• ভাষা:
  • English
  • বাংলা
হোম > গেমের জগৎ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৫ - নভেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
খেলা প্রকল্প
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
গেমের জগৎ
সান সেট
এক অদ্ভুত গেম এই সান সেট। গেমটিতে গেমারের মুখ্য কাজ হচ্ছে মানুষের বাড়ির জানালা পরিষ্কার করা, কাপড় ভাজ করা, ঘরের ধুলা-ময়লা ঝাড় দেয়া ইত্যাদি। শুনতে যতই অবাক লাগুক না কেন, ঘর মোছার এই গেমটিই বর্তমানে বিশ্বের অন্যতম নামকরা গেমগুলোর একটি। আর এসব কাজ গেমারের করতে হবে সপ্তাহের সাত দিন, পুরো এক বছর ধরে। শুনতে অনেক বোরিং মনে হলেও আসল ঘটনা হচ্ছে, গেমটির পটভূমি রচিত হয়েছে ১৯৭২ সালে লাতিন আমেরিকার একটি দেশ আঞ্চুরিয়াতে। দেশটিতে তখন পুরোদমে সামরিক ক্যু চলছিল, আর সেই অবস্থায় সাধারণ কোনো মানুষের কাজ করা দূরে থাক, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারাটাই বিশাল ভাগ্যের ব্যাপার ছিল। প্রতিটি রাস্তায় আন্দোলন, প্রতিটি মোড়ে বীভৎসতা- সব মিলিয়ে মানুষের বাড়ির জানালা পরিষ্কার করাটাও তেমন সুবিধার কাজ না। প্রত্যেকেই অবাঞ্ছিত বিপদ এড়িয়ে চলতে চায়। তবুও গেমারদের মধ্যে যারা অতিসাধারণ কাজের মধ্যেও অ্যাডভেঞ্চার খুঁজতে খুঁজতে ক্লান্ত, তাদের জন্য একেবারে মনমতো একটি গেম হবে এই সান সেট। সান সেটের গেমফিল্ড হচ্ছে আজ পর্যন্ত তৈরি হওয়া গেমগুলোর মধ্যে সবচেয়ে অজানা আর বাস্তবসম্মত; যাকে গেমারেরা ওয়াকথ্রু দিয়ে বর্ণনা করেও পুরোপুরি বোঝাতে ব্যর্থ হবেন। আর এত কিছুর পরও যেটা সমস্যা হবে, তা হলো জানালা মুছতে গিয়ে গেমার নিজের পায়ে হয়তো নিজেই কুড়াল মেরে বসেছেন। গেমপ্লে অদ্ভুতভাবে আকস্মিক, যেকোনো ধরনের ধারাবাহিকতাবিহীন। কাপড় ভাজ করার সাথে সাথে লক্ষ রাখতে হবে যাতে কোনোভাবেই শত্রম্নদের হাতে ধরা না পরে। বেঁচে থাকার সাথে সাথে মুছে ফেলতে হবে বেঁচে থাকার সব ধরনের চিহ্ন। মাঝে মাঝে খুব ভালোভাবে গা-ঢাকা দেয়াই হতে পারে সবচেয়ে ভালো পন্থা। গেমের পুরোটাই সুন্দর গ্রাফিক্যাল টেক্সচার দিয়ে তৈরি। তাই গেমারেরা গেমটিকে বেশ ভালোভাবেই উপভোগ করবেন বলা যায়। কারণ, এ ধরনের ক্লাসিক গেমিং প্রোডাকশন ইন্ডাস্ট্রিতে খুব কমই আসে। গেমটি অসম্ভব সুন্দর একটি পস্নট উপহার দেবে গেমারকে, যা তার পছন্দের সাথে নিয়ে যাবে বিংশ শতাব্দীর বাস্তব জগতের অপূর্ব সব ইতিহাসের মধ্য দিয়ে, যেগুলোর প্রতিটির আছে ভিন্ন ভিন্ন রং, ধরন আর বিচিত্রতা। তাই গেমারদের উচিত হবে আর দেরি না করে এখনই ঘরের কাজে পটু হয়ে ওঠা সান সেটের সাথে।
গেম রিকোয়ারমেন্ট
উইন্ডোজ : এক্সপি/ভিসতা/৭ বা তদুর্ধ, সিপিইউ : কোরআই৩/এএমডি সমমানের, র‌্যাম : ২ গিগাবাইট উইন্ডোজ ৭ বা তদুর্ধ, ভিডিও কার্ড : ৫১২ মেগাবাইট, সাউন্ড কার্ড, কিবোর্ড ও মাউস
ইন্টারলোপার
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে কোনো দুর্বোধ্য জটিল কারণে বেড়ে গেছে রেট্রো ঘরানার গেমগুলোর চাহিদা ও জনপ্রিয়তা। গত মাসে রিলিজ পাওয়া এই অসাধারণ গেমটি মনে করিয়ে দেবে গেমিংয়ের রেট্রো যুগের কথা। সেই সময়ে গতির সাথে সাথে তাল মিলিয়ে সবচেয়ে সূক্ষ্ম স্ট্র্যাটেজি আর টেকনিক যে গেমার খাটাতে পারতেন, সেই গেমারই ছিলেন সবচেয়ে সফল। আর ইন্টারলোপারে গতির সাথে আছে মাল্টি ডিরেকশনাল যুদ্ধ এবং যুদ্ধাস্ত্র, যা গেমারের অভিজ্ঞতায় শিহরণ জাগাবে। সাথে আছে সবার প্রিয় টেলিপোর্টেশন সিস্টেম, যা দিয়ে নিমিষেই অতিক্রম করা যাবে স্বাভাবিক দৃষ্টিতে অনতিক্রম্য দূরত্ব। প্লাগ ইনকর্পোরেটেডের মতো গেমের পর ইন্টারলোপার না খেললেই নয়। প্রথম দেখাতে গেমটিকে মনে হবে আর দশটা সাধারণ রেট্রো গেমের মতোই, যেখানে গেমারকে একের পর এক শত্রম্নকে নানা ধরনের ফরমেশন ভেদ করে এগিয়ে যেতে হবে আর যতদূর এগোনো যাবে শত্রম্নরাও তত আগ্রাসী হয়ে উঠবে। তবে এর স্টোরিলাইনের মাঝে আছে অসম্ভব বুদ্ধিমান কিছু টুইস্ট আর মেশিন অ্যালগরিদমিক গেমপ্লে। সব মিলিয়ে গেমারকে অনেকখানি বুদ্ধিমত্তা আর গেমিং স্কিল খরচ করতে হবে গেমটির পেছনে।
ইন্টারলোপারে গেমার পাবেন অসাধারণ ব্যাকড্রপ এবং সাউন্ডট্র্যাক। ক্যাম্পেইন মিশন, অদ্ভুত স্ট্রাকচার, কালার কোডেড আর নিউমেরিক্যাল পাজলস, কাস্টম চেক পয়েন্ট- সব মিলিয়ে গেমটির মধ্যে গ্রাফিক ভিউয়ের অভাব থাকলেও সেটা বুঝে ওঠা কষ্ট হবে।
গেম রিকোয়ারমেন্ট
উইন্ডোজ : এক্সপি/ভিসতা/৭ বা তদুর্ধ, সিপিইউ : কোর টু ডুয়ো/এএমডি সমমানের, র‌্যাম : ২ গিগাবাইট উইন্ডোজ ৭ বা তদুর্ধ, ভিডিও কার্ড : ২৫৬ মেগাবাইট, সাউন্ড কার্ড, কিবোর্ড ও মাউস

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৫ - নভেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস