• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ইন্টারনেট ব্যান্ডউইডথ শেয়ারিং ও ম্যানেজমেন্ট মাইক্রোটিক রাউটার
লেখক পরিচিতি
লেখকের নাম: মোহাম্মদ ইশতিয়াক জাহান
ইমেইল:rony446@yahoo.com:
মোট লেখা:৮৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৫ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
নেটওয়ার্ক
তথ্যসূত্র:
নেটওয়ার্ক সিস্টেম
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ইন্টারনেট ব্যান্ডউইডথ শেয়ারিং ও ম্যানেজমেন্ট মাইক্রোটিক রাউটার
মাইক্রোটিক রাউটারের পরিচিতি সম্পর্কে ইতোমধ্যে গত সংখ্যায় আলোচনা করা হয়েছে। মাইক্রোটিক রাউটারের সুবিধা অনেক। কমপিউটারে মাইক্রোটিক রাউটারের অপারেটিং সিস্টেম ইনস্টল করে মাইক্রোটিক রাউটারের সুবিধা নিতে পারেন অথবা মাইক্রোটিক রাউটার বোর্ড কিনেও এর সুবিধা নিতে পারেন। ১০ এমবিপিএস ব্যান্ডউইডথকে আপনি সহজেই মাইক্রোটিক RB450G রাউটার দিয়ে কন্ট্রোল করাসহ অন্যান্য ফিচারের স্বাদ নিতে পারেন। প্রাথমিক পর্যায়ে এর ব্যবহার শেখার জন্য আপনার উচিত হবে মাইক্রোটিক আইএসও ব্যবহার করা। হয়তো ভাবছেন এর জন্য কমপিউটার পাবেন কীভাবে। এর সমাধান সহজ। বর্তমানে ভার্চুয়াল পিসি, ভিএমওয়্যার বা ভার্চুয়াল বক্স সফটওয়্যার দিয়ে কমপিউটারে বসে মাইক্রোটিক রাউটারের সুবিধাগুলো দেখে নিতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারেন। এসব সফটওয়্যার ইন্টারনেট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। পাঠকের সুবিধার্থে ভার্চুয়াল বক্সে মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের ইনস্টলেশনের ধাপগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মাইক্রোটিক অপারেটিং সিস্টেম ডাউনলোড : কমপিউটারে বা ভার্চুয়াল বক্সে মাইক্রোটিক রাউটারের অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আপনার প্রয়োজন হবে মাইক্রোটিক আইএসও ফাইল। একদিন মেয়াদের ট্রায়াল ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন মাইক্রোটিকের ওয়েবসাইটে থেকে। এর জন্য আপনার ওয়েব ব্রাউজারটি চালু করে www.mikrotik.com সাইটে ভিজিট করে ডাউনলোড মেনুতে যান। এবার যে পেজটি প্রদর্শিত হবে এর ডাউনলোড মাইক্রোটিক সফটওয়্যার প্রোডাক্টসের নিচে থাকা রাউটার ওএস অংশের এক্স৮৬-এর ওপর ক্লিক করুন। এতে আইএসও’র সর্বশেষ সংস্করণের প্যাকেজগুলো দেখাবে। এখান থেকে সিডি ইমেজে ক্লিক করলে আইএসও’র ডাউনলোড শুরু হবে। টিউটোরিয়ালে ডাউনলোড করা আইএসও’র ভার্সন হচ্ছে mikrotik-5.20.iso। এবার মাইক্রোটিকের ডাউনলোড পেজের Useful tools and utilities অংশ থেকে Winbox version 3.0beta3 টুলটি ডাউনলোড করে নিন। উইনবক্স টুল দিয়ে গ্রাফিক্যাল মোডে মাইক্রোটিকের কনফিগারেশনও ব্যবহার করতে পারবেন। এই উইনবক্স টুল ও মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের আইএসও আপনার কমপিউটারের ড্রাইভ-ডি-তে মাইক্রোটিক নামে ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভেতর রাখুন।
ভার্চুয়াল বক্স : ভার্চুয়াল বক্স এমন একটি সফটওয়্যার, যা ব্যবহার করে উইন্ডোজে বসেই একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধা নিতে পারবেন। ভার্চুয়াল বক্সের হার্ডডিস্কও ভার্চুয়ালি একটি কমপিউটারের মতো কাজ করে থাকে। ফলে ইনস্টলেশনে ভুল হয়ে থাকলে আপনার পুরো কমপিউটারের ডাটার ওপর সমস্যা সৃষ্টি হবে না। বর্তমানে অনেক আইটি প্রফেশনাল, নেটওয়ার্ক প্রফেশনালরা ভার্চুয়াল বক্স, ভিএমওয়্যারের মতো টুল ব্যবহার করে লিনআক্সসহ নানা ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক জ্ঞান নিচ্ছে। যদি আপনি মাইক্রোটিকের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে ভার্চুয়াল বক্সই আপনার জন্য আদর্শ সফটওয়্যার। এ ছাড়া মাইক্রোটিক অপারেটিং সিস্টেম সিডিতে বার্ন করেও কমপিউটারে ইনস্টল করে নিতে পারেন। তবে এ ক্ষেত্রে কমপিউটারের সব ডাটা মুছে ইনস্টলেশন করতে হবে। ফলে গুরুত্বপূর্ণ ডাটা মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাইক্রোটিকে নতুন ব্যবহারকারী বা নতুন পাঠকদের সুবিধার্থে ভার্চুয়াল বক্সে কীভাবে মাইক্রোটিক ব্যবহার করে এর সুবিধা নেয়া সম্ভব, তা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ভার্চুয়াল বক্স ডাউনলোড ও ইনস্টলেশন : আপনার ওয়েব ব্রাউজারটি চালু করে www.virtualbox.org সাইটে ভিজিট করে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে ডাউনলোড পেজটি প্রদর্শিত হবে। ডাউনলোড পেজের VirtualBox 4.3.20 for Windows hosts অংশের x86/amd64 লিঙ্কের ওপর ক্লিক করলে ভার্চুয়াল বক্সের ৪.৩.২০ ভার্সনটির ডাউনলোড শুরু হবে। ডাউনলোড সম্পন্ন হওয়ার পর সাধারণ সফটওয়্যারের মতো ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি কমপিউটারে ইনস্টল করে নিন।
ভার্চুয়াল বক্সে ভার্চুয়াল হার্ডডিস্ক তৈরি : ভার্চুয়াল বক্স সফটওয়্যারটি ব্যবহার করার আগে এর জন্য ভার্চুয়াল হার্ডডিস্ক তৈরি করে নিতে হবে। অর্থাৎ এটি একটি কমপিউটারের মতো কাজ করবে। তাই এর র্যা ম, হার্ডডিস্ক সব কিছু প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। যেকোনো অপারেটিং সিস্টেমে একই নিয়মে ইনস্টল করতে হয়। এবার ভার্চুয়াল বক্সে নতুন হার্ডডিস্ক ড্রাইভ তৈরি করা শেখা যাক। সফটওয়্যারটির ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর এর আইকনের ওপর ডাবল ক্লিক করে সফটওয়্যারটি চালু করুন। এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-১ : চালু করা ভার্চুয়াল বক্সের নিউ অপশনে ক্লিক করলে Name and Operating System নামে যে উইন্ডো প্রদর্শিত হবে, এতে নিচের তথ্যানুযায়ী পূরণ করে Next বাটনে ক্লিক করুন।
Name : mikrotik-router
Type : Other
Version : Other/Unknown
ধাপ-২ : মেমরি সাইজ অংশে ২৫৬ মেগাবাইট সিলেক্ট করুন। প্রয়োজনে আরও বাড়িয়ে নিতে পারেন। এবার হার্ডড্রাইভ অংশ থেকে Create a virtual hard drive সিলেক্ট করে Create বাটনে ক্লিক করুন।
ধাপ-৩ : হার্ডড্রাইভ ফাইল টাইপ অংশ থেকে VDI সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। Storage on physical hard drive অংশ থেকে ডায়নামিক্যালি অ্যালোকেটেড অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
ধাপ-৪ : ফাইল লোকেশন অ্যান্ড সাইজ অংশে ফাইলের সাইজ ২৫৬ মেগাবাইট টাইপ করুন এবং ডান পাশের হলুদ অ্যারো চিহ্নের ওপর ক্লিক করে ফাইলটি সেভ করার লোকেশন হিসেবে ড্রাইভ-ডি-এর মাইক্রোটিক ফোল্ডারটি সিলেক্ট করুন। এবার Create বাটনে ক্লিক করুন। চতুর্থ ধাপ সম্পন্ন করার পর ভার্চুয়াল বক্সে নিচের চিত্রের মতো ভার্চুয়াল হার্ডড্রাইভ তৈরি হবে। এখানে ডাউনলোড করা মাইক্রোটিক রাউটারটি ইনস্টল করতে হবে।
ভার্চুয়াল বক্সে মাইক্রোটিক অপারেটিং সিস্টেম ইনস্টল : অন্যান্য অপারেটিং সিস্টেমের চেয়ে মাইক্রোটিক অপারেটিং সিস্টেম ইনস্টলেশন অনেক সহজ। ভার্চুয়াল বক্সে মাইক্রোটিক অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
ধাপ-১ : ভার্চুয়াল বক্সের সেটিংস অপশনে ক্লিক করুন। বাম পাশের উইন্ডো থেকে স্টোরেজ অপশনে ক্লিক করুন।
ধাপ-২ : কন্ট্রোলার আইডিইর ওপর ক্লিক করলে (+) প্লাস সাইনে একটি অপশন প্রদর্শিত হবে। এখানে ক্লিক করে চুজ ডিস্কে ক্লিক করে শুরুর দিকে ডাউনলোড করা আইএসও ফাইলটি চিনিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করুন।
ধাপ-৩ : এবার ভার্চুয়াল বক্সের স্টার্ট অপশনে ক্লিক করলে নিচের চিত্রের মতো মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন শুরু হবে।
ধাপ-৪ : যে যে ফিচারযুক্ত ইনস্টল করতে চান, তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। প্রাথমিক পর্যায়ে সব ফিচার সিলেক্ট করার জন্য ‘a’ কী-তে চাপুন। এতে সব ফিচার সিলেক্ট হয়ে যাবে। এবার ‘i’ কী-তে ক্লিক করলে অপারেটিং সিস্টেমটির ইনস্টলেশন শুরু হবে।
ধাপ-৫ : ইনস্টলেশনের শুরুতে আপনার কাছে জানতে চাইবে পুরনো কনফিগারেশনটি রাখতে চাচ্ছেন কি না। মাইক্রোটিকে পুরনো একটি কনফিগারেশন আগে থেকেই সেট করা থাকে। যেহেতু মাইক্রোটিক অপারেটিং সিস্টেমটি নতুনভাবে কনফিগার করা শিখতে হবে, তাই ‘n’ কী টাইপ করে এন্টার চাপুন। এতে আপনাকে মেসেজ দেবে ডিস্কের সব ডাটা মুছে ইনস্টলেশন শুরু করবে কি না। আপনি ‘y’ কী টাইপ করে এন্টার চাপুন, তাহলে মাইক্রোটিকের ইনস্টলেশন শুরু হবে। ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর অপারেটিং সিস্টেমটি চালু হওয়ার জন্য রিবুট/রিস্টার্ট চাইবে। এবার এন্টার না চেপে ধাপ-৬ অনুসরণ করুন।
ধাপ-৬ : যেহেতু ভার্চুয়াল বক্সে মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন সম্পন্ন হয়েছে, তাই ধাপ-২-এ যেভাবে মাইক্রোটিক অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি সিলেক্ট করা হয়েছিল, তা মুছে দিতে হবে। এর জন্য ভার্চুয়াল বক্সের সেটিংস অপশন থেকে স্টোরেজে যেতে হবে। এবার মাইক্রোটিক আইএসওতে ক্লিক করে মাইনাস (-) অপশনে ক্লিক করতে হবে। আইএসও মুছে না দিলে বারবার আপনার সামনে নতুন করে মাইক্রোটিক অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের ধাপগুলো চলে আসবে। স্টোরেজ থেকে আইএসও মুছে দেয়ার পর ধাপ-৫-এ অবস্থিত রিবুটের জন্য এন্টার চাপলে অপারেটিং সিস্টেমটি চালু হবে।
মাইক্রোটিক অপারেটিং সিস্টেমে লগইন : মাইক্রোটিক অপারেটিং সিস্টেমে ফল্ট ইউজার নেম হচ্ছে ধফসরহ এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক অর্থাৎ কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না। ইউজার নেম হিসেবে ইনস্টল করা অপারেটিং সিস্টেমে admin টাইপ করে এন্টার চাপুন। পাসওয়ার্ড অংশ আসার পর কোনো কিছু টাইপ না করে আবার এন্টার চাপলে নিচের চিত্রের মতো উইন্ডো প্রদর্শিত হবে।
ভার্চুয়াল বক্স কী, কীভাবে ভার্চুয়াল বক্সে মাইক্রোটিক ইনস্টল করতে হয়, এসব ধাপ এবারের সংখ্যায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। মাইক্রোটিকের ব্যবহার ও ইনস্টলেশনগুলো খুব সহজ, তবে এর জন্য কয়েকবার প্র্যাকটিস করতে হবে। বিস্তারিত জানার জন্য গুগলে সার্চ করতে পারেন
ফিডব্যাক : rony446@yahoo.com

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটির সহায়ক ভিডিও
২০১৫ - ফেব্রুয়ারী সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস