লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
সব খাতেই মানুষ তথ্যপ্রযুক্তি সেবা পাচ্ছেন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সব মানুষ এখন তথ্যপ্রযুক্তি সেবা পাচ্ছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিশ্ব থেকে বাংলাদেশে পুরস্কার আসে। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের হাতে হাতে মোবাইল পৌঁছে দিয়েছে। এই সরকারের আমলে ইন্টারনেট গ্রাহকসংখ্যা বেড়েছে। ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমরা সাবমেরিন ক্যাবলের ক্যাপাসিটি ২০০ জিবিপিএস পর্যন্ত বৃদ্ধি করেছি। ইন্টারনেট ক্যাপাসিটি আরও বৃদ্ধি করতে আমরা দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সাথে বাংলাদেশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছি। এ সংযোগের কাজ চলমান রয়েছে। ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে। দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে বাংলাদেশে প্রায় ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ অর্জন করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অনলাইন ও এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফল প্রকাশ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কেনাকাটাও করা যাচ্ছে। এমনকি কোরবানির গরুও ঘরে বসে অনলাইনে কেনা যাচ্ছে। বিল দেয়া যাচ্ছে অনলাইনে।
কৃষকেরা মোবাইল ফোনে ছবি তুলে তার কৃষি সমস্যার জন্য বিভিন্ন সেবা পাচ্ছে। শুধু নির্দিষ্ট কোনো খাত নয়, সব খাতেই মানুষ তথ্যপ্রযুক্তি সেবা পাচ্ছে। মানুষ উপকৃত হচ্ছে বলেও জানান তিনি
ইি-জগৎ ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন
দেশের ই-কমার্স অঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ই-জগৎ ডটকম (w..ব-লধমধঃ.পড়স)। গত ১৪ মে বিকেলে ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে সাইটটি উদ্বোধন করা হয়। ই-জগৎ ডটকমের সিইও আবদুল ওয়াহেদ তমালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ, বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম উপস্থিত ছিলেন। সাইটটি সম্পর্কে আবদুল ওয়াহেদ তমাল বলেন, ই-জগৎ ডটকম হচ্ছে ঘরে বসেই প্রযুক্তিপণ্য কেনাকাটার একটি বিশেষায়িত বড় ই-কমার্স সাইট। দেশে তথ্যপ্রযুক্তি বিষয়ক সেরা মাসিক পত্রিকা কমপিউটার জগৎ-এর একটি বড় পরিসরের ই-কমার্স উদ্যোগ হলো ই-জগৎ ডটকম। এই বড় অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে ল্যাপটপ, ডেস্কটপ পিসি, ট্যাব, মোবাইল ফোন, কমপিউটার অ্যাক্সেসরিজ, ক্যামেরা, নেটওয়ার্কিং পণ্য, সফটওয়্যার-অ্যান্টিভাইরাস, হোম ও অফিস অ্যাপ্লায়েন্সসহ যাবতীয় প্রযুক্তিপণ্য অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই পাওয়া যাবে। দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে থাকা প্রায় ৪৫০০ ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূল মানুষের কাছে ই-কমার্স সেবা পৌঁছে দিতে এটুআই এবং স্থানীয় সরকার বিভাগের সাথে কাজ করছে ই-জগৎ। অনুষ্ঠানে ই-জগৎ ডটকমের লোগো ডিজাইনার শাহনেওয়াজ পলাশকে পুরস্কৃত করা হয়। বর্তমানে ই-জগৎ ডটকমে ল্যাপটপ, ট্যাবসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে আকর্ষণীয় মূল্যছাড় ও নানা অফার চলছে। ওয়েব : w..ব-লধমধঃ.পড়স, ফেসবুক পেজ : যঃঢ়ং://w..ভধপবনড়ড়শ.পড়স/বলধমধঃ৭
ঢিাকায় বাংলাদেশ আইসিটি এক্সপো শুরু ১৫ জুন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবার বর্ণাঢ্য প্রদর্শনী ‘বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫-১৭ জুন এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করবেন।
ধানম--তে বিসিএস ইনোভেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ও বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ। অনুষ্ঠানে বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন বিসিএস সহ-সভাপতি ও প্রদর্শনীর আহবায়ক মুজিবুর রহমান স্বপন। অনুষ্ঠানে বিসিএস মহাসচিব নজরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব এসএম ওয়াহিদুজ্জামান, পরিচালক এটি শফিক উদ্দিন আহমেদসহ বিসিএস সদস্য ও আইসিটি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠানে জানানো হয়, তথ্যপ্রযুক্তির শতাধিক দেশী-বিদেশী প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের ১০টিরও বেশি মন্ত্রণালয় ও সেবা প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে। ‘মেড বাই বাংলাদেশ’ ধারণাও উপস্থাপন করা হবে প্রদর্শনীতে। প্রদর্শনী চলাকালে মেলা প্রাঙ্গণে তথ্যপ্রযুক্তি ও বাংলাদেশ প্রসঙ্গে ১০টির বেশি সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজনে থাকছে ‘ভবিষ্যৎ উদ্যোক্তা ফোরাম’ শীর্ষক বিশেষ সম্মেলনের। প্রদর্শনী চলাকালে ইনোভেশন প্রজেক্ট চ্যাম্পিয়নশিপ, ডিজিটাল ফটো কনটেস্ট, সেলফি কনটেস্ট, গেমিং কনটেস্ট, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন থাকছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য এ প্রদর্শনী থেকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি পুরস্কার দেয়া হবে
ইন্টারনেট চাহিদা মেটাতে দেশে দ্বিতীয় সাবমেরিন প্রকল্প
দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত করতে ‘আঞ্চলিক সাবমেরিন টেলিযোগাযোগ’ নামে একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে আন্তর্জাতিক সাবমেরিন যোগাযোগ ব্যবস্থার বহুমুখীকরণ, দেশের অতিরিক্ত ব্যান্ডউইডথ (ডাটা ও ভয়েসের ক্ষেত্রে) চাহিদা পূরণের পাশাপাশি সফটওয়্যার রফতানি, ডাটা এন্ট্রি ও ফ্রিল্যান্সিংসহ সার্বিক তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে উন্নত সেবা নিশ্চিত হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ৬৬০ কোটি ৬৪ লাখ টাকা।
নতুন সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আরও ১৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাওয়া যাবে। প্রথম সাবমেরিন ক্যাবলের চেয়ে নতুন ক্যাবলটি দশগুণ বেশি শক্তিশালী। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় এ সাবমেরিন ক্যাবল সংযোগের গ্রাউন্ড লোকেশন ঠিক করা হয়েছে
জাতীয় তথ্য বাতায়ন পেল ডবিস্নউএসআইএস পুরস্কার
আবারও জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডবিস্নউএসআইএস) পুরস্কার পেল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশনের (এটুআই) প্রকল্পের ‘জাতীয় তথ্য বাতায়ন’ যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, ইতালিসহ ২৫টি দেশকে পেছনে ফেলে বিজয়ী হয়েছে। এ বছর ৪৬টি ক্যাটাগরিতে কয়েকশ’ প্রকল্প জমা পড়ে। জাতীয় তথ্য বাতায়ন ছিল তিন নম্বর ক্যাটাগরিতে। জাতীয় তথ্য বাতায়ন অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যান্ড নলেজ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
সুইজারল্যান্ডের জেনেভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ও মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার এ পুরস্কার গ্রহণ করেন। এ সময় তার সাথে ছিলেন ই-সার্ভিস বিভাগের পরিচালক ড. মো: আবদুল মান্নান ও এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী
এসার পণ্যে স্টুডেন্ট অফার
এসার পণ্যের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে এসার স্টুডেন্ট অফার। এর আওতায় এসারের বিশেষ কিছু নেটবুক ও নোটবুকে থাকছে আকর্ষণীয় মূল্যছাড় এবং বিনামূল্যে নানা উপহার। এসার অ্যাস্পায়ার ই৩-১১২ মডেলের তিনটি নেটবুক এই বিশেষ অফারে পাওয়া যাবে। একটি মডেলে থাকছে ২.৫৮ গিগাহার্টজ পর্যন্ত গতির ইন্টেল সেলেরন ডুয়াল কোর প্রসেসর, ২ জিবি র্যাবম, ৫০০ জিবি হার্ডডিস্ক। ১১.৬ ইঞ্চি পর্দার এই নেটবুকটির স্টুডেন্টদের জন্য বিশেষ দাম নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার টাকা। আর বিংসহ অরিজিনাল উইন্ডোজ ৮.১ দিয়ে এর বিশেষ দাম রাখা হয়েছে ২৩ হাজার ৩০০ টাকা। আর ২.৬৬ গিগাহার্টজ পর্যন্ত গতির ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসরসহ এই নেটবুকটির দাম ২৪ হাজার ৫০০ টাকা। রুপালি, নীল, বাদামি অথবা গোলাপি রংয়ের সুদৃশ্য এই তিনটি মডেলের যেকোনো নেটবুক কিনলেই ক্রেতা বিনামূল্যে পাচ্ছেন একটি এক্সক্লুসিভ এসার পোলো টি-শার্ট এবং একটি ৮ জিবি পেনড্রাইভ।
এসার অ্যাস্পায়ার ইএস১-৪১১ মডেলের তিনটি ১৪ ইঞ্চি পর্দার নোটবুকেও এই বিশেষ অফার পাওয়া যাবে। একটি মডেলে থাকছে ২.২৫ গিগাহার্টজ পর্যন্ত গতির ইন্টেল সেলেরন কোয়াড কোর প্রসেসর, ২ জিবি র্যা০ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার। এই নেটবুকটির স্টুডেন্টদের জন্য বিশেষ দাম নির্ধারণ করা হয়েছে ২৪ হাজার ৫০০ টাকা। আর বিংসহ অরিজিনাল উইন্ডোজ ৮.১ দিয়ে এর বিশেষ দাম ২৪ হাজার ৮০০ টাকা। আর ২.৬৬ গিগাহার্টজ পর্যন্ত গতির ইন্টেল পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসরসহ এই নেটবুকটির বিশেষ দাম ২৫ হাজার ৫০০ টাকা। এই তিনটি মডেলের যেকোনো নোটবুক কিনলেই ক্রেতা বিনামূল্যে পাচ্ছেন একটি এক্সক্লুসিভ এসার পোলো টি-শার্ট, একটি ৮ জিবি পেনড্রাইভ ও একটি ওয়্যারলেস মাউস।
এসারের এই বিশেষ স্টুডেন্ট অফার আগামী ১৮ জুন পর্যন্ত সব এসার মল ও রিসেলার প্রতিষ্ঠান থেকে পাওয়া যাবে। যোগাযোগ : ০১৯১৯২২২২২২ অথবা facebook.com/etlbd
স্যামসাং-এক্সেল পার্টনারশিপের যাত্রা শুরু
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ডিভাইস ডিস্ট্রিবিউশন কোম্পানি এক্সেল টেলিকম ও বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং তাদের পার্টনারশিপের যাত্রা শুরু করেছে। ঢাকার একটি হোটেলে ‘পাওয়ার অব উই’ নামে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে লাবিব গ্রুপের চেয়ারম্যান ও এক্সেল টেলিকমের সিইও সালাহ্উদ্দিন আলমগীর, স্যামসাং ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর চুন সু মুন, ডিরেক্টর ইয়ং-উ লি, হেড অব মোবাইল হাসান মেহেদী, সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস ও কোরিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সালাহ্উদ্দিন আলমগীর বলেন, দেশের শীর্ষস্থানীয় মোবাইল ডিভাইস ডিস্ট্রিবিউশন কোম্পানি হিসেবে আমরা স্যামসাংকে সাথে নিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রস্ত্তত। আমি বিশ্বাস করি, আমাদের এই ‘পাওয়ার অব উই’ অসম্ভবকে জয় করে আনবে সফলতা। চুন সু মুন বলেন, এই পার্টনারশিপের ব্যাপারে আমরা ভীষণভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এই শিল্পে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ডের ইমেজ এবং আমাদের গ্রোথ স্ট্র্যাটেজি ও আকর্ষণীয় পণ্য সম্ভার স্যামসাং-এক্সেল টেলিকম পার্টনারশিপকে সফল একটি পার্টনারশিপে রূপান্তর করতে প্রস্ত্তত
মাত্র ৩০ সেকেন্ডে আমত্মঃব্যাংকিং লেনদেন
অনলাইনে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তরে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) পদ্ধতি চালু হচ্ছে। সম্প্রতি সিটিও ফোরামের আয়োজনে আরটিজিএস পদ্ধতি চালুর আগে সমস্যা-সম্ভাবনা নিয়ে সেমিনারের আয়োজন করে সিটিও ফোরাম। এতে মাত্র ৩০ সেকেন্ডে লেনদেন সম্পন্ন হবে বলে বিশেষজ্ঞেরা জানান।
৮ অক্টোবরের মধ্যে অনলাইন ব্যাংকিং পদ্ধতি চালুর ব্যাপারে প্রাথমিকভাবে পরিকল্পনা নেয়া হয় বলে সেমিনারে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং খাত এখন অনেক উন্নত হয়েছে। এরই উদাহরণ আরটিজিএসের অন্তর্ভুক্তি। আরটিজিএস পদ্ধতি বর্তমান বিশ্বে ব্যাংকিং লেনদেনে খুবই জনপ্রিয় ও নিরাপদ। তবে এর মাধ্যমে গ্রাহকেরা সর্বনিম্ন এক লাখ টাকা লেনদেন করতে পারবেন। সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর খন্দকার আলি কামরান আল জাহিদ
স্যামসাং-এক্সেল পার্টনারশিপের যাত্রা শুরু
সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ডিভাইস ডিস্ট্রিবিউশন কোম্পানি এক্সেল টেলিকম ও বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং তাদের পার্টনারশিপের যাত্রা শুরু করেছে। ঢাকার একটি হোটেলে ‘পাওয়ার অব উই’ নামে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে লাবিব গ্রুপের চেয়ারম্যান ও এক্সেল টেলিকমের সিইও সালাহ্উদ্দিন আলমগীর, স্যামসাং ইলেকট্রনিক্স লিমিটেড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর চুন সু মুন, ডিরেক্টর ইয়ং-উ লি, হেড অব মোবাইল হাসান মেহেদী, সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস ও কোরিয়ান অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সালাহ্উদ্দিন আলমগীর বলেন, দেশের শীর্ষস্থানীয় মোবাইল ডিভাইস ডিস্ট্রিবিউশন কোম্পানি হিসেবে আমরা স্যামসাংকে সাথে নিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রস্ত্তত। আমি বিশ্বাস করি, আমাদের এই ‘পাওয়ার অব উই’ অসম্ভবকে জয় করে আনবে সফলতা। চুন সু মুন বলেন, এই পার্টনারশিপের ব্যাপারে আমরা ভীষণভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এই শিল্পে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিশ্বের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ডের ইমেজ এবং আমাদের গ্রোথ স্ট্র্যাটেজি ও আকর্ষণীয় পণ্য সম্ভার স্যামসাং-এক্সেল টেলিকম পার্টনারশিপকে সফল একটি পার্টনারশিপে রূপান্তর করতে প্রস্ত্তত
স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মুশফিকুর রহিম
টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বাংলাদেশে স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব পালনকারী প্রথম বাংলাদেশি তারকা ব্যক্তিত্ব হচ্ছেন মুশফিকুর। সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। এখন থেকে বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক স্যামসাং মোবাইল, কনজ্যুমার ইলেকট্রনিক্স এবং আইটি পণ্যের দূত হিসেবে কাজ করবেন। ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সিএস মুন, জেনারেল ম্যানেজার ইয়ং য়ু লি, হেড অব মোবাইল হাসান মেহদী ও হেড অব কনজ্যুমার ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি বদরুল করিম
এমএসআই এক্স৯৯এস গেমিং মাদারবোর্ড
গেমারদের জন্য ইউসিসি নিয়ে এসেছে এমএসআই ব্র্যান্ডের এক্স৯৯এস সিরিজের নতুন দুটি গেমিং মাদারবোর্ড। মডেলগুলো হচ্ছে এক্স৯৯এস গেমিং-৯ এসি ও এক্স৯৯এস গেমিং-৭ এসি। সর্বাধুনিক গেমিং ফিচারসমৃদ্ধ মাদারবোর্ডগুলো গেমারদের দেবে ডিডিআর৪ মেমরি ব্যবহারের সুযোগ। মাদারবোর্ডগুলো ইন্টেল কোরআই৭ এক্সট্রিম এডিশন প্রসেসরের ব্যবহারোপযোগী করে তৈরি করা হয়েছে। নতুন প্রযুক্তিতে তৈরি হিটসিঙ্ক ও মাদারবোর্ড সুরক্ষার জন্য ব্যবহার হয়েছে ড্রাগন আর্মর। মাদারবোর্ডগুলোতে যুক্ত করা হয়েছে নতুন প্রযুক্তির স্ট্রিমিং ইঞ্জিন, যা গেমারদের ১০৮০পি রেজ্যুলেশন স্ট্রিমিংয়ের নিশ্চয়তা দেবে। এছাড়া থাকছে অডিও বুস্ট ২, ইউএসবি অডিও পাওয়ার, কিলার ল্যান, টার্বো এম২, সাটা এক্সপ্রেসের মতো ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সিসা সার্টিফায়েড হলেন আইবিসিএসের ৫ প্রশিক্ষণার্থী
সম্প্রতি আইবিসিএস-প্রাইমেক্সের ৫ প্রশিক্ষণার্থী সৈয়দ মো: ইমতিয়াজ মোরসেদ, মো: রিফাত হাসান, সাবাব এম. জামান, মোহাম্মদ খাইয়ুল আলম ও মো: মইনুল কাদির জামান পরীক্ষায় অংশ নেন এবং প্রত্যেকে সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (সিসা) সার্টিফায়েড টাইটেল অর্জন করেন। এরই ধারাবাহিকতায় সিসা কোর্সে ভর্তি চলবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
লেনোভোর মাল্টিপ্ল্যান সেন্টারের পার্টনারদের নিয়ে সম্মেলন
ধানম--র প্রিন্স প্লাজায় গত ৮ মে সন্ধ্যায় বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভোর মাল্টিপ্ল্যানস্থ পার্টনারদের নিয়ে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে অনুষ্ঠিত হয় লেনোভো ডোয়ার’স মিট। সম্মেলনে লেনেভোর বিভিন্ন পোর্টফোলিওর বিশেষত্ব বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। দেশের তথ্যপ্রযুক্তি পণ্যের বাজারে লেনেভোর বিভিন্ন পণ্য যেমন- লেনোভো ফ্লেক্স, গেমিং পিসি, ইয়োগা, ডেস্কটপ পিসি, অল-ইন-ওয়ান পিসি প্রভৃতির বাজার চাহিদা ও পার্টনারদের করণীয় সম্পর্কে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, লেনোভোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান রিয়াজ জিতু ও মাল্টিপ্ল্যান সেন্টারের পার্টনাররাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন
পিএইচপি-মাইএসকিউএল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রফেশনাল পিএইচপি কোর্সে জুন সেশনে ভর্তি চলছে। কোর্সের সময়সীমা ৯০ ঘণ্টা, যার মধ্যে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট অন্তর্ভুক্ত। পিএইচপির নিজস্ব সিলেবাসের পাশাপাশি রয়েছে অ্যাজাক্স, জেকুয়েরি, জুমলা ও অ্যাডভান্স অবজেক্ট অরিয়েন্টেড টেকনিক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং প্রশিক্ষণ
ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রশিক্ষক থাকবেন ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত শিক্ষক। জুন মাসে ওরাকল ১১জি ডিবিএ, আরএসি ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
তিন হাজার নারী ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ
সুবিধাবঞ্চিত নারীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সারাদেশে তৈরি করা হচ্ছে তিন হাজার নারী ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা। এসএমই ফাউন্ডেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) ও বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডবিস্নউআইটি) যৌথভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদের তৈরি করবে। গত ১৪ মে রাজধানীর এসএমই ফাউন্ডেশন কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. ইঞ্জিনিয়ার সৈয়দ ইহসানুল করিম বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য হলো নারীদের সাপ্লাই চেইন প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ তৈরি করে দেয়া।
টার্গেট হচ্ছে বেসিক কমপিউটার জ্ঞানসম্পন্ন ও এসএসসি পাস নারীরা। যারা ইতোমধ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে কমপিউটার বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন। তিনি বলেন, দেশের ৭৫টি উপজেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এক মাসব্যাপী গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি ও অ্যাকাউন্টিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ১০ কোটি টাকার পাইলট প্রকল্পে সরকার ৮ কোটি ও এসএমই ফাউন্ডেশন ২ কোটি টাকা খরচ বহন করবে। ৩ হাজারের মধ্যে ৩শ’ নারীর প্রশিক্ষণের খরচ বহন করবে ফাউন্ডেশন। আইসিটি উদ্যোক্তা হিসেবে ৩ হাজার নারী ছাড়াও ১০০ দক্ষ আইসিটি প্রশিক্ষক তৈরি করা হবে। আগামী ১৬ জুন ময়মনসিংহের ভালুকায় দুটি ব্যাচে ৬০ জনের প্রশিক্ষণ শুরু হবে। এ প্রকল্পের আওতায় সারাদেশে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায় ১৫০টি ব্যাচে প্রশিক্ষণ দেয়া হবে। দেশের ৭৫টি উপজেলা থেকে ৩ হাজার নারীকে বাছাই করা হবে
দেশে কার্যক্রম শুরু করল জব পোর্টাল এভারজবস
এশিয়ার দ্রুত বিকাশমান জব পোর্টাল এভারজবস ডটকম বিডি বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এভারজবস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর খায়েস ভ্যারহাইকে বলেন, বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। এ দেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং শুধু সঠিক কাজটি বেছে নিতে পারলেই তাদের পক্ষে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব। আমার বিশ্বাস, আমাদের সূচারু ও পরিচ্ছন্ন ওয়েব ইন্টারফেস খুব সহজেই আপনাকে আপনার স্বপ্নের কাজটি বেছে নিতে সহযোগিতা করবে। একই সাথে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোও প্রার্থীদের দক্ষতা যাচাই করে নিতে পারবে প্রয়োজন অনুসারে।
সর্বপ্রথম মিয়ানমারে ওয়ার্ক ডটকম ডটএমএম নামে এশিয়াতে আত্মপ্রকাশ করে এভারজবস। মিয়ানমারের সর্বপ্রথম জব পোর্টাল হিসেবে আজো সবচেয়ে জনপ্রিয় এ পোর্টালটি। এ বছর শ্রীলঙ্কায় এক হাজারের বেশি চাকরির তালিকা নিয়ে যাত্রা শুরু করে everjobs.lk w এভারজবস বাংলাদেশ http://bit.ly/1KGv5le যাত্রা শুরু করতে যাচ্ছে এক হাজারের বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে দুই হাজারের বেশি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রকেট ইন্টারনেটের নতুন এ জব পোর্টাল এভারজবস এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ ও আফ্রিকা ইন্টারনেট গ্রুপের অন্তর্ভুক্ত
ইয়াসির আজমান গ্রামীণফোনের নতুন সিএমও
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোনের পরিচালনা বোর্ড কোম্পানির নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে ইয়াসির আজমানের নাম ঘোষণা করেছে। আগামী ১৫ জুন তিনি বর্তমান সিএমও অ্যালান বঙ্কের স্থলাভিষিক্ত হবেন। বাংলাদেশের নাগরিক ইয়াসির আজমানের এফএমসিজি ও টেলিকমে পাঁচ বছরের নির্বাহী ব্যবস্থাপনাসহ ১৭ বছরের বাণিজ্যিক অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বিভিন্ন নেতৃস্থানীয় পদে তিনি কাজ করেছেন। এ ছাড়া তিনি ২০১৩ সালের জানুয়ারিতে টেলিনর গ্রুপের ডিস্ট্রিবিউশন ও ই-বিজনেসের প্রধান হিসেবে যোগ দেয়ার পর টেলিনরের অধীনস্থ সব কোম্পানির জন্য কৌশলগত ও উন্নয়নমূলক ভূমিকা পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ অর্জন করেন এবং লন্ডন বিজনেস স্কুল ও আইএনএসইএডি আয়োজিত এক্সিকিউটিভ শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নেন
আসুস ল্যাপটপে এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটর উপহার
সদ্য সমাপ্ত ল্যাপটপ মেলায় ছিল অফারের ছড়াছড়ি। আসুসের স্ক্র্যাচকার্ডে ছিল গিফট হ্যাম্পার। বিআইসিসিতে ল্যাপটপ মেলার তৃতীয় ও শেষ দিন সন্ধ্যায় আসুসের ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে মেলার সবচেয়ে আকর্ষণীয় গিফট এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটর পেয়েছেন নূর উদ্দীন জাহাঙ্গীর ও রোকসানা পারভীন নামে দুই সৌভাগ্যবান। গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ এবং আসুসের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মো: আল-ফুয়াদ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, বিশ্বখ্যাত আসুস, লেনোভো, পান্ডা, রাপু ও হান্টকি ব্র্যান্ডের পরিবেশক হিসেবে মেলায় অংশ নেয় গ্লোবাল ব্র্যান্ড
গিগাবাইট গেমিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গত ১৪ থেকে ১৬ মে আয়োজিত ল্যাপটপ মেলার বিশেষ আকর্ষণ গিগাবাইট গেমিং কনটেস্টের বিজয়ীদের মধ্যে ১৬ মে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান, বিআইজেএফের সভাপতি মুহাম্মদ খান ও কমপিউটার জগৎ-এর সহকারী সম্পাদক মোহাম্মদ আবদুল হক। উল্লেখ্য, তিন দিনব্যাপী আয়োজিত এই গেমিং কনটেস্টে সারাদেশ থেকে আসা প্রায় পাঁচ শতাধিক গেমার অংশ নেন। গেমিং কনটেস্টের আয়োজক প্রতিষ্ঠান ছিল অপর্ণ কমিউনিকেশন লি. ও আব্রেলা ম্যানেজমেন্ট
আইবিসিএস-প্রাইমেক্সে পিএমপি ট্রেনিং সমাপ্ত
আইবিসিএস-প্রাইমেক্সে গত ১৮ এপ্রিল সার্টিফায়েড পিএমপি এক্সপার্ট প্রশিক্ষক আবদুলস্নাহ-আল-মামুনের অধীনে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। ৮ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ হয়। চার দিনব্যাপী পিএমপি চতুর্থ ব্যাচটি চলতি মাসে অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
চট্টগ্রামে ওরাকল ১০জি ডিবিএ ও সিসিএনএ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সের তত্ত্বাবধানে চট্টগ্রামে দি কমপিউটার্সে ওরাকল ১০জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ও সিসিএনএ কোর্সে ভর্তি চলছে। এ ছাড়া রেডহ্যাট লিনআক্স, জেন্ড সার্টিফিকেশন ও সিসিএনএ কোর্সের ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭৬০৪৮৬৭৯৫ (চট্টগ্রাম), ০১৭১৩৩৯৭৫৬৭-৮ (ঢাকা)
ট্রান্সসেন্ডের ড্রাইভ প্রো ১০০ কার ভিডিও রেকর্ডার
ইউসিসি বাজারজাত করছে ট্রান্সসেন্ডের নতুন কার ভিডিও রেকর্ডার ড্রাইভ প্রো ১০০। এটি ব্যাটারি শেষ হয়ে গেলেও এর বিল্টইন ব্যাটারি দিয়ে ৩০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। কম আলোয় ব্যবহারের জন্য ডিভাইসটিতে ব্যবহার হয়েছে ১.৮ অ্যাপারচার প্রযুক্তি, যা দিনে ও রাতে সমানভাবে কার্যকর। এর উঁচুমানের ওয়াইড অ্যাঙ্গেল ৬ কাচের লেন্স স্ফটিক স্বচ্ছ ও সম্পূর্ণ এইচডি ফুটেজ এবং সণ্যাপশট ক্যাপচার করতে পারে। ফলে ট্রাফিক দুর্ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা যাবে, যার ফলে দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করা যাবে। প্লেব্যাকের জন্য রয়েছে একটি উজ্জ্বল ২.৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন। যোগাযোগ : ৮৮০-১৮৩৩৩৩১৬০১-১৭
ভিউসনিকের ভিএক্স-২২০৯ মনিটর
ভিউসনিকের বাংলাদেশ প্রতিনিধি ইউসিসি সম্প্রতি বাজারে এনেছে ২২ ইঞ্চি এলইডি মনিটর ভিএক্স-২২০৯। এলইডি ব্যাকলিট সংবলিত ওয়াইড স্ক্রিনের এই মনিটরটি দেবে ফুল এইচডি রেজ্যুলেশনের অবিশ্বাস্য পিক্সেল বাই পিক্সেল ইমেজ পারফরম্যান্স। এর সিস্নম ব্যাজেল ও প্রিমিয়াম গ্লাস বেজ ডিজাইন মনিটরটিকে করেছে আরও আকর্ষণীয়, যা অফিস অথবা বাসা যেকোনো স্থানে মানানসই। মনিটরটির কন্ট্রাস্ট রেশিও ১০০০০০০০:১ ও রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড। হরাইজন্টাল ও ভার্টিক্যাল ভিউ অ্যাঙ্গেল যথাক্রমে ১৭০ ডিগ্রি ও ১৬০ ডিগ্রি, যা আপনাকে দেবে সর্বোচ্চ ভিউ অ্যাঙ্গেল থেকে স্বচ্ছ ছবির নিশ্চয়তা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
পান্ডা সিকিউরিটির ভাইরাস বুলেটিন সনদ পুরস্কার অর্জন
স্পেনের বিশ্বখ্যাত ব্র্যান্ড পান্ডা ইন্টারনেট সিকিউরিটি সম্প্রতি ‘ভাইরাস বুলেটিন সনদ পুরস্কার-২০১৫’ অর্জন করে। ইন্টারনেট সিকিউরিটি বাজারে পান্ডার ধারাবাহিক সফলতাই এই সনদ অর্জনে সহায়তা করেছে। পান্ডা ইন্টারনেট সিকিউরিটি-২০১৫ অত্যাধুনিক এক্সএমটি প্রযুক্তি ব্যবহার করে কমপিউটারে ব্যবহৃত উইন্ডোজ ও লিনআক্স অপারেটিং সিস্টেমের সর্বোচ্চ ভাইরাস নির্মূলের নিশ্চয়তা দেয়। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পান্ডা সিকিউরিটি তথ্যপ্রযুক্তি ডিভাইসগুলোর সর্বোচ্চ সুরক্ষাকারী হিসেবে স্বীকৃতি পেল। উল্লেখ্য, গ্লোবাল ব্র্যান্ড পান্ডা সিকিউরিটির বাংলাদেশের একমাত্র পরিবেশক
রেডহ্যাট সার্ভার ট্রেনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট সার্ভার হার্ডেনিং ট্রেনিংয়ে তৃতীয় ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন সার্টিফায়েড অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্সটি শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এএসপি ডটনেট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সফটওয়্যার ডেভেলপমেন্টে এএসপি ডটনেট ইউজিং সি# কোর্সে ভর্তি চলছে। কোর্সটিতে এজেএএক্স, জেকুয়েরি, এনটিটি ফ্রেমওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট ও এসকিউএল সার্ভার প্রজেক্টসহ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আইবিসিএস-প্রাইমেক্স ও বাংলাদেশ হাইটেক পার্কের মধ্যে চুক্তি
স্কিল এনহ্যান্সমেন্ট প্রোগ্রামের আওতায় সম্প্রতি বাংলাদেশ হাইটেক পার্ক ও আইবিসিএস-প্রাইমেক্সের মধ্যে ওরাকল ই-বিজনেস সুইট ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক প্রকল্পের পরিচালক এএনএম সফিকুল ইসলাম ও আইবিসিএস-প্রাইমেক্সের পক্ষে ডিরেক্টর কাজী আশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে বাংলাদেশে ওরাকল ইউনিভার্সিটির একমাত্র অনুমোদিত পার্টনার আইবিসিএস-প্রাইমেক্স দেশের আইটি/আইটিইএস কোম্পানির প্রফেশনালদের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণের ৮০ শতাংশ খরচ বহন করবে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও ২০ শতাংশ খরচ বহন করবে প্রশিক্ষণার্থী। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ডেলের বেস্ট কমার্শিয়াল পার্টনার স্মার্ট টেকনোলজিস
গত ৭ মে রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে ডেল এপ্রিসিয়েশন নাইট ২০১৫। গত এক বছরে ডেল পণ্যের ব্যবসায়ের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আয়োজিত উক্ত অনুষ্ঠানে ডেলের বেস্ট কমার্শিয়াল পার্টনার পুরস্কার পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ ও বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন। অন্যদিকে বেস্ট লজিস্টিক সাপোর্ট ক্যাটাগরিতে স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড পেয়েছেন স্মার্ট টেকনোলজিসের অর্থ ও হিসাব বিভাগের মহাব্যবস্থাপক মো: জাকির হোসেন, কর্পোরেট সেলস ক্যাটাগরিতে বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড পেয়েছেন স্মার্ট টেকনোলজিসের কর্পোরেট মহাব্যবস্থাপক শেখ হাসান ফাহিম ইমাম ও ডেল সলিউশনের প্রি সেলস ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বেস্ট পারফরমার অ্যাওয়ার্ড পেয়েছেন স্মার্ট টেকনোলজিসের এন্টারপ্রাইজ সলিউশন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবু সাদাত মো: আল জায়েদী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেল বাংলাদেশের কানিট্র ম্যানেজার মো: আতিকুর রহমান
বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপিউটার সোর্সের সাইবার নিরাপত্তা কর্মশালা
পরবর্তী প্রজন্মের সাইবার নিরাপত্তা এবং হুমকি মোকাবেলায় করণীয় ও প্রতিরক্ষা কৌশল নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধারাবাহিক সচেতনতা কর্মশালা করছে কমপিউটার সোর্স। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ঢাকা ও ঢাকার বাইরের মোট ১৯টি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চলছে এই কর্মশালা। কর্মশালায় সাইবার হামলা থেকে বিশ্ববিদ্যালয়ের তথ্যভা-ার সুরক্ষেত রাখা এবং শিক্ষক ও শিক্ষার্থীদের অনলাইন হুমকি মোকাবেলা বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচির কারিগরি সহায়তা দিচ্ছে সিলিকনভিত্তিক নিরাপত্তা প্রতিষ্ঠান পালো আলতো। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান দিনব্যাপী এই কর্মশালায় আলোচনার পাশাপাশি সাইবার হুমকি ও তা মোকাবেলায় হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। গত ৫ মে ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় এই কর্মশালা। কর্মশালায় বক্তব্য রাখেন উপাচার্য ড. মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক উজ্জল কুমার আচার্য ও প্রভাষক সজীব সাহা। পরদিন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন আইটি বিভাগের প্রধান অধ্যাপক ড. সদরুল আমিন। একই সাথে চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং জাতীয় বিশববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা
গিগাবাইট নতুন মাদারবোর্ড বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট জিএ-বি৮৫এম-এইচডি৩ মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল চতুর্থ প্রজন্মের সব ধরনের প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডে রয়েছে গিগাবাইট আল্ট্রা ডিউরেবল ৪ প্লাস টেকনোলজি, অডিও নয়েজ গার্ড, গিগাবাইট হাইব্রিড ডিজিটাল পাওয়ার ইঞ্জিন, ডুয়াল বায়োস, গিগাবাইট ইউএসবি অন/অফ চার্জ সুবিধা, ল্যান, এইচডিএমআই, ডিভিআই, ডি-সাব, লং লাইফ সলিড ক্যাপস ও গিগাবাইট ল্যান অপটিমাইজার। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৬ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৮৩
এমএসআই জিটিএক্স৯ সিরিজের গ্রাফিক্স কার্ড
দেশে এমএসআইয়ের পরিবেশক প্রতিষ্ঠান ইউসিসি বাজারজাত করছে এমএসআই জিটিএক্স৯ সিরিজের গ্রাফিক্স কার্ড জিটিএক্স৯৬০, জিটিএক্স৯৭০, জিটিএক্স৯৮০। এটি এই সিরিজের নতুন ফোরজি সংস্করণ, যা জিডিডিআরএস মেমরিতে প্রস্ত্তত। এই সিরিজের টুইন ফ্রোজ ভি সিস্টেমের ফ্যান আকারে ছোট অথচ মজবুত, শব্দহীন। সাথে কম গরম থাকার নিশ্চয়তা। গ্রাহকের চাহিদা মতো ২ জিবি ডিডিআর৫ ও ৪ জিবি ডিডিআর৫ মেমরির গ্রাফিক্স কার্ড পাওয়া যাবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ইসি কাউন্সিল সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন কোর্সে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ ও সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে ইসি কাউন্সিল কর্তৃক কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। এ ছাড়া সার্টিফিকেশন পরীক্ষার জন্য শতকরা ১০০ ভাগ ফ্রি ভাউচার দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ডেলের সেরা কনজ্যুমার পার্টনার কমপিউটার সোর্স
ব্র্যান্ড, সেবা, সরবরাহ এবং চ্যানেল ব্যবস্থাপনায় অনবদ্য ভূমিকা রাখায় দক্ষেণ এশিয়ার উন্নয়নশীল বাজারে (এসএডিএমজি) বিদায়ী বছরের সবচেয়ে সফল প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল দেশের আইটি প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। অর্জন করেছে ডেল কনজ্যুমার পার্টনার অ্যাওয়ার্ড ২০১৫। পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র কমপিউটার সোর্সই এই সম্মাননা অর্জন করল।
ব্যাঙ্ককে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ডেভেলপিং মার্কেট গ্রুপের চ্যানেল পার্টনারদের দুই দিনব্যাপী বার্ষিক সম্মিলনের শেষ দিন ১৯ মে রাতে এই পুরস্কার দেয়া হয়। পুরস্কার গ্রহণ করেন কমপিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ। জমকালো আয়োজনের মধ্যে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন ডেল এসএডিএমজির জেনারেল ম্যানেজার শেহজাদ খান। এ সময় ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান উপস্থিত ছিলেন
আসুস কে৫৫৫এলএ-৪২১০ইউ ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে চতুর্থ জেনারেশনের ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ এবং ১.৭০ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন আসুসের কে৫৫৫এলএ-৪২১০ইউ মডেলের নতুন ল্যাপটপ। এর রয়েছে ৪ জিবি র্যা০ম, ১০০০ জিবি স্টোরেজ, ১৫.৬ ইঞ্চি প্রশস্ত পর্দা, ওয়েব ক্যামেরা এবং সুপার মাল্টিডিভিডি অপটিক্যাল ড্রাইভ। এতে রয়েছে থ্রি-ইন-ওয়ান কার্ড রিডার সিস্টেম এবং দুটি ইউএসবি পোর্ট। এই ল্যাপটপটির ওজন ২.১০ কেজি। এতে ব্যবহার হয়েছে পলিমার ব্যাটারি, চিকলেট কিবোর্ড এবং এইচডি ৪৪০০ ভিডিও গ্রাফিক্স কার্ড। দাম ৪৮ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। ৮০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক পরিচালনায় থাকবেন অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এএমডি এফএক্স ৮৩২০ই প্রসেসর
ইউসিসি বাজারে এনেছে এএমডি এফএক্স সিরিজের ৮৩২০ই মডেলের প্রসেসর। এটি এএম৩+ সকেটের ৮ কোরের প্রসেসর। যাতে সর্বোচ্চ ৪.০ গিগাহার্টজ প্রসেসিং স্পিড ও ১৬ এমবি ক্যাশ মেমরি পাওয়া যায়। ব্ল্যাক এডিশন নামে পরিচিত এই প্রসেসর ৯৫ ওয়াটের। এফএক্স ৮১২০-এর পরিবর্তে আসা এই প্রসেসরে ইন্টেল কোরআই৫ ৪৪৬০এসের চেয়ে বেশি পারফরম্যান্স পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে এল২ ও এল৩ নামে দুই ধরনের ক্যাশ মেমরি রয়েছে, যার একটি ৮ এমবি এল২ ক্যাশ ও অন্যটি ৮ এমবি এল৩ ক্যাশ। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের এসএসডি আপগ্রেড কিট ফর ম্যাক
অ্যাপল ব্যবহারকারীদের জন্য ট্রান্সসেন্ডের বাংলাদেশ প্রতিনিধি ইউসিসি বাজারজাত করছে এসএসডি আপগ্রেড কিট ফর ম্যাক। এর মাধ্যমে গ্রাহকেরা তাদের অ্যাপল প্রোডাকটির স্টোরেজ স্পেস ও পারফরম্যান্স আপগ্রেড করতে পারবেন। ম্যাক বুক এয়ার, ম্যাক বুক প্রো ও ম্যাক বুক প্রো উইথ রেটিনা ডিসপ্লে প্রোডাক্টগুলোর বিভিন্ন ভার্সনের ওপর ভিত্তি করে এই এসএসডি আপগ্রেড কিটগুলো আলাদাভাবে বাজারে পাওয়া যাবে। এসএসডি ৫০০ মডেলটি ম্যাক বুক এয়ার লেট ২০১০ থেকে মিড ২০১১ পর্যন্ত সাপোর্ট দেবে। এসএসডি ৫২০ মডেলটি ম্যাক বুক এয়ার মিড ২০১২-এর পরেরগুলো সাপোর্ট করবে। এসএসডি৭২০ মডেলটি ম্যাক বুক প্রো উইথ রেটিনা ডিসপ্লে লেট ২০১২ ও আরলি ২০১৩-এর ১৩ ইঞ্চি সাপোর্ট করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিংয়ে ভর্তি
দেশে আইবিসিএস-প্রাইমেক্স ও ইন্ডিয়ার জিটি এন্টারপ্রাইজ যৌথ উদ্যোগে ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক দায়িত্বে থাকবেন ভিএমওয়্যার কর্তৃক সার্টিফায়েডধারী অভিজ্ঞ প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আইবিসিএস-প্রাইমেক্সের প্রশিক্ষকের আরএইচসিএ অর্জন
সম্প্রতি আইবিসিএস-প্রাইমেক্সের প্রশিক্ষক ঢাকা স্টক একচেঞ্জের ম্যানেজার মুন্সী মোস্তাফিজুর রহমান রেডহ্যাটের সর্বোচ্চ সার্টিফিকেট রেডহ্যাট সার্টিফায়েড আর্কিটেক্ট (আরএইচসিএ) টাইটেল অর্জন করেছেন। আইবিসিএসের পক্ষ থেকে তাকে অভিনন্দন। এটি হচ্ছে লিনআক্স অপারেটিং সিস্টেমের অন্যতম কমার্শিয়াল ডিস্ট্রিবিউটর রেডহ্যাট কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সার্টিফিকেট। এই সার্টিফিকেট রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনআক্স ও রেডহ্যাটের অন্যান্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের গভীরতার প্রতিনিধিত্ব করে
ডেল ল্যাপটপে একজোড়া স্পিকার ফ্রি!
ডেল ল্যাপটপে বিশেষ স্টুডেন্ট অফার ঘোষণা দিয়েছে স্মার্ট টেকনোলজিস। এই অফারের আওতায় ডেলের ৩৪৪২ মডেলের ল্যাপটপ কিনলেই ক্রেতারা উপহার হিসেবে পাবেন একজোড়া স্পিকার। ডেলের উক্ত মডেলের ল্যাপটপে রয়েছে ইন্টেল সেলেরন সি২৯৫৭ মডেলের প্রসেসর, ২ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, বস্নুটুথসহ অন্যান্য সুবিধা। ল্যাপটপটিতে পাঁচ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২৪ হাজার ৯৯০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৭৫
আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষায় শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক মহেশ পান্ডের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়েছে। ৭ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। চলতি মাসে আইটিআইএল ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
রেডহ্যাট ভার্চুয়ালাইজেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ভার্চুয়ালাইজেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
রেডহ্যাট ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
গিগাবাইট জিএ-৯৯০এফএক্সএ-ইউডি৩ মাদারবোর্ড বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ-৯৯০এফএক্সএ-ইউডি৩ মডেলের মাদারবোর্ড। এএমডি এএমথ্রি এফএক্স এবং এএমথ্রি ফেনম টু সিরিজ সমর্থিত এই প্রসেসরে রয়েছে অ্যাডভান্সড সিপিইউ ভিআরএম পাওয়ার ডিজাইন, ইউএসবি ৩.০ সাপোর্ট, গিগাবাইট ৩এক্স ইউএসবি পাওয়ার, অন/অফ চার্জ ইউএসবি পোর্ট, আল্ট্রা ডিউরেবল থ্রি ক্লাসিক টেকনোলজি, এনার্জি সেভিং টেকনোলজি, হাই-ডেফিনিশন ১০৮ ডিবি সিগনাল টু নয়েজ টেকনোলজি, বস্নুরে ডিভিডি অডিও প্লেব্যাক, ডুয়াল বায়োস ও ডলবি হোম থিয়েটার সাপোর্ট। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮
আসুসের ইটি২০৩০আইইউটি পিসি
দেশে আসুস ব্র্যান্ডের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে মাল্টিটাচ ক্ষমতাসম্পন্ন ১৯.৫ ইঞ্চি পর্দার আসুস অল-ইন-ওয়ান গ্রুপের ইটি২০৩০আইইউটি মডেলের নতুন পিসি। এটি ফ্রি-ডস অপারেটিং সিস্টেমের মাধ্যমে জি-৩২৪০টি প্রসেসরে পরিচালিত ২.৭০ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন পিসি। এতে ব্যবহার হয়েছে ৪ জিবি র্যা২ম, ৫০০ জিবি সাটা স্টোরেজ, বিল্ট-ইন-সাউন্ড কার্ড এবং দুই পোর্টে সংযুক্ত দুটি করে ইউএসবি পোর্ট। দুই কেজি ওজনের এই পিসিতে রয়েছে ৯০ ওয়াট ক্ষমতাসম্পন্ন পাওয়ার অ্যাডাপ্টার, ইউএসবি কিবোর্ড, মাউস, পাওয়ার কার্ড, ক্যুইক স্টার্ট গাইডসহ বিভিন্ন ফিচার। দাম ৪৮ হাজার টাকা। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৩৫
ভিউসনিকের নতুন ২৪ ইঞ্চি মনিটর ভিএ২৪৬৫এস
শিগগিরই ইউসিসি বাজারজাত করতে যাচ্ছে ভিউসনিকের ২৪ ইঞ্চি মনিটরের নতুন মডেল ভিএ২৪৬৫এস। এলইডি ব্যাকলিট সংবলিত অতি পাতলা গস্নসি ব্যাজলের এই মনিটর অফিস অথবা বাড়িতে হয়ে উঠতে পারে আকর্ষণীয়। মাল্টিমিডিয়া, গেমিং অথবা যেকোনো কাজে এটি দেবে ফুল এইচডি রেজ্যুলেশনের অবিশ্বাস্য জীবন্ত ছবি। এর আল্ট্রা হাই স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও ৩০০০০০০০:১ এবং রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড। এই মনিটরটির ভিউ অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি ও পাঁচটি ভিন্ন মোড থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন অনুযায়ী পছন্দের মোড সেট করে নিতে পারেন। মনিটরটির আরেকটি আকর্ষণীয় দিক হলো এর ফ্লিকার ফ্রি টেকনোলজি এবং বস্নু লাইট ফিল্টারিং সিস্টেম, যা আপনার চোখকে দীর্ঘক্ষণ দৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
আসুসের থ্রি-ইন-ওয়ান ওয়্যারলেস রাউটার
গ্লোবাল ব্র্যান্ড দেশে এনেছে আসুস ব্র্যান্ডের আরটি-এন-১২এইচপি মডেলের ওয়্যারলেস রাউটার। রাউটারটি একই সাথে অ্যাকসেস পয়েন্ট ও রেঞ্জ এক্সটেন্ডার মোডে ব্যবহার করা যায়। ডাটা ট্রান্সমিশন ও রিসিভের জন্য এতে রয়েছে মাল্টিপুল ইনপুট ও আউটপুট প্রযুক্তির অ্যান্টেনা। এটি নির্দিষ্ট অবস্থানের ৩০০ শতাংশ বিস্তৃত জায়গায় ৯ ডিবিআই উঁচু স্তরের দুটি অ্যান্টেনার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে। এছাড়া রয়েছে শক্তিশালী অনলাইন মাল্টিটাস্ক, আউটপুট পাওয়ার ও ওয়্যারলেস সিগন্যাল। দাম ৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩
স্যামসাংয়ের ২৭ ইঞ্চি কার্ভড মনিটর বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাং ব্র্যান্ডের এলএস২৭ডি৫৯০সিএস মডেলের ২৭ ইঞ্চি কার্ভড মনিটর। ৩০০০:১ মেগা ডায়নামিক কন্ট্রাস্ট রেশিওসম্পন্ন এই মনিটরে রয়েছে ১৭৮ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল, ৪ মিলিসেকেন্ড রেসপন্স টাইম ও ৬০ হার্টজ ফ্রিকোয়েন্সি। হাই ডেফিনিশন এই মনিটরটির রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল এবং প্রোডাক্ট ডাইমেনশন ২৪.৫৪ ইঞ্চি বাই ১৪.৪০ ইঞ্চি বাই ২.৩৪ ইঞ্চি। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৮ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৯২
এইচপি ১৪-আর২৩২টিইউ মডেলের ল্যাপটপ বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ব্র্যান্ডের আর২৩২টিইউ মডেলের ল্যাপটপ। ইন্টেল পঞ্চম প্রজন্মের কোরআই৩ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগোনাল এলইডি ডিসপ্লে, ডিভিডি রাইটারসহ অন্যান্য সুবিধা। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৭ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৭৫
এমএসআই বি৮৫এম গেমিং মাদারবোর্ড
এমএসআই ব্র্যান্ডের পরিবেশক ইউসিসি সম্প্রতি বাজারজাত করছে ইন্টেল চিপসেটের এমএসআই বি৮৫এম গেমিং মাদারবোর্ড। বেস্ট ইন ক্লাস ফিচার ও টেকনোলজি সমন্বিত এই মাদারবোর্ডটি ইন্টেল চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসরের ব্যবহারোপযোগী। এই মাদারবোর্ডটিতে র্যানমের জন্য রয়েছে চারটি স্লট, যা ডিডিআর৩ ১৬০০ বাস পর্যন্ত সাপোর্ট দেবে। এতে ওভারক্লকিং সুবিধার জন্য রয়েছে ওসি জিনি ৪ ও ক্লিক বায়াস ৪-এর মাধ্যমে সহজে বায়োসের সুবিধা। এছাড়া মাদারবোর্ডটিতে রয়েছে ইউএসবি ৩.০ ও সাটা ৬-এর মতো আকর্ষণীয় ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের ১২৮ জিবি ইউএসবি ৩.০ ফ্ল্যাশ ড্রাইভ
ইউসিসি বাজারে এনেছে সর্বোচ্চ ১২৮ জিবি ধারণক্ষমতার ৭৯০ ইউএসবি ৩.০ ফ্র্যাশ ড্রাইভ। ইউএসবি ৩.০ প্রযুক্তির এই ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে গতানুগতিক ইউএসবি ২.০ গতির চেয়ে ১০ গুণ বেশি গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে। এতে আছে এলইডি ইউজেস লাইট সংবলিত ইনডিকেটর। এটি সর্বোচ্চ ১২৮ জিবিসহ ৬৪ জিবি, ৩২ জিবি ও ১৬ জিবি আকারে ইউসিসির নির্ধারিত সব ডিলার শপে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সাইবারোম বেস্ট এসএমবি পার্টনার কমপিউটার সোর্স
দেশের এন্টারপ্রাইজ পর্যায়ে ইন্টারনেট গেটওয়ের নিরাপত্তা সেবা পৌঁছে দিয়ে দ্বিতীয়বারের মতো সাইবারোম বেস্ট এসএমবি পার্টনার হয়েছে কমপিউটার সোর্স। সিলেটে অনুষ্ঠিত দুই দিনের চ্যানেল মিট অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের জন্য এই সম্মাননা দেয়া হয়। এছাড়া ২০১৪ সালের জন্য বেস্ট সাইবারোম প্রোডাক্ট ম্যানেজার সম্মাননা দেয়া হয় কমপিউটার সোর্সের সাইবারোম পণ্য ব্যবস্থাপক শেখ নাইম হোসাইনকে। গত ২২ মে স্থানীয় নাজিমগড় রিসোর্টে অনুষ্ঠানের প্রথম পর্ব অ্যাওয়ার্ড নাইট ও মিউজিক নাইটে এই সম্মাননা হস্তান্তর করেন সাইবারোম আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক উদিপ্ত সেন, হেড অব প্রিসেলস মোহিত পুরী এবং ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক এএইচএম মহসিন
এসইও কোর্সে ভর্তি
বর্তমানে আইটিতে ফ্রিল্যান্সিং, ইন্টারনেটে আয় ও আউটসোর্সিং কাজের চাহিদার ভিত্তিতে আইবিসিএস-প্রাইমেক্সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এডেটা পিটি১০০ পাওয়ার ব্যাংক
দেশে এডেটা ব্র্যান্ডের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড এনেছে পিটি১০০ মডেলের পাওয়ার ব্যাংক ডিভাইস। এর রয়েছে দুটি ইউএসবি পোর্ট। মাত্র ২৮৫ গ্রাম ওজনের, সহজে বহনযোগ্য এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে ব্যবহারকারী চলার পথে, ভ্রমণে বা প্রয়োজনীয় মুহূর্তে তাদের মাইক্রো ইউএসবিচালিত ডিভাইসগুলোর ব্যাটারির পাওয়ার রিচার্জ করতে পারে। এর রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট এবং ২০ সেকেন্ডের স্মার্ট এনার্জি সঞ্চয়ের ক্ষমতা। ১০ হাজার এমএএইচ ধারণক্ষমতার পাওয়ার ব্যাংকটির দাম ১ হাজার ৬০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯০৪
স্যামসাং এসএল-এম২০৭০ মাল্টিফাংশন লেজার প্রিন্টার বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাংয়ের এসএল-এম২০৭০ মডেলের মাল্টিফাংশন লেজার প্রিন্টার। প্রিন্টারটির মূল ফিচার হচ্ছে ২০ পিপিএম প্রিন্টিং স্পিড, ১২০০ বাই ১২০০ ডিপিআই, ১২৮ মেগাবাইট র্যাঞম, ৬০০ মেগাহার্টজ প্রসেসর ও ডুপ্লেক্স ম্যানুয়াল। প্রিন্টারটি দিয়ে প্রিন্ট, কপি ও কালার স্ক্যান করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৪ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৬
গেমারদের জন্য স্টিল সিরিজের সাইবেরিয়া ভি-থ্রি হেডফোন
গেমারদের জন্য স্টিল সিরিজের সাইবেরিয়া ভি-থ্রি হেডফোন দেশের বাজারে এনেছে কমপিউটার সোর্স। এয়ার কুশন, ইলাস্ট্রেটেড হেডব্যান্ড, মিউট বাটন এবং রিট্র্যাক্টেবল মাইক হেডফোনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। রিট্র্যাক্টেবল মাইক থাকায় সবসময় এটি মুখের কাছে ঝুলে থাকলেও অস্বসিত্মর কারণ হয় না। এর এয়ারফোনের রেসপন্স ফ্রিকোয়েন্সি ১০-২৮ হাজার হার্টজ, সেন্সিভিটি ৮০ ডিবি এবং মাইক্রোফোনের রেসপন্স ফ্রিকোয়েন্সি ৫০-১৬ হাজার হার্টজ। হেডফোনটি উইন্ডোজ, ম্যাক এবং অ্যান্ড্রয়িড সব অপারেটিং সিস্টেমেই চলে। সাথে রয়েছে এক্সেটেনডেবল ক্যাবল। সাদা ও কালো দুই রংয়ের বিশেষ এই হেডফোনটির দাম ১১ হাজার টাকা
ডবিস্নউডির ২ টেরা ওয়াইফাই হার্ডডিস্ক
দেশের বাজারে তারহীন প্রযুক্তির বহনযোগ্য হার্ডডিস্ক এনেছে দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। ডবিস্নউডির ২ টেরাবাইট কনটেন্ট ধারণক্ষমতার এই এক্সটার্নাল হার্ডডিস্কে রয়েছে এসডি কার্ড থেকে সরাসরি তথ্য দেয়া-নেয়ার সুবিধা। ইউএসবি থ্রি পোর্ট ছাড়াও ওয়াইফাই সংযোগের মাধ্যমে পিসির তথ্য হার্ডডিস্কটিতে স্থানান্তর করা যায় অনায়াসে। ইন্টারনেট সংযোগে ওয়াইফাই হাবের মাধ্যমে একই সময়ে সংযুক্ত করা যায় ৮টি ডিভাইসের সাথে। পাসপোর্ট আকারের হার্ডডিস্কটি থেকে টিভি, মিডিয়া প্লেয়ার এবং গেমিং কন্সোলে সরাসরি ভিডিও দেখা বা গেম খেলা যায় সহজেই। এতে শক্তিশালী ব্যাটারি সংযুক্ত থাকায় টানা ৬ ঘণ্টা পর্যন্ত রিচার্জ ছাড়াই ভিডিও স্ট্রিমিং সুবিধা উপভোগ করা যায়। দাম ২৫ হাজার টাকা
সাবেরটুথ জেড৯৭ মার্ক এস নতুন মাদারবোর্ড
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের সাবেরটুথ জেড৯৭ মার্ক এস নতুন মাদারবোর্ড। এতে রয়েছে ইন্টেল জেড৯৭ চিপসেট, যা ইন্টেল ১১৫০ সকেটের আসন্ন পঞ্চম প্রজন্ম এবং বর্তমানে বিদ্যমান চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৭/৫/৩, পেন্টিয়াম, সেলেরন প্রভৃতি প্রসেসর সমর্থন করে। এই মাদারবোর্ডটিতে মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট ব্যবহার হয়েছে। এতে থার্মাল রাডার-২ ব্যবহার হয়েছে, যা সম্পূণ ঠা-া করার ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। এটি থার্মাল ও স্ট্যাবিলিটি টেস্ট দিয়ে পরীক্ষিত। দাম ২৯ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯
এইচপির বাহারি মাউস বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ব্র্যান্ডের একাধিক মডেলের আকর্ষণীয় মাউস। এর মধ্যে তারযুক্ত মডেলগুলো হচ্ছে এক্স১০০০ ও এক্স৫০০। অন্যদিকে তারবিহীন মডেলের মাউসগুলো হচ্ছে এক্স৩০০০ রেড, এক্স৩০০০ বস্নু, এক্স৩০০০ পার্পল ও এক্স৩০০০ সিলভার। উল্লিখিত তারযুক্ত মাউসগুলোর দাম ৫০০ টাকা এবং তারবিহীন মাউসগুলোর দাম ৯৫০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
এফএক্স৬৩০০ সিপিইউ বাজারজাত করছে ইউসিসি
ইউসিসি বাজারজাত করছে এএমডি ব্র্যান্ডের ৬ কোর সিরিজের এফএক্স৬৩০০ সিপিইউ। ১৪ এমবি ক্যাশ ও ৯৫ ওয়াটের এই প্রসেসর এএম৩+ সকেটের ব্ল্যাক এডিশন নামে পরিচিত, যার স্পিড ৩.৫ গিগাহার্টজ (টার্বো মোডে যার গতি বাড়ানো যায় ৪.১ গিগাহার্টজ পর্যন্ত)। এটি তৈরিতে পাইল ড্রাইভার নামের মাইক্রো আর্কিটেকচার ব্যবহার হয়েছে। ৩২ ন্যানোমিটারে তৈরি ৬টি কোরের সমন্বয়ে গঠিত সিপিইউটিতে এল২ ও এল৩ দুই ধরনের ক্যাশ মেমরি রয়েছে, যার একটি ৬ এমবি এল২ ক্যাশ ও অন্যটি ৮ এমবি এল৩ ক্যাশ। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
এক্সট্রিমের নতুন স্পিকার বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এক্সট্রিম ব্র্যান্ডের ই৯৩২ইউ মডেলের মাল্টিমিডিয়া স্পিকার। ৮০ আরএমএস ওয়াটের এই স্পিকারটিতে অত্যন্ত গুণগত সাউন্ড ছাড়াও রয়েছে ইউএসবি, এসডি কার্ড স্লট। স্পিকারটিতে রয়েছে এফএম রেডিও এবং ডিজিটাল ডিসপ্লে, যার ফলে অডিও লেভেল, মোড ও এফএম চ্যানেলের তথ্যগুলো পরিষ্কারভাবে দেখা যাবে। এছাড়া স্পিকারটিতে রয়েছে রিমোট কন্ট্রোল, যার মাধ্যমে দূর থেকে স্পিকারের সাউন্ড নিয়ন্ত্রণ করা যাবে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৫ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২৩
সাফায়ার ব্র্যান্ডের আর৭ ২৫০এক্স গ্রাফিক্স কার্ড
সাফায়ার ব্র্যান্ডের আর৭ সিরিজের ২৫০এক্স কার্ডটি এখন ১ জিবি ও ২ জিবি আকারে বাজারজাত করছে ইউসিসি। সর্বাধুনিক জিডিডিআর৫ মেমরির এই কার্ডটি দিয়ে ৫০০০ মেগাহার্টজ পর্যন্ত ক্লকিং করা সম্ভব এবং ডায়নামিক বুস্টের কারণে এর ক্লকস্পিড ১১৫০ মেগাহার্টজ পর্যন্ত ব্যবহারোপযোগী করা যায়। ১ জিবি ও ২ জিবি ডিডিআর৫ আকারের কার্ডগুলো ২৮এনএম চিপসেটে তৈরি এবং ৮৯৬এক্স স্ট্রিম প্রসেসরযুক্ত। আউটপুটের জন্য রয়েছে ভিজিএ, ডিভিআই-১ ও এইচডিএমআই পোর্ট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সিসিএনএ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সিসিএনএ ও সিসিএনপি নতুন সিলেবাসে প্রশিক্ষণ ও ভর্তি চলছে। জুন মাসে রবি ও মঙ্গলবার ব্যাচে ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
জেন্ড পিএইচপি-৫.৫ কোর্সে ভর্তি
পিএইচপি-৫.৫ জেন্ড সার্টিফিকেশন কোর্সের প্রশিক্ষণ দিচ্ছে আইবিসিএস-প্রাইমেক্স। জুন মাসে জেন্ড কোর্সে ভর্তি চলছে। এই কোর্স সমাপ্তির পর জেন্ড সার্টিফায়েড ইঞ্জিনিয়ার সনদের জন্য অনলাইন পরীক্ষায় অংশ নিতে হয়। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জুন মাসে ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কোর্স সমাপ্তির পর ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যাংক, বীমা ও বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮