বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন জগতে এক উজ্জল তারকা। এ বিশ্ববিদ্যালয়ে সাত বছর আগে সর্বশেষ যে বিভাগটি খোলা হয় তার বর্তমান নাম কমপিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ বিভাগটি খোলার মধ্যদিয়ে দেশ কমপিউটারায়নের দিকে একধাপ এগুচ্ছে। কিন্তু বর্তমান বিভাগটি কেমন আছে? দেশে যেখানে দক্ষ কমপিউটারবিদ নেই। সেখানে এ বিভাগটি চলছে কিভাবে? কী ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন এ বিভাগের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত? এ বিভাগ থেকে পাস করা ছাত্রছাত্রীদের দেশের ভেতরে বা বাইরে প্রভাব থাকবে কতটুকু? এসব প্রশ্নের উত্তরের জন্য মাসিক কমপিউটার জগৎ-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিভাগটির ছাত্র-শিক্ষকদের সাথে।