লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৫ - সেপ্টেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
থাইল্যান্ডে বেসিসের বিটুবি বৈঠক অনুষ্ঠিত
থাইল্যান্ডের বাজারে বাংলাদেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বিজনেস টু বিজনেস (বিটুবি) বৈঠক অনুষ্ঠিত হয়। সম্প্রতি এশিয়ান ওশেনিয়ান কমপিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) ৪০তম কাউন্সিল মিটিং ও অ্যাসোসিও প্ল্যানারি মিটিং ২০১৫ উপলক্ষে এই বিটুবি বৈঠকের আয়োজন করা হয়।
বাংলাদেশ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রতিনিধি দলের নেতৃত্বে দেন। প্রতিনিধি দলে ছিলেন বেসিসের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, নির্বাহী পরিচালক সামি আহমেদ প্রমুখ। থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে অনুষ্ঠিত এ বৈঠকে বেসিসের সদস্যভুক্ত ১২টি কোম্পানি অংশ নেয়। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া ও মিয়ানমারের বেশ কয়েকটি আইটি কোম্পানি এ বৈঠকে অংশ নেয়। বিটুবি বৈঠকের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধি দল স্থানীয় সায়েন্স পার্ক, সফটওয়্যার পার্ক ও আইবিএমের ইনোভেশন সেন্টার পরিদর্শন করে। সেখানে অবস্থিত প্রায় ২০টি কোম্পানির সাথেও প্রতিনিধি দল বৈঠক করে। তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার আইসিটি ব্যবসায়ের সম্প্রসারণের লক্ষে আলোচনা করে
লিন্ডনে ই-কমার্স ফেয়ার আয়োজনে হাইটেক পার্কের সাথে কমপিউটার জগৎ-এর সমঝোতা চুক্তি
আগামী ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনের ই১ ৪টিটি, ৬৯-৮৯ মাইল ইন্ড রোডের ‘দ্য ওয়াটারলিলি’তে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার। আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কমপিউটার জগৎ-এর যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার সহ-আয়োজক হিসেবে সম্প্রতি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির সাথে কমপিউটার জগৎ-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ঢাকায় হাইটেক পার্কের কার্যালয়ে কালিয়াকৈর হাইটেক পার্কের প্রকল্প পরিচালক সরকারের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম ও কমপিউটার জগৎ-এর সিইও মো: আবদুল ওয়াহেদ তমাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, মেলার প্রধান সমন্বয়কারী এহতেশাম উদ্দিন মাসুমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
প্রথম ব্র্যান্ডশপ উন্মোচন করল গোল্ডবার্গ
বাংলাদেশি মোবাইল হ্যান্ডসেট কোম্পানি গোল্ডবার্গের প্রথম ব্র্যান্ডশপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। সম্প্রতি উত্তরার রাজলক্ষ্মী শপিং মলের চতুর্থ তলায় ব্র্যান্ডশপটি উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার রহমান খান। প্রথম ব্র্যান্ডশপ উন্মোচন অনুষ্ঠানে আবরার রহমান জানান, সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে প্রতি মাসেই সারাদেশে নিয়মিত ব্র্যান্ডশপ চালু করা হবে
আইসিটি অধিদফতরের কার্যক্রম শুরু
অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতরের কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি আগারগাঁওয়ে আইসিটি অধিদফতরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় নবগঠিত তথ্যপ্রযুক্তি অধিদফতরের প্রথম মাসিক সমন্বয় সভা। এতে সভাপতিত্ব করেন আইসিটি অধিদফতরের মহাপরিচালক জসীম উদ্দিন আহমেদ। অধিদফতরের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যাবলী নিয়ে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মাহফুজুল হক। সভায় রূপকল্প-২০২১ : ডিজিটাল বাংলাদেশ অগ্রযাত্রা ত্বরান্বিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তথ্যপ্রযুক্তির সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে আইসিটি অধিদফতর গঠন করায় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা, আইসিটি প্রতিমন্ত্রী ও আইসিটি সচিবের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেই সাথে দুইজন প্রোগ্রামারসহ ২০০ জন আইটি কর্মকর্তাকে স্থানান্তর অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়
ছিটমহলে ডিজিটাল সেন্টার
ছিটমহলগুলোতে সব নাগরিক সুযোগ-সুবিধা দিতে শুরু করেছে সরকার। বাংলাদেশের ১১১টি ছিটমহলের মধ্যে সম্প্রতি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাঁশকাটায় ডিজিটাল সাব-সেন্টার স্থাপন করা হয়েছে। সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে এ সেন্টার চালু করা হয়। লালমনিরহাটের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার ও জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা। এ সময় কবির বিন আনোয়ার জানান, এতদিন অবহেলিত থাকা মানুষগুলো এখন ডিজিটাল বাংলাদেশের আলোয় আলোকিত হবে। খুব শিগগির সব ছিটমহলেই এই সেন্টার স্থাপন করা হবে
স্যামসাং সিএলপি-৩৬৫ মডেলের প্রিন্টার
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাং সিএলপি-৩৬৫ মডেলের কালার লেজার প্রিন্টার। ১৮ পিপিএম স্পিডের এই প্রিন্টারটির রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই ও মাসিক ডিউটি সাইকেল ২০ হাজার শিট। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৭ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৭৭৭৩৪২৩২
লন্ডনে ই-কমার্স মেলার পার্টনার হলো বাংলাদেশ ব্যাংক
আগামী ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার। আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কমপিউটার জগৎ-এর যৌথ আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। লন্ডন মেলায় দ্বিতীয়বারের মতো পার্টনার হিসেবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। মেলায় কেন্দ্রীয় ব্যাংকের নের্তৃত্বে একটি ই-ব্যাংকিং জোন থাকবে। যেখানে সংশ্লিষ্ট খাতে দেশি-বিদেশি ব্যাংক, পেমেন্ট গেটওয়েগুলো তাদের বিভিন্ন সেবা প্রদর্শন করবে। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সেমিনারের আয়োজন করবে। সেমিনারে বাংলাদেশ ব্যাংক দেশের অনলাইন ব্যাংকিং সেবা, পেমেন্ট গেটওয়েসহ ই-কমার্স সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরবে। দেশে ই-কমার্স বিকাশে বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে ও দেশের বাইরে ই-কমার্স খাতে গুরুত্ব অনুধাবন করে গতবারের মতো এবারও লন্ডন মেলার পার্টনার হয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত ২৫ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই পার্টনারশিপ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের জিএম কেএম আবদুল ওয়াদুদ, ডিজিএম মো: দেলোয়ার হোসাইন খান, জয়েন ডিরেক্টর খন্দকার আলী কামরান আল জাহিদ ও কমপিউটার জগৎ-এর সিইও মো: আবদুল ওয়াহেদ তমাল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই মেলার অন্যতম ইভেন্ট পার্টনার হিসেবে আছে টেকশেড লিমিটেড
ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিল আইএসপিএবি
গত ২২ আগস্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) কার্যনির্বাহী কমিটি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভ্যর্থনা জানায়। গুলশানের এক অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদের নেতৃত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে ই-ক্যাব সাধারণ সম্পাদক মো: আবদুল ওয়াহেদ তমাল, যুগ্ম সম্পাদক রেজওয়ানুল হক জামী, ডিরেক্টর (গভর্নমেন্ট অ্যাফেয়ার্স) মো: আরিফুল হাই রাজীব, ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স) সেজান সামস, ডিরেক্টর (কমিউনিকেশন্স) আসিফ আহনাফ এবং নির্বাহী পরিচালক ফেরদৌস হাসান সোহাগ এ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। আইএসপিএবির সভাপতির নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি এফএম রাশেদ আমিন, সাধারণ সম্পাদক মো: ইমদাদুল হক, সহ-সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, কোষাধ্যক্ষ সুব্রত সরকার শুভ্র, পরিচালক নক্সাব ওমর রববানি, পরিচালক গাজী জিহাদুল কবির এবং অফিস সচিব বিজয় কুমার পল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। ই-ক্যাব ও আইএসপিএবি প্রতিনিধিরা বাংলাদেশের ই-কমার্স সেক্টরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতসহ তা কীভাবে সমাধান করা যায় সে ব্যাপারে একযোগে কাজ করার সিদ্ধান্ত নেন
লেনোভো ল্যাপটপ কিনে স্মার্টফোন
ল্যাপটপ মেলা-২০১৫-তে অফারের ছড়াছড়ির মাঝে লেনোভোর স্ক্র্যাচকার্ডে ছিল গিফট হ্যাম্পার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ল্যাপটপ মেলার তৃতীয় ও শেষ দিন সন্ধ্যায় লেনোভোর ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে মেলার আকর্ষণীয় গিফট স্মার্টফোন পেয়েছেন এক সৌভাগ্যবান। গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ ও লেনোভোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান রিয়াজ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন
ট্রান্সসেন্ডের অ্যাপল সলিউশন প্রোডাক্ট বাজারে
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের অ্যাপল সলিউশন পণ্য এখন বাজারে সরবরাহ করছে ইউসিসি। প্রোডাক্টগুলো হলো- এসএসডি আপগ্রেড কিট ফর ম্যাক, যা ম্যাক বুক এয়ার, ম্যাক বুক প্রো এবং ম্যাক বুক প্রো উইথ রেটিনা ডিসপ্লে প্রোডাক্টগুলো বিভিন্ন ভার্সনের ওপর ভিত্তি করে আলাদাভাবে বাজারে পাওয়া যাবে। ২৪০ জিবি, ৪৮০ জিবি ও ৯৬০ জিবি আকারে পাওয়া যাবে এই এসএসডি আপগ্রেড কিট। এছাড়া রয়েছে এক্সটারনাল ফ্ল্যাশ এক্সপানশন কার্ড, যা ম্যাক বুক এয়ার ১৩ ইঞ্চি, ম্যাক বুক প্রো ১৩ ইঞ্চি, ম্যাক বুক প্রো ১৫ ইঞ্চির লেট ২০১০ থেকে আরলি ২০১৫-এর বিভিন্ন মডেলের ওপর ভিত্তি করে যেমন- জেট ড্রাইভ লাইট ১৩০, ৩৩০, ৩৫০ ও ৩৬০-এর ১২৮ জিবি আকারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
দেশে উইন্ডোজ ১০ এনেছে কমপিউটার সোর্স
ইন্টারনেট সুবিধার ডিভাইস ডেস্কটপ, ল্যাপটপ, টুইনওয়ান পিসি, ট্যাব, স্মার্টফোন ও এক্সবক্স গেমিং কন্সোলসহ বিভিন্ন প্লাটফর্মে ব্যবহারোপযোগী মাইক্রোসফটের নতুন ওএস ‘উইন্ডোজ ১০’ দেশের বাজারে নিয়ে এসেছে কমপিউটার সোর্স। এর মধ্যে উইন্ডোজ ১০ হোমের দাম ১০ হাজার ৪৭৫ ও উইন্ডোজ ১০ প্রোর দাম ১৩ হাজার টাকা। উভয় সফটওয়্যারেই দেয়া হচ্ছে ইনস্টলেশন ও বিক্রয়োত্তর পরামর্শসেবা। কাজের গতিময়তা ও নিরাপত্তার পাশাপাশি ওএস দুনিয়ায় নতুন যুগের সূচনাকারী উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে সংযুক্ত করা হয়েছে নতুন ব্রাউজার মাইক্রোসফট এজ। যোগাযোগ : ০১৯৩৯৯১১৯৬৫২
মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। সেপ্টেম্বর মাসে শুক্র ও শনিবারের ব্যাচে এসকিউএল ও উইন্ডোজ সার্ভার কোর্সের ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি
রেডহ্যাট লিনআক্সের বেস্ট ট্রেনিং ও এক্সাম পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি চলছে। ১০৪ ঘণ্টার এই কোর্সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক ও সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্ভার কনফিগারেশন প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
জাপানের সেকাই ল্যাবের কার্যক্রম বাংলাদেশে শুরু
বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে জাপানভিত্তিক সফটওয়্যার কোম্পানি ‘সেকাই ল্যাব বাংলাদেশ লিমিটেড’। এজন্য সম্প্রতি ঢাকার বনানীতে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দেশে কার্যক্রম শুরুর নানা দিক তুলে ধরে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেকাই ল্যাব বাংলাদেশ লিমিটেডের বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিরোকি ইনাগাওয়া ও প্রধান জনসংযোগ কর্মকর্তা ইকুমি শিবা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৪ সালে জাপানে এটি কার্যক্রম শুরু করে। চলতি বছরের ১ জুলাই থেকে বাংলাদেশে সেকাই ল্যাব আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। বর্তমানে বিশ্বের ১৫টি দেশে ৩০০ ডেভেলপার টিম আছে, যারা সফটওয়্যার সেবা দেয়ার কাজ করছে। বাংলাদেশ, চীন, ভিয়েতনাম ও জাপানে তাদের নিজস্ব দল আছে, যারা ক্লাইন্টদের সফটওয়্যার সেবা দিয়ে থাকে
লন্ডনে ই-কমার্স ফেয়ার নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কমপিউটার জগৎ-এর সমঝোতা চুক্তি
আগামী ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনের ই১ ৪টিটি, ৬৯-৮৯ মাইল ইন্ড রোডের ‘দ্য ওয়াটারলিলি’তে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার। আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ও কমপিউটার জগৎ-এর যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলায় পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ট্রেড অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনগুলো হলো- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। অর্গানাইজিং পার্টনার হিসেবে থাকছে ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেড। এ উপলক্ষে গত ১৭ আগস্ট বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের (বিসিসি) সেমিনার কক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষর আনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো: হারুনুর রশিদ, কমপিউটার জগৎ-এর সিইও মো: আবদুল ওয়াহেদ তমাল, এফবিসিসিআইয়ের পরিচালক শাফকাত হায়দার চৌধুরী, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, ডিসিসিআই মহাসচিব এএইচএম রেজাউল কবির, বাক্যর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন ও ধানসিঁড়ি কমিউনিকেশন লিমিটেডের এমডি শমী কায়সার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন
আইবিসিএস-প্রাইমেক্সে পিএমপি ট্রেনিং সমাপ্ত
আইবিসিএস-প্রাইমেক্সে গত ১৮ এপ্রিল সার্টিফায়েড পিএমপি এক্সপার্ট প্রশিক্ষক আবদুল্লাহ-আল-মামুনের অধীনে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। ৮ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ হয়। চার দিনব্যাপী পিএমপি চতুর্থ ব্যাচটি চলতি মাসে অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটিকে বিসিএসের সংবর্ধনা
বাণিজ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি ই-কমার্সের বাণিজ্য সংগঠন হিসেবে স্বীকৃতি পাওয়ায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের জাতীয় সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতি। ১০ আগস্ট বিসিএস কার্যালয়ে নবগঠিত ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দেয় বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)। সংবর্ধনা অনুষ্ঠানে বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ তথ্যপ্রযুক্তির সামগ্রিক উন্নয়ন, শিল্পের প্রসার ও তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালীকরণের নিমিত্তে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে করণীয় নিয়ে মতামত উপস্থাপন করার পাশাপাশি এ খাতের কার্যকর উন্নয়নে বিসিএস ও ই-ক্যাব একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করে। ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের স্বার্থে দুই সংগঠনকে একযোগে কাজ করার আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন বিসিএসের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম মহাসচিব এসএম ওয়াহিদুজ্জামান, পরিচালক এটি শফিক উদ্দিন আহমেদ, ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো: আবদুল ওয়াহেদ তমাল, পরিচালক (গভর্নমেন্ট অ্যাফেয়ার্স) আরিফুল হাই রাজীব ও ই-ক্যাবের অন্যান্য কর্মকর্তা। সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তথ্যপ্রযুক্তি শিল্পের অগ্রযাত্রায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়
নতুন রূপে পারফেক্ট ব্র্যান্ড
বদলে গেল কমপিউটার সোর্স পরিবেশিত দেশি আইটি ব্র্যান্ড পারফেক্টের লোগো। সবুজ রংয়ের এই লোগো প্রকাশ করছে পরিবেশবান্ধব প্রযুক্তি। একই সাথে কেনার ৪৮ কার্যঘণ্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা যুক্ত করে নিশ্চিত করা হয়েছে গ্রাহকবান্ধব সুবিধা। পারফেক্ট ব্র্যান্ডের রয়েছে টিভি কার্ড, বাংলা বর্ণমালা যুক্ত কিবোর্ড, মাউস ও কেসিং। এর মধ্যে নতুন আঙ্গিকে বাজারে ছাড়া হয়েছে দুটি ভিন্ন মডেলের টিভি কার্ড। ফুল এইচডি রেজ্যুলেশনযুক্ত পারফেক্ট স্মার্ট পাওয়ার ২৮৩০-ই টিভি কার্ডের ছবির ঘনত্ব ১৯২০ বাই ১২০০। অপর মডেল পারফেক্ট ইজি গো ২৮৬০-ই মডেলের রেজ্যুলেশন ৭৬৮ বাই ১০২৪। প্রায় ২০০ চ্যানেলসমৃদ্ধ ও লাইভ টিভি পজিং সুবিধার এই টিভি কার্ডের সাথে রয়েছে একটি ডেস্ক স্ট্যান্ড, রিমোট কন্ট্রোল, ভিজিএ ও স্টেরিও ক্যাবল। টিভি কার্ড দুটির দাম যথাক্রমে ১৯৫০ ও ১৮০০ টাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ই-লাইব্রেরি চালু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ বিভাগে চালু হলো ইলেকট্রনিক লাইব্রেরি (ই-লাইব্রেরি) সুবিধা। এই ই-লাইব্রেরিতে থাকছে বিশ্বের বড় ৩৫টি বিশ্ববিদ্যালয়সহ শীর্ষ সব আন্তর্জাতিক প্রকাশকদের বিভিন্ন প্রকাশনার ওয়েব লিঙ্ক। ফলে এসব বিশ্ববিদ্যালয় ও প্রকাশকের সব ধরনের প্রকাশনার তথ্য পাওয়া যাবে এ ই-লাইব্রেরিতে। সম্প্রতি ই-লাইব্রেরির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি, নিবন্ধনসহ বেশ কয়েকটি কার্যক্রম বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। নতুনভাবে যুক্ত হলো ই-লাইব্রেরি। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক, গবেষকেরা নানা ধরনের রিসোর্স ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য নাসরীন আহমেদ, শহীদ আখতার হোসেন, কোষাধ্যক্ষ কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে ব্যবসায় অনুষদ ভবনে আনুষ্ঠানিকভাবে ই-লাইব্রেরি চালু করা হয়। এই ই-লাইব্রেরি প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে মোবাইল ফোন প্রতিষ্ঠান রবি
লেনোভোর ‘মোস্ট ভ্যালুড ডিস্ট্রিবিউটর’ গ্লোবাল ব্র্যান্ড
গত ৯ আগস্ট বনানীর সাকিব’স রেস্টুরেন্টে বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভো বাংলাদেশের পার্টনাররা ও ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে ‘স্টেয়ারি নাইট’ নামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাকিব আল হাসানকে লেনোভোর বাংলাদেশের প্রচারণা দূত হিসেবে চ্যানেল পার্টনারদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। লেনোভো বাংলাদেশের বাজারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও এর অংশ হিসেবে এই আয়োজনের উদ্যোগকে উল্লেখ করেন তিনি। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড লেনোভোর ভোক্তা ব্যবসায় ক্ষেত্রে ‘মোস্ট ভ্যালুড ডিস্ট্রিবিউটর’ পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানে লেনোভো দক্ষিণ এশিয়ার ওভারসিজ হেড অনজন বড়ুয়া, ক্রিকেটার সাকিব আল হাসান, গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ ও লেনোভোর সব পার্টনারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন
ইকবাল মাহমুদ বিটিআরসির নতুন চেয়ারম্যান
অবসরোত্তর ছুটিতে থাকা সরকারের জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ (নিয়ন্ত্রণ) আইন, ২০০১-এর ৯ (১) ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে তার অভোগকৃত অবসর ছুটি বাতিলের শর্তে আগামী ২৩ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো। জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ বিটিআরসির বর্তমান চেয়ারম্যান সুনীল কান্তি বোসের স্থলাভিষিক্ত হবেন
পা-া সিকিউরিটির সাথে স্পিকার ফ্রি
স্পেনের বিশ্বখ্যাত ব্র্যান্ড পা-া অ্যান্টিভাইরাস সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ‘পা-া ইন্টারনেট সিকিউরিটির সাথে গোল্ডেনফিল্ডের স্পিকার ফ্রি’- এই প্রমোশনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পা-া ব্র্যান্ডের প্রচারণাদূত নাঈলা নাইম। ২০১৩ সালে পা-া সিকিউরিটি বাংলাদেশের বাজারে আসে এবং মাত্র দুই বছরে ধারাবাহিক সফলতা অর্জনে সক্ষম হয়। উল্লেখ্য, গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে পা-া সিকিউরিটির একমাত্র পরিবেশক।
সংবাদ সম্মেলনে গ্লোবাল ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার সমীর কুমার দাস, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন সেলিম আহম্মেদ বাদল, পা-া অ্যান্টিভাইরাসের প্রোডাক্ট ম্যানেজার আজিম মোর্তুজা, গোল্ডেনফিল্ডের প্রোডাক্ট ম্যানেজার আবু সাঈদসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন
এইচপি স্টুডেন্ট অফার
এইচপি ১৪জি১০৩এইউ মডেলের ল্যাপটপে স্টুডেন্ট অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস। ল্যাপটপটি ২৬ হাজারের পরিবর্তে এখন ২৪ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। এএমডি ডুয়াল কোর ই১-৬০১০ মডেলের প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপে রয়েছে ২ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ব্লুটুথ, ওয়েবক্যাম, ওয়াইফাই ও এএমডি রেডিয়ন গ্রাফিক্স কার্ড। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২১
ট্রান্সসেন্ডের ড্রাইভপ্রো বডি১০ ক্যামেরা
ট্রান্সসেন্ডের নতুন পণ্য ড্রাইভপ্রো বডি১০ ক্যামেরা বাজারে নিয়ে আসছে ইউসিসি। গত ৬ জুলাই বিশ্ববাজারে উন্মুক্ত হওয়া এই পণ্যটি দিনে অথবা রাতে ১০৮০ পিক্সেলে রেকর্ডিংয়ের মাধ্যমে ফুল এইচডি ফুটেজ পাওয়ার নিশ্চয়তা দেবে। এফ/২.৮ অ্যাপারচার ফিচারযুক্ত এই বডি ক্যামেরাটি ১৬০ ডিগ্রি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল ফুটেজে রেকর্ডিং সম্ভব। এর প্রাকটিক্যাল ভিডিও ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ছবি ও ভিডিও সহজেই সম্পাদন ও সংরক্ষণে সাহায্য করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
পিএমপি ট্রেনিং সফলভাবে শেষ হয়েছে
আইবিসিএস-প্রাইমেক্সে গত ১৫ আগস্ট সার্টিফায়েড পিএমপি এক্সপার্ট প্রশিক্ষক আবদুল্লাহ-আল-মামুনের অধীনে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) ট্রেনিং অনুষ্ঠিত হয়। ৭ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ হয়। চার দিনব্যাপী পিএমপি পঞ্চম ব্যাচটি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
অ্যাপাসার পাওয়ার ব্যাংকে ২০ শতাংশ ছাড়
অ্যাপাসার পাওয়ার ব্যাংকে ২০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। বি-৫১০ মডেলের ৫০০০ এমএএইচ শক্তিরর পকেট আকৃতির পাওয়ার ব্যাংকের ছাড়কৃত দাম ১ হাজার ২০০ টাকা। স্টক থাকা পর্যন্ত পাওয়ার ব্যাংকের সাথে এই অফার চলবে বলে জানিয়েছে অ্যাপাসার পণ্যের বাংলাদেশি পরিবেশক কমপিউটার সোর্স। সোনালি রংয়ের এই পাওয়ার ব্যাংকে রয়েছে ডিজিটাল চার্জিং ইনডিকেটর। লি-পলিমার ব্যাটারি ও বডি অ্যালুমিনিয়াম অ্যালয় হওয়ায় এটি ব্যবহারে নিরাপদ ও ঝুঁকিমুক্ত
রেডহ্যাট ভার্চুয়ালাইজেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ভার্চুয়ালাইজেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
আইবিসিএস-প্রাইমেক্সের প্রশিক্ষকের আরএইচসিআই অর্জন
আইটি ট্রেনিং প্রতিষ্ঠান আইবিসিএস-প্রাইমেক্সের প্রশিক্ষক এবং ঢাকা স্টক একচেঞ্জের ম্যানেজার মুন্সী মোস্তাফিজুর রহমান রেডহ্যাটের সর্বোচ্চ সার্টিফিকেট রেডহ্যাট সার্টিফায়েড ইনস্ট্রাক্টর (আরএইচসিআই) টাইটেল অর্জন করেছেন। আরএইচসিআই হচ্ছে লিনআক্স অপারেটিং সিস্টেমের অন্যতম কমার্শিয়াল ডিস্ট্রিবিউটর রেডহ্যাট কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সার্টিফিকেট। এই সার্টিফিকেট রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনআক্স ও রেডহ্যাটের অন্যান্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞানের গভীরতার প্রতিনিধিত্ব করে
ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিংয়ে ভর্তি
দেশে আইবিসিএস-প্রাইমেক্স ও ইন্ডিয়ার জিটি এন্টারপ্রাইজ যৌথ উদ্যোগে ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক দায়িত্বে থাকবেন ভিএমওয়্যার কর্তৃক সার্টিফায়েডধারী অভিজ্ঞ প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ফ্লোরার আয়োজনে ক্যানন চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লোরা লিমিটেডের আয়োজনে গত ২২ আগস্ট শিশুদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে রাজধানীতে ‘ক্যানন পেইন্টিং কনটেস্ট’ শিরোনামে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকার অাঁলিয়স ফ্রঁসেস ইনস্টিটিউটের শিশু-কিশোরেরা অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্লোরার এমডি মোস্তফা সামসুল ইসলাম, পরিচালক সোফিয়া ইসলাম এবং গণ্যমান্য বিচারক ও অতিথিরা
ডাটা ওয়্যারহাউস ট্রেনিং সফলভাবে শেষ হয়েছে
আইবিসিএস-প্রাইমেক্সে গত ২৫-২৮ আগস্ট সার্টিফায়েড ডাটা ওয়্যারহাউস এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষকের অধীনে ডাটা ওয়্যারহাউস ট্রেনিং অনুষ্ঠিত হয়। ১১ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ হয়। আগামী অক্টোবর মাসে ডাটা ওয়্যারহাউস দ্বিতীয় ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ষষ্ঠ প্রজন্মের এমএসআই গেমিং মাদারবোর্ড আনল ইউসিসি
গেমিং হার্ডওয়্যার নির্মাণে বিশ্বের এক নম্বর কোম্পানি এমএসআই সম্প্রতি বিশ্ববাজারে অবমুক্ত করেছে তাদের ষষ্ঠ প্রজন্মের গেমিং মাদারবোর্ড। এর ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারেও অবমুক্ত হয়েছে জেড১৭০ সিরিজের নতুন এসব মাদারবোর্ড। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অবমুক্তির অনুষ্ঠান আয়োজন করে আইটি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান ইউসিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেকশন ম্যানেজার মাইকেল লিয়াং ও সেলস স্পেশালিস্ট কেন সাং। ইউসিসির মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো: নিয়ামত হাসান নিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিসির হেড অব সেলস এজিএম মো: শাহিন মোল্লা, প্রোডাক্ট ম্যানেজার জায়নুস সালেখিন ফাহাদ ও অন্যান্য কর্মকর্তা। ইউসিসির সাথে সম্পৃক্ত উত্তরা, আইডিবি ও এলিফ্যান্ট রোডের প্রায় ৮০ জন প্রথম সারির এমএসআই পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় গেমিং দল রেড ভাইপারসের সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এরপর বাংলাদেশের গেমিং জগতে এক নম্বর গেমিং টিম রেড ভাইপারসের পক্ষ থেকে শাফি মঞ্চে আসেন এবং এমএসআই গেমিং বোর্ড নিয়ে তার অভিজ্ঞতা ও নতুন মাদারবোর্ড সম্পর্কে আকর্ষণীয় বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি গ্রাহকদের পণ্যটির সম্ভাব্য গ্রহণযোগ্যতা নিয়ে মন্তব্য করেন।
উল্লেখ্য, নতুন এই সিরিজের মাদারবোর্ডগুলো তিনটি ক্যাটাগরিতে যেমন- পারফরম্যান্স গেমিং, এন্থুজিয়াস্ট গেমিং ও আরসেনাল গেমিংয়ে বিভক্ত করা হয়েছে, যা গেমারদের প্রত্যাশা অনুযায়ী পণ্য কিনতে সাহায্য করবে। ইন্টেল ষষ্ঠ জেনারেশন প্রসেসর সাপোর্টেড এই মাদারবোর্ডগুলোতে থাকছে চারটি র্যা মের সস্নট, যা ডিডিআর ৩৬০০ (ওসি) বাস পর্যন্ত সাপোর্ট দেবে। বেস্ট ইন ক্লাস ফিচার ও টেকনোলজি সংবলিত এই সিরিজের মাদারবোর্ডগুলোতে এছাড়া থাকছে ওসি জিনি ক্লিক বায়োস ৪, কিলার ই২৪০০ গেমিং নেটওয়ার্কিংয়ে সর্বোচ্চ ফ্রাগ এবং সর্বনিম্ন ল্যাগের নিশ্চয়তা, অডিও বুস্ট ২, সাউন্ড, ইউএসবি ৩.১ এবং সাটা ৮-এর মতো আকর্ষণীয় ফিচার। এই পণ্যগুলোর দাম ১৭ হাজার ৮০০ থেকে ২৫ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে
রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন রেডহ্যাট ইন্ডিয়া কর্তৃক অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
বাংলায় আসছে গুগল সংবাদ
বাংলায় আসছে গুগল সংবাদ। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষকে মাতৃভাষায় গুগল সংবাদ দিতে এই উদ্যোগ বলে জানায় গুগল। ইতোমধ্যে ৪৫টি দেশের ২৮টি ভাষায় রয়েছে গুগল সংবাদ। এবার বাংলার পাশাপাশি বাহামা, ইন্দোনেশিয়া, বুলগেরীয়, লাটভীয়, লিথুয়ানিয়ান ও থাই ভাষা যুক্ত হচ্ছে। নতুন এসব ভাষা যুক্ত হওয়ার ফলে মাতৃভাষায় আরও ২৬ কোটির বেশি মানুষ সেবাটি পাবে। এসব ভাষা গুগল সংবাদে সমর্থন করায় কমপিউটারের পাশাপাশি যেকোনো স্মার্ট ডিভাইস ও অ্যান্ড্রয়িডে, আইওএস মোবাইল অ্যাপেও মাতৃভাষার সুবিধা মিলবে
জেন্ড পিএইচপি-৫.৫ কোর্সে ভর্তি
পিএইচপি-৫.৫ জেন্ড সার্টিফিকেশন কোর্সের প্রশিক্ষণ দিচ্ছে আইবিসিএস-প্রাইমেক্স। সেপ্টেম্বর মাসে জেন্ড কোর্সে ভর্তি চলছে। এই কোর্স সমাপ্তির পর জেন্ড সার্টিফায়েড ইঞ্জিনিয়ার সনদের জন্য অনলাইন পরীক্ষায় অংশ নিতে হয়। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
গিগাবাইট জিএ-জেড১৭০এক্স-গেমিং৫ মাদারবোর্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট জিএ-জেড১৭০এক্স-গেমিং৫ মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল জেড১৭০ এক্সপ্রেস চিপসেট প্লাটফর্মের এই মাদারবোর্ডটি ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের কোরআই৭, কোরআই৫, কোরআই৩, পেন্টিয়াম ও সেলেরন প্রসেসর সমর্থন করে। এতে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআর৪-এর চারটি র্যা ম সস্নট, ইউএসবি ৩.১ প্রযুক্তি, সাটা এক্সপ্রেস কানেক্টর, বিল্টইন রেয়ার অডিও এমপ্লিফায়ার, কিলার ই২২০০ এন্ড ইন্টেল গেমিং নেটওয়ার্ক, হাই কোয়ালিটি অডিও ক্যাপাসিটর, অডিও নয়েজ গার্ড, ইজি টিউনসহ অ্যাপ সেন্টার ও ক্লাউড স্টেশন ইউটিলিটিজ এবং গিগাবাইট ইউএএফআই ডুয়াল বায়োস টেকনোলজি। মাদারবোর্ডটিতে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮
রেডহ্যাট ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আসুসের থ্রি-ইন-ওয়ান ওয়্যারলেস রাউটার
গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে এনেছে আসুস আরটি-এন-১২এইচপি মডেলের ওয়্যারলেস রাউটার। রাউটারটি একই সাথে অ্যাকসেস পয়েন্ট ও রেঞ্জ এক্সটেন্ডার মোডে ব্যবহার করা যায়। ডাটা ট্রান্সমিশন ও রিসিভের জন্য এতে রয়েছে মাল্টিপুল ইনপুট-আউটপুট প্রযুক্তির শক্তিশালী অ্যান্টেনা। এটি নির্দিষ্ট অবস্থানের ৩০০ শতাংশ বিসত্মৃত জায়গায় ৯ ডিবিআই উঁচুস্তরের দুটি অ্যান্টেনার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে। দাম ৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩
প্রোলিংক হটস্পট
পকেট রাউটার ‘প্রোলিংক মোবাইল হটস্পট’ দেশের বাজারে এনেছে স্থানীয় প্রযুক্তি পণ্যসেবা প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। এই ডিভাইসটির মাধ্যমে সেকেন্ডে ২১.৬ মেগাবিট উচ্চগতির ইন্টারনেট সংযোগ ব্যবহার করা যায়। তারহীন প্রযুক্তি সমর্থিত ল্যাপটপ, ট্যাব, সেলফোন ও গেমিং ডিভাইসে একইসাথে ১০ জন ব্যবহারকারী জিএসএম নেটওয়ার্কের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর রিচার্জেবল ব্যাটারি ব্যবহারকারীকে ৫ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ সুবিধা দেয়। ডিভাইসটিতে রয়েছে ফাইল শেয়ারিং সুবিধাও। দাম ৩ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০০০০২৭৯
এএমডি এফএক্স ৮৩৫০ প্রসেসর
দেশে এএমডি পণ্যের পরিবেশক ইউসিসি বাজারজাত করছে এএমডি এফএক্স৮৩৫০ প্রসেসর। সর্বাধিক ৮ কোরবিশিষ্ট এএমথ্রি+ সকেটের প্রসেসরটি ৪.০ গিগাহার্টজ, যা টার্বো মোডে সর্বোচ্চ ৪.২ গিগাহার্টজ পর্যন্ত স্পিড পাওয়া যাবে। ১২৫ ওয়াটের এই প্রসেসরটি তৈরি হয়েছে পাইল ড্রাইভার নামে পরবর্তী প্রজন্মের মাইক্রো আর্কিটেকচারাল প্রযুক্তিতে। ইন্টেল কোরআই৭-এর সমতুল্য এই প্রসেসরটি বস্ন্যাক এডিশন নামে পরিচিত। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সামে শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে গত ২১-২৪ আগস্ট সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষকের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়। ২৫ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে দুটি ব্যাচ সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। আগামী অক্টোবর মাসে আইটিআইএল ১৪তম ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। ৮০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক পরিচালনায় থাকবেন অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এএমডি কাভেরি এ৮-৭৬০০ প্রসেসর
সম্প্রতি ইউসিসি বাজারজাত করছে এএমডি কাভেরি সিরিজের এপিইউ প্রসেসর এ৮-৭৬০০। এফএম২+ সকেটের মাদারবোর্ডের ব্যবহারোপযোগী এই প্রসেসরটি একটি কোয়ার্ডকোর প্রসেসর। ৩.১ গিগাহার্টজ এই প্রসেসরটি টার্বো মোডে ৩.৮ গিগাহার্টজ পর্যন্ত স্পিড পাওয়া যাবে। ৪ এমবি ক্যাশ মেমরির এই প্রসেসরের সাথে রেডিওন আর৭ সিরিজের গ্রাফিক্স ইন্টিগ্রেটেড রয়েছে। এতে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৬৫ ওয়াট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
আসুস ল্যাপটপ কিনে উপহার
ল্যাপটপ মেলা-২০১৫-তে আসুসের স্ক্র্যাচকার্ডে ছিল গিফট হ্যাম্পার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ল্যাপটপ মেলার তৃতীয় ও শেষ দিন সন্ধ্যায় আসুসের ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে মেলার সবচেয়ে আকর্ষণীয় গিফট এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটর পেয়েছেন নূর উদ্দীন জাহাঙ্গীর ও রোকসানা পারভীন। গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ ও আসুসের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মো: আল-ফুয়াদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন
দাম কমল সীগেট হার্ডডিস্কের
সীগেট ব্র্যান্ডের ১ টেরাবাইট হার্ডডিস্কের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশে পণ্যটির একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস। এসটি১০০০ডিএম০০৩ মডেলের এই হার্ডডিস্কটির আকৃতি ৩.৫ ইঞ্চি, ক্যাশ মেমরি ৬৪ এমবি, আরপিএম ৭২০০ ও ডাটা ট্রান্সফার রেট প্রতি সেকেন্ডে ৬ গিগাবাইট। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ বর্তমান দাম ৪ হাজার ২০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩৫৪৮০১
আসুসের নতুন ওয়্যারলেস রাউটার
গ্লোবাল ব্র্যান্ড দেশে এনেছে বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের তৃতীয় ও চতুর্থ প্রজন্মের সমর্থনযোগ্য আরটি-এসি৫২-ইউ মডেলের ৩জি ও ৪জি সমর্থনযোগ্য ওয়্যারলেস রাউটার। রাউটারটি প্রতি সেকেন্ডে ৭৩৩ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। এটি নির্দিষ্ট অবস্থানের ১৫০ শতাংশ বিসত্মৃত জায়গায় উঁচু স্তরের অ্যান্টেনার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে। রাউটারটির মাধ্যমে প্রিন্টার ও স্টোরেজ ব্যবহার করার জন্য ইউএসবি পোর্ট রয়েছে। এছাড়া এতে রয়েছে আইপিভি সিক্স সাপোর্ট, মাল্টিপল এসএসআইডি ও ভিপিএন অ্যাকসেস। দাম ৪ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩
রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টারিং ট্রেনিং
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টারিং অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। সেপ্টেম্বর মাসে চারটি ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ভিউসনিকের ভিএ২২৬৫ মনিটর বাজারে
ভিউসনিকের বাংলাদেশ পরিবেশক ইউসিসি সম্প্রতি বাজারজাত করছে ২২ ইঞ্চি নতুন মডেলের মনিটর ভিএ২২৬৫। ২১.৫ ইঞ্চি ভিউঅ্যাবল এই মনিটরটি এলইডি ব্যাকলাইট সংবলিত ও অতি পাতলা ব্যাজলের সুদৃশ্য ডিজাইনে তৈরি। এর ফুল এইচডি ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশন এবং সুপার ক্লিয়ার ভিএ টেকনোলজি দেবে গ্রাহকদের অবিশ্বাস্য সুন্দর স্ক্রিন পারফরম্যান্সের নিশ্চয়তা। এর ১৭৮ ডিগ্রি হরাইজন্টাল ও ভার্টিকল ভিউ অ্যাঙ্গেল দেবে সর্বোচ্চ অ্যাঙ্গেল থেকে স্বচ্ছ ছবি দেখার নিশ্চয়তা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
রেডহ্যাট সার্ভার ট্রেনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট সার্ভার হার্ডেনিং ট্রেনিংয়ে তৃতীয় ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন সার্টিফায়েড অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্সটি শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আসুসের টিপি৩০০এলএ-৫০১০ইউ ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের টিপি৩০০এলএ-৫০১০ইউ মডেলের নতুন ল্যাপটপ। এটি পঞ্চম প্রজন্ম সমর্থনকারী কোরআই৩ প্রসেসরে পরিচালিত ২.১০ গিগাহার্টজসম্পন্ন একটি আধুনিক ল্যাপটপ। এর রয়েছে ৪ জিবি র্যা ম ও এলইডি ব্যাকলিট। মাল্টিটাচ ক্ষমতাসম্পন্ন ১৩.৩ ইঞ্চির ল্যাপটপটি চারটি বিশেষ মোডে ব্যবহার করা যায়। দাম ৪৮ হাজার ৫০০ টাকা। রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
ফুজিৎসু লাইফবুকে ব্যাকপ্যাক উপহার
ফুজিৎসু ব্র্যান্ডের এএইচ সিরিজের লাইফবুকে ব্যাকপ্যাক ফ্রি দিচ্ছে এর একমাত্র বাংলাদেশি পরিবেশক কমপিউটার সোর্স। লাইফবুকগুলোর দাম আড়াই হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর মধ্যে ১৫.৬ ইঞ্চি পর্দার এএইচ-৫৪৪ মডেলের লাইফবুকে আছে চতুর্থ প্রজন্মের ২.৪ গিগাহার্টজ গতির কোরআই৩ প্রসেসর। ল্যাপটপটিতে আছে ৭৫০ জিবি হার্ডডিস্ক, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম। লাইফবুকটির বর্তমান দাম ৪৫ হাজার টাকা। একই সিরিজের কোরআই৫ প্রসেসরনির্ভর লাইফবুকের প্রসেসিং গতি ৩.২ গিগাহার্টজ। এর তথ্য ধারণক্ষমতা ৫০০ জিবি। রয়েছে টিপিএম প্রযুক্তি। এর বর্তমান দাম ৫৬ হাজার ৫০০ টাকা। সমান প্রসেসিং গতির এএইচ কোরআই৫ মডেলের মধ্যে ৭৫০ জিবি হার্ডডিস্ক ও ৮ জিবি র্যা ম সমন্বিত অপর মডেলের দাম ৬২ হাজার ৫০০ টাকা
স্মার্ট টেকনোলজিসে ম্যাকবুক এয়ার
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে অ্যাপলের ম্যাকবুক এয়ার। এতে রয়েছে কোরআই৫ ১.৬ গিগাহার্টজ প্রসেসর, ১৩.৩ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ২৫৬ জিবি এসএসডি, ৪ জিবি র্যালম ও ইন্টেল এইচডি ৫০০০ গ্রাফিক্স। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৭৭৭৩৪১৬৫
এএসপি ডটনেট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সফটওয়্যার ডেভেলপমেন্টে এএসপি ডটনেট ইউজিং সি# কোর্সে ভর্তি চলছে। কোর্সটিতে এজেএএক্স, জেকুয়েরি, এনটিটি ফ্রেমওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট ও এসকিউএল সার্ভার প্রজেক্টসহ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
গিগাবাইটের ১০০ সিরিজের মাদারবোর্ড
দেশের বাজারে এসেছে গিগাবাইট ১০০ সিরিজের মাদারবোর্ড। সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে ‘গিগাবাইট হান্ড্রেড সিরিজ মাদারবোর্ড’ নিয়ে এক অনুষ্ঠানে মাদারবোর্ডগুলো বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ ও বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান। অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, ‘গিগাবাইটের ১০০ সিরিজের মাদারবোর্ডগুলো ইন্টেলের জেড১৭০ চিপসেট ব্যবহার করে তৈরি করা হয়েছে। আমরা জানি, সবাই ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর ব্যবহারের জন্য উদগ্রীব হয়ে আছেন। আর তাই আমরা বাজারে গিগাবাইটের ১০০ সিরিজের মাদারবোর্ডগুলো উন্মুক্ত করলাম, যা ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর সমর্থিত।’ গিগাবাইটের নতুন এই মাদারবোর্ডগুলো হচ্ছে জেড১৭০এক্স-গেমিং৫, জেড১৭০এক্স-গেমিং৭, জিএ-এইচ৮১এম-ডিএস২ভি এবং জিএ-এইচ৮১এম-এস২পিভি
সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ইসি কাউন্সিল সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন কোর্সে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ ও সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে ইসি কাউন্সিল কর্তৃক কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। এছাড়া সার্টিফিকেশন পরীক্ষার জন্য শতকরা ১০০ ভাগ ফ্রি ভাউচার দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এইচপির কোরআই৭ পিসি
এইচপি প্রো ডেস্ক ৪৯০ জি২ এমটি মডেলের পিসি বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস। ইন্টেল ফোর্থ জেনারেশন কোরআই৭ (৪৭৯০) প্রসেসরসম্পন্ন এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইন্টেল এইচ৯৭ চিপসেট, ৪ মেগাবাইট ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ৪৬০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর, ইন্টারনাল স্পিকার এবং এইচপি ব্র্যান্ডের ইউএসবি কিবোর্ড ও মাউস। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৫৮ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
টিম ডার্ক ডিডিআর৩ র্যা ম
দেশে টিম ব্র্যান্ডের পরিবেশক ইউসিসি গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মডেল ও সিরিজের র্যাএম বাজারে সরবরাহ করছে। সেই লক্ষে সম্প্রতি ডার্ক সিরিজের ডিডিআর৩ র্যা ম পাওয়া যাচ্ছে, যা ডুয়াল চ্যানেল কিট (২ বাই ৪) ৮ জিবি হিসেবে ব্যবহার করতে পারবে। এই র্যা মটি ডিডিআর৩ ১৬০০ বাস পর্যন্ত সাপোর্ট করবে এবং যার ডাটা ট্রান্সফার ব্যান্ডউইডথ পাওয়া যাবে ১২৮০০ এমবি/সেকেন্ড। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১১৭
ঢাকায় ডাটা সেন্টার নিয়ে সেমিনার
ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রনিকস অ্যান্ড টেলিযোগাযোগ প্রকৌশল (ইটিই) বিভাগের উদ্যোগে হয়ে গেল ‘ডাটা সেন্টার ডিজাইনিং ও ক্যারিয়ার প্ল্যানিং’ শীর্ষক সেমিনার। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমপিউটার সোসাইটির সাধারণ সম্পাদক দেবদুলাল রায়। তিনি বলেন, ডাটা সেন্টার ডিজাইনের ক্ষেত্রে এর নকশা ও সবশেষ প্রযুক্তির সাথে নিরাপত্তার বিষয়টিও জরুরি। ইটিই বিভাগের প্রধান একেএম ফজলুল হকের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক শাহিনা হক, মো: তসলিম আরেফিন, জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম, মো: মাহফুজুর রহমান প্রমুখ। সেমিনারে ডাটা সেন্টারের নকশা, এর প্রযুক্তি, চ্যালেঞ্জ ও সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়
ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সেপ্টেম্বর মাসে ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কোর্স সমাপ্তির পর ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যাংক, বীমা ও বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে সেপ্টেম্বর সেশনে ভর্তি চলছে। এই কোর্স শুক্র ও শনিবার ৫৫ ঘণ্টার। প্রশিক্ষণে ওরাকল কর্তৃক অরিজিনাল স্টাডি মেটেরিয়াল, অনলাইন পরীক্ষার ডিসকাউন্ট ভাউচার ও কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
সিসিএনএ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সিসিএনএ ও সিসিএনপি নতুন সিলেবাসে প্রশিক্ষণ ও ভর্তি চলছে। সেপ্টেম্বর মাসে রবি ও মঙ্গলবার ব্যাচে ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
এইচপি ১৪আর২১৭টিইউ নোটবুক
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ১৪আর২১৭টিইউ নোটবুক। ইন্টেল ফোর্থ জেনারেশন পেন্টিয়াম কোয়ার্ড কোর প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ২ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৪.১ ইঞ্চি ডায়াগোনাল হাই ডেফিনিশন এলইডি, লাইট স্ক্রাইভ সুপার মাল্টি ডিভিডি রাইটার এবং ইন্টেল এইচডি গ্রাফিক্স। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২৭ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২১
এডেটা পিটি১০০ পাওয়ার ব্যাংক
এডেটা ব্র্যান্ডের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এসেছে পিটি১০০ মডেলের নতুন পাওয়ার ব্যাংক ডিভাইস। এর রয়েছে দুটি ইউএসবি পোর্ট। মাত্র ২৮৫ গ্রাম ওজন ও সহজে বহনযোগ্য এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে ব্যবহারকারী চলার পথে, ভ্রমণে বা প্রয়োজনীয় মুহূর্তে তাদের মাইক্রো ইউএসবিচালিত ডিভাইসের ব্যাটারির পাওয়ার রিচার্জ করতে পারবেন। এর রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট ও ২০ সেকেন্ডের স্মার্ট এনার্জি সঞ্চয়ের ক্ষমতা। ১০০০০ এমএএইচ ধারণক্ষমতার এই পাওয়ার ব্যাংক ডিভাইসের দাম ১ হাজার ৬০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯০৪
সার্টিফায়েড আইএসও লিড অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইএসও আইএসএমএস-২৭০০১ লিড অডিটর সার্টিফিকেশন কোর্সে ভর্তি চলছে। ৩৫ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন সার্টিফায়েডে অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্সটি সম্পন্ন হওয়ার পর কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। সেপ্টেম্বর মাসে দ্বিতীয় ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
হুয়াওয়ে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক
দেশের বাজারে হুয়াওয়ে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক বাজারজাত করছে ইউসিসি। অনার এপি০০৭ মডেলের এই পাওয়ার ব্যাংকটির পাওয়ার ক্ষমতা ১৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার। এতে রয়েছে দুটি ইউএসবি সস্নট, যা দিয়ে দুটি ভিন্ন ডিভাইসকে একই সময় চার্জ দেয়া সম্ভব। এর ৫ভি ২এ আউটপুট সিস্টেম চার্জিং প্রসেসকে করবে গতিময়। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
এসইও কোর্সে ভর্তি
বর্তমানে আইটিতে ফ্রিল্যান্সিং, ইন্টারনেটে আয় ও আউটসোর্সিং কাজের চাহিদার ভিত্তিতে আইবিসিএস-প্রাইমেক্সে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আসুস কে৫৫৫এলএ-৪২১০ইউ ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে চতুর্থ জেনারেশনের ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ ও ১.৭০ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন আসুসের কে৫৫৫এলএ-৪২১০ইউ মডেলের নতুন ল্যাপটপ। এর রয়েছে ৪ জিবি র্যা০ম, ১০০০ জিবি স্টোরেজ, ১৫.৬ ইঞ্চি পর্দা, ওয়েব ক্যামেরা ও সুপার মাল্টিডিভিডি অপটিক্যাল ড্রাইভ। রয়েছে থ্রি-ইন-ওয়ান কার্ড রিডার সিস্টেম ও দুটি ইউএসবি পোর্ট। এই ল্যাপটপটির ওজন ২.১০ কেজি। এতে ব্যবহার হয়েছে পলিমার ব্যাটারি, চিকলেট কিবোর্ড ও এইচ-ডি ৪৪০০ ভিডিও গ্রাফিক্স। দাম ৪৮ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
এমএসআই বি৮৫এম গেমিং মাদারবোর্ড
ইউসিসি সম্প্রতি বাজারজাত করছে ইন্টেল চিপসেটের এমএসআই বি৮৫এম গেমিং মাদারবোর্ড। বেস্ট ইন ক্লাস ফিচার ও টেকনোলজি সমন্বিত এই মাদারবোর্ডটি ইন্টেল চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসর ব্যবহারোপযোগী। এই মাদারবোর্ডটিতে র্যািমের জন্য রয়েছে চারটি স্লট, যা ডিডিআর৩ ১৬০০ বাস পর্যন্ত সাপোর্ট দেবে। এর কিলার ডি২২০০ সিস্টেম দেবে গেম নেটওয়ার্কিংয়ে সর্বোচ্চ ফ্র্যাগ ও সর্বনিমণ ল্যাগের নিশ্চয়তা। অডিও বুস্ট সাউন্ড সিস্টেম দেবে ক্লিয়ার সাউন্ড, মিলিটারি ক্লাস ৪ দেবে মাদারবোর্ডটির সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা। রয়েছে ওসি জিনি ৪ ও ক্লিক বায়াস ৪-এর মাধ্যমে সহজে বায়োসের সুবিধা। আরও আছে ইউএসবি ৩.০ ও সাটা ৬-এর মতো ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সাবেরটুথ জেড৯৭ মার্ক-এস মাদারবোর্ড
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের সাবেরটুথ জেড৯৭ মার্ক-এস নতুন মাদারবোর্ড। এতে রয়েছে ইন্টেল জেড৯৭ চিপসেট, যা ইন্টেল ১১৫০ সকেটের আসন্ন প্রঞ্চম প্রজন্ম ও বর্তমানে বিদ্যমান চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৭/৫/৩, পেন্টিয়াম, সেলেরন প্রভৃতি প্রসেসর সমর্থন করে। মাদারবোর্ডটিতে মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট ব্যবহার হয়েছে। এতে টিইউএফ ফরটিফায়ার ও টিইউএফ আইসিই নামে দুটি মাইক্রোচিপ ব্যবহার হয়েছে, যা কমপিউটারকে ক্ষতির হাত থেকে রক্ষাসহ প্রসেসরকে ঠা-া রাখতে সাহায্য করে। দাম ২৯ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮
ট্রান্সসেন্ড ৮টিবি পোর্টেবল হার্ডড্রাইভ
ইউসিসি সম্প্রতি বাজারে সরবরাহ করছে সর্বাধিক ৮টিবি ধারণক্ষমতাসম্পন্ন বিশ্বখ্যাত ট্রান্সসেন্ড ব্র্যান্ডের পোর্টেবল হার্ডড্রাইভ। স্টোরিওজেট ৩৫টি৩ মডেলের ৩.৫ ইঞ্চি এই পোর্টেবল হার্ডড্রাইভটিতে গ্রাহকেরা পাবেন সুপার স্পিড ইউএসবি৩ টেকনোলজি সুবিধা। যার মাধ্যমে পণ্যটিতে সর্বোচ্চ ডাটা ট্রান্সফার স্পিড পাওয়া যাবে ২০০এমবি/সেকেন্ড পর্যন্ত। এতে রয়েছে ফ্যান লেস লো নয়েজ অপারেশন সিস্টেম, পাওয়ার সেভিং সিস্নপ মোড ও ওয়ান টাচ ব্যাকআপের মতো আকর্ষণীয় ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
পিএইচপি-মাইএসকিউএল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রফেশনাল পিএইচপি কোর্সে সেপ্টেম্বর সেশনে ভর্তি চলছে। কোর্সের সময়সীমা ৯০ ঘণ্টা, যার মধ্যে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট অন্তর্ভুক্ত। পিএইচপির নিজস্ব সিলেবাসের পাশাপাশি রয়েছে অ্যাজাক্স, জেকুয়েরি, জুমলা ও অ্যাডভান্স অবজেক্ট অরিয়েন্টেড টেকনিক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ডেল এক্সিকিউটিভ অফার
ডেল ইন্সপায়রন ৩৪৪২ মডেলের ল্যাপটপে বিশেষ এক্সিকিউটিভ অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস। অফারের আওতায় কাস্টমাররা উপহার পাবেন একটি করে এক্সিকিউটিভ শার্ট। এছাড়া দাম ৩৭ হাজার থেকে কমিয়ে ৩৪ হাজার ৯৯৯ টাকা করা হয়। ইন্টেল কোরআই৩ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে উইন্ডোজ ৮.১ অরিজিনাল অপারেটিং সিস্টেম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ২ জিবি ডিডিআর৩ র্যা ম, ডিভিডি রাইটার, ১৪ ইঞ্চি ডিসপ্লে ও এইচডি গ্রাফিক্স। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৭৩০৩৫৪৮০০
ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং প্রশিক্ষণ
ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রশিক্ষক থাকবেন ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত শিক্ষক। সেপ্টেম্বর মাসে ওরাকল ১১জি ডিবিএ, আরএসি ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭