• ভাষা:
  • English
  • বাংলা
হোম > প্রযুক্তির সাথে তারকা
লেখক পরিচিতি
লেখকের নাম: রেজাউর রহমান রিজভী
মোট লেখা:৩
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৫ - নভেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ইনটারনেট
তথ্যসূত্র:
আইসি
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
প্রযুক্তির সাথে তারকা
চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতা-২০০৮ থেকে উঠে আসা সংগীতশিল্পী সাবরিনা পড়শীর জন্ম ১৯৯৬ সালের ৩০ জুলাই। বয়সে নবীন হলেও এরই মধ্যে তিনি সেলিব্রেটির তকমা পেয়েছেন। প্রচুর ভক্ত ও শ্রোতা রয়েছে তার। এর প্রমাণ হলো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পড়শী ব্যাপক জনপ্রিয়। মোটামুটি প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমেই পড়শীর অ্যাকাউন্ট রয়েছে এবং এর বেশিরভাগই ভেরিফায়েড। ফেসবুকে পড়শীর ফলোয়ার সংখ্যা ৭২ হাজার হলেও তার ফেসবুক ভেরিফায়েড লাইক পেজে এই সংখ্যা ৫২ লাখের ওপর, যা দেশের সব সংগীত তারকার মধ্যে সর্বোচ্চ। এছাড়া ফেসবুকে পড়শীর ব্যান্ড ‘বর্ণমালা’র ভেরিফায়েড লাইক পেজেও রয়েছে ২৭ লাখ লাইক।
পড়শীর নিজস্ব ওয়েবসাইট হলো www.porshi.net। এই সাইট থেকে পড়শীর ভক্তরা তার যাবতীয় আপডেট পেতে পারবেন। এতে রয়েছে পড়শীর নতুন নতুন গান ও ভিডিও দেখা এবং শোনার সুযোগ। এছাড়া পড়শীর ভক্তরা তাকে এখান থেকে মেসেজও করতে পারবেন।
টুইটারে ২০১১ সালের জানুয়ারিতে অ্যাকাউন্ট খোলেন পড়শী। তার টুইটার অ্যাকাউন্টও ভেরিফায়েড। সেখানে তার ফলোয়ার সংখ্যা প্রায় ১৮ হাজার। এতে তিনি প্রায় ৮ শতাধিক টুইট করেছেন।
ইউটিউবে পড়শীর সাড়ে ৭ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। আর ইউটিউব ভেভোতে তার সাবস্ক্রাইবার সংখ্যা ১৬শ’র বেশি। সাবস্ক্রাইবার ইউটিউবে পড়শীর একদম নতুন ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন।
এছাড়া সম্প্রতি ছবি শেয়ারিংয়ের ওয়েবসাইট ইনস্টাগ্রামেও ভেরিফায়েড হয়েছে পড়শীর আইডি। এখন থেকে পড়শীর এই আইডিতেও সব ধরনের ছবি ও ভিডিও দেখা যাবে। পড়শী বলেন, ‘ইনস্টাগ্রামে ভেরিফায়েড হওয়ার বিষয়টা নতুন এক অভিজ্ঞতা। আমি খুব খুশি।’
এছাড়া ফেসবুক-ইউটিউবের পর পড়শী বেছে নিয়েছেন ইন্টারনেটে কথা বলা ও বার্তা পাঠানোর সেবা ‘ভাইবার’কে। ভাইবারের ‘পাবলিক চ্যাট’ সুবিধা নিচ্ছেন পড়শী। ফলে ভক্তরা পড়শীকে ফলো করতে পারবেন। নির্দিষ্ট সময়ে চ্যাটও করা যাবে পড়শীর সাথে। পড়শী বলেন, ‘আসলে ভক্তরাই তো আমার গানের প্রাণ। তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আমার নিয়মিত কাজের একটি অংশ। তাই ভাইবারের এই সুবিধাটি নিলাম।’
এর বাইরে পড়শী সম্প্রতি ফেসবুকে লাইভ চ্যাট করারও উদ্যোগ নিয়েছেন।
বিভিন্ন সাইটে পড়শীর লিঙ্ক
ইউটিউব : youtube.com/channel/ UCTFizpfpp1T5KefzPiveo5w
ইউটিউব ভেভো : youtube.com/channel/ UCzSWolxpfwujkwMoYCIWUow
ওয়েবসাইট : http://www.porshi.net
ফেসবুক : facebook.com/porshi01
ফেসবুক লাইক পেজ : https://www.facebook.com/porshi
ব্যান্ড বর্ণমালার লাইক পেজ : facebook.com/porshiandbornomala
ইনস্টাগ্রাম : www.instagram.com/porshi
টুইটার : https://twitter.com/porshi

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৫ - নভেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস