নেটওয়ার্কের কমপিউটারগুলো পরিচালনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কমপিউটারগুলো একটি নির্দিষ্ট ডোমেইনের ভেতরে নিয়ে আসা৷ তাহলে এই ডোমেইন বা সার্ভার কমপিউটার হতে ক্লায়েন্ট সাইডের সব কমপিউটার নিয়ন্ত্রণ করা যাবে খুব সহজে৷ কমপিউটার জগৎ-এর গত সংখ্যায় উইন্ডোজ ২০০০/২০০৩ সার্ভারে এক্টিভ ডিরেক্টরির সম্পর্কে ও সেটআপ করা নিয়ে আলোচনা করা হয়েছে৷ এবারের সংখ্যায় এই এক্টিভ ডিরেক্টরি ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে৷ এখানে এক্টিভ ডিরেক্টরি বা ডোমেইন কন্ট্রোলারে কি করে কমপিউটার বা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং তা নিয়ন্ত্রণ করা যায় তা দেখানো হয়েছে৷ আসুন আমরা ধাপে ধাপে পদ্ধতিগুলো দেখে নেই৷
প্রথমে ধরে নিচ্ছি আপনার সার্ভারে এক্টিভ ডিরেক্টরি সেটআপ করা আছে৷ যাদের কমপিউটারে এক্টিভ ডিরেক্টরি সেটআপ করা নেই তারা কমপিউটার জগৎ-এর জুলাই ২০০৮ সংখ্যাটি দেখে নিতে পারেন৷
এক্টিভ ডিরেক্টরির ডোমেইনে নতুন ইউজার যুক্ত করা
ধাপ-১ :
প্রথমে কমপিউটারে এডমিনিস্ট্রেটর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন৷ এক্টিভ ডিরেক্টরি ইউজারস অ্যান্ড কমপিউটারস কন্সোল চালু করার জন্য প্রথমে স্টার্টে ক্লিক করে এডমিনিস্ট্রেটর টুলসে গিয়ে এক্টিভ ডিরেক্টরি ইউজারস অ্যান্ড কমপিউটারসে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে৷ এই উইন্ডোর বাম পাশে আপনার ক্রিয়েট করা ডোমেইনের নাম ও তথ্যাদি দেখাবে৷ এই ডোমেইনের ইউজারস-এর ওপর ডান ক্লিক করে নিউ থেকে ইউজার সিলেক্ট করুন৷
ধাপ-২ :
ইউজার ক্রিয়েট করার জন্য নিউ অবজেক্ট-ইউজার উইন্ডো ওপেন হবে৷ এখান থেকে ইউজারের নাম, লগঅন নেম ও অন্যান্য তথ্য দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন৷ এখন ওপেন হওয়া উইন্ডোতে ইউজারের পাসওয়ার্ড এন্ট্রি দিতে হবে৷ ধরি, RONY নামে একজন ইউজার ক্রিয়েট করা হয়েছে৷ ইউজার ইনফরমেশনে এন্ট্রি দেয়ার উইন্ডোতে বেশ কিছু অপশন প্রদর্শন করবে :
০১. ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগঅন : এই অপশনটি সিলেক্ট করলে ইউজার যখন প্রথমবার লগইন করবে তখন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য মেসেজ দেবে৷
০২. ইউজার ক্যাননট চেঞ্জ পাসওয়ার্ড : এই অপশনে সিলেক্ট করে দিলে ইউজার কখনো তার পাসওয়ার্ড বদলাতে পারবে না৷
০৩. পাসওয়ার্ড নেভার এক্সপায়ার্ড : এই অপশন সিলেক্ট করলে পাসওয়ার্ড কখনো বাতিল বা মেয়াদোত্তীর্ণ হবে না৷
০৪. অ্যাকাউন্ট ইজ ডিজাবল : এই অপশন সিলেক্ট করে ইউজার অ্যাকাউন্টকে ডিজাবল করা যায়৷
ধাপ-৩ :
এবারের পর্যায় সেটিংসগুলো পরীক্ষা করে ফিনিশ বাটনে ক্লিক করে ইউজার ক্রিয়েট করার পদ্ধতিটি শেষ করুন৷
এক্টিভ ডিরেক্টরির ডোমেইনে কমপিউটার যুক্ত করা
ধাপ-১ :
প্রথমে কমপিউটারে এডমিনিস্ট্রেটর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা থাকতে হবে৷ প্রথমে স্টার্টে ক্লিক করে এডমিনিস্ট্রেটর টুলসে গিয়ে এক্টিভ ডিরেক্টরি ইউজারস অ্যান্ড কমপিউটারসে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে৷ এই উইন্ডোর বাম পাশে আপনার ক্রিয়েট করা ডোমেইনের নেম-এর ইউজারস-এর ওপর ডান ক্লিক করে নিউ থেকে কমপিউটার সিলেক্ট করুন৷
ধাপ-২ :
নিউ অবজেক্ট-কমপিউটার নামের উইন্ডো ওপেন হবে৷ এখানে কমপিউটারের নাম, গ্রুপের নাম দিয়ে নেক্সটে ক্লিক করুন৷ আপনার চাহিদা মতো কমপিউটারের অপশনে এন্ট্রি দিন৷ এতে কমপিউটার নেম লিস্টে নতুন কমপিউটারের নাম দেখাবে৷
ইউজার ক্রিয়েট করলে নামের পাশে মানুষের আইকন দেখা যাবে এবং কমপিউটার ক্রিয়েট করলে নামের পাশে কমপিউটারের আইকন দেখা যাবে৷
ইউজারকে কোনো গ্রুপের সদস্য করা
অনেক সময় নির্দিষ্ট কিছু ইউজারকে বিশেষ সুবিধা বা ক্ষমতা দিতে হয়৷ ধরি, RONY নাম দিয়ে একজন ইউজার ক্রিয়েট করা হয়েছে৷ আপনি এই RONY ইউজারকে এডমিনিস্ট্রেটরের কিছু ক্ষমতা দিতে চাচ্ছেন৷ এবার দেখা যাক এই RONY-কে কি করে এডমিনিস্ট্রেটরের কিছু ক্ষমতা দেয়া যায় ও এই ইউজারকে ডোমেইন এডমিন গ্রুপের সদস্য করতে হয়৷
ধাপ-১ :
প্রথমে এক্টিভ ডিরেক্টরি ইউজারস অ্যান্ড কমপিউটারস-এ সদ্য ক্রিয়েট করা ইউজার RONY-এর ওপর মাউসের ডান ক্লিক করে মেনু থেকে প্রোপার্টিজে ক্লিক করুন৷
ধাপ-২ :
প্রোপার্টিজ উইন্ডোর Member Of ট্যাবে ক্লিক করে ADD-এ ক্লিক করুন৷ সিলেক্ট গ্রুপস ডায়ালগ বক্সে ডোমেইন এডমিনস সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন৷
ধাপ-৩ :
RONY ইউজারের প্রোপার্টিজ উইন্ডোর Member Of ট্যাবে দেখতে পাবেন Domain Admins গ্রুপের নাম দেখা যাচ্ছে৷ এখানে বুঝা যাচ্ছে RONY এখন ডোমেইন এডমিনস নামের গ্রুপের সদস্য৷ এই লিস্ট থেকে কোনো গ্রুপের নাম বাদ দিতে হলে গ্রুপের নাম সিলেক্ট করে রিমুভ বাটনে ক্লিক করুন৷
ধাপ-৪ :
আপনি ইচ্ছে করলে এডমিনিস্ট্রেটরের পুরো ক্ষমতা কোনো ইউজারকে দিতে পারেন৷ এক্ষেত্রে উপরের পদ্ধতির মতো Member Of-এ গিয়ে Add-এ ক্লিক করতে হবে এবং লিস্ট থেকে এডমিনিস্ট্রেটর সিলেক্ট করতে হবে৷
ডোমেইনে মেম্বার সার্ভার যোগ করা
এবার দেখা যাক ডোমেইনে কি করে মেম্বার সার্ভার যোগ করতে হয়৷ ডোমেইনে কমপিউটার বা ক্লায়েন্ট সাইডের কমপিউটার যোগ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে৷
ধাপ-১ :
নেটওয়ার্কের যে ক্লায়েন্ট কমপিউটারকে ডোমেইনে যোগ করতে চান সেটিতে প্রথমে লগইন করুন৷ এবার মাই কমপিউটারের মাউসের ডান ক্লিক করে প্রোপার্টিজ কমান্ড সিলেক্ট করুন৷
ধাপ-২ :
প্রোপার্টিজ উইন্ডো হতে কমপিউটার নেম বা নেটওয়ার্ক আইডেন্টিফকেশন ট্যাবে এক্সেস করুন৷ চেঞ্জ অপশনে ক্লিক করুন৷ কমপিউটার নেম চেঞ্জেস ডায়ালগ বক্সের Member Of-এর অধীনে ডোমেইনে ক্লিক করুন৷ এখানে ডোমেইনের নাম লিখে ওকে বাটনে ক্লিক করে বের হয়ে আসুন৷
ধাপ-৩ :
আপনার কাছে ক্রিয়েট করা ইউজার নেম ও পাসওয়ার্ড চাইবে৷ নাম ও পাসওয়ার্ড দেয়ার পর ওকে বাটনে ক্লিক করুন৷ আপনার নতুন সেটিংস কার্যকর করার জন্য কমপিউটারকে রিস্টার্ট করুন৷
উপরের পদ্ধতিগুলো ব্যবহার করে ডোমেইন নেমের অধীনে ইউজার, কমপিউটার যোগ করা যায় এবং ক্লায়েন্ট সাইডের কমপিউটার হতে উক্ত ডোমেইনে লগইন করা দেখানো হয়েছে৷ কেউ যদি সমস্যায় পড়েন তাহলে মেইল করতে পারেন অথবা www.microsoft.com সাইটটি ভিজিট করতে পারেন৷
ফিডব্যাক : rony446@yahoo.com