• ভাষা:
  • English
  • বাংলা
হোম > লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা
লেখক পরিচিতি
লেখকের নাম: সোহেল রানা
মোট লেখা:৪০
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৫ - নভেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ই-কমার্স
তথ্যসূত্র:
ই-কমার্স
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স মেলা
ডিজিটাল বাংলাদেশ : এ ল্যান্ড অব অপরচুনিটিজ’ স্লোগানকে সামনে রেখে ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনের ই১ ৪টিটি, ৬৯-৮৯ মাইল ইন্ড রোডের ‘দ্য ওয়াটারলিলি’তে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার ২০১৫ । আইসিটি ডিভিশন, বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষ ও কমপিউটার জগৎ-এর যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশী আয়োজকদের আয়োজনে দেশের বাইরে এটি দ্বিতীয় ই-বাণিজ্য মেলা। এর আগে ২০১৩ সালের ৭ থেকে ৯ সেপ্টেম্বর লন্ডনের দ্য মিলেনিয়াম গ্লুচেস্টার হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ই-বাণিজ্য মেলা। লেখা: সোহেল রানা

কেনো এই আয়োজন
বাংলাদেশে ই-বাণিজ্য প্রসারের লক্ষে কমপিউটার জগৎ, আইসিটি ডিভিশনের সহযোগিতায় গত দু’বছরে দেশের ভেতরে-বাইরে ধারাবাহিকভাবে ই-বাণিজ্য মেলা আয়োজন করে। ইতোমধ্যে দেশের মধ্যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ও বরিশালে এবং লন্ডনে ই-বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ই-কমার্স ব্যবসায়ের প্রসারের ধারাবাহিকতায় চলতি বছর লন্ডনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার।
মেলা নিয়ে লন্ডনে সংবাদ সম্মেলন
গত ২৯ অক্টোবর ২০১৫ লন্ডনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সম্মেলনে জানানো হয় , এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) সহযোগিতায় মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকবে এনআরবি ব্যাংক লিমিটেড। মেলার সিলভার স্পন্সর হিসেবে থাকবে আইজিডবিস্নউ অপারেটরস ফোরাম (আইওএফ)। এই মেলা দুটি দেশের ই-কমার্স সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্টেটহোল্ডারদের একই ছাতার নিচে নিয়ে আসবে। মেলায় ৫০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। আশা করা হচ্ছে, ই-কমার্স খাতের প্রায় ৫ হাজার প্রফেশনাল ও সদস্য মেলায় অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। মেলার অন্যতম আয়োজক বাংলাদেশ হাইটেক পার্ক কতৃপক্ষের ১টি সেমিনারসহ মোট ৬টি সেমিনার মেলায় অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি প্রবন্ধক বিভিন্ন সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার সম্পর্কে বলেন, বাংলাদেশের ই-কমার্স দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। দিন দিন অনলাইনে কেনাকাটা ও লেনদেন বাড়ছে। ফলে একদিকে যেমন পণ্যের দাম কমছে, অন্যদিকে এই খাতে অনেক এসএমই কোম্পানিসহ নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে।
কমপিউটার জগৎ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুল ওয়াহেদ তমাল জানান, লন্ডনে অবস্থিত প্রবাসীরা মূলত ডিজিটাল বায়ার। এর মাধ্যমে বাংলাদেশের ই-বাণিজ্য সম্পর্কে প্রবাসী বাংলাদেশীরা যেমনি করে জানার সুযোগ পাবেন, তেমনি মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানও তাদের পণ্য এবং সেবা বৃহত্তর পরিবেশে প্রদর্শন ও প্রচারের সুযোগ পাবে। তিনি আরো বলেন, গত তিন বছরে বাংলাদেশের ই-কমার্স খাত অনেকদূর এগিয়েছে এবং সমৃদ্ধ হয়েছে। লন্ডনে ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, দর্শনার্থী, আমন্ত্রিত অতিথিসহ সবার জন্য আনন্দময় হবে।
এই মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো বৃহৎ পরিসরে পণ্য ও সেবা প্রদর্শনের পাশাপাশি তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারবে। এই মেলা একই প্লাটফর্মে পণ্য ও সেবা প্রদর্শন, সেমিনারসহ ই-কমার্সসংশ্লিষ্ট কর্মকাণ্ড অংশগ্রহণকারীদের সামনে নতুন দুয়ার খুলে দেবে। মেলাকে স্মরনীয় করে রাখতে মেলায় একটি বস্ত্তনিষ্ঠ স্মরণিকা প্রকাশ করা হবে।
মেলা পণ্য ও সেবা প্রদর্শন, সেমিনার, অ্যাওয়ার্ড ও ফটোগ্রাফিসহ মেলা পূর্বে ১২ তরিখে লন্ডনস্থ দ্যা ক্রিস্টালে ডিনার পার্টির মাধ্যমে ডিজিটাল প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন, ই-কমার্স, পেমেন্ট সার্ভিস ইত্যাদি বিষয়ে আন্তনেটওয়ার্ক বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মেলা উপলক্ষে গালা ডিনার
আগামী ১২ নভেম্বর লন্ডনের ই১৬ ১জিবি এর ১ সিমেন্স ব্রাদারস ওয়ে, রয়েল ভিক্টরিয়া ডক ঠিকানার ‘দ্যা ক্রিস্টলে’ স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার ২০১৫ এর গালা ডিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি এবং প্রধান বক্তা হিসেবে আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের এমপি রেডউড, এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমেদ। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে সহ-আয়োজকের বক্তব্য দেবেন কমপিউটার জগৎ-এর সিইও মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল।
উদ্বোধনী অনুষ্ঠান
আগামী ১৩ নভেম্বর লন্ডনের ই১ ৪টিটি, ৬৯-৮৯ মাইল অ্যান্ড রোডের ‘দ্য ওয়াটারলিলি’তে স্থানীয় সময় সকাল ৯টায় দ্বিতীয়বারের মতো পর্দা উঠবে দুই দিনব্যাপী ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ারের।
বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি ই-কমার্স মেলার শুভ উদ্বোধন করবেন। আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন হাউস অব লডর্সের ব্যারনেস পলা মনজিলা উদ্দিন, এপিপিজি অন কারি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান পল স্কিউলি এমপি, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, এনআরবি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল আহমেদ। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব মো: হারুনুর রশিদ, সহ-আয়োজকের বক্তব্য রাখবেন কমপিউটার জগৎ এর সিইও মো: আব্দুল ওয়াহেদ তমাল।
সেমিনার
প্রথম দিন ১৩ নভেম্বর মেলার ভেন্যু দ্য ওয়াটারলিলি’তে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ‘ইলেকট্রনিক পেমেন্ট : দ্য ট্রিগার ফর স্প্রেডিং ই-কমার্স ইন বাংলাদেশ’ শীর্ষক প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের জিএম কে. এম. আবদুল ওয়াদুদ। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের ডিজিএম মো: দেলোয়ার হোসাইন খানের সভাপতিত্বে সেমিনারে কিনোট প্রেজেন্টেশন দেবেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর খন্দকার আলী কামরান আল জাহিদ। এছাড়া প্রেজেন্টেশন দেবেন বিকাশ’র সিইও কামাল কাদের, আমরা-বলেরো টেকনোলজি লিমিটেডের ফরহাদ আহমেদ, সিওর ক্যাশের সিইও ড. শাহাদত খান ও স্পাইডার ডিজিটাল ইনোভেশনের চিফ ইনোভেশন অফিসার কাজী মনিরুল কবির।
এরপর বিকেল পৌনে ৫ থেকে পৌনে ৬টা পর্যন্ত স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আয়োজনে ‘ফোকাসিং অন ইলেকট্রনিক ডেলিভারি চ্যানেলস’ শীর্ষক দ্বিতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে কিনোট স্পিকার হিসেবে থাকবেন স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান আদিত্য মান্ডলই। প্যানেল আলোচক হিসেবে থাকবেন প্রগতি সিস্টেমস লিমিটেডের সিইও ড. শাহাদত খান, স্পাইস ডিজিটাল বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার রেজওয়ানুল হক জামি, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের ইমপ্লিমেনটেশন ও ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুবুল ইসলাম মজুমদার। ধন্যবাদ জ্ঞাপন করবেন আইসিটি ডিভিশনের উপসচিব জে. আর. শাহরিয়ার।
এরপর সন্ধ্যা ৬টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘চেঞ্জ, ডিজিটালাইজেশন, এন্টারপ্রিনিউরিয়াল অ্যান্ড দ্য মেগাট্রেন্ডস’ শীর্ষক সেশন। মেট্রোনেট বাংলাদেশের সিইও সৈয়দ আলমাস কবিরের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাহিম রাজ্জাক এমপি। কিনোট বক্তব্য দেবেন গোল সেটিংস ফর ডিজিটাল মাইন্ডস: দ্যা সাইবারের সিইও নেইল ক্রফটস, ওরাকলের মার্কেটিং উপদেষ্টা আবদুল হামিদ ইব্রাহিম, কাস্টমার কমিউনিকেশনসের হোসেন সৈয়দ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন টেলিকম এশিয়ার চেয়ারম্যান তানভীর এ. মিশুক।
এছাড়া মেলার দ্বিতীয় দিন মোট চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির আয়োজনে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ : ‘নেক্সট আইসিটি ডেসটিনেশন’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কিনোট স্পিকার হিসেবে থাকবেন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম (এনডিসি)। আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব পার্থ প্রতীম দেবের সভাপতিত্বে এবং বিসিএ’র প্রেসিডেন্ট পাশা খন্দকারের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ফিউচার স্মার্ট সিটিস গভর্মেন্টের সিইও জ্যাকিউ টেইলর, প্ল্যানিং ডিভিশনের সদস্য মো: হুমায়ুন খালিদ, হাউস অব লডর্সের ব্যারনেস পলা মনজিলা উদ্দিন। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করবেন সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাইটেক পার্কের প্রকল্প পরিচালক এ এন এম শফিকুল ইসলাম।
দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এফবিসিসিআইয়ের আয়োজনে অনুষ্ঠিত হবে ‘ইনভেস্টিং ইন বাংলাদেশ : দ্য নেক্সট ইমার্জিং ডেস্টিনেশন ফর ই-কমার্স ইন এশিয়া’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি থাকবেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। বিশেষ অতিথি থাকবেন ব্রিটিশ-বাংলাদেশ ক্যাটার্সের সভাপতি ইয়াফর আলী। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা শমী কায়সারের স্বাগত বক্তব্যে সেমিনারে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন স্পাইস ডিজিটাল বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার রেজওয়ানুল হক জামি ও স্পাইডার ডিজিটাল ইনোভেশনের চিফ ইনোভেশন অফিসার কাজী মনিরুল কবির। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: আবদুল মান্নান।
এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) আয়োজনে বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এক্সপোর্টিং ইন দ্য ডিজিটাল এইজ : হেল্পিং বাংলাদেশি কোম্পানিজ টু সাকসিড গ্লোবালি’ শীর্ষক সেমিনার। এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের সাবেক ই-কমার্স মন্ত্রী স্টিফেন টিমস। সেমিনারে স্বাগত বক্তব্য দেবেন আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব মো: হারুনুর রশিদ ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসি) সভাপতি মোখলেসুর রহমান চৌধুরী (মাহতাব)। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশিষ বোস। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: আবদুল মান্নান।
সবশেষ শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ‘আইসিটি ইন এডুকেশন ইনোভেশনস : লেসন লার্নট ফ্রম বাংলাদেশ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনেজির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডারশিপ অ্যান্ড কেচিংয়ের ডিরেক্টর জেনি হালস্নাম, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের (টিবিসি) অধ্যাপক জন জি জুগিন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কমপিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. আরশাদ চৌধুরী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ওপেন স্কুলের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।
ই-কমার্স বিজনেস আইডিয়া কম্পিটিশন অ্যাওয়ার্ড
১৩ নভেম্বর মেলার ভেন্যুতে ঢাকা চেম্বার অব কমার্সের আয়োজনে ই-কমার্স বিজনেস আইডিয়া কম্পিটিশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অ্যাওয়ার্ড দেয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন নাহিম রাজ্জাক এমপি, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোখলেসুর রহমান চৌধুরী (মাহতাব), ই-ক্যাবের উপদেষ্টা মোস্তাফা জববার, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মুক্তার হোসাইন চৌধুরী, টেলিকম এশিয়ার সিইও তানভীর এ. মিশুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মেট্রোনেট বাংলাদেশের সিইও সৈয়দ আলমাস কবির এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন আইসিটি ডিভিশনের উপসচিব জে. আর. শাহরিয়ার।
সমাপনী অনুষ্ঠান
১৪ নভেম্বর মেলার ভেন্যুতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার ২০১৫ এর সমাপনী অনুষ্ঠান হবে। বাংলাদেশ জতীয় সংসদের সদস্য নাহিম রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুক্তরাজ্যের সাবেক ই-কমার্স মন্ত্রী স্টিফেনস টিমস এমপি। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে সহ-আয়োজকের বক্তব্য দেবেন কমপিউটার জগৎ এর সিইও মো: আব্দুল ওয়াহেদ তমাল এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব মো: হারুনুর রশিদ।
মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠান
আমরা টেকনোলজিস লিমিটেড, অগ্রণী ব্যাংক লি., এখনই ডটকম লি., আনন্দ কমপিউটারস, অর্পণ কমিউনিকেশন লি., বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, বিবাহবিডি ডটকম, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাইমিব্রান্ড ডটকম ডটবিডি, কমপিউটারস গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লি., কমপিউটার জগৎ, কনটেসা সলিউশনস অ্যান্ড কনসালট্যান্টস লি., কক্সবাজারইশপ ডটকম, দারাজ ডটকম ডটবিডি, ডাচ-বাংলা ব্যাংক লি., ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), ই-জগৎ ডটকম, ইমেলাবিডি ডটনেট, ইশপ ডটলাইফ, গুডডে কনসোর্টিয়াম লি., আইজিডবিস্নউ অপারেটরস ফোরাম, জিয়াংসু হেরিটেজ ইনকর্পোরেশন, এম/এস সিমু এন্টারপ্রাইজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এনআরবি ব্যাংক লিমিটেড, অন্যকিছু ডটকম, প্রপার্টি বাজার লি., র‌্যাপিড গ্রুপ, রিভ সিস্টেমস, শপিং২৪বিডি ডটকম, স্পাইস ডিজিটাল বাংলাদেশ লি., স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিওর ক্যাশ, ইউমার্টবিডি ও ওয়ালটন গ্রুপ।
মেলার পার্টনার
বাংলাদেশ ব্যাংক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাক্য, ই-ক্যাব, টেকশেড, টেলিকম এশিয়া, ধানসিঁড়ি কমিউনিকেশন, ইউকেবিসিসিআই, বিবিসিসি, বিসিএ এবং বিবিসিএ।

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটির সহায়ক ভিডিও
২০১৫ - নভেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস