• ভাষা:
  • English
  • বাংলা
হোম > কমপিউটার জগতের খবর
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৫ - মার্চ
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
নিউজ
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কমপিউটার জগতের খবর
ঢাকায় দুই দিনব্যাপী টেক সামিট শুরু ২০ মার্চ
কমপিউটার জগৎ রিপোর্ট \ ‘ড্রাইভিং আইসিটি ইনোভেশন্স অ্যান্ড সিকিউরিটি’ থিমের ওপর ভিত্তি করে ভারতের আনন্দবাজার পত্রিকা গ্রুপের প্রতিষ্ঠান ‘ইনফোকম’ ও ‘সিটিও ফোরাম বাংলাদেশ’-এর আয়োজনে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে ২০-২১ মার্চ অনুষ্ঠিত হবে টেক সামিট ২০১৫। সামিটে ভারত, বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান যোগ দেবেন।
গত ৪ মার্চ রাজধানী ঢাকার ধানম-- ক্লাবের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে টেক সামিট ২০১৫ আয়োজনের ঘোষণা দিয়ে বিস্তারিত জানান সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার ও ভারতের আনন্দবাজার পত্রিকা গ্রুপের (এপিবি) আইটি বিভাগের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ও ইনফোকমের সাংগঠনিক সম্পাদক কালি কৃষ্ণ মহাপাত্র। সংবাদ সম্মেলনে আনন্দবাজার পত্রিকা গ্রুপের (এপিবি) আইটি ইনফ্রাস্ট্রাকচার বিভাগের কর্পোরেট ম্যানেজার আবদুর রাফি, সিটিও ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদুল বারী, কোষাধ্যক্ষ ড. ইজাজুল হক উপস্থিত ছিলেন।
সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার বলেন, সিটিও ফোরাম দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সভা, সেমিনার, সম্মেলনসহ নানা বিষয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২০-২১ মার্চ ঢাকায় টেক সামিট ২০১৫ অনুষ্ঠিত হবে। সামিটে বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে ১০০ জনের বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, সিআইও, সিটিও, সিআইএসও, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রতিষ্ঠানের আইটি প্রধান, আইটি কনসালট্যান্ট ও ব্যবহারকারী অংশ নেবেন। সম্মেলনে প্রযুক্তিপণ্য, সেবা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবহারকারী প্রতিষ্ঠান ও আইটি কোম্পানিগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। সামিটে প্রযুক্তির নানা বিষয়ে ৮টি সেমিনার অনুষ্ঠিত হবে।
এছাড়া এই সামিটের মাধ্যমে প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ইনফোকম-সিটিও ফোরাম আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’। সার্ক অঞ্চলের প্রযুক্তি খাতে কর্পোরেট প্রযুক্তি বিশেষজ্ঞদের নিজ নিজ খাতে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেয়া হবে। সামিটে ভারতের সাতজন, বাংলাদেশের পাঁচজন এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার একজন করে মোট ১৫ জন আইটি প্রফেশনালকে অ্যাওয়ার্ড দেয়া হবে। ভবিষ্যতে সার্কের সদস্য সব দেশকে যুক্ত করে ‘ইনফোকম-সিটিও ফোরাম সার্ক আইসিটি এক্সিলেন্স অ্যাওয়াড’ দেয়া হবে। টেক সামিটের বিস্তারিত তথ্য নিয়ে একটি ওয়েবসাইট শিগগিরই চালু করা হবে। এছাড়া সিটিও ফোরামের ওয়েবে সামিটের তথ্য পাওয়া যাবে।
ভারতের আনন্দবাজার পত্রিকা গ্রুপের (এপিবি) আইটি বিভাগের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ও ইনফোকমের সাংগঠনিক সম্পাদক কালি কৃষ্ণ মহাপাত্র বলেন, এবারের টেক সামিটে সার্কের পাঁচটি দেশের আইটি প্রফেশনালস একত্রিত হয়ে আইটি সক্ষমতা প্রদর্শন করবেন। আমরা সিটিও ফোরাম বাংলাদেশের সাথে যৌথভাবে তথ্যপ্রযুক্তিবিষয়ক বেশ কিছু সফল প্রোগ্রাম করেছি। আশা করি অতীতের চেয়ে আরও সফল হবে এবারের টেক সামিট। অদূর ভবিষ্যতে সার্ক অঞ্চলের সব দেশকে যুক্ত করে বড় পরিসরে সামিট হবে। সামিটে আমত্মঃদেশীয় প্রযুক্তিসেবা বিনিময় ও যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে

মোবাইল অপারেটরদের পরবর্তী বিনিয়োগ হবে ওটিটি খাতে
স্কাইপ, ভাইবার কিংবা হোয়াটসঅ্যাপের মতো ওটিটি বা ওভার দ্য টপ সেবা এখন জনপ্রিয়তার তুঙ্গে। সাম্প্রতিক বিভিন্ন তথ্যানুযায়ী ইন্টারনেটে ফ্রি কল করা বা ফ্রি মেসেজিং সুবিধা পাওয়ার কারণে এসব অ্যাপের প্রতি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের আগ্রহ অত্যন্ত বেশি। যার কারণে মুনাফা কমছে মোবাইল অপারেটরদের। তাই ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী মোবাইল অপারেটররাও বিনিয়োগ করতে যাচ্ছে এ ধরনের ওটিটি সেবা খাতে।
ইন্টারনেট ব্যবহার করে ভয়েস ও মেসেজিং সেবা দেয়াই হলো ওটিটি বা ওভার দ্য টপ। ২০১৪ সালের শেষ দিকে বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারী ছিলেন ২শ’ কোটি। ধারণা করা হচ্ছে, ২০১৭ সাল নাগাদ এই সংখ্যা ৩শ’ কোটি ছাড়িয়ে যাবে এবং ২শ’ কোটিরও বেশি মানুষ ওটিটি সেবা ব্যবহার করবেন। তাই নিজেদের মুনাফা ধরে রাখতে ইতোমধ্যেই ওটিটি খাতে বিনিয়োগ করা শুরু করেছে অনেক মোবাইল অপারেটর। ব্রিটিশ টেলিকম ‘স্মার্ট টক’ তার গ্রাহকদের ওটিটি সেবা দিয়েছে। ভারতের এয়ারটেলও চালু করেছে ‘এয়ারটেল টক’।
প্রতিবারের মতো এবারও স্পেনের বার্সেলোনায় মার্চের ২ থেকে ৫ তারিখ অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় টেলিকম ইভেন্ট ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। মেলায় বাংলাদেশ থেকে একমাত্র অংশ নেয় রিভ সিস্টেমস। টানা সপ্তমবারের মতো অংশ নেয বিশ্বের শীর্ষস্থানীয় আইপি সমাধানদাতা প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। এই ইভেন্টে রিভ সিস্টেমস নিজেদের টেলকো গ্রেড ওটিটি প্লাটফর্ম প্রদর্শন করছে। মেলায় অংশ নেয়া প্রসঙ্গে কোম্পানির সিইও আজমত ইকবাল বলেন, বিশ্বব্যাপী আমরা ওটিটি সেবার দারুণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। খুব দ্রুতই বিশ্বের সব নামীদামী অপারেটর এই খাতে বিনিয়োগ শুরু করবে। তাদের লক্ষ করেই আমরা আমাদের অত্যন্ত কার্যকর ওটিটি প্লাটফর্ম প্রদর্শন করি। ওটিটি সেবা খাতে বিনিয়োগ করতে ইচ্ছুক এমন বেশ কিছু টেলিকম অপারেটরের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা আমাদের এই প্লাটফর্মের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
রিভ সিস্টেমস ইতোমধ্যেই ৭৮টি দেশে ২৬শ’র বেশি ভিওআইপি সার্ভিস প্রোভাইডারকে সেবা দিয়েছে। আইপি কমিউনিকেশনে অত্যন্ত সফল এই প্রতিষ্ঠানটি বিশ্বের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটরদের টেলকো গ্রেড ওটিটি সেবা দিতেও দারুণভাবে সফল হবে- এমন আত্মবিশ্বাস রয়েছে

এসার নিয়ে এলো বিংসহ উইন্ডোজ ৮.১
এসার ব্র্যান্ডের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস প্রথমবারের মতো নিয়ে এসেছে বিংসহ উইন্ডোজ ৮.১। এই সিরিজের ল্যাপটপগুলোতে ব্যবহারকারীরা উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের সাথে বিং-কে ডিফল্ট সার্স ইঞ্জিন হিসেবে পাবেন। যাদের ল্যাপটপে উইন্ডোজ ৮.১-এর সাথে বিং সফটওয়্যার ইনস্টল করা আছে তারা নতুন ডিভাইস কিনে অ্যাক্টিভেট করার সময় বিনামূল্যে ডিফল্ট ব্রাউজার পরিবর্তন করতে পারবেন। এক্সিকিউটিভ টেকনোলজিস দেশে এই সুবিধায় চারটি মডেলের নেটবুক এবং নোটবুক নিয়ে এসেছে। দেশজুড়ে সব রিটেইল আউটলেট ও চ্যানেল পার্টনারদের কাছে এটি পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৯১৯২২২২২২

ঢাবিতে গুগল ট্রান্সলেশনে ৬৫ হাজার বাংলা অনুবাদ যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গুগল অনুবাদে তিন দিনে ৬৫ হাজার বাংলা শব্দ যোগ করেছে। গত ২৩ ফেব্রুয়ারি ‘গুগল ট্রান্সলেশন এ-থন’ নামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। গুগল ডেভেলপার গ্রুপ বাংলার (জিডিজি বাংলা) উদ্যোগে এ আয়োজন চলে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ভাষাবিজ্ঞান বিভাগের কমপিউটার ল্যাবে যারা সবচেয়ে বেশি শব্দ যোগ করেছেন, তাদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেয়া হয়। সবচেয়ে বেশি ১৩ হাজার বাংলা অনুবাদ যোগ করেন ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র তারেক মাহমুদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাকিম আরিফ। তিনি বলেন, আমি খুবি আনন্দিত যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ তিন দিনে ৬৫ হাজার অনুবাদ যোগ করেছে। আমরা গুগল ট্রান্সলেশনে বাংলাকে সমৃদ্ধ করার কাজটি সারা বছর করে যাব। আমাদের বাংলাভাষাকে সারা বিশ্বে তুলে ধারার দায়িত্ব আমাদেরই। তাই আমরা এ কার্যক্রম চালিয়ে যাব।
জিডিজি বাংলার ব্যবস্থাপক জাবেদ সুলতান পিয়াস বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে ৬৫ হাজার বাংলা শব্দ যোগ হওয়ার বিষয়টি খুবই আশাব্যঞ্জক। তরুণদের এমন অংশগ্রহণই পারে ইন্টারনেটে বাংলাকে আরও সমৃদ্ধ করতে। তিনি আরও জানান, গুগল অনুবাদে শব্দযোগের এই কার্যক্রম চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। পয়লা বৈশাখে যারা সবচেয়ে বেশি শব্দযোগ করবেন তাদের পুরস্কৃত করা হবে। আগ্রহীরা জিডিজি বাংলার (goo.gl/WuXLKp) সাথে যুক্ত হয়ে গুগল ট্রান্সলেশনে বাংলাকে সমৃদ্ধ করে তুলতে পারবেন

পদোন্নতি পেয়ে সচিব হলেন শ্যাম সুন্দর সিকদার
আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদার পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর যোগদান করেন শ্যাম সুন্দর সিকদার। এর আগে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান ছিলেন। তিনি ভারপ্রাপ্ত থেকে পূর্ণ সচিব হিসেবে পদোন্নতি পান। তবে পদোন্নতি পেয়ে তার কর্মস্থল পরিবর্তন হয়নি। আইসিটি বিভাগের সচিব হিসেবেই তিনি দায়িত্ব পালন করবেন।
পদোন্নতি পাওয়ার বিষয়ে শ্যাম সুন্দর সিকদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সাল নাগাদ আধুনিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি ভিশন দিয়েছেন। সেই ভিশন বাস্তবায়নে তিনি আমাদের পরিকল্পনা দিয়েছেন, পথ দেখাচ্ছেন। আমরা সেই পরিকল্পনার পথে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছি। আমাদের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমরা কাজ করে চলেছি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি স্টেক হোল্ডারদের সম্মিলিত চেষ্টাতেই এই সেক্টর এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই পদোন্নতি আমার কাজের গতিকে আরও গতিশীল করবে

বিএসডিআইয়ের নতুন ডিপার্টমেন্ট ক্রিয়েটিভ ডিজাইন
বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) বর্তমানে ক্রিয়েটিভ অ্যানিমেশন শিল্পের জন্য চাহিদাসম্পূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কোর্স পরিচালনার মাধ্যমে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নিয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ক্যারিয়ার গঠনবিষয়ক সেমিনারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ডিপার্টমেন্ট অব ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড টেকনোলজি। এই ডিপার্টমেন্টের কোর্সগুলো ডিজাইনিংয়ের এমন কিছু বিষয় দিয়ে সজ্জিত, যার ফলে একজন প্রশিক্ষণার্থী যেকোনো কোর্স করে গ্রাফিক্স ডিজাইন, থ্রিডি অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্টস, মোশন গ্রাফিক্স, মাল্টিমিডিয়া এডিটিং, টিভিসি মেকিংসহ বাংলাদেশ তথা আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করতে পারেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য কার্টুনিস্ট ও লেখক আহসান হাবীব, আভা থ্রিডির প্রতিষ্ঠাতা পরিচালক আরিফ আহমেদ, জবসবিডির সিইও কেএম হাসান রিপন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া ল্যাবের সিনিয়র অ্যাসিট্যান্ট ডিরেক্টর এসএম রাজ্জাক ও বিএসডিআইয়ের অ্যাসিট্যান্ট ডিরেক্টর কেএম পারভেজ ববি। যোগাযোগ : ০১৭১৩৪৯৩২৪৩

সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ইসি কাউন্সিল সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন কোর্সে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ ও সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে ইসি কাউন্সিল কর্তৃক কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেযা হবে। এ ছাড়া সার্টিফিকেশন পরীক্ষার জন্য শতকরা ১০০ ভাগ ফ্রি ভাউচার দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

তৃতীয় বছরে পা দিল বেশতো
প্রায় ১ লাখ নিয়মিত সদস্য নিয়ে তৃতীয় বছরে পদার্পণ করল বাংলায় দেশের প্রথম সামাজিক যোগাযোগ সাইট ‘বেশতো’ (www.beshto.com)। প্রতি মাসে এতে ২০ হাজার নতুন পোস্ট বা কনটেন্ট যুক্ত করা হয়। ৫০ শতাংশেরও বেশি ব্যবহারকারী সাইটটির মোবাইল সংস্করণ ব্যবহার করে। বর্তমানে আলেক্সা র্যাং কিংয়ে বাংলাদেশী বিভিন্ন ওয়েবসাইটের তালিকায় প্রথম ১০০-তে জায়গা করে নিয়েছে সাইটটি। সম্প্রতি বর্ষপূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব তথ্য জানায় বেশতো কর্তৃপক্ষ। এ সময় সাইটটির প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, তামজিদ স্পন্দন ও মোবাশ্বের হোসেন উপস্থিত ছিলেন

ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মার্চ মাসে ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কোর্স সমাপ্তির পর ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যাংক, বীমা ও বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কার্যক্রমের উদ্বোধন
অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সম্প্রতি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে এবার ঘরে বসেই ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো: সিরাজুল ইসলাম জানান, নতুন যারা ভোটার হতে আগ্রহী তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারবেন। এছাড়া যারা ভোটার আছেন তারা রেজিস্ট্রেশনের মধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে নিজস্ব তথ্য তৈরি, সংশোধন, পরিবর্তন ও ছবির স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন। হারিয়ে যাওয়া ও নষ্ট হওয়া পরিচয়পত্রও পুনরায় পাওয়ার জন্য আবেদন করা যাবে। বিস্তারিত জানা যাবে www.ec.org.bd/Bangla সাইটে

বাংলা উইকিপিডিয়ার এক দশক পূর্তি
গ্রাহকের বিনামূল্যে উইকিমিডিয়ার মোবাইল সাইটগুলো ব্যবহারের সুযোগ দিচ্ছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। ২৬ ফেব্রুয়ারি বাংলা উইকিপিডিয়া এক দশক পূর্তি এবং উইকিমিডিয়া বাংলাদেশ ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আয়োজিত দেশব্যাপী কনটেন্ট ডেভেলপমেন্ট প্রতিযোগিতার সমাপনী পর্ব উপলক্ষে আয়োজিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস, গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে এবং উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিনিধি মুনীর হাসান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে গ্রামীণফোনের সিএমও অ্যালান বঙ্কে জানান, বাংলায় আরো কনটেন্ট সৃষ্টি করতে উইকিপিডিয়ার সাথে তারা কাজ করছেন। তিনি বলেন, ‘আরো ইন্টারনেট ব্যবহারকারী তৈরিতে শুধু সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট তৈরি করলেই হবে না, তা করতে হবে এমন একটি ভাষায় যা দেশের অধিকাংশ মানুষ সহজে বুঝতে পারে।’
জিমি ওয়েলস তার বক্তব্যে বলেন, ‘মানব ইতিহাসের সব জ্ঞান যেন পৃথিবীর প্রতিটি মানুষের কাছে সহজলভ্য হয়ে ওঠে, এরকম একটি আদর্শেই উইকিপিডিয়া প্রতিষ্ঠা করা হয়েছিল। জ্ঞান আহরণের পথে বাধা হতে পারে এমন যেকোনো কিছু যেমন ক্রয়ক্ষমতা, ভাষা বা মানুষের জন্য প্রয়োজনীয় কনটেন্টের অভাব ইত্যাদি দূর করার জন্য আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। বাংলা উইকিপিডিয়ার ১০ বছর পূর্তি উদযাপনের অংশ হতে পেরে এবং সবার জন্য জ্ঞানের দুয়ার উন্মুক্ত করতে বাংলা উইকিপিডিয়ান, গ্রামীণফোন এবং উইকিমিডিয়া বাংলাদেশের প্রচেষ্টা উদযাপন করতে পেরে আমি আনন্দিত।’

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশী কোম্পানি পরিদর্শনে পলক
বার্সেলোনায় চলমান বিশ্বের টেলিকম খাতের সবচেয়ে বড় সম্মেলন জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে একমাত্র বাংলাদেশী ও বেসিস সদস্য কোম্পানি হিসেবে অংশ নেয়া রিভ সিস্টেমসের স্টল পরিদর্শন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান, অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির এবং গ্রামীণফোন ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে জিএসএমএ মোবাইল কংগ্রেসে অংশ নেয়া একমাত্র প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান রিভ সিস্টেমসকে অভিনন্দন জানান। বিশ্বব্যাপী এ ধরনের তথ্যপ্রযুক্তি মেলা ও কংগ্রেসে অংশ নেয়ার জন্য রিভ সিস্টেমসের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এ অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান। রিভ সিস্টেমসের মতো বাংলাদেশের সম্ভাবনাময় আইটি কোম্পানিগুলোও যাতে এসব মেলায় অংশ নেয়, সে ব্যাপারে বেসিসের উদ্যোগ কামনা করেন।
উল্লেখ্য, ২০০৫ সালে বেসিসের সদস্যপদ নেয়া রিভ সিস্টেমস আইপি টেলিফোন সেবায় বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে বিশ্বের প্রায় ১৪টি দেশের কর্মকর্তারা এই প্রতিষ্ঠানে কাজ করছেন। বিশ্বের ৮০টি দেশে আড়াই হাজারের বেশি সেবাদাতা প্রতিষ্ঠানকে আইপি টেলিফোন সেবা দিয়ে আসছে। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে জিএসএমএস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি

সারাদেশে ২৩ হাজার দক্ষ জনশক্তি তৈরি করবে বেসিস
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ‘ওয়ান বাংলাদেশ’ ভিশনের অন্যতম পিলার ২০১৮ সাল নাগাদ ১০ লাখ আইটি প্রফেশনাল তৈরির কার্যক্রম এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় বেসিসের দক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেয়া হবে। এই লক্ষে্য ঢাকার পাশাপাশি দেশের সব বিভাগে বেসিসের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হচ্ছে। এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শুধু আগামী তিন বছরে বিনামূল্যে ২৩ হাজার দক্ষ জনশক্তি তৈরি ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বেসিস। অর্থ মন্ত্রণালয়ের অধীন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের অধীনে এই জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া এই প্রকল্পের বাইরেও বেসিসের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। গত ৫ মার্চ বেসিস সভাকক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে এসব কথা জানান বেসিস সভাপতি শামীম আহসান। এ সময় বক্তব্য রাখেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এবং এসডিসিএমইউ ও এসইআইপি প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক জালাল আহমেদ, অর্থ বিভাগের যুগ্ম সচিব আবদুর রউফ তালুকদার, বেসিসের সাবেক সভাপতি একেএম ফাহিম মাশরুর, বেসিসের কোষাধ্যক্ষ ও বিআইটিএমের দায়িত্বপ্রাপ্ত পরিচালক শাহ ইমরাউল কায়ীশ। এছাড়া উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও বিআইটিএমের প্রধান উপদেষ্টা সৈয়দ আলমাস কবির, বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ প্রমুখ।
বেসিস সভাপতি বলেন, দক্ষ মানবসম্পদ গড়তে না পারলে দেশে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত অসম্ভব। উন্নত দেশে দক্ষ মানবসম্পদই মূল চালিকাশক্তি। দক্ষ জনশক্তি থাকলে বিদেশী বিনিয়োগকারীরা সহজেই আকৃষ্ট হন। জনসংখ্যা বিস্ফোরণের দেশে রাতারাতি জনশক্তি বাড়ানো সম্ভব নয়। তাই আমরা জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দিয়ে আমাদের ‘ওয়ান বাংলাদেশ’ ভিশন ঘোষণা করেছিলাম। এই ভিশনের চারটি পিলারের মধ্যে ১০ লাখ দক্ষ জনশক্তি তৈরির বিষয়টি প্রাধান্য পেয়েছে।
অনুষ্ঠানে আরও জানানো হয়, ইতোমধ্যেই প্রশিক্ষণের বিস্তারিত ও আবেদনের পদ্ধতি বেসিস (http://basis.org.bd/) ও বিআইটিএমের (http://www.bitm.org.bd/) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের এই ওয়েবসাইট থেকে নিবন্ধন করতে হবে। এরপর আবেদনকারীদের তিনটি ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। আইটিতে ১২টি ও সাধারণ ক্যাটাগরিতে দুটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রকল্পের আওতায় একজন প্রশিক্ষণার্থী শুধু একটি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন
সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ডিসেম্বরে সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (সিসা) কোর্সটি অনুষ্ঠিত হবে। সিসা রিভিউ ম্যানুয়াল ২০১৪ সালের নতুন সিলেবাস অনুযায়ী সিসা পরীক্ষার প্রস্ত্ততিসহ কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ ও সার্টিফায়েড অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

গিগাবাইট বিশ্বকাপ অফার
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে গিগাবাইটের বিভিন্ন মডেলের মাদারবোর্ডের সাথে বিশ্বকাপ অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। এই অফারের আওতায় বিশ্বকাপজুড়ে গিগাবাইটের নির্দিষ্ট মডেলের মাদারবোর্ড কিনলেই কাস্টমাররা পাবেন একটি আকর্ষণীয় ক্রিকেট ব্যাট। অফারটি চলবে বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮

ট্রান্সসেন্ডের কার ভিডিও রেকর্ডার
ইউসিসি বাজারে নিয়ে এসেছে ট্রান্সসেন্ডের নতুন কার ভিডিও রেকর্ডার ড্রাইভ প্রো ১০০। এটি ব্যাটারি শেষ হয়ে গেলেও ডিপি১০০-এর বিল্টইন ব্যাটারি দিয়ে ৩০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। কম আলোয় ব্যবহারের জন্য ডিভাইসটিতে ব্যবহার হয়েছে ১.৮ অ্যাপারচার প্রযুক্তি, যা দিনে ও রাতে সমানভাবে কার্যকর। এর উঁচুমানের ওয়াইড অ্যাঙ্গেল ৬ কাচের লেন্স স্ফটিক-স্বচ্ছ, সম্পূর্ণ এইচডি ফুটেজ ও স্ন্যাপশট ক্যাপচার করতে পারে। এর ফলে ট্রাফিক দুর্ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহসহ দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করা যায়। প্লেব্যাকের জন্য রয়েছে একটি উজ্জ্বল ২.৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন। এছাড়া রয়েছে জরুরি রেকর্ডিং ট্রিগার, এইচডি ১০৮০ রেকর্ডিং, ১৩০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কাচ ও ১৬ গিগাবাইট মেমরি কার্ড। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

লেনোভোর পণ্যে সুপারফিশ সফটওয়্যারের বিদায়
গোপন নজরদারি নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার ব্যবহারকারীদের উন্নত শপিং অভিজ্ঞতা দিতে লেনোভোর কিছু পণ্যে যুক্ত করা হয়েছিল সুপারফিশ সফটওয়্যার। যদিও লেনোভো ডেস্কটপ, থিঙ্কপ্যাড, নোটবুক, ট্যাবলেট, স্মার্টফোন ও স্টোর ডিভাইসে এ ধরনের কোনো সফটওয়্যার ব্যবহার করা হয়নি, তবুও লেনোভো চায় তাদের ক্রেতারা তথ্যগুলো সম্পর্কে অবহিত হোক। ব্যবহারকারীদের অভিযোগে জানুয়ারি থেকে লেনোভোর সব ধরনের পণ্যে সুপারফিশ প্রিলোড বন্ধ করে দেয়া হয়েছে। সুপারফিশ হলো সম্পূর্ণ ছবি ও গ্রাফিক্সনির্ভর একটি অব্যবহারিক প্রযুক্তি। এটি ব্যবহারকারীদের পর্যবেক্ষণ ও তাদের কোনো তথ্য সংরক্ষণ করে না। এটি তাদের পরিচয়ও জানে না। প্রত্যেকের ক্ষেত্রে সফটওয়্যারটি ব্যবহার করা বা না করার ব্যাপারে অপশন থাকে। লেনোভো কর্তৃপক্ষ জানিয়েছে, সফটওয়্যারটি প্রত্যাশা পূরণ করতে না পারায় দ্রুত পণ্য থেকে এটি সরিয়ে নেয়া হয়

এপ্রিল থেকে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এস৬ ও এস৬ এজ
স্পেনের বার্সেলোনায় চলমান ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি উদ্বোধন করেছে নতুন আঙ্গিকে প্রস্ত্ততকৃত ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৬ এজ। গ্রাহকদের মোবাইল ফোন ব্যবহারের সর্বোন্নত অভিজ্ঞতা দিতে গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৬ এজে সন্নিবেশিত হয়েছে স্যামসাংয়ের অত্যাধুনিক সব প্রযুক্তি ও সর্বোত্তম পণ্য-মানের সমাবেশ। স্যামসাংয়ের আইটি ও মোবাইল ডিভিশনের সিইও জেকে শিন বলেন, গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৬ এজের মাধ্যমে স্যামসাং মোবাইল বিশ্বকে ভবিষ্যতের একটি উজ্জ্বল নিদর্শন দেখাচ্ছে। আমাদের গ্রাহকদের বিভিন্ন চাহিদার কথা লক্ষ রেখে, আমাদের সাফল্যগুলো থেকে অনুপ্রাণিত হয়ে এবং ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা প্রতিনিয়তই নতুন প্রযুক্তি তৈরিতে উদ্বুদ্ধ হই। একেবারে নতুন আঙ্গিকের ডিজাইন, শক্তিশালী নেটওয়ার্ক সহযোগিতা এবং অভিনব সেবার মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৬ এজ গ্রাহকদেরকে স্মার্টফোন ব্যবহারের এক অভিনব অভিজ্ঞতা দিতে পারবে বলে আমার বিশ্বাস।
বিশ্ববাজারে ১০ এপ্রিল থেকে গ্যালাক্সি এস৬ ও গ্যালাক্সি এস৬ এজ পাওয়া যাবে। বাংলাদেশের বাজারে ডিভাইসগুলো এপ্রিল মাস থেকে পাওয়া যাবে এবং নির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানানো হবে

বাজারে পিওর অ্যাকুইস্টিক স্টাইলবক্স
দেশের বাজারে এসেছে পিওর অ্যাকুইস্টিক স্টাইলবক্স। তারহীন ও সহজে বহনযোগ্য এই স্পিকারটিতে রয়েছে বস্নুটুথ ৩.০ ও এনএফসি প্রযুক্তি। ফলে মুঠোফোন, ট্যাব বা ল্যাপটপ থেকে জোরালো আওয়াজে মিউজিক প্লে করা যায়। অভিজাত নকশার সাউন্ড বক্সটিতে রয়েছে ৫ ইঞ্চি আকারের সাবউফার, গ্লাস প্যানেল টাচ কন্ট্রোল, ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম শক্তিশালী ব্যাটারি। উজ্জ্বল লাল রং য়েরএই স্টাইলবক্সটি দেশের বাজারে নিয়ে এসেছে কমপিউটার সোর্স। দাম ৯ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩৪১৫৫৩

রেডহ্যাট ভার্চুয়ালাইজেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ভার্চুয়ালাইজেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে মার্চ সেশনে ভর্তি চলছে। এই কোর্স শুক্র ও শনিবার ৫৫ ঘণ্টার। প্রশিক্ষণে ওরাকল কর্তৃক স্টাডি মেটেরিয়াল, অনলাইন পরীক্ষার ডিসকাউন্ট ভাউচার ও কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

৩৯ হাজার ৫০০ টাকায় ডেল কোরআই৩ পিসি
ডেল অপটিপ্লেক্স ৩০২০ মডেলের ব্র্যান্ড পিসি বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। ইন্টেল ফোর্থ জেনারেশন কোরআই৩ প্রসেসরসম্পন্ন এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইন্টেল ৮১ চিপসেট মাদারবোর্ড, ৪ জিবি র্যা ম, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ইন্টারনাল ডেল বিজনেস অডিও স্পিকার, এইচডি ৪৪০০ গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি মনিটর, ডেল এমএস১১১ ইউএসবি অপটিক্যাল মাউস ও ডেল কেবি২১২-বি মডেলের ইউএসবি কীবোর্ড। দাম ৩৯ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩

টিম ব্র্যান্ডের নতুন ডিডিআর৪ র্যা ম
ইউসিসি বাজারে নিয়ে এসেছে টিম ব্র্যান্ডের নতুন ডিডিআর৪ ২৪০০ মেগাহার্টজ র্যা ম। ডেস্কটপ কমপিউটার আনুষ্ঠানিকভাবে ডিডিআর৪ উচ্চগতির যুগে প্রবেশ করেছে, যেখানে সর্বশেষ প্লাটফর্ম হিসেবে বাজারে এসেছে এক্স৯৯ সিরিজ মাদারবোর্ড। র্যািমটির ডাটা ট্রান্সফার ব্যান্ডউইডথ ১৯২০০ এমবি/সে. ও ডিআরএএম ক্ষমতা ৫১২এক্স৮। এটি কম ভোল্টেজে ব্যবহার করা যায়। এদিকে ডিডিআর৪ মেমরি আরও সহজে ডিডিআর৩ থেকে ক্ষমতা প্রসারিত করা যায়। টিম গ্রুপ ডিডিআর৪ ২৪০০ ১৬-১৬-১৬-৩৯ র্যা ম বাজারে ছেড়েছে, যা ৪ গিগাবাইট/৮ গিগাবাইট আকারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

রেডহ্যাট এন্টারপ্রাইজ ট্রেনিং
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টারিং অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। মার্চ মাসে চারটি ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

গ্লোবাল ব্র্যান্ড ও ইনস্টার বিডির চুক্তি স্বাক্ষর
গ্লোবাল ব্র্যান্ড সম্প্রতি ইনস্টার বিডির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। গ্লোবাল ব্র্যান্ড তাদের ‘স্পেস’ নামের হোটেল ও রিসোর্ট সম্পর্কিত একটি প্রজেক্টের যাবতীয় তথ্য ও প্রযুক্তি সম্পর্কিত সেবা দেবে। অনুষ্ঠানে গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজার আকরাম হোসেন ও কর্পোরেট এজিএম ইউসুফ পাটোয়ারী এবং ইনস্টার বিডির চেয়ারম্যান আরমান হক ও পরিচালক এসএনআর তৌফিকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এসার নোটবুক ও ট্যাবলেটে গ্যালারি টি-শার্ট ফ্রি
বিশ্বের শীর্ষস্থানীয় কমপিউটার নির্মাতা এসার ব্র্যান্ডের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উপলক্ষে নিয়ে এলো ‘এসার-রোয়ার লাইক টাইগার্স’ অফার। এ অফারের আওতায় এসারের যেকোনো নোটবুক অথবা ট্যাবলেট কিনে নিশ্চিত উপহার হিসেবে ক্রেতারা পাবেন একটি করে এসার ব্র্যান্ডেড গ্যালারি টি-শার্ট। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অফার চলবে বিশ্বকাপ চলাকালীন সময়। বিস্তারিত তথ্য জানা যাবে ০১৯১৯২২২২২২ নম্বরে। এছাড়া এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের ওয়েবসাইট (www.etlbd.net) ও ফেসবুক পেজ (facebook.com/etlbd) থেকেও জানা যাবে অফার ও এসার পণ্যের নানা তথ্য




এসইও কোর্সে ভর্তি
বর্তমানে আইটিতে ফ্রিল্যান্সিং, ইন্টারনেটে আয় এবং আউটসোর্সিং কাজের চাহিদার ভিত্তিতে আইবিসিএস-প্রাইমেক্সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

টুইনমসের নতুন ট্যাবলেট বাজারে
বাজারে এসেছে টুইনমস ব্র্যান্ডের টি১০৩জিকিউ২ মডেলের টুইনট্যাব। ১.৩ গিগাহার্টজ কোয়ার্ড কোর প্রসেসরসম্পন্ন ট্যাবলেটটিতে রয়েছে অ্যান্ড্রয়িড ৪.৪ (কিটক্যাট) অপারেটিং সিস্টেম থ্রিজি সিম সাপোর্ট, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১ জিবি র্যাডম, ১০.১ ইঞ্চি ডিসপ্লে, এয়ারফোন জ্যাক, বিল্টইন মাইক্রোফোন ও ৬৪০০ মিনি অ্যামপ্লিফায়ার ব্যাটারি। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২১ হাজার ৫০০ টাকা । যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৮৭

ডেল নোটবুকে অ্যান্টিভাইরাস ফ্রি
ডেল বাংলাদেশ ও বাংলাদেশে ডেলের অন্যতম পার্টনার রায়ান্স কমপিউটার্স ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উদযাপন করতে নিয়ে এলো ‘ডেল ব্র্যান্ড উইক’। এ অফারের আওতায় রায়ান্স কমপিউটার্স থেকে নির্দিষ্ট মডেলের ডেল নোটবুক কিনে ক্রেতারা পান ২০০ থেকে ৩০০ টাকা মোবাইল ফোন রিচার্জ বা একটি ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ফ্রি। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অফার চলে ৪ মার্চ পর্যন্ত

সাফায়ার ব্র্যান্ডের আর৯ ২৮০ গ্রাফিক্স কার্ড
ইউসিসি বাজারে এনেছে সাফায়ার ব্র্যান্ডের আর৯ ২৮০ গ্রাফিক্স কার্ড। ৩ জিবি ডিডিআর৫ সমর্থনে সক্ষম গ্রাফিক্স কার্ডটির কোর ক্লকস্পিড ৮৭০ মেগাহার্টজ বা বুস্ট করে ১০২০ মেগাহার্টজ পর্যন্ত ব্যবহার করা যায়। ২৮ ন্যানোমিটারের তৈরি কার্ডটির স্ট্রিম প্রসেসর ২০৪৮। কার্ডটির মাধ্যমে সর্বোচ্চ চারটি মনিটর কানেক্ট করা যায়। আউটপুটের জন্য রয়েছে এইচডিএমআই, ডিসপ্লে পোর্ট, ডিভিআই-ডি ও ডিভিআই-আই। এএমডি আইইনফিনিটি ২.০ থাকায় গ্রাহকেরা পাবেন থ্রিডি কোয়ালিটি ডিসপ্লে। ডুয়াল এক্স কুলিং প্রযুক্তি ব্যবহার করায় গ্রাফিক্স কার্ডটি কোনো ধরনের শব্দ ও হিট ছাড়াই ব্যবহার করা যায়। এটি উইন্ডোজ ৮.১ ভার্সন সাপোর্ট করে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

প্রোলিঙ্ক ডিসপ্লে রাউটার
পাঁচ ঘণ্টা পর্যন্ত পাওয়ার সাপোর্ট সুবিধার ডিসপ্লেনির্ভর ভ্রাম্যমাণ রাউটার দেশের বাজারে এনেছে কমপিউটার সোর্স। প্রোলিঙ্ক পিআরটি৭০০৬এইচ মডেলের এই রাউটারটিতে রয়েছে হটস্পট তৈরির সুবিধা। ফলে ২১.৬ এমবিপিএস পর্যন্ত গতিতে একটি সিমের সংযোগ থেকে একই সময়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ ১০ জন। নকশায় ডিম্বাকৃতির এই হালকা-পাতলা রাউটারটি অনায়াসে পকেটে রেখেই ব্যবহার করা যায়। ওএলইডি ডিসপ্লের মাধ্যমে চলতি পথে ডিভাইসের চার্জ থেকে শুরু করে ওয়াইফাই ও ইন্টারনেটের গতির মতো গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় সহজেই। স্মার্টফোনের ওপর বাড়তি চাপ কমিয়ে একাধিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় প্রোলিঙ্ক পিআরটি৭০০৬এইচ রাউটারটির দাম ৩ হাজার ৪০০ টাকা। থাকছে এক বছরের বিক্রয়োত্তর সুবিধা। যোগাযোগ : ০১৭৩০০০০২৭৯

ডেল নোটবুকে অ্যান্টিভাইরাস ফ্রি
ডেল বাংলাদেশ ও বাংলাদেশে ডেলের অন্যতম পার্টনার রায়ান্স কমপিউটার্স ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উদযাপন করতে নিয়ে এলো ‘ডেল ব্র্যান্ড উইক’। এ অফারের আওতায় রায়ান্স কমপিউটার্স থেকে নির্দিষ্ট মডেলের ডেল নোটবুক কিনে ক্রেতারা পান ২০০ থেকে ৩০০ টাকা মোবাইল ফোন রিচার্জ বা একটি ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ফ্রি। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অফার চলে ৪ মার্চ পর্যন্ত
অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। ৮০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক পরিচালনায় থাকবেন অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষায় শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক মহেশ পান্ডের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়েছে। ৭ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। চলতি মাসে আইটিআইএল ১১তম ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

আসুস ওয়ার্ল্ড কাপ বাম্পার অফার
বিশ্বখ্যাত ‘আসুস’ ব্র্যান্ডের বাংলাদেশে একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড ২০ ফেব্রুয়ারি থেকে আসুস ক্রেতাদের জন্য ‘আসুস ওয়ার্ল্ড কাপ বাম্পার অফার’ নামে বিশেষ প্রমোশনের ঘোষণা করেছে। এই প্রমোশনের আওতায় আসুস ‘নোটবুক’ অথবা ‘ট্যাব’ কিনলেই ক্রেতারা পাচ্ছেন স্ক্র্যাচকার্ড। এই স্ক্র্যাচকার্ডেই আসুস ক্রেতারা জিতে নিতে পারেন ফোনপ্যাড, স্পিকার, মোবাইল ফোন, পেনড্রাইভ ও টি-শার্টসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। অফারটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯০০

রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন রেডহ্যাট ইন্ডিয়া কর্তৃক অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

এইচপি ২৮০ জি১ এমটি ব্র্যান্ড পিসি বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ২৮০ জি১ এমটি মডেলের নতুন ব্র্যান্ড পিসি। ইন্টেল ফোর্থ জেনারেশন কোরআই৩ প্রসেসরসম্পন্ন এই পিসিতে রয়েছে ইন্টেল এইচ৮১ চিপসেট মাদারবোর্ড, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর, এইচপি ইউএসবি কীবোর্ড ও এইচপি ইউএসবি মাউস। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৮ হাজার টাকা। পিসিটি উইন্ডোজ ৮.১ প্রফেশনাল দিয়ে পাওয়া যাচ্ছে ৪৮ হাজার টাকায়। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩

গিগাবাইট জিএ-জেড৯৭এক্স-এসওসি ফোর্স মাদারবোর্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট জিএ-জেড৯৭এক্স-এসওসি ফোর্স মডেলের মাদারবোর্ড। ইন্টেলের চতুর্থ ও পঞ্চম জেনারেশনের প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডটিতে রয়েছে ফোরওয়ে প্রিমিয়াম ক্রসফায়ার সাপোর্ট, ডিজিটাল সিপিইউ পাওয়ার ডিজাইন, সাটা এক্সপ্রেস সাপোর্ট, কিলার ই২২০০ গেমিং নেটওয়ার্কিং, ২এক্স কপার পিসিবি ডিজাইন, রিয়েলটেক এএলসি১১৫০ অডিও, বিল্টইন অডিও এমপ্লিফায়ার, নিউ হিটসিঙ্ক ডিজাইন, লং লাইফস্প্যান ডিউরেবল ব্ল্যাক সলিড ক্যাপস ও ডুয়াল বায়োস সুবিধা। দাম ২৩ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮

বিনামূল্যে অ্যাপাসার পাওয়ার ব্যাংক
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে কমপিউটার সোর্সের ফেসবুকবন্ধু পেজে চলছে ‘গেস অ্যান্ড উইন’ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিয়ে সম্ভাব্য বিজয়ী দল ও ম্যাচসেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করে প্রতি ম্যাচে অ্যাপাসার পাওয়ার ব্যাংক বি-৫১০ উপহার পাচ্ছেন অংশগ্রহণকারীরা। সঠিক অনুমানকারীদের মধ্যে প্রতি ম্যাচে দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত দুইজনের হাতে তুলে দেয়া হচ্ছে স্মার্টফোন বা ট্যাব ব্যবহারকারীদের প্রয়োজনীয় এই ডিভাইসটি। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে সঠিক অনুমান করায় পুরস্কার পেয়েছেন ঢাকার ওমর শরীফ অনিক ও আল মামুন। কমপিউটার সোর্সের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কমপিউটার সোর্সের পরিচালক এইউ খান জুয়েল। এর আগে ঢাকা, চট্টগ্রাম ও টাঙ্গাইল থেকে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে। প্রতিযোগিতার অংশ নিতে কমপিউটার সোর্সের ওয়েব পেজ (www.computersourcebd.com) থেকে অথবা computersourcebd.com/games/ icc_wc15/guess_n_win লিঙ্কে গিয়ে ফেসবুক থেকে লগইন করতে হবে। ম্যাচ শুরুর ১৫ মিনিট আগ পর্যন্ত নিজের অনুমানের কথা জানাতে পারেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। খেলা শেষ হওয়ার পরবর্তী ঘণ্টায় ফেসবুক পেজে বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে। নিকটবর্তী কমপিউটার সোর্স কার্যালয় থেকে পুরস্কার বুঝে নিতে পারবেন বিজয়ীরা

রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি
রেডহ্যাট লিনআক্সের বেস্ট ট্রেনিং ও এক্সাম পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি চলছে। ১০৪ ঘণ্টার এই কোর্সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক ও সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্ভার কনফিগারেশন প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

ট্রান্সসেন্ড ৮৮০ ইউএসবি ৩.০ ওটিজি ফ্ল্যাশ ড্রাইভ
ইউসিসি বাজারে এনেছে ৮৮০ ইউএসবি ৩.০ ওটিজি ফ্ল্যাশ ড্রাইভ। মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাবে এটি ব্যবহার করা যায়। এতে দুটি পোর্ট রয়েছে। একটি সাধারণ ইউএসবি পোর্ট ও অন্যটি মাইক্রো ইউএসবি পোর্ট। ফলে এটি মোবাইল ও পিসিতে সমানভাবে ব্যবহার করা যায়। মোবাইল থেকে আপনার ব্যক্তিগত ফাইল, ইমেজ ও ভিডিও ইত্যাদি ট্রান্সফারের জন্য এটি ইউএসবি ৩.০ সাপোর্ট দেবে। মোবাইল মেমরি ও মাইক্রোএসডি কার্ড পূর্ণ হওয়ার পরও নতুন করে ছবি তুলতে আপনাকে সাহায্য করবে এটি। পণ্যটি ১৬ জিবি, ৩২ জিবি ও ৬৪ জিবি আকারে ইউসিসিসহ বাংলাদেশের অন্য ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

রেডহ্যাট সার্ভার ট্রেনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট সার্ভার হার্ডেনিং ট্রেনিংয়ে তৃতীয় ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্সটি শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

রেডহ্যাট ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

এএসপি ডটনেট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সফটওয়্যার ডেভেলপমেন্টে এএসপি ডটনেট ইউজিং সি# কোর্সে ভর্তি চলছে। কোর্সটিতে এজেএএক্স, জেকুয়েরি, এনটিটি ফ্রেমওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট ও এসকিউএল সার্ভার প্রজেক্টসহ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

লেনোভোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর সাকিব আল হাসান
বিশ্বের বৃহত্তম কমপিউটার নির্মাতা এবং স্মার্টফোন ও ট্যাবলেটের জগতে ইমার্জিং ব্র্যান্ড লেনোভো ক্রিকেট বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব আর হাসানকে বাংলাদেশে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে। সাকিব সম্প্রতি ক্রিকেটের তিনটি ধারাতেই বিশ্বসেরা হয়েছেন, যিনি এখন তরুণ সমাজের ‘আইকন’। এ ঘোষণার মধ্য দিয়ে বিশ্বের এক নাম্বার কমপিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনেভোর সাথে যুক্ত হলেন সাকিব আল হাসান। লেনেভোর দুর্দান্ত স্টাইল ও কার্যকারিতার ওপর সাকিবের আস্থা রয়েছে। তার দক্ষতা ও খ্যাতির সাথে লেনেভোর ব্র্যান্ড ইমেজের সমন্বয় অনন্য।
লেনেভো ভারতের ডিরেক্টর-মার্কেটিং ভাস্কর চৌধুরী বলেন, সাকিব সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীর কাছে জনপ্রিয়। দিন দিন তার জনপ্রিয়তা আরও বাড়ছে। তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি, যারা বেড়ে উঠছে বিশ্বসেরা প্রযুক্তি ও প্রযুক্তিপণ্যকে সঙ্গী করে। তিনি বলেন, সাকিবের সাথে যুক্ত হওয়ায় বাংলাদেশের তরুণ ক্রেতাদের কাছে লেনেভো ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আগের চেয়ে বাড়বে। দক্ষেণ এশিয়ার মধ্যে প্রযুক্তিপণ্যের অন্যতম বাজার বাংলাদেশ এবং লেনেভোর কিছু পণ্যের জন্য যথেষ্ট উপযোগী।
সাকিব আল হাসান বলেন, বৈশ্বিক প্রযুক্তিনির্ভর কোম্পানি লেনোভোর সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। লেনেভো পিসি, ট্যাবলেট ও স্মার্টফোনের জগতে অলরাউন্ডার। তাই তাদের সাথে আমার যুক্ত হওয়াটা অর্থপূর্ণ। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমাদের দেশের তরুণরা সুযোগ পেলে আরও সামনে এগিয়ে যেতে পারবে। প্রযুক্তির মাধ্যমেই তারুণ্যের ক্ষমতায়ন এবং বিশ্বের সাথে সেতুবন্ধন তৈরির সুযোগ রয়েছে। লেনেভো বিশ্বমানের পণ্য তৈরিতে প্রতিশ্রম্নতিবদ্ধ ও প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করায় তরুণদের সে সুযোগ সহজ হয়েছে

স্মার্ট টেকনোলজিসে ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে ১৩ ইঞ্চি অ্যাপলের ম্যাকবুক প্রো ল্যাপটপ। ইন্টেল কোরআই৫ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ৮ জিবি ডিডিআর৩ র্যা ম, ২৫৬ জিবি ফ্ল্যাশ স্টোরেজ, ইন্টেল আইরিশ গ্রাফিক্স, ৭২০ পিক্সেল ফেস টাইম এইচডি ক্যামেরা, ১৩.৩ ইঞ্চি ডায়াগোনাল রেটিনা ডিসপ্লে, ফুল সাইজ ব্যাকলিট কীবোর্ড, মাল্টিটাচ ট্র্যাক প্যাডসহ অন্যান্য সুবিধা। ল্যাপটপটিতে ৯ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১ লাখ ৪৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯

স্যামসাং জেড১ মডেলের ফোন বাজারে
স্যামসাং জেড১ মডেলের মোবাইল ফোন বাজারে নিয়ে এসেছে স্যামসাংয়ের পরিবেশক স্মার্ট টেকনোলজিস। এ উপলক্ষে একটি বিশেষ ঘোড়ার গাড়ির রোড শো আয়োজন করা হয়। রোড শোতে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, স্যামসাং মোবাইলের পণ্য ব্যবস্থাপক আলমগীর রহমান সাগর, স্যামসাং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মাহফুজুর রহমান পাটোয়ারী প্রমুখ। স্যামসাং জেড১ স্মার্টফোনে রয়েছে ডুয়াল কোর প্রসেসর, এলইডি ফ্ল্যাশসহ ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি মেমরি, ৭৬৮ মেগাবাইট র্যায়ম ও ১৫০০ মিনি অ্যামপ্লিফায়ার ব্যাটারিসহ প্রয়োজনীয় ফিচার। দাম ৬ হাজার ৯০০ টাকা

স্মার্ট টেকনোলজিসে ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে ১৩ ইঞ্চি অ্যাপলের ম্যাকবুক প্রো ল্যাপটপ। ইন্টেল কোরআই৫ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ৮ জিবি ডিডিআর৩ র্যা ম, ২৫৬ জিবি ফ্ল্যাশ স্টোরেজ, ইন্টেল আইরিশ গ্রাফিক্স, ৭২০ পিক্সেল ফেস টাইম এইচডি ক্যামেরা, ১৩.৩ ইঞ্চি ডায়াগোনাল রেটিনা ডিসপ্লে, ফুল সাইজ ব্যাকলিট কীবোর্ড, মাল্টিটাচ ট্র্যাক প্যাডসহ অন্যান্য সুবিধা। ল্যাপটপটিতে ৯ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১ লাখ ৪৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯

ট্রান্সসেন্ড ১২৮ জিবি ইউএসবি ৩.০ ফ্ল্যাশ ড্রাইভ
ইউসিসি বাজারে এনেছে সর্বোচ্চ ১২৮ জিবি ধারণ ক্ষমতাসম্পন্ন ৭৯০ ইউএসবি ৩.০ ফ্ল্যাশ ড্রাইভ। এটি ল্যাপটপ ও ডেস্কটপে ব্যবহার করা যাবে। ফ্ল্যাশ ড্রাইভটির মাধ্যমে গতানুগতিক ইউএসবি ২.০ গতির চেয়ে ১০ গুণ বেশি গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে। এতে আছে এলইডি ইউজেস লাইট সংবলিত ইনডিকেটর, যা আপনার সংযোগ পাওয়া-না পাওয়া সহজেই জানিয়ে দেবে। পণ্যটি সর্বোচ্চ ১২৮ জিবিসহ ৬৪ জিবি, ৩২ জিবি ও ১৬ জিবি আকারে ইউসিসির নির্ধারিত ডিলার শপে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

পান্ডা সিকিউরিটির ব্র্যান্ড পরিচয়ের পরিবর্তন
স্পেনের বিশ্ববিখ্যাত অ্যান্টিভাইরাস কোম্পানি ‘পান্ডা সিকিউরিটি’ সম্প্রতি তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বব্যপী নতুন কর্পোরেট পরিচয় উন্মোচন করে। সহজ ধারণার ওপর ভিত্তি করে এই পরিবর্তন আনা হয়। ‘সজীবতা’ ও ‘সাধারণতা’ নির্দেশকসম্পন্ন নতুন এই কর্পোরেট পরিচয় ব্র্যান্ডের দাম বৃদ্ধি ও কার্যকারিতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নতুন পান্ডা অ্যান্টিভাইরাস প্রো-২০১৫ এক্সএমটি ইঞ্জিন ব্যবহার করে যেকোনো প্রযুক্তি ডিভাইসের সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করে। এই পরিবর্তন একটি নতুন পান্ডা সিকিউরিটির আবির্ভাব ঘটাল। উল্লেখ্য, পান্ডাই সর্বপ্রথম বিশ্বে ক্লাউড অ্যান্টিভাইরাসের উদ্ভাবক

আসুস কে৫৫৫এলএ ৪২১০ইউ ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছে চতুর্থ জেনারেশনের ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ এবং ১.৭০ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন আসুসের কে৫৫৫এলএ-৪২১০ইউ মডেলের নতুন ল্যাপটপ। এতে রয়েছে ৪ জিবি র্যােম, ১০০০ জিবি স্টোরেজ, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ওয়েব ক্যামেরা ও সুপার মাল্টিডিভিডি অপটিক্যাল ড্রাইভ। রয়েছে থ্রি-ইন-ওয়ান কার্ড রিডার সিস্টেম ও দুটি ইউএসবি পোর্ট। এই ল্যাপটপটির ওজন ২.১০ কেজি, যা খুব সহজেই বহনযোগ্য। এতে ব্যবহার হয়েছে পলিমার ব্যাটারি, চিকলেট কীবোর্ড ও এইচডি ৪৪০০ ভিডিও গ্রাফিক্স। দাম ৪৮ হাজার ৮০০ টাকা । যোগাযোগ : ০১৯১৫-৪৭৬৩৩৩

গিগাবাইট জিএ-বি৮৫এম-এইচডি৩ মাদারবোর্ড বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট জিএ-বি৮৫এম-এইচডিথ্রি মডেলের মাদারবোর্ড। ইন্টেল ফোর্থ জেনারেশন প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডে রয়েছে গিগাবাইট হাইব্রিড ডিজিটাল পাওয়ার ইঞ্জিন, ডুয়াল বায়োস, আল্ট্রা ডিউরেবল টেকনোলজি, অনবোর্ড এক্সেলারেশন, ইউএসবি ৩.০, ইউএসবি ডিভাইসে অন-অফ চার্জ টেকনোলজি, ল্যান, এইচডিএমআই পোর্ট, ডিভিআইসহ অন্যান্য সুবিধা। দাম ৬ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮

এএমডি এফএক্স ৮৩৫০ প্রসেসর
দেশে এএমডির বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি নিয়ে এসেছে এএমডির এফএক্স ৮৩৭০ প্রসেসর। পাইল ড্রাইভার প্রযুক্তিতে তৈরি ৮ কোর সিরিজের ১৬ এমবি ক্যাশ ও ১২৫ ওয়াটের প্রসেসরটি এএম৩+ সকেটের মাদারবোর্ড ব্যবহারোপযোগী। এফএক্স ৮১২০-এর আপডেট ভার্সন হিসেবে আসা প্রসেসর এফএক্স ৮৩৫০-কে ইন্টেল আই৭ ৩৭৭০-কে-এর সমতুল্য বলা হয়ে থাকে। সিপিউটির গতি ৪.০ গিগাহার্টজ (টার্বো মোডে যার গতি বাড়ানো যায় ৪.৩ গিগাহার্টজ পর্যন্ত)। এতে এল২ ও এল৩ নামে দুই ধরনের ক্যাশ মেমরি রয়েছে, যার একটি ৮এমবি এল২ ক্যাশ ও অন্যটি ৮এমবি এল৩ ক্যাশ। প্রসেসরটি চালাতে বিদ্যুৎ খরচ হবে ১২৫ ওয়াট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

বাজারে ডেল গেমিং ল্যাপটপ
গেমারদের জন্য ডেল ৭৪৪৭ মডেলের ল্যাপটপ দেশের বাজারে এনেছে কমপিউটার সোর্স। ইন্সপায়রন সিরিজের ল্যাপটপটির পর্দার আকার ১৪ ইঞ্চি। পর্দাটি ‘অ্যান্টিগেস্নয়ার’ হওয়ায় এতে বাইরের কোনো ছায়া প্রতিফলিত হয় না। আর এর সাবউফারসহ দুটি স্পিকার দেয় দুর্দান্ত শব্দানুভূতি। চতুর্থ প্রজন্মের এই ল্যাপটপটিতে রয়েছে এইচ সিরিজের ৩.৫ পর্যন্ত গিগাহার্টজ গতির কোরআই৫ প্রসেসর ও ৪ জিবি এনভিডিয়া জিফোর্স ডিডিআর৩ গ্রাফিক্স, যা গেমারদের দেবে দুর্দান্ত অভিজ্ঞতা। চাইলে এর ৪ জিবি র্যািম ১৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন হার্ডকোর গেমার। ল্যাপটপটিতে রয়েছে ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক। সাথে আছে এইচডি ওয়েবক্যাম, এইচডিএমআই, ডিভিডি ড্রাইভ, বস্নু-টুথ ৪.০, ইউএসবি ২.০ ও ৩.০ পোর্ট ও সিকিউরিটি লক। এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ল্যাপটপটির সাথে রয়েছে অরিজিনাল ক্যারিকেস। দাম ৭৪ হাজার ২০০ টাকা। যোগাযোগ : ০১৭৩ ৩৩৪১৬৩

পিএইচপি-মাইএসকিউএল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রফেশনাল পিএইচপি কোর্সে মার্চ সেশনে ভর্তি চলছে। কোর্সের সময়সীমা ৯০ ঘণ্টা, যার মধ্যে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট অন্তর্ভুক্ত। পিএইচপির নিজস্ব সিলেবাসের পাশাপাশি রয়েছে অ্যাজাক্স, জেকুয়েরি, জুমলা ও অ্যাডভান্স অবজেক্ট অরিয়েন্টেড টেকনিক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

সাবেরটুথ জেড৯৭ মার্ক এস নতুন মাদারবোর্ড
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের সাবেরটুথ জেড৯৭ মার্ক এস নতুন মাদারবোর্ড। এতে রয়েছে ইন্টেল জেড৯৭ চিপসেট, যা ইন্টেল ১১৫০ সকেটের আসন্ন পঞ্চম প্রজন্ম ও বর্তমানে বিদ্যমান চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৭/৫/৩, পেন্টিয়াম, সেলেরন প্রভৃতি প্রসেসর সমর্থন করে। এই মাদারবোর্ডটিতে মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট ব্যবহার হয়েছে। এতে থার্মাল রাডার-২, টিইউএফ ফরটিফায়ার এবং টিইউএফ আইসিই নামে দুটি মাইক্রোচিপস ব্যবহার হয়েছে। যোগাযোগ : ০১৭১৩-২৫৭৯৩৮

হুয়াওয়ে মিডিয়া প্যাড বাজারে
দেশে হুয়াওয়ে ব্র্যান্ডের তিনটি মডেলের মিডিয়া প্যাড বাজারে ছেড়েছে ইউসিসি। মডেল তিনটি হচ্ছে মিডিয়া প্যাড ইয়ুথ২, মিডিয়া প্যাড এম১ ও মিডিয়া প্যাড এক্স১। মিডিয়া প্যাড ইয়ুথ২ সিস্নম, ওজনে হালকা ও মেটালিক বডিতে তৈরি। এছাড়া এর কোয়াড কোর দেবে উচ্চক্ষমতাসম্পন্ন পারফরম্যান্স। এর মাধ্যমে ২জি/৩জি কল করার পাশাপাশি ব্যাটারির চার্জ থাকবে দীর্ঘক্ষণ। মিডিয়া প্যাড এম১ দেবে সামনের দিকে ডুয়াল স্পিকার, যা গ্রাহকদের মুভি দেখা এবং গান শোনার অভিজ্ঞতাকে করবে প্রাণবন্ত। ৮ ইঞ্চির ডিসপ্লে দেবে এইচডি কোয়ালিটি ডিসপ্লে। এছাড়া অ্যালুমিনিয়াম বডির পাশাপাশি হালকা সিস্নম ডিজাইন। মিডিয়াপ্যাড এক্স১-এ আছে ৭ ইঞ্চি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। থাকছে ২ জিবি র্যালম ও ১৬ জিবি রম। প্রতিটি পণ্যের সাথে পাওয়া যাবে ফ্রি ফ্লিপ কভার। এছাড়া এম১ ও এক্স১-এর সাথে রয়েছে ফ্রি মেমরি কার্ড। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

ট্রান্সসেন্ডের মাইক্রো এসডি ও এসডি কার্ড
ইউসিসি বাজারজাত এনেছে ট্রান্সসেন্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মাইক্রো এসডি ও এসডি কার্ড। মোবাইল ফোন, ই-বুক, ট্যাবলেট পিসি অথবা পোর্টেবল গেমিং কন্সোল, ভিডিও ক্যামেরা ব্যবহারকারীদের কথা বিবেচনা করে মূলত এসব পণ্য বাজারে সরবরাহ করছে। অ্যাডাপ্টার যুক্ত থাকায় মাইক্রো এসডি কার্ড থেকে এসডি কার্ড কনভার্ট করে ক্যামেরাতেও ব্যবহার করা যায়। বিল্টইন এরর কারেক্টটিং কোড (ইসিসি) থাকায় ট্রান্সফারের সময় কোনো ঝামেলা ছাড়াই ডাটা ট্রান্সফার করা যায়। রিকভারি-এক্স থাকায় হারিয়ে যাওয়া ডাটা পুনরুদ্ধার করা যায়। বর্তমানে চার ধরনের মাইক্রো এসডি কার্ড বাজারে সরবরাহ করছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৫ - মার্চ সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস