লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
প্রাথমিক পাঠ্যবইয়ের ডিজিটাল সংস্করণ হচ্ছে
প্রাথমিক স্তরের ৩৪টি পাঠ্যবইয়ের মধ্যে ১৭টি ডিজিটাল সংস্করণে রূপান্তর করছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আইসিটি বিভাগের উদ্যোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বাংলাদেশের সিলেবাসের আলোকে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রকল্পটির অধীনে ১৭টি বইয়ের মধ্যে পাঁচটি ডিজিটাল সংস্করণে রূপান্তর করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাকি ১২টি বই ডিজিটাল সংস্করণে রূপান্তর করছে ব্র্যাক। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) ভবনের আইসিটি বিভাগে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা কনটেন্ট ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ভার্সনে রূপান্তর ডিজিটাল কনটেন্ট উপস্থাপনা’ শিরোনামের এক আলোচনা অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিশুদের জন্য ডিজিটাল ফরম্যাটে আনন্দময় শিক্ষা দিতে এই রূপান্তর দরকার। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক ডিজিটাল সংস্করণে রূপান্তর করা হচ্ছে। ১৭টি বইয়ের মধ্যে প্রথম শ্রেণীর তিনটি, দ্বিতীয় শ্রেণীর তিনটি, তৃতীয় শ্রেণীর তিনটি, চতুর্থ শ্রেণীর চারটি ও পঞ্চম শ্রেণীর চারটি ডিজিটাল সংস্করণে রূপান্তর করা হচ্ছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, সেভ দ্য চিলড্রেন ও ব্র্যাকের কর্মকর্তারা
অনলাইনে ভ্যাট জুলাই থেকে
বছরে ৮০ লাখ টাকার বেশি পণ্য বিক্রি করে এমন ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আগামী ১ জুলাই থেকে অনলাইনে ভ্যাট পরিশোধ বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য আগামী ১ জানুয়ারি, ২০১৫ থেকে জুন পর্যন্ত অনলাইনে ভ্যাট পরিশোধবিষয়ক নিবন্ধনের সুযোগ দেয়া হবে। নিবন্ধন না করলে ১ জুলাই থেকে ট্রেড লাইসেন্স বাতিল এবং হিসাব জব্দ করা হবে।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো: নজিবুর রহমান বলেন, আগামী বছরের ১ জুলাই থেকে বছরে ৮০ লাখ টাকার বেশি বিক্রি করে এমন প্রতিষ্ঠানকে অবশ্যই অনলাইনে ভ্যাট পরিশোধ করতে হবে। প্রস্ত্ততি হিসেবে আগামী ১ জানুয়ারি থেকে এসব প্রতিষ্ঠানকে অনলাইন ভ্যাট নিবন্ধন করতে হবে। যেসব প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নম্বর আছে তাদেরও অনলাইন ব্যবস্থার জন্য ভ্যাট পুনঃনিবন্ধন করতে হবে। চেয়ারম্যান জানান, অনলাইনে নিবন্ধিত হলে কোনো পণ্য বিক্রির সাথে সাথে সংশ্লিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের অনুকূলে এনবিআরের তহবিলে অনলাইনেই ভ্যাট জমা হবে। এ ব্যবস্থায় অসততার অর্থাৎ ভ্যাট কম দেয়ার সুযোগ থাকবে না। নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে দেখা যায় ১০০টির মধ্যে ১০টি প্রতিষ্ঠানও ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি।
এনবিআর সূত্র জানায়, মূল্য সংযোজন কর (মূসক) আইন ২০১২ অনুযায়ী অনলাইনে ভ্যাট পরিশোধ বাধ্যতামূলক। ২০১৬ সালের জুলাই থেকে মূসক আইন সম্পূর্ণ কার্যকর করার ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে অঙ্গীকারাবদ্ধ সরকার। এ কারণেই আগামী জুলাই থেকে অনলাইনে ভ্যাট পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে
চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে শুরু হচ্ছে ডিজিটাল ভূমিসেবা
ইউনিয়ন সেবাকেন্দ্র বা পৌর এলাকার ভূমি অফিস থেকে ২০০ টাকা দিয়ে একটি খতিয়ান পাওয়া যাবে। এ মাসের ১৫ তারিখের মধ্যে চট্টগ্রাম মহানগরী ও সিরাজগঞ্জ জেলা এবং আগামী জানুয়ারি-ফেব্রম্নয়ারিতে পুরো চট্টগ্রাম জেলার মানুষ এ সেবার আওতায় আসবে। প্রথমদিকে আবেদনের পর এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। পরে এ সময় কমে আসবে। একসময় তাৎক্ষণিকভাবেও এ সেবা পাওয়া যাবে। জেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম জেলার ১ হাজার ৬৪টি মৌজার খতিয়ান ৪০ লাখ। এসবের মধ্যে ব্রিটিশ আমলের খতিয়ানও রয়েছে। জেলার পিএস রেকর্ড রুমটি ধ্বংসের দ্বারপ্রামেত্ম। সেখানে রক্ষিত ব্রিটিশ ও পাকিস্তান আমলের খতিয়ানগুলো ঝুরঝুরে হয়ে পড়েছে; ছুঁলেই ঝরে পড়ে। এগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণ দরকার। এ চিন্তা থেকেই কমপিউটারে খতিয়ান সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়। একই সাথে অনলাইনে আবেদন গ্রহণ ও খতিয়ান দেয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়।
সাধারণ মানুষের হয়রানি কমাতে ভূমি অফিসগুলোকে ডিজিটালাইজড করা হচ্ছে। এর ফলে ইন্টারনেট ব্যবহার করে সহজেই ভূমিবিষয়ক সেবা নেয়া যাবে। এর জন্য নামমাত্র ফি নেয়া হবে।
চট্টগ্রাম জেলাস প্রশাসনের কর্মকর্তারা জানান, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ দায়িত্ব নিয়েই চট্টগ্রামের ভূমি অফিসগুলোকে ডিজিটালাইজড করার উদ্যোগ নেন। একটি প্রকল্পের মাধ্যমে দেশের আরও কিছু জেলাকে এ উদ্যোগের অন্তর্ভুক্ত করা হয়। ডিজিটাল পদ্ধতিতে খতিয়ান সরবরাহের বিষয়টির দেখভাল করছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব উল আহসান। তিনি বলেন, একজন নাগরিক সেবা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন। তার আবেদন গ্রহণ করার পর এক সপ্তাহের মধ্যে খতিয়ান সরবরাহ করা হবে। তিনি বলেন, আবেদনপত্র যাচাই-বাছাই শেষে ডাটাবেজে আপলোড করা হবে। এরপর আবেদনকারী খতিয়ান পাবেন। এর জন্য ভূমি অফিস বা জেলা প্রশাসনের রেকর্ডরুমে আসতে হবে না। তিনি বলেন, পর্যায়ক্রমে ভূমি সংক্রান্ত সব রেকর্ড ডাটাবেজে আপলোড করা হবে। তখন সেবা গ্রহীতারা আবেদন করার পরই খতিয়ান পেয়ে যাবেন। চট্টগ্রামে ২১৪টি ডিজিটাল সেন্টার হবে
এবার ডিজিটাল প্রচারণার সুযোগ
আগামী ৯ ডিসেম্বর থেকে পৌরসভা নির্বাচনের প্রচারণায় নামতে পারবেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত (নারী) কাউন্সিলররা। আর প্রথমবারের মতো এবার ডিজিটাল ডিসপ্লে বোর্ড, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানোর আনুষ্ঠানিক সুযোগ মিলছে। একই সাথে ব্যানার ও বিলবোর্ড ব্যবহার এবং টেলিভিশনসহ ইলেকট্রনিক মাধ্যমেও বিজ্ঞাপন দেয়া যাবে। তবে নির্বাচনী ব্যয়সীমার মধ্য থেকে এসব প্রচার চালাতে হবে। ইসি সূত্র জানায়, ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে নির্বাচনকে উৎসবমুখর করতে এসব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ৩ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় প্রার্থীরা মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাইয়ের পর ৯ ডিসেম্বর থেকে প্রচার শুরু হবে। আগামী ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় ভোটগ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রচারের জন্য প্রার্থীরা কোন খাতে কত টাকা খরচ করবেন তা মনোনয়নপত্রে উল্লেখ করার বিধান রাখা হয়েছে। একই সাথে গণমাধ্যমে প্রচারের সম্ভাব্য ব্যয় জানাতে বলা হয়েছে। এছাড়া আচরণবিধিতে প্রচারের জন্য কাগজ, রেক্সিন, ডিজিটাল ডিসপ্লে বোর্ড বা ইলেকট্রনিক মাধ্যমসহ অন্য যেকোনো মাধ্যমে তৈরি প্রচারপত্র, প্রচারচিত্র, বিজ্ঞাপনচিত্র এবং যেকোনো ধরনের ব্যানার ও বিলবোর্ডের কথা বলা হয়েছে।
ডিজিটাল প্রচারের সুযোগের বিষয়ে নির্বাচন কমিশনার মো: আবু হাফিজ বলেন, সময়ের সাথে নির্বাচন কমিশনও গতিশীল থাকতে চায়। তাই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে প্রার্থীদের প্রচারের সুযোগ দেয়া হয়েছে। তবে ব্যয়সীমা মেনে চলতে হবে। নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে জমা দিতে হবে ব্যয়ের হিসাব।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবারের পৌর নির্বাচনেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। স্মার্টফোনের সহজলভ্যতা, ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং তরুণ ভোটারদের আধিক্য এর প্রধান কারণ। শুধু তরুণরাই নয়, ৪০-৪৫ বছর বয়সীরাও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে সক্রিয়। ফলে নির্বাচন কমিশন সেই সুযোগ দিয়ে সঠিক কাজই করেছে
ওরাকল জেনারেল লেজার ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস ট্রেনিং সফলভাবে শেষ
বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির উদ্যোগে ও আইবিসিএস-প্রাইমেক্সের পরিচালনায় গত ৮ থেকে ১৭ সেপ্টেম্বর সার্টিফায়েড জিএলএম এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক শানমুগাম ভাস্করের অধীনে আর১২ডটএক্স ওরাকল জেনারেল লেজার ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস ট্রেনিং অনুষ্ঠিত হয়। ১১ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করেছে। চলতি মাসে ওরাকল ই-বিজনেসের পরবর্তী ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ইন্টারনেট এখন মানুষের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে : পলক
ইন্টারনেট এখন মানুষের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে। আমাদের লক্ষ্য, ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা। এর প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে দেশের তরুণ সমাজ। ৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসব ২০১৫-১৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেন।
আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি এবং ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। জাতীয় তথ্যপ্রযুক্তি বিতর্ক উৎসবের রূপরেখা তুলে ধরেন আয়োজক সংস্থা ক্যাম্পাস টু ক্যারিয়ারের নির্বাহী সম্পাদক অঞ্জলি সরকার ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি সঞ্জীব সাহা। দেশের ৬৪টি জেলার শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬টি অঞ্চলে অনুষ্ঠিত হবে এ বিতর্ক উৎসব। ৪ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ে ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় এই উৎসব। ‘তথ্য-যুক্তি-প্রযুক্তি’ স্লোগানে এ বিতর্ক উৎসব আয়োজন করছে বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, বাংলাদেশ ডিবেট ফেডারেশন এবং ক্যাম্পাস টু ক্যারিয়ার
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে সিএসই উৎসব
তথ্যপ্রযুক্তির নানা আয়োজনে ঢাকায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সিএসই উৎসব-২০১৫। ৪ ডিসেম্বর দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জববার। উৎসবে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন। এতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন রোবটিক্স প্রতিযোগিতা, প্রজেক্ট শোকেসিং, আইটি অলিম্পিয়াড, গেমিং প্রতিযোগিতা এবং বিভিন্ন কর্মশালা ও সেমিনারে। কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতা এবং আইটি অলিম্পিয়াডে লড়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুল মান্নান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক ড. মুশফিক এম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী এবং সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কাজী হাসান রবিন
ইউএপিতে অনুষ্ঠিত হলো সাইবার গেমিং প্রতিযোগিতা
গত ৯ থেকে ১৭ নভেম্বর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হয় সাইবার গেমিং প্রতিযোগিতা। এতে দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। সাইবার গেমগুলোর মাঝে ফিফা ফুটবল, এনএফএস কার রেসিং ও কাউন্টার স্ট্রাইক ফার্স্ট পারসন শুটার গেম ছিল অন্যতম। সাইবার গেমিংয়ের তত্ত্বাবধানে ছিলেন সিএসই ডিপার্টমেন্টের প্রভাষক আহমেদ সাঈদ ফারুক ও মো: হাবিবুর রহমান। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে থাকা প্রভাষক মোলস্না রাশিদ হোসেইন বলেন, এ ধরনের গেমিং প্রতিযোগিতা তরুণ ছাত্র-ছাত্রীদের মাঝে গেমিংয়ের নেশা নয়, বরং দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও বোধশক্তির তীক্ষনতা বাড়াবে, দলগত কাজের প্রেরণা দেবে, সৃজনশীলতার বিকাশ ঘটাবে এবং পরিশেষে সমস্যা সমাধানে অধ্যবসায়ী হতে শেখাবে। তিনি আরও বলেন, আগামী বছরের শুরুতে গ্রিন রোডে নবনির্মিত স্থায়ী সিটি ক্যাম্পাসে স্থানান্তরিত হওয়ার পর আরও বড় আকারে সাইবার গেমিং প্রতিযোগিতা আয়োজন করা হবে
ম্যাডভাইজারকে সিলিকন ভ্যালিতে প্রশিক্ষণ দেবে ফেনক্স
স্টার্টআপদের আন্তর্জাতিক প্রতিযোগিতা সিডস্টারস ওয়ার্ল্ডের ঢাকা পর্বের বিজয়ী হয়েছে ম্যাডভাইজার। প্রতিষ্ঠানটিকে সিলিকন ভ্যালিতে নিয়ে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ভ্রমণ, প্রশিক্ষণসহ সব ধরনের পরিচর্যা করবে সিলিকন ভ্যালিভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল। এ বিষয়ে বেসিস সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান জানান, সিডস্টারস ওয়ার্ল্ড আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে তরুণ উদ্যোক্তাদেরকে আন্তর্জাতিকভাবে প্রসার করার একটা প্লাটফর্ম দেয়া। এই ভিশন নিয়েই বেসিস, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, সিডস্টারসসহ সহযোগী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এক সাথে বাংলাদেশে ইনোভেটিভ এন্টারপ্রেনারশিপ ইকো-সিস্টেম তৈরির জন্য কাজ করা হচ্ছে।
ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের প্রধান নির্বাহী ড. আনিসউজ্জামান জানান, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশে সিলিকন ভ্যালির মতো আধুনিক ও উন্নত পদ্ধতি প্রণয়নে কাজ করছে। বাংলাদেশী উদ্যোক্তাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের আওতায় আনতে ইতোমধ্যেই ফেনক্স ভেঞ্চার ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে
দেশের সব মানুষের জন্য ই-আইডি কার্ড চালুর আশাবাদ
পৃথিবীর উন্নত দেশের মতো বাংলাদেশেও মানুষকে সহজে সেবা দেয়ার লক্ষে্য ইলেকট্রনিক আইডি (ই-আইডি) কার্ড চালুর আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ঢাকায় ১১তম গভনর্মেন্ট ডিসকাশন ফোরাম ফর ইলেকট্রনিক আইডেনটিটি-২০১৫ অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এশিয়া প্যাসিফিক স্মার্টকার্ড অ্যাসোসিয়েশনের (এপিএসসিএ) যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী গভনর্মেন্ট ডিসকাশন ফোরামে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, এশিয়া প্যাসিফিক স্মার্টকার্ড অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভেরোনিকা পোটসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
আলোচনা সভার পাশাপাশি হোটেল সোনারগাঁওয়ে বিশ্বের প্রায় ২৬টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট আইডি কার্ডসহ বিভিন্ন পণ্যের প্রদর্শন করে। পাশাপাশি বিশ্বের প্রায় শতাধিক স্মার্টকার্ড বিশেষজ্ঞ বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে অংশ নেন
রাজশাহীতে আসুস মাদারবোর্ডের নলেজ শেয়ারিং প্রোগ্রাম অনুষ্ঠিত
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে গত ৭ নভেম্বর রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘প্রোডাক্ট ট্রেনিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা। এতে অংশ নেন গ্লোবাল ব্র্যান্ডের রাজশাহী ব্রাঞ্চের ডিলার প্রতিনিধিরা। কর্মশালাটি পরিচালনা করেন আসুসের কান্ট্রি ম্যানেজার জিয়াউর রহমান। তাকে সহযোগিতা করেন আসুসের পণ্য ব্যবস্থাপক মাহবুবুল গণি। এতে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার সমীর কুমার দাস। কর্মশালায় আসুসের ১০০ সিরিজ মাদারবোর্ডের অত্যাধুনিক এবং অনুপম বৈশিষ্ট্যগুলোর বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি প্রেজেন্টেশন এবং ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে বিক্রয়কর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানটিতে গ্লোবাল ব্র্যান্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন
ইএসআই ফউন্ডেশনস অব বিজনেস অ্যানালাইসিস ট্রেনিং সফলভাবে শেষ
আইবিসিএস-প্রাইমেক্সে গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর সার্টিফায়েড ইএসআই এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক প্রবীণ মালিকের অধীনে ইএসআই ফউন্ডেশনস অব বিজনেস অ্যানালাইসিস ট্রেনিং অনুষ্ঠিত হয়। ২০ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করেছে। ডিসেম্বরে ইএসআই ফাউন্ডেশনের দ্বিতীয় ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ওরাকল সার্টিফিকেশন কোর্সে ভর্তি
ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ইএসসিবি)-তে আরডিবিএমএস প্রোগ্রামিং উইথ ওরাকল ১০জি ও ডেভলপার ১০জি ট্রেনিং কোর্সে ভর্তি চলছে। ৭০ ঘন্টার কোর্সটিতে প্রতি শুক্রবার ক্লাস হয়। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। যোগাযোগ: ০১৯১১৩৯১৪০৭
আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষায় শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক মহেশ পান্ডের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়েছে। ৭ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। চলতি মাসে আইটিআইএল ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
অনলাইন যোগাযোগের নতুন সফটওয়্যার রিভ চ্যাট
ওয়েবসাইটে গ্রাহকদের সাথে চ্যাট, বিনামূল্যে ভয়েস ও ভিডিও কলসহ নানা সুবিধা নিয়ে বিশ্ববাজারে এসেছে রিভ চ্যাট। বাংলাদেশি বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ গ্রুপ এই পণ্য এনেছে। রিভ গ্রুপ টেলিকম, ওয়েবভিত্তিক যোগাযোগ ও সাইবার সিকিউরিটি সফটওয়্যার তৈরি করে থাকে। ক্লাউডভিত্তিক এ লাইভ চ্যাট টুলে যেকোনো প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট পরিদর্শনকারীদের চ্যাটের মাধ্যমে প্রয়োজনীয় সেবা বা তথ্য দিতে পারবেন। ওয়েবসাইট পরিদর্শনকারী যেমন যেকোনো প্রয়োজনে নিজ থেকে চ্যাট শুরু করতে পারবেন, তেমনি প্রতিষ্ঠানের এজেন্টও ওয়েবসাইট পরিদর্শনকারীর ভৌগোলিক অবস্থানসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন। এজেন্ট নিজ থেকে পরিদর্শনকারীকে চ্যাটের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। রিভ চ্যাটে ‘ওয়েব আরটিসি’ টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ফলে কোনো প্রতিষ্ঠান চাইলে চ্যাটের পাশাপাশি ওয়েব থেকেই ওয়েবসাইট পরিদর্শনকারীদের ফ্রি ভয়েস ও ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা করতে পারবেন। রিভের গ্রুপ সিইও এম রেজাউল হাসান জানান, অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় সম্প্রসারণে রিভ চ্যাটে গ্রাহক ও সম্ভাব্য ক্রেতাদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগের বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। এতে ফেসবুক চ্যাট ইন্টিগ্রেশনসহ সর্বাধুনিক ওয়েবভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ক্লিক টু কল, প্রো-অ্যাকটিভ চ্যাট, স্মার্ট কিউইং এবং কাস্টমার অ্যানালাইটিকস যুক্ত করা হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে ই-কমার্সসহ বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানি তাদের ওয়েবসাইটে রিভ চ্যাট যুক্ত করে প্রতিষ্ঠানের পণ্য বিক্রি এবং গ্রাহক সেবায় ব্যবহার করছে। এছাড়া জাপান এবং দক্ষিণ কোরিয়ার স্থানীয় বাজারে রিভ চ্যাট পৌঁছে দিতে রিভ দুটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। রিভ চ্যাট মোবাইলসহ সব ধরনের ডিভাইস উপযোগী সফটওয়্যার হওয়ায় ঘরে-বাইরে যেকোনো জায়গা থেকে ওয়েবসাইটে ভিজিটর পর্যবেক্ষণ করার পাশাপাশি দেয়া যাবে গ্রাহক সেবা। এছাড়া এতে একই সময়ে একাধিক গ্রাহকের সাথে যোগাযোগ করা যায় বলে গ্রাহক সেবা খাতে খরচের পরিমাণও কমবে। ওয়েবসাইটে রিভ চ্যাট সংযুক্তির আগে চাইলে ১৪ দিনের ফ্রি ট্রায়াল নিয়ে সফটওয়্যারটি পরখ করেও দেখা যাবে। ক্লাউডভিত্তিক সফটওয়্যার হওয়ায় যেকোনো ওয়েবসাইটে সংশ্লিষ্ট কোড বসিয়ে রিভ চ্যাট সংযুক্ত করতে সময় লাগবে কয়েক মিনিট
এসিএম-আইসিপিসির ঢাকা পর্বে চ্যাম্পিয়ন জাবি
বিশ্বের মর্যাদাপূর্ণ কমপিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘জেইউ-অর্ডার অন এন-কিউব’।
ঢাকা পর্বের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় ১২১টি দল। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিটি দলে তিনজন করে সদস্য অংশ নেয়। এসিএম-আইসিপিসি প্রতিযোগিতায় ১০টি প্রোগ্রামিং সমস্যা দেয়া হয়। আর সেগুলো সমাধানে টানা পাঁচ ঘণ্টার সময় দেয়া হয় প্রতিযোগীদের।
‘জেইউ-অর্ডার অন এন-কিউব’ দলের সদস্য সাদিক মো: নাফিস, নিলয় দত্ত ও রাহাত জামান সাতটি সমস্যার সমাধান করে প্রথম হন।
এছাড়া ছয়টি ও পাঁচটি সমস্যার সমাধান দিয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সাস্ট ডাউন টু দ্য ওয়্যার’ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এনএসইউ বাগলাভার্স’ দল। ২০১৬ সালের মে মাসে থাইল্যান্ডে আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেবে শীর্ষ দল দুটি।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের কাছে পুরস্কার হস্তান্তর করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহসান হাবিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউর ভারপ্রাপ্ত উপাচার্য গৌর গোবিন্দ গোস্বামী, এসিএম-আইসিপিসি ঢাকা পর্বের পরিচালক অধ্যাপক আবুল এল হক। এর আগে ২০১৪ সালের এসিএম-আইসিপিসির ৩৮তম আসরে ৫১তম স্থান অর্জন করে জাবি ও শাবিপ্রবির দল
নীলফামারীতে ডিজিটাল ডিভাইসে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচ-ী হাই স্কুল অ্যান্ড কলেজ ও বরভিটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ডিজিটালাইজ পদ্ধতিতে নিশ্চিত করা হয়েছে। গত ১১ অক্টোবর এই পদ্ধতি উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান। এই ডিজিটালাইজ পদ্ধতি বাস্তবায়নে কারিগরি সহায়তা দেয় জেনারেল অটোমেশন লি.।
নীলফামারী জেলায় এ দুটিই প্রথম স্কুল, যেখানে উপস্থিতি ডিজিটালাইজ করা হলো। এর ফলে এই দুই প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাস্তবভাবে নিশ্চিত করা যাবে
সাশ্রয়ী মূল্যে লেনোভোর ইয়োগা আল্ট্রাবুক
গ্লোবাল ব্র্যান্ড লেনোভোর ইয়োগা ৫০০ সিরিজের আল্ট্রাবুক বাজারজাত করেছে। ১৪ ইঞ্চি ফুল এইচডি (১০৮০ বাই ১৯২০) মাল্টিটাচ ডিসপ্লেসমৃদ্ধ এই আল্ট্রাবুকটিতে ব্যবহার হয়েছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৩ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩এল র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, সাথে রয়েছে ৮ জিবি এসএসএইচডি মেমরি এবং এইচডি ওয়েবক্যাম। দাম ৫৯ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
রেভিট আর্কিটেকচার কোর্সে ভর্তি
ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ইএসসিবি)-তে রেভিট আর্কিটেকচার ট্রেনিং কোর্সে ভর্তি চললে। ৬৩ ঘন্টার কোর্সটি প্রতি শনি, সোম ও বুধবার ক্লাস হয়। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে। যোগাযোগ: ০১৯১১৩৯১৪০৭
এসার ল্যাপটপে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা
এসার ব্র্যান্ডের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড এই শীতে নিয়ে এসেছে ‘এসার স্ক্র্যাচ অ্যান্ড শিওর উইন- উইন্টারফেস্ট’ অফার। গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এসারের এই শীতকালীন অফার চলাকালীন সময়ে ক্রেতারা যেকোনো এসার ল্যাপটপ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে জিতে নিতে পারবেন নগদ এক লাখ টাকা পর্যন্ত উপহার। সেই সাথে নিশ্চিত উপহার হিসেবে থাকছে এসারের আকর্ষণীয় উইন্টার জ্যাকেট।
এবার এসার ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের কোরআই৫ ও কোরআই৭ প্রসেসরসমৃদ্ধ বিশটি নতুন মডেল। এছাড়া এসার ট্রাভেলমেট ৪৪৬ সিরিজের কোরআই৩ ও কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ দুটি মডেল উন্মোচন করা হয়েছে তিন বছরের ওয়ারেন্টিসহ। এই শীতকালীন অফার চলবে ৩১ ডিসেম্বর। যোগাযোগ : ০১৯১৯২২২২২২। ওয়েব : www.etlbd.net
রেডহ্যাট লিনআক্সের বেস্ট পার্টনার আইবিসিএস-প্রাইমেক্স
দেশের অন্যতম বৃহৎ আইটি ট্রেনিং প্রতিষ্ঠান আইবিসিএস প্রাইমেক্স সম্প্রতি রেডহ্যাটের ট্রেনিং এবং সার্টিফিকেশন পার্টনার হিসাবে পঞ্চমবার বেস্ট ওভারসিজ পুরস্কার পেয়েছে। গত ৪-৬ নভেম্বর অনুষ্ঠিত বার্ষিক পার্টনার সম্মেলনে এই পুরস্কার দেয়া হয়। রেডহ্যাটের কাছ থেকে আইবিসিএস-প্রাইমেক্সের এডুকেশন ডিরেক্টর কাজী আশিকুর রহমান পুরস্কারটি গ্রহণ করেন
দেশজুড়ে ৭টি প্যাকেজে ট্রেন্ড মাইক্রো অ্যান্টিভাইরাস
দেশজুড়ে সাতটি ব্যবহারবান্ধব প্যাকেজে পাওয়া যাচ্ছে গার্টনার ও এভিজি সেরা ‘ট্রেন্ড মাইক্রো’ অ্যান্টিভাইরাস। দেশের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান কমপিউটার সোর্স পরিবেশিত এক ও তিন বছর মেয়াদী এই জাপানি অ্যান্টিভাইরাসটি ক্লাউডভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিদিন ২ কোটি ৫০ লাখেরও বেশি অনলাইন হুমকি থেকে ব্যবহারকারীকে নিরাপদ রাখে। এর মধ্যে এক বছর মেয়াদী ট্রেন্ড মাইক্রো ইন্টারনেট সিকিউরিটি সিঙ্গেল উইজারের দাম ৯৯০ টাকা ও থ্রি ইউজারের দাম ১৯৯০ টাকা। অপরদিকে তিন বছর মেয়াদী ইন্টারনেট সিকিউরিটি সিঙ্গেল ইউজারের দাম ১৭৯০ টাকা। এছাড়া এক বছর মেয়াদী ট্রেন্ড মাইক্রো ম্যাক্সিমাম সিকিউরিটি সিঙ্গেল ইউজারের দাম ১১৯০ টাকা ও থ্রি ইউজারের দাম ২৫৯০ টাকা। আর তিন বছর মেয়াদী ম্যাক্সিমাম সিকিউরিটি সিঙ্গেল ইউজারের দাম ২৩৯০ টাকা। পাশাপাশি ট্রেন্ড মাইক্রো মোবাইল সিকিউটির দাম ৫৯০ টাকা। সাইবার জগতে নিরাপদ থাকতে ল্যান বা সার্ভারে ফায়ারওয়াল ফাঁকি দিলেও এর অটোমেটিক পিসি অপটিমাইজেশন সিস্টেম (এপিআই ফিচার) স্বয়ংক্রিয়ভাবে পিসি/ডিভাইসের জাঙ্ক ফাইল মুছে দিয়ে কাজে গড়ে ৫০ গুণ গতি বাড়ায়
ব্রাদারের নতুন প্রিন্টার বাজারে
গ্লোবাল ব্র্যান্ড দেশের বাজারে এনেছে জাপানের ব্রাদার ইন্ডাস্ট্রিজের সবশেষ সংস্করণের নতুন ছয়টি প্রিন্টার। নতুন প্রিন্টার উদ্বোধন উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্রাদারের উপমহাব্যবস্থাপক গোলাম সরোয়ার, জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, হেড অব ব্র্যান্ড কমিউনিকেশনস সেলিম আহাম্মেদ বাদলসহ অন্যান্য কর্মকর্তা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ছয়টি প্রিন্টার তিন ধরনের। এগুলো হচ্ছে ইঞ্জেক্ট, লেজার এবং লেভেল প্রিন্টার। এর মধ্যে ডিসিপি-টি৩০০ ও ডিসিপি-টি৭০০ডব্লিউ প্রিন্টারটি কালিসাশ্রয়ী। এগুলোর কার্টিজ একবার রিফিল করলে ৬ হাজার পৃষ্ঠা সাদা-কালো এবং ৫ হাজার পৃষ্ঠা রঙিন প্রিন্ট দেয়া যাবে। অন্যদিকে ডব্লিউ সিরিজের প্রিন্টারগুলোতে ওয়্যারলেস প্রিন্টিং সুবিধা রয়েছে। ব্রাদারের এই প্রিন্টারগুলো পাওয়া যাবে ১০ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। এই সম্মেলনে একটি স্ক্যানারও অবমুক্ত করা হয়। এটির বিশেষ ফিচারের মধ্যে রয়েছে একই সাথে একই পৃষ্ঠার এপিঠ-ওপিঠ স্ক্যান করার সুবিধা। এই যন্ত্রটির নাম ‘ই-আর্কাইভ’। রেকর্ড অফিসের হাজার হাজার ফাইলকে স্টোরেজ করতে যন্ত্রটি বেশ কার্যকর। এটি পাওয়া যাবে ২৮ থেকে ২৯ হাজার টাকার মধ্যে
আসুসের পাতলা ল্যাপটপ
আসুস এবারের ল্যাপটপ মেলায় উন্মুক্ত করেছে ওয়ার্ল্ডস থিনেস্ট ইউএক্স৩০৫সিএ মডেলের ল্যাপটপ। ১২.৩ মিলিমিটার পুরু এই ল্যাপটপটির ওজন মাত্র ১.২ কেজি। আরোরা গোল্ড কালারের ল্যাপটপটি ১.২০ থেকে ৩.১০ গিগাহার্টজ পর্যন্ত গতিসম্পন্ন। ল্যাপটপটিতে ব্যবহার হয়েছে ইন্টেল এম৭-৬ওয়াই৭৫ প্রসেসর। ১৩.৩ ইঞ্চি কিউএইচডি (৩২০০ বাই ১৮০০) এলইডি ডিসপ্লেসমৃদ্ধ এই ল্যাপটপটিতে আরও রয়েছে ৮ জিবি ডিডিআর৩ র্যাম, ২৫৬ জিবি এসএসডি হার্ডডিস্ক এবং এইচডি ওয়েবক্যাম। এতে ব্যবহার হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি, যা ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে থাকে। দুই বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ ল্যাপটপটির দাম ৮৮ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড পিএমপি এক্সপার্ট ইন্ডিয়ার প্রশিক্ষকের অধীনে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার দিনের কোর্সটির দায়িত্বে থাকবেন ভারতের অজয় ভট্টাচার্য। ডিসেম্বর মাসে পিএমপি ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
টিম ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক
ইউসিসি দেশের গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে সম্প্রতি বাজারজাত করছে টিম ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। লিথিয়াম আয়নসমৃদ্ধ ব্যাটারির এই পাওয়ার ব্যাংকগুলো গুণগত মানে সেরা। এই পণ্যগুলোর গুণগত মান নিশ্চিত করতে গ্রাহকেরা এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা পাবেন। আকর্ষণীয় ডিজাইনের টিম পাওয়ার ব্যাংকগুলো গ্রাহকদের প্রয়োজন মতো ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৮০০০ মিলি অ্যাম্পিয়ার এবং ১০৪০০ মিলি অ্যাম্পিয়ার আকারে পাওয়া যাবে। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার আকারের পণ্যগুলো তিনটি ভিন্ন রংয়ে এবং ৮০০০ মিলি অ্যাম্পিয়ার আকারের জন্য পণ্যগুলো অ্যালুমিনিয়ামের ইউনিবডি এবং দুটি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
থার্মালটেক কমান্ডার কম্বো কিবোর্ড
দেশে থার্মালটেক ব্র্যান্ডের প্রতিনিধি ইউসিসি সম্প্রতি বাজারে এনেছে গেমিং কিবোর্ড কমান্ডার কম্বো। গেমারদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা এই গেমিং কিবোর্ডটির সাথে পাচ্ছেন একটি থার্মালটেক ব্র্যান্ডের মাউস। কিবোর্ডটিতে থাকছে ৮টি মাল্টিমিডিয়া কি। ইউএসবি ইন্টারফেস সংবলিত এই কিবোর্ডে আছে অ্যান্টি বুস্টিং কি সুবিধা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
এএমডি কাভেরি এ৮-৭৬০০ প্রসেসর
ইউসিসি নিয়ে আসছে এএমডি কাভেরি সিরিজের এপিইউ প্রসেসর এ৮-৭৬০০। এফএম২+ সকেটের মাদারবোর্ডে ব্যবহারোপযোগী এই প্রসেসরটি একটি কোয়ার্ডকোর প্রসেসর। ৩.১ গিগাহার্টজ এই প্রসেসরটি টার্বো মোডে ৩.৮ গিগাহার্টজ পর্যন্ত স্পিড পাওয়া যাবে। ৪এমবি ক্যাশ মেমরির এই প্রসেসরের সাথে রেডিওন আর৭ সিরিজের গ্রাফিক্স ইন্টিগ্রেটেড রয়েছে। প্রসেসরটি চালাতে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৬৫ ওয়াট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
এএসপি ডটনেট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সফটওয়্যার ডেভেলপমেন্টে এএসপি ডটনেট ইউজিং সি# কোর্সে ভর্তি চলছে। কোর্সটিতে এজেএএক্স, জেকুয়েরি, এনটিটি ফ্রেমওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট ও এসকিউএল সার্ভার প্রজেক্টসহ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ইসি কাউন্সিল সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন কোর্সে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ ও সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে ইসি কাউন্সিল কর্তৃক কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। এছাড়া সার্টিফিকেশন পরীক্ষার জন্য শতকরা ১০০ ভাগ ফ্রি ভাউচার দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
আসুসের ষষ্ঠ প্রজন্মের নতুন ট্রান্সফরমারবুক
আসুস দেশের বাজারে এনেছে ষষ্ঠ প্রজন্মের ট্রান্সফরমারবুক টিপি৩০০ইউএ। এর ১৩.৩ ইঞ্চি এইচডি এলইডি টাচস্ক্রিন ডিসপ্লে ৩৬০ ডিগ্রিতে আবর্তিত করা যায়। ২.৩০ গতিসম্পন্ন ও ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ৮ জিবি ডিডিআর৩ র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক । এর রোটেটিং টাচস্ক্রিন বৈশিষ্ট্যের কারণে এটি যেকোনো মোডে ব্যবহার করা যায়। রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডি ৭২০ পিক্সেল ওয়েবক্যাম, উইন্ডোজ ১০ এবং এতে ব্যবহার হয়েছে পলিমার ব্যাটারি, যা বেশি সময় ব্যাকআপ দিয়ে থাকে। দাম ৭০ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
সার্টিফায়েড লিড অডিটর কোর্সে সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে গত ২৭ নভেম্বর সার্টিফায়েড আইএসও এক্সপার্ট প্রশিক্ষকের অধীনে সার্টিফায়েড আইএসও আইএসএমএস-২৭০০১ লিড অডিটর ট্রেনিং অনুষ্ঠিত হয়। ৮ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ হয়। চলতি মাসে চতুর্থ ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ইন্টেল ষষ্ঠ প্রজন্মের এসার ল্যাপটপ
এসার ব্র্যান্ডের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস নিয়ে এসেছে ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের কোরআই৫ ও কোরআই৭ প্রসেসরসমৃদ্ধ বিশটি নতুন মডেল। এসারের অ্যাস্পায়ার ই৫ ও ভি৩ মডেল ছাড়াও নতুন অ্যাস্পায়ার এফ৫ সিরিজের ল্যাপটপ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে। ষষ্ঠ প্রজন্মের কোর প্রসেসরসমৃদ্ধ এসার অ্যাস্পায়ার ল্যাপটপগুলোতে মডেলভেদে রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম, ২ টেরাবাইট পর্যন্ত হার্ডড্রাইভ, ১০৮০পি ফুল এইচডি স্ক্রিন ও ৪ জিবি এনভিডিয়া গ্রাফিক্স। এসারের অ্যাস্পায়ার ই৫, এফ৫ ও ভি৩ সিরিজের সব ল্যাপটপেই রয়েছে সাড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ। অ্যাস্পায়ার এফ৫ সিরিজের ভেতরের অংশটি ব্রাশ অ্যালুমিনিয়ামের তৈরি। আর অ্যাস্পায়ার ভি৩ সিরিজের বাইরের ও ভেতরের অংশ দুটিই অ্যালুমিনিয়ামের তৈরি। অ্যাস্পায়ার ভি৩ সিরিজে আরও আছে ডলবি হোম থিয়েটার অডিও এবং ব্যাকলিট কিবোর্ড। সবগুলো মডেলেই আছে এসার ব্লু লাইট শিল্ড, যা স্ক্রিনের নীল রশ্মিবিচ্ছুরণ থেকে আপনার চোখকে রক্ষা করবে। এই মডেলগুলোতে আরও আছে ইউএসবি ৩ পাওয়ার-অফ চার্জিং, যা দিয়ে ল্যাপটপ বন্ধ থাকলেও যেকোনো ইউএসবি ডিভাইসকে চার্জ করা যাবে। এছাড়া এই তিনটি সিরিজেই আছে ৮০২.১১এসি ওয়াইফাই, যা সাধারণ ওয়াইফাইয়ের চেয়ে তিনগুণ দ্রুতগতিসম্পন্ন।
এসার আরও একটি নতুন সিরিজ বাংলাদেশে প্রথমবারের মতো উন্মোচন করছে। অ্যাস্পায়ার ভি৫-৫৯১জি মডেলটির বিশেষত্ব হলো এটির ইন্টেল ষষ্ঠ প্রজন্মের কোয়াড কোরআই৫ ৬৩০০এইচকিউ প্রসেসর। ল্যাপটপটিতে আছে ৪ জিবি র্যাম, ১ টিবি হার্ডড্রাইভ ও ২ জিবি এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৫০ গ্রাফিক্স। ১৫.৬ ইঞ্চি পর্দার এই ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ সাত ঘণ্টা।
এছাড়া এসারের ট্রাভেলমেট পি৪৪৬ সিরিজের বাণিজ্যিক ল্যাপটপ তিন বছর বিক্রয়োত্তর সেবাসহ দেশের বাজারে উন্মোচন করছে। কোরআই৩ ও কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ ১৪ ইঞ্চি পর্দার এই সিরিজে থাকছে ব্যাকলিট কিবোর্ড ও ফিঙ্গারপ্রিন্ট রিডার। এতে আছে এসার ডিস্ক অ্যান্টিশক প্রটেকশন, যা ল্যাপটপটির হার্ডডিস্ককে যেকোনো আঘাত থেকে সুরক্ষা করবে। ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ সাত ঘণ্টা এবং এর ওজন মাত্র ১.৮৫ কেজি। যোগাযোগ : ০১৯১৯২২২২২২
বাজারে ৫ বছরের ওয়্যারেন্টিযুক্ত পিএনওয়াই পেনড্রাইভ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্র্যান্ড পিএনওয়াইয়ের হুক ৩.০ মডেলের ইউএসবি ফ্ল্যাশড্রাইভ। মেটালিক বডির এই পেনড্রাইভটির ডাটা ট্রান্সফার স্পিড ১৩ এমবি পার সেকেন্ড। উইন্ডোজ ২০০০, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ ১০ এবং ম্যাক ওএস ১০.৩ এবং পরবর্তী ভার্সনগুলোতে এই পেনড্রাইভ ব্যবহার করা যায়। বর্তমানে ১৬ জিবি ও ৩২ জিবি স্টোরেজের পেনড্রাইভ দেশের বাজারে ছাড়া হয়েছে, দাম যথাক্রমে ৭০০ ও ১০৫০ টাকা। রয়েছে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি সুবিধা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৮৭
ওয়্যারলেস টাচপ্যাড কিবোর্ড
রাপুর একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আল্ট্রা স্লিম ওয়্যারলেস টাচপ্যাড কিবোর্ড ই৯০৮০। কিবোর্ডটি ০.৫৬ সেন্টিমিটার পাতলা। এতে রয়েছে সিজর কি স্ট্রাকচার। এটি ২.৪ গিগাহার্টজ গতিতে ওয়্যারলেস সংযোগ দিতে সক্ষম এবং টাচপ্যাড কিবোর্ড হওয়ার কারণে পৃথক কোনো মাউসের প্রয়োজন হয় না। ২৪ মাস ব্যাটারি লাইফ এবং দুই বছর ওয়ারেন্টিসহ কিবোর্ডটির দাম ৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৯২
থার্মালটেক ভার্সা এন ২১ কেসিং
দেশে থার্মালটেকের প্রতিনিধি ইউসিসি বাজারে নিয়ে এসেছে ভার্সা এন ২১ কেসিং। আকর্ষণীয় ডিজাইনের মিড টাওয়ার লেভেল এই গেমিং কেসিং পাওয়া যাবে গেমারদের ক্রয়ক্ষমতার মধ্যে। এর গস্নসি বস্ন্যাক ফ্রন্ট টপ প্যানেল দেবে স্টাইলিশ ইমেজ এবং হাই ফুট স্ট্যান্ড ক্যাসিংটির বাতাস চলাচল সাহায্য করবে। এর টুল ফ্রি ইন্টেরিয়র ডিজাইন এবং হিডেন আই/ও পোর্টস কেসিংটিকে করেছে আকর্ষণীয়। এতে রয়েছে ধুলা ফিল্টারিং সিস্টেম, যা কেসিংয়ের ভেতর পরিষ্কার রাখতে সাহায্য করবে। এছাড়া থাকছে তিনটি ১২০এমএম বিল্টইন ফ্যান ও ক্যাবল ম্যানেজমেন্ট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের ইউএইচএস মেমরি কার্ড
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের বাংলাদেশ প্রতিনিধি ইউসিসি বাজারজাত করছে উচ্চমানের ক্ষমতাসম্পন্ন মেমরি কার্ড। বিশেষত প্রফেশনাল ক্যামেরা ও ভিডিও ধারণকারীদের জন্য এই মেমরি কার্ডগুলোর মাধ্যমে অবিশ্বাস্য ও সর্বাধুনিক কে ভিডিও এবং ছবি সহজেই ক্যাপচার ও স্টোরেজ করতে পারবেন। সুপার স্পিড সংবলিত এই মেমরী কার্ডগুলোর রিড ও রাইড স্পিড সর্বোচ্চ ২৮৫এমবি/সেকেন্ড এবং ১৮০ এমবি/সেকেন্ড। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ডিসেম্বর মাসে শুক্র ও শনিবারের ব্যাচে এসকিউএল ও উইন্ডোজ সার্ভার কোর্সের ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
তিন বছরের ওয়ারেন্টির ডেল ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড দেশে এনেছে ডেলের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ ভোস্ট্র ৩৪৫৮। ২.২০ গিগাহার্টজসম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৪.১ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫৫০০ এবং ইন্টিগ্রেটেড ওয়াইডস্ক্রিন এইচডি ওয়েবক্যাম। এছাড়া এতে নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ইথারনেট ল্যান জ্যাক, ওয়্যারলেস (৮০২.১১এসি) এবং ব্লুটুথ। ৪-সেল রিমুভেবল ব্যাটারিসহ এর ওজন ১.৯৪ কেজি। তিন বছর ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটির দাম ৪৯ হাজার ৩০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৮৮
সার্টিফায়েড আইএসও লিড অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইএসও আইএসএমএস-২৭০০১ লিড অডিটর সার্টিফিকেশন কোর্সে ভর্তি চলছে। ৩৫ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন সার্টিফায়েডে অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্সটি সম্পন্ন হওয়ার পর কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। ডিসেম্বর মাসে দ্বিতীয় ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
সাইবার নিরাপত্তায় ‘ট্রেন্ড মাইক্রো’ অবমুক্ত করল কমপিউটার সোর্স
সাইবার জগতে নিশ্চিমেত্ম বিচরণ করতে গত ২৬ বছর ধরে ভার্চুয়াল বিশ্ব শাসন করছে জাপানি ব্র্যান্ড ‘ট্রেন্ড মাইক্রো’। প্রতিনিয়ত রং পাল্টানো সাইবার অপরাধের ধরন ও প্রকৃতি বিশেস্নষণ করে জটিলতর সব সাইবার অপরাধ মোকাবেলায় ধারাবাহিকভাবে সফলতার স্বাক্ষর রেখে চলেছে এই সিকিউরিটি সফটওয়্যারটি। ফলশ্রম্নতিতে গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদনে চলতি বছরেও সাইবার নিরাপত্তায় শীর্ষে রয়েছে এটি।
দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখতে সম্প্রতি সময়ের সবচেয়ে সফল এই নিরাপত্তা সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে অবমুক্ত করল প্রযুক্তি প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন ট্রেন্ড মাইক্রোর ন্যাশনাল সেলস ম্যানেজার আনন্দ শ্রিঙ্গি ও রিজিওনাল অ্যাকাউন্ট ম্যানেজার কাঞ্চন মল্লিক। স্ট্যান্ডআপ পারফরমার সোলায়মান সুখনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমপিউটার সোর্স পরিচালক এইউ খান জুয়েল এবং আসিফ মাহমুদ।
স্বাগত বক্তব্যে কমপিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ বলেন, দেশের শীর্ষ প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের আস্থা ধরে রাখতেই কমপিউটার সোর্স কোনো অ্যান্টিভাইরাস বাজারজাত করতে একটু সময় নিয়েছে। কেননা এই সময়ে আমরা গ্রাহকদের সমস্যা ও চাহিদা অনুসন্ধানের মধ্য দিয়ে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তা ট্রেন্ড মাইক্রো কর্তৃপক্ষের কাছে দিয়েছি। এরপরই বাংলাদেশের গ্রাহকদের জন্য উপযোগী করেই অনলাইন দুনিয়ার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই আমরা এই সলিউশন সফটওয়্যারটি গ্রাহকদের হাতে পৌঁছে দিচ্ছি। সরকারের পাশাপাশি আমরাও দেশের সাইবার আকাশকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, ট্রেন্ড মাইক্রো সেই জায়গাটিতে গ্রাহককে নিশ্চিন্ত রাখবে।
ট্রেন্ড মাইক্রোর ন্যাশনাল সেলস ম্যানেজার আনন্দ শ্রিঙ্গি বলেন, নিরাপত্তা হচ্ছে এক ধরনের মানসিক স্বস্তি। আর এই স্বস্তির জন্য দরকার হয় আগে থেকেই হুমকি মোকাবেলার সক্ষমতা। তিনি আরও বলেন, ট্রেন্ড মাইক্রোর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা অনলাইনের বিপজ্জনক ওয়েবসাইট, সোশ্যাল নেটওয়ার্ক, ই-মেইল, বর্ণচোরা ওয়েব লিঙ্ক ও গুপ্তবার্তা যেনো ব্যবহারকারীর ব্যক্তিগত, পেশাগত এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে না। এর পাশাপাশি আগামীর সম্ভাবনাময় প্রজন্ম শিশুরাও যেনো অনলাইনে নিরাপদ থাকে, সেজন্য এতে রয়েছে অভিভাবকদের জন্য পর্যবেক্ষণ ব্যবস্থা।
আনন্দ শ্রিঙ্গি বলেন, সাইবার জগতে নিরাপদ থাকতে ল্যান বা সার্ভারে ফায়ারওয়াল ব্যবহার করাই যথেষ্ট নয়। কেননা যে সার্ভার অ্যাডমিন বিষয়টি দেখভাল করবেন তিনিও গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারেন। অথবা তার শিথিলতার কারণেও সমস্যা দেখা দিতে পারে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করেই স্বংয়ক্রিয়ভাবে পিসির জাঙ্ক ফাইল মুছে দিয়ে কাজের গতি বাড়াতে ট্রেন্ড মাইক্রোতে রয়েছে অটোমেটিক পিসি অপটিমাইজেশন সিস্টেম (এপিআই ফিচার)।
অনুষ্ঠানে জানানো হয়, এভিজি টেস্টের পাশাপাশি এনএসআই ডাটা ব্রিচ রিপোর্টেও সর্বোচ্চ সক্ষমতার পরিচয় দিয়েছে ‘ট্রেন্ড মাইক্রো’। আর গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের পর্যবেক্ষণ অনুযায়ী, লাগাতার ১২ বছর ধরে গার্টনার ম্যাজিক কোয়াডরেন্ট লিডারশিপ পজিশন ধরে রেখেছে। লাইসেন্সের মেয়াদ ও ব্যবহারকারী ভিন্নতায় ট্রেন্ড মাইক্রোর রয়েছে একক ও থ্রি ইউজারস প্যাকেজ। এক এবং সর্বোচ্চ তিন বছরের ‘ট্রেন্ড মাইক্রো’ ল্যাইসেন্স সফটওয়্যারটি পিসি, ট্যাব এবং মুঠোফোনেও ব্যবহার করা যায়। অ্যান্টিভাইরাসটি সম্পর্কে অনুষ্ঠানে আরও জানানো হয়, অনন্য ক্লাউডভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিদিন ২ কোটি ৫০ লাখেরও বেশি অনলাইন হুমকি থেকে ব্যবহারকারীকে নিরাপদ রাখে ‘ট্রেন্ড মাইক্রো’। ব্যবহারকারীর অজ্ঞতার সুযোগ নিয়ে তাকে ফাঁকি দিয়ে যেনো সর্বনাশ করতে না পারে, সেজন্য ট্রেন্ড মাইক্রো ইন্টারনেট সিকিউরিটি, ম্যাক্সিমাম সিকিউরিটি এবং মোবাইল সিকিউটির রয়েছে সাইবার ক্রাইম প্রটেকশন ফিচার। এর মধ্যে ইন্টারনেট সিকিউরিটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী, ম্যাক্সিমাম সিকিউরিটিটি উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়িড এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া ট্রেন্ড মাইক্রো ম্যাক্সিমাম সিকিউরিটিতে ৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ রয়েছে। আর ট্রেন্ড মাইক্রোর তিন ব্যবহারকারীর প্যাকেজে রয়েছে আলাদা সিডি, যার ফলে ব্যবহারকারীরা স্বাধীনভাবে যেকোনো ডিভাইসেই এটি ব্যবহার করতে পারবেন
সার্টিফায়েড আইএসও লিড অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইএসও আইএসএমএস-২৭০০১ লিড অডিটর সার্টিফিকেশন কোর্সে ভর্তি চলছে। ৩৫ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন সার্টিফায়েডে অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্সটি সম্পন্ন হওয়ার পর কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। ডিসেম্বর মাসে দ্বিতীয় ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ডেলের নতুন টাচ ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে ডেল ইন্সপায়রন ৫৫৫৮ মডেলের কোরআই৫ ল্যাপটপ। ইন্টেল পঞ্চম প্রজন্মের ৫২৫০ইউ মডেলের কোরআই৫ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে থাকছে ৪ জিবি ডিডিআর৩ র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে এবং এনভিডিয়া জিফোর্স ৯২০এম মডেলের ২ জিবি এইচডি গ্রাফিক্স কার্ড। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ টাচ প্রযুক্তির এই ল্যাপটপের দাম ৫৬ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩২
ভিউসনিকের ভিএ২২৬৫ মনিটর বাজারে
ভিউসনিকের বাংলাদেশ পরিবেশক ইউসিসি সম্প্রতি বাজারজাত করছে ২২ ইঞ্চি নতুন মডেলের মনিটর ভিএ২২৬৫। ২১.৫ ইঞ্চি ভিউএবল এই মনিটরটি এলইডি ব্যাকলাইট সংবলিত ও অতি পাতলা ব্যাজলের সুদৃশ্য ডিজাইনে তৈরি। এর ফুল এইচডি ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশন, ৩০০০০০০০:১ স্ট্যাটিক কন্ট্রাক্ট রেশিও এবং সুপার ক্লিয়ার ভিএ টেকনোলজি দেবে গ্রাহকদের অবিশ্বাস্য সুন্দর স্ক্রিন পারফরম্যান্সের নিশ্চয়তা। এর ১৭৮ ডিগ্রি হরাইজনটাল ও ভার্টিকল ভিউ অ্যাঙ্গেল দেবে সর্বোচ্চ অ্যাঙ্গেল থেকে স্বচ্ছ ছবি দেখার নিশ্চয়তা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং প্রশিক্ষণ
ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রশিক্ষক থাকবেন ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত শিক্ষক। ডিসেম্বর মাসে ওরাকল ১১জি ডিবিএ, আরএসি ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
পোর্টেবল প্রজেক্টর নিয়ে এলো ভিভিটেক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের নতুন পোর্টেবল প্রজেক্টর এলইডি কিউমি কিউ৫। আধুনিক ডিএলপি প্রযুক্তিসম্পন্ন এই প্রজেক্টরে ব্যবহার হয়েছে ১২৮০ বাই ৮০০ রেজ্যুলেশন, যা স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য আনতে সক্ষম। এছাড়া রয়েছে থ্রিডি রেডি, ৫০০ আনসি লুমেন্স, ২ ওয়াট স্পিকার, ৪ জিবি ইন্টারনাল মেমরি এবং ৩০ হাজার ঘণ্টা পর্যন্ত ল্যাম্প লাইফ। ৪৯০ গ্রামের এই প্রজেক্টরটি সহজে বহনযোগ্য। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৫৯
নতুন এইচপি ওয়ার্কস্টেশনে উপহার
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ২২৩০ মডেলের নতুন ওয়ার্কস্টেশন। ইন্টেল জিয়ন ই৩-১২২৬ভি৩ মডেলের কোয়ার্ড কোর প্রসেসরসম্পন্ন এই ওয়ার্কস্টেশনটিতে রয়েছে ইন্টেল সি২২৬ চিপসেট, ৮ জিবি ডিডিআর৩ র্যাম, ১ টেরাবাইট ৭২০০ আরপিএম সাটা হার্ডড্রাইভ, ইন্টেল এইচডি পি৪৬০০ মডেলের গ্রাফিক্স কার্ড, ৪.০ গিগাহার্টজ প্রসেসর ক্লকস্পিড, ১৬৯২ মেগাবাইট গ্রাফিক্স মেমরি, এইচপি ইউএসবি মাউস ও কিবোর্ড এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের সস্নট। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৬৩ হাজার টাকা। বর্তমানে এই ওয়ার্কস্টেশনটির সাথে একটি স্পিকার উপহার পাবেন ক্রেতারা। বর্তমানে এইচপির বিভিন্ন মডেলের ওয়ার্কস্টেশনের সাথে একটি করে ব্লুটুথ হেডফোন অথবা স্পিকার উপহারের অফার চলছে। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
আসুসের ১০০ সিরিজের গেমিং মাদারবোর্ড বাজারে
আসুসের ১০০ সিরিজের গেমিং মাদারবোর্ড নিয়ে এসেছে এর একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড। এর মডেলগুলো যথাক্রমে ম্যাক্সিমাস-৮-রেঞ্জার, জেড-১৭০-প্রো-গেমিং, বি-১৫০-প্রো-গেমিং-ডিথ্রি এবং এইচ-১৭০-প্রো-গেমিং। ১০০ সিরিজের মাদারবোর্ডে ইন্টেল ১১৫১ সকেটের আসন্ন ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৭/৫/৩/পেন্টিয়াম/ সেলেরন প্রভৃতি প্রসেসর সমর্থন করে। অত্যাধুনিক টেকনোলজির সমন্বয়ে তৈরি চিপসেটগুলো সর্বোচ্চ ব্যান্ডউইডথ ও ফেক্সিবিলিটি নিশ্চিত করে। এতে ব্যবহৃত ইন্টেল ইথারনেট, ল্যানগার্ড ও গেমফাস্ট টেকনোলজি গেমিং পারফরম্যান্সে কোনো বাধা দেয়া ছাড়া দীর্ঘস্থায়ী সংযোগের নিশ্চয়তা দেয়। ৫-ওয়ে অপটিমাইজেশন স্বয়ংক্রিয় ওভারক্লকিং ও স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। দাম যথাক্রমে ২১ হাজার, ১৮ হাজার, ১২ হাজার ও ১৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫২৮
সাফায়ার নিট্রো গ্রাফিক্স কার্ড
সাফায়ার ব্র্যান্ডের নিট্রো সিরিজের আর৯ ৩৯০ ও আর৯ ৩৮০ মডেলের গ্রাফিক্স কার্ড বাজারজাত করছে ইউসিসি। এই কার্ডগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো কার্ডগুলো সর্বাধুনিক জিডিডিআর৫ মেমরি স্পিডের সর্বাধিক ৮ জিবি আকারে পাওয়া যাবে। আর৯ ৩৯০ গ্রাফিক্স কার্ডটি ট্রাই এক্স অর্থাৎ তিনটি ফ্যানসমৃদ্ধ। এতে ২৮এনএম চিপসেটের তৈরি ও সর্বোচ্চ ২৮১৬ স্ট্রিম প্রসেসর যুক্ত রয়েছে। মেমরি ক্লক ৬০০০ মেগাহার্টজ এবং সর্বোচ্চ পাঁচটি ডিসপ্লে আউটপুট হিসেবে পাওয়া যাবে। আর৯ ৩৯০ কার্ডটি ৪ জিবি মেমরি স্পিড ও জিডিডিআর৫ আকারে পাওয়া যাবে, যার ইঞ্জিন ক্লকস্পিড ৯৮৫ মেগাহার্টজ। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
স্বল্পমূল্যে আসুসের ল্যাপটপ
আসুসের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক এক্স৪৫৪এলএ-৫০০৫ইউ মডেলের ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। ২.০০ গিগাহার্টজ গতিসম্পন্ন পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৩ প্রসেসর ব্যবহৃত এই ল্যাপটপটিতে রয়েছে ৪ গিগাবাইট র্যাম, ১ টেরাবাইটি হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ইন্টেল ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিক্স ৪৪০০। রয়েছে বিল্টইন ব্লুটুথ ও ল্যান জ্যাক, ফ্রি ডিওএস। ২.১০ কেজির এই ল্যাপটপটিতে পলিমার ব্যাটারি ব্যবহার হয়েছে, যা প্রায় ৪.৫ ঘণ্টা ব্যাকআপ দেয়। দুই বছরের ওয়ারেন্টিসহ দাম ৩৫ হাজার টাকা
মাইক্রোসফট অফিস ২০১৬ বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে মাইক্রোসফটের নতুন অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার অফিস হোম অ্যান্ড বিজনেস ২০১৬। ব্যবসায়িক ব্যবহারের উপযোগী এই সফটওয়্যারে রয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট ও আউটলুক। দাম ১৭ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৭৭৭৩৪১৬৪
রেডহ্যাট ভার্চুয়ালাইজেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ভার্চুয়ালাইজেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
এমএসআই নতুন গেমিং মাদারবোর্ড বি১৫০এ
এমএসআইয়ের বাংলাদেশ প্রতিনিধি ইউসিসি বাজারজাত করছে ইন্টেল চিপসেটের নতুন গেমিং মাদারবোর্ড বি১৫০এ গেমিং প্রো। বেস্ট ইন ক্লাস ফিচার ও টেকনোলজির সমন্বয়ে তৈরি এই গেমিং মাদারবোর্ডটি ইন্টেল এলজিএ ১১৫১ সকেট এবং ষষ্ঠ প্রজন্মের প্রসেসরে ব্যবহারোপযোগী। এই মাদারবোর্ডটিতে র্যামের জন্য রয়েছে চারটি সস্নট, যাতে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত ডিডিআর র্যাম ব্যবহার করা যাবে এবং সর্বোচ্চ ২১৩৩ বাস পর্যন্ত সাপোর্ট দেবে। এর অডিও বুস্ট ৩ গেমারদের দেবে আল্টিমেট অডিও সাউন্ড সলিউশন, মিলিটারি ক্লাস-৫ দেবে মাদারবোর্ডটির সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ডেল ইন্সপায়রন ৫৪৫৯ ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে ডেল ইন্সপায়রন ৫৪৫৯ মডেলের ষষ্ঠ প্রজন্মের কোরআই৭ ল্যাপটপ। ইন্টেলের ৬৫০০ মডেলের ষষ্ঠ প্রজন্মের কোরআই৭ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে থাকছে ৪ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং আর৫ এম৩৩৫ মডেলের এএমডি রেডিয়ন গ্রাফিক্স কার্ড। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৬৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩২
এএমডি এফএক্স ৮৩২০ই প্রসেসর
ইউসিসি বাজারে সরবরাহ করছে এএমডি এফএক্স ৮৩২০ই মডেলের প্রসেসর। এএম৩+ সকেটের এটি একটি ৮ কোরের প্রসেসর, যাতে আপনি পাবেন সর্বোচ্চ ৪.০ গিগাহার্টজ প্রসেসিং স্পিড ও ১৬ এমবি ক্যাশ মেমরি। বস্ন্যাক এডিশন নামে পরিচিত এই প্রসেসর ৯৫ ওয়াটের। এফএক্স-৮১২০-এর পরিবর্তে আসা প্রসেসর এফএক্স ৮৩২০ই ইন্টেল কোরআই৫ ৪৪৬০এসের চেয়ে বেশি পারফরম্যান্স পাওয়া যাবে বলে ধারণা হচ্ছে। এতে এল২ এবং এল৩ নামের দুই ধরনের ক্যাশ মেমরি রয়েছে, যার একটি ৮ এমবি এল২ ক্যাশ ও অন্যটি ৮ এমবি এল৩ ক্যাশ। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি
রেডহ্যাট লিনআক্সের বেস্ট ট্রেনিং ও এক্সাম পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি চলছে। ১০৪ ঘণ্টার এই কোর্সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক ও সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্ভার কনফিগারেশন প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
গেমারদের জন্য আসুসের নতুন গ্রাফিক্স কার্ড
গ্লোবাল ব্র্যান্ড গেমারদের জন্য এনেছে অত্যাধুনিক গ্রাফিক্স কার্ড স্ট্রিক্স জিটিএক্স ৯৮০টিআই। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এ গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ক্লক ১৩১৭ মেগাহার্টজ ও মেমরি ক্লক ৭২০০ মেগাহার্টজ। শূন্য ডেসিবলের শব্দহীন পরিবেশ বজায় রাখার জন্য রয়েছে ট্রিপল উইঙ্গ বেস্নড এবং স্ট্রিক্স জিপিউ ফরটিফায়ার, যা গ্রাফিক্স প্রসেস ইউনিটকে সংরক্ষণ করে। ওপেন জিএল ৪.৫ সমর্থিত, ৬ জিবি জিডিডিআর৫ ভিডিও মেমরিসম্পন্ন এই গ্রাফিক্স কার্ডটি ৪০৯৬ বাই ২১৬০ রেজ্যুলেশন দিতে পারে। এইচডিসিপি সাপোর্টসম্পন্ন এই গ্রাফিক্স কার্ডে আরও রয়েছে একটি ডিভিডিআই আউটপুট, একটি এইচডিএমআই আউটপুট, তিনটি ডিসপ্লে পোর্ট। দাম ৭৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫২৮
ট্রান্সসেন্ড ৮ টেরাবাইট পোর্টেবল হার্ডড্রাইভ
ইউসিসি বাজারে সরবরাহ করছে সর্বাধিক ৮টিবি ধারণক্ষমতা সম্পন্ন ট্রান্সসেন্ড ব্র্যান্ডের পোর্টেবল হার্ডড্রাইভ। স্টোরজেট ৩৫টি৩ মডেলের ৩.৫ ইঞ্চি এই পোর্টেবল হার্ডড্রাইভটিতে আছে সুপার স্পিড ইউএসবি৩ টেকনোলজি সুবিধা। যার মাধ্যমে পণ্যটিতে সর্বোচ্চ ডাটা ট্রান্সফার স্পিড পাওয়া যাবে ২০০ এমবি/সেকেন্ড পর্যন্ত। পণ্যটিতে থাকছে ফ্যান লেস লো নয়েজ অপারেশন সিস্টেম, পাওয়ার সেভিং স্লিপ মোড ও ওয়ান টাচ ব্যাকআপের মতো আকর্ষণীয় ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ডিএসসি বি১১৪-৪০ মিনি সিকিউরিটি ক্যামেরা
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে বিশ্বখ্যাত আমেরিকান ব্র্যান্ড টাইকোর ডিএসসি বি১১৪-৪০ মডেলের মিনি বুলেট ক্যামেরা। ২ মেগাপিক্সেল ১/৩ ইঞ্চি প্রগ্রেসিভ স্ক্যান সিমোস ইমেজ সেন্সরযুক্ত এই ক্যামেরায় রয়েছে এইচ২৬৪/এমজেপিইজি কোডেক ও স্ট্রিমিং সুবিধা, ৪ এমএম এফ২.০ ফিক্সড লেন্স, ১৯২০ বাই ১০৮০ পিক্সেল ভিডিও রেজ্যুলেশন, থ্রিডি ডিএনআর নয়েজ রিডাকশন, ৩০ মিটার আইআর র্যাঞ্জ, আইপি ৬৬ হাউজিং, পাওয়ার ওভার ইথারনেট পিওই, অটো সুইচসমৃদ্ধ আইসিআর আইআর কাট ফিল্টার উইথ এবং অনভিআইপি সাপোর্ট। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৪ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৭৭৭৩৪১৯০
হুয়াওয়ে টি১ সিরিজের মিডিয়াপ্যাড
ইউসিসি বাজারে সরবরাহ করছে হুয়াওয়ে টি১ সিরিজের ৭.০ ইঞ্চি মিডিয়াপ্যাড। ট্যাবটিতে পাওয়া যাবে আইপিএস ডিসপ্লে এবং যার পিকচার রেজ্যুলেশন থাকবে ১০২৪ বাই ৬০০ পিক্সেল। কোয়াডকোর ১.২ গিগাহার্টজ প্রসেসরের এই ট্যাবে থাকবে ওয়াইফাই ডাটা কানেকশন ও উচ্চগতির থ্রিজি ইন্টারনেট সুবিধা, ফ্রন্ট ও রেয়ার ২ মেগা পিক্লেল ক্যামেরা, ১ জিবি এবং ৮ জিবি রম। ৪১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ওজন মাত্র ২৭৮ গ্রাম। অ্যান্ড্রয়িড ৪.৪ কিটক্যাট ভার্সন অপারেটিং সিস্টেমের সাথে পাওয়া যাবে ইমোশন ইউ১ ৩.০ ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
আসুসের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ
আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড গ্রাহকের চাহিদানুযায়ী দেশে এনেছে পঞ্চম প্রজন্মের ল্যাপটপ কে৫৫৫এলএফ। পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ ও ২.২০ গিগাহার্টজ গতিসম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, ৮ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ২ জিবি ভিডিও গ্রাফিক্স, এইচডি ওয়েব ক্যামেরা। রয়েছে এনভিডিয়া জিফোর্স এইচডি ভিডিও গ্রাফিক্স, ইন্টিগ্রেটেড ৮০২.১১বি/জি/এন, বিল্টইন ব্লুটুথ এবং ল্যান জ্যাক। দুই বছর আন্তর্জাতিক ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটির দাম ৫৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অক্টোবর মাসে ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কোর্স সমাপ্তির পর ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যাংক, বীমা ও বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
গিগাবাইট জিএ বি১৫০এম-ডি৩এইচ মডেলের মাদারবোর্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ বি১৫০এম-ডি৩এইচ মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের সব কোর প্রসেসর সমর্থনকারী এই মাদারবোর্ডে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআর৪ র্যাম সস্নট, পিসিআইই ল্যানসহ ডাবল ওয়ে গ্রাফিক্স, হাই কোয়ালিটি ক্যাপাসিটরসহ ৮ চ্যানেল এইচডি অডিও, ইজিটিউন সমৃদ্ধ অ্যাপ সেন্টার এবং ক্লাউড স্টেশন ইউটিলিটিজ। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৭ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮
জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ডিসেম্বর সেশনে ভর্তি চলছে। এই কোর্স শুক্র ও শনিবার ৫৫ ঘণ্টার। প্রশিক্ষণে ওরাকল কর্তৃক অরিজিনাল স্টাডি মেটেরিয়াল, অনলাইন পরীক্ষার ডিসকাউন্ট ভাউচার ও কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
প্যাট্রিয়ট ব্র্যান্ডের র্যাম
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে প্যাট্রিয়ট ব্র্যান্ডের ডিডিআর৩ র্যাম। র্যামগুলোর বাসস্পিড ১৬০০, ২ র্যাঙ্ক ডাবল সাইডেড মডিউল, ৭.৮ ইউএস রিফ্রেশ ইন্টারভ্যাল, ১.৫ভি পাওয়ার কনজ্যম্পশন এবং অটো ও সেলফ রিফ্রেশ ক্যাপাসিটি। এই মুহূর্তে প্যাট্রিয়টের ২ জিবি, ৪ জিবি এবং ৮ জিবি র্যাম বাজারে পাওয়া যাচ্ছে, দাম যথাক্রমে ১২৫০ টাকা, ১৯০০ টাকা এবং ৩৮০০ টাকা। সবগুলো র্যামেই রয়েছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়্যারেন্টি। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৮৭
সাফায়ারের নতুন গ্রাফিক্স কার্ড
ইউসিসি বাজারজাত করছে বিশ্বখ্যাত সাফায়ার ব্র্যান্ডের নতুন গ্রাফিক্স কার্ড আর৯ ফুরি এক্স। এই গ্রাফিক্স কার্ডটিকে বলা হচ্ছে বিশ্বের প্রথম টোটাল সলিউশন জিপিইউ, যা সর্বোচ্চ পারফরম্যান্সের পাশাপাশি অবিশ্বাস্য রিয়েল কে ছবির নিশ্চয়তা দেবে। ২৮ এনএম চিপসেট সংবলিত ৪০৯৬ স্ট্রিম প্রসেসর যুক্ত এই কার্ডটিতে রয়েছে ওয়াটার কুলিং সিস্টেম। ৪ জিবি ডিডিআর৫ মেমরি আকারের এই কার্ডটির ইঞ্জিন ক্লক ১০৫০ মেগাহার্টজ, যাতে সর্বোচ্চ চারটি ডিসপ্লে আউটপুট হিসেবে পাওয়া যাবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
গিগাবাইট জিএ বি১৫০এম-ডি৩এইচ মডেলের মাদারবোর্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট ব্র্যান্ডের জিএ বি১৫০এম-ডি৩এইচ মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের সব কোর প্রসেসর সমর্থনকারী এই মাদারবোর্ডে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআর৪ র্যাম সস্নট, পিসিআইই ল্যানসহ ডাবল ওয়ে গ্রাফিক্স, হাই কোয়ালিটি ক্যাপাসিটরসহ ৮ চ্যানেল এইচডি অডিও, ইজিটিউন সমৃদ্ধ অ্যাপ সেন্টার এবং ক্লাউড স্টেশন ইউটিলিটিজ। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৭ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮
ভিভিটেকের নতুন ডাটা প্রজেক্টর
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাজারে নিয়ে এলো তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের নতুন ডাটা প্রজেক্টর ডি৫৫২। আধুনিক ডিএলপি প্রযুক্তিসম্পন্ন এই প্রজেক্টরের কন্ট্রাস্ট রেশিও ১৫০০০:১, যা স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য আনতে সক্ষম। এছাড়া এতে রয়েছে থ্রিডি রেডি, ৩০০০ আনসি লুমেন্স এবং ১০ হাজার ঘণ্টা পর্যন্ত ল্যাম্প লাইফ। দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার টাকা। বিক্রয়োত্তর সেবা দুই বছর (ল্যাম্প এক বছর বা এক হাজার ঘণ্টা)। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৫৯
অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। ৮০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক পরিচালনায় থাকবেন অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭