিসপ্লে পোর্ট। এর চারটি হিট পাইপ গ্রাফিক্স কার্ডকে ঠান্ডা রাখে। গ্রাফিক্স কার্ডটির ক্লকস্পিড ১০০০ মেগাহার্টর্জ যা টার্বো মোডে ১০৫০ মেগাহার্টজ পর্যন্ত কার্যক্ষমতায় সক্ষম। ২৪ মিলিমিটারে তৈরি এ গ্রাফিক্স কার্ডটি ওপেনজিএল ৪.২ এবং ডিরেক্টএক্স১১ সমর্থন ক্ষমতাসম্পন্ন।
যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন প্রশিক্ষণে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার এ প্রশিক্ষণে নেটওয়ার্ক, সিস্টেম, ওয়েব, ভাইরাস, ফায়ারওয়াল, ওয়্যারলেস ওয়েব সার্ভার সিকিউরিটি এবং পেনিট্রেশন টেস্টিং প্রশিক্ষণ দেয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১০০ শতাংশ ডিসকাউন্ট ভাউচার এবং প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
বাজারে এডেটা ব্র্যান্ডের পোর্টেবল হার্ডডিস্ক
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে এডেটা ব্র্যান্ডের এইচই৭২০ মডেলের পোর্টেবল হার্ডডিস্ক। মাত্র ৮.৯ মিলিমিটার সরু এ হার্ডডিস্কটির আবরণ স্টেইনলেস স্টিলের, যা আঁচর প্রতিরোধক। তাই দীর্ঘদিন ব্যবহারেও হার্ডডিস্কের বাহ্যিক কোনো ক্ষতি হয় না। ইউএসবি ৩.০ ইন্টারফেসের হওয়ায় এটি ইউএসবি ২.০-এর তুলনায় তিনগুণ বেশি ডাটা ট্রান্সফার করতে পারে। রয়েছে নীল রংয়ের এলইডি লাইট, ২.৫ ইঞ্চি সাটা-২ হার্ড ডিস্কড্রাইভ ইন্টারফেস। এর ওয়ান টাচ ব্যাকআপ ফিচারের মাধ্যমে অনায়াসে ডাটা ব্যাকআপ এবং সিঙ্ক্রোনাইজ করতে পারে। ৫০০ জিবি ধারণ ক্ষমতা মতার হার্ডডিস্কটির দাম ৬ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯০৪
ভিভিটেক প্রজেক্টরের কারিগরি কর্মশালা অনুষ্ঠিত
ভিভিটেক প্রজেক্টরের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড তাদের কল্যাণপুরের সার্ভিস সেন্টারে গত ২০ আগস্ট থেকে তিন দিনের ‘ভিভিটেক টেকনিক্যাল ট্রেনিং’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। এতে গ্লোবাল ব্র্যান্ডের ১৫ জন সার্ভিস ইঞ্জিনিয়ার অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভিভিটেকের এশিয়া অঞ্চলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু ফ্যান এবং ডেপুটি ম্যানেজার রন লী। তারা ভিভিটেক প্রজেক্টরের কারিগরি দিক, কার্যকারিতা, ইনস্টলেশন এবং ট্রাবলশুটিং সম্পর্কে স্বচ্ছ ধারণা দেন এবং এর পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ দেন। কৃতিত্বের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রত্যেককে সার্টিফিকেট দেয়া হয়। এ সময় ভিভিটেকের বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন
এএসপি ডটনেট ইউজিং সি কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডে এএসপি ডটনেট ইউজিং সি, এসকিউএল সার্ভার প্রশিক্ষণে ভর্তি চলছে। এতে অ্যাজাক্স, জেকোয়ারি, এনটিটি ফ্রেমওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট শেখানো হবে। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে।
যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
আসুসের বিএম সিরিজের কমার্শিয়াল ডেস্কটপ পিসি
আসুস ব্র্যান্ডের বিএম৬৮২০ মডেলের কমার্শিয়াল ডেস্কটপ পিসি বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। ইন্টেল এইচ৬১ চিপসেটের এ পিসিটিতে রয়েছে ৩.৪০ গিগাহার্টজ গতির ইন্টেল তৃতীয় প্রজন্মের কোরআই৩ প্রসেসর, যার ক্যাশ মেমরি ৩ মেগাবাইট। রয়েছে ২ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান, ৮ চ্যানেল অডিও, ৬টি ইউএসবি ২.০, একটি ভিজিএ, একটি ডিভিআই-ডি পোর্ট প্রভৃতি সংযোগ সুবিধা। ১৮.৫ ইঞ্চির এলইডি মনিটরসহ পিসিটির দাম ৩৬ হাজার টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৪২
এমএসআই ব্র্যান্ডের ৭ সিরিজের গ্রাফিক্স কার্ড
ইউসিসি বাজারে এনেছে এমএসআই ব্র্যান্ডের ৭ সিরিজের নতুন দুটি গ্রাফিক্সকার্ড। এর মধ্যে রয়েছে ৩ জিবি জিডিডিআর৫-এর এ৭৮০, যার গ্রাফিক্স ক্লক ৮৬৩ মেগাহার্টজ এবং বুস্ট করে ৯০২ মেগাহার্টজ পর্যন্ত ব্যবহার করা সম্ভব। আউটপুটের জন্য রয়েছে এইচডিএমআই, ডিভিআই-আই এবং ডিসপ্লে পোর্ট। এছাড়া এন৭৬০টিএফ মডেলে জিডিআর৫ এবং ২ জিবি আকারের গ্রাফিক্স কার্ড বাজারে পাওয়া যাবে। ওভারক্লক মোডে গ্রাফিক্সটির পারফরম্যান্স ১০৮৫ থেকে ১১৫০ পর্যন্ত, গেমিং মোডে ১০২০ থেকে ১০৮৫ পর্যন্ত, সাইলেন্ট মুডে ৯৮০ থেকে ১০৩৩ পর্যমত্ম। গ্রাফিক্স দুটির ওপেনজিএল সাপোর্ট ৪.২। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭
ডেলের ইন্সপাইরন সিরিজের নতুন ল্যাপটপ
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে ডেল ব্র্যান্ডের ইন্সপাইরন ১৪-৩৪২১ মডেলের নতুন ল্যাপটপ। হালকা-পাতলা গড়নের এ ল্যাপটপটিতে রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির তৃতীয় প্রজন্মের কোরআই৫ আল্ট্রা লো ভোল্টেজ প্রসেসর, যা বিদ্যুৎ সাশ্রয় করে। রয়েছে ৪ জিবি র্যাাম, ৭৫০ জিবি হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ২ জিবি ভিডিও মেমরির এনভিডিয়া জিফোর্স জিটি৭৩০এম গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, থ্রিডি অডিও, স্টেরিও স্পিকার, ওয়্যারলেস ল্যান, ডিজিটাল মাইক্রোফোন, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট প্রভৃতি। সুদৃশ্য ব্যাগসহ ল্যাপটপটির দাম ৫১ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৩২৫৭৯০৬
মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ প্রশিক্ষণ ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। আগামী অক্টোবর মাসে ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
দেশের বাজারে এইচপি এলিট প্যাড
দেশের বাজারে নোটবুক এনেছে কমপিউটার সোর্স। এইচপি এলিট প্যাড ৯০০ মডেলের চতুর্থ প্রজন্মের এ মুঠোপিসিতে রয়েছে ৩২ জিবি সলিড স্টেট স্টোরেজ, ২ জিবি ডিডিআর২ এসডি র্যাডম, ৮ মেগাপিক্সেল এইচডি ফ্রন্ট ফেসিং ভিডিও ক্যামেরা। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ও ১০ ইঞ্চি প্রশস্ত পর্দার গরিলা গ্লাস সমন্বিত এ ট্যাবটির প্রসেসিং গতি ১.৮ গিগাহার্টজ। রয়েছে আকর্ষণীয় কাভার, যার মাধ্যমে ট্যাবটিকে সহজেই কোনো সমান্তরাল জায়গায় রাখা যায়। বিজনেস ক্লাসের এ ট্যাবটির দাম ৯৩ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০০০৯৩
আসুসের এক্সট্রা স্লিম নোটবুক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের কে৫৬সিএ মডেলের নতুন নোটবুক। এক্সট্রা স্লিম গড়নের এ নোটবুকটি মাত্র ২১ মিলিমিটার সরু এবং ওজনে ২ কেজি। রয়েছে ১.৮ গিগাহার্টজ গতির তৃতীয় প্রজন্মের ইন্টেল কোরআই৩ প্রসেসর, ৪ জিবি র্যািম, ৭৫০ জিবি হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, বিল্ট-ইন ইন্টেল এইচডি ৪০০০ গ্রাফিক্স, সনিকমাস্টার অডিও, এইচডি ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, বস্নুটুথ, মেমরি কার্ড রিডার, এইচডিএমআই, ভিজিএ, তিনটি ইউএসবি পোর্ট প্রভৃতি। দাম ৪৩ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৪২
বাজারে ট্রান্সসেন্ড ব্র্যান্ডের পাতলা ডিভিডি রাইটার
ইউসিসি বাজারে এনেছে ট্রান্সসেন্ড ব্র্যান্ডের বিশ্বের সবচেয়ে পাতলা ডিভিডি রাইটার। ইউএসবি ২.০ প্রযুক্তির এ রাইটারটি সব ধরনের সিডি ও ডিভিডি রিড ও রাইট করতে সক্ষম। রয়েছে সাইবারলিঙ্ক পাওয়ার২ গো সফটওয়্যার, যা উইন্ডোজ সমর্থন করার পাশাপাশি মিউজিক, ডাটা, ভিডিও, বুটেবল ডিস্ক রাইট করতে সক্ষম ও প্লাগ অ্যান্ড প্লে সমর্থিত।
যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭
ব্রাদারের অটো ডুপেস্নক্স ফিচারের কালার লেজার প্রিন্টার
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে ব্রাদার ব্র্যান্ডের এইচএল-৪১৫০সিডিএন মডেলের কালার লেজার প্রিন্টার। প্রিন্টারটিতে ১০/১০০ ইথারনেট ইন্টারফেস এবং ইউএসবি ২.০ ইন্টারফেস থাকায় একই সাথে নেটওয়ার্কের অমত্মর্ভুক্ত একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারেন। কাগজের উভয় দিকেই প্রিন্ট করা যায়। এছাড়া প্রিন্টারটির কালার এবং মনোক্রম উভয় প্রিন্টের সর্বোচ্চ গতি ২৫ পিপিএম, সর্বোচ্চ প্রিন্ট রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, বিল্ট-ইন মেমরি ১২৮ মেগাবাইট, ৩০০ পৃষ্ঠা পেপার ইনপুট ট্রে প্রভৃতি। দাম ৪২ হাজার ৭০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩২৯
প্রাণবন্ত ছবির ২৩ ইঞ্চি স্যামসাং মনিটর
উচ্চতর রেজ্যুলেশনের প্রাণবন্ত ছবি দেখার সুবিধা নিয়ে ২৩ ইঞ্চি প্রশস্ত পর্দার স্যামসাং এলইডি মনিটর বাজারে এনেছে কমপিউটার সোর্স। পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী এ মনিটরটির রেসপন্স টাইম ৫ মাইক্রো সেকেন্ড, রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০পি এবং কন্ট্রাস্ট অনুপাত ১০০০:১, প্রতি বর্গমিটারের পিক্সেল ফ্রিকোয়েন্সি ২৫০ ক্যান্ডেলা। ব্ল্যাক হাই গ্লসি রংয়ের মনিটরটিতে এইচডিএমআই ও ভিজিই উভয় পোর্টই রয়েছে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ স্যামসাং এস২৩সি৩৫০এইচ মডেলের এ মনিটরটির দাম ২১ হাজার ৫০০ টাকা
পিএইচপি কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রফেশনাল পিএইচপি কোর্সে ভর্তি চলছে। ৯০ ঘণ্টার এ কোর্সে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট থাকবে। এতে অ্যাজাক্স, জেকোয়ারি, জুমলা এবং অ্যাডভান্স অবজেক্ট অরিয়েন্টেড টেকনিক শেখানো হবে। যোগাযোগ : ০১৭১৩৩-৯৭৫৬৭-৮
আইটিআইএল ভি৩ ফাউন্ডেশন ও ইন্টারমিডিয়েট কোর্সে ভর্তি
প্রথম ব্যাচের শতভাগ সাফল্যের পর আইবিসিএস-প্রাইমেক্সে আইটিআইএল বিশেষজ্ঞ ভারতীয় প্রশিক্ষকের অধীনে চলতি মাসে আইটিআইএল ভি৩ ফাউন্ডেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে আইটি সার্ভিস ম্যানেজমেন্ট সম্পর্কে অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮