লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
আইসিটিতে বিশেষ তহবিল করতে চায় সরকার
কমপিউটার জগৎ রিপোর্ট: তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের জন্য ৫০০ কোটি থেকে এক হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল করতে চায় সরকার। মূলত সরকারি এবং বেসরকারি পর্যায়ের অনুদান নিয়ে এ তহবিল গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানিয়েছেন, তহবিল গঠনের কার্যক্রম প্রায় চূড়ান্ত। অল্প দিনের মধ্যে এর কাজ শুরু হবে। তহবিল গঠনের পর মূলত এখান থেকে দুটি কাজ করা হবে বলেও জানান পলক। তিনি বলেন, দেশের তিন কোটি শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ দেয়ার পরিকল্পনা আছে সরকারের। যেটি এ তহবিল থেকে সংস্থান হতে পারে। এর বাইরে স্থানীয় তথ্যপ্রযুক্তির বাজার এবং বাজারে বিভিন্ন পর্যায়ের কর্মীর সংখ্যা জানতেও একটি পূর্ণাঙ্গ গবেষণা করা হবে। গত ২৪ মে তথ্যপ্রযুক্তি খাতের তিনটি সংগঠনের প্রাক-বাজেট আলোচনায় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। তবে আলোচনায় বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি আবু হানিফ মোহাম্মদ মাহফুজুল আরিফ তথ্যপ্রযুক্তি খাতের জন্য বাজেটে ৫ হাজার কোটি টাকার একটি তহবিলের দাবি করেন। এ তহবিল থেকে ৮ শতাংশ সুদে ঋণ নেয়ার কথা বলেন তিনি। অন্যদিকে বেসিসের সিনিয়র সহ-সভাপতি আলমাস কবীর বলেন, আইসিটি নীতিমালা অনুসারে সরকার ঘোষিত তথ্যপ্রযুক্তির ৭শ’ কোটি টাকার বিশেষ তহবিলের এক টাকাও এখন পর্যন্ত খরচ হয়নি। এবার যেন বাজেটে এই তহবিল থেকে অন্তত ১০ শতাংশ বরাদ্দ করা হয়। প্রতিমন্ত্রী এসব বিশেষ তহবিল সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করার পাশাপাশি জাতীয় সংসদে বাজেট আলোচনায় বিষয়গুলো তুলবেন বলেও জানান। একই সাথে তার অন্য সহকর্মীদের আলোচনায়ও যেন বিষয়গুলো গুরুত্ব পায় সেটি দেখবেন বলে প্রাক-বাজেট আলোচনায় প্রতিশ্রম্নতি দেন।
ভারতের নির্বাচনে ফেসবুকে সরব ছিল তিন কোটি
কমপিউটার জগৎ ডেস্ক : লোকসভা নির্বাচনে ভারতের এক বিশাল জনগোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পারস্পরিক মতবিনিময় ও বিতর্কে অংশ নিয়েছে। সেই সাথে পছন্দের প্রার্থীকে জয়ী করতে প্রচার-প্রচারণাও চালিয়েছে তারা। লোকসভা নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরে ফেসবুকে এসব কার্যক্রম হয়েছে বলে জানায় টাইমস অব ইন্ডিয়া। নির্বাচনের তারিখ ঘোষণার দিন থেকে নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত ২ কোটি ৯০ লাখেরও বেশি ব্যক্তি পোস্ট, লাইক, কমেন্টস ও শেয়ার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সক্রিয় ছিল। দেশটিতে নির্বাচন ইস্যু নিয়ে ফেসবুকে যুক্ত থাকা ব্যবহারকারীদের মধ্যে দুই-তৃতীয়াংশই সক্রিয় ছিল। নির্বাচন নিয়ে তারা গড়ে ১০টি কথোপকথন শেয়ারে শামিল হয়েছে।
বাংলাদেশে রিসার্চ ও ট্রেনিং সেন্টার স্থাপনে ফেসবুকের আশ্বাস
বাংলাভাষায় ফেসবুক ও দেশে তথ্যপ্রযুক্তির ওপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ট্রেনিং সেন্টার স্থাপনে ফেসবুকের প্রতি আহবান জানিয়েছেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা। গত ১৭ মে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই বিষয়ে আশ্বাস দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) সভাপতি শামীম আহসান, মহাসচিব রাসেল টি আহমেদ, বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ফেসবুকের পক্ষে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বাংলাভাষায় ফেসবুক, বাংলাদেশে আঞ্চলিক অফিস ও রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ট্রেনিং সেন্টার স্থাপন ও ফেসবুকে শিক্ষা সহায়ক টুলস প্রচলনের আহবান জানান তারা। বৈঠকে ফেসবুকের হেড অব পলিসি প্রোগ্রাম লিসা ফস্টার এসব প্রস্তাব বাস্তবায়নে আশ্বাস দেন।
কোডিং আইডিয়া খুঁজছে বিশ্বব্যাংক ও মাইক্রোসফট
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের উন্নয়নে উদ্ভাবনী আইডিয়া খুঁজছে বিশ্বব্যাংক ও সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এ জন্য ‘কোডিং ইউর ওয়ে টু অপরচুনিটি’ শীর্ষক আঞ্চলিক গ্রান্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার তরুণ-তরুণীদের নিয়ে কাজ করছে এমন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আইডিয়া আহবান করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ১০ জুন। এসব আইডিয়ার মাধ্যমে এ অঞ্চলের বেকারত্ব কমাতে একসাথে কাজ করবে বিশ্বব্যাংক ও মাইক্রোসফট। সহযোগিতায় রয়েছে ফিউশন। প্রতিযোগিতায় জয়ীরা উদ্ভাবনী আইডিয়ার জন্য গ্রান্ড পুরস্কার হিসেবে কমপক্ষে ১০ হাজার ডলার পাবেন। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য তরুণ-তরুণীদের কোডিং জ্ঞান বাড়ানো এবং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করা। বিশ্বব্যাংকের ওয়েবসাইট থেকে প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা ও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
বেসিস নির্বাচনে ১৩ জনের মনোনয়ন জমা
সফটওয়্যার প্রস্ত্তত ও রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসের (বেসিস) ২০১৪-১৬ মেয়াদের নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৩ জন প্রার্থী। এর মধ্যে বর্তমান সভাপতি শামীম আহসানের নেতৃত্বে ৯ জন প্রার্থী রয়েছেন। বাকি চারজন স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমাদানকারীরা হলেন- এখনই ডটকমের স্বত্বাধিকারী শামীম আহসানের নেতৃত্বে টিম ক্রিয়েটিভের রাসেল টি আহমেদ, বেস্ট বিজনেস বন্ড লিমিটেডের উত্তম কুমার পল, সিসটেক ডিজিটাল লিমিটেডের এম রাশেদুল হাসান, টেকনোবিডি ওয়েব সলিউশনসের শাহ ইমরাউল কায়ীশ, অ্যাডভান্স টিআরপির মুস্তাফিজুর রহমান সোহেল, এমসিসি লিমিটেডের আশরাফুল খান, আপডেট সলিউশনস লিমিটেডের সামিরা জুবেরী হিমিকা ও ই-সফটের আরিফুল হাসান অপু। স্বতন্ত্র হিসেবে অন্য প্রার্থীরা হলেন- দীপন কনসালট্যান্ট সার্ভিসেস লিমিটেডের সাফকাত মতিন, উইন্টেল লিমিটেডের এটিএম মাহবুবুল আলম, মজুমদার আইটি লিমিটেডের সাইদুল ইসলাম মজুমদার এবং ম্যাগনিটো ডিজিটাল লিমিটেডের রিয়াদ হোসেন। আগামী ২৮ জুন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে এবং পরে ফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩০০। যার মধ্যে ১৯০ জন জেনারেল এবং ১১০ জন অ্যাসোসিয়েট সদস্য। বেসিসের মোট সদস্য হলেন ৭১৫ জন।
প্রতিমাসে ইল্যান্স-ওডেস্কে যুক্ত হচ্ছে হাজার ফ্রিল্যান্সার
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ইল্যান্স-ওডেস্কে প্রায় লাখখানেক ফ্রিল্যান্সার নিয়মিত কাজ করছে। শুধু বাংলাদেশ থেকেই প্রতিমাসে প্রায় এক হাজার ফ্রিল্যান্সার যুক্ত হচ্ছেন এই দুটি মার্কেটপ্লেসে। ২০১৩ সালে ইল্যান্স-ওডেস্ক থেকে ফ্রিল্যান্সারেরা ৭৫০ মিলিয়ন ডলার আয় করেছেন। গত ২১ মে মাইক্রোসফট বাংলাদেশের সহযোগিতায় ডেভেলপারদের জন্য আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান ইল্যান্স-ওডেস্কের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান। রাজধানীর গুলশানে অবস্থিত মাইক্রোসফট বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় ৬০ জনের অধিক ডেভেলপার অংশ নেন।
গ্রামে ভার্চুয়াল শপ স্থাপনে ৮ প্রতিষ্ঠানের সাথে এটুআইয়ের চুক্তি
ভার্চুয়াল শপ স্থাপনে ৮ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)। গ্রামীণ জনগণকে দেশ ও বিদেশের যেকোনো স্থানের পণ্য অনলাইনে কেনাকাটার সুবিধা দিতে বসছে এ ভার্চুয়াল শপ। অনলাইনে পণ্য কেনাবেচা ছাড়াও এতে এজেন্ট ব্যাংকিং সুবিধায় অর্থ লেনদেন ও কুরিয়ার সেবা থাকছে। দেশের প্রতিটি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে (ইউআইএসসি) বসছে এ শপ। গত ২২ মে বিকেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।
চুক্তি অনুয়ায়ী প্রথম পর্যায়ে দেশের ২০০টি ইউআইএসসি থেকে ভার্চুয়াল শপ সুবিধা পাওয়া যাবে। পর্যায়ক্রমে তা প্রতিটি তথ্য সেবাকেন্দ্রে বাস্তবায়িত হবে। ২০১৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদে তিনটি ভার্চুয়াল শপ (ফিউচার সলিউশন ফর বিজনেস, কমজগৎ টেকনোলজিস, চালডাল ডটকম), দুটি পেমেন্ট গেটওয়ে (ই-ক্যাশ লিমিটেড ও কাসাডা টেকনোলজিস) এবং তিনটি কুরিয়ার সার্ভিসকে (সুন্দরবন কুরিয়ার, সোনার কুরিয়ার ও ই-কুরিয়ার ডটকম) এ কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে। ই-ক্যাশ লিমিটেডের ফার্স্ট ক্যাশ কার্ড ও কাসাডা টেকনোলজিসের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ভার্চুয়াল শপ থেকে অনলাইনে কেনাকাটা করা যাবে।
ডিজিটাল বিশ্ববিদ্যালয় খসড়া অনুমোদনের অপেক্ষায়
সরকারের প্রথম দফায় উদ্যোগ নেয়া ডিজিটাল বিশ্ববিদ্যালয় অবশেষে আলোর মুখ দেখতে যাচেছ। এরই মধ্যে আইনের চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে। খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদন পেলে চলতি বাজেট অধিবেশনেই সংসদে উত্থাপিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয় পরিচালনা, ব্যবস্থাপনা ও এ জাতীয় অন্যান্য কাজ হবে সত্যিকার অর্থেই প্রযুক্তিনির্ভর। খসড়ায় বলা হয়েছে, স্নাতকোত্তর শিক্ষার্থী ও গবেষকদের আবাসনসহ সম্মানজনক হারে বৃত্তি ও ভাতা দেয়া হবে। বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অনিবাসী বাংলাদেশী শিক্ষকরা এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সুযোগ পাবেন। এটি হবে আধুনিক পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়। পাঠাগার হবে সর্বাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন। নতুন করে উদ্যোগ নিয়ে সম্পূর্ণ তথ্যপ্রযুক্তিনির্ভর এ বিশ্ববিদ্যালয়ের জন্য স্থান নির্বাচন, পরিকল্পনা গ্রহণ ও অর্থ বরাদ্দের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে আইন তৈরির কাজ। রাজধানীর কাছে গাজীপুরের জয়দেবপুরের চন্দ্রায় ৭৫ বিঘা জমির ওপর এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা যায়, ডিজিটাল বাংলাদেশ গড়ার পদক্ষেপ হিসেবে দেশে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার ঘটানো ও দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনা থেকে সরকার এ পদক্ষেপ নিয়েছে। জানা গেছে, সরকারি এ জমিতেই ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়া হয়েছে। সূত্রমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আগ্রহ ব্যক্ত করেছেন। খসড়াটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে।
এশিয়া প্যাসিফিকের সিএসই বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন অনুষ্ঠিত
গত ১৬ মে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সিএসই বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩১ মে ২০১৬ সাল পর্যন্ত দুই বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি নির্বাচন করা হয়। বিভাগীয় প্রধান অলোক কুমার সাহা পদাধিকার বলে কমিটির সভাপতি। মালা খান সহসভাপতি, খান মোহাম্মদ কায়ছার মহাসচিব এবং মাসুদুর রহিম সাইদ কোষাধ্যক্ষ নির্বাচিত হন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত মহাসচিব খান মোহাম্মদ কায়ছার বলেন, প্রকৌশল ও প্রযুক্তির অগ্রগতির পথে জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে সুনিবিড় বন্ধুত্বের বন্ধন তৈরিতে ইউএপি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশন অবদান রাখবে।
এসএসএল প্রযুক্তি ব্যবহার করেছে আইসিটি বিভাগ
সরকারি ওয়েবসাইটের নিরাপত্তায় এসএসএল (সিকিউরিটি সকেট লেয়ার সার্টিফিকেশন) সংযুক্তি শুরু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সম্প্রতি বিভাগের নিজস্ব ওয়েবসাইটে এ সার্টিফিকেট ইনস্টলেশন করা হয়। সিকিউরিটি সার্টিফিকেশন করার ফলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে যেতে ictd.gov.bd ঠিকানার পরিবর্তে ictd.gov.bd ব্যবহার করতে হবে।
সেরা ফ্রিল্যান্সারদের সংবর্ধনা দিল ডিইউআইটি ও বিআইজেএফ
এ বছরের বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম। গত ১০ মে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বিভাগের প্রধান প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মুহাম্মদ খান।
সরকারি সেবার খবর জানাবে কমিউনিটি রেডিও
সরকারি সেবার খোঁজখবর জানাতে এবং জনগণের মতামত জানতে দেশের ১৪টি কমিউনিটি রেডিওকে একটি পোর্টালের মাধ্যমে একই প্লাটফর্মে এনেছে তথ্য মন্ত্রণালয় ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)। বাংলাদেশ কমিউনিটি রেডিও নামের এই পোর্টালে সবগুলো রেডিওর লোগো সাইন সন্নিবেশিত করা হয়েছে। গত ২৭ মে সচিবালয়ে নিজ কার্যালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশ কমিউনিটি রেডিও পোর্টাল (communityradio.com. bd)-এর উদ্বোধন করেন। এ সময় সরকারের এটুআই প্রকল্পের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পোর্টালে থাকা রেডিওগুলো হলো- কুড়িগ্রামের রেডিও চিলমারী, কক্সবাজারের টেকনাফের রেডিও নাফ, বগুড়ার রেডিও মুক্তি, সুন্দরবনের রেডিও সুন্দরবন, নওগাঁর বরেন্দ্র রেডিও, বরগুনার আমতলীর কৃষি রেডিও, মৌলভীবাজারের রেডিও পলস্নীকণ্ঠ, চট্টগ্রামের রেডিও সাগর গিরি, বরগুনা সদরের রেডিও লোকোবেতার, ঝিনাইদহের রেডিও ঝিনুক, মুন্সীগঞ্জের রেডিও বিক্রমপুর, সাতক্ষীরার কালীগঞ্জের রেডিও নলতা, চাঁপাইনবাবগঞ্জের রেডিও মহানন্দা এবং রাজশাহীর রেডিও পদ্মা।
বাজারে এমএসআইয়ের ৭ ল্যাপটপ
বাংলাদেশী গেমারদের বিষয় মাথায় রেখে বাজারে এসেছে এমএসআইয়ের নতুন গেমিং ল্যাপটপ। গত ২৫ মে রাজধানীর একটি হোটেলে ডিলারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চারটি গেমিং ল্যাপটপ ও তিনটি সাধারণ ল্যাপটপ বাজারে আনার এই ঘোষণা দেয় নেক্সট ট্র্যাক (প্রা:) লিমিটেড। অনুষ্ঠানে নতুন এই ল্যাপটপগুলোর বিভিন্ন বিষয় তুলে ধরেন এনবি এসইএ চ্যানেল সেলস বিভাগের হিসাব ব্যবস্থাপক রায়হান সাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেক্সট ট্র্যাকের ব্যবস্থাপনা পরিচালক মো: মাহাতাব উদ্দিন। উপস্থিত ছিলেন এনবি এসইএ চ্যানেল সেলস বিভাগের ব্যবস্থাপক ফ্রেঙ্ক সু, নেক্সট ট্র্যাকের পরিচালক এম সাইফুল ইসলাম রয়েল, পিআরবি রাজন, কেএইচ আল ইমরান, তৌহিদুল হায়াত রাজীব প্রমুখ। বাজারে আসা নতুন এই গেমিং ল্যাপটপগুলো হলো- জিটি৭০ ২পিই ডমিনেটর প্রো, জিএস৭০ ২পিই স্টিথ প্রো, জিই৬০ ২পিই অ্যাপাচি প্রো ও জিপি৬০ ২পিই লিওপার্ড। আর সাধারণ ল্যাপটপগুলো হলো- সিএক্স৬১ ২ পিসি, সিআর৪২ ২এম, সিআর৪২ ২এম। ল্যাপটপগুলো আধুনিক সব যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে।
কমজগৎ টেকনোলজিস ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে ই-পেমেন্ট গেটওয়ে চুক্তি
গত ২৭ মে দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কমজগৎ টেকনোলজিস এবং ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে ই-পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির ফলে ডাচ-বাংলা ব্যাংক কমজগৎ টেকনোলজিসের মালিকানাধীন ওয়েব পোর্টাল ওয়েবটিভিনেক্সটের পেমেন্ট গেটওয়ে সেবা দেবে। পোর্টালটিতে প্রয়োজনীয় ইন্টারফেস সুবিধা দেবে ডাচ-বাংলা ব্যাংক। এখন থেকে ওয়েবটিভিনেক্সটের যাবতীয় নিবন্ধন ফি ছাত্রছাত্রীদের কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নেয়া হবে। কমজগৎ টেকনোলজিসের প্রধান নির্বাহী মো: আবদুল ওয়াহেদ তমাল এবং ডাচ-বাংলা ব্যাংকের এফভিপি ও পার্সোনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো: কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ডাচ-বাংলা ব্যাংকের এভিপি ও ই-কমার্স বিভাগের প্রধান মো: রবিউল ইসলাম, কমপিউটার জগৎ-এর সম্পাদক গোলাপ মুনীর, সহযোগী সম্পাদক মইনউদ্দীন মাহ্মুদ ও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঘরে বসেই প্রসাধনী কেনার সুবিধা নিয়ে চালু হয়েছে রয়েলশপবিডি
ব্যস্ততম ও যানজটের রাজধানীতে ঘরে বসেই প্রয়োজনীয় সব প্রসাধনী কেনার সুবিধা নিয়ে চালু হয়েছে রয়েলশপবিডি ডটকম (www.royalshopbd.com) নামের একটি ই-কমার্স সাইট। সম্প্রতি ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়। সাইটটিতে স্বাস্থ্য ও সৌন্দর্যবিষয়ক পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, হারবাল পণ্য ইত্যাদি পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষে রয়েলশপবিডি তাদের সব পণ্যে ৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বলে জানান প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আবু হুরায়রা ফয়সাল। সাথে থাকছে যেকোনো পণ্য কিনলে ৫০ টাকা মোবাইল রিচার্জ। ঢাকার ভেতরে ফ্রি হোম ডেলিভারি সেবা পাওয়া যাবে। মোবাইলের মাধ্যমে রয়েলশপবিডির যেকোনো পণ্য অর্ডার করা যাবে। যোগাযোগ : ০১৬২২২৮২৫৭৬।
অথরাইজড ডেপ্লয়মেন্ট অ্যান্ড সিস্টেম ট্রেনিং অনুষ্ঠিত
দেশে প্রথমবারের মতো আইবিসিএস-প্রাইমেক্স ও রেডহ্যাট ইন্ডিয়ার যৌথ উদ্যোগে রেডহ্যাট এন্টারপ্রাইজ ডেপ্লয়মেন্ট অ্যান্ড সিস্টেম ম্যানেজমেন্ট অথরাইজড ট্রেনিং গত ৯ থেকে ১২ মে অনুষ্ঠিত হয়েছ। ১১ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। জুলাই মাসে দ্বিতীয় ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮।
চাকরি হারাচ্ছে এইচপির ১৬ হাজার কর্মী
খরচ কমাতে আগামী অক্টোবরের মধ্যেই বিশ্বব্যাপী কমপক্ষে ১১ হাজার থেকে ১৬ হাজার কর্মী ছাঁটাই করবে শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা হিউলেট-প্যাকার্ড (এইচপি)। সব মিলিয়ে অর্ধলক্ষাধিক কর্মী ছাঁটাই করছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পলো আলতোভিত্তিক ৭৫ বছরের পুরনো এই প্রতিষ্ঠান। ২০১২ সালে ২৭ হাজার কর্মী ছাঁটাই করার ফলে বিশ্বব্যাপী মোট কর্মীর সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ১৭ হাজার ৫০০। এইচপি জানায়, নতুনভাবে এই কর্মী ছাঁটাই হলে বছরে ১ বিলিয়ন ডলার খরচ কমবে।
স্যামসাং স্মার্ট শুটার অফারের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গত ৮ মে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে স্যামসাং স্মার্ট শুটার অফারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এক মাসব্যাপী ঘোষিত স্যামসাং ক্যামেরার বিশেষ অফারের আওতায় প্রতিটি স্মার্ট ক্যামেরার ক্রেতারা একটি করে এসএমএস করেন। সেসব এসএমএস থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ভাগ্যবান ৫০ জন ক্রেতা স্যামসাং ডব্লিউ২০০ মডেলের ওয়াটারপ্রম্নফ হ্যান্ডিক্যাম জেতেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির উপমহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং স্যামসাং ক্যামেরার পণ্য ব্যবস্থাপক মতিউল ইসলাম।
খুলনায় গিগাবাইট ডিলার সম্মেলন অনুষ্ঠিত
গত ১৮ মে স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে খুলনার একটি রেস্টুরেন্টে গিগাবাইট ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গিগাবাইটের দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক এলান সু। উপস্থিত ছিলেন গিগাবাইট বাংলাদেশের ব্যবস্থাপক খাজা মো: আনাস খান এবং স্মার্ট টেকনোলজিসের খুলনা শাখা ব্যবস্থাপক সরদার মুরাদ হোসেন। অনুষ্ঠানে খুলনা অঞ্চলের কমপিউটার ব্যবসায়ীদের সাথে গিগাবাইটের হালনাগাদ পণ্যগুলোর বিষয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় আইটিইই পরীক্ষায় ২২ জনের সাফল্য
দ্বিতীয় ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশনে (আইটিইই) অংশ নিয়ে ২২ বাংলাদেশী গৌরবোজ্জ্বল সাফল্য পেয়েছে। বিডি-আইটেকের প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন আইটিইই কর্তৃপক্ষের তথ্যানুযায়ী ২৭ মে এ ফল প্রকাশ করেন। গত ২৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, বুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একযোগে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বাংলাদেশী প্রায় পাঁচশ’ আইটি পেশাদার সম্পূর্ণ বিনা খরচে আইটিইই পরীক্ষায় অংশ নেয়। এশিয়ার ১২টি দেশে মিউচুয়ালি এই পদ্ধতি চালু আছে। বাংলাদেশে এই পরীক্ষা পদ্ধতির ফলে দেশের আইটি পেশাজীবীরা তাদের দক্ষতার পরিমাপ করতে পারবেন এবং এই সার্টিফিকেট অর্জনের ফলে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে।
নারায়ণগঞ্জে পান্ডাসিকিউরিটি কর্মশালা অনুষ্ঠিত
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে গত ২০ মে নারায়ণগঞ্জের স্থানীয় একটি রেস্তোরাঁয় পান্ডাসিকিউরিটি পণ্যের ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ কর্মশালায় গ্লোবাল ব্র্যান্ডের নারায়ণগঞ্জের ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে পান্ডাসিকিউরিটি পণ্যের বৈশিষ্ট্য এবং কমপিউটারকে ভাইরাস থেকে কীভাবে সুরক্ষিত রাখা যায় তার ওপর আলোকপাত করা হয়। কর্মশালা পরিচালনা করেন পান্ডাসিকিউরিটির পণ্য ব্যবস্থাপক গোলাম মর্তুজা আজিম। এছাড়া গ্লোবাল ব্র্যান্ডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাস, সহকারী চ্যানেল বিক্রয় ব্যবস্থাপক হারুন-উর-রশিদ মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাজারে মিশন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ক্যাসিং
কমপিউটার ভিলেজ সম্প্রতি মিশন ব্র্যান্ডের বেশ কয়েকটি মডেলের ক্যাসিং বাজারে আনে। টেকসই ও দৃষ্টিনন্দন হওয়ায় এর চাহিদা দ্রুত বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি মিশন ব্র্যান্ডের আরও কয়েকটি নতুন মডেলের ক্যাসিং বাজারে এনেছে। কমপিউটার ভিলেজের ডিজিএম রিয়াজ আহমেদ সুমন বলেন, শিগগিরই মিশন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ক্যাসিংগুলোর মার্কেট শেয়ার অনেক বাড়বে। যোগাযোগ : ০১৭১৩২৪০৭৩২।
ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিং অনুষ্ঠিত
আইবিসিএস-প্রাইমেক্স ও ইন্ডিয়ার জিটি এন্টারপ্রাইজ যৌথ উদ্যোগে গত ১১ থেকে ১৫ মে ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ৪০ ঘণ্টার এই কোর্সটির দায়িত্বে ছিলেন ভিএমওয়্যার সার্টিফায়েডধারী অভিজ্ঞ প্রশিক্ষক দীনেশ। এতে ১৩ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থী অংশ নেন। আগামী জুলাই মাসে চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭।
৯৯ শতাংশ ভাইরাস অ্যান্ড্রয়িডের মাধ্যমে ছড়ায়!
অ্যান্ড্রয়িড মোবাইলের ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমেই সাইবার অপরাধ বেশি হয় বলে মনে করেন রাশিয়ান অ্যান্টিভাইরাস ক্যাসপারস্কির সহকারী প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউজেন ক্যাসপারস্কি। তিনি মনে করেন, সাইবার অপরাধের এই প্রবণতাটি একটি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইসরায়েলে অনুষ্ঠিত সাইবার টেক সম্মেলনে তিনি একটি ওপেন রিসার্চ ও ল্যাব তৈরি করতে আগ্রহ প্রকাশ করেন। ক্যাসপারস্কি বলেন, ৯৯ শতাংশ ভাইরাস অ্যান্ড্রয়িড ডিভাইসের মাধ্যমেই ছড়ায়। মোবাইল ডিভাইসের সাথে কমপিউটারের সংযোগের মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। অ্যাপলকে বাহবা দিয়ে তিনি বলেন, একমাত্র অ্যাপলই তাদের নির্ধারিত অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। তাই এর মাধ্যমে ভাইরাস ছড়ায় না বললেই চলে।
ভিউসনিকের নতুন এলইডি মনিটর বাজারে
ইউসিসি বাজারে এনেছে ভিউসনিক ব্র্যান্ডের ভিএ২০৪৬এ মডেলের ২০ ইঞ্চি এলইডি মনিটর। মনিটরটির রেজ্যুলেশন ১৬০০ বাই ৯০০ পিক্সেল ও রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রয়েছে ইকো মোড। এতে গ্রাফিক্স ডিজাইন, ভিডিও প্রোডাকশন, গেমিং, মাল্টিমিডিয়াসহ সব কাজ করা যায়। উইন্ডোজ ৮ সার্টিফায়েড এই মনিটরটিতে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১।
লেনোভো পণ্যে গ্রীষ্মকালীন অফার
গ্লোবাল ব্র্যান্ড লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এবং অল-ইন-ওয়ান পিসিতে গ্রীষ্মকালীন বিশেষ অফারের ঘোষণা দিয়েছে। গত ১৫ মে শুরু হওয়া ‘হট সামার সিজলিং অফার’ শীর্ষক এই প্রোগ্রামের আওতায় লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ অথবা অল-ইন-ওয়ান পিসি কিনে স্ক্র্যাচকার্ডের মাধ্যমে ক্রেতারা জিতে নিতে পারেন ট্যাবলেট পিসি, অল-ইন-ওয়ান পিসি, হেডফোন, পেনড্রাইভ কিংবা মাউস। অফারটি গ্লোবাল ব্র্যান্ডের সব শাখা অফিসসহ তাদের সব ডিলার প্রতিষ্ঠানে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ মাসেই ক্লাস শুরু। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭।
বাজারে গিগাবাইট জি১ সণাইপার বি৫ মাদারবোর্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট ব্র্যান্ডের জি১ সণাইপার সিরিজের বি৫ মডেলের গেমিং মাদারবোর্ড। ইন্টেল ফোর্থ জেনারেশন প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডটিতে রয়েছে গিগাবাইট আল্ট্রাডিউরেবল প্লাস টেকনোলজি, গিগাবাইট হাইব্রিড ডিজিটাল পাওয়ার ইঞ্জিন, গিগাবাইট ডুয়াল বায়োস টেকনোলজি, হাই-এন্ড অডিও ক্যাপাসিটর, অডিও নয়েজ গার্ড, মাল্টি জিপিইউ সাপোর্টসহ আকর্ষণীয় সব ফিচার। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮।
দেশে প্রথম স্মার্টফোন বানাচ্ছে ইন্ডিগো
দেশে প্রথমবারের মতো সংযোজিত হতে যাচ্ছে স্মার্ট মোবাইল হ্যান্ডসেট। সেই সাথে কম দামের ফিচার ফোনও সংযোজন করা হবে। সরকারি কোম্পানি টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সহযোগিতায় এ স্মার্টফোন বানাবে বেসরকারি কোম্পানি ইন্ডিগো গ্রুপ। ইতোমধ্যে হ্যান্ডসেট বানানোর প্রয়োজনীয় কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। জানা গেছে, ‘ওকে মোবাইল ব্র্যান্ড’ নামের এ স্মার্টফোন আগামী ঈদুল ফিতরের আগেই বাজারে আসবে। স্মার্ট হ্যান্ডসেট ও ফিচার ফোন সংযোজনের জন্য এখন প্লান্ট বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্লান্ট স্থাপনের জন্য টেশিসের কাছ থেকে জায়গা এবং বিদ্যমান অবকাঠামো ভাড়া নিয়েছে দেশীয় বেসরকারি কোম্পানি ইন্ডিগো গ্রুপ। গ্রুপটি চীন থেকে মোবাইল স্মার্টফোন বানানোর প্রযুক্তি আনছে। আর আমেরিকান ব্র্যান্ড ‘ওকে মোবাইল’
নিয়ে হ্যান্ডসেট বাজারজাত করবে কোম্পানিটি।
বাজারে ডেলের নতুন কোরআই৫ আল্ট্রাবুক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ডেল ব্র্যান্ডের ইন্সপায়রন ৭৫৩৭ মডেলের আল্ট্রাবুক। ১ ইঞ্চিরও কম সরু এই আল্ট্রাবুকে রয়েছে ১.৬ গিগাহার্টজ (সর্বোচ্চ ২.৬ গিগাহার্টজ) গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই-৫ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স জিটি৭৫০এম গ্রাফিক্স ইঞ্জিনের ২ জিবি ভিডিও মেমরি, ১৫.৬ ইঞ্চির প্রশস্ত ডিসপ্লে, ৬ জিবি র্যাজম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৩.০, এইচডি অডিও, বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন ইত্যাদি। দাম ৬৩ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৪৬।
বাজারে এএমডি এ৪-৪০০০ এপিইউ
ইউসিসি বাজারে এনেছে এএমডি ব্র্যান্ডের এ৪-৪০০০ মডেলের এপিইউ। এটি প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড সমন্বয়ে তৈরি। এর ক্লক স্পিড ৩ গিগাহার্টজ, যা টার্বো মোডে কাজ করে ৩.২ গিগাহার্টজ পর্যন্ত। এএমডির রিচল্যান্ড ৩২ ন্যানোমিটার তৈরি এবং ১ এএমবি ক্যাশ রয়েছে এপিইউটিতে। এর ডিসক্রিট গ্রাফিক্স ৭৪৮০, ক্লক স্পিড ৭২৪ এবং মেমরি সাপোর্ট ডিডিআরথ্রি-১৩৩৩ পর্যন্ত। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১।
ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং প্রশিক্ষণ
আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ওরাকল ইউনিভার্সিটি অনুমোদিত প্রশিক্ষক দায়িত্বে থাকবেন। এ মাসে ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং ও ডাটাগার্ড প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮।
সীরাত অ্যাপ-ওয়েব প্রতিযোগিতায় প্রথম মিরাজ
বাংলাভাষায় মহানবী (সা.)-এর জীবনীভিত্তিক সর্ববৃহৎ একটি ওয়েবসাইট নির্মাণের জন্য পরিকল্পনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন মাওলানা মিরাজ রহমান। মিরাজ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ওয়েবহাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা। সম্প্রতি বিজয়নগরের প্রো-অ্যাক্টিভ হলে কওমি গ্রুপ আয়োজিত সীরাত অ্যাপ ও ওয়েবসাইট প্রতিযোগিতা ১৪৩৫ হিজরির পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সেমিনার আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ইউসুফ এম ইসলাম, আবহাস এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. মাওলানা শামসুল হক সিদ্দিক, দৈনিক আমার দেশের বিভাগীয় সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ প্রমুখ।
ক্রেডিট কার্ডে এইচপি নোটবুক
নগদ পরিশোধের পাশাপাশি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কমপিউটার সোর্সের যেকোনো আউটলেট থেকে এইচপি ডি০০৮টিইউ মডেলের নোটবুক কেনা যাচ্ছে। ১৪ ইঞ্চি প্রশস্ত ডুয়াল কোর ল্যাপটপটির দাম ৩১ হাজার ৮০০ টাকা। অবশ্য নগদে কিনলে মূল্যছাড়ের সুযোগ রয়েছে। ল্যাপটপটিতে রয়েছে ২.৪ গিগাহার্টজ গতির ইন্টেল ২০২০এম প্রসেসর, ২ জিবি ডিডিআরথ্রি র্যা ম ও ৫০০ জিবি হার্ডডিস্ক। অন্যান্য সুবিধাসহ এই নোটবুকে রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
বাজারে আসুসের নতুন ওয়াই-ফাই রাউটার
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের আরটি-এসি৬৮ইউ মডেলের নতুন রাউটার। এতে রয়েছে পঞ্চম প্রজন্মের ৮০২.১১এসি ওয়াই-ফাই প্রযুক্তির ডুয়াল-ব্যান্ড গিগাবিট ওয়্যারলেস, যা ৫জি নামে পরিচিত। রাউটারটি ১৯০০ মেগাবিট পার সেকেন্ড ডাটা রেটে ওয়্যারলেস ডাটা দেয়া-নেয়া করতে পারে এবং ৫ গিগাহার্টজ অপারেটিং সিস্টেমে কাজ করে। রয়েছে একটি গিগাবিট ওয়্যান পোর্ট এবং চারটি গিগাবিট ল্যান পোর্ট। দাম ১ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩।
রেডহ্যাট ওপেন স্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি
দেশে প্রথমবারের মতো আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট ওপেন স্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮।
রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টেরিং অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টেরিং অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন ভারতীয় অভিজ্ঞ প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮।
চট্টগ্রামে ওরাকল ও সিসিএনএ কোর্সে ভর্তি
বন্দরনগরী চট্টগ্রামে দি কমপিউটারস লিমিটেডে আইবিসিএস-প্রাইমেক্সের তত্ত্বাবধানে ওরাকল ১০জিডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি চলছে। এছাড়া রেডহ্যাট লিনআক্স, জেন্ড সার্টিফিকেশন এবং সিসিএনএ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭৬০৪৮৬৭৯৫ (চট্টগ্রাম)।
চট্টগ্রামে ওরাকল ও সিসিএনএ কোর্সে ভর্তি
বন্দরনগরী চট্টগ্রামে দি কমপিউটারস লিমিটেডে আইবিসিএস-প্রাইমেক্সের তত্ত্বাবধানে ওরাকল ১০জিডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি চলছে। এছাড়া রেডহ্যাট লিনআক্স, জেন্ড সার্টিফিকেশন এবং সিসিএনএ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭৬০৪৮৬৭৯৫ (চট্টগ্রাম)।
বাজারে জোট্যাকের জিটিএক্স ৭৮০ ওসি গ্রাফিক্স কার্ড
পরবর্তী প্রজন্মের গেমিং সুবিধার জন্য কমপিউটার ভিলেজ বাজারে এনেছে জোট্যাক ব্র্যান্ডের জিটিএক্স ৭৮০ ওসি (ওভার ক্লকড) মডেলের গ্রাফিক্স কার্ড। ৩ গিগাবাইট ডিডিআর ৫ মেমরিসমৃদ্ধ কার্ডটিতে ব্যবহার করা হয়েছে এনভিডিয়ার ৭৮০ মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। কার্ডটির মেমরি বাসস্পিড ৩৮৪ বিট, কোর ক্লক ৯৪১ মেগাহার্টজ (বেজ), ৯৯৩ মেগাহার্টজ (বুস্ট), মেমরি ক্লক ৬০০৮ মেগাহার্টজ। একসাথে তিনটি মনিটর ব্যবহারের উপযোগী এই কার্ডে রয়েছে দুটি ডিভিআই, একটি এইচডিএমআই, একটি ডিসপ্লে ও একটি ভিজিএ পোর্ট। যোগাযোগ : ০১৭১৩২৪০৭১৯।
ভালোবাসা দিবসের পুরস্কার দিল এডেটা
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে গত ২৯ এপ্রিল প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এডেটার ভালোবাসা দিবস উপলক্ষে ফেসবুক ক্যাম্পেইন প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠান। ফেসবুকভিত্তিক এ প্রতিযোগিতায় অংশ নেয়াদের মধ্য থেকে বিচারকম-লীর মাধ্যমে নির্বাচিত তিনজন বিজয়ীর প্রত্যেককে পুরস্কার হিসেবে দেয়া হয় এক জোড়া এডেটা ইউসি৫০০ ১৬ জিবি পেনড্রাইভসহ এডেটার পক্ষ থেকে আকর্ষণীয় উপহার সামগ্রী। এডেটা বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক নাজিম উদ্দিন ইমন, গ্লোবাল ব্র্যান্ডের জনসংযোগ এবং বিজ্ঞাপন ব্যবস্থাপক মাহবুবুল আলম, ব্র্যান্ড উন্নয়ন ব্যবস্থাপক সেলিম আহমেদ বাদলসহ অন্যান্য কর্মকর্তা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সিলেটে এইচপি পার্টনার প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্মার্ট টেকনোলজিসের আয়োজনে গত ৩০ এপ্রিল সিলেটে অনুষ্ঠিত হয়েছে এইচপি পার্টনার ট্রেনিং সেশন। স্মার্ট টেকনোলজিসের সিলেট শাখা ব্যবস্থাপক ফয়সাল আহমেদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন স্মার্ট টেকনোলজিসের ল্যাপটপ বিভাগের প্রধান মুজাহিদ আলবেরুনী সুজন এবং বাংলাদেশ কমপিউটার সমিতি সিলেট শাখার সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী।
আসুসের পসেইডন সিরিজের গেমিং গ্রাফিক্স কার্ড
আসুসের পসেইডন-জিটিএক্স৭৮০ মডেলের গেমিং গ্রাফিক্স কার্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। আরওজি সিরিজের এই কার্ডটিতে রয়েছে হাইব্রিড কুলার সিস্টেম। এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৭৮০ গ্রাফিক্স ইঞ্জিনে চালিত এই গ্রাফিক্স কার্ডটি পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের, যার মেমরি ইন্টারফেস ৩৮৪ বিট, ৩ জিবি ভিডিও মেমরি, ৬ গিগাহার্টজ মেমরি ক্লক। রয়েছে এইচডিএমআই, ডিসপ্লে আউটপুট, ডুয়াল ডিভিআই পোর্ট, অ্যালুমিনিয়াম ব্যাকপ্লেট ইত্যাদি। দাম ৬০ হাজার টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮।
বাজারে আইপিএস প্যানেলের এলজি এলইডি মনিটর
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এলজির ২২এমপি৬৫এইচকিউ মডেলের নতুন এলইডি মনিটর। ২১.৫ ইঞ্চির আইপিএস প্যানেলের সিনেমা স্ক্রিন প্রযুক্তির এই মনিটরটির রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি/১৭৮ ডিগ্রি, ডিজিটাল ফাইন কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১। রয়েছে ডি-সাব, এইচডিএমআই, হেডফোন আউট প্রভৃতি সংযোগ সুবিধা। দাম ১৪ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯২২।
বাজারে স্যামসাং ট্যাপ প্রিন্টার
সেটআপ ছাড়াই সব ধরনের পিসি ও সেলফোন থেকে প্রিন্ট সুবিধার প্রিন্টার বাজারে এনেছে কমপিউটার সোর্স। স্যামসাং এম২০২০ ডব্লিউ মডেলের এই প্রিন্টারটিতে রয়েছে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি। এর এনএফসি ট্যাগযুক্ত স্থানে ট্যাপিং করেই দ্রুততার সাথে প্রিন্ট করা যাবে। একই সাথে ওয়াই-ফাই ও ইউএসবি সুবিধা রয়েছে। প্রিন্টারটি মিনিটে ২০ পৃষ্ঠা প্রিন্ট করতে পারে। এছাড়া রয়েছে ৪০০ মেগাহার্টজ প্রসেসর, ৬৪ মেগাবাইট মেমরি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ প্রিন্টারটির দাম ১০ হাজার টাকা।
এসএসসি উত্তীর্ণদের জন্য ৫০ শতাংশ ছাড়ে এইচপি ল্যাপটপ
চলতি বছরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ৫০ শতাংশ ছাড়ে ল্যাপটপ দিচ্ছে স্মার্ট টেকনোলজিস। অফার পেতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কিংবা যেকোনো ডকুমেন্টের ফটোকপি সাথে নিয়ে স্মার্ট টেকনোলজিসের যেকোনো শাখা কিংবা অনুমোদিত ডিলার প্রতিষ্ঠানে আসতে হবে। অফারটি শুধু স্মার্ট টেকনোলজিস পরিবেশিত নির্দিষ্ট কিছু মডেলের এইচপি ল্যাপটপের ক্ষেত্রে প্রযোজ্য। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩।
এসইও প্রশিক্ষণে ভর্তি চলছে
ফ্রিল্যান্সিং কাজের চাহিদার ভিত্তিতে আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রশিক্ষণে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮।
বাজারে জোট্যাক জিটি ৬১০ সিনার্জি এডিশন
কমপিউটার ভিলেজ বাজারে এনেছে জোট্যাকের জিটি ৬১০ সিনার্জি এডিশনের গ্রাফিক্স কার্ড। ৬৪ বিট মেমরি বাসের এই কার্ডটিতে রয়েছে ২ গিগাবাইট ডিডিআর৩ ভিডিও মেমরি। এর কোর ক্লক স্পিড ৮১০ মেগাহার্টজ। এতে হিটসিঙ্ক ও ফ্যানসিঙ্ক একসাথে ব্যবহার করা হয়েছে। যোগাযোগ : ০১৭১৩২৪০৭১৯।
এমএসআই ব্র্যান্ডের জেড৮৭ সিরিজের গেমিং মাদারবোর্ড
ইউসিসি বাজারে এনেছে এমএসআই ব্র্যান্ডের জেড৮৭ সিরিজের দুটি গেমিং মাদারবোর্ড। ইন্টেল চিপসেটের নতুন এই দুটি মাদারবোর্ডে রয়েছে মিলিটারি ক্লাস ৪ প্রযুক্তি। ওসিজিনি ৪, ক্লিক বায়োস ৪ এবং ল্যাগ ফ্রি গেমিংয়ের জন্য রয়েছে কিলার ইথারনেট প্রযুক্তি, যার মাধ্যমে কোনো ধরনের ল্যাগ ছাড়াই অনলাইনে গেম খেলা সম্ভব। মাদারবোর্ডগুলোর মেমরি সাপোর্ট ডিডিআর৩-৩২০০ পর্যন্ত। যুক্ত করা হয়েছে গোল্ড প্লেটেড গেমিং ডিভাইস পোর্ট, সুপার চার্জার এবং উঁচুমানের ড্রাগন হিটসিঙ্ক প্রযুক্তি। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১।
পুরনো প্রিন্টার বদলে নতুন স্যামসাং প্রিন্টার
স্যামসাং প্রিন্টারে শুরু হয়েছে এক্সচেঞ্জ অফার। এই অফারের আওতায় ব্যবহৃত-অব্যবহৃত, পুরনো কিংবা নষ্ট যেকোনো ব্র্যান্ডের যেকোনো মডেলের প্রিন্টার বদল করে এখন নতুন ওয়ারেন্টিযুক্ত স্যামসাং প্রিন্টার দিচ্ছে স্মার্ট টেকনোলজিস। স্যামসাং এমএল ২১৬৫, এসএল-এম২০২০, এসএল-এম২৮২০ এনডি, এসএল-এম৩৮২০এনডি, এসএল-এম৪০২০এনডি, এসসিএক্স-৩৪০৫, সিএলপি-৬৮০এনডি মডেলের প্রিন্টারগুলো এই অফারের আওতায় কেনা যাবে। পুরনো বা নষ্ট প্রিন্টারের সাথে সর্বনিমণ ৫ হাজার ৩০০ টাকা যোগ করে এই অফার উপভোগ করা যাবে। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৬।
টিভি কার্ডসহ আসুসের অল-ইন-ওয়ান মাল্টিটাচ পিসি
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ইটি২২২১আইইউটিএইচ মডেলের নতুন মাল্টিটাচ স্ক্রিন ফাংশনের আসুস অল-ইন-ওয়ান পিসি। এতে রিমোট কন্ট্রোলারসহ বিল্ট-ইন টিভি কার্ড রয়েছে। ২১.৫ ইঞ্চির এইচডি মাল্টিটাচ ডিসপ্লের পিসিতে রয়েছে ২.৯ গিগাহার্টজ গতির ইন্টেল কোরআই ৩ প্রসেসর, ৪ জিবি র্যাটম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, বিল্ট-ইন ইন্টেল এইচডি গ্রাফিক্সসহ প্রয়োজনীয় সব সুবিধা। দাম ৬৯ হাজার টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৪২।
বাজারে জোট্যাকের জিটিএক্স ৭৭০ গ্রাফিক্স কার্ড
কমপিউটার ভিলেজ বাজারে এনেছে জোট্যাক ব্র্যান্ডের জিটিএক্স ৭৭০ গ্রাফিক্স কার্ড। ২ গিগাবাইট ডিডিআর ৫ মেমরিসমৃদ্ধ ২৫৬ বিটের এই কার্ড মূলত গেমারদের জন্য তৈরি করা হয়েছে। এর কোর ক্লক স্পিড ১০৫৯ মেগাহার্টজ (বেজ), ১১১১ মেগাহার্টজ (বুস্ট), মেমরি ক্লক ৭০১০ মেগাহার্টজ। এতে একসাথে তিনটি মনিটর ব্যবহার করা যায়। কানেক্টর হিসেবে কার্ডটিতে রয়েছে দুটি ডিভিআই, একটি এইচডিএমআই, একটি ডিসপ্লে ও একটি ভিজিএ পোর্ট। যোগাযোগ : ০১৭১৩২৪০৭১৯।
অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। ৮০ ঘণ্টা মেয়াদী এই কোর্সটি বাস্তবভিত্তিক অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল প্রশিক্ষক পরিচালনা করবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭।
আসুসের ফোনপ্যাড নোট ৭ ট্যাবলেট পিসি বাজারে
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের ফোনপ্যাড নোট ৭ ট্যাবলেট পিসি। এমই১৭৫সিজি মডেলের এই ট্যাবলেট পিসিতে ডুয়াল সিম ব্যবহার করা যায়, ফোন কলের সুবিধাসহ এতে থ্রিজি মোবাইল ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। রয়েছে ৭ ইঞ্চির ১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজ্যুলেশনের মাল্টিটাচ আইপিএস প্যানেল, অ্যান্ড্রয়িড ৪.৩ জেলিবিন অপারেটিং সিস্টেম, ১.২ গিগাহার্টজ ইন্টেল ডুয়াল কোর প্রসেসর, ১ জিবি র্যা ম, ৮ জিবি ডাটা স্টোরেজসহ প্রয়োজনীয় সব ফিচার। সর্বোচ্চ ৯ ঘণ্টা পাওয়ার ব্যাকআপের লিথিয়াম-পলিমার ব্যাটারি সংবলিত ট্যাবলেটটির দাম ১৮ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪২২।
বাজারে ডি-লিঙ্ক ডুয়াল ব্র্যান্ড রাউটার
কমপিউটার সোর্স বাজারে এনেছে ডি-লিঙ্ক এসি সিরিজের ডিআইআর-৮০৩ মডেলের রাউটার। এর ডাটা স্থানান্তর গতি ৭৫০ এমবিপিএস। তারহীন যোগাযোগে বিদ্যমান সব প্রযুক্তি বিশেষ করে বি, জি ও এন সিরিজের চেয়ে এসি সিরিজের এই রাউটারটির গতি তিনগুণ বেশি। ডুয়াল ব্র্যান্ডের এই রাউটারটি ২.৪ ও ৫ গিগাহার্টজ ফ্রি ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ডাটা স্থানান্তর করতে পারে। রয়েছে একটি ইন্টারনেট পয়েন্ট ও চারটি ইথারনেট ল্যান পয়েন্ট। দাম ৪ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৩৯৯১৯৫৮৯।
বাজারে লেনোভোর মাল্টিটাচ স্ক্রিনের কোরআই ৫ ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভোর জি৪১০এস মডেলের মাল্টিটাচ স্ক্রিনের ল্যাপটপ। ১৫.৬ ইঞ্চির মাল্টিটাচ পর্দার এই ল্যাপটপটি ২.৫ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই ৫ প্রসেসরে চালিত। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ ৮.১। এছাড়া রয়েছে ২ জিবি ভিডিও মেমরির এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ৪ জিবি র্যাছম, ৫০০ জিবি হার্ডডিস্কসহ প্রয়োজনীয় সব সুবিধা। দাম ৬৭ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১।
স্যামসাং এমএল ২৮২০এনডি প্রিন্টার বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাং এমএল ২৮২০এনডি মডেলের অটো ডুপ্লেক্স প্রিন্টার। ২৮ পিপিএম প্রিন্টিং স্পিডের এই প্রিন্টারটিতে রয়েছে ৪৮০০ বাই ৬০০ ডিপিআই রেজ্যুলেশন, ১২৮ মেগাবাইট মেমরি এবং ৬০০ মেগাহার্টজ প্রসেসর। প্রিন্টারটিতে প্রতি মাসে ১২ হাজার পৃষ্ঠা প্রিন্ট করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৭ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৬।
পিএইচপি ও মাইএসকিউএল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রফেশনাল পিএইচপি কোর্সে ভর্তি চলছে। ৯০ ঘণ্টার এই কোর্সে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট থাকবে। এতে অ্যাজাক্স, জেকোয়ারি, জুমলা, ওয়ার্ডপ্রেস এবং অ্যাডভান্স অবজেক্ট অরিয়েন্টেড টেকনিক শেখানো হবে। যোগাযোগ : ০১৭১৩৩-৯৭৫৬৭-৮।
বাজারে টার্গাসের ইউএসবি মাউস
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টার্গাস ব্র্যান্ডের ইউএসবি কর্ড স্টোরিং মাউস। ২.৫ ফুট লম্বা ইউএসবি কর্ডসমৃদ্ধ এই মাউসটিতে রয়েছে ১০০০ ডিপিআই অপটিক্যাল সেন্সর এবং স্ক্রল হুইল। এটি ম্যাক এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমর্থন করে। তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ মাউসটির দাম ৬০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২৩।
জেন্ড পিএইচপি-৫.৩ কোর্সে ভর্তি
পিএইচপি-৫.৩ জেন্ড সার্টিফিকেশন কোর্সের প্রশিক্ষণ দিচ্ছে আইবিসিএস-প্রাইমেক্স। কোর্স সমাপ্তির পর জেন্ড সার্টিফায়েড ইঞ্জিনিয়ার সনদের জন্য অনলাইন পরীক্ষায় অংশ নিতে হয়। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮।
বাজারে লেনোভোর ইয়োগা ৮ থ্রিজি ট্যাবলেট
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভোর ইয়োগা ৮ মডেলের থ্রিজি ট্যাবলেট পিসি। এটি তিনটি মোডে পরিবর্তন করে ব্যবহার করা যায় এবং সর্বোচ্চ ১৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। ট্যাবলেটটি অ্যান্ড্রয়িড জেলিবিন ৪.২.২ মোবাইল অপারেটিং সিস্টেম প্লাটফর্মের এবং ১.২ গিগাহার্টজ এমটি৮১২৫ কোয়াড-কোর প্রসেসরে চালিত। রয়েছে থ্রিজি, ৮ ইঞ্চির ১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজ্যুলেশনের মাল্টিটাচ আইপিএস ডিসপ্লে, ১ জিবি র্যাোম, ১৬ জিবি ডাটা স্টোরেজ ডিভাইসসহ প্রয়োজনীয় সব সুবিধা। দাম ২৭ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৩২৫৭৯২৫।
এইচপির নতুন অল ইন ওয়ান পিসি বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ব্র্যান্ডের প্রো ওয়ান ৬০০ জি১ মডেলের অল ইন ওয়ান কমপিউটার। ইন্টেল ফোর্থ জেনারেশন কোরআই ৫ প্রসেসরসম্পন্ন এই কমপিউটারটিতে রয়েছে ইন্টেল কিউ ৮৫ এক্সপ্রেস চিপসেট, ৮ গিগাবাইট ডিডিআরথ্রি র্যা ম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ইন্টেল এইচডি ৪৬০০ মডেলের গ্রাফিক্স কার্ড, সুপার মাল্টি ডিভিডি রাইটার, গিগাবিট নেটওয়ার্কিং কানেকশন, ২১.৫ ইঞ্চি ওয়াইডস্ক্রিন এলইডি ডিসপ্লে ইত্যাদি। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৭৫ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩।
বাজারে জোট্যাকের জিটিএক্স ৭৫০ টিআই গ্রাফিক্স কার্ড
কমপিউটার ভিলেজ বাজারে এনেছে জোট্যাক ব্র্যান্ডের জিটিএক্স ৭৫০ টিআই মডেলের গ্রাফিক্স কার্ড। ২ গিগাবাইট ডিডিআর ৫ মেমরির কার্ডটিতে এনভিডিয়ার ৭৫০ টিআই মডেলের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট ব্যবহার করা হয়েছে। এর মেমরি বাস স্পিড ১২৮ বিট, কোর ক্লক ১০৩৩ মেগাহার্টজ (বেজ), ১১১১ মেগাহার্টজ (বুস্ট), মেমরি ক্লক ৫৪০০ মেগাহার্টজ। রয়েছে জিফোর্স শ্যাডো প্লে প্রযুক্তি। এছাড়া রয়েছে দুটি ডিভিআই পোর্ট, একটি মিনি এইচডিএমআই পোর্ট এবং একটি ডিভিআই টু ভিজিএ কনভার্টার। যোগাযোগ : ০১৭১৩২৪০৭১৯।
আসুসের এক্স৫৫০এলএন মডেলের নতুন নোটবুক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের এক্স৫৫০এলএন মডেলের নতুন নোটবুক। ১.৭ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৩ প্রসেসরে চালিত এই নোটবুকে রয়েছে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে, ৪ জিবি র্যােম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, এনভিডিয়া চিপসেটের ২ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০ ইত্যাদি। দুই বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টিযুক্ত নোটবুকটির দাম ৪৬ হাজার ৩০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৪২।
বাজারে সাতগুণ গতির ফ্ল্যাশড্রাইভ জেটফ্ল্যাশ-৭৫০
সাধারণ পেনড্রাইভ থেকে সাতগুণ অধিক গতিতে ডাটা দেয়া-নেয়ার সুবিধা নিয়ে কমপিউটার সোর্স বাজারে এনেছে জেটফ্ল্যাশ-৭৫০ মডেলের পেনড্রাইভ। ট্রান্সসেন্ড ব্র্যান্ডের এই পেনড্রাইভের আকার ৬৯.৫ মিলিমিটার বাই ১৯.৮ মিলিমিটার বাই ৮.৮ মিলিমিটার। পেনড্রাইভটি সেকেন্ডে ১৩০ মেগাবাইট ডাটা রিড ও ১৫ মেগাবাইট ডাটা রাইট করতে পারে। ট্রান্সসেন্ড জেটফ্ল্যাশ-৭৫০ ১৬ জিবির দাম ১১০০ টাকা ও ৩২ জিবির দাম ১৬০০ টাকা।
বাজারে এইচপি মাল্টিফাংশন লেজার জেট প্রো প্রিন্টার
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি মাল্টিফাংশন কালার লেজার জেট প্রো এম১৭৭এফ ডব্লিউ মডেলের প্রিন্টার। ৬০০ মেগাহার্টজ স্পিডসম্পন্ন এই প্রিন্টারটির মেমরি ১২৮ মেগাবাইট, সাদাকালো ডকুমেন্ট প্রিন্টিং গতি ১৭ পিপিএম, রঙিন ডকুমেন্ট প্রিন্টিং গতি ৪ পিপিএম, স্ক্যান রেজ্যুলেশন ১২০০ বাই ১২০০ ডিপিআই এবং মাসে ডিউটি সাইকেল ২০ হাজার পৃষ্ঠা। প্রিন্টারটি দিয়ে প্রিন্ট, কপি, স্ক্যান এবং ফ্যাক্স করা যায়। রয়েছে ৩.০ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ইউএসবি, ইথারনেট এবং ওয়াইফাই সুবিধা। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৮ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭০৯।
গিগাবাইটের সাশ্রয়ী মাদারবোর্ড বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইটের জিএ-জে১৮০০এন ডি২পি মডেলের মাদারবোর্ড প্যাকেজ। ইন্টেল সেলেরন জে১৮০০ মডেলের প্রসেসর সংযুক্ত এই মাদারবোর্ডে রয়েছে গিগাবাইট আল্ট্রা ডিউরেবল ৪ প্লাস টেকনোলজি, হিউমিডিটি প্রটেকশন, ডুয়াল বায়োস, এইচডিএমআই ডি-সাব পোর্ট, ইউএসবি ৩.০ এবং পিসিআই ইন্টারফেস। ইন্টেল প্রসেসর এবং তিন বছরের ওয়ারেন্টিসহ মাদারবোর্ডটির দাম ৬ হাজার ২০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮।
সাফায়ার ব্র্যান্ডের নতুন গ্রাফিক্স কার্ড বাজারে
ইউসিসি বাজারে এনেছে সাফায়ার ব্র্যান্ডের আর৯২৮০এক্স মডেলের নতুন গ্রাফিক্স কার্ড। ২৮ ন্যানোমিটারের গ্রাফিক্স কার্ডটি ডিরেক্টএক্স ১১.২ এবং ওপেনজিএল ৪.৩ সমর্থন করে। পিসিআই এক্সপ্রেস ৩.০ সংস্করণের গ্রাফিক্স কার্ডটির ক্লক স্পিড ১ গিগাহার্টজ। এর মেমরি ব্র্যান্ডউইডথ প্রতি সেকেন্ডে ২৪৪ জিবি। ৩ জিবি জিডিডিআর৫ আকারে বর্তমানে গ্রাফিক্স কার্ডটি বাজারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১।
এএসপি ডটনেট ইউজিং সি কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডে এএসপি ডটনেট ইউজিং সি, এসকিউএল সার্ভার প্রশিক্ষণে ভর্তি চলছে। এতে অ্যাজাক্স, জেকোয়ারি, এনটিটি ফ্রেমওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট শেখানো হবে। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭।
বাজারে ব্রাদারের নতুন মাল্টিফাংশনাল ইঙ্কজেট প্রিন্টার
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ব্রাদার ব্র্যান্ডের ডিসিপি-জে১০০ মডেলের মাল্টিফাংশনাল কালার ইঙ্কজেট প্রিন্টার। এটি রঙিন বা সাদা-কালো ডকুমেন্ট প্রিন্ট করার পাশাপাশি ডকুমেন্টের কপি, স্ক্যান এবং সরাসরি ফটো প্রিন্ট করতে পারে। প্রিন্টারটির সাদা-কালো প্রিন্টের গতি ২৭ পিপিএম, রঙিন প্রিন্টের গতি ২৭ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন ৬০০০ বাই ১২০০ ডিপিআই, সাদা-কালো ডকুমেন্ট কপির গতি ২২ সিপিএম, রঙিন ডকুমেন্ট কপির গতি ১০ সিপিএম এবং এর প্রিন্ট রেজ্যুলেশন ১২০০ বাই ৬০০০ ডিপিআই। দাম ১১ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩০।
জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণে ভর্তি চলছে। প্রশিক্ষণে কোর্সের অরিজিনাল স্টাডি মেটেরিয়াল, অনলাইন পরীক্ষার জন্য ২৫ শতাংশ ডিসকাউন্ট ভাউচার এবং কোর্স শেষে ওরাকল থেকে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭।
বাজারে ভিউসনিকের নতুন মনিটর
ভিউসনিক ব্র্যান্ডের ভিএ১৬২০এ মডেলের ১৬ ইঞ্চির মনিটর এনেছে ইউসিসি। মনিটরটির রেজ্যুলেশন ১৩৬৫ বাই ৭৬৮। ১৫.৬ ইঞ্চি আয়তাকার এবং ১৬:৯ অনুপাতের মনিটরটি এনার্জি স্টার সার্টিফায়েড। মনিটরটির রেসপন্স সময় ১১ সেকেন্ড এবং ৯০/৬৫ ডিগ্রি কোণ থেকেও স্পষ্টভাবে দৃশ্য উপভোগ করা যায়। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১।
সিসিএনএ ও সিসিএনপি কোর্সে ভর্তি চলছে
আইবিসিএস-প্রাইমেক্সে নতুন সিলেবাসে সিসিএনএ ও সিসিএনপি কোর্সে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়। কোর্স শেষে অনলাইন সার্টিফিকেশন পরীক্ষার ব্যবস্থা আছে। সোম ও বুধবার সান্ধ্যকালীন ব্যাচে ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭।