লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
নতুন মডেলের পাওয়ার ব্যাংক নিয়ে এলো এডাটা
এডাটার পরিবেশক গেস্নাবাল ব্র্যান্ড দেশের বাজারে নিয়ে এসেছে পিভি ১২০ মডেলের নতুন পাওয়ার ব্যাংক। এর ওজন মাত্র ১২০ গ্রাম। ফলে এটি স্বাচ্ছন্দ্যে বহন করা যায়। ২.১ অ্যম্পিয়ার আউটপুট দিয়ে এটি দ্রুততার সাথে স্মার্টফোন, ট্যাবলেট জাতীয় ডিভাইসগুলো রিচার্জ করতে সক্ষম। নিরাপত্তার জন্য রয়েছে ওভার টেম্পারেচার প্রোটেকশন, ওভার চার্জিং প্রোটেকশন, শর্টসার্কিট প্রোটেকশন এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন। ৫১০০ এমএএইচ ধারণ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংকটির দাম ১৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯০৪
আসুসের ১০০ সিরিজের গেমিং মাদারবোর্ড
কমপিউটারের পারফরম্যান্স ও গেমারদের চাহিদার দিকে লক্ষ রেখে আসুসের ১০০ সিরিজের গেমিং মাদারবোর্ড নিয়ে এসেছে গেস্নাবাল ব্র্যান্ড। এর মডেলগুলো যথাক্রমে ম্যাক্সিমাস-৮-রেঞ্জার, জেড-১৭০-প্রো-গেমিং, বি-১৫০-প্রো-গেমিং-ডিথ্রি এবং এইচ-১৭০-প্রো-গেমিং। ১০০ সিরিজের মাদারবোর্ডে ইন্টেল ১১৫১ সকেটের আসন্ন ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৭/৫/৩/পেন্টিয়াম/সেলেরন প্রভৃতি প্রসেসর সমর্থন করে। অত্যাধুনিক টেকনোলজির সমন্বয়ে তৈরি চিপসেটগুলো সর্বোচ্চ ব্যান্ডউইডথ ও ফ্যাক্সিবিলিটি নিশ্চিত করে। ১০০ সিরিজে ব্যবহৃত ইন্টেল ইথারনেট, ল্যানগার্ড ও গেমফাস্ট টেকনোলজি গেমিং পারফরম্যান্সে কোনো বাধা ছাড়া দীর্ঘস্থায়ী সংযোগের নিশ্চয়তা দেয়। দাম ২১০০০, ১৮০০০, ১২০০০, ১৫০০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩
নির্ভরযোগ্যতার শীর্ষে আসুস মাদারবোর্ড
দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ও নির্ভরযোগ্যতার খেতাব জিতে নিল আসুস। গত ৭ ডিসেম্বর আসুসকে ‘মোস্ট রিল্যায়বল মাদারবোর্ড ব্র্যান্ড’ হিসেবে ঘোষণা করল ‘এলএলসি সাবসিডিয়ারি হার্ডওয়্যার এফআর’। হার্ডওয়্যার এফআরের গবেষণা রিপোর্ট অনুযায়ী আসুস মাদারবোর্ডের রিটার্ন রেট ১.৮৯ শতাংশ, যা অন্যান্য নামি মাদারবোর্ড ব্র্যান্ড থেকে সবচেয়ে কম। আসুস বিশ্বের কনজ্যুমার নোটবুক ভেন্ডরদের মধ্যে তৃতীয় এবং আসুস মাদারবোর্ডের ঝুলিতে রয়েছে সর্বোচ্চসংখ্যক খেতাব। আসুস মাদারবোর্ড ১০ বছর ধরে নেতৃত্বাধীন অবস্থানে রয়েছে, যার মূল কারণ হচ্ছে- সর্বোচ্চ বিক্রি, সহজে ব্যবহারযোগ্য, দীর্ঘস্থায়িত্বতা এবং বিশ্বাসযোগ্যতা। গুণগত মান, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পরিসরে পণ্যগুলোকে পরীক্ষা করা হয়। যার ফলে সর্বনিমণ রিটার্ন রেট রয়েছে আসুসের এবং নির্ভরযোগ্যতা ও সেরা হওয়ার খেতাবটাও জুড়ে নিল আসুস মাদারবোর্ড
গেমারদের জন্য আসুসের নতুন আকর্ষণ
গেস্নাবাল ব্র্যান্ড গেমারদের জন্য নিয়ে এসেছে গ্রাফিক্স কার্ড স্ট্রিক্স জিটিএক্স ৯৮০টিআই। পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের এ গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ক্লক ১৩১৭ মেগাহার্টজ ও মেমরি ক্লক ৭২০০ মেগাহার্টজ, যা অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে দ্রুততর কর্মক্ষমতার নিশ্চয়তা দেয়। শূন্য (০) ডেসিবলের শব্দহীন পরিবেশ বজায় রাখার জন্য রয়েছে ট্রিপল উইঙ্গ বেস্নড এবং স্ট্রিক্স জিপিউ ফরটিফায়ার, যা গ্রাফিক্স প্রসেসর ইউনিটকে সংরক্ষণ করে। ওপেন জিএল ৪.৫ সমর্থিত, ৬ জিবি জিডিডিআর৫ ভিডিও মেমরিসম্পন্ন এই গ্রাফিক্স কার্ডটি ৪০৯৬ বাই ২১৬০ রেজ্যুলেশন দিতে পারে। দাম ৭৫০০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩
স্বল্পমূল্যে আসুস ল্যাপটপ
গ্রাহকের চাহিদানুযায়ী আসুসের পঞ্চম প্রজন্মের এক্স৪৫৪এলএ-৫০০৫ইউ মডেল বাজারে নিয়ে এসেছে গেস্নাবাল ব্র্যান্ড। ২.০০ গিগাহার্টজ গতিসম্পন্ন পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৩ প্রসেসর ব্যবহৃত এই ল্যাপটপটিতে রয়েছে ৪ গিগাবাইট র্যাাম, ১ টেরাবাইটি হার্ডডিস্ক, ১৪ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ইন্টেল ইন্টিগ্রেটেড এইচডি গ্রাফিক্স ৪৪০০। রয়েছে বিল্টইন বস্নুটুথ ও ল্যান জ্যাক এবং অপারেটিং সিস্টেমের জন্য ফ্রি ডিওএস। ২.১০ কেজির এই ল্যাপটপটিতে পলিমার ব্যাটারি ব্যবহার হয়েছে, যা প্রায় ৪.৫ ঘণ্টা ব্যাকআপ দেয়। দাম ৩৫০০০ টাকা
আসুসের ষষ্ঠ প্রজন্মের ট্রান্সফরমারবুক
আসুস দেশের আইটি মার্কেটে নিয়ে এসেছে ষষ্ঠ প্রজন্মের ট্রান্সফরমারবুক টিপি৩০০ইউএ। এর ১৩.৩ ইঞ্চি এইচডি এলইডি টাচস্ক্রিন ডিসপ্লে ৩৬০ ডিগ্রিতে আবর্তিত করা যায়। ২.৩০ গতিসম্পন্ন ও ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ৮ জিবি ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট এইচডিডি হার্ডডিস্ক। এর রোটেটিং টাচস্ক্রিন বৈশিষ্ট্যের কারণে এটি যেকোনো মোডে ব্যবহার করা যায়। রয়েছে ওয়াইফাই, বস্নুটুথ, এইচডি ৭২০ পিক্সেল ওয়েবক্যাম, উইন্ডোজ ১০ ও পলিমার ব্যাটারি। দাম ৬৯০০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
‘আসুস উইক’ শীর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত
১৭ ডিসেম্বর থেকে ঢাকার এলিফ্যান্ট রোডের মাল্টিপস্ন্যান সেন্টার মার্কেটে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বখ্যাত আসুসের পণ্যসামগ্রী নিয়ে ‘আসুস উইক’ শীর্ষক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর আসুস প্যাভিলিয়নে ছিল আসুসের সবশেষ প্রযুক্তিনির্ভর নোটবুক, ট্যাবলেট পিসি, ডেস্কটপ পিসি, মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, নেটওয়ার্কিং পণ্য, অল-ইন-ওয়ান পিসি প্রভৃতি। দর্শণার্থীদের জন্য ছিল আসুস পণ্য পরিচিতি এবং পণ্যগুলো সরাসরি দেখে-বুঝে ব্যবহার করার সুযোগ। প্রদর্শনী উপলÿÿ আসুস নোটবুক বা ট্যাবলেট পিসি কিনে উপহার হিসেবে ক্রেতাদের জন্য ছিল আকর্ষণীয় উইন্টার জ্যাকেট
আসুসের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ
গেস্নাবাল ব্র্যান্ড দেশে নিয়ে এলো পঞ্চম প্রজন্মের কে৫৫৫এলএফ। পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ ও ২.২০ গিগাহার্টজ গতিসম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, ৮ জিবি র্যাৃম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ২ জিবি ভিডিও গ্রাফিক্স, এইচডি ওয়েব ক্যামেরা। রয়েছে এনভিডিয়া জিফোর্স এইচডি ভিডিও গ্রাফিক্স, ইন্টিগ্রেটেড ৮০২.১১বি/জি/এন, বিল্টইন বস্নুটুথ এবং ল্যান জ্যাক। দুই বছর আন্তর্জাতিক ওয়ারেন্টিসহ ল্যাপটপটির দাম ৫৫০০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
ব্রাদারের নতুন ওয়্যারলেস লেজার প্রিন্টার
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্রাদার ব্র্যান্ডের ডিসিপি-১৬১০ডবিস্নউ ওয়্যারলেস লেজার প্রিন্টার। এই প্রিন্টারটি লেজার টেকনোলজি প্রয়োগের মাধ্যমে একাধারে প্রিন্ট, কপি ও স্ক্যান করতে সক্ষম। ৩২ মেগাবাইট মেমরির এই প্রিন্টারটি মিনিটে ২০টি প্রিন্ট করতে পারে। এর প্রিন্ট রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, স্ক্যানার রেজ্যুলেশন ৬০০ বাই ১২০০ ডিপিআই এবং কপি রেজ্যুলেশন ৬০০ বাই ৬০০ রেজ্যুলেশন। দাম ১১৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩০
দেশব্যাপী ব্রাদারের সার্ভিস ক্যাম্প
সম্প্রতি গেস্নাবাল ব্র্যান্ডের আয়োজনে রাজশাহী ও রংপুরে অনুষ্ঠিত হয়ে গেল ‘ব্রাদার সার্ভিস ক্যাম্প’ শীর্ষক টেকনিক্যাল কর্মশালা। এতে অংশ নেন রাজশাহী ও রংপুর ব্রাঞ্চের ডিলার পÿÿর ইঞ্জিনিয়ার ও প্রোপ্রাইটাররা। এই আয়োজনে গেস্নাবাল ব্র্যান্ডের সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার জাহাদুল আলম চৌধুরী ব্রাদার প্রিন্টারের ডিসিপি-১৫১০ডবিস্নউ, ডিসিপি-জে১০০, এইচএল-৬১৮০ডিডবিস্নউ, এমএফসি-জে৩৫২০ মডেলগুলোর ফাংশন, ইনস্টলেশন, ট্রাবলশুটিং, পেপার জ্যাম, রÿণাবেÿণ, ওয়াইফাই সেটিং, পেপার সেটিং এবং প্রিন্ট কোয়ালিটি প্রভৃতি নিয়ে আলোচনা করেন। এই আয়োজনে আরও বক্তব্য রাখেন গেস্নাবাল ব্র্যান্ডের আরএমএ এবং সার্ভিস ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার আক্তারুন্নবি শাহীন, ব্রাদারের ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার মাহফুজ হাসান ইমন। আক্তারুন্নবি শাহীন ব্রাদার প্রিন্টারের ইতিহাস পরিচিতি, ওয়ারেন্টি সম্পর্কিত ইস্যু, নতুন প্রিন্টারের নতুন মডেল এবং বিসত্মৃতভাবে জেনুইন ও নন-জেনুইন ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন
তিন বছরের ওয়্যারেন্টি নিয়ে ডেল ল্যাপটপ
গেস্নাবাল ব্র্যান্ড দেশে নিয়ে এলো বিশ্বখ্যাত ডেলের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ ভোস্ট্র ৩৪৫৮। ২.২০ গিগাহার্টজসম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৪.১ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫৫০০ এবং ইন্টিগ্রেটেড ওয়াইডস্ক্রিন এইচডিওয়েবক্যাম। রয়েছে ইথারনেট ল্যান জ্যাক, ওয়্যারলেস (৮০০২.১১ এসি) এবং বস্নুটুথ। ৪ সেল রিমুভেবল ব্যাটারিসহ এর ওজন ১.৯৪ কেজি। তিন বছর ওয়ারেন্টিসহ দাম ৪৯৩০০ টাকা
গেস্নাবাল ব্র্যান্ডের ‘পারফরম্যান্স ইভ্যালুয়েশন ট্রেনিং’ অনুষ্ঠিত
গত ১৯ ডিসেম্বর গেস্নাবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এইচআর ডিপার্টমেন্টের নলেজ শেয়ারিং প্রোগ্রাম। এর মূল উদ্দেশ্য ছিল কর্মকর্তা-কর্মচারীদের পারদর্শিতার আদর্শ ও কর্মক্ষমতার মূল্যায়ন সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করা। সভাটি পরিচালনা করেন গেস্নাবাল ব্র্যান্ডের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের প্রধান ও ডিজিএম মোহাম্মদ উল্যাহ ভূইয়া। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় প্রধান ও ডেপুটি প্রধান
লেনোভো নিউ ইয়ার ফেস্টিভাল অফার
লেনোভোর পরিবেশক গেস্নাবাল ব্র্যান্ড সম্প্রতি দেশব্যাপী ক্রেতাদের জন্য ‘নিউ ইয়ার ফেস্টিভাল’ শীর্ষক আকর্ষণীয় অফারের ঘোষণা দিয়েছে। ২০ ডিসেম্বর এলিফ্যান্ট রোডস্থ মাল্টিপস্ন্যান সেন্টার মার্কেটে অফারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই অফারের আওতায় লেনোভো ল্যাপটপ বা অল-ইন-ওয়ান পিসি কিনে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচকার্ড। স্ক্র্যাচকার্ডের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ট্যাবলেট পিসি, এলইডি টিভি, স্মার্টফোন, টাচ মোবাইল ফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, পান্ডা ইন্টারনেট সিকিউরিটি, মাউস বা টি-শার্ট। এছাড়া মাল্টিপস্ন্যান সেন্টারে তিন দিনব্যাপী আয়োজন করা হচ্ছে উন্মুক্ত প্রদর্শনী। এতে থাকছে লেনোভো পণ্যসামগ্রী প্রদর্শন এবং ব্যবহার করে দেখার জন্য লেনোভোর প্যাভিলিয়ন। লেনোভো নিউ ইয়ার ফেস্টিভাল ৩১ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী গেস্নাবাল ব্র্যান্ডের সব শাখায় এবং তাদের সব ডিলার প্রতিষ্ঠানে কার্যকর থাকবে
পিকো প্রজেক্টরসহ লেনোভো ইয়োগা ট্যাব ২ প্রো বাজারে
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো নতুন ইয়োগা ট্যাব ২ প্রো। এর ইন্টারনাল পিকো প্রজেক্টর, ডলবি হোম থিয়েটার ও জেবিএল স্পিকারসমৃদ্ধ মাল্টিমিডিয়া দেয় ঘরে বসেই সিনেমা দেখার অনুভূতি। ইয়োগা ট্যাব ২প্রোর সাবউফারসহ জেবিএল স্পিকার স্পষ্ট ও জোরালো অডিও শোনার অনুভূতি প্রদান করে এবং এর ১৩.৩ ইঞ্চি (২৫৬০ বাই ১৪৪০) কিউএইচডি আইপিএস ডিসপ্লে দেয় অসাধারণ ভিডিও দেখার অভিজ্ঞতা। ১.৮৬ গিগাহার্টজ গতিসম্পন্ন এই আইডিয়া প্যাডে রয়েছে ইন্টেল অ্যাটম জেড৩৭৪৫ ৪ কোর প্রসেসর, ২ জিবি র্যাওম, ৩২ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়িড কিটকেট, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১.৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এক বছর ওয়ারেন্টিসহ দাম ৬০,৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
লেনোভো আল্ট্রাসিস্নম ইয়োগা৩ প্রো টাচ আল্ট্রাবুক
গেস্নাবাল ব্র্যান্ড দেশে নিয়ে এলো আল্ট্রাসিস্নম টাচ আল্ট্রাবুক ইয়োগা৩ প্রো। এই আল্ট্রাবুকটি পুরনো মডেলের ল্যাপটপগুলো থেকে হালকা এবং উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি। ইয়োগা৩ প্রোতে ব্যবহৃত ওয়াচব্যান্ড হিঞ্জ একে ইয়োগা২ প্রো থেকে ১৪ শতাংশ বেশি পাতলা এবং হালকা হিসেবে বিশেষায়িত করেছে। এতে রয়েছে লেনোভো হারমনি সফটওয়্যার, যার মাধ্যমে ব্যবহারকারী অকার্যকর অ্যাপ্লিকেশনগুলো এড়িয়ে পছন্দানুযায়ী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। এর ১৩.৩ ইঞ্চি মাল্টিটাচ (৩২০০ বাই ১৮০০) কিউএইচডি ডিসপ্লে দেবে অসাধারণ ভিজ্যুয়াল ইফেক্ট। এর ওজন ১.১৯ কেজি এবং পুরুত্ব ১২.৮ মিলিমিটার। রয়েছে ইন্টেল কোর এম ৫, ওয়াই৭১ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৩এল র্যা০ম, ২৫৬ জিবি এসএসএইচডি হার্ডডিস্ক। এক বছর ওয়ারেন্টিসহ দাম ১,৩০,০০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
লেনোভোর ইয়োগা সিরিজের আবির্ভাব
গেস্নাবাল ব্র্যান্ড দেশে নিয়ে এলো অত্যাধুনিক ও অবিশ্বাস্য বৈশিষ্ট্যসম্পন্ন লেনোভোর ইয়োগা ৫০০ সিরিজের টাচ আল্ট্রাবুক। এতে ব্যবহার হয়েছে বেশি কার্যক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা ৮ ঘণ্টা ব্যাকআপ দিয়ে থাকে। রাতে কাজের সুবিধার্থে রয়েছে ব্যাকলিট কিবোর্ড এবং অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে উইন্ডোজ ৮.১-এর অরিজিনাল ভার্সন। ৫০০ জিবি হার্ডডিস্ক মেমরি ছাড়াও আল্ট্রাবুকটির এসএসএইচডি স্টোরেজ ৮ জিবি, যার ফলে আল্ট্রাবুকটি দ্রুততর বুটিং, শাটডাউন ও অভ্যন্তরীণ ডাটা ট্রান্সফারে সক্ষম। রয়েছে স্মার্টটাচ, মোশন এবং ভয়েস কন্ট্রোল পদ্ধতি, যা ব্যবহারকারিকে ডিভাইসটি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে
শীর্ষস্থানে পান্ডা সিকিউরিটি
বিশ্বের সর্বোচ্চে ভাইরাস প্রটেকশন রেট অর্জন করেছে স্পেনর অ্যান্টিভাইরাস ব্র্যান্ড পান্ডা ইন্টারনেট সিকিউরিটি। এভি কম্পারেটিভের রিয়েল ওয়ার্ল্ড প্রটেকশন টেস্টে গত মার্চ, এপ্রিল, মে ও জুন এই চার মাসে পান্ডা সিকিউরিটি অর্জন করেছে সব অ্যান্টিভাইরাস থেকে সর্বোচ্চ ৯৯.৯ শতাংশ ভাইরাস প্রটেকশন রেট। এই টেস্টে দেখা যায়, পান্ডা সিকিউরিটি সফলতার সাথে ৯৯.৯৯ শতাংশ ভাইরাসকে শনাক্ত এবং প্রতিরোধ করতে পারে, যেখানে ক্যাস্পারস্কি ও অ্যাভিরা ৯৯.৭ শতাংশ, এভাস্ট ৯৮.৮ শতাংশ এবং ই-স্ক্যান ৯৮.৭ শতাংশ ভাইরাসকে শনাক্ত এবং প্রতিরোধ করতে পেরেছে
পোর্টেবল প্রজেক্টর নিয়ে এলো ভিভিটেক
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের নতুন পোর্টেবল প্রজেক্টর এলইডি কিঊমি কিউ৫। আধুনিক ডিএলপি প্রযুক্তিসম্পন্ন এই প্রজেক্টরে ব্যবহার হয়েছে ১২৮০ বাই ৮০০ রেজ্যুলেশন, যা স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য আনতে সক্ষম। এছাড়া এতে রয়েছে থ্রিডি রেডি, ৫০০ আনসি লুমেন্স, ২ ওয়াট স্পিকার, ৪ জিবি ইন্টারনাল মেমরি এবং ৩০ হাজার ঘণ্টা পর্যন্ত ল্যাম্পলাইফ। ৪৯০ গ্রামের এই প্রজেক্টরটি সহজে বহনযোগ্য। বিক্রয়োত্তর সেবা এক বছর। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৫৯, ০১৯১৫৪৭৬৩৫৯
টোটোলিংকের ৩জি/৪জি ওয়্যারলেস রাউটার
গেস্নাবাল ব্র্যান্ড দেশে নিয়ে এলো টোটোলিংকের ৩জি/৪জি সমর্থনযোগ্য নতুন দুটি ওয়্যারলেস রাউটার জি১৫০আর এবং জি৩০০আর। ব্যবহারকারীর সর্বোৎকৃষ্ট অ্যাক্সেস কন্ট্রোলের জন্য রয়েছে মাল্টিপল এসএসআইডি, অসাধারণ ব্যান্ডউডথ কন্ট্রোলের জন্য রয়েছে কিউওএস এবং নিরাপত্তার জন্য রয়েছে ডবিস্নউপিএ/ডবিস্নউপি২। জি১৫০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। রাউটারটির রয়েছে ১ বাই ৫ ডিবিআই একটি ফিক্সড অ্যান্টেনা। জি৩০০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ৩০০ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। রাউটারটির রয়েছে ২ বাই ৫ ডিবিআই দুটি ফিক্সড অ্যান্টেনা, যা দিয়ে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে। দাম যথাক্রমে ২১০০ ও ২৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৪৬
টোটোলিংকের নতুন ওয়্যারলেস রাউটার
টোটোলিংকের পরিবেশক গেস্নাবাল ব্র্যান্ড দেশের আইটি বাজারে নিয়ে এলো টোটোলিংকের নতুন ওয়্যারলেস রাউটার এন৩০০আরএইচ। উন্নত ট্রান্সমিশন ও উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন এই রাউটারটি দীর্ঘ পরিসরে এবং একাধিক ফ্লোরে এর নেটওয়ার্ক বিস্তার করতে সক্ষম। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে- এটি দ্রুত সংস্থাপন করা যায় এবং অভিভাবকরা সিকিউরিটি সেটআপের মাধ্যমে ইন্টারনেটের অনাকাঙিক্ষত সাইটগুলোও নিয়ন্ত্রণ করতে পারবেন। দাম ৩৬০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৪৬
ভিভিটেকের ডাটা প্রজেক্টর বাজারে
গেস্নাবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের নতুন ডাটা প্রজেক্টর ডি৫৫২। আধুনিক ডিএলপি প্রযুক্তিসম্পন্ন এই প্রজেক্টরের কন্ট্রাস্ট রেশিও ১৫০০০:১, যা স্বচ্ছ ও স্পস্ট দৃশ্য আনতে সক্ষম। এছাড়া রয়েছে থ্রিডি রেডিও, ৩০০০ আনসি লুমেন্স এবং ১০০০০ ঘণ্টা পর্যন্ত ল্যাম্পলাইফ। দাম ৩৫০০০ টাকা। বিক্রয়োত্তর সেবা দুই বছর (ল্যাম্প এক বছর বা ১০০০ ঘণ্টা)। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৫৯
কোরশেয়ার ব্র্যান্ডের ৮ জিবি র্যারম
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে কোরশেয়ার ব্র্যান্ডের ভেনগিয়ানসে এলপিএক্স মডেলের ৮ জিবি ডিডিআর৪ র্যা ম। ২৪০০ মেগাহার্টজের এতে রয়েছে ডুয়াল চ্যানেল মেমরি কনফিগারেশন। এক্স৯৯ সিরিজ মাদারবোর্ডের উপযোগী করে প্রস্ত্তত করা এই র্যাামের ডিডিআর৪ ফর্ম-ফ্যাক্টর উচ্চ ফ্রিকোয়েন্সি, শ্রেয়তর ব্যান্ডউইডথ এবং স্বল্প বিদ্যুৎ খরচ নিশ্চিত করে। এছাড়া এই র্যাডমে রয়েছে পিউর অ্যালুমিনিয়াম হিট স্প্রেডার, যা দ্রুত তাপ অপসারণ করে এবং র্যা মকে শীতল রাখে। প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টিসহ দাম ৪৭০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৮৭
ডেলের নতুন টাচ ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে ডেল ইন্সপায়রন ৫৫৫৮ মডেলের কোরআই৫ ল্যাপটপ। ইন্টেল পঞ্চম প্রজন্মের ৫২৫০ইউ মডেলের কোরআই৫ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে থাকছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে এবং এনভিডিয়া জিফোর্স ৯২০এম মডেলের ২ জিবি এইচডি গ্রাফিক্স কার্ড। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ টাচ প্রযুক্তির ল্যাপটপটির দাম ৫৬০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩২
ডেল ইন্সপায়রন ৫৪৫৯ মডেলের ল্যাপটপ বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে ডেল ইন্সপায়রন ৫৪৫৯ মডেলের ষষ্ঠ প্রজন্মের কোরআই৭ ল্যাপটপ। ইন্টেলের ৬৫০০ মডেলের ষষ্ঠ প্রজন্মের কোরআই৭ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে থাকছে ৪ জিবি র্যাাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং আর৫এম৩৩৫ মডেলের এএমডি রাডেয়ন গ্রাফিক্স কার্ড। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৬৫০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩২
ডিএসসি মিনি সিকিউরিটি ক্যামেরা
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে বিশ্বখ্যাত আমেরিকান ব্র্যান্ড টাইকোর ডিএসসি বি১১৪-৪০ মডেলের মিনি বুলেট ক্যামেরা। ২ মেগাপিক্সেল ১/৩ ইঞ্চি প্রগ্রেসিভ স্ক্যান সিমোস ইমেজ সেন্সরযুক্ত এই ক্যামেরায় রয়েছে এইচ২৬৪/এমজেপিইজি কোডেক ও স্ট্রিমিং সুবিধা, ৪ এমএম এফ২.০ ফিক্সড লেন্স, ১৯২০ বাই ১০৮০ পিক্সেল ভিডিও রেজ্যুলেশন, থ্রিডি ডিএনআর নয়েজ রিডাকশন, ৩০ মিটার আইআর রেঞ্জ, আইপি ৬৬ হাউজিং, পাওয়ার ওভার ইথারনেট পিওই, অটো সুইচসমৃদ্ধ আইসিআর আইআর কাট ফিল্টার উইথ এবং অনভিআইপি সাপোর্ট। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৪০০০ টাকা। যোগাযোগ : ০১৭৭৭৭৩৪১৯০
গিগাবাইটের জেড১৭০এক্স গেমিং ৩ মাদারবোর্ড
সম্প্রতি স্মার্ট টেকনোলজিস বাজারে ছেড়েছে গিগাবাইট জেড১৭০এক্স গেমিং ৩ মডেলের মাদারবোর্ড। ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডটিতে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআর৪ র্যা মের চারটি সস্নট, এক্সক্লুসিভ আল্ট্রা ডিউরেবল মেটাল শিল্ড মোড়ানো পিসিআই সস্নটসহ তিনমুখী গ্রাফিক্স সাপোর্ট, ডুয়াল পিসিআইই জেনারেশন৩ এমটু কানেক্টর, যার ডাটা ট্রান্সফার রেট ৩২ জিবি/সেকেন্ড, তিনটি সাটা এক্সপ্রেস কানেক্টর, যার ডাটা স্পিড ১৬ জিবি/সেকেন্ড, রেয়ার অডিও এম্পিস্নফায়ারসহ ১১৫ ডিবি এসএনআর এইচডি অডিও অ্যাম্পিস্নফায়ার, কিলার ই২২০০ গেমিং নেটওয়ার্ক, হাই কোয়ালিটি অডিও ক্যাপাসিটর, নয়েজ গার্ড এলইডি ট্রেস পাথ লাইটিং, অ্যাপ সেন্টার, ক্লাউড স্টেশন ইউটিলিটিজ এবং গিগাবাইট ইউইএফআই ডুয়াল বায়োস টেকনোলজি। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৬৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮
গিগাবাইট জেড১৭০এক্স গেমিং ৭ মডেলের মাদারবোর্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে গিগাবাইট জেড১৭০এক্স গেমিং ৭ মডেলের মাদারবোর্ড। ইন্টেল থান্ডারবোল্ট৩ সার্টিফায়েড এই মাদারবোর্ডটিতে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআর৪ র্যা মের চারটি সস্নট, ইন্টেল ইউএসবি ৩.১ ইউএসবি টাইপ সি ইউনিভার্সাল কানেক্টর, পিসিআইই সস্নট মোড়ানো এক্সক্লুসিভ আল্ট্রা ডিউরেবল মেটাল শিল্ডসহ তিনমুখী গ্রাফিক্স সাপোর্ট, ৩২ জিবি পার সেকেন্ড ডাটা ট্রান্সফার স্পিড, ইন্টিগ্রেটেড এইচডিএমআই ২.০ সাপোর্ট, ক্রিয়েটিভ সাউন্ডকোর থ্রিডি গেমিং অডিও, কিলার ই২৪০০ ও ইন্টেল গেমিং নেটওয়ার্ক। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২২০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯৮৩
এইচপির কোরআই৩ ব্র্যান্ড পিসি বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ২৮০জি১এমটি মডেলের ব্র্যান্ড পিসি। ইন্টেল চতুর্থ প্রজন্মের ৪১৭০ মডেলের কোরআই৩ প্রসেসরসমৃদ্ধ এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইন্টেল ৮১ চিপসেট, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ১৮.৫ ইঞ্চি মনিটর, এইচপি ইউএসবি কিবোর্ড, এইচপি ইউএসবি মাউস, ফ্রি ডস এবং প্যারালাল পোর্ট। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৮০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
এইচপি প্রো ডেস্ক ৪৯০ জি২ এমটু মডেলের ব্র্যান্ড পিসি
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি প্রো ডেস্ক ৪৯০ জি২ এমটু মডেলের ব্র্যান্ড পিসি। ইন্টেলের চতুর্থ প্রজন্মের ৪৫৯০ মডেলের কোরআই৫ প্রসেসরসম্পন্ন এই ব্র্যান্ড পিসিতে রয়েছে ইন্টেল এইচ৯৭ চিপসেট, ৮ জিবি ১৬০০ মেগাহার্টজ ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট ৭২০০ আরপিএম সাটা হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ৪৬০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি এলইডি মনিটর, এইচপি ইউএসবি অপটিক্যাল মাউস, এইচপি ইউএসবি কিবোর্ড এবং ইন্টারনাল স্পিকার। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ ব্র্যান্ড পিসিটির দাম ৫১০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
এইচপির নতুন সার্ভার বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে এইচপি প্রোলিয়ান্ট এমএল৩১০ই জেন৮ ভি২ হট পস্নাগ টাওয়ার সার্ভার। মাইক্রো এটিএক্স টাওয়ার ফর্ম-ফ্যাক্টরসম্পন্ন এই সার্ভারে রয়েছে ইন্টেল জিয়ন ই৩-১২২০ভি৩ কোয়ার্ড কোর প্রসেসর, ইন্টেল সি২২২ চিপসেট, চারটি পিসিআই এক্সপানশন সস্নট, এইচপি হাফ হাইট সাটা ডিভিডি রম, সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত মেমরি ক্যাপাসিটি, চারটি হার্ডড্রাইভ বে, এইচপি ইউএসবি মাউস ও কিবোর্ড, এএইচপি ৩৫০ ওয়াট ফ্যাক্টরি ইন্টিগ্রেটেড পাওয়ার সাপস্নাই, একটি সিস্টেম ফ্যান, এইচপি ইথারনেট ১ জিবি ২ পোর্ট ৩৩২আই অ্যাডাপ্টার এবং এক বছর এইচপি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি। যোগাযোগ : ০১৭৩০৭০৩৫৪৮০৮
এএমডি কাভেরি এ৮-৭৬০০ প্রসেসর
ইউসিসি আনছে এএমডি কাভেরি সিরিজের এপিইউ প্রসেসর এ৮-৭৬০০। এফএম২+ সকেটের মাদারবোর্ডে ব্যবহারোপযোগী এই প্রসেসরটি একটি কোয়াডকোর প্রসেসর। ৩.১ গিগাহার্টজ এই প্রসেসরটি টার্বো মোডে ৩.৮ গিগাহার্টজ পর্যন্ত স্পিড পাওয়া যাবে। ৪ এমবি ক্যাশ মেমরির এই প্রসেসরের সাথে রাডেওন আর৭ সিরিজের গ্রাফিক্স ইন্টিগ্রেটেড রয়েছে। প্রসেসরটি চালাতে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৬৫ ওয়াট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
শেষ হলো ফিফা ১৬ গেমিংয়ের বাছাইপর্ব
সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয় আমত্মঃবিশ্ববিদ্যালয় ফিফা ১৬ গেমিং ফুটবল চ্যাম্পিয়ানশিপের বাছাইপর্ব। ঢাকা ও এর আশপাশের সরকারি-বেসরকারি ১৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ প্রতিযোগী এতে অংশ নেয়। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার নকআউট পর্বের মাধ্যমে বেস্ট ৩০ জন এবং শুধু ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ছাত্রদের মধ্য থেকে ২ জনসহ মোট ৩২ জন গেমারকে চূড়ান্ত পর্বে অংশ নেয়ার জন্য বাছাই করা হয়। প্রতিযোগিতা চলাকালীন বিভিন্ন সময় প্রতিযোগিতা পরিদর্শনে আসেন আইইউবির গভর্নিং কাউন্সিল ও বোর্ড অব ট্রাস্টি এবং বর্তমানে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির চেয়ারাম্যান তওহীদ সামাদ, হেড অব সিআইটিএস (আইইউবি) এহসানুল হক, মনিটর প্রস্ত্ততকারক প্রতিষ্ঠান ভিউসনিকের এশিয়া প্যাসিফিক রিজিয়নের সেলস ম্যানেজার জেমস টি সাও, মাদারবোর্ড প্রস্ত্ততকারক প্রতিষ্ঠান এমএসআইয়ের এশিয়া প্যাসিফিক রিজিয়ন সেলস স্পেশালিস্ট কেন সাংগ, ইউসিসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস) শাহীন মোলস্না, প্রোডাক্ট ম্যানেজার জায়নুস সালেকিন ফাহাদসহ আইইউবির শিক্ষক ও কর্মকর্তারা। প্রতিযোগতাটির প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল দেশের স্বনামধন্য আইটি পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি
হুয়াওয়ে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক
দেশের বাজারে হুয়াওয়ে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক এপি০০৭ বাজারজাত করছে ইউসিসি। এই পাওয়ার ব্যাংকটির পাওয়ার ক্ষমতা থাকবে ১৩ হাজার মিলি অ্যাম্পিয়ার, যা আপনার একটি ট্যাবলেট ডিভাইসকে সম্পূর্ণরূপে চার্জ দেয়া সম্ভব অথবা আপনার স্মার্টফোনটিকে দুই বা ততোধিক ফুল চার্জ দেয়া সম্ভব। এতে রয়েছে দুটি ইউএসবি সস্নট, যা দিয়ে দুটি ভিন্ন ডিভাইসকে একই সময় চার্জ দেয়া সম্ভব। এর ৫ভি ২এ আউটপুট সিস্টেম চার্জিং প্রসেসকে করবে গতিময়। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
হুয়াওয়ে টি১ সিরিজের মিডিয়াপ্যাড
ইউসিসি বাজারে সরবরাহ করছে হুয়াওয়ে টি১ সিরিজের ৭.০ ইঞ্চি মিডিয়াপ্যাড। ট্যাবটিতে পাওয়া যাবে আইপিএস ডিসপ্লে, যার পিকচার রেজ্যুলেশন থাকবে ১০২৪ বাই ৬০০ পিক্সেল। কোয়াডকোর ১.২ গিগাহার্টজ প্রসেসরের এই ট্যাবে থাকেব ওয়াইফাই ডাটা কানেকশন ও উচ্চগতির থ্রিজি ইন্টারনেট সুবিধা, ফ্রন্ট ও রেয়ার ২ মেগা পিক্লেল ক্যামেরা, ১ জিবি ও ৮ জিবি রম। ৪১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ওজন মাত্র ২৭৮ গ্রাম। অ্যান্ড্রয়িড ৪.৪ কিটক্যাট ভার্সন অপারেটিং সিস্টেমের সাথে পাওয়া যাবে ইমোশন ইউ১ ৩.০ ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
এমএসআইয়ের নতুন গেমিং মাদারবোর্ড বি১৫০এ
এমএসআইয়ের বাংলাদেশ প্রতিনিধি ইউসিসি বাজারজাত করছে ইন্টেল চিপসেটের নতুন গেমিং মাদারবোর্ড বি১৫০এ গেমিং প্রো। বেস্ট ইন ক্লাস ফিচার ও টেকনোলজির সমন্বয়ে তৈরি এই গেমিং মাদারবোর্ডটি ইন্টেল এলজিএ ১১৫১ সকেট ও ষষ্ঠ প্রজন্মের প্রসেসরে ব্যবহারোপযোগী। এই মাদারবোর্ডটিতে র্যা মের জন্য রয়েছে চারটি শস্নট, যাতে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত ডিডিআর র্যা ম ব্যবহার করা যাবে এবং সর্বোচ্চ ২১৩৩ বাস পর্যন্ত সাপোর্ট দেবে। এর অডিও বুস্ট৩ গেমারদের দেবে আল্টিমেট অডিও সাউন্ড সলিউশন, মিলিটারি ক্লাস৫ দেবে মাদারবোর্ডটির সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
এমএসআইয়ের নতুন মাদারবোর্ড এইচ১৭০ গেমিং এম৩
ইউসিসি সম্প্রতি বাজারজাত করেছে এমএসআইয়ের নতুন এইচ১৭০ গেমিং এম৩ মাদারবোর্ড। বেস্ট ইন ক্লাস ও ফিচার সংবলিত গেমিং মাদারবোর্ডটি ইন্টেল এলজিএ ১১এস১ সকেট ও ষষ্ঠ প্রজন্মের প্রসেসরের ব্যবহারোপযোগী। র্যাতমের চারটি সস্নটের মাধ্যমে মাদারবোর্ডটিতে সর্বোচ্চ ৬৪ জিবি ডিডিআর৪ র্যা ম ব্যবহার করা যাবে, যাতে সর্বোচ্চ ২১৩৩ বাস পর্যন্ত সাপোর্ট দেবে। ব্যবহার হয়েছে টার্বো এম২ সস্নট, যা সর্বোচ্চ ৩২জিবি/সেকেন্ড ডাটা ট্রান্সফারে সক্ষম। এছাড়া রয়েছে মিলিটারি ক্লাস৫, ক্লিক বায়োস৫, সাটা৬, গেমিং হট কির মতো আকর্ষণীয় ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সাফায়ারের নতুন গ্রাফিক্স কার্ড আর৯ ফুরি এক্স
ইউসিসি বাজারজাত করছে বিশ্বখ্যাত সাফায়ার ব্র্যান্ডের নতুন গ্রাফিক্স কার্ড আর৯ ফুরি এক্স। এই গ্রাফিক্স কার্ডটিকে বলা হয় বিশ্বের প্রথম টোটাল সলিউশন জিপিইউ, যা সর্বোচ্চ পারফরম্যান্সের পাশাপাশি অবিশ্বাস্য রিয়েল-কে ছবির নিশ্চয়তা দেবে। ২৮ এনএম চিপসেটের ৪০৯৬ স্ট্রিম প্রসেসরযুক্ত কার্ডটিতে রয়েছে ওয়াটার কুলিং সিস্টেম, যা দীর্ঘক্ষণ চালনায় কার্ডটিকে কম গরম রাখতে সাহায্য করবে। ৪ জিবি ডিডিআর৫ মেমরি আকারের কার্ডটির ইঞ্জিন ক্লক ১০৫০ মেগাহার্টজ, যাতে সর্বোচ্চ চারটি ডিসপ্লে আউটপুট হিসেবে পাওয়া যাবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সাফায়ার নিট্রো গ্রাফিক্স কার্ড
সাফায়ার ব্র্যান্ডের নিট্রো সিরিজের আর৯ ৩৯০ ও আর৯ ৩৮০ মডেলের গ্রাফিক্স কার্ড বাজারজাত করছে ইউসিসি। এই কার্ডগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো সর্বাধুনিক জিডিডিআর৫ মেমরি স্পিডের সর্বাধিক ৮ জিবি আকারে পাওয়া যাবে। আর৯ ৩৯০ গ্রাফিক্স কার্ডটি ট্রাই এক্স অর্থাৎ তিনটি ফ্যানসমৃদ্ধ। এতে ২৮এনএম চিপসেটের তৈরি ও সর্বোচ্চ ২৮১৬ স্ট্রিম প্রসেসর যুক্ত রয়েছে। মেমরি ক্লক ৬০০০ মেগাহার্টজ এবং সর্বোচ্চ পাঁচটি ডিসপ্লে আউটপুট হিসেবে পাওয়া যাবে। আর৯ ৩৯০ কার্ডটি ৪ জিবি মেমরি স্পিড ও জিডিডিআর৫ আকারে পাওয়া যাবে, যার ইঞ্জিন ক্লকস্পিড ৯৮৫ মেগাহার্টজ। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
টিম ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক
ইউসিসি দেশের গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে সম্প্রতি বাজারজাত করেছে টিম ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। লিথিয়াম আয়নসমৃদ্ধ ব্যাটারির পাওয়ার ব্যাংকগুলো গুণগত মানে সেরা এবং গুণগত মান নিশ্চিত করতে গ্রাহকেরা এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা পাবেন। আকর্ষণীয় ডিজাইনের টিম পাওয়ার ব্যাংকগুলো গ্রাহকদের প্রয়োজন মতো ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৮০০০ মিলি অ্যাম্পিয়ার এবং ১০৪০০ মিলি অ্যাম্পিয়ার আকারে পাওয়া যাবে। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার আকারের পণ্যগুলো তিনটি ভিন্ন রংয়ে এবং ৮০০০ মিলি অ্যাম্পিয়ার আকারের জন্য পণ্যগুলো অ্যালুমিনিয়ামের ইউনিবডি এবং দুটি ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
কমান্ডার কম্বো কিবোর্ড
দেশে থার্মালটেক ব্র্যান্ডের প্রতিনিধি ইউসিসি সম্প্রতি বাজারে এনেছে গেমিং কিবোর্ড কমান্ডার কম্বো। গেমারদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা এই গেমিং কিবোর্ডের সাথে পাচ্ছেন একটি থার্মালটেক ব্র্যান্ডের মাউস। কিবোর্ডটিতে থাকছে ৮টি মাল্টিমিডিয়া কি। ইউএসবি ইন্টারফেস সংবলিত এই কিবোর্ডে আছে অ্যান্টিবুস্টিং কি সুবিধা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
থার্মালটেক ভার্সা এন২১ কেসিং
দেশে থার্মালটেকের প্রতিনিধি ইউসিসি বাজারে এনেছে ভার্সা এন২১ কেসিং। আকর্ষণীয় ডিজাইনের মিডটাওয়ার লেভেল এই গেমিং কেসিং পাওয়া যাবে গেমারদের ক্রয়ক্ষমতার মধ্যে। এর গস্নসি বস্ন্যাক ফ্রন্ট টপ প্যানেল দেবে স্টাইলিশ ইমেজ এবং হাই ফুট স্ট্যান্ড ক্যাসিংটির বাতাস চলাচল সাহায্য করবে। এর টুল ফ্রি ইন্টেরিয়র ডিজাইন এবং হিডেন আই/ও পোর্টস কেসিংটিকে করেছে আকর্ষণীয়। এতে রয়েছে ধুলা ফিল্টারিং সিস্টেম, যা কেসিংয়ের ভেতর পরিষ্কার রাখতে সাহায্য করবে। এছাড়া রয়েছে তিনটি ১২০এমএম বিল্টইন ফ্যান, ক্যাবল ম্যানেজমেন্ট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের অ্যাপল সলিউশন প্রডাক্ট বাজারে
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের অ্যাপল সলিউশন পণ্য এখন বাজারে সরবরাহ করছে ইউসিসি। প্রোডাক্টগুলো হলো- এসএসডি আপগ্রেড কিট ফর ম্যাক, যা ম্যাক বুক এয়ার, ম্যাক বুক প্রো ও ম্যাক বুক প্রো উইথ রেটিনা ডিসপ্লেগুলো বিভিন্ন ভার্সনের ওপর ভিত্তি করে আলাদাভাবে বাজারে পাওয়া যাবে। ২৪০ জিবি, ৪৮০ জিবি ও ৯৬০ জিবি আকারে পাওয়া যাবে এই এসএসডি আপগ্রেড কিট। যার সাথে গ্রাহকেরা পাবেন একটি করে এনক্লোজার ও একটি করে কমপ্লিট টুল বক্স। এছাড়া রয়েছে এক্সটারনাল ফ্ল্যাশ এক্সপানশন কার্ড, যা ম্যাক বুক এয়ার ১৩ ইঞ্চি, ম্যাক বুক প্রো ১৩ ইঞ্চি, ম্যাক বুক প্রো ১৫ ইঞ্চির লেট ২০১০ থেকে আরলি ২০১৫-এর বিভিন্ন মডেলের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মডেল যেমন- জেট ড্রাইভ লাইট ১৩০, ৩৩০, ৩৫০ ও ৩৬০-এর ১২৮ জিবি আকারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের কার ভিডিও রেকর্ডার
দেশে এখন পাওয়া যাবে কার ভিডিও রেকর্ডার। যেসব গ্রাহক তাদের নিজেদের গাড়ির প্রতি সচেতন, তারা পার্সোনাল সেটিংয়ের জন্য গাড়িতে ব্যবহার করতে পারেন বিশ্বখ্যাত ট্রান্সসেন্ড ব্র্যান্ডের কার ভিডিও রেকর্ডার। ড্রাইভ প্রো ৫২০ মডেলের এই কার ভিডিও রেকর্ডারটিতে সংযোজন করা হয়েছে ডুয়াল লেন্স ক্যামেরা, যার মাধ্যমে রোড ভিউ ও প্যাসেঞ্জার ভিউ দুই ভিউতেই ভিডিও রেকর্ড করা যাবে। এর রয়েছে ১৩০ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল আইএফ/১.৮ অ্যাপারচার, ৬ গ্লাস লেন্স সংবলিত ক্যামেরা, যা প্রতিটি মুহূর্তের ক্রিস্টাল ক্লিয়ার ও ফুল এইচডি ১০৮০পি ভিডিও রেকর্ড করতে সাহায্য করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের ড্রাইভপ্রো বডি ১০ ক্যামেরা বাজারে
সম্প্রতি ইউসিসি বাজারে সরবরাহ করেছে ট্রান্সসেন্ডের ড্রাইভপ্রো বডি ১০ ক্যামেরা । এই ক্যামেরা দিনে অথবা রাতে ১০৮০ পিক্সেলে রেকর্ডিংয়ের মাধ্যমে ফুল এইচডি ফুটেজ পাওয়ার নিশ্চয়তা দেবে। এফ/২.৮ অ্যাপারচার ফিচারযুক্ত এই বডি ক্যামেরাটি ১৬০ ডিগ্রি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল ফুটেজ রেকর্ডিং ধারণ করতে পারবে। এই ক্যামেরাটির ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় ও সহজেই শরীরে বহনযোগ্য। এর প্র্যাকটিক্যাল ভিডিও ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ছবি ও ভিডিও সহজেই সম্পাদন ও সংরক্ষণে সাহায্য করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের ইউএইচএস মেমরি কার্ড
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের বাংলাদেশ প্রতিনিধি ইউসিসি বাজারজাত করছে উঁচু ক্ষমতাসম্পন্ন মেমরি কার্ড। বিশেষত প্রফেশনাল ক্যামেরা ও ভিডিও ধারণকারীদের জন্য এই মেমরি কার্ডগুলোর মাধ্যমে অবিশ্বাস্য ও সর্বাধুনিক কে ভিডিও এবং ছবি সহজেই ক্যাপচার ও স্টোরেজ করতে পারবেন। সুপার স্পিডসংবলিত এই মেমরি কার্ডগুলোর রিড ও রাইড স্পিড সর্বোচ্চ ২৮৫ এমবি/সেকেন্ড ও ১৮০ এমবি/সেকেন্ড। বেস্ট পারফরম্যান্স ও স্টোরেজ ছাড়াও এই কার্ডগুলোর রয়েছে ওয়াটার প্রম্নফ, টেম্পারেচার প্রম্নফ, স্ট্যাটিক প্রম্নফ, এক্সরে প্রম্নফ ও শক প্রম্নফের মতো ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ভিউসনিকের ভিএক্স ২২০৯ মনিটর
মনিটরের জগতে অতিপরিচিতি ভিউসনিকের নতুন মডেল ভিএক্স ২২০৯ ২২ ইঞ্চি এলইডি মনিটর বাজারে নিয়ে এসেছে ইউসিসি। এলইডি ব্যাকলিট সংবলিত ওয়াইড স্কিন এই মনিটরে পাবেন ফুল এইচডি ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশন, চকচকে ছবি, যা আপনি বাড়িতে অথবা অফিসে ব্যবহার করতে পারেন। এই মনিটরের কন্ট্রাস্ট রেশিও ২০০০০০০০:১ এবং রেসপন্স ৫ মিলি সেকেন্ড। হরাইজন্টাল এবং ভার্টিকল যথাক্রমে ১৭০ ও ১৬০ ডিগ্রি অ্যাঙ্গেল, যা দেবে সর্বোচ্চ অ্যাঙ্গেল ভিউ থেকে স্বচ্ছ ছবির নিশ্চয়তা। এর ইকো মোড সংবলিত মনিটর বিদ্যুতের অপচয় রোধ করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
কমপিউটার সোর্সে স্পর্শ পর্দার নোটবুক
ইংরেজি ২০১৬ বর্ষবরণে বছরের শেষ ভাগে স্পর্শ পর্দার দুটি অভিজাত নোটবুক বাজারে এনেছে কমপিউটার সোর্স। এইচপি এনভি সিরিজের ষষ্ঠ প্রজন্মের নোটবুক দুটির পর্দার আকার ১৫.৬ ইঞ্চি। এই১৩০টিএক্স মডেলের উভয় নোটবুকেই রয়েছে ইন্টেল কোরআই৭ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৩ র্যা ম এবং ১ টেরাবাইট হার্ডডিস্ক। নোটবুক দুটির একটিতে ২ জিবি এবং অন্যটিতে রয়েছে ৪ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। নোটবুকটিতে ৬৪ বিটের প্রফেশনাল হোমবেজড অরিজিনাল উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ফ্যাক্টরি বিল্ডইন থাকায় মাইক্রোসফটের সবশেষ অপারেটিং সিস্টেমের সব সুবিধাই মিলবে বাড়তি খরচা ছাড়াই। এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত এইচপি এনভি ১৫- এই১৩৯টিএক্স নোটবুক দুটির দাম যথাক্রমে ৯২ হাজার এবং ১ লাখ ১০ হাজার টাকা। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত উভয় নোটবুকের সাথেই ৭০০ টাকার গিফট ভাউচার পাবেন ক্রেতারা। যোগাযোগ : ০১৭৩০৭০০০৯৩
নতুন ঠিকানায় কমপিউটার সোর্স সেবাকেন্দ্র
ক্রেতাদের আরও নির্ঝঞ্ঝাট সেবাদানের লক্ষÿ্য লালমাটিয়া থেকে ধানম--তে স্থানান্তরিত হলো কমপিউটার সোর্সের প্রধান সেবাকেন্দ্র। ফলে এখন থেকে গ্রাহকেরা ধানম-- ১২ নম্বর সড়কের (পুরনো ৩১) ঢাকা আহছানিয়া মিশন/মেট্রো শপিং মল সংলগ্ন ১১/বি হোল্ডিংস্থ সেবাকেন্দ্র থেকে কমপিউটার সোর্সের কেনা যেকোনো পণ্যের বিক্রয়োত্তর সেবা নিতে পারবেন। একই সাথে মিরপুর তালতলাস্থ ২২০/ডি/৪/৩ পশ্চিম কাফরুলের সেবাকেন্দ্র থেকেও কমপিউটার সার্ভিসিং অব্যাহত থাকবে
দেশের বাজারে গেমিং মাদারবোর্ড এনেছে কমপিউটার সোর্স
অ্যান্থুসিয়াস্ট, পারফরম্যান্স ও আর্সেনাল সিরিজের এমএসআই ব্র্যান্ডের ১১টি নতুন গেমিং মাদারবোর্ড দেশের বাজারে অবমুক্ত করেছে কমপিউটার সোর্স। ব্যবসায় প্রতিনিধিদের উপস্থিতিতে সম্প্রতি ধানম--র বিসিএস ইনোভেশন সেন্টারে মাদারবোর্ডগুলোর মোড়ক উন্মোচন করেন কমপিউটার সোর্সের পরিচালক এইউ খান জুয়েল এবং এমএসআই বিক্রয় বিশেষজ্ঞ (এপিএসি) কেন সুং। এ সময় কমপিউটার সোর্সের এসবিইউ মেহেদী জামান তানিম, বিপণন ব্যবস্থাপক তারিকুল হাসান খান ও পণ্য ব্যবস্থাপক (এমএসআই) হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদ্য অবমুক্ত হওয়া মাদারবোর্ডগুলোর বাজার সম্ভাবনার কথা উল্লেখ করে এইউ খান জুয়েল বলেন, আন্তর্জাতিক বাজারে অবমুক্তির অল্পদিনের মধ্যে বিশ্বনন্দিত এমএসআই ব্র্যান্ডের ইউএসবি ৩.১ জেন ২ সমর্থিত ষষ্ঠ প্রজন্মের মাদারবোর্ড দেশের কমপিউটার গেমারদের জন্য বাজারে অবমুক্ত করতে পেরে আমি আনন্দিত। আশা করি, গুণগত মান, বিশেষ ফিচার এবং তুলনামূলক মূল্য সংবেদনশীলতার কারণে এই মাদারবোর্ডগুলো খুব শিগগিরই বাজারে আলোড়ন তুলবে।
অপরদিকে কেন সু বলেন, বাংলাদেশি কমপিউটার গেমারদের আর্থ-সামাজিক অবস্থার প্রেÿাপট বিবেচনায় নিয়ে এমএসআই কমপিউটার সোর্সের মাধ্যমে ষষ্ঠ প্রজন্মের এই মাদারবোর্ডগুলো অবমুক্ত করেছে। এর মধ্যে অভিজাত ঘরানার অ্যান্থুসিয়াস্ট গেমিং ও পারফরম্যান্স গেমিং এবং এন্ট্রি লেভেলের আর্সেনাল গেমিং মাদারবোর্ড রয়েছে। এতগুলো মাদারবোর্ডের মধ্যে গেমারেরা তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী সেরা মাদারবোর্ডটি বেছে নিতে পারবেন। এমএসআইয়ের আছে সবচেয়ে বেশি বৈচিত্র্যময় মাদারবোর্ড। এর মধ্যে ওয়াটার/এয়ার কুলিং, অডিও বুস্ট থ্রি, কিলার ল্যান ই২৪০০ এবং মিলিটারি ক্লাসের ভি ফিচার রয়েছে জেড১৭০এ গেমিং ৯ এসিকে মাদারবোর্ডে। পার্সোনালাইজড পিসির জন্য জেড১৭০এ/বি১৫০এ গেমিং প্রো মাদারবোর্ডে রয়েছে মিস্টিক লাইট ফিচার। এর এলইডি লাইট মুঠোফোন থেকেও নিয়ন্ত্রণ করা যায়
এসার ব্র্যান্ডের নতুন মনিটর
এসার ব্র্যান্ডের বাংলাদেশ পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেড বাজারে নিয়ে এসেছে পাঁচটি নতুন মডেলের মনিটর। যার প্রত্যেকটির সাথে আছে তিন বছরের ওয়ারেন্টি। ২২ ইঞ্চি স্ক্রিনের এসার জি২২৭ এইচকিউএল মনিটরটিতে রয়েছে ফুল এইচডি (১৯২০ বাই ১০৮০) রেজ্যুলেশন, এইচডিএমআই এবং ভিজিএ ইনপুটের সুব্যবস্থা। মনিটরটির দাম ১১৮০০ টাকা। এছাড়া ১৫.৬ ইঞ্চি সাইজের এসার পি১৬৬ এইচকিউএল মনিটরটিতে রয়েছে ১০০০০০০০০:১ কন্ট্রাস্ট রেশিও, যা গ্রাহকদের দেবে অবিশ্বাস্য স্ক্রিন পারফরম্যান্সের নিশ্চয়তা। মনিটরটির দাম ৬০০০ টাকা। যোগাযোগ : ০১৯১৯ ২২২ ২২২
বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ প্রকল্পে সংযুক্ত হলো ক্রিয়েটিভ আইটি
বাংলাদেশ ব্যাংকের স্কিলস ফর অ্যামপস্নয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রশিক্ষণ প্রকল্পে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে সংযুক্ত হলো ক্রিয়েটিভ আইটি লিমিটেড। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো: মনির হোসেনের কাছে এ সংক্রান্ত একটি অনুমোদনপত্র হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্পের জাতীয় পরিচালক জালাল আহমেদ, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক আবদুর রউফ তালুকদার, ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, উপ-ব্যবস্থাপনা পরিচালক পারভিন আকতার সম্পা প্রমুখ। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসইআইপি সম্পর্কে বলা হয়, প্রকল্পের আওতায় আগামী তিন বছরে আইসিটি, গার্মেন্ট, লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্সসহ ১২টি ট্রেডকোর্সে প্রথম পর্যায়ে ১০ হাজার ২০০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে
জেএএন অ্যাসোসিয়েটস দিবস উদযাপিত
গত ৩১ ডিসেম্বর জেএএন অ্যাসোসিয়েটস দিবস উদযাপিত হয়েছে। এ উপলÿÿ প্রতিষ্ঠানটির ধানম-- কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, ক্যানন পণ্যের ডিলার এবং রিসেলার, করপোরেট ক্লায়েন্ট এবং সাংবাদিকরা অংশ নেন। জেএএন অ্যাসোসিয়েটসের করপোরেট ক্লায়েন্টদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। সকালে হয় পিঠা উৎসব। ভাপা পিঠা, চিতই পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠা প্রস্ত্তত করা হয়। এর সাথে ছিল চটপটি, ফুচকা এবং ঝালমুড়ি। এরপর এক সভার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অংশ নেন এবং ২০১৫ সালের কর্মকা- এবং কর্মকর্তাদের কাজ নিয়ে আলোচনা করেন। একই সাথে ২০১৬ সালে প্রতিষ্ঠানের কর্মপরিকল্পনা নিয়েও তারা আলোচনা করেন। সভায় জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক আবদুলস্নাহ এইচ কাফি, কর্মকর্তা আবদুলস্নাহ আল সাফি, সিনিয়র জেনারেল ম্যানেজার (আইডিবি) কবির হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজারকে (হেড অফিস) তাদের অবদানের জন্য বিশেষ সম্মাননা দেয়া হয়। জেএএন অ্যাসোসিয়েটস বাংলাদেশে ক্যানন ক্যামেরা এবং প্রিন্টারের পরিবেশক
হোয়াটসঅ্যাপে রবির ই-সেবা
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে সম্প্রতি ই-সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো এমন একটি উদ্ভাবনী ডিজিটালাইজড গ্রাহকসেবার চ্যানেল চালু হলো। রবির গ্রাহকেরা এখন থেকে সহজেই হোয়াটসঅ্যাপ সার্ভিস চ্যানেলটির মাধ্যমে প্রাথমিকভাবে বাংলাদেশ সময় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত সেবাটি নিতে পারবেন।
রবির এক মুখপাত্র জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে সেবা দেয়াটা গ্রাহকদের ডিজিটাল সেবা দেয়ার ক্ষেত্রে রবির সম্প্রতি গৃহীত বেশ কয়েকটি পদক্ষেপের একটি। গ্রাহকের পরিবর্তিত চাহিদা ও প্রয়োজনের দিকটি মাথায় রেখে রবি কতটা প্রস্ত্তত এ পদক্ষেপ তারই প্রতিফলন
৩৬৫ মাইল দৌড়াবেন জুকারবার্গ
এ বছর ৩৬৫ মাইল দৌড়াবেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তার ফেসবুক পোস্ট পড়ে অনেকেই হয়তো জেনে গেছেন তার এ লক্ষ্যের কথা। এ বছর তার বাসা এবং অফিসে টুকটাক ফুটফরমায়েশ খাটতে পারে- এমন বোধ-বুদ্ধিসম্পন্ন একটি ব্যবস্থা (যাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) তৈরির চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। এছাড়া আরেকটি চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। তা হচ্ছে প্রতিদিন এক মাইল করে দৌড়ানো। জুকারবার্গ তার পোস্টে লিখেছেন, ‘৩৬৫ মাইল দৌড়ানো বিশাল ব্যাপার। কিন্তু এটি খুব বেশি দৌড় নয়। প্রতিদিন এক মাইল। মাঝারি গতিতে দৌড়ে ১০ মিনিটে এক মাইল পার করা।’ ২০১৪ সালে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের নিজের প্রতি চ্যালেঞ্জ ছিল ওই বছরের মধ্যে মান্দারিন ভাষা শেখা। গত বছরের ব্যক্তিগত চ্যালেঞ্জ ছিল মাসে অন্তত দুটি বই পড়া
গ্রামীণফোনের সব বেস স্টেশন থ্রিজি হচ্ছে
চলতি বছরের জুন মাসের মধ্যে সব বেস স্টেশন থ্রিজিতে রূপান্তরের ঘোষণা দিয়েছে গ্রামীণফোন। টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিগভে ব্রেক্কের উপস্থিতিতে ৫ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এই ঘোষণা দেন গ্রামীণফোনের সিইও রাজিব শেঠি। নরওয়েভিত্তিক প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্রামীণফোনের (জিপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৩ সালের শেষ দিকে থ্রিজি চালু করার পর এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ১০ হাজার বেস স্টেশনের মধ্যে ৫ হাজার ৮৩১টি স্টেশনকে থ্রিজিতে রূপান্তর করা হয়েছে। বেতার তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে তারহীন উপায়ে যোগাযোগ ব্যবস্থাই বেস স্টেশন। নেটওয়ার্ক সম্প্রসারণের ওপর জোর দিয়ে গ্রামীণফোনের সিইও বলেন, ২০১৫ সালে ৩ হাজার ৪০১টি বেস স্টেশন থ্রিজি সেবাদানের উপযোগী করে তোলা হয়েছে। বছরশেষে সারাদেশে গ্রামীণফোন ৫ হাজার ৮৩১টি বেস স্টেশনের মাধ্যমে থ্রিজি সেবা দিচ্ছে। এ বছরের প্রথম প্রামিত্মকে আরও ১ হাজার ৭০০ বেস স্টেশনকে থ্রিজিতে রূপান্তর করা হবে। জিপির ১০ হাজার বেস স্টেশন দেশের মোবাইল শিল্পে স্থাপিত মোট বেস স্টেশনের ৬০ শতাংশ
হুয়াওয়ের ১০ কোটি স্মার্টফোন বিক্রি!
২০১৫ সালে ১০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতার জায়গা দখল করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। হুয়াওয়ে কর্তৃপক্ষের দাবি- এ বছর ১০ কোটি ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রি করে বিশ্বে স্যামসাং ও অ্যাপলের পরের স্থানটি নিয়েছে তারা। বিশ্বব্যাপী স্মার্টফোনের ক্ষেত্রে ৯ শতাংশ ও চীনের ১৫ শতাংশ বাজার এই প্রতিষ্ঠানটির দখলে।
হুয়াওয়ের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, চীনের বাজারে বৃহত্তম মোবাইল ব্র্যান্ড হিসেবে উঠে আসার পাশাপাশি এ বছর বিশ্ববাজারে ৩৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে প্রতিষ্ঠানটির। হুয়াওয়ের সবচেয়ে বিক্রি হওয়া উল্লেখযোগ্য স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে পি ৮, পি ৭, মেট ৭, মেট এস, নেক্সাস ৬ পি, মেট ৮ প্রভৃতি
পিসি তৈরিতে একজোট তোশিবা ফুজিৎসু ও ভায়ো
জাপানের তিনটি ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা, ফুজিৎসু ও ভায়ো তাদের পিসি ইউনিটগুলোকে একসাথে করে একটি যৌথ প্রতিষ্ঠান গড়ে তোলার চুক্তি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ একটি চুক্তি করবে প্রতিষ্ঠানগুলো। এপ্রিল মাস থেকে যৌথ উদ্যোগে নতুন প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হবে। তিনটি প্রতিষ্ঠান ৩০ শতাংশ করে এতে বিনিয়োগ করবে। এর মধ্যে ভায়োর জন্য এটি হবে টিকে থাকার প্রচেষ্টা আর তোশিবা ও ফুজিৎসুর জন্য এটি হবে বিনিয়োগ
তরুণদের স্বপ্নপূরণ করবে হাইটেক পার্ক : জুনাইদ
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে হাইটেক পার্ক প্রকল্প হাতে নেয়া হয়েছে। যশোর হাইটেক সফটওয়্যার পার্ক হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তরুণ-তরুণীর স্বপ্নপূরণের গন্তব্য। যশোরে সম্প্রতি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্কিল ডেভেলপমেন্ট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ বলেন, সফটওয়্যার রফতানিতে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী তিন বছরে আয় হবে ৩০০ কোটি ডলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি প্রকল্প এখন স্বপ্ন নয়, বাস্তব। যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, যশোর-২ আসনের সাংসদ মনিরুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগমসহ অনেকে
বড় আকারে কমপিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ উদযাপনের ঘোষণা
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দক্ষ তথ্যপ্রযুক্তিবিদের চাহিদা বেড়ে যাচ্ছে। আর সেজন্য কমপিউটার বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর প্রয়োজন এবং দরকার নানামুখী আয়োজনের। বিশ্বের ১৮০টি দেশের মতো বাংলাদেশে আয়োজিত ‘কমপিউটার বিজ্ঞান শিক্ষা সপ্তাহ ২০১৫’-এর সমাপনী অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি তার বক্তব্যে সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতেও অগ্রসর শক্তি হিসেবে চিহ্নিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত মাসিক কিশোর আলোর সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হক শিশু-কিশোরদের ছোটবেলা থেকে কমপিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী হতে আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, বিডিওএসএনের সহসভাপতি লাফিফা জামাল, সাধারণ সম্পাদক মুনির হাসান প্রমুখ
ড্যাফোডিল বাজারে এনেছে ডিজিটাল পোডিয়াম
ড্যাফোডিল কমপিউটার্স লিমিটেড বাজারে এনেছে আধুনিক প্রযুক্তিসম্বলিত ডিজিটাল পোডিয়াম। এতে রয়েছে একটি কোরআই৩ কমপিউটার, একটি ১৯ ইঞ্চির টাচ ইন্টারেকটিভ মনিটর এবং ৭ ইঞ্চির টাচ কন্টোল প্যানেল, ওয়্যারলেস হ্যান্ড এবং কলার মাইক্রোফোন, গোসনেক মাইক্রোফোন, এমপ্লিফায়ার ইত্যাদি। এই ডিজিটাল পোডিয়ামের কন্ট্রোল প্যানেল হতে ক্লাস রুম, মিটিং রুম কিংবা কনফারেন্স রুমের সাউন্ড সিস্টেম প্রজেক্টর, প্রজেক্টর স্ক্রিন এডিশনাল ল্যাপটপ ভিডিও লাইজার, ইন্টারেকটিভ হোয়াইট বোর্ড স্মার্টবোর্ড নিয়ন্ত্রণ করা যায়। যোগাযোগ : ০১৭১৩৪৯৩১৬৮
লন্ডনে ই-কমার্স মেলা উপলÿÿ ফটোগ্রাফি ও বিজনেস আইডিয়া কমপিটিশনের অ্যাওয়ার্ড প্রদান
‘ডিজিটাল বাংলাদেশ : এ ল্যান্ড অব অপরচুনিটিজ’ সেস্নাগানকে সামনে রেখে ১৩ ও ১৪ নভেম্বর লন্ডনের ই১ ৪টিটি, ৬৯-৮৯ মাইল অ্যান্ড রোডের ‘দ্য ওয়াটারলিলি’তে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ইউকে-বাংলাদেশ ই-কমার্স ফেয়ার ২০১৫। মেলা উপলÿÿ আয়োজন করা হয়েছিল ফটোগ্রাফি ও ই-কমার্স বিজনেস আইডিয়া প্রতিযোগিতা। গত ৩১ ডিসেম্বর ২০১৫ ঢাকায় জতীয় মহিলা সংস্থার মিলনায়তনে উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ই-কমার্স বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগী দল ডার্ক হর্স ২৩ প্রথম স্থান লাভ করে। তাদের আইডিয়ার টাইটেল ছিল দ্য ইউ বক্স। দ্বিতীয় স্থান লাভ করে সিরিয়াল কিলার দল। তাদের আইডিয়ার টাইটেল ছিল ডিসকভার বাংলাদেশ এবং তৃতীয় স্থান লাভ করেছে করপোরেট উইনারস। তাদের আইডিয়ার টাইটেল ছিল জ্যাম ফ্রি বাংলাদেশ। এছাড়া ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হলেন রাহাত মাহফুজ, দ্বিতীয় বিজয়ী হলেন মীর মইনুল এবং তৃতীয় বিজয়ী হলেন জিয়াউল হক। উল্লেখ্য, ফটোগ্রাফি প্রতিযোগিতায় শাহরিয়ার সাইফ খান, আবদুলস্নাহ আল হোসেন, সায়েন ইল কবীর, মো: সায়েম, ফামিদা হোসেন, নাফিউল হাসান নাসিম ও জাভেদ মিয়াঁদাদকে সার্টিফিকেট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমপিউটার জগৎ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবদুল ওয়াহেদ তমাল, ই-ক্যাবের উপদেষ্টা মোস্তাফা জববার ও জাতীয় মহিলা সংস্থার পরিচালক অ্যাডভোকেট মমতাজ বেগম। এছাড়া ই-কমার্স মেলা ২০১৫-এর মেলা-সমন্বয়কারী মোহাম্মদ এহতেশাম উদ্দিন মাসুম ও সিসিও মরিয়ম সুলতানা উপস্থিত ছিলেন
বিসিসির অনলাইন আউটসোর্সিংয়ের সনদপত্র বিতরণ
গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইনের ওপর অনলাইন আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণের কৃতী শিক্ষার্থীদের সনদপত্র দিয়েছে বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)। সম্প্রতি বিসিসির মিলনায়তনে চার মাসব্যাপী প্রশিক্ষণ শেষে ৪০ শিক্ষার্থীকে পাইলটভিত্তিক এ সনদপত্র দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান ছিলেন বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিসিসির সচিব মো: মিজানুর রহমান, বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) মোহম্মদ এনামুল কবির, ক্রিয়েটিভ আইটির চেয়ারম্যান মো: মনির হোসেন, লুমেক্সটেকের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলামসহ বিসিসির অন্যান্য কর্মকর্তা। প্রধান অতিথি এসএম আশরাফুল ইসলাম এমন একটি সময়োপযোগী উদ্যোগে স্বতঃস্ফুর্তভাবে এগিয়ে এসে সার্থকভাবে সম্পন্ন করার জন্য ক্রিয়েটিভ আইটি এবং লুমেক্সটেকের প্রশিক্ষক দলকে ধন্যবাদ জানান। আগামীতে এসব উদ্যোগের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে আহবান জানান
নেসলের পণ্য মিলবে প্রিয়শপ ডটকমে
নেসলে বাংলাদেশের পণ্য গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেবে প্রিয়শপ ডটকম। সম্প্রতি নেসলে বাংলাদেশের প্রধান কার্যালয়ে নেসলের অফিসিয়াল ই-কমার্স পার্টনার হিসেবে প্রিয়শপ ডটকমের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেসলের হেড অ্যাকাউন্টস ম্যানেজার ইস্তাফিজ রহমান, সিনিয়র অফিসার রিফাকাত রাশীদ এবং প্রিয়শপ ডটকমের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ইনচার্জ রোমেল ডি রোজারিও এবং মনোয়ার হোসেন এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট। ফলে এখন থেকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহকেরা প্রিয়শপ ডটকমের ওয়েবসাইট হতে সরাসরি নেসলে বাংলাদেশের যেকোনো পণ্য কিনতে পারবেন। ভিজিট করুন priyoshop.com/nestle.aspx
সোনালী ব্যাংকের ৫০২ শাখায় চালু হচ্ছে এসএমএস ব্যাংকিং
কোর ব্যাংকিংয়ের আওতাভুক্ত সোনালী ব্যাংকের ৫০২টি শাখায় এসএমএস ব্যাংকিং সার্ভিস বাস্তবায়ন উপলÿÿ সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সোনালী ব্যাংক লিমিটেডের শীর্ষ নির্বাহীবৃন্দ এবং এসএসএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন করেন ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল হক। এসএমএস ব্যাংকিংয়ের সুবিধা ও সোনালী ব্যাংকের অটোমেশনে এসএমএস ব্যাংকিংয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক দিদার মো: আবদুর রব। অনুষ্ঠানে কোর ব্যাংকিংয়ের আওতায় ব্যাংকে এসএমএস সার্ভিস চালুর বিষয়ে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত বক্তব্য দেন। অনুষ্ঠানে এসএসএলের পÿÿ বক্তব্য রাখেন এসএসএলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম এবং মহাব্যবস্থাপক আশীষ চক্রবর্তী। এসএমএস ব্যাংকিংয়ের মাধ্যমে সিবিএসের আওতাভুক্ত সোনালী ব্যাংকের ৩২ হাজার গ্রাহক এসএমএস ব্যাংকিং সুবিধা পেয়ে আসছেন এবং এই সংখ্যা দ্রুত বাড়বে মর্মে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন
জাপানে বাংলাদেশি কোম্পানির ব্যবসায় সম্প্রসারণে সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশি আইটি কোম্পানিগুলোর জন্য জাপানের বৃহৎ তথ্যপ্রযুক্তি বাজার একটি সম্ভাবনাময় জায়গা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ও ÿÿত্রগুলো চিহ্নিত করতে রাজধানীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আগারগাঁওয়ের বিসিসি সভাকÿÿ এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিসিসি নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও বেসিসের নির্বাহী পরিচালক সামী আহমেদের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল। এছাড়া আলোচনা করেন বেসিসের সাবেক সভাপতি ও ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, টোকিও ইউনিভার্সিটির অ্যাডজাক্ট অ্যাসিস্ট্যান্ট ও আইডিই-জেট্রোর পিএইচডি রিসার্স ফেলো প্রফেসর আবু পারভেজ সঞ্চয়, কয়েড কোং লিমিটেডের প্রেসিডেন্ট সাটোরু কয়েড, বিসিসির পরিচালক এনামুল কবির, কুশু ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ও গ্রামীণ কমিউনিকেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর ড. আসির আহমেদ, ডিজেআইটির ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি, ঊষা ইন্টারন্যাশনাল কোং লিমিটেডের পরিচালক অঞ্জন দাস, অ্যাটম এপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিওও একেএম আহমেদুল ইসলাম, এন-ওয়েভ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান আলী শাওন, এইচআরএস জাপানের হেড অব প্রোডাক্ট অ্যান্ড আইটি ইয়াসমিন নিলুফা, বিজেআইটি লিমিটেডের পরিচালক ও সিওও মেহেদী মাসুদ, ডেসটিনি ইনকর্পোরেটেডের সিওও রেজওয়ানুর কবির রাজিন, নিউভিশন সলিউশন লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক ও জেবিসিসিআইয়ের পরিচালক তারেক রাফি ভুঁইয়া এবং ইনফোক্রাট সলিউশন লিমিটেডের প্রধান নির্বাহী জাকারিয়া মানিক
লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল বাজারে
মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশের বাজারে খুচরা পর্যায়ে লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল মোবাইল হ্যান্ডসেট বিপণনের ঘোষণা দিয়েছে। লুমিয়া পোর্টফলিওর এই দুটি নতুন হ্যান্ডসেট উইন্ডোজ টেনসমৃদ্ধ। ফলে হ্যান্ডসেট দুটির ব্যবহারকারীরা তাদের অতিপরিচিত উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ধারাবাহিকতায় দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন। হ্যান্ডসেট দুটিতে লুমিয়ার জন্য হ্যালো বেটা এবং ফোনের জন্য কন্টিনিয়ামসহ কিছু উদ্ভাবনী বৈশিষ্ট্য রয়েছে। এই দুটি হ্যান্ডসেটে চমকপ্রদ এইচডি ডিসপ্লে, ২০ মেগাপিক্সেল সেন্সরের নতুন পিউরভিউ ক্যামেরা এবং ট্রিপল ন্যাচারাল এলইডি ফ্ল্যাশ রয়েছে, যা দিয়ে ফোর-কে ভিডিও করা যায়। সেই সাথে আছে সর্বাধুনিক প্রসেসিং পাওয়ার। লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএল হলো মাইক্রোসফটের সেরা উদ্ভাবন। হ্যান্ডসেট দুটির দাম ৫৬,০০০ ও ৬৪,০০০ টাকা
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় সেরা খুবি
ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর গ্রান্ড ফিনালে ‘রিকশা রেসিং’ গেম বানিয়েই বাজিমাত করল খুলনা বিশ্ববিদ্যালয়ের আসগার্ডিয়ান দল। তারা জিতে নিয়েছে ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৫-এর প্রথম পুরস্কার ১০ লাখ টাকা। বিজয়ী দলের সদস্যরা হলেন ফেরদৌস বিন আলী, রিয়াদ জোনায়েদ, অনিরুদ্ধ পৃথুল ও পরিচয় ম-ল। রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সম্প্রতি অ্যাপস প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত পর্বে ১৬টি নির্বাচিত অ্যাপের মধ্যে ১০টি অ্যাপ পেয়েছে পুরস্কার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তিনি বলেন, ‘নতুন কিছু তৈরি করতে হবে, যা দিয়ে সারাবিশ্বকে তাক লাগিয়ে দেয়া যায়। তরুণেরাই বাংলাদেশকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে। তাদের সুবিধার জন্য অনলাইনে অর্থ লেনদেনের বিভিন্ন বিষয় সহজ হয়েছে। বিষয়টি আরও সহজ করতে তরুণদের সহযোগিতা চাই।’
বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘আমরা আইসিটি ডিভিশন ইএটিএলের সাথে অ্যাপ নিয়ে কাজ করছি। যাতে ভালো কিছু সারাবিশ্বেও দুয়ারে পৌঁছে দিতে পারি। আমাদের দেশে মোবাইল ফোন থেকেই বেশি ইন্টারনেট ব্যবহার করা হয়। মোবাইল অ্যাপের মাধ্যমে সব ধরনের সেবা নিশ্চিত করতে অ্যাপ তৈরির উদ্যোগে তরুণদের সব ধরনের সহায়তা করা হবে।’
অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএ মুবিন খান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বক্তৃতা করেন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন। প্রধান বিচারক ছিলেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ
রামপালে জ্ঞানমেলার নবম আসর অনুষ্ঠিত
গ্রামের দাবি ব্রডব্র্যান্ড এই সেস্নাগানকে সামনে রেখে সম্প্রতি বাগেরহাটের রামপাল উপজেলায় অনুষ্ঠিত হয় জ্ঞানমেলার নবম আসর। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ তালুকদার আবদুল খালেক। এতে সভাপতিত্ব করেন রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ বজলুর রাহমান। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, সমাজসেবক শ্যামল সিংহ রায়, প্রভাষক গোলাম ইয়াছিন, নবম জ্ঞানমেলা উদযাপন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা শেখ জলিল, আমাদের গ্রাম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. তাহমিনা ফেরদৌসি, আমাদেও গ্রাম আইটি স্কুলের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ। ২০০৪ থেকে রামপালের শ্রীফলতলায় ঐতিহ্যবাহী এই জ্ঞানমেলা অনুষ্ঠিত হয়ে আসছে
এলিফ্যান্ট রোডে ডিজিটাল আইসিটি ফেয়ার শুরু ২০ জানুয়ারি
আগামী ২০ থেকে ২৫ জানুয়ারি দেশের বৃহত্তম কমপিউটার মার্কেট এলিফ্যান্ট রোডের কমপিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৭ম ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬’ শীর্ষক তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা। কমপিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতি আয়োজিত এবারের মেলায় সাড়ে ৬ শতাধিক প্রতিষ্ঠান সবশেষ প্রযুক্তির কমপিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরাসহ তথ্যপ্রযুক্তির নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। বাড়তি আয়োজনের পাশাপাশি থাকবে বিশেষ ছাড় ও উপহারের ছড়াছড়ি।
মেলা উপলক্ষে কমপিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, প্রতিবারের চেয়ে এবার আরও বড় পরিসরে ও জাঁকজমকভাবে মেলা আয়োজন করা হচ্ছে। সাধারণ প্রদর্শনীর পাশাপাশি থাকছে ক্যামেরা ও সিসি ক্যামেরা জোন, সায়েন্স ফেয়ার, রোবটিক্স ফেয়ার ও রক্তদান কর্মসূচি। বিনোদনের জন্য থাকছে গেমিং জোন, মুভি জোন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেলফি প্রতিযোগিতা, শীতকালীন পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। মেলা চলাকালীন সময়ে প্রবেশ টিকেটের ওপর র্যা ফেল ড্র অনুষ্ঠিত হবে। রয়েছে অভাবনীয় মূল্যছাড় ও উপহার
ড্যাফোডিল কমপিউটার্সের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সভা ২৩ ডিসেম্বর ডিআইইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ড্যাফোডিল কমপিউটার্স লিমিটেডের চেয়ারম্যান মিসেস সাহানা খানের সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক মো: সবুর খান প্রতিষ্ঠানের ২০১৪-১৫ সালের বার্ষিক প্রতিবেদন এবং আলোচ্যসূচি উপস্থাপন করেন। সভায় ড্যাফোডিল কমপিউটার্স লিমিটেডের পরিচালকবৃন্দ ও কোম্পানি সেক্রেটারিসহ অসংখ্য শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় শেয়ারহোল্ডাররা ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, অথরাইজড ক্যাপিটাল ৫০ কোটি থেকে ২০০ কোটি টাকা বাড়ানোসহ ২০১৪-১৫ অর্থবছরের হিসাব অনুমোদন করেন এবং আগামী অর্থবছরে আরও ভালো করার আশা ব্যক্ত করে সভা সমাপ্ত ঘোষণা করেন
বিশে^র বিপিও কাজের পরবর্তী গন্তব্য হবে বাংলাদেশ
বিশে^র বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) কাজের পরবর্তী গন্তব্য হবে বাংলাদেশ। ‘বিপিও সামিট ২০১৫’ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এমন আশাবাদ ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ৯-১০ ডিসেম্বর সরকারের আইসিটি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বিপিও সামিট-২০১৫। সামিট চলাকালীন সময়ের কার্যক্রম সবার সামনে তুলে ধরতে আইসিটি বিভাগের সম্মেলন কÿÿ ২৩ ডিসেম্বর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। বাংলাদেশের বিপিও ব্যবসায়ের প্রবৃদ্ধি বছরে শতকরা ১০০ ভাগের বেশি, যার বর্তমান বাজারমূল্য ১৩০ মিলিয়ন ডলার। তিনি বলেন, আমাদের লক্ষ্য এই খাতে ১ বিলিয়ন ডলার আয়। বর্তমানে বাংলাদেশে মাত্র ২৫ হাজার লোক এই খাতে যুক্ত আছে। আমরা এই সংখ্যা শিগগিরই ১ লাখ দেখতে পারব বলে আশা করছি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাক্যর ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদ শরীফ, মহাসচিব তৌহিদ হোসেন প্রমুখ
বিসিএসের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ১৪ মার্চ
তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) ২০১৬-১৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও ৮টি শাখা কমিটির নির্বাচন আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে। বিসিএস নির্বাচন বোর্ড গতকাল ২০১৬-১৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি এবং শাখা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনী তফসিল অনুসারে প্রাথমিক ভোটার তালিকা ২৪ জানুয়ারি এবং চূড়ান্ত ভোটার তালিকা ৪ ফেব্রম্নয়ারি প্রকাশ করা হবে। উল্লেখ্য, সিলেট, রাজশাহী, কুমিলস্না, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, খুলনা এবং যশোরে বিসিএসের শাখা রয়েছে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে সেটকম কমপিউটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্বদেশ রঞ্জন সাহা এবং সদস্য হিসেবে দি কমপিউটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রববানী এবং মাসনুনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম দায়িত্ব পালন করছেন। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে সিপ্রোকো কমপিউটারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার এবং সদস্য হিসেবে আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বিডি) লিমিটেডের পরিচালক এস কবির আহমেদ এবং কমপিউটার ডিভাইস অ্যান্ড টেকনোলজির স্বত্বাধিকারী একেএম শামসুল হুদা দায়িত্ব পালন করছেন
বেসিসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে তথ্যপ্রযুক্তির দেশীয় বাজার উন্নয়নের প্রত্যাশা নিয়ে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে সভায় বেসিসের সদস্য কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ, পরিচালক সানি মো: আশরাফ খান, সামিরা জুবেরী হিমিকা, আরিফুল হাসান ও নির্বাহী পরিচালক সামি আহমেদ। এছাড়া বেসিসের সাবেক সভাপতি এ তৌহিদ, সারোয়ার আলম, রফিকুল ইসলাম রাউলি, হাবিবুলস্নাহ এন করিম, একেএম ফাহিম মাশরুর প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বেসিস মহাসচিব উত্তম কুমার পাল বেসিসের ২০১৫ সালের কর্মকা--র বিবরণী এবং কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়ীশ বিগত ২০১৪-১৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। পেশকৃত এসব প্রতিবেদনের ওপর সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আলোচনায় অংশ নেন ও গুরুত্বপূর্ণ মতামত দেন
মোড়ানো যাবে এলজির ১৮ ইঞ্চি ডিসপ্লে
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ১৮ ইঞ্চি নমনীয় ডিসপ্লে উন্মোচনের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিসপ্লেটি সংবাদপত্রের মতো মোড়ানো যাবে। ১৮ ইঞ্চি মোড়ানো ডিসপ্লেসহ ওএলইডি এবং এলইডি প্রযুক্তির এলজি ডিসপ্লে এবারের সিইএসে (কনজ্যুমার ইলেকট্রনিক শো) উপস্থাপন করবে এলজি। তবে সিইএসে নমনীয় ডিসপ্লে উপস্থাপন করার তালিকায় এলজিই প্রথম প্রতিষ্ঠান নয়
বিটিআরসির নতুন মহাপরিচালক ইকবাল-নাসিম
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দুইজন সেনা কর্মকর্তা। ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহম্মেদ এবং কর্নেল মো: নাসিম পারভেজ নিয়ন্ত্রক সংস্থার মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল ইকবালকে প্রেষণে বিটিআরসির মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কর্নেল নাসিমকেও প্রেষণে ওই পদে নিয়োগ দিতে গত সপ্তাহের শেষে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়।
বিটিআরসির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো: ওয়াহিদ-উজ-জামানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে ওই পদে কর্নেল নাসিম পারভেজকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রসঙ্গত, একজন চেয়ারম্যান ছাড়াও মহাপরিচালক হিসেবে ৬ কর্মকর্তা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে দায়িত্ব পালন করেন
২০ কোটির মাইলফলক ছুঁয়েছে উইন্ডোজ ১০
২০ কোটিরও বেশি যন্ত্রে এখন মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার হচ্ছে। প্রায় ছয় মাস আগে এই সফটওয়্যারটি উন্মুক্ত করে মাইক্রোসফট। ২০১৫ সালের ২৯ জুলাই উন্মুক্ত হওয়ার পর প্রথম চার সপ্তাহে উইন্ডোজ ১০ ইনস্টল করা হয়েছিল সাড়ে সাত কোটি পিসিতে, যা ১০ সপ্তাহ শেষে ১১ কোটি ছাড়ায়। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মাইক্রোসফট এই সংখ্যা ১০০ কোটি ছোঁয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ দাবি করেছে, সম্প্রতি উইন্ডোজ ১০-এর ব্যবহার বেড়েছে। গ্রাহকেরা উইন্ডোজ ১০ চালিত পিসিতে বেশি সময় কাটাচ্ছেন। শুধু গত মাসেই উইন্ডোজ ১০ চালিত পিসিতে ১১ হাজার ঘণ্টারও বেশি সময় কাটিয়েছেন গ্রাহকেরা। বর্তমানে উইন্ডোজের সব সংস্করণ মিলিয়ে মাইক্রোসফটের দখলে বাজারের ৯১ দশমিক ৩২ শতাংশ। এরপরে ৭ দশমিক ০২ শতাংশ দখল রয়েছে ম্যাক ওএস এক্স ও ১.৬৬ শতাংশ লিনআক্সের
স্পার্ক পাওয়ার ইউপিএস
স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাজারে এনেছে স্পার্ক পাওয়ারের ইউপিএস। পিসিতে নিরবচ্ছিন্ন কাজের জন্য এবং পিসিকে সুরক্ষার জন্য ব্যবহার করুন স্পার্ক পাওয়ার ইউপিএস। ১২০০ভিএ এবং ৬৫০ভিএ ধারণক্ষমতার ইউপিএসে রয়েছে এক বছরের ওয়ারেন্টি। যোগাযোগ : ০১৮১১-৪২০৩০২
এনইসি প্রজেক্টর
স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাজারে নিয়ে এলো এনইসি ব্র্যান্ডের ভিই২৮১ এক্সজি মডেলের ডিএলপি (.৫৫ ইঞ্চি) প্রযুক্তির প্রজেক্টর। এতে রয়েছে ২৮০০ লুমেন্স, ৩০০০:১ কন্ট্রাস্ট রেশিও, রেজ্যুলেশন ১০২৪ বাই ৭৬৮ (এক্সজিএ), বাজারের সর্বোচ্চ ল্যাম্প লাইফ, বিল্টইন স্পিকার। ২.৩ কেজি ওজনের এই প্রজেক্টরে রয়েছে ইউএসবি, এইচডিএমএই, আরজিবি, অডিও-ভিডিও নেটওয়ার্ক পোর্ট ও এক বছরের ওয়ারেন্টি। যোগাযোগ : ০১৮১১-৪২০৩০২