লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
লেখার ধরণ:
সুপার কমপিউটার
সুপার লিটারেট কমপিউটার: শিগগিরই কমপিউটার দ্রুত পড়বে ও বুঝবে
নিউইয়র্কের একটি ল্যাবে কমপিউটার শিগগিরই পড়ার কাজটি শুরু করবে। এটি একটি ‘ক্যাডার অব কমপিউটারের একটি অংশ। এসব কমপিউটার শিখছে অনেকটা মানুষের মতো পড়তে। এটি আমাদেও ব্যাপকভাবে সহায়তা করবে বিপুল পরিমাণ বই পড়তে ও বুঝতে। ফলে সমাজকে জানা-বোঝার পরিধি আমাদের বাড়বে।
এটি হবে একটি সুপার লিটারেট কমপিউটার। এর নাম দেয়া হয়েছে ‘ডিক্লাসিফিকেশন ইঞ্জিন’। এটি ১৯৩০-এর দশক থেকে শুরু করে ১৯৮০-র দশক পর্যন্ত সময়ের যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ৪০-৫০ লাখ ক্যাবল বাতার বার্তা থেকে চিরুণির মতো আঁচড়ে বের কওে আনবেডি ক্লাসিফাইড ক্যাবল, এ পর্যন্ত স্টেট ডিপার্টমেন্টের ডিক্লাসিফাইড করা সবকিছু এটি পড়বে। কোনো মানুষ যতটুকু পড়তে সক্ষম, এটি এর চেয়েও বেশি পড়ার সক্ষমতা রাখে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কমপিউটার বিজ্ঞানী ওয়েনর্যাটম্বো বলেন- ‘সফটওয়্যার বিশেস্নষণ করবে প্রচুর। বিংশ শতাব্দীতে আমেরিকান কূটনীতিক ও কর্মকর্তাদের বিদেশে সামাজিক সংশ্লিষ্টতা চিহ্নিত কওে এবং নতুন বর্ণনা অনুন্ধান করে এতে বিশেস্নষণ তুলে আনা হবে। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ডিক্লাসিফাইডইঞ্জিনপরিচালনাকরে। র্যা ম্বো বলেন, ‘একটিক্যাবলবাতারবার্তাঅবশ্যইজানাবে, তুরস্কেরপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকসম্পর্কে। আমরাযদি এই ক্যাবল থেকে সামাজিক নেটওয়ার্কেরনির্যাসতুলেআনতেপারি, তখনআমরাসমীক্ষাচালিয়ে দেখতে পারব, কীকরেকীভাবেসময়ের সাথে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক পরিবর্তিতহয়েছে। সঙ্কটের সময়েএসব নেটওয়ার্ক কি সঙ্কোচিত হয়েছিল, নাসম্প্রসারিতহয়েছিল?’
ডিক্লাসিফাইডইঞ্জিনশুধুপড়তেসক্ষমএকটিকমপিউটারনয়। যেসবসফটওয়্যারশব্দ ও টেক্সটেরসাধারণবিষয়বুঝতেপারে, তাইতোমধ্যেইআমাদেরকাছেসুপরিচিত: সার্চ ইঞ্জিনসাধারণপ্রশ্নেরউত্তরদিতেওয়েব পেজ থেকে ফ্যাক্ট বেরকরেআনে। যেমন, কিছুসার্চ ইঞ্জিন বৈজ্ঞানিক তথ্য ডাইজেস্ট করতেপারে। এবং সেইপ্যাটার্ন অনুসন্ধানকরেযামানুষেরকাছেধরাপড়েনি। কিন্তু র্যাছম্বোর ও আরোঅনেকেরসিস্টেম তাউৎরে গেছে। এই সিস্টেম শিখেছেবিভিন্নকারেক্টারেরমধ্যকারসম্পর্ক বুঝতে, কীকরে টেক্সেটে সময়ব্যয়করতে হয়, কারেক্টারগুলোকিতাপায়, যাতারাচায়।
‘কমপিউটার যে স্কেলে ও স্পিডেঅপারেটকরতেপারেআমরাতাপারিনা।’-বলেনপিটার্সবার্গেওকার্নেগি মেলোনইউনিভার্সিটিরটমমিটচেল। তার দল বছরের পর বছরকাজকরেছেনকমপিউটারকেপ্রচুরঅনলাইনকনটেন্টডাইজেস্ট করা শেখানোরপ্রশিক্ষণের পেছনে। টমমিটচেলএকটিসিস্টেম তৈরিকরেছেন, যাএকটি টেক্সেটে রিলেশনশিপঅ্যানালাইজকরতেপারেএমনকিচিহ্নিতকরতেপারে কোনচরিত্রগুলোবন্ধু, আর কোনগুলোশত্রম্ন।
বাল্টিমোরেরম্যারিল্যান্ডবিশ্ববিদ্যালয়েরসিণগ্ধাচতুর্বেদী বলেন-‘গুগলনাউ’ ও ‘সিরি’রমতোবিদ্যমানন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংসিস্টেমগুলোফ্যাক্ট-বেইজডপ্রশ্নেরউত্তরের ÿÿত্রেভালো। যদি আপনিটাইপকরেন‘Who is the president of the United States’, তখনএটিবলে Obama । এগুলোফ্যাক্ট-বেইজডপ্রশ্নের ÿÿত্রেখুবইভালো। কিন্তু অপিনিয়নবামতামত দেয়ার বেলায় তত ভালোনয়।
চতুর্বেদী এখন যে সফটওয়্যার তৈরিকরছেন, এগুলোফ্যাক্টসের বাইরেকারো লেখা থেকে তাঅপিনিয়নবামতামতটাবুঝতেসক্ষম। যেমন, এরভবিষ্যৎসংস্করণগুলোসাবজেকটিভকুয়েশ্চনেরউত্তরদিতেসক্ষমহবে। যেমন‘হোয়াটডিডওবামাডুটুউইন দ্য ইলেকশন?’- এ ধরনেরপ্রশ্নেরউত্তরদিতেপারবে। সফটওয়্যারওবামারনির্বাচনীপ্রচারাভিযানেরহাজারহাজারঅনলাইননিউজরিপোর্ট, বই ও ম্যাগাজিন স্টোরিডাইজেস্ট করেওবমারবিজয়সম্পর্কিতসাধারণবিষয়গুলো বেরকরেনিয়েআসতেপারবে- হতেপারেএকজনমুখ্য ব্যক্তির প্রচারেরকারণেকিংবা কোনো স্থানেরকারণে।
চতুৃর্বেদীবলেন, আপনি একই ধরনেরপ্রশ্নকরতেপারেনপ্রতিদিনের জীবনসম্পর্কে। এটিপরিস্থিতিবিবেচনাকরেতুলেআনবেএকটিমতৈক্য অথবা বেশকিছুবিকল্পমত। মানুষের সম্মিলিত লেখাজ্ঞান থেকে মাইনিংকরেতুলেআনাহবে এই মতৈক্য বাবিকল্পমত।সফটওয়্যারকেনিয়েযাওয়াযাবে মেডিক্যাল ফোরামেরআলোচনায়ও। যেমন, অনলাইনে থাকাসবকিছুপড়েজানতেহবে, মানুষকিমনেকরেএরা যে ওষুধ বাচিকিৎসাপাচ্ছে, তাকিকার্যকর।
মিটচেলেরঅভিমত- এ ধরনেরপ্রশ্নের জবাব যে কমপিউটার বেরকরেআনতেপারবে, নিশ্চিতভাবেইতাহবেএকটি শক্তিশালী যন্ত্র। কারণ, এগুলোপড়তেপারবে দ্রুত, যামানুষপারবেনা। এ ছাড়াএটি ২৪ ঘণ্টাইপড়ারকাজে ব্যস্ত থাকতেপারবে, যামানুষেরপÿÿ সম্ভব নয়। এরা এই পাঠেরমাধ্যমে যে অভিজ্ঞতাঅর্জনকরবে, আমরাসারাজীবনপাঠকরেওতাপারবনা। অতএব এ ÿÿত্রেআপনারবাআমার চেয়েলাখোগুণে হবেভালো। তবে এ ধরনেরসুপারলিটারেটকমপিউটারেরকিছুকিছুসমস্যাএখনোসমাধানেরঅপেক্ষায়। যেমন, সমস্যাআছে অস্বাভাবিকফরমেটের টেক্সট পড়ানিয়ে। উদাহরণ টেনেবলাযায়, ডিক্লাসিফাইডইঞ্জিনেনাম খুব গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থায়নামেরপ্রথমঅক্ষরবড়হাতেরহিসেবেবিবেচনাকরে। কিন্তু ক্যাবলগুলোর সরগুলোইআসেক্যাপিটাল লেটারে।এটাই যেন টেলেক্স সিসেটমের পোশাক। তবের্যািম্বো আশাবাদীআগামী এক-দুইমাসেরমধ্যে এর একটা সমাধান বের হয়ে যাবে।