• ভাষা:
  • English
  • বাংলা
হোম > মোবাইল ফোনসেটের টুকিটাকি
লেখক পরিচিতি
লেখকের নাম: মাইনূর হোসেন নিহাদ
মোট লেখা:২১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
মোবাইল
তথ্যসূত্র:
মোবাইলপ্রযুক্তি
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
মোবাইল ফোনসেটের টুকিটাকি

প্রযুক্তির সহায়তায় আজ মানুষের হাতের কাছেই সবকিছু৷ তথ্যপ্রযুক্তির উন্নয়নে মোবাইল টেকনোলজিও এক বিশেষ স্থান দখল করে নিয়েছে৷ দিনের পর দিন এই প্রযুক্তিকে নতুন থেকে নতুনতরভাবে সাজানো হচ্ছে৷ বেশিরভাগ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান করছে নতুন নতুন মোবাইল ফোনের ডিজাইন এবং যোগ করা হচ্ছে নতুন অনেক ধরনের ফিচার৷ তাই বর্তমানে মোবাইল ফোনে স্ট্যান্ডার্ড বলতে কিছুই অবশিষ্ট নেই ঠিকই, কিন্তু সব সুবিধা যে সবার জন্য উন্মুক্ত থাকে তাও নয়৷ কিছু কিছু সুবিধা থাকে লুকায়িত, যা সিক্রেট কোড হিসেবে পরিচিত৷ এ লেখায় মোবাইল ফোনের কিছু সিক্রেট কোড ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে৷

মোবাইল ফোনের সিক্রেট কোড

মোবাইল ফোনের কিছু সিক্রেট কোড জানা থাকলে মোবাইল ফোনসেট সংক্রান্ত কিছু তথ্য জানা যায়৷ যেমন- ফোনসেটটি কত সালে তৈরি হয়েছে, ব্যবহৃত সফটওয়্যারের ভার্সন কত ইত্যাদি জানা সম্ভব৷

০১. IMEI কোড : আইএমইআই অর্থ হলো ইন্টারন্যাশনালমোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি৷ জিএসএম মোবাইল ফোরে IMEI দেখার জন্য টাইপ করুন *#06#৷ প্লাটফর্ম : নোকিয়া, সনি এরিকসন, স্যামসাং, মটোরোলা৷

০২. সফটওয়্যার ভার্সন : মোবাইল ফোনসেটটির সফটওয়্যার কত সালে তৈরি এবং কোন ভার্সন তা দেখার জন্য টাইপ করুন *#9999#, *#0837# ,*#0000#৷

০৩. হার্ডওয়্যার ভার্সন : কত সালে মোবাইল ফোনসেটটি তৈরি হয়েছে তা দেখার জন্য টাইপ করুন *#8888#*9998#৷

মোবাইল ফোনের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা

অটো রিডায়াল : কল করার পর কানেকশন না পেলে মোবাইল ফোনের ডিসপ্লেতে Call Failed আসে কিন্তুু অটো রিডায়াল on করা থাকলে কল না হয়ে ওই নম্বরে কল যাবে যতক্ষণ পর্যন্ত সংযুক্ত না হবে৷

অটো আনসার : অটো আনসার করা থাকলে ২-৩টি রিং হবার পর Phone Answer হয়ে যাবে৷

অটো ডিসপ্লে : এই অপশনটি on করা থাকলে প্রতিবার কল করার পর কলের ডিটেলস ডিসপ্লেতে দেখাবে৷

অটোমেটিক কী লক : এ অপশনটি on থাকলে সাধারণত ১০-৩০ সেকেন্ড পর্যন্ত কোনো কী না চাপলে কীপ্যাড লক হয়ে যাবে৷

কল ওয়েটিং : কল ওয়েটিং এমন একটি পদ্ধতি যা মোবাইল ফোনে একটি নম্বরে কথা বলার সময় অন্য আরেকটি কলকে অপেক্ষায় রাখে এবং ইউজারকে নতুন কলের সঙ্কেত প্রদান করে৷

কল হোল্ডিং : কল হোল্ডিংয়ের মাধ্যমে ব্যবহারকারী কারেন্ট কলকে হোল্ড করে রাখতে পারেন৷ এ অবস্থায় একজন ব্যবহারকারী ফোন বুকের কোনো নির্দিষ্ট নম্বর খুঁজতে পারবেন ও এসএমএস পড়তে পারবেন৷

কল ডাইভার্ট : কল ডাইভার্টে ব্যবহারকারী ইচ্ছে করলে ইনকামিং কোনো কলের উত্তর না দিয়ে তা অন্য কোনো ফোন নম্বরে প্রেরণ করতে পারেন৷

ডুয়াল মোড : দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সি একই প্রযুক্তিতে ব্যবহার করতে সমর্থ যেসব ফোন তাকেই ডুয়াল ফোন বলে৷

ইনস্টল : কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কার্যকর করে স্থাপন করার জেটুএমই প্রক্রিয়াকে বলে ইনস্টল৷

নোকিয়া সেটে সফটওয়্যার ইনস্টল ও রিমুভ পদ্ধতি

মোবাইল ফোনে সফটওয়্যার ইনস্টল করার জন্য যেতে হবে মেনুটুলসফাইল ম্যানেজারে৷ যে সফটওয়্যারটি ইনস্টল করতে চান তা আপনার ফোন মেমরি/মেমরি কার্ড থেকে সিলেক্ট করে Ok চাপুন৷ এরপর সফটওয়্যারটি কোথায় ইনস্টল করবেন তা সিলেক্ট করে Ok চাপুন৷ সফটওয়্যারটি ইনস্টল হবার পর স্ক্রিনে একটি মেসেজ আসবে Are you sure you want to open this software now? যদি ওপেন করতে চান তাহলে Ok চাপুন৷

মোবাইল ফোনে সফটওয়্যার রিমুভ করার জন্য যেতে হবে মেনুটুলসম্যানেজারে৷ যে সফটওয়্যারটি রিমুভ করতে চান তা সিলেক্ট করে Ok করলে স্ক্রিনে আসবে Are you sure you want to remove this software permanently? Ok চাপুন রিমুভ হয়ে যাবে৷

অন্যান্য তথ্যের জন্য ভিজিট করুন : http://nehadbd.gprs.Lt

আপনি চাইলে সীমিত খরচে নিজের নামে ওয়াপসাইট তৈরি করতে পারবেন৷ এতে রাখতে পারবেন নিজের ছবি ও তথ্য৷ আপনার যেকোনো পছন্দের ছবি এসএমএসের মাধ্যমে পাঠাতে পারেন ০১৭১৯৩৪৪৩১২ নম্বরে৷

মোবাইল গেমের জগৎ

মোবাইল ফোন এখন সবার কাছে খুব জনপ্রিয়৷ বিশেষ করে অবসর সময় কাটানো যায় মোবাইল ফোনে মজার মজার গেম খেলে৷ প্রতিদিন একই গেম খেলতে কি আর সবসময় ভালো লাগে৷ তাই এ সংখ্যায় নতুন কিছু গেম নিয়ে লেখা হলো এবং যার মধ্যে মোবাইল এলিয়নস গেমটি দেয়া হয়েছে পাঠকদের অনুরোধে৷ আপনিও এসএমএসের মাধ্যমে পছন্দের যেকোনো গেম সম্পর্কে ফোন করুন ০১৭১৯৩৪৪৩১২ নম্বরে৷

মোবাইল এলিয়নস

মোবাইল এলিয়নস গেমটির নাম শুনলে মনে হয় গেমটি আসলে খুব মজাদার হবে৷ ঠিক তাই, কোনো অংশে কম নয় এটি৷ যেমন তার সাউন্ড ঠিক তেমনি তার কালার রেজ্যুলেশন৷ গেমটির রয়েছে ৮টি লেভেল৷ এলিয়নস মারার জন্য রয়েছে বন্দুক এবং বোম৷ বন্দুক ব্যবহার করার জন্য ৫, বোম ৭, ডানে-বামে-উপরে-নিচে যাওয়ার জন্য ব্যবহার করবেন ৬-৪-৮-২৷ গেমটি ডাউনলোড করার পর মেনু অপশনে গিয়ে DND (ডিএনডি)সিলেক্ট করুন৷ এরপর সাউন্ড অপশনে গিয়ে সাউন্ড on করুন৷

যা যা প্রয়োজন

গেম চালানোর জন্য ৭৫০ কে.বি. ফ্রি স্পেস থাকতে হবে৷ গেমের সাইজ ৪৮৭ কে.বি. যা ৭-৮ টাকা খরচ করে ডাউনলোড করা যাবে৷

মোবাইল প্লাটফর্ম

নোকিয়া : 3250, 3600, 3620, 3650, 3660, 6260, 6600, 6620, 6630, 6670, 6680, 6681, 6682, 7610, 7650, N-Gage, N-Gage QD, N70, N70-1, N72, N91, 2630, 2760, 2855i, 2865, 2865i, 3152, 3155, 3155i, 5070, 5200, 6060, 6060v, 6061, 6070, 6080, 6085, 6086, 6101, 6102, 6102i, 6103, 6111, 6125, 6151, 6155, 6165, 6165i, 6170, 6255, 6255i, 6650, 6651, 7270, 7360, 7600৷

স্যামসাং : SGH E330N, SGH E340, SGH E340E, SGH E350, E350E, SGH E360, SGH SGH E715, SGH E736, E800, SGH E808, SGH E810, SGH E820, SGH J600, SGH P400, SGH P510, SGH S500, SGH T209, T219, T309, T319, T329, SGH U600, SGH V200, X160, X200, X210, X300, X430 X450, X460, SGH X480, X486, X490, X495, X500, X506, X507, SGH X510 X520, X530, X540, SGH X670, SGH X680, SGH X686, SGH X830, SPH A580, SPH A640৷

সনি এরিকসন : Z500a, Z520a, Z520i, Z530i, Z600, D750, D750i, K530i, K550i, K600, K600i, K608i, K610, K610i, K618i, K700, K700c, K700i, K750, K750i, V600, V600i, V630i, W200i, W550c, W550i, W600c, W600i, W610i, W660i, W700i, W710i, W800c, W800i, W810i, W810iv, Z1010, Z550a, Z550i, Z558i, Z610i, Z710i, Z800৷

কোথায় পাবেন : http://nehadbd.gprs.Lt

আফ্রিকান রেলি

রোড মাস্টার মোটর রেস গেমটি সম্ভবত অনেকেই কমপিউটারে খেলেছেন৷ মোবাইলে যাতে সবাই রেস খেলায় মেতে উঠতে পারেন তার ওপর ভিত্তি করে গেমটি তৈরি করা হয়েছে৷ গেম ডাউনলোড করার পর মেনু অপশনে গিয়ে লোগো সিলেক্ট করুন৷ তারপর language হিসেবে English সিলেক্ট করুন৷ এরপর সাউন্ড অপশনে গিয়ে সাউন্ড on করে খেলা শুরু করুন৷ এতে রয়েছে সর্বমোট ১০টি লেভেল৷ ডানে-বামে-উপরে-নিচে যাওয়ার জন্য ব্যবহার করবেন ৬-৪-৮-২৷

যা যা প্রয়োজন

গেমটি চালানোর জন্য ৩৫০ কে.বি. ফ্রি স্পেস থাকতে হবে৷ গেমের সাইজ ১২৫ কে.বি. যা ৪-৫ টাকা খরচ করে ডাউনলোড করা যাবে৷

মোবাইল প্লাটফর্ম

নোকিয়া : 6682, 7610, 7650, N-Gage, N-Gage QD, N70, N70-1, N72, N91, 2630, 2760, 2855i, 6086, 6101, 6102, 6102i, 6103, 6111, 6125, 6151, 6155, 6165, 6165i, 6170, 6255, 6255i, 6650, 6651, 7270, 7360, 7600৷

স্যামসাং : SGH E330N, SGH E340, SGH E340E, SGH E350, E350E, SGH E360, SGH SGH X480, X486, X490, X495, X500, X506, X507, SGH X510 X520, X530, X540, X620, X620C, X630, SGH X636, SGH X640, SGH X640C, X648, SGH X650, SGH৷

সনি এরিকসন : Z500a, Z520a, Z520i, Z530i, Z600, D750, D750i, K530i, K550i, K600, K600i, K608i, K610, K610i, K618i, K700, K700c, K700i, K750, K750i, W200i, W550c, W550i, W600c, W600i, W610i, W660i, W700i, W710i, W800c, W800i, W810i, W810iv৷

কোথায় পাবেন : http://nehadbd.gprs.Lt


ফিডব্যাক : nehad_aiub@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - আগস্ট সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস