লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
ঢাকায় ইনোভেশন সেন্টার স্থাপন করবে মাইক্রোসফট
কমপিউটার জগৎ রিপোর্ট \ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ঢাকায় একটি ইনোভেশন স্থাপন করবে। এটি হবে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে। সম্প্রতি বিসিসি সভাকক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং মাইক্রোসফটের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইসিটি মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ ও মাইক্রোসফটের চিফ অপারেটিং অফিসার পুবুদু বাসানায়েক চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী মাইক্রোসফট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন সেন্টার প্রতিষ্ঠা, ড্রিম স্পার্ক, বিজ স্পার্কের মাধ্যমে আইটি সেক্টরে দক্ষ জনবল তৈরিতে সহায়তা করবে। মাইক্রোসফট আইটি একাডেমি স্থাপন ও হাইটেক পার্ক এবং সফটওয়্যার পার্কে আইটি অবকাঠামো সৃষ্টি করা হবে। মাইক্রোসফট ইমাজিন কাপ আয়োজনও এ চুক্তি অনুযায়ী অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান, মাইক্রোফটের দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট জেমি হার্পার।
চীনে ওয়েব নজরদারিতে ২০ লাখ কর্মী
ইন্টারনেট ও ওয়েবভিত্তিক কার্যক্রম নিয়ন্ত্রণে চীনের জুড়ি নেই। দীর্ঘদিন থেকে নানাভাবে ইন্টারনেটের দুনিয়ায় নজরদারি চালাচ্ছে সরকার। সর্বশেষ চমকপ্রদ এক তথ্য প্রকাশ করেছে দেশটির সরকারি এক গণমাধ্যম। নতুন খবর অনুযায়ী ২০ লাখের বেশি কর্মী প্রতিনিয়ত নজর রাখছেন সব ধরনের ওয়েবভিত্তিক কার্যক্রমে। সরকার বিপুল এ জনশক্তিকে এ কাজে নিয়োগ দিয়েছে। বেইজিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট মতামত বিশ্লেষক নামে এসব পর্যবেক্ষক সরকারি ও বাণিজ্যিকভাবে নিয়োগ পেয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ আরোপে দেশটির সর্বাত্মক চেষ্টার উদাহরণ এ চমকপ্রদ তথ্য।
চীনে মাইক্রোব্লগ ব্যবহার করে সরকারের সমালোচনা বা নিজেদের ক্ষোভ প্রকাশকারী ওয়েব ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এজন্য সামাজিক মাধ্যমগুলোকে লক্ষ্য করেই দেশটির সেন্সর কার্যক্রমে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সরকার নিয়োজিত এসব পর্যবেক্ষক সামাজিক মাধ্যমগুলো থেকে কোনো পোস্ট বা মন্তব্য মুছে দিচ্ছেন না। তবে তারা এসব পোস্টে জনগণের মন্তব্য পর্যবেক্ষণের পর প্রতিবেদন তৈরি করে নীতিনির্ধারকদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। প্রতিবেদনে এসব পর্যবেক্ষক একটি সফটওয়্যারের মাধ্যমে কীভাবে হাজার হাজার ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সেটিও তুলে ধরছেন। শুধু দেশের অভ্যমত্মরে নয়, দেশের বাইরের ওয়েবসাইটও তারা নজরে রাখছেন। এসব পর্যবেক্ষকের জন্য সরকার চলতি মাসে পাঁচ দিনের এক প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে। বিবিসির চীনা সার্ভিসের কর্মী ডং লি বলেন, বিশ্বে ইন্টারনেট কার্যক্রমের মধ্যে চীনে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ও সেন্সর আরোপ করা হয়। পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইট ব্লক করে দেয়ার ঘটনাও অহরহ ঘটে বলে তিনি উলেস্নখ করেন। দেশটি কম সময় ও কীভাবে এসব নিয়ন্ত্রণ আরোপ করা হয় সে তথ্য প্রকাশ করেছে ।
বাংলাদেশ ব্যাংকের নিষেধাজ্ঞায় বিপদে সহস্রাধিক ফ্রিল্যান্সার
কমপিউটার জগৎ রিপোর্ট \ হঠাৎ করেই বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা। হাজারো তরম্নণ বেকারত্ব দূর করছে এ পেশার মাধ্যমে। প্রতিদিন বাংলাদেশের অর্থভারে যোগ হচ্ছে হাজার হাজার ডলারের বৈদেশিক মুদ্রা। এ মুক্তপেশাজীবীদের মধ্যে সিংহভাগ অর্থ উপার্জন করছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। যেগুলোর চেক সরাসরি আসে আমেরিকা থেকে। যেগুলোর মধ্যে আমেরিকান সিটি ব্যাংকের চেক উল্লেখযোগ্য। যে চেকগুলোর অধিকাংশই আগে ভাঙ্গান হতো ইসলামী ব্যংকের মাধ্যমে। ইসলামী ব্যাংক এ চেকগুলো সবচেয়ে কম খরচে মাত্র ৩৪৫ টাকায় ক্যাশ করে দিত। এছাড়া ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংকসহ কিছু ব্যাংকও চেকগুলো ভাঙ্গাত। কিন্তু হঠাৎ করে গত ২১ আগস্ট থেকে সব ব্যাংক চেক ভাঙ্গানো বন্ধ করে দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, সব ব্যাংকই চেক ভাঙ্গাত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চেক গ্রহণে অপারগতা প্রকাশ করায় কোনো ব্যাংক আর চেক ভাঙ্গাতে পারছে না। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংক থেকে এ চেকগুলো ভাঙ্গাতে নিষেধাজ্ঞা জারি করায় তারা আর চেক ভাঙ্গাতে পারছে না। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সন্তষজনক জবাব পাওয়া যায়নি। প্রতিদিনই মাথার ঘাম পায়ে ফেলে আয় করা হাজার হাজার ডলারের চেকগুলো জমা হচ্ছে মুক্তপেশাজীবীদের হাতে। কিন্তু ভাঙ্গাতে না পারায় চেকগুলো মূল্যহীন হয়ে পড়ছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন ব্লগে লেখালেখি হওয়া সত্যেও কোনো লাভ হচ্ছে না ।
সব জায়গায় মিলবে না নতুন আইপ্যাড মিনি
রেটিনা ডিসপ্লেসহ আইপ্যাড মিনির নতুন সংস্করণ সব জায়গায় মিলবে না। চলতি মাসের মধ্যে অ্যাপলের হাই রেজ্যুলেশনের এ গ্যাজেটটি সব জায়গায় পাওয়া যাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তাই আগ্রহ থাকলেও অনেকেই এটি কেনার সুযোগ নাও পেতে পারেন। এমনটিই জানান কোম্পানির সরবরাহ কাজের সাথে যুক্ত কর্মীরা। এতে আরও ভালোমানের স্ক্রিনের বিবেচনায় প্রতিদ্বন্দ্বী গুগল ও আমাজন ডটকমের চেয়ে কিছুটা পিছিয়ে থাকতে হচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে। অ্যাপলের সরবরাহ বিভাগের কর্মীরা বর্তমানে আইপ্যাড মিনির রেটিনা ডিসপেস্ন নিয়ে অধিকতর ব্যসত্ম সময় কাটাচ্ছেন। এ কারণে চলতি বছরে এটি শুধু নির্দিষ্ট কিছু শহরে সীমিতসংখ্যক পাওয়া যেতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিভাগের এক কর্মী রয়টার্সকে জানান। বছর শেষের কেনাকাটার হইহুলেস্নাড়ের এ সুযোগটি তাই অ্যাপল মিস করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অ্যাপল সম্প্রতি রেটিনা ডিসপ্লেসহ আইপ্যাডমিনির উন্নত সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছে। চলতি মাসে এটি বাজারজাত শুরু করার কথা রয়েছে। এতে নতুন কী ধরনের বৈশিষ্ট্য থাকছে কিংবা পরিবর্তন আসছে, তা এখনও গোপন রাখা হয়েছে। তবে স্মার্টফোন ও ট্যাবলেটের নতুন মডেল বাজারে আসার পর অ্যাপলপ্রেমীদের প্রত্যাশা নতুন আইপ্যাডমিনিতে হাই রেজ্যুলেশনের স্ক্রিন এবং ক্যামেরার পাশাপাশি এটি আগের চেয়ে হালকা ও পাতলা হবে।
মোবাইল অ্যাপিস্নকেশন সহজ করল ওরাকল
ব্যবসায়িক চাহিদা বাড়ার সাথে সাথে মোবাইলের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। আর এক্ষেত্রে মোবাইল অ্যাপিস্নকেশন গুরম্নত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব কথা মাথায় রেখে ওরাকল মোবাইল অ্যাপিস্নকেশনের ব্যবহার যাতে সহজে করা যায় সে ব্যবস্থা করেছে। এতে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়া হয়েছে। শুধু অ্যাপ্লিকেশন সহজই করা হয়নি বরং গ্রাহকেরা যাতে সুলভমূল্যে এটি গ্রহণ করতে পারেন। মোবাইল ডেভেলপারেরা তাদের প্রয়োজন অনুযায়ী এ অ্যাপ্লিকেশনগুলো কাস্টোমাইজ করে নিতে পারবেন। এটি ব্যবহার করে এখন গ্রাহকেরা তাদের সব প্রয়োজনীয় কাজ মোবাইলে সারতে পারবেন।
ক্যারিয়ার গ্রেড আইপি সুইচিং প্লাটফর্ম ‘রিভ সেশন কন্ট্রোলার’ নিয়ে এলো রিভ সিস্টেমস
বিশ্বের শীর্ষস্থানীয় ভিওআইপি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান রিভ সিস্টেমস উন্নততর ক্যারিয়ার গ্রেড আইপি সুইচিং প্লাটফর্ম ‘রিভ সেশন কন্ট্রোলার’ উন্মোচন করেছে। বৃহৎ হোলসেল ক্যারিয়ার, আইজিডব্লিউ/ আইএলডি অপারেটর, এমভিএনওদের উদ্দেশে এ সুইচিং প্লাটফর্ম তৈরি করা হয়েছে, যাদের অনেক বেশি ভলিউমের ভয়েস কল ম্যানেজ করতে হয়। রিভ সেশন কন্ট্রোলারের আরএসসি ডব্লিউ১৫ ভার্সনে টেলিকম সার্ভিস প্রোভাইডাররা ৪টি হার্ডওয়্যার প্লাটফর্মে সম্পূর্ণ ফেইলওভার রিডান্ডেন্ট মোডে ১৫ হাজারেরও বেশি কনকারেন্ট কল হ্যান্ডেল করতে পারবে।
আরএসসি ডবিস্নউ১৫-এ রয়েছে সম্পূর্ণ ফেইলওভার আর্কিটেকচার, স্মার্ট রাউটিং ম্যানেজমেন্ট, রেট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএলআই ট্রান্সলেটিং ও ট্রান্সকোডিং, মাল্টি-টায়ার সিকিউরিটি কন্ট্রোল, ইন্টিগ্রেটেড বিলিং এবং ভার্সেটাইল রিপোর্টিং ও মনিটরিং সিস্টেম। কল রাউটিংয়ের ক্ষেত্রে রয়েছে উন্নততর অ্যালগরিদমের বুদ্ধিদীপ্ত প্রযুক্তি।
বিশ্বখ্যাত রেটিং এজেন্সি মিয়ারকম ইতোমধ্যেই রিভ সেশন কন্ট্রোলারের সব ধরনের টেস্ট সম্পন্ন করেছে এবং ভেরিফাই করেছে। সব টেস্ট সম্পন্ন করে মিয়ারকম সার্টিফিকেট প্রদান করে যে আরএসসি ডব্লিউ ১৫ সিপিইউর মাত্র ৫ শতাংশ ক্ষমতা ব্যবহার করে ১৫ হাজার কল চালাতে সক্ষম ।
রিভ সিস্টেমস এ সেশন কন্ট্রোলার ফিলিপাইনে চলতি মাসের ৩ থেকে ৬ তারিখে অনুষ্ঠিত ‘এশিয়ান ক্যারিয়ার কনফারেন্স’-এ প্রথম উন্মোচন করে। এ প্রসঙ্গে রিভ সিস্টেমসের সিইও এম রেজাউল হাসান বলেন, আরএসসি নিয়ে ইন্ডাস্ট্রি থেকে অনেক উৎসাহজনক সাড়া পাচ্ছি। আশা করছি চলতি বছরে আমরা এ প্লাটফর্মে প্রায় এক ডজন নতুন অপারেটরের সাথে কাজ করার সুযোগ পাব।
রিভ সিস্টেমসের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে অবস্থিত এবং এর প্রধান ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে বাংলাদেশ ও ভারতে। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এর শাখা কার্যালয় রয়েছে। নিজেদের তৈরি সফটসুইচ আইটেল সুইচ পস্নাসের জন্য ২০১২ এনজিএন লিডারশিপ অ্যাওয়ার্ড, ২০১১ ইউনিফাইড কমিউনিকেশন এলায়েন্স অ্যাওয়ার্ডসহ বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার রয়েছে রিভের ঝুলিতে। রিভ সিস্টেমস বর্তমানে ৭৫টিরও বেশি দেশে ২ হাজারেরও বেশি সার্ভিস প্রোভাইডারকে সেবা প্রদান করছে।
মোবাইল অ্যাপস বিষয়ে বেসিস ও এটুআইয়ের চুক্তি
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশনের (এটুআই) মধ্যে গত ২ অক্টোবর মোবাইল অ্যাপস বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর অফিসে স্বাক্ষরিত হওয়া এ চুক্তির অধীনে দেশব্যাপী মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নের মাধ্যমে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ট্রাফিক সমস্যা নিরসন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, সর্বোপরি রাষ্ট্রীয় সেবা বিসত্মারের লক্ষ্যে বেসিস ও এটুআই একসাথে কাজ করবে। এ চুক্তির আওতায় বেসিস নাগরিক সেবা সংশিস্নষ্ট মোবাইল অ্যাপ্লিকেশনের আইডিয়া ও ডিজাইন উদ্ভাবনের জন্য বিভিন্ন উদ্ভাবনী ক্যাম্প আয়োজন করবে এবং সেই আইডিয়া ও ডিজাইন নিয়ে মোবাইল অ্যাপস তৈরির জন্য বিভিন্ন কোম্পানিকে মনোনীত করবে। একই সাথে এ উদ্ভাবনী ক্যাম্পে মোবাইল অ্যাপস বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেয়ার জন্য দক্ষ প্রশিক্ষক মনোনীত করা হবে এবং এ ক্যাম্পের জন্য একটি পোর্টাল নির্মিত হবে। বেসিস সভাপতি শামীম আহসান ও এটুআই-২ প্রোগ্রামের প্রকল্প পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বেসিসের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, প্রযুক্তি বিশেষজ্ঞ সামি
আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিআইটিএম শুরু করতে যাচ্ছে নতুন প্রশিক্ষণ
বেসিস ইনস্টিটিউট অব টেকনোলোজি অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইটিএম) উদ্যোগে শিগগিরই শুরম্ন হতে যাচ্ছে বেশ কিছু নতুন প্রশিক্ষণ। প্রশিক্ষণগুলোর মধ্যে রয়েছে রেসপনসিভ ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, রম্নবি অন রেইলস, উইন্ডোজ স্টোর অ্যাপ ডেভেলপমেন্ট এবং প্রাকটিক্যাল এসইও। ভিন্ন ভিন্ন মেয়াদের ও ট্র্যাকের প্রতিটি প্রশিক্ষণে ৩০ জন করে শিক্ষার্থী অংশ নিতে পারবে। প্রশিক্ষণগুলোতে আগ্রহীদের বেসিস ওয়েবসাইট (www.basis.org.bd) থেকে অনলাইন নিবন্ধন করতে হবে। নতুন প্রশিক্ষণ ছাড়াও নিয়মিত প্রশিক্ষণগুলোর নিবন্ধনও চলছে বেসিস ওয়েবসাইটে। এগুলো হলো ওওপি (ডট নেট), পিএইচপি, আন্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, বেসিক এইচটিএমএল-৫ ও সিএসএস-৩ প্রশিক্ষণ।
ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিং অনুষ্ঠিত হল আইবিসিএস-প্রাইমেক্সে
গত ৯-১৩ সেপ্টেম্বর বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আইবিসিএস-প্রাইমেক্স ও ভারতের জিটি এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। ৪০ ঘণ্টার এ কোর্সটির সার্বিক দায়িত্বে ছিলেন ভিএমওয়্যার সার্টিফায়েডধারী প্রশিক্ষক ওয়াইস আহমেদ শরীফ (ভারত)।১৬ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৭ অক্টোবর তৃতীয় ব্যাচটি শুরম্ন হবে।
যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮।
সাইবার অপরাধ নিয়ে সচেতনতা সৃষ্টির আহবান
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের (আইবিএফ) উদ্যোগে সম্প্রতি সাইবার অপরাধ ও আইন সচতেনতা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব মো. নজরম্নল ইসলাম খান বলেন, সাইবার আইনকে আরও সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করার পাশাপাশি এ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। বৈঠকে স্বাগত বক্তব্য দেন আইবিএফের চেয়ারম্যান রাশিদ আলী খান। সঞ্চালনা করেন বেসিসের সভাপতি শামীম আহসান। বৈঠকে সাইবার অপরাধ বন্ধে সচেতনতা বাড়ানোর ব্যাপারে গুরম্নত্ব দেয়া হয়। একই সাথে এর প্রতিক্রিয়ায় যেনো ঢালাওভাবে ইন্টারনেট নিয়ে নেতিবাচক কিছু প্রচার না হয়, সে ব্যাপারেও জোর দেয়া হয়। বৈঠকে জানানো হয়, সচেতন করে তুলতে এবং তাৎক্ষণিক পরামর্শ দিতে একটি হেল্পলাইন চালু করা হয়েছে, যার ফোন নম্বর ০১৭৬৬৬৭৮৮৮৮। বৈঠক শেষে সাইবার নিরাপত্তা এবং সাইবার আইন বিষয়ে বেসিস ও আইবিএফের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়।
পিএইচপি কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রফেশনাল পিএইচপি কোর্সে ভর্তি চলছে। ৯০ ঘণ্টার এ কোর্সে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট থাকবে। এতে অ্যাজাক্স, জেকোয়েরি, জুমলা ও অ্যাডভান্স অবজেক্ট ওরিয়েন্টেড টেকনিক শেখানো হবে। যোগাযোগ : ০১৭১৩৩-৯৭৫৬৭-৮।
ক্রিয়েটিভ আইটিতে নারীদের জন্য ফুল ফ্রি স্কলারশিপ
আইটিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ১০০ নারীর জন্য মোট ২০ লাখ টাকা সমমানের ফুল ফ্রি কোর্স স্কলারশিপ ঘোষণা করেছে। এর আওতায় এ ১০০ নারী পাবেন সম্পূর্ণ বিনামূল্যে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও আউটসোর্সিং প্রশিক্ষণের সুযোগ। এর মধ্যে ৫০ জন সরাসরি ও ৫০ জন অনলাইনে ঘরে বসে প্রশিক্ষণ নিতে পারবেন। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট পরিচালিত প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সে শেখানো হবে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইন ডিজাইন, ফ্ল্যাশ প্রভৃতি। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সে শেখানো হবে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি, পিএইচপি বেসিক, ওয়ার্ডপ্রেস, জুমলা প্রভৃতি। চার মাসে এসব কোর্স সফলভাবে সম্পন্ন করার পর প্রত্যেক শিক্ষার্থীকে শেখানো হবে অনলাইন আউটসোর্সিং কাজের নানা পদ্ধতি। এতে ঘরে বসে অনলাইনে বহির্বিশ্বের বিভিন্ন কাজ সম্পন্ন করা থেকে শুরু করে অর্থ লেনদেনের যাবতীয় কৌশল শেখানো হবে। কোর্স শেষে রয়েছে বাস্তবভিত্তিক প্রজেক্ট করাসহ সার্টিফিকেট দেয়ার ব্যবস্থা। ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং যাদের কমপিউটারের বেসিক জানা আছে তারাই বিনামূল্যের এ স্কলারশিপের সুযোগ নিতে পারবেন। এর আওতায় ছাত্রী, গৃহিণী, কর্মজীবী, বেকার যেকেউ দরখাস্ত করতে পারবেন। আগ্রহীদের এ স্কলারশিপের জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.creativeit inst.com) গিয়ে অথবা অফিসে এসে ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর। যোগাযোগ : অর্কিড প্লাজা (৬ষ্ঠ ও ৭ম তলা), হাউস-২, রোড-২৮ (পুরনো), ধানম-- (রাপা প্লাজার সন্নিকটে), ঢাকা।
ফোন : ০১৬১৪১৩৪৪২৪, ০১১৯৩০৯৪৫৪৫।
অ্যাসোসিও সম্মাননা পেলেন মোস্তফা জববার
বাংলাদেশ ও প্রশামত্ম মহাসাগরীয় অঞ্চলে তথ্যপ্রযুক্তি শিল্পে বিশেষ অবদানের জন্য অ্যাসোসিওর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অবদান সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি তথ্যপ্রযুক্তিবিদ মোস্তফা জববার। অ্যসোসিওর সদস্যভুক্ত দেশগুলোর মনোনীত ব্যক্তিদের মধ্য থেকে তাকে এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা স্মারক হাতে তুলে দেন অ্যাসোসিও চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফী। বিসিএস কার্যালয়ে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস সহ-সভাপতি মো: মঈনুল ইসলাম, মহাসচিব মো: শাহিদ-উল-মুনীর, কোষাধ্যক্ষ মো: জাবেদুর রহমান শাহীন, পরিচালকদ্বয় এটি শফিক উদ্দিন আহমেদ, মো: ফয়েজউল্যাহ খান প্রমুখ। অ্যাসোসিও চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফী বলেন, বাংলাদেশের তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তির বিকাশে নিরান্তর চেষ্টার স্বীকৃতি হিসেবে অ্যাসোসিও মোস্তফা জববারকে এ স্বীকৃতি প্রদান করেছে। এটি বাংলাদেশ ও বাংলাদেশ কমপিউটার সমিতির জন্য গর্ব ।
ট্রান্সসেন্ড ডিজিটাল ফটোফ্রেম
আসন্ন ঈদ উপলক্ষে ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ৮ ইঞ্চি প্রশস্ত পর্দার ডিজিটাল ফটোফ্রেম এনেছে কমপিউটার সোর্স। ধূসর সাদা আর কালো রংয়ের ৪:৩ অনুপাতের এ ডিজিটাল ফটোফ্রেমটিতে রয়েছে উচ্চ রেজ্যুলেশনের টিএফটি এলসিডি প্যানেল। আছে ২-৪ জিবি ইন্টারনাল মেমরি। ইউএসবি ফ্লাস ড্রাইভ ছাড়াও এটি এসডি, মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। এমপি থ্রি মিউজিক শোনার পাশাপাশি ভিডিও দেখা যাবে। এর ক্লক, অ্যালার্ম ও ক্যালেন্ডার ফাংশন ট্রান্সসেন্ডের এ ডিজিটাল ফটোফ্রেম টিকে দিয়েছে ব্যক্তিগত নোটবুকের সুবিধা। দাম ৮ হাজার ৫০০ টাকা।
সুফিয়ানা ঈদ মেগা অফার ড্রর পুরস্কার বিতরণ
ব্র্যান্ড ওরিয়েন্ডেট ভ্যারাইটি শপ সুফিয়ানা ও ব্র্যান্ড ওরিয়েন্টেড অনলাইন সুপার শপ ই-সুফিয়ানা ঈদ মেগা অফার ড্র গত ২৮ আগস্ট প্রতিষ্ঠানের ওয়ারী শাখায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুফিয়ানা ও ই-সুফিয়ানার ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। এতে প্রথম বিজয়ী হিসেবে রাজধানীর মগবাজারের আবু হায়াত মোহাম্মদ অ্যাপল আইফোন পুরস্কার জিতে নেন। দ্বিতীয় বিজয়ী হিসেবে যাত্রাবাড়ীর মাতুয়াইলের মো: এসএ খোকন একটি স্যামসাং ল্যাপটপ এবং তৃতীয় বিজয়ী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নিলুফা পারভীন স্যামসাং গ্যালাক্সি ট্যাব জিতে নেন। পরবর্তী বিজয়ীরা যথাক্রমে একটি স্যামসাং এস ডুয়োস, একটি সনি এক্সপেরিয়া, একটি এসটিসি ওয়াইল্ডফায়ার এস, একটি নোকিয়া আশা, একটি অ্যাপল আইপড, একটি স্যামসাং নিও ডুয়োস মোবাইল সেট এবং সুফিয়ানার গিফট হ্যাম্পারসহ মোট ৩০টি পুরস্কার দেয়া হয়।
ট্রান্সসেন্ড ডিজিটাল ফটোফ্রেম
আসন্ন ঈদ উপলক্ষে ট্রান্সসেন্ড ব্র্যান্ডের ৮ ইঞ্চি প্রশসত্ম পর্দার ডিজিটাল ফটোফ্রেম এনেছে কমপিউটার সোর্স। ধূসর সাদা আর কালো রংয়ের ৪:৩ অনুপাতের এ ডিজিটাল ফটোফ্রেমটিতে রয়েছে উচ্চ রেজ্যুলেশনের টিএফটি এলসিডি প্যানেল। আছে ২-৪ জিবি ইন্টারনাল মেমরি। ইউএসবি ফ্লাস ড্রাইভ ছাড়াও এটি এসডি, মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। এমপি থ্রি মিউজিক শোনার পাশাপাশি ভিডিও দেখা যাবে। এর ক্লক, অ্যালার্ম ও ক্যালেন্ডার ফাংশন ট্রান্সসেন্ডের এ ডিজিটাল ফটোফ্রেমটিকে দিয়েছে ব্যক্তিগত নোটবুকের সুবিধা। দাম ৮ হাজার ৫০০ টাকা।
চতুর্থ প্রজন্মের এইচপি মাল্টিমিডিয়া নোটবুক
কোর আই সেভেন প্রসেসর সমন্বিত এইচপি ব্র্যান্ডের চতুর্থ প্রজন্মের জে০৩৭টিএক্স নোটবুক এনেছে কমপিউটার সোর্স। ১৫ দশমিক ৬ ইঞ্চি প্রশস্ত এ মাল্টিমিডিয়া ল্যাপটপটিতে রয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। এছাড়া রয়েছে কোর আই সেভেন ৪৭০০এমকিউ মডেলের ২.৪ গিগাহার্টজ প্রসেসর, ৪ জিবি ডিডিআর থ্রি র্যা ম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ও ২ জিবি ডেডিকেটেড এনভিডিয়া জিফোর্স জিটি-৭৪০ মডেলের গ্রাফিক্স কার্ড। ব্যবহার করা হয়েছে টার্বোবুস্ট প্রযুক্তি ও এইচপি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ন্যাচারাল সিলভার রংয়ের ল্যাপটপটির দাম ৮১ হাজার ৫০০ টাকা।
যোগাযোগ : ০১৭৩০৭০০০৯৩।
আসুসের এক্স৫৫০সিসি নতুন কোর আই ৫ নোটবুক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের এক্স৫৫০সিসি মডেলের নতুন নোটবুক। ১.৭ গিগাহার্টজ গতির তৃতীয় প্রজন্মের ইন্টেল কোর আই ৫ প্রসেসরে চালিত নোটবুকটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে, ৪ জিবি র্যািম, ৭৫০ জিবি হার্ডডিস্ক, এনভিডিয়া চিপসেটের ২ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, ওয়েবক্যাম, বিল্ট-ইন অডিও, গিগাবিট ল্যান, বিল্ট-ইন স্পিকার, এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট প্রভৃতি। দুই বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টিযুক্ত নোটবুকটির দাম ৫১ হাজার টাকা।
যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৪২
বিট ডিফেন্ডার অ্যান্টিভাইরাসের সাথে পেনড্রাইভ উপহার
অ্যানজেল কমপিউটারস লিমিটেড বাজারে এনেছে বিশ্বের শীর্ষস্থানীয় অ্যান্টিভাইরাস বিট ডিফেন্ডার। এতে রয়েছে ডাবল লেয়ার ফায়ারওয়াল, যা ব্যবহারকারীর কমপিউটারকে নিরাপদ রাখে। এটি কমপিউটারকে স্প্যাম থেকে রক্ষা করে। সফটওয়্যারটির নিজস্ব ব্রাউজার ব্যবহারে অনলাইনে কেনাকাটা ও ই-ব্যাংকিং নিরাপদ নিশ্চিত করে। ৭৫০ টাকায় প্রতি একজন ব্যবহারকারীর জন্য অ্যান্টিভাইরাসটির সাথে উপহার হিসেবে থাকছে ৮ গিগাবাইট পেনড্রাইভ ও ২ হাজার টাকার তিনজন ব্যবহারোপযোগী অ্যান্টিভাইরাসের সাথে থাকছে তিনটি ৪ গিগাবাইটের পেনড্রাইভ। এ অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য।
যোগাযোগ : ০১৬৭৮৬১৩৩৩৩
স্যামসাং ল্যাপটপ কিনলেই উপহার
ল্যাপটপের সাথে সেলফোনসহ নিশ্চিত উপহারের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। স্যামসাং ব্র্যান্ডের কোরআই থ্রি/এ সিরিজ, কোর আই ফাইভ ও কোর আই সেভেন নোটবুকের সাথে একটি করে সেলফোন উপহার দেয়া হচ্ছে। পাশাপাশি ডুয়াল কোর/ই সিরিজ নোটবুকের সাথে রয়েছে আগোরার গিফট ভাউচার/প্রাইজবন্ড। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ অফার চলবে স্টক থাকা পর্যন্ত। দেশজুড়ে যেকোনো কমপিউটার শপ থেকেই অফারটি উপভোগ করতে পারবেন ক্রেতারা
এসটেক ব্র্যান্ডের কীবোর্ড
সেইফ আইটি বাজারে এনেছে এসটেক ব্র্যান্ডের নরমাল ও মাল্টিমিডিয়া কীবোর্ড। সুদৃশ্য ও মজবুত গঠনের এ কীবোর্ডগুলো পিএস/২ এবং ইউএসবি পোর্টে পাওয়া যাচ্ছে। কীবোর্ডগুলোর হাই স্পিড কমান্ডিং রেট ইউজারকে দেবে টাইপিং ও কমান্ডিংয়ে সর্বাধিক গতি। আরামদায়ক বাটনের এ কীবোর্ড দেবে দীর্ঘদিন ব্যবহারে গুণগত মানের সুবিধা। দাম ২৫০ টাকা এবং মাল্টিমিডিয়া কীবোর্ডের দাম ৩০০ টাকা।
যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
ওকি ব্র্যান্ডের ডুপেস্নক্স মনোক্রম লেজার প্রিন্টার
সেইফ আইটি বাজারে এনেছে জাপানের ওকি ব্র্যান্ডের বি৪০১ডি মডেলের বিল্ট-ইন ডুপেক্সের নতুন মনোক্রম লেজার প্রিন্টার। এটি বাজারের সবচেয়ে ব্যয়সাশ্রয়ী অত্যাধুনিক মনোক্রম লেজার প্রিন্টার হিসেবে পরিচিত। এলইডি প্রযুক্তির প্রিন্টারটির বৈশিষ্ট্য হলো- প্রিন্ট স্পিড ২৯ পিপিএম, রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, ৬৪ মেগাবাইট মেমরি, ২৫০ পৃষ্ঠা পেপার ইনপুট ট্রে, মাসিক ডিউটি সাইকেল ৩০ হাজার পৃষ্ঠা, ইউএসবি ও প্যারালাল ইন্টারফেস, এনার্জি সেভিং ফিচার প্রভৃতি। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৮ হাজার ৫০০ টাকা।
যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
বেলকিন সার্জ প্রোটেক্টর
বেলকিন ব্র্যান্ড এই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে সার্জ প্রোটেক্টর নামে অভিনব একটি ডিভাইস। এটি অনেকটা ভোল্টেজ স্টেবিলাইজারের বিকল্প হিসেবে কাজ করে। এটি যেকোনো ইলেকট্রনিক ডিভাইসকে বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখবে। সাথে রয়েছে সার্জ প্রোটেক্টর সংযুক্ত ইলেকট্রনিক ডিভাইসগুলোর সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ। এতে ব্যবহার করা হয়েছে ৫এমএম ওয়াইড কপিয়ার পেট এবং ৩ মিটার লম্বা হেভি ডিউটি ক্যাবল। বেলকিন ব্র্যান্ডের যেকোনো পণ্যের সাথে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি।
যোগাযোগ : ০১৮১১৪২০৩০২
বেলকিন এন৬০০ ও এন৭৫০ ওয়্যারলেস রাউটার
বেলকিনের এন৬০০ ও এন৭৫০ ওয়্যারলেস ডুয়াল ব্র্যান্ড রাউটার বাজারে এনেছে স্পিড টেকনোলজি। এতে হাই স্পিড ইন্টারনেট কানেকশন ব্যবহার করে খুব স্বাচ্ছন্দ্যে মাল্টি ভিডিও স্ট্রিমিং এবং অনলাইন গেম উপভোগ করা যায়। ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ উভয় ফ্রিকোয়েন্সিতে একই সাথে ইন্টারনেট ব্যবহার করা যায় এবং ৩০০ থেকে ৪৫০ এমবিপিএস স্পিডে একই সাথে কাজ করতে পারে। এন৬০০ রাউটারটিতে ৪টি ও এন৭৫০ রাউটারটিতে ৫টি ইন্টারনাল এন্টেনা রয়েছে। এছাড়া রয়েছে ২টি ইউএসবি পোর্ট ও ৪টি গিগাবিট ইথারনেট পোর্ট। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম যথাক্রমে ৭ হাজার ৫০০ টাকা ও ১৩ হাজার ৫০০ টাকা।
যোগাযোগ : ০১৮১১৪২০৩০২
গেডমি বহনযোগ্য চার্জার
গেডমি ব্র্যান্ডের উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক বাজারে নিয়ে এসেছে স্পিড টেকনোলজিস লিমিটেড। এর সাহায্যে খুব সহজেই যেকোনো স্থানে দ্রুত মোবাইল ফোন, ট্যাবলেট, এমপি ফোর এবং বহনযোগ্য ডিজিটাল পণ্যসামগ্রী চার্জ করা যাবে। ডিভাইসগুলো বেশ স্লিম ও আধুনিক ডিজাইনসম্পন্ন এবং যেকোনো স্মার্টফোন ও ট্যাবলেটের সাথে মানানসই। এ ডিভাইসগুলোতে উচ্চক্ষমতার নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে, যা শর্টসার্কিট, ওভার চার্জ ও চার্জ নিয়ন্ত্রণের ক্ষমতাসম্পন্ন। এতে আরও রয়েছে ইন্টিলিজেন্ট ক্যাপাসিটি মনিটরিং সুবিধা। বর্তমানে ৫২০০ ও ১০০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংক কমপিউটার বাজারে পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ২ হাজার ৬৫০ ও ৩ হাজার ৮০০ টাকা।
যোগাযোগ : ০১৮১১৪২০৩০২
আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন পরীক্ষায় শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে গত ২০-২১ সেপ্টেম্বর সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক মহেশ পা--র অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে দুই দিনের ট্রেনিংটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং প্রত্যেকে সার্টিফিকেট অর্জন করে।
যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। ৮০ ঘণ্টার এ কোর্সটি বাস্তবভিত্তিক অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল প্রশিক্ষক পরিচালনা করবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ত্রয়ী সফটওয়্যারের বিভিন্ন সংস্করণ
ত্রয়ী অ্যাকাউন্টিং-ইনভেন্টরি ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার সংস্করণের পাশাপাশি আরও কিছু সংস্করণ রয়েছে। যেমন- ত্রয়ী ফিক্সড অ্যাসেটস, ত্রয়ী পে-রোল, ত্রয়ী প্রভিডেন্ড ফান্ড, ত্রয়ী হায়ার-পারচেজ ইত্যাদি। যেগুলো ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে পারবে। এছাড়া ত্রয়ীর দুটি পরিপূর্ণ ইআরপি সলিউশন রয়েছে- ত্রয়ী রিয়েল অ্যাস্টেট ইআরপি ও ত্রয়ী হোটেল ম্যানেজমেন্ট ইআরপি।
যোগাযোগ : ০১৭১১১৪৯২৩৭
লুমিক্স ঈদ ক্যামেরা মেলা অনুষ্ঠিত
গত ২৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হয় ১০ দিনের ‘লুমিক্স ঈদ ফেস্টিভাল’। ঈদপূর্ব এ ডিজিটাল ক্যামেরা মেলায় ছিল লুমিক্স ব্র্যান্ডের অর্ধশতাধিক মডেলের ডিজিটাল ক্যামেরা। আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে এ মেলায় উপহার হিসেবে ছিল ফ্রি মেমরি কার্ড ও ব্যাকপ্যাক এবং সীমিত সংখ্যক মডেলের সাথে ৫০ শতাংশ পর্যমত্ম নগদ ছাড়। ছিল ডিজিটাল ফটোগ্রাফি ট্রেনিং সুবিধা। ‘প্রিয়জনের ছবি তুলুন প্যানাসনিক লুমিক্স ক্যামেরায়’ সেস্নাগানে এ ক্যামেরা মেলা অনুষ্ঠিত হয় ধানম-- ২৭ নম্বরের সিএসএল কমপিউটার ব্র্যান্ড শপ, বিসিএস কমপিউটার সিটি, নারায়ণগঞ্জ, গাজীপুর ও বগুড়ার কমপিউটার সোর্স শোরুম এবং এসিআই কনজ্যুমার ইলেকট্রনিক্সের মতিঝিল, বিজয় সরণি, বসুন্ধরা সিটি মার্কেট ও রোকেয়া সরণি শোরুমে
আসুসের নতুন এলইডি মনিটর
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের ভিএক্স২৭৯এইচ মডেলের আইপিএস প্যানেলের নতুন এলইডি মনিটর। ২৭ ইঞ্চির প্রশস্ত পর্দার এ মনিটরটির রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, কন্ট্রাস্ট রেশিও ৮০,০০০,০০০:১, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮/১৭৮ ডিগ্রি, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড। আল্ট্রা-স্লিম ও পরিবেশবান্ধব ডিজাইনের এ মনিটরটিতে স্মার্টফোনের ব্যাটারি চার্জ করতে বা স্মার্টফোনের গেম বা মুভি সরাসরি উপভোগ করতে রয়েছে মোবাইল হাই ডেফিনেশন লিঙ্ক (এমএইচএল) পোর্ট। এছাড়া রয়েছে বিল্ট-ইন স্টেরিও স্পিকার, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট, অডিও ইন/আউট পোর্ট প্রভৃতি। দাম ৪৩ হাজার টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮
ক্লাউড সুবিধার ডব্লিউডি মাইপাসপোর্ট আল্ট্রা হার্ডডিস্ক
স্বয়ংক্রিয় ব্যাকআপ সফটওয়্যার সমর্থিত বহনযোগ্য স্টোরেজ ডবিস্নউডি মাইপাসপোর্ট আল্ট্রা হার্ডডিস্ক বাজারে এনেছে কমপিউটার সোর্স। পাসপোর্টের চেয়েও ছোট আকৃতির এ হার্ডডিস্কে ড্রপবক্সের মাধ্যমে সরাসরি ক্লাউড ব্যাকআপ নেয়া যায়। ইউএসবি ২.০তে তথ্য স্থানান্তরের গতি সেকেন্ডে ৪৮০ মেগাবাইট এবং ইউএসবি ৩.০তে সেকেন্ডে ৫ জিবি। রয়েছে পাসওয়ার্ড প্রটেকশন। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ ১ টেরাবাইট স্টোরেজের দাম ৯ হাজার ৫০০ টাকা।
গেডমি টিভিকার্ড
স্পিড টেকনোলোজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বাজারে এনেছে গেডমি সিআরটি ও এলসিডি সমর্থিত টিভিকার্ড। গেডমি টিভি২৮২০ই ও টিভি৩৮৬০ই টিভিকার্ড ১৯০০ বাই ১২০০ রেজ্যুলেশন সমর্থিত এবং একই সাথে কাজ ও বিনোদন উপভোগ করার সুযোগ রয়েছে। একাধিক পিকচার ডিসপেস্ন থ্রিডি ছবি নয়েজ ছাড়া, স্টিল পিকচার ক্যাপচারিং, এফএম রেডিও এবং পিসি থেকে টিভি সুইচ সুবিধা দেয়া আছে।
যোগাযোগ : ০১৮১১৪২০৩০২
আসুসের থ্রিজি-ফোরজি মডেম সমর্থিত ওয়্যারলেস রাউটার
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের আরটি-এন১০ইউ মডেলের ওয়্যারলেস রাউটার, যার সর্বোচ্চ ডাটা ট্রান্সফার রেট ১৫০ মেগাবাইট/সেকেন্ড এবং অপারেটিং ফ্রিকোয়েন্সি ২.৫ গিগাহার্টজ। রাউটারটিতে রয়েছে একটি আরজে-৪৫ ওয়্যান পোর্ট, ৪টি আরজে-৪৫ ল্যান পোর্ট, একটি ইউএসবি ২.০ পোর্ট। ইউএসবি ২.০ পোর্টটিতে থ্রিজি/ফোরজি ইউএসবি মডেম ব্যবহার করে ব্রডব্যান্ড ছাড়াও থ্রিজি/ফোরজি ইন্টারনেট ডাটা ব্যবহার করা যায়। এছাড়া ইউএসবি পোর্টটি এফটিপি ফাইল শেয়ারিং ও স্মার্টফোন বা ট্যাবলেট পিসি চার্জ করতে ব্যবহারযোগ্য। দাম ২ হাজার ৮০০ টাকা।
যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩
আইটিআইএল ভি৩ ফাউন্ডেশন ও ইন্টারমিডিয়েট কোর্সে ভর্তি
প্রথম ব্যাচের শতভাগ সাফল্যের পর আইবিসিএস-প্রাইমেক্সে আইটিআইএল বিশেষজ্ঞ ভারতীয় প্রশিক্ষকের অধীনে আইটিআইএল ভি৩ ফাউন্ডেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে আইটি সার্ভিস ম্যানেজমেন্ট সম্পর্কে অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে বাসত্মবভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে।
যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আসুসের ইউনিভার্সিটি ক্যাম্পাস রোড শো
আসুস ব্র্যান্ডের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে গত ২৩ সেপ্টেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ তথা এআইইউবির বনানীর ২ নম্বর ক্যাম্পাসে আসুসের ইউনিভার্সিটি ক্যাম্পাস রোড শো অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ রোড শোতে আসুসের নোটবুক ও ট্যাবলেট পিসি পণ্য প্রদর্শনীর জন্য ছিল প্যাভিলিয়ন। এতে ছাত্রছাত্রী ও দর্শনার্থীদের জন্য ছিল আসুস পণ্য পরিচিতি, পাজল গেম খেলা, ফেসবুকে গেম খেলা এবং ক্যুইজ প্রতিযোগিতার মাধ্যমে উপহার জেতা
চট্টগ্রামে ওরাকল ও সিসিএনএ কোর্সে ভর্তি
বন্দরনগরী চট্টগ্রামে দ্য কমপিউটারস লিমিটেডে আইবিসিএস-প্রাইমেক্সের তত্ত্বাবধানে ওরাকল ১০জিডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি চলছে। এছাড়া রেডহ্যাট লিনআক্স, জেন্ড সার্টিফিকেশন ও সিসিএনএ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭৬০৪৮৬৭৯৫ (চট্টগ্রাম), ০১৭১৩৩৯৭৫৬৭-৮ (ঢাকা)
ব্রাদার ব্র্যান্ডের অল ইন ওয়ান কালার লেজার প্রিন্টার
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে ব্রাদার ব্র্যান্ডের এমএফসি-৯৪৬০সিডিএন মডেলের অল ইন ওয়ান কালার লেজার মাল্টিফাংশন প্রিন্টার। অফিস বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আদর্শ এ অত্যাধুনিক ডিভাইসটিতে কালার লেজার প্রিন্টার ছাড়াও রয়েছে কপিয়ার, স্ক্যানার ও ফ্যাক্স। এর মাধ্যমে ২৪ পিপিএম গতিতে চমৎকার ও উন্নতমানের কালার বা সাদা-কালো প্রিন্ট আউটপুট নেয়া যায়, যার রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই। রয়েছে ইউএসবি, ১০/১০০ ইথারনেট ইন্টারফেস, ১২৮ মেগাবাইট মেমরি, অটো ডুপ্লেক্স ফিচার, ৩৫ পৃষ্ঠা অটো ডকুমেন্ট ফিডার (কপি, স্ক্যান, ফ্যাক্স), ৩০০ পৃষ্ঠা পেপার ইনপুট ট্রে প্রভৃতি। দাম ৬৯ হাজার টাকা।
যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩০
রানডিস্ক ব্র্যান্ডের পেনড্রাইভ
সেইফ আইটি বাজারে এনেছে কোরিয়ার রানডিস্ক ব্র্যান্ডের ৮ জিবি ও ১৬ জিবি মেমরির পেনড্রাইভ। হালকা-পাতলা ধরনের আকর্ষণীয় স্টাইলের এ পেনড্রাইভে পাওয়া যাবে দ্রুতগতির ডাটা ট্রান্সফার সুবিধা। আঘাত, ধুলাবালি ও পানি থেকে নিরাপদ ইউএসবি ২.০ ইন্টারফেসের এ পেনড্রাইভ উইন্ডোজ, ম্যাক এবং লিনআক্স অপারেটিং সিস্টেমের প্রায় সব সংস্করণ সমর্থন করে। প্লাগ অ্যান্ড প্লেস সুবিধার ৮ জিবি ও ১৬ জিবি পেনড্রাইভের দাম ৫০০ ও ৯০০ টাকা। রয়েছে লাইফটাইম ওয়ারেন্টি।
যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
বাজারে আসুসের নতুন মাদারবোর্ড
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের বি৭৫এম-পাস মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল বি৭৫ চিপসেটের এ মাদারবোর্ডটি ১১৫৫ সকেটের ইন্টেল তৃতীয় ও দ্বিতীয় প্রজন্মের কোর প্রসেসর, ২২ ন্যানোমিটার সিপিইউ, ৩২ ন্যানোমিটার সিপিইউ সাপোর্ট করে। এর চারটি র্যা ম স্লটে ৩২ জিবি ডিডিআর ৩ র্যা ম ব্যবহার করা যায়। হোম এন্টারটেইনমেন্টের সুবিধা পেতে রয়েছে ১ গিগাবাইট ভিডিও মেমরির বিল্ট-ইন গ্রাফিক্স, ৮ চ্যানেল এইচডি অডিও, এইচডিএমআই পোর্ট, ডিভিআই-ডি পোর্ট, আরজিবি পোর্ট। এছাড়া রয়েছে পিসিআই এক্সপ্রেস স্লটে, ৬টি সাটা পোর্ট, বিল্ট-ইন গিগাবিট ল্যান, ১২টি ইউএসবি পোর্ট। দাম ৭ হাজার টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮
প্রধান শিক্ষকদের হাতে তোশিবা ল্যাপটপ তুলে দিলেন শিক্ষামন্ত্রী
গত ১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য ও প্রযুক্তি শিক্ষা প্রসারের লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের ভাব প্রকল্পভুক্ত ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে ৫০টি তোশিবা ল্যাপটপ বিতরণ করে। এ উপলক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারম্নল ইসলাম। এছাড়া ভাবের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন ভাব-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর প্রফেসর জসিম উজ জামান। সভাপতিত্ব করেন ভাব-বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের সহকারী মহাব্যবস্থাপক শেখ হাসান ফাহিম ও তোশিবা প্রোডাক্ট ম্যানেজার রেজাউল করিম তুহিন উপস্থিত ছিলেন
বাজারে ইন্টেল ফোর্থ জেনারেশন প্রসেসর
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে ইন্টেলের ফোর্থ জেনারেশনের নতুন ৪টি মডেলের প্রসেসর। মডেলগুলো হলো- জি৩২২০ (পেন্টিয়াম ডুয়াল কোর ৩.০০ গিগাহার্টজ), ৪১৩০ (কোর আই থ্রি ৩.৪০ গিগাহার্টজ), ৪৫৭০ (কোর আই ফাইভ ৩.২০ গিগাহার্টজ), ৪৭৭০ (কোর আই সেভেন ৩.৪০ গিগাহার্টজ)। প্রসেসরগুলোর বাজারমূল্য যথাক্রমে ৫ হাজার ৫০০, ১১ হাজার ৫০০, ১৭ হাজার ৮০০ ও ২৭ হাজার ৮০০ টাকা।
যোগাযোগ : ০১৭৩০৭০১৯৩১
চতুর্থ প্রজন্মের এইচপি টাচ ল্যাপটপ
কোর আই সেভেন প্রসেসর সমন্বিত এইচপি ব্র্যান্ডের চতুর্থ প্রজন্মের ল্যাপটপ এনেছে কমপিউটার সোর্স। ১৫.৬ ইঞ্চি প্রশস্ত সম্পূর্ণ স্পর্শ পর্দার ল্যাপটপটিতে রয়েছে বিল্টইন উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম। কর্পোরেট প্রফেশনাল, ব্যবসায়ী ও গেমারদের জন্য উপযোগী এইচপি এনভি সিরিজের জে০০৩টিএক্স মডেলের ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে কোর আই সেভেন ৪৭০০কিউএম মডেলের প্রসেসর, যার গতি ২.৪ গিগাহার্টজ। এছাড়া রয়েছে ৪ জিবি ডিডিআর থ্রি র্যা ম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ও ২ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৯৯ হাজার ৬০০ টাকা।
যোগাযোগ : ০১৭৩০৭০০০৯৩
সিলেটে পান্ডা সিকিউরিটির কর্মশালা অনুষ্ঠিত
গেস্নাবাল ব্র্যান্ডের আয়োজনে গত ২২ সেপ্টেম্বর সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে পাণ্ডা অ্যান্টিভাইরাসের ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালায় পাণ্ডাঅ্যান্টিভাইরাসের বৈশিষ্ট্যগুলো ও কমপিউটারকে ভাইরাস থেকে কীভাবে সুরক্ষিত রাখা যায়, তার ওপর আলোকপাত করা হয়। এতে গ্লোবাল ব্র্যান্ডের সিলেট জেলার ডিলার প্রতিষ্ঠানের ৮০ প্রতিনিধি অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন পাণ্ডা সিকিউরিটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার পণ্যের ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার গোলাম মর্তুজা আজিম। উপস্থিত অতিথিদের জন্য ছিল ক্যুইজ প্রতিযোগিতা, পাণ্ডা ব্যাকপ্যাক উপহার ইত্যাদি
আসুসের এক্স সিরিজের অত্যাধুনিক স্লিম নোটবুক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের এক্স৪৫০সিএ মডেলের নতুন নোটবুক। স্লিম আকৃতির ও ১.৮ গিগাহার্টজ ইন্টেল কোর আই ৫ প্রসেসরে চালিত নোটবুকটিতে রয়েছে ১৪ ইঞ্চির ডিসপ্লে, ৪ জিবি র্যা্ম, ৭৫০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, গিগাবিট ল্যান, এইডি ওয়েবক্যাম, সনিকমাস্টার ফিচারের অডিও, মেমরি কার্ড রিডার প্রভৃতি। দাম ৪৭ হাজার টাকা।
যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৪২
আসুসের এক্স সিরিজের অত্যাধুনিক স্লিম নোটবুক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের এক্স৪৫০সিএ মডেলের নতুন নোটবুক। স্লিম আকৃতির ও ১.৮ গিগাহার্টজ ইন্টেল কোর আই ৫ প্রসেসরে চালিত নোটবুকটিতে রয়েছে ১৪ ইঞ্চির ডিসপ্লে, ৪ জিবি র্যাওম, ৭৫০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, গিগাবিট ল্যান, এইডি ওয়েবক্যাম, সনিকমাস্টার ফিচারের অডিও, মেমরি কার্ড রিডার প্রভৃতি। দাম ৪৭ হাজার টাকা।
যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৪২
সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম অডিটর (সিসা) কোর্সে ভর্তি
সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম অডিটরের (সিসা) কাজের চাহিদার প্রতিনিয়তই বাড়ছে। আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডে ভারতীয় অভিজ্ঞ প্রশিক্ষকের অধীনে সিসা কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে।
যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণে ভর্তি চলছে। প্রশিক্ষণে কোর্সের অরিজিনাল স্টাডি মেটেরিয়াল, অনলাইন পরীক্ষার জন্য ২৫ শতাংশ ডিসকাউন্ট ভাউচার এবং কোর্স শেষে ওরাকল থেকে সার্টিফিকেট দেয়া হবে।
যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম অডিটর (সিসা) কোর্সে ভর্তি
সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম অডিটরের (সিসা) কাজের চাহিদার প্রতিনিয়তই বাড়ছে। আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডে ভারতীয় অভিজ্ঞ প্রশিক্ষকের অধীনে সিসা কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
লেনোভোর ইয়োগা সিরিজের নতুন আল্ট্রাবুক
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভো ব্র্যান্ডের আইডিয়া প্যাড ইয়োগা ১৩ মডেলের ভাঁজযোগ্য নতুন আল্ট্রাবুক। এটি ১৩.৩ ইঞ্চির আইপিএস প্রযুক্তির মাল্টিটাচ স্ক্রিনের ডিসপ্লেটিকে ৩৬০ ডিগ্রি পর্যমত্ম ঘুরিয়ে ল্যাপটপ মোড, স্ট্যান্ড মোড, টেন্ট বা তাঁবু মোড ও ট্যাবলেট পিসি মোড- এ চারটি মোডে ব্যবহার করা যায়। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমেচালিত এ আল্ট্রাবুকটিতে রয়েছে ১.৮ গিগাহার্টজ তৃতীয় প্রজন্মের কোর আই ৫ প্রসেসর, ৪ জিবি র্যাপম, ১২৮ জিবি সলিড স্টেটড্রাইভ, এইচডি ওয়েবক্যাম, ৮০২.১১বি/জি/এন ওয়্যারলেস ল্যান, ব্লু-টুথ ৪.০, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্টসহ প্রয়োজনীয় সব সুবিধা। দাম ১ লাখ ৫ হাজার টাকা।
যোগাযোগ : ০১৯৭৩২৫৭৯২৫
স্মার্ট টেকনোলজিসের কুমিল্লা শাখার যাত্রা শুরু
সম্প্রতি স্মার্ট টেকনোলজিসের কুমিল্লা শাখা উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরনী সুজন ও এসএম জাকিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের মহাব্যবস্থাপক বলেন, কুমিল্লা দেশের খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা শহর। এখানকার মানুষের জীবনযাত্রার মান দেশের অধিকাংশ জেলা শহরের চেয়ে উন্নত। তাই আমাদের বিশ্বাস, স্মার্ট টেকনোলজিসের আগমন এখানকার কমপিউটার ব্যবহারকারীদের জন্য বিশেষ আশীর্বাদ বয়ে আনবে
মাইক্রোসফট বেস্ট ওইএম ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
মাইক্রোসফটের বেস্ট ওইএম ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড পেয়েছে স্মার্ট টেকনোলজিস। সম্প্রতি রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক জমকালো পার্টনার নাইট অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (মাইক্রোসফট) মো: মিরসাদ হোসেনের হাতে পুরস্কার তুলে দেন মাইক্রোসফট বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার পুবুদু বাসনায়েকে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো: জহিরুল ইসলাম, মহাব্যবস্থাপক জাফর আহমেদ, পণ্য ব্যবস্থাপক আশরাফ হোসেন এবং মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার সেলস এক্সিকিউটিভ রুমেসা হুসেন ও অ্যাকাউন্ট ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ
আসুসের পিসিআই ইথারনেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার
আসুসের এনএক্স১০০১ মডেলের পিসিআই ইথারনেট নেটওয়ার্ক অ্যাডাপ্টার বাজারে এনেছে গেস্নাবাল ব্র্যান্ড। প্লাগ অ্যান্ড প্লে এই ডিভাইসটি হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স উভয়ই সাপোর্ট করে। অ্যাডাপ্টারটি ৩২ বিট পিসিআই ২.২ ইন্টারফেসের, যা ১০/১০০ এমবিপিএস ডাটা রেটে কাজ করে। এতে রয়েছে একটি আরজে-৪৫ কানেক্টর পোর্ট। নেটওয়ার্ক অ্যাডাপ্টারটি ক্রশ-ওভার ডিটেকশন ও অটো-কারেকশন করতে পারে। দাম ৩৫০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩
তোশিবার সিনেমাটিক আল্ট্রাবুক বাজারে
সিনেমাপ্রেমীদের জন্য স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবা ব্র্যান্ডের স্যাটেলাইট ইউ৮৪০ডবিস্নউ মডেলের সিনেমাটিক আল্ট্রাবুক। ইন্টেল কোর আই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসরসম্পন্ন এ ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ৮ অরিজিনাল অপারেটিং সিস্টেম, ৬ গিগাবাইট ডিডিআর৩ র্যা ম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ৩২ গিগাবাইট এসএসডি, ১৪.৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে (১৭৯২ বাই ৭৬৮), ইন্টেল ৪০০০ মডেলের এইচডি গ্রাফিক্স, ১.৩ মেগাপিক্সেল এইচডি ওয়েবক্যাম, মাল্টিজেসচার টাচপ্যাড, হারমান কারডন অডিও সিস্টেম। ১.৫৭ কেজি ওজনের এ আল্ট্রাবুকটিতে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। এক বছরের রিজিওনাল ওয়ারেন্টিসহ দাম ৮৫ হাজার টাকা।
যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯
এএসপি ডটনেট ইউজিং সি কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডে এএসপি ডটনেট ইউজিং সি, এসকিউএল সার্ভার প্রশিক্ষণ ভর্তি চলছে। এতে অ্যাজাক্স, জেকোয়ারি, এনটিটি ফ্রেমওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট শেখানো হবে। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে।
যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
বাজারে ইন্টেল আইভি ব্রিজ ডুয়ালকোর প্রসেসর
তৃতীয় প্রজন্মের ইন্টেল আইভি ব্রিজ ডুয়াল কোর প্রসেসর এনেছে কমপিউটার সোর্স। খোলা বাজারের প্রতারণা এড়াতে বাই৪৮ হলোগ্রামযুক্ত লোগো ব্যবহার করা হয়েছে এতে। সেলেরন জি১৬১০ মডেলের এ প্রসেসরের সর্বনিমণ প্রসেসিং গতি ২.৬ গিগাহার্টজ। এর এলজিএ ১১৫ প্রসেসর ইন্টারফেস কমপিউটার সিস্টেমের সাথে যেমন সহজেই সংযুক্ত হয়, তেমনি ৫৫ ওয়াট ভোল্টেজেই সচল হয়ে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সিপিইউর দীর্ঘমেয়াদী পারফরম্যান্স নিশ্চিত করে। প্রসেসরটিতে রয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কোর এবং ২এমবি ক্যাশ মেমরি, যা পিসির গুরুত্বপূর্ণ ডাটার নিরাপত্তা দেয়। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রসেসরটির দাম ৩ হাজার ৯০০ টাকা
আসুস পণ্যে ‘অবিশ্বাস্য উপহার’
আসুসের বাংলাদেশী পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড আসুস নোটবুক ও ট্যাবলেট পিসিতে ‘আসুস অবিশ্বাস্য উপহার’ শীর্ষক আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে। ‘আনন্দ এবার সবার আসুস কিনলেই উপহার’ স্লোগান নিয়ে ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অফারের আওতায় আসুস নোটবুক বা ট্যাবলেট পিসি পণ্য ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচকার্ড। স্ক্র্যাচকার্ডের মাধ্যমে উপহার হিসেবে ক্রেতারা পেতে পারেন আসুস ফোনপ্যাড, মোবাইল ফোন, হেডফোন, ইউএসবি স্পিকার, টেবিল ঘড়িসহ অনেক আকর্ষণীয় উপহার
স্মার্ট টেকনোলজিসের বরিশাল শাখার যাত্রা শুরু
গত ২৮ আগস্ট স্মার্ট টেকনোলজিসের বরিশাল শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজিসের প্রোডাক্ট মার্কেটিং টিমের সহকারী মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন ও মিজানুর রহমান সরকার এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান শফিক উল হক। এছাড়া বাংলাদেশ কমপিউটার সমিতি বরিশাল শাখা সভাপতি হারুন অর রশীদ ও মহাসচিব শাহ বোরহান উদ্দিনসহ বরিশালে স্মার্ট টেকনোলজিসের বিজনেস পার্টনাররা উপস্থিত ছিলেন
ডাটাবেজ সফটওয়্যার ওরাকল প্রশিক্ষণ
আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১০জি ডিবিএ ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এ কোর্স শেষ করে প্রশিক্ষনার্থীরা বিভিন্ন ব্যাংক, বীমা ও বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন।
যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
বাজারে লেনোভোর কোর আই ৫ ল্যাপটপ
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভোর আইডিয়াপ্যাড জি৪০০ মডেলের মাল্টিমিডিয়া ল্যাপটপ। ল্যাপটপটিতে রয়েছে ২.৬ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আই ৫ প্রসেসর, ১৪.১ ইঞ্চির ডিসপ্লে, ১ জিবি ডেডিকেটেড ভিডিও মেমরির এএমডি রেডিয়ন চিপসেটের গ্রাফিক্স, ৪ জিবি র্যােম, ৫০০ মেগাবাইট হার্ডডিস্ক, ডলবি হোম থিয়েটার ফিচারের এইচডি অডিও, বিল্ট-ইন স্পিকার, ডিভিডি রাইটার, ওয়েবক্যামসহ প্রয়োজনীয় সব সুবিধা। দাম ৫৪ হাজার টাকা।
যোগাযোগ : ০১৯৭৩২৫৭৯২৫
পিসিআই ব্র্যান্ডের ১৬ পোর্টের ইথারনেট সুইচ
সেইফ আইটি বাজারে এনেছে পিসিআই ব্র্যান্ডের এফএক্স-১৬আইআরএম মডেলের ইথারনেট সুইচ। এতে রয়েছে ১৬টি ১০/১০০ এমবিপিএস আরজে-৪৫ পোর্ট। সুইচটির প্রতিটি পোর্ট অটো-আপলিঙ্ক ফাংশন সমর্থন করে। ফলে ব্যবহারকারীকে ক্যাবলের টাইপ নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে না। সুইচটি আইট্রিপলই৮০২.৩ (১০ বেস-টি), আইট্রিপলই৮০২.৩ইউ (১০০ বেস-টিএক্স) ও আইট্রিপলই৮০২.৩এফ (ফ্লো কন্ট্রোল) স্ট্যান্ডার্ড সমর্থন করে। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ১৬০ কেবি বাফার মেমরি, ৮কে ম্যাক অ্যাড্রেস এন্ট্রি, পরিবেশবান্ধব প্রভৃতি। প্লাগ অ্যান্ড প্লে সুবিধার অত্যাধুনিক এ সুইচটি ছোট থেকে মধ্যম পরিসরের অফিসে নেটওয়ার্কের বর্ধিত সংযোগ দিতে সক্ষম। দাম ৩ হাজার ৫০০ টাকা।
যোগাযোগ : ০১৮১৭১৪৯৩০৫
দেশেই বিশেষ সুবিধার ডিলিংক রাউটার
ইন্টারনেটে সংযুক্ত থাকতে ও ফাইল শেয়ারের সুবিধা নিয়ে দুটি নতুন পকেট রাউটার বাজারে এনেছে কমপিউটার সোর্স। ডিলিংক ব্র্যান্ডের এ রাউটার দুটিতে রয়েছে ৯টি বিশেষ সুবিধা। এর মোবাইলবান্ধব শেয়ারপোর্ট অ্যাপ ব্যবহার করে আইওএস ও অ্যান্ড্রয়িড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসে মুভি, ছবি ও ফাইল সব ডকুমেন্টই শেয়ার করা যাবে। তথ্যের নিরাপত্তায় রয়েছে এসপিআই ফায়ারওয়াল। ইউএসবি চার্জিং পোর্ট সমন্বিত ডিভাইসটিতে রয়েছে ১৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। আর উভয় রাউটারই হার্ডডিস্কের স্টোরেজ হিসেবে কাজ করে ও রিপিটার, ওয়্যারলেস রাউটার, হটস্পট হিসেবে ব্যবহার করা যায়। একই সাথে মোবাইল চার্জ দেয়া, স্মার্টটিভিতে সংযোগ তৈরি করে ভিডিও দেখা ও গেমিংয়ের কন্সোল হিসেবে কাজ করে। ডিলিংক ডিআইআর-৫০৫ রাউটারের দাম ৩ হাজার ও ৫০৬ মডেলের থ্রিজি রাউটারের দাম ৫ হাজার টাকা।
যোগাযোগ : ০১৯৩৯৯১৯৫৮৯
তোশিবা স্যাটেলাইট ইউ৯২০টি মডেলের আল্ট্রাবুক
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবা স্যাটেলাইট ইউ৯২০টি মডেলের আল্ট্রাবুক। ইন্টেল কোর আই ফাইভ-৩৩৩৭ইউ মডেলের প্রসেসরসমৃদ্ধ এ আল্ট্রাবুকে রয়েছে নিবন্ধিত উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম, ১২.৫ ইঞ্চি এলইডি ডিসপেস্ন, ৪০০০ মডেলের গ্রাফিক্স কার্ড, ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা এবং অন্যান্য সুবিধা।
যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯
এডেটার পানি নিরোধক ইউএসবি পেনড্রাইভ
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে এনেছে এডেটা ব্র্যান্ডের এস১০৭ মডেলের ইউএসবি পেনড্রাইভ। সুপারস্পিড ইউএসবি ৩.০ ইন্টারফেসের এ পেনড্রাইভটি সিলিকন রবার দিয়ে আবৃত ও ইউএসবি ক্যাপ লাগানো থাকায় পানি নিরোধক এবং দুর্ঘটনাক্রমে হাত থেকে পড়ে গেলেও ডাটা হারানো বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া এটি মিলিটারি গ্রেড বৈদ্যুতিক শক প্রতিরোধক। বর্তমানে এ মডেলের ১৬ জিবি পেনড্রাইভ লাল ও নীল রংয়ে পাওয়া যাচ্ছে। দাম ১ হাজার ৩০০ টাকা।
যোগাযোগ : ০১৭১৩২৫৭৯০৪
আসুসের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের জিটিএক্স৭৭০-ডিসি-২ওসি মডেলের হাই-অ্যন্ড গেমিং গ্রাফিক্স কার্ড। এতে ডিরেক্ট সিইউ-২ ফিচার থাকায় দীর্ঘক্ষণ ব্যবহারেও কম্পোনেন্ট ঠাণ্ডা থাকে এবং নিঃশব্দে কার্যক্রম চালায়। রয়েছে সুপার অ্যালয় পাওয়ার ও ওভারক্লকিং ফিচার। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এ অত্যাধুনিক গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৭৭০ গ্রাফিক্স ইঞ্জিন, ২ জিবি ভিডিও মেমরি, ৭০১০ মেগাহার্টজ মেমরি ক্লক, ২৫৬ বিট মেমরি ইন্টারফেস, দুটি ডিভিআই আউটপুট, একটি এইচডিএমআই আউটপুট, একটি ডিসপ্লে পোর্ট। এছাড়া গ্রাফিক্স কার্ডটি এসএলআই মাল্টি-জিপিইউ, এনভিডিয়া থ্রিডি ভিশন, ডিরেক্টএক্স ১১, এইচডিসিপি সমর্থন করে। দাম ৪২ হাজার টাকা।
যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮