• ভাষা:
  • English
  • বাংলা
হোম > কমপিউটার জগতের খবর
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৬ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
নিউজ
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কমপিউটার জগতের খবর

চীনে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী ৬২ কোটি!
মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী চীনের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক অর্থাৎ ৬২ কোটি মানুষ মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্যবহার করছে। চীনের ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (সিএনএনআইসি) বরাত দিয়ে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ২০১৫ সালের শেষ নাগাদ দেশটিতে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী ৬২ কোটি ছাড়িয়ে গেছে। দেশটির মোট ইন্টারনেট ব্যবহারকারী ৬৮ কোটি ৮০ লাখ। অর্থাৎ দেশটির মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৯০ দশমিক ১ শতাংশ মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার মূলে রয়েছে মোবাইল ফোনের ব্যবহার। ইন্টারনেটের ব্যবহার বাড়ার ফলে জনসেবা, জীবনযাত্রার মানোন্নয়ন ও ই-কমার্সে উন্নতি করছে দেশটি। চীনে বর্তমানে ৪১ কোটি ৩০ লাখ মানুষ অনলাইনে কেনাকাটা করে। গত বছর নতুন করে ৫ কোটি মানুষ অনলাইনে কেনাকাটার চেষ্টা করেছে। উল্লেখ্য, বাংলাদেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী ৫ কোটি ১৪ লাখ ৫৩ হাজার
ই-ক্যাব ও রেভারির মধ্যে চুক্তি সই
সম্প্রতি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রেভারির সাথে একটি চুক্তি সই হয়েছে। এ চুক্তির ফলে ই-ক্যাবের সদস্যরা ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন ও অন্যান্য সফটওয়্যার তৈরিতে রেভারির কাছ থেকে ১৫ শতাংশ ছাড় পাবেন। রাজধানীতে ই-ক্যাবের অফিসে বিশেষ ছাড় বিষয়ে চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, ই-সুফিয়ানার মির শাহেদ আলী, রেভারির নির্বাহী পরিচালক হুমায়ূন কবির ও মোহাম্মদ ফরহাদ ইফতেখার। রেভারির ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার বলেন, ই-কমার্স খাতকে এগিয়ে নিতে এ বিশেষ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। এর আগে ১২ শতাংশ ছাড় দিয়ে একটি অফার ঘোষণা করা হয়েছিল, যা এপ্রিল পর্যন্ত চলবে
ব্যাটারিতে ওয়ারেন্টি বাড়াল স্যামসাং
বাংলাদেশে প্রতিটি হ্যান্ডসেটের ব্যাটারির ওয়ারেন্টির মেয়াদ ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। প্রথমবারের মতো সব হ্যান্ডসেট ব্যাটারিতে এক বছরের ওয়ারেন্টি দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ছয় মাস পর্যন্ত ব্যাটারির ওয়ারেন্টি পেতেন গ্রাহকেরা।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, ‘গ্রাহকদের পছন্দনীয় হ্যান্ডসেটের সাথে সেরা অফার দিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এসেছে স্যামসাং হ্যান্ডসেটের ব্যাটারিতে এক বছরের ওয়ারেন্টি সুবিধা। গ্রাহক সেবাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার দায়িত্ববোধ থেকেই এই পদক্ষেপ নিয়েছি।’ ওয়ারেন্টি অফারটি দেশের অনুমোদিত স্যামসাং স্টোর থেকে কেনা প্রতিটি স্যামসাং হ্যান্ডসেটের জন্য প্রযোজ্য হবে
পরবর্তী প্রজন্মের লিথিয়াম ব্যাটারি
যুক্তরাষ্ট্রের শিকাগোর ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পরবর্তী প্রজন্মের লিথিয়াম ব্যাটারি উদ্ভাবন করেছেন, যা এখনকার লিথিয়াম ব্যাটারির তুলনায় পাঁচগুণ বেশি শক্তি সংরক্ষণ করে রাখতে পারে। নতুন এই ব্যাটারি বিস্ময়কর এক রাসায়নিক বিক্রিয়ায় পরিচালিত হয়, যা এ ধরনের ব্যাটারির বড় ধরনের অসুবিধার সমাধান দিতে পারে।
গবেষকেরা দাবি করেছেন, তারা নতুন প্রজন্মের ব্যাটারি তৈরিতে লিথিয়াম পারঅক্সাইডের পরিবর্তে লিথিয়াম সুপার অক্সাইড ব্যবহার করেছেন। লিথিয়াম সুপার অক্সাইড ব্যবহারে যে বিস্ময়কর রাসায়নিক বিক্রিয়া ঘটে তাতে লিথিয়াম ও অক্সিজেন তৈরি হয়। এতে ব্যাটারির কার্যক্ষমতা বাড়ে ও ব্যাটারি দীর্ঘদিন চলে। পরবর্তী প্রজন্মের লিথিয়াম ব্যাটারি উন্নয়নে আরও গবেষণা চালাবেন গবেষকেরা
মার্চে নতুন আইফোন
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল ছোট আকারের ও নতুন নকশার একটি আইফোন বাজারে ছাড়তে পারে। নতুন এই আইফোনটির নাম হবে আইফোন ৫ এসই। চার ইঞ্চির এই আইফোনটি বিশেষ সংস্করণ হিসেবে মার্চ মাসে বাজারে ছাড়া হতে পারে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইট টু ফাইভ ম্যাক। অ্যাপল তাদের সাম্প্রতিক মডেলের আইফোনগুলো তুলনামূলকভাবে বড় করেছে। তাই চার ইঞ্চির বা ছোট আকারের ফোনে ফিরে আসার কারণ, বাজারে এখনও ছোট আকারের ফোনের চাহিদা রয়েছে। কয়েক দশক ধরে বড় মাপের কমপিউটার থেকে ডেস্কটপ, ল্যাপটপ, মোবাইল ও আইপড ন্যানোতে গিয়ে ঠেকেছে। কিন্তু ভিডিওর এই যুগে আবার বড় মাপের স্ক্রিন ও একাধিক টাচ স্ক্রিন যন্ত্রের দিকে ঝুঁকছেন গ্রাহকেরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিক ডটকমের বিশেস্নষক রায়ান হুইটম্যান বলেন, ছোট পকেট ও ছোট হাতের কিছু মানুষকে অ্যাপলের নতুন আইফোন খুশি করবে। কিন্তু বড় আকারের ফোনের বিক্রি বেশি বলে এর বাজারও রমরমা থাকবে। পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের বাজারের কথা মাথায় রেখে আবার ছোট আকারের আইফোনে ফিরেছে অ্যাপল
পিসির বিক্রি কমছেই
বৈশ্বিকভাবে পিসি বাজারে আসার হার কমছেই। ২০১৪ সালের শেষ প্রামিত্মক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর- এই তিন মাসের তুলনায় ২০১৫ সালের শেষ প্রামিত্মকে বাজারে পিসি আসার হার ১০ দশমিক ৬ শতাংশ কমেছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মার্কিন এ প্রতিষ্ঠানটির দাবি, তারা যখন থেকে পিসি বাজারে ছাড়ার হিসাব রাখতে শুরু করেছে তার মধ্যে গত প্রামিত্মকে ওই হার সবচেয়ে বেশি কমেছে। দীর্ঘদিন ধরে পিসির ব্যবহার, মোবাইল ফোন ও ট্যাবের সাথে পিসির প্রতিযোগিতার কারণেই পিসির চাহিদা কমেছে। অপর বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, গত প্রামিত্মকে বাজারে পিসি আসার হার কমেছে ৮ দশমিক ৩ শতাংশ।
আইডিসির হিসাবে, গত বছরের শেষ প্রামিত্মকে সর্বমোট ৭ কোটি ১৯ লাখ ইউনিট পিসি বাজারে ছাড়া হয়েছে, যা একই বছরের আগের প্রামিত্মকের চেয়ে কিছুটা বেশি। ২০১৩ সালে পিসি বাজারের হার কমেছিল ৯ দশমিক ৮ শতাংশ। ২০১৫ সালের শেষ প্রামিত্মকে সে রেকর্ডও ভেঙে গেছে। বর্তমানে পিসির বাজারে ২১ দশমিক ৪ শতাংশ দখল নিয়ে শীর্ষে আছে লেনোভো, ১৯ দশমিক ৯ শতাংশ দখল নিয়ে দ্বিতীয় অবস্থানে এইচপি আর ১৪ দশমিক ১ শতাংশ দখল নিয়ে তৃতীয় অবস্থানে ডেল
এসএমএস ব্যাংকিং সেবা দিতে ফারমার্স ব্যাংক ও এসএসএলের চুক্তি
গ্রাহকদের এসএমএস ব্যাংকিং ও মোবাইল অ্যাপ্লিকেশন সেবা দিতে ফারমার্স ব্যাংকের সাথে মোবাইলভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেড তথা এসএসএল ওয়্যারলেস একটি চুক্তি করেছে। সম্প্রতি ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়। অনুষ্ঠানে ফারমার্স ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী চৌধুরী মোস্তাক আহমেদ ও এসএসএলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসএসএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ছয় বছরে এসএমএস ব্যাংকিং ও মোবাইল অ্যাপ্লিকেশন সেবা দিতে ৩০টি ব্যাংকের সাথে তারা চুক্তি করেছে। ফারমার্স ব্যাংকের সাথে চুক্তির ফলে গ্রাহকেরা মোবাইল ফোনে ব্যাংক অ্যাকাউন্ট ও লেনদেনের তথ্য জানতে পারবেন
শব্দের গতিতে যাতায়াত!
একটা পুরো প্রজন্ম যোগাযোগের নতুন কোনো মাধ্যম দেখবে না, তা যেন ব্রোগান ব্যামব্রোগান মানতেই পারছেন না। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা শুধু পরিবহন ব্যবস্থার উন্নয়ন দেখেছি। নতুন কোনো মাধ্যম আবিষ্কার হতে দেখিনি। ব্রোগান হাইপারলুপের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও)। প্রায় বায়ুশূন্য টিউবের মধ্য দিয়ে দ্রুতগতির পরিবহন প্রযুক্তির নাম হাইপারলুপ। অনেকটা বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো। মানুষ এই টিউবগুলোর মধ্যে রাখা ক্যাপসুল আকৃতির বাহনে গিয়ে বসবে। মালামালও যাবে এতে। প্রায় শব্দের কাছাকাছি গতিতে ক্যাপসুলগুলো টিউবের হালকা বাতাসের চাপের মধ্য দিয়ে এক শহর থেকে অন্য শহরে ভেসে যাবে। হাইপারলুপে প্রায় বায়ুশূন্য টিউব এবং তার ভেতরে এমন চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করতে হবে, যার মাধ্যমে প্রতি ঘণ্টায় প্রায় ৭৫০ মাইল গতিতে ক্যাপসুলগুলো চলবে। এদিকে মানুষ যেন অসুস্থ হয়ে না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বায়ুরোধী হওয়ায় পানিতেও চলবে হাইপারলুপ
দাতব্য কাজে অর্থ দিচ্ছেন ফেসবুকের সিওও
ফেসবুকের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ তার সম্পদ দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দিয়েছেন। মোট ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার দাতব্য কাজে ব্যয় করার পরিকল্পনা করেছেন তিনি। গত বছরের ডিসেম্বরে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান তাদের মোট সম্পদের ৯৯ শতাংশ দাতব্য কাজে ব্যয় করার ঘোষণা দেন। বার্তা সংস্থা আইএএনএসের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যানুযায়ী শেরিলের ২ লাখ ৯০ হাজার শেয়ার বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান যাবে। এই শেয়ারের দাম ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এই অর্থের বেশিরভাগ ব্যয় হবে নারীর ক্ষমতায়নে কাজ করছে এমন দাতব্য প্রতিষ্ঠান ও শেরিলের লিন ইন নামের একটি দাতব্য প্রতিষ্ঠানে। এছাড়া শিক্ষা নিয়ে কাজ করছে এমন বেসরকারি সংস্থা ও দারিদ্র্য বিমোচন সংস্থাকে অর্থ সাহায্য করবেন শেরিল
গেমস ডেভেলপমেন্ট নিয়ে কর্মশালা
বর্তমানে বিশ্বব্যাপী গেমের বাজার ১১০ বিলিয়ন ডলারেরও বেশি। বিশাল এই বাজারে প্রবেশের জন্য কয়েক বছর ধরে বাংলাদেশি কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সাড়া জাগানো বেশ কিছু গেম তৈরি করেছে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশি ডেভেলপারদের তৈরি এসব গেম কয়েক মিলিয়ন ডাউনলোডের রেকর্ডও রয়েছে। সম্ভাবনাময় এই বাজারে বাংলাদেশের ভবিষ্যৎ ও করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত বিশেষ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
সম্প্রতি বেসিস অডিটোরিয়ামে ‘গেমস ডেভেলপমেন্ট : অপরচুনিটি ফর ফিউচার বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালার সহযোগিতায় ছিল বেসিসের মোবাইল অ্যাপস, গেমস অ্যান্ড ভাস সম্পর্কিত স্থায়ী কমিটি ও মোবাইল মানডে। কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন ম্যাসিভস্টার স্টুডিও লিমিটেডের প্রধান নির্বাহী এসএম মাহাবুব আলম, ট্যাপস্টার ইন্টারেক্টিভ সফটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী একেএম মাসুদ ও স্কাই ট্যাপারের টেকনিক্যাল প্রধান শফিউর রহমান। কর্মশালায় বক্তারা বলেন, গেম ও গেম অ্যাপ তৈরিতে বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে। এ খাতের উন্নয়নের মাধ্যমে আমাদের জনবল ও বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হবে। শিক্ষার্থীরাও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় এই খাতে ক্যারিয়ার গড়তে পারবে
অনলাইন কোর্স করে ফ্রিল্যান্সার হওয়ার সুযোগ
দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে গতানুগতিক ক্লাসরুমের বাইরে শিক্ষার্থীদের সুবিধার্থে সম্প্রতি অনলাইনে ক্লাস ও ভিডিও কোর্স চালু করেছে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডারসট্রাস্ট। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে প্রায় দুই বছর ধরে কাজ করছে কোডারসট্রাস্ট। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ৫০০ ফ্রিল্যান্সার তৈরি করেছে। কোডারসট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চাইলেই এখনও যেকেউ বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে কোডারসট্রাস্টের অনলাইন কোর্সগুলো করে নিতে পারেন। প্রতিষ্ঠানটির ভার্চুয়াল ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে, অনলাইনে ক্লাস করলেও শিক্ষার্থীরা ক্লাসরুমের মতোই মজা পাবেন এখানে। কোডারসট্রাস্টের প্রতিষ্ঠাতা ফার্দিনান্দ বলেন, ফ্রিল্যান্সারদের যেহেতু অনলাইনে কাজ করতে হয়। তাই তারা যদি তাদের প্রশিক্ষণটাও অনলাইনে নিয়ে থাকেন, তবে সেটি হবে তাদের জন্য অনেক লাভজনক। অনলাইনে প্রশিক্ষণ নেয়ার সময়ই তারা তাদের কাজের ধরনটা বুঝতে পারবেন এবং এটি তাদের দক্ষ ফ্রিল্যান্সার হতে সাহায্য করবে। বিস্তারিত জানার লিঙ্ক (www.coderstrust.com)
দেশে গিয়ার ভিআর
বাংলাদেশের বাজারে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্য গিয়ার ভিআর উন্মুক্ত করল প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হওয়া ‘স্মার্টফোন এবং ট্যাব এক্সপো-২০১৬’-তে প্রথমবারের মতো স্যামসাং গিয়ার ভিআর হেডসেট দেখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও টেস্ট দলের অধিনায়ক ক্রিকেটার মুশফিকুর রহিম। মুশফিক স্যামসাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। গিয়ার ব্র্যান্ডের এই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং লি বলেন, এবারের মেলায় আমরা নতুন একটি পণ্য নিয়ে এসেছি। ভার্চুয়াল রিয়েলিটির এই লাইফস্টাইল পণ্যের নাম গিয়ার ভিআর। বাংলাদেশের ক্রেতাদের জন্য এটি একটি অসাধারণ অভিজ্ঞতা হবে বলে আমার বিশ্বাস। মুশফিকুর রহিম বলেন, আমি সরাসরি প্র্যাকটিস থেকে এসেছি। মেলায় এসেছিলাম স্যামসাংয়ের গিয়ার ভিআর পরখ করে দেখতে। এটি দেখে আমি আর পলক ভাই (আইসিটি প্রতিমন্ত্রী) দুজনেই মুগ্ধ।
স্যামসাং কর্তৃপক্ষ বলছে, যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য বিশেষ উপযোগী এই ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)। এর মধ্য দিয়ে কৃত্রিম জগৎ সহজেই উপভোগ করা যায়
ই-ক্যাবের নতুন কমিটি
১৬ জানুয়ারি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যকরী পরিষদের প্রথম নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির নয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি রাজিব আহমেদ, সহসভাপতি রেজওয়ানুল হক, সাধারণ সম্পাদক মো: আবদুল ওয়াহেদ তমাল, যুগ্ম সাধারণ সম্পাদক সেজান সামস, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক এবং কার্যনির্বাহী পরিচালক মো: আরিফুল হাই, মো: আফজাল হোসেন, তানভীর আহমেদ ও নাসিমা আক্তার। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা জববার এবং সদস্য সাফকাত হায়দার ও মোহাম্মদ ইকবাল জামাল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন
সিএমএমআই ৫ সনদ পেয়েছে ডেটাসফট
সফটওয়্যার প্রতিষ্ঠান হিসেবে ক্যাপাবিলিটি ম্যাচিউরিটি মডেল ইন্টিগ্রেশন (সিএমএমআই) ৫ সনদ পেয়েছে বাংলাদেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশি সফটওয়্যার প্রতিষ্ঠান হিসেবে প্রথম এ সনদ পেল ডেটাসফট। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে দক্ষতা এবং অন্যান্য বিষয় বিবেচনায় রেখে এ সনদ দেয়া হয়। বর্তমানে বাংলাদেশে প্রায় ১১টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিএমএমআই ৩ সনদ পেয়েছে। ২০০৯ সালে সিএমএমআই ৩ সনদ পেয়েছিল ডেটাসফট
ই-সেবা বাস্তবায়নে কাজ করবে আইসিটি বিভাগ ও এটুআই
অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পে তৈরি ই-ফাইল ও বিভিন্ন ই-সেবা যথাযথভাবে বাস্তবায়নে একসাথে কাজ করবে এটুআই এবং আইসিটি বিভাগ। এ বিষয়ে সম্প্রতি এক চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেন আইসিটি অধিদফতরের মহাপরিচালক জসিম উদ্দীন আহমেদ এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। চুক্তি অনুযায়ী ই-সেবা বাস্তবায়নের বিষয়ে প্রচার এবং সচেতনতা তৈরি, বিভিন্ন প্রশিক্ষণের চাহিদা নিরূপণ, প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা, কারিগরি সহায়তা এবং সিস্টেম ব্যবহারকারীদের প্রশিক্ষণ দেয়া হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদারসহ অনেকে উপস্থিত ছিলেন
বাংলাদেশে উইকিপিডিয়ার ১৫ বছর পূর্তি উদযাপন
আনুষ্ঠানিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও পালিত হয়েছে উইকিপিডিয়ার ১৫ বছর পূর্তি। ২০০১ সালের ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু থেকে এখন পর্যন্ত ২৯১টি ভাষায় উইকিপিডিয়া (www.wikipedia.org) রয়েছে। সম্প্রতি ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্মাতা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, উইকিপিডিয়া আসলে তথ্য পাওয়ার জন্য সেরা এক মাধ্যম। এ কাজটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ভিত্তিতে হচ্ছে, যার কারণেই নানা ভাষায় তথ্য যোগ হচ্ছে নিয়মিত।
অনুষ্ঠানে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী সদস্য মুনির হাসান, আলী হায়দার খান, শাবাব মুস্তাফা, মাসুম আল হাসান এবং বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাহিদ সুলতান, তানভির মোর্শেদ, মহীন রিয়াদ, নুরুন্নবী চৌধুরীসহ বিভিন্ন জেলা থেকে আসা সক্রিয় উইকিপিডিয়া সম্পাদকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উইকিপিডিয়ার ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মাসব্যাপী নতুন নিবন্ধ তৈরি প্রতিযোগিতার বিজয়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসএম মনিরের হাতে পুরস্কার তুলে দেয়া হয়
ভার্চুয়াল রিয়েলিটি বিভাগ খুলছে গুগল
২০১৬ সালে প্রযুক্তি দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় হলো ভার্চুয়াল রিয়েলিটি সার্চ ইঞ্জিন গুগল এবার ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্রযুক্তিতে নিজেদের অবস্থান তৈরির ব্যাপারে কাজ শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে গুগল ভিআর বিভাগকে আলাদা করেছে, যার প্রধান হিসেবে ক্লে বেভরকে দায়িত্ব দেয়া হয়েছে। গত বছর সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক এবং মাইক্রোসফট ভিআর প্রযুক্তিপণ্য তৈরির বিষয়ে ঘোষণা দিয়েছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে গুগলের নাম।
এ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ক্লে বেভর এর আগে গুগলের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সফলতার সাথেই জি-মেইল, গুগল ড্রাইভ এবং গুগল ডকস প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া গুগলের চালু না হওয়া আরেকটি পণ্য গুগল কার্ডবোর্ডের দায়িত্বেও আছেন বেভর। তাই গুগল কর্তৃপক্ষ ক্লে বেভরের হাতেই দিয়েছেন ভিআর প্রকল্পের দায়িত্ব। চলতি বছরের মধ্যেই প্রকল্পটি চালুর বিষয়ে কাজ করছে ক্লে বেভরের দল- এমনটাই জানা গেছে
সফলতা ধরে রাখতে চায় আইসিটি বিভাগ
দুই বছর পার করল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। দুই বছর পূর্তিতে নিজেদের নানা সফলতার কথা তুলে ধরতে সম্প্রতি রাজধানীতে ‘এগিয়ে যাওয়ার দুই বছর’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা ২০১৬ সালে অনেক কাজ হাতে নিয়েছি। আমাদের অর্জন ও সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে জানানো হয়, গত দুই বছরে বাংলা গভনেট প্রকল্পের আওতায় ৫৮টি মন্ত্রণালয়, ২২৭টি অধিদফতর, ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয় ও ৬৪টি নির্বাচিত উপজেলা নির্বাহী প্রশাসকের কার্যালয় একই নেটওয়ার্কের আওতায় নেয়া হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়েছে। যশোর ও রাজশাহীতেও এমন উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে বলা হয়, বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে প্রশিক্ষণ পেয়েছেন ৩৪ হাজার জন। সরকারের জন্য ৬০০ মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। বিগত দুই অর্থবছরে আইসিটি বিভাগ থেকে উদ্ভাবনীমূলক কাজের জন্য ৩৯ জনকে ২ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার টাকা দেয়া হয়েছে
বন্ধ হবে অবৈধ ও নকল মোবাইল সেট : তারানা হালিম
অবৈধভাবে আমদানি করা বা নকল মোবাইল হ্যান্ডসেট বন্ধ করার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজ শেষ হওয়ার পর ‘অবৈধ’ হ্যান্ডসেট বন্ধের এই উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কমিটির নেতা ও সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তারানা এর আগে জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকে গ্রাহকের কাছে থাকা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের প্রক্রিয়া শুরু হবে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মোবাইল হ্যান্ডসেটের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বরের জন্য একটি ডাটাবেজ করা হচ্ছে। বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনও (বিএমপিআইএ) তাদের নিজস্ব ডাটাবেজ করছে। আগামী ৬ ফেব্রুয়ারি তাদের সফটওয়্যার চালু হবে। বেসরকারি উদ্যোগে চালু হলেও এ ডাটাবেজ বিটিআরসি সংরক্ষণ করবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৈধপথে আসা হ্যান্ডসেটগুলোর আইএমইআই নম্বর সেখানে থাকবে। এ পদ্ধতি চালু হওয়ার পর এক সময় অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধ করে দেয়া হবে। সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি নিবন্ধনের কাজ শেষ হলে সবার পরিচয় নিশ্চিত হওয়া যাবে। কোনো অবৈধ বা নকল আইএমইআইয়ের হ্যান্ডসেট যেন চালু না থাকে সে বিষয়েও উদ্যোগ নেবে বিটিআরসি। কোনো হ্যান্ডসেট চালু হওয়ার পর তার আইএমইআই নম্বর স্বয়ংক্রিয়ভাবে অপারেটরদের কাছে চলে যায়। অপারেটরেরা ইচ্ছে করলে সেই হ্যান্ডসেটের সংযোগ বন্ধ করতে পারেন বলে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদি, সাধারণ সম্পাদক শামীম আহমদসহ অন্যরা উপস্থিত ছিলেন
ম্যালেরিয়া মোকাবেলায় ৪.২৮ বিলিয়ন দিচ্ছেন বিল গেটস
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও ব্রিটেন সরকার ‘বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী’ রোগ ম্যালেরিয়া মোকাবেলায় ৪ দশমিক ২৮ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছেন। দ্য টাইমসের এক যৌথ নিবন্ধে ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন ও গেটস মশাবাহিত এ রোগ নির্মূলে গবেষণা ও প্রচেষ্টা চালানোর জন্য আগামী পাঁচ বছরে ৪ দশমিক ২৮ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দেন। ওই যৌথ নিবন্ধে বলা হয়, ‘জনজীবনে এ ধরনের বিপর্যয় নেমে এলে কেউ নিষ্ক্রিয় বসে থাকতে পারে না।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ২০১৫ সালে ম্যালেরিয়া রোগে ৪ লাখ ৩৮ হাজার লোকের প্রাণহানি হয়। এদের বেশিরভাগই আফ্রিকার শিশু
মোবাইল ফোনে মিউজিক কনটেন্টে অনুমতি লাগবে : তারানা হালিম
তৃতীয় কোনো পক্ষ নয়; গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের সংগঠন বিএলসিপিএসের অনুমতি নিয়েই মোবাইল ফোনে মিউজিক কনটেন্ট ব্যবহার করতে হবে। সম্প্রতি সচিবালয়ে মোবাইল ফোন অপারেটর প্রতিনিধি, সঙ্গীতশিল্পী, সুরকার ও গীতিকারদের নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। প্রতিমন্ত্রী বলেন, নতুন গানের ক্ষেত্রে শিল্পী-সুরকার-গীতিকারদের সংগঠন বিএলসিপিএস (বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি) অথরিটি হিসেবে অনুমোদন দেবে। ২০১৭ সাল থেকে পুরোপুরি অথরিটি পাবে বিএলসিপিএস। তিনি বলেন, মোবাইল অপারেটরেরা দেখবেন বিএলসিপিএসের অনুমোদন আছে কি না, এর কপি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কি না, কপিরাইটের রেজিস্ট্রেশন আছে কি না- এরপর সার্ভিসটি অনুমোদন দেবেন। এসব পদ্ধতি অনুসরণ করলে মধ্যস্বত্বভোগীর সমস্যা সমাধান হবে জানিয়ে তিনি বলেন, এ প্রক্রিয়ায় তৃতীয় কোনো পক্ষ থাকবে না। অপারেটরদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সব জায়গা থেকে কমাতে হবে। বিএলসিপিএস সভাপতি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন বলেন, আমাদের দেশে দীর্ঘদিন ধরেই অডিও প্রযোজনা প্রতিষ্ঠান, মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান, টিভি চ্যানেল, এফএম রেডিওসহ বিভিন্ন মাধ্যম এবং ওয়েবসাইটে প্রচারিত কাজ থেকে শিল্পীরা রয়্যালটি পাচ্ছেন না। বৈঠকে জানানো হয়, ২০১৪ সালের ২৫ আগস্ট দেশের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের কপিরাইটসহ অন্যান্য স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি (বিএলসিপিএস) গঠন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব টিআইএম নুরুল কবির, সুরকার আলাউদ্দিন আলী, শিল্পী এন্ড্রু কিশোর ও শাফিন আহমেদ
‘অভিযোগের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবে ফেসবুক’
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, নারীর প্রতি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকা--র বিষয়ে অভিযোগ জানালে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেবে ফেসবুক কর্তৃপক্ষ। একই সাথে কী ব্যবস্থা নেয়া হয়েছে সেটিও একই সময়ের মধ্যে আমাদের জানানো হবে। সম্প্রতি সচিবালয়ে ফেসবুক কর্তৃপক্ষের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তারানা হালিম বলেন, আপত্তিকর কনটেন্ট অপসারণ ছাড়াও সব ধরনের সাইবার থ্রেট রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর আগে গত ১১ জানুয়ারি সিঙ্গাপুর সফরে যান প্রতিমন্ত্রী। এ সময় ফেসবুক, গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন তিনি
২০২১ সালের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে : পলক
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশে এক কোটি মানুষের নতুন কর্মসংস্থান হবে। সম্প্রতি নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং কমপিউটার ল্যাব স্থাপন করা হবে উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের ফলে শিক্ষার্থীদের কাছে শিক্ষা পদ্ধতি সহজ, বোধগম্য এবং আনন্দের হয়ে উঠেছে। ফলে শিক্ষার গুণগত মান বাড়ছে। তিনি বলেন, ১ জানুয়ারি সাড়ে তিন কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যের প্রায় ৩৫ কোটি পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন বেড়েছে। চিকিৎসা ক্ষেত্রেও আমরা তথ্যপ্রযুক্তির সাহায্যে টেলিমেডিসিন সেবা দিচ্ছি। ইতোমধ্যে নাটোরের দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সেবা চালু করা হয়েছে। ২০১৯ সালের মধ্যে অবশিষ্ট উপজেলাগুলোতে এই সেবা চালু করা হবে। পলক বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ শিক্ষিত তরুণদের সাথে নিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে
মুম্বাইয়ে গুগলের ফ্রি ওয়াইফাই
ভারতের মুম্বাইয়ে বিনামূল্যে ওয়াইফাই সেবা চালু করেছে সার্চ জায়ান্ট গুগল। সম্প্রতি নগরের কেন্দ্রীয় রেলস্টেশনে উচ্চগতির এই ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এ বছরের শেষে নাগাদ গুগল ইন্ডিয়া ও দেশটির রেল সংস্থার অঙ্গ সংস্থা রেলটেল ব্যস্ততম ১০০ স্টেশনে ওয়াইফাই চালু করবে। পর্যায়ক্রমে ৪০০ স্টেশনে এই সেবা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে গুগলের। গত সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউয়ে গুগলের হেড অফিসে গিয়ে বিনামূল্যে ওয়াইফাইয়ের এই ঘোষণা দেন। সেখানে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের সাথেও দেখা করেছিলেন মোদী
প্রতি কলড্রপে ১ মিনিট ক্ষতিপূরণ
মোবাইল ফোনে প্রতি কলড্রপে এক মিনিট করে ক্ষতিপূরণ দিতে অপারেটরগুলোকে নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। কমিশনের সচিব সরওয়ার আলম জানান, কলড্রপের ক্ষতিপূরণ দিতে গত ১৯ জানুয়ারি ওই নির্দেশনা তারা পাঠিয়েছেন। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সাধারণ সম্পাদক নুরুল কবির বিটিআরসির নির্দেশনা পাওয়ার কথা জানিয়ে বলেন, কীভাবে এটা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে অপারেটরদের সাথে বিটিআরসির একটি বৈঠক আয়োজন করতে চিঠি পাঠিয়েছি। সরকারের দুই বছর পূর্তিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, কতখানি কলড্রপ হলো, আর কত মিনিট ফেরত দেয়া হলো- বিটিআরসি যেন যথাযথভাবে মনিটরিং করে, সে বিষয়ে নির্দেশনাও দেয়া হবে
দেশে ১৩ কোটির বেশি সিম চালু রয়েছে : তারানা হালিম
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৬টি মোবাইল কোম্পানির ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৪১০টি সিম বৈধভাবে চালু রয়েছে। সম্প্রতি সংসদে সরকারি দলের সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বৈধভাবে চালু করা সিমের মধ্যে গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেডের ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৪১২টি, রবি আজিয়াটা লিমিটেডের ২ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ৯৫৮টি, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ১১৬টি, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৭ লাখ ৯ হাজার ৬৬০টি, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের ১০ লাখ ৬ হাজার ৬৮৪টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৪১ লাখ ৪২ হাজার ৪১০টি বৈধ সিম রয়েছে
নেটওয়ার্ক সম্প্রসারণে রবি-এরিকসন চুক্তিবদ্ধ
কুমিলস্না ও চট্টগ্রাম অঞ্চলে থ্রিজি নেটওয়ার্ক বিস্তার ও উন্নয়নে টেলিযোগাযোগ কোম্পানি রবি আজিয়াটার সাথে চুক্তিবদ্ধ হয়েছে টেলিফোন প্রস্ত্ততকারক কোম্পানি এরিকসন। চুক্তি অনুযায়ী উপরোক্ত অঞ্চলের থ্রিজি নেটওয়ার্ক উন্নয়নে উল্লেখযোগ্য সংখ্যক থ্রিজি বা ডব্লিউসিডিএমএ সাইট বসানো হবে। নেটওয়ার্ক শক্তিশালী করার মাধ্যমে তথ্যসেবার মানোন্নয়নে গুরুত্ব দিতে এই একীভূত হওয়া। জানা গেছে, রবির নেটওয়ার্ক বিসত্মৃত করে উন্নত ডাটা সেবা ও মোবাইল অ্যাপ কাভারেজ নিশ্চিত করতে এরিকসন নেটওয়ার্ক হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইন্টিগ্রেশন সংক্রান্ত সব ধরনের সার্ভিস দেবে
অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থায় ইন্টেল কোর ভি প্রসেসর
ষষ্ঠ প্রজন্মের কোর ভি প্রো প্রসেসর বাজারে আনার ঘোষণা দিয়েছে ইন্টেল। বৃহদাকারের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর কথা মাথায় রেখে এই প্রসেসরে থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি। হ্যাকারদের হাত থেকে ডিভাইসের সুরক্ষা দিতে প্রসেসরটিতে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। টু-ইন-ওয়ান, আল্ট্রাবুক, অল-ইন-ওয়ান কিংবা ডেস্কটপ- সব ধরনের কমপিউটিং ডিভাইসের জন্যই সমানভাবে কার্যকর হবে প্রসেসরটি। কোর ভি প্রো প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইন্টেলের স্কাইলেক চিপসেট। হ্যাকারদের হাত থেকে ডিভাইসে থাকা তথ্যের নিরাপত্তা দিতে এই প্রসেসরে সম্পূর্ণ নতুন কিছু প্রযুক্তি যুক্ত করতে কাজ করছে ইন্টেল। এই নিরাপত্তা ব্যবস্থার নাম দেয়া হয়েছে ‘ইন্টেল অথেনটিকেট ফর বিজনেস’। বর্তমানে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এই নিরাপত্তা ব্যবস্থা চালুর ফলে কোনো ব্যবহারকারীকেই আলাদাভাবে পাসওয়ার্ড মনে রাখতে হবে না। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ইন্টেল অথেনটিকেট ব্যবহার করা যাবে
খান একাডেমির কনটেন্ট আসছে বাংলায়
খান একাডেমির সালমান খানের অনলাইনভিত্তিক যাবতীয় কনটেন্ট এখন থেকে বাংলায় পাওয়া যাবে। বাংলা করার কাজটি করছে দেশের আগামী ফাউন্ডেশন। বাংলাদেশে খান একাডেমির কনটেন্ট স্থানীয়করণের লক্ষ্যে সম্প্রতি আগামীর সাথে বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের (বিসিসি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। খান একাডেমি বাংলা ওয়েবসাইটটি চলতি বছর চালু করার লক্ষ্যে ২০১৫ সালের জুলাই মাসে গ্রামীণফোনের সহায়তায় আগামী এই উদ্যোগটি নেয়। স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আগামী এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিসেস নাফিসা খানম, বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলামসহ অনেকে। উদ্যোগটি নেয়ার পর থেকে গত ছয় মাসে ওয়েবসাইটটি স্থানীয়করণের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। সাইটটি শিগগিরই চালু হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। খান একাডেমি বাংলার কনটেন্ট আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে বাংলাদেশের সব প্রান্তের শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
খান একাডেমি (www.khanacademy.org) একটি অলাভজনক প্রতিষ্ঠান, যেটি সালমান খান ২০০৬ সালে সারাবিশ্বে সবার জন্য বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে চালু করেন
ডিজিটাল স্কুল হিসেবে যাত্রা শুরু করল উদয়ন
‘ডিজিটাল’ স্কুল হিসেবে যাত্রা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
আইটিমস নামে একটি সফটওয়্যারের মাধ্যমে উদয়নের শিক্ষা ও ব্যবস্থাপনা কার্যক্রম ‘অটোমেটেড’ করেছে সফটওয়্যার প্রতিষ্ঠান ফোর ডি কমিউনিকেশনস। উদয়নের ক্লাস ম্যানেজমেন্ট, রুটিন তৈরি, ফল তৈরি ও প্রকাশ, উপস্থিতি, পরীক্ষা, বেতন দেয়াসহ আনুষঙ্গিক কার্যক্রম এই সফটওয়্যারের মাধ্যমেই সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ উম্মে সালেমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে স্কুল কর্তৃপক্ষের রেজাল্ট-সিলেবাসসহ বিভিন্ন ছাপার কাজের জন্য ব্যয় কমার পাশাপাশি ব্যস্ততার কারণে বাবা-মায়ের সাথে স্কুলের যে সমন্বয়হীনতা সৃষ্টি হয় তা দূর হবে
নারী উদ্যোক্তাদের সক্ষমতায় একসাথে কাজ করবে এটুআই-মাইক্রোসফট
ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তাদের সক্ষমতা তৈরির লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং মাইক্রোসফট বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের সাউথ-ইস্ট এশিয়া নিউ মার্কেটস বিভাগের জেনারেল ম্যানেজার মিশেল সিমন্স।
চুক্তির আওতায় দেশব্যাপী ৫২৭৩টি ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তাদের কমপিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের ওপর প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে ডিজিটাল সেন্টারগুলো সরাসরি সার্ভিস সেন্টারের সাথে যুক্ত হয়ে সেবা দিতে পারবে। প্রযুক্তিবিষয়ক এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে নারী উদ্যোক্তারা ডিজিটাল সেন্টারের যাবতীয় কাজে অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের নাগরিকদের হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত সহায়তা দিতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মাণে প্রতিটি ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার স্থাপন এবং প্রতিটি কেন্দ্রে একজন করে নারী ও পুরুষ উদ্যোক্তার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে নারী উদ্যোক্তা থাকার কারণে গ্রামাঞ্চলে নারীদের সেবা দেয়ার সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে ডিজিটাল সেন্টারের নারীদেরকে নিয়ে মাইক্রোসফটের এ প্রশিক্ষণ তাদেরকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর নিয়ে আমি অনেক বেশি উচ্ছ্বসিত। আমরা বিশ্বাস করি, নারীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ এবং প্রযুক্তিতে নারীদের অংশ নেয়ার বিষয়টি আমার ব্যক্তিগত একটি আগ্রহ। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মাইক্রোসফট বাংলাদেশ দেশের ডিজিটাল সেন্টারের ৫২০০ জনের বেশি নারীর সাথে কাজ করার সুযোগ পাবে

নতুন মডেলের পাওয়ার ব্যাংক নিয়ে এলো এডাটা
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাংলাদেশের আইটি বাজারে নিয়ে এলো পিভি ১২০ মডেলের নতুন পাওয়ার ব্যাংক। স্মার্ট, সিস্নম ও লেদার টেক্সচারের মতো আধুনিক ডিজাইনসমৃদ্ধ এই পাওয়ার ব্যাংকটির ওজন মাত্র ১২০ গ্রাম, যার ফলে এটি স্বাচ্ছন্দ্যে বহন করা যায়। ২.১ আ্যম্পিয়ার আউটপুট দিয়ে এটি দ্রুততার সাথে স্মার্টফোন, ট্যাবলেট জাতীয় ডিভাইস রিচার্জ করতে সক্ষম। নিরাপত্তার জন্য রয়েছে ওভার টেম্পারেচার প্রোটেকশন, ওভার চার্জিং প্রোটেকশন, শর্টসার্কিট প্রোটেকশন এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন। ৫১০০ এমএএইচ ধারণ ক্ষমতাসম্পন্ন পাওয়ার ব্যাংকটির দাম ১ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯০৪, ৯১৮৩২৯১
আসুসের ১০০ সিরিজের গেমিং মাদারবোর্ড
কমপিউটারের পারফরম্যান্স ও গেমারদের চাহিদার দিকে লক্ষ রেখে আসুসের ১০০ সিরিজের গেমিং মাদারবোর্ড নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড। এর মডেলগুলো যথাক্রমে ম্যাক্সিমাস-৮-রেঞ্জার, জেড-১৭০-প্রো-গেমিং, বি-১৫০-প্রো-গেমিং-ডিথ্রি এবং এইচ-১৭০-প্রো-গেমিং। ১০০ সিরিজের মাদারবোর্ডে ইন্টেল ১১৫১ সকেটের আসন্ন ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৭/৫/৩/পেন্টিয়াম/সেলেরন প্রভৃতি প্রসেসর সমর্থন করে। অত্যাধুনিক টেকনোলজির সমন্বয়ে তৈরি চিপসেটগুলো সর্বোচ্চ ব্যান্ডউইডথ ও ফ্যাক্সিবিলিটি নিশ্চিত করে। ১০০ সিরিজে ব্যবহৃত ইন্টেল ইথারনেট, ল্যানগার্ড ও গেমফাস্ট টেকনোলজি গেমিং পারফরম্যান্সে কোনো বাধা ছাড়াই দীর্ঘস্থায়ী সংযোগের নিশ্চয়তা দেয়। দাম ২১০০০, ১৮০০০, ১২০০০, ১৫০০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩
নির্ভরযোগ্যতার শীর্ষে আসুস মাদারবোর্ড
দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ও নির্ভরযোগ্যতার খেতাব জিতে নিল আসুস। গত ৭ ডিসেম্বর আসুসকে ‘মোস্ট রিলায়েবল মাদারবোর্ড ব্র্যান্ড’ হিসেবে ঘোষণা করল ‘এলএলসি সাবসিডিয়ারি হার্ডওয়্যার এফআর’। হার্ডওয়্যার এফআরের গবেষণা রিপোর্ট অনুযায়ী আসুস মাদারবোর্ডের রিটার্ন রেট ১.৮৯ শতাংশ, যা নামি মাদারবোর্ড ব্র্যান্ডগুলো থেকে সবচেয়ে কম। আসুস বিশ্বের কনজ্যুমার নোটবুক ভেন্ডরদের মধ্যে তৃতীয় এবং আসুস মাদারবোর্ডের ঝুলিতে রয়েছে সর্বোচ্চসংখ্যক খেতাব। আসুস মাদারবোর্ড ১০ বছর ধরে নেতৃত্বাধীন অবস্থানে রয়েছে, যার মূল কারণ- সর্বোচ্চ বিক্রি, সহজে ব্যবহারযোগ্য, দীর্ঘস্থায়িত্বতা এবং বিশ্বাসযোগ্যতা। গুণগত মান, নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পরিসরে পণ্যগুলোকে পরীক্ষা করা হয়ে থাকে। যার ফলে সর্বনিমণ রিটার্ন রেট রয়েছে আসুসের এবং নির্ভরযোগ্যতা ও সেরা হওয়ার খেতাবটাও জুড়ে নিল আসুস মাদারবোর্ড
আসুস এন সিরিজের মাল্টিমিডিয়া ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এন সিরিজের নতুন মাল্টিমিডিয়া ল্যাপটপ ‘এন৫৫১ভিডব্লিউ’। এতে রয়েছে ব্যাং ও উলফসেন প্রযুক্তি এবং ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ২.৬০ গিগাহার্টজ ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসরসমৃদ্ধ ল্যাপটপটিতে রয়েছে ১ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ৮ জিবি ডিডিআর৪ এসডি র্যাকম, ৪ জিবি এনভিডিয়া জিফোর্স ৯৬০এম ভিডিও গ্রাফিক্স। নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াইফাই, ল্যান জ্যাক, এইচডি ওয়েবক্যাম। ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও দুই বছর ওয়ারেন্টিসহ ল্যাপটপটির দাম ৮৭ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
দেশে আসুসের ফোনপ্যাড
গ্লোবাল ব্র্যান্ড এনেছে আসুসের ফোনপ্যাড সিরিজের এফই৩৭৫সিএক্সজি মডেলের নতুন ট্যাবলেট পিসি। এটি অ্যান্ড্রয়িড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম এবং ১.৩৩ গিগাহার্টজ ইন্টেল কোয়াড কোর প্রসেসরে চালিত। ৭ ইঞ্চির মাল্টিটাচ আইপিএস প্যানেলের এই ট্যাবে রয়েছে ১ জিবি র্যােম, ১৬ জিবি ডাটা স্টোরেজ, ডুয়াল ওয়েবক্যাম, ওয়াইফাই-ডুয়াল ব্যান্ড ৮০২.১১এ/বি/জি/এন, ব্লুটুথ ৪.০, সনিকমাস্টার অডিও ফিচার প্রভৃতি। ট্যাবলেট পিসিটিতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। এতে ১১ ঘণ্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। দাম ১৮ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪২২
আসুসের ষষ্ঠ প্রজন্মের ট্রান্সফরমারবুক
আসুস দেশীয় আইটি মার্কেটে নিয়ে এলো ষষ্ঠ প্রজন্মের ট্রান্সফরমারবুক টিপি৩০০ইউএ। এর ১৩.৩ ইঞ্চি এইচডি এলইডি টাচস্ক্রিন ডিসপ্লে ৩৬০ ডিগ্রিতে আবর্তিত করা যায়। ২.৩০ গিগাহার্টজ ও ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ৮ জিবি ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট এইচডিডি হার্ডডিস্ক। এর রোটেটিং টাচস্ক্রিন বৈশিষ্ট্যের কারণে এটি যেকোনো মোডে ব্যবহার করা যায়। রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, এইচডি ৭২০ পিক্সেল ওয়েবক্যাম। এতে উইন্ডোজ ১০ এবং পলিমার ব্যাটারি ব্যবহার হয়েছে। দার ৬৯ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
আসুসের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড দেশে নিয়ে এলো পঞ্চম প্রজন্মের কে৫৫৫এলএফ। পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ ও ২.২০ গিগাহার্টজ গতিসম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি এইচডি এলইডি ডিসপ্লে, ৮ জিবি র্যাৃম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ২ জিবি ভিডিও গ্রাফিক্স, এইচডি ওয়েব ক্যামেরা। রয়েছে এনভিডিয়া জিফোর্স এইচডি ভিডিও গ্রাফিক্স, ইন্টিগ্রেটেড ৮০২.১১বি/জি/এন, বিল্টইন ব্লুটুথ এবং ল্যান জ্যাক। দুই বছর আন্তর্জাতিক ওয়ারেন্টিসহ দাম ৫৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
ব্রাদারের নতুন ওয়্যারলেস লেজার প্রিন্টার
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো ব্রাদার ব্র্যান্ডের ডিসিপি-১৬১০ডব্লিউ ওয়্যারলেস লেজার প্রিন্টার। প্রিন্টারটি লেজার টেকনোলজি প্রয়োগের মাধ্যমে একাধারে প্রিন্ট, কপি ও স্ক্যান করতে সক্ষম। ৩২ মেগাবাইট মেমোরির প্রিন্টারটি মিনিটে ২০টি প্রিন্ট করতে পারে। এর প্রিন্ট রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, স্ক্যানার রেজ্যুলেশন ৬০০ বাই ১২০০ ডিপিআই এবং কপি রেজ্যুলেশন ৬০০ বাই ৬০০ ডিপিআই। দাম ১১ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩০
ব্রাদারের মনোক্রোম লেজার মাল্টিফাংশন প্রিন্টার
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ব্রাদারের নতুন মনোক্রোম লেজার মাল্টিফাংশন প্রিন্টার ‘এমএফসি-এল২৭০০ডিডব্লিউ’। ওয়্যারড ও ওয়্যারলেস নেটওয়ার্কসম্পন্ন এই প্রিন্টারটি একাধারে প্রিন্ট, কপি, স্ক্যান ও ফ্যাক্স করতে সক্ষম। প্রিন্টারটি ওয়াইফাই নেটওয়ার্কিং এবং ক্লাউড নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যেকোনো ডিভাইস থেকে প্রিন্ট করতে সক্ষম। এছাড়া এই প্রিন্টারটি প্রতি মিনিটে ২৬ পৃষ্ঠা এবং একটি পৃষ্ঠার দুই পাশেই প্রিন্ট করতে পারে। প্রিন্টারটির রয়েছে ৩২ মেগাবাইট মেমরি, ১২০০ বাই ৬০০ ডিপিআই প্রিন্টিং রেজ্যুলেশন, ৬০০ বাই ২৪০০ ডিপিআই স্ক্যান রেজ্যুলেশন এবং ৩৩.৬ কেবিপিএস ফ্যাক্স স্পিড। তিন বছরের ওয়ারেন্টিসহ দাম ১৯ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩০
তিন বছরের ওয়ারেন্টিতে ডেল ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড দেশে নিয়ে এলো ডেলের পঞ্চম প্রজন্মের ল্যাপটপ ভোস্ট্র ৩৪৫৮। ২.২০ গিগাহার্টজসম্পন্ন ল্যাপটপটিতে রয়েছে পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৪.১ ইঞ্চি এলইডি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫৫০০ এবং ইন্টিগ্রেটেড ওয়াইডস্ক্রিন এইচডি ওয়েবক্যাম। রয়েছে ইথারনেট ল্যান জ্যাক, ওয়্যারলেস (৮০০২.১১এসি) এবং ব্লুটুথ। ৪ সেল রিমুভেবল ব্যাটারিসহ ওজন ১.৯৪ কেজি। তিন বছর ওয়ারেন্টিসহ দাম ৪৯ হাজার ৩০০ টাকা
লেনোভোর উন্নত প্রযুক্তির ১০০ সিরিজের আইডিয়াপ্যাড
গ্লোবাল ব্র্যান্ড দেশের বাজারে এনেছে লেনোভোর ১০০ সিরিজের আইডিয়াপ্যাড। এই আইডিয়াপ্যাডগুলো পুরনো আইডিয়াপ্যাডগুলোর চেয়ে ১০ শতাংশ বেশি সিস্নম, ৮ শতাংশ বেশি হালকা। ২.৩ কেজি ওজনের আইডিয়াপ্যাডগুলো ২২.৬ মিলিমিটার পাতলা ও ১৫.৬ ইঞ্চি ডিসপ্লেসমৃদ্ধ। এতে ব্যবহার হয়েছে লিথিয়াম সিলিন্ড্রিকাল নতুন প্রযুক্তির ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী ও বেশি সময় ব্যাকআপ দিয়ে থাকে। পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই৩ প্রসেসরসমৃদ্ধ এই আইডিয়াপ্যাডটিতে রয়েছে ৪ জিবি র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ জিবি এনভিডিয়া জিফোর্স ৯২০এম গ্রাফিক্স, যা স্বচ্ছ ও নয়নাভিরাম ভিজ্যুয়াল ইফেক্ট দিয়ে থাকে। এক বছরের ওয়ারেন্টিসহ দাম ৩৮ হাজার ৭০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
পিকো প্রজেক্টরসহ লেনোভো ইয়োগা ট্যাব২ প্রো বাজারে
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো নতুন ইয়োগা ট্যাব২ প্রো। এর ইন্টারনাল পিকো প্রজেক্টর, ডলবি হোম থিয়েটার ও জেবিএল স্পিকারসমৃদ্ধ মাল্টিমিডিয়া দেয় ঘরে বসেই সিনেমা দেখার অনুভূতি। ইয়োগা ট্যাব২ প্রোর সাবউফারসহ জেবিএল স্পিকার স্পষ্ট ও জোরালো অডিও শোনার অনুভূতি দেয় এবং ১৩.৩ ইঞ্চি (২৫৬০ বাই ১৪৪০) কিউএইচডি আইপিএস ডিসপ্লে দেয় অসাধারণ ভিডিও দেখার অভিজ্ঞতা। ১.৮৬ গিগাহার্টজ গতিসম্পন্ন এই আইডিয়াপ্যাডে রয়েছে ইন্টেল অ্যাটম জেড৩৭৪৫ ৪ কোর প্রসেসর, ২ জিবি র্যাাম, ৩২ জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়িড কিটকেট, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১.৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এক বছরের ওয়ারেন্টিসহ দাম ৬০ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
লেনোভো আল্ট্রাসিস্নম ইয়োগা৩ প্রো টাচ আল্ট্রাবুক
গ্লোবাল ব্র্যান্ড দেশে নিয়ে এলো আল্ট্রাসিস্নম টাচ আল্ট্রাবুক ইয়োগা৩ প্রো। এই আল্ট্রাবুকটি পুরনো মডেলের ল্যাপটপগুলো থেকে হালকা এবং উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি। ইয়োগা৩ প্রোতে ব্যবহৃত ওয়াচব্যান্ড হিঞ্জ একে ইয়োগা২ প্রো থেকে ১৪ শতাংশ বেশি পাতলা এবং হালকা হিসেবে বিশেষায়িত করেছে। এতে রয়েছে লেনোভো হারমনি সফটওয়্যার, যার মাধ্যমে ব্যবহারকারী অকার্যকর অ্যাপ্লিকেশনগুলো এরিয়ে পছন্দানুযায়ী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। এর ১৩.৩ ইঞ্চি মাল্টিটাচ (৩২০০ বাই ১৮০০) কিউএইচডি ডিসপ্লে দেবে অসাধারণ ভিজ্যুয়াল ইফেক্ট। ওজন ১.১৯ কেজি ও পুরুত্ব ১২.৮ মিলিমিটার। রয়েছে ইন্টেল কোর এম ৫ওয়াই৭১ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৩এল র্যাাম, ২৫৬ জিবি এসএসএইচডি হার্ডডিস্ক। এক বছর ওয়ারেন্টিসহ দাম ১ লাখ ৩০ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
লেনোভো ইয়োগা ট্যাব২
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে মাল্টিটাচসমৃদ্ধ নতুন ইয়োগা ট্যাব২ উইন্ডোজ। এর বিশেষ বৈশিষ্ট্য হিসেবে রয়েছে ওয়্যারলেস কিবোর্ড, যা ব্লুটুথের মাধ্যমে ট্যাবটির সাথে সংযোজিত করা যায়। রয়েছে ১০.১ ইঞ্চি (১৯২০ বাই ১২০০) ফুল এইচডি আইপিএস ডিসপ্লে। এর উদ্ভাবনী ডিজাইনের ফলে ব্যবহারকারী একাধিক উপায়ে এটি ব্যবহার করতে পারবেন। মোডগুলো হলো হোল্ড, টিল্ড, স্ট্যান্ড ও হ্যাঙ্গ। ১.৮৬ গিগাহার্টজ গতিসম্পন্ন ট্যাবটিপি রয়েছে ইন্টেল অ্যাটম জেড৩৭৪৫৪ কোর প্রসেসর, ২ জিবি এলপিডিডিআর৩ র্যা ম, ৩২ জিবি স্টোরেজ, অপারেটিং সিস্টেমের জন্য জেনুইন উইন্ডোজ ৮.১, ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ১.৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এক বছর ওয়ারেন্টিসহ দাম ৪৯ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১
পোর্টেবল প্রজেক্টর নিয়ে এলো ভিভিটেক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের নতুন পোর্টেবল প্রজেক্টর এলইডি কিউমি কিউ৫। আধুনিক ডিএলপি প্রযুক্তিসম্পন্ন এই প্রজেক্টরে ব্যবহার হয়েছে ১২৮০ বাই ৮০০ রেজ্যুলেশন, যা স্বচ্ছ ও স্পষ্ট দৃশ্য আনতে সক্ষম। এছাড়া এতে রয়েছে থ্রিডি রেডি, ৫০০ আনসি লুমেন্স, ২ ওয়াট স্পিকার, ৪ জিবি ইন্টারনাল মেমরি ও ৩০ হাজার ঘণ্টা পর্যন্ত ল্যাম্পলাইফ। ৪৯০ গ্রামের এই প্রজেক্টরটি সহজে বহনযোগ্য। বিক্রয়োত্তর সেবা এক বছর। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৫৯
আসুসের আসুসফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গত ২৪ জানুয়ারি গ্লোবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘আসুসফি কনটেস্ট’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফেসবুক অনলাইনভিত্তিক এই প্রতিযোগিতাটি মাসব্যাপী অনুষ্ঠিত হয়। এটি মূলত একটি সেলফি প্রতিযোগিতা। আসুসভক্তরা তাদের আসুস পণ্যের সাথে সেলফি তুলে এই প্রতিযোগিতায় অংশ নেন। এরপর তিনজন বিজয়ীকে বাছাই করে আসুস কর্তৃপক্ষ। তারা হলেন চ্যাম্পিয়ন ফজলে রাবিব খান, প্রথম রানারআপ ফুয়াদ খন্দকার এবং দ্বিতীয় রানারআপ ইশায়াত আহমেদ। প্রথম পুরস্কার ছিল আসুস ট্রান্সফরমার বুক টি১০০টিএএম, দ্বিতীয় পুরস্কার আসুস ট্যাব এফই৩৭৫সিএক্সজি এবং তৃতীয় পুরস্কার আসুস ট্যাব ইএফ১৭০সিজি। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। এছাড়া উপস্থিত ছিলেন আসুসের কান্ট্রি প্রোডাক্ট ম্যানেজার মোহাম্মদ আল ফুয়াদ এবং গ্লোবাল ব্র্যান্ডের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন সেলিম আহাম্মেদ বাদল
৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ওয়্যারলেস মাউস
বিশ্বখ্যাত রাপুর পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো ৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির ট্রান্সমিশনসম্পন্ন ওয়্যারলেস অপটিক্যাল মাউস। মাউসগুলোতে রয়েছে ১০০০ ডিপিআই রেজ্যুলেশনসম্পন্ন হাই ট্র্যাকিং ইঞ্জিন। মাউসগুলো ‘লো পাওয়ার কনজাম্পশন টেকনোলজি’ দিয়ে তৈরি এবং ১০ মিটার দূরত্ব থেকে কাজ করতে সক্ষম। দুটি মডেল বাজারে নিয়ে এসেছে রাপু। এগুলো যথাক্রমে ১০৯০পি এবং ৩১০০পি। ৩১০০পি মডেলের ওয়্যারলেস মাউসটির রয়েছে ১৮ মাস ব্যাটারি লাইফ। দুই বছর ওয়ারেন্টিসহ মাউসটির দাম ১৩৫০ টাকা। ১০৯০পি মডেলের ওয়্যারলেস মাউসটির রয়েছে ৯ মাস ব্যাটারি লাইফ। দুই বছর ওয়ারেন্টিসহ মাউসটির দাম ১১০০ টাকা
শার্পের নতুন ডিজিটাল ফটোকপিয়ার
গ্লোবাল ব্র্যান্ড শার্প ফটোকপিয়ারের অনুমোদিত অংশীদার বাজারে নিয়ে এলো নতুন শার্প এআর-৬০২০ মডেলের ডিজিটাল ফটোকপিয়ার মেশিন। মেশিনটি একসাথে কপি, প্রিন্ট এবং কালার স্ক্যান করতে সক্ষম। শার্প এআর-৬০২০ মিনিটে ২০ কপি প্রিন্ট করে থাকে। এর রয়েছে ৬৪ মেগাবাইট র্যা্ম, ৩৫০ শিট পেপার ধারণক্ষমতা, কপি ও প্রিন্ট রেজ্যুলেশন ৬০০ বাই ৬০০ ডিপিআই এবং ২৫ থেকে ৪০০ শতাংশ পর্যন্ত জুমিং রেঞ্জ। এটি লেজার বিম প্রিন্টিং ও ইনডিরেক্ট ইলাস্ট্র্যাটিক ফটোগ্রাফিক মেথড দিয়ে পরিচালিত। প্রতি পৃষ্ঠা কপি বা প্রিন্টিং খরচ মাত্র ৩৫ পয়সা। এক বছর ওয়ারেন্টিসহ দাম ৮৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৬৯৬৩৩০৮১
টোটোলিংকের ৩জি/৪জি সমৃদ্ধ ওয়্যারলেস রাউটার
গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এলো টোটোলিংকের ৩জি/৪জি সমর্থনযোগ্য নতুন দুটি ওয়্যারলেস রাউটার জি১৫০আর এবং জি৩০০আর। অ্যাক্সেস কন্ট্রোলের জন্য রয়েছে মাল্টিপল এসএসআইডি, ব্যান্ডউইডথ কন্ট্রোলের জন্য রয়েছে কিউওএস এবং নিরাপত্তার জন্য রয়েছে উন্নত প্রযুক্তির ডব্লিউপিএ/ডব্লিউপি২।
জি১৫০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। রয়েছে ১ বাই ৫ ডিবিআই একটি ফিক্সড অ্যান্টেনা। জি৩০০আর রাউটারটি প্রতি সেকেন্ডে ৩০০ মেগাবাইট পর্যন্ত নেটওয়ার্ক সমর্থন দিতে পারে। এর রয়েছে ২ বাই ৫ ডিবিআই দুটি ফিক্সড অ্যান্টেনা, যা দিয়ে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকে। দাম যথাক্রমে ২১০০ ও ২৫০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৪৬
ভিভিটেকের ডাটা প্রজেক্টর
গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এলো তাইওয়ানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ভিভিটেকের নতুন ডাটা প্রজেক্টর ডি৫৫২। আধুনিক ডিএলপি প্রযুক্তিসম্পন্ন এই প্রজেক্টরের কন্ট্রাস্ট রেশিও ১৫০০০:১, যা স্বচ্ছ ও স্পস্ট দৃশ্য আনতে সক্ষম। এছাড়া এতে রয়েছে থ্রিডি রেডি, ৩০০০ আনসি লুমেন্স এবং ১০০০০ ঘণ্টা পর্যন্ত ল্যাম্পলাইফ। দাম ৩৫ হাজার টাকা। বিক্রয়োত্তর সেবা দুই বছর (ল্যাম্প এক বছর বা এক হাজার ঘণ্টা)। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৫৯
ডেল ল্যাপটপে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস
দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিয়ে নতুন মডেলের ডেল ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। ইন্সপায়রন ১৫ (৩৫৪২) মডেলের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোরআই৩ ৪০০৫ইউ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ইন্টেল ৪৪০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ডিভিডি রাইটার এবং ১৫.৬ ইঞ্চি এইচডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল। ২.২৯ কেজি ওজনের ল্যাপটপটির দাম ৩২ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯৩২
গিগাবাইটের নতুন পণ্য
১৭ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত করা হয় গিগাবাইটের ১০০ সিরিজের পাঁচটি মডেলের মাদারবোর্ড এবং ৯ সিরিজের চারটি মডেলের গ্রাফিক্স কার্ড। রাজধানীর গিগাবাইট রিসেলারদের উপস্থিতিতে এবং স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত ডিলার মিট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং গিগাবাইটের কান্ট্রি হেড খাজা মো: আনাস খান। অনুষ্ঠানে জানানো হয়, গিগাবাইটের ১০০ সিরিজের মাদারবোর্ডগুলো প্রফেশনাল গেমার ও গ্রাফিক্স ডিজাইনারদের জন্য অত্যন্ত কার্যকর। এছাড়া পিসি পারফরম্যান্স বাড়ানোর জন্য এনভিডিয়া ডিটিএক্স ৯৫০/৯৬০/৯৭০/৯৮০টিআই এক্সট্রিম গেমিং গ্রাফিক্স কার্ডগুলো কমপিউটার ব্যবহারকে নতুন মাত্রা উপহার দিতে সক্ষম
গিগাবাইটের নতুন মাদারবোর্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের জি১ সণাইপার এম৭ মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেলের ষষ্ঠ প্রজন্মের কোর প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডটিতে রয়েছে ডুয়াল চ্যানেল ডিডিআর৪ র্যা ম স্লট, ডাবল ওয়ে গ্রাফিক্স উইথ প্রিমিয়াম পিসিআইই লেন, ৩২ জিবি পার সেকেন্ড ডাটা স্পিড, সাটা এক্সপ্রেস কানেক্টর, ১১৫ ডিবি এসএনআর এইচডি অডিও, হাই কোয়ালিটি অডিও ক্যাপাসিটরসহ ৮ চ্যানেল এইচডি অডিও, অডিও নয়েজ গার্ড, এলইডি পাথ লাইটিং, ট্রিপল ইউএসবি পোর্ট, ইজি টিউন এবং ক্লাউড স্টেশন ইউটিলিটি সমৃদ্ধ অ্যাপ সেন্টার এবং ডুয়াল বায়োস টেকনোলজি। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৯২০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯৮৩
এইচপির নতুন ল্যাপটপ
সাশ্রয়ী দামে এইচপি ১৪ এসি১২৭টিইউ মডেলের ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস। ইন্টেল কোরআই৩ ৫০০৫ইউ প্রসেসর ও ইন্টেল ৫৫০০ মডেলের এইচডি গ্রাফিক্সকার্ড সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪ ইঞ্চি ডায়াগোনাল এইচডি ব্রাইট ভিউ এলইডি ব্যাকলিট ডিসপ্লে, সুপার মাল্টি ডিভিডি রাইটার, এইচপি আইল্যান্ড স্টাইল কিবোর্ড, মাল্টিটাচ জেসচারসমৃদ্ধ টাচপ্যাড, ওয়াইফাই, ব্লুটুথ, কার্ড রিডার, এইচডিএমআই ও ইউএসবি পোর্ট। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৫ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২১
এইচপি রিইনভেন্টিং বিজনেস অনুষ্ঠিত
রাজধানীর পূর্বাণী হোটেলে অনুষ্ঠিত হল ‘এইচপি রিইনভেন্টিং বিজনেস’ শিরোনামে করপোরেট মিট অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি ছিলেন এইচপি আইএনসি এইসির ক্যাটাগরি ম্যানেজার এডি সোহ, এইচপি আইএনসি এইসির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ডেনিস লী, স্মার্ট টেকনোলজিসের বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন, করপোরেট বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক শেখ হাসান ফাহিম, এইচপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এইচপি পণ্যের ক্রেতারা। অনুষ্ঠানে এইচপি ব্র্যান্ডের নতুন পণ্য, সেবার মান, নতুন প্রযুক্তি এবং বাংলাদেশের করপোরেট জগতে এইচপির ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ে উন্মুক্ত আলোচনা করেন বক্তারা
তোশিবা পোর্টেবল হার্ডড্রাইভে উপহার
নতুন বছরে তোশিবা ব্র্যান্ডের বিভিন্ন মডেলের পোর্টেবল হার্ডড্রাইভের সাথে উপহার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস। অফারের আওতায় যেকোনো মডেলের তোশিবা পোর্টেবল হার্ডড্রাইভ কিনলেই কাস্টমারেরা পাবেন একটি আকর্ষণীয় হার্ডড্রাইভ ক্যারি কেস। উল্লেখ্য, বর্তমানে বাজারে তোশিবা ব্র্যান্ডের ১, ২ ও ৩ টেরাবাইট স্পেসসম্পন্ন পোর্টেবল হার্ডড্রাইভ পাওয়া যাচ্ছে। দাম যথাক্রমে ৫২০০, ৮৮০০ ও ১২৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩৫৪৮০১
পিএনওয়াই ব্র্যান্ডের ওটিজি ইউএসবি ফ্ল্যাশড্রাইভ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে পিএনওয়াই ব্র্যান্ডের ডুয়ো লিংক ওইউসিক্স মডেলের ওটিজি ইউএসবি ফ্ল্যাশড্রাইভ। ড্রাইভটি পিসি, নোটবুক, ট্যাবলেট, স্মার্টটিভি এবং কার স্টেরিওতে ডাটা ট্রান্সফার করা যায়। দ্বিমুখী এই ফ্ল্যাশড্রাইভটির এক মাথায় মাইক্রো ইউএসবি ২.০ এবং অন্য মাথায় টাইপে ইউএসবি ৩.০ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি উইন্ডোজ, ম্যাক এবং অ্যান্ড্রয়িড অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রোডাক্ট লাইফটাইম ওয়ারেন্টিসহ ডিভাইসটির ৩২ জিবি ১২০০ ও ১৬ জিবি ৭৫০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৮৭
তোশিবার ৬ টেরাবাইট হার্ডড্রাইভ
স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে তোশিবা ব্র্যান্ডের ৬ টেরাবাইট হার্ডড্রাইভ। এতে রয়েছে ৬ গিগাবিট পার সেকেন্ড স্পিড, ৭২০০ আরপিএম, ৬৪ এমবি বাফার সাইজ এবং ৩.৫ ইঞ্ছি ফর্ম ফ্যাক্টর, যা অ্যাডভান্স ফরম্যাট প্রযুক্তি সমর্থিত। এই হার্ডড্রাইভটি অফিস, হোম, অল-ইন-ওয়ান, গেমিং পিসিসহ সব ধরনের এক্সটারনাল ও ইন্টারনাল ডিভাইসে ব্যবহারযোগ্য। স্মার্ট ওয়ারেন্টি সংবলিত হার্ডড্রাইভটির দাম ২২ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩৫৪৮০১
ট্রান্সসেন্ডের ৮ টেরাবাইট পোর্টেবল হার্ডড্রাইভ
ইউসিসি বাজারে সরবরাহ করছে সর্বাধিক ৮ টিবি ধারণ ক্ষমতাসম্পন্ন ট্রান্সসেন্ড ব্র্যান্ডের পোর্টেবল হার্ডড্রাইভ। স্টোরিওজেট ৩৫টি৩ মডেলের ৩.৫ ইঞ্চির এই পোর্টেবল হার্ডড্রাইভটিতে গ্রাহকেরা পাবেন সুপার স্পিড ইউএসবি৩ টেকনোলজির সুবিধা, যার মাধ্যমে পণ্যটিতে সর্বোচ্চ ডাটা ট্রান্সফার স্পিড পাওয়া যাবে। পণ্যটিতে থাকছে ফ্যান লেস লো নয়েজ অপারেশন সিস্টেম, পাওয়ার সেভিং সিস্নপ মোড ও ওয়ান টাচ ব্যাকআপের মতো আকর্ষণীয় ফিচার। পাশাপাশি ট্রান্সসেন্ড এলিট ডাটা ম্যানেজমেন্ট সফটওয়্যার গ্রাহকদের প্রয়োজনীয় ডাটাগুলোকে গোছানো, নিরাপদ ও আপ-টু-ডেট রাখতে সাহায্য করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
কমান্ডার কম্বো কিবোর্ড
থার্মালটেক ব্র্যান্ডের বাংলাদেশে প্রতিনিধি ইউসিসি বাজারে সরবরাহ করছে গেমিং কিবোর্ড কমান্ডার কম্বো। গেমারদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা এই গেমিং কিবোর্ডের সাথে পাচ্ছেন একটি থামালটেক ব্র্যান্ডের মাউস। আকর্ষণীয় ডিজাইনের এই গেমিং কিবোর্ডে রয়েছে ৮টি মাল্টিমিডিয়া কি। ইউএসবি ইন্টারফেস সংবলিত এই কিবোর্ডে রয়েছে অ্যান্টি বুস্টিং কির সুবিধা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের কার ভিডিও রেকর্ডার
দেশে এখন পাওয়া যাবে কার ভিডিও রেকর্ডার। যেসব গ্রাহক নিজেদের গাড়ির প্রতি সচেতন, তাদের পার্সোনালের জন্য গাড়িতে ব্যবহার করতে পারেন ট্রান্সসেন্ড ব্র্যান্ডের কার ভিডিও রেকর্ডার। ড্রাইভ প্রো ৫২০ মডেলের এই কার ভিডিও রেকর্ডারে সংযোজন করা হয়েছে ডুয়াল লেন্স ক্যামেরা, যার মাধ্যমে রোড ভিউ এবং প্যাসেঞ্জার ভিউতে ভিডিও রেকর্ড করা যাবে। এর রয়েছে ১৩০ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল আইএফ/১.৮ এপারচার, ৬ গ্লাস লেন্স সংবলিত ক্যামেরা, যা প্রতিটি মুহূর্তের ক্রিস্টাল ক্লিয়ার ও ফুল এইচডি ১০৮০পি ভিডিও রেকর্ড করতে সাহায্য করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
হুয়াওয়ে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক
দেশের বাজারে হুয়াওয়ে ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক এপি০০৭ বাজারজাত করছে ইউসিসি। এই পাওয়ার ব্যাংকটির পাওয়ার ক্ষমতা ১৩ হাজার মিলি অ্যাম্পিয়ার, যা আপনার একটি ট্যাবলেট ডিভাইসকে সম্পূর্ণরূপে চার্জ দেয়া সম্ভব অথবা আপনার স্মার্টফোনটিকে দুই বা ততোধিক ফুল চার্জ দেয়া সম্ভব। এতে রয়েছে দুটি ইউএসবি স্লট, যা দিয়ে দুটি ভিন্ন ডিভাইসকে একই সময় চার্জ দেয়া সম্ভব। এর ৫ভি২এ আউটপুট সিস্টেম চার্জিং প্রসেসকে করবে গতিময়। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
হুয়াওয়ে টি১ সিরিজের মিডিয়াপ্যাড
ইউসিসি বাজারে সরবরাহ করছে হুয়াওয়ে টি১ সিরিজের ৭.০ ইঞ্চি মিডিয়াপ্যাড। ট্যাবটিতে পাওয়া যাবে আইপিএস ডিসপ্লে এবং যার পিকচার রেজ্যুলেশন থাকবে ১০২৪ বাই ৬০০ পিক্সেল। কোয়াডকোর ১.২ গিগাহার্টজ প্রসেসরের এই ট্যাবে থাকেব ওয়াইফাই ডাটা কানেকশন ও উচ্চগতির থ্রিজি ইন্টারনেট সুবিধা, ফ্রন্ট ও রেয়ার ২ মেগা পিক্লেল ক্যামেরা, ১ জিবি ও ৮ জিবি রম। ৪১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ওজন মাত্র ২৭৮ গ্রাম। অ্যান্ড্রয়িড ৪.৪ কিটক্যাট ভার্সন অপারেটিং সিস্টেমের সাথে পাওয়া যাবে ইমোশন ইউ১ ৩.০ ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
এমএসআই নতুন গেমিং মাদারবোর্ড বি১৫০এ
এমএসআইয়ের বাংলাদেশ প্রতিনিধি ইউসিসি বাজারজাত করছে ইন্টেল চিপসেটের নতুন গেমিং মাদারবোর্ড বি১৫০এ গেমিং প্রো। বেস্ট ইন ক্লাস ফিচার ও টেকনোলজির সমন্বয়ে তৈরি এই গেমিং মাদারবোর্ডটি ইন্টেল এলজিএ ১১৫১ সকেট এবং ষষ্ঠ প্রজন্মের প্রসেসরে ব্যবহারোপযোগী। মাদারবোর্ডটিতে র্যাোমের জন্য রয়েছে চারটি শস্নট, যাতে সর্বোচ্চ ৬৪ জিবি পর্যন্ত ডিডিআর র্যা ম ব্যবহার করা যাবে এবং সর্বোচ্চ ২১৩৩ বাস পর্যন্ত সাপোর্ট দেবে। এর অডিও বুস্ট ৩ গেমারদের দেবে আল্টিমেট অডিও সাউন্ড সলিউশন, মিলিটারি ক্লাস-৫ দেবে সর্বোচ্চ গুণগত মানের নিশ্চয়তা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সাফায়ারের নতুন গ্রাফিক্স কার্ড আর৯ ফুরি এক্স
ইউসিসি বাজারজাত করছে বিশ্বখ্যাত সাফায়ার ব্র্যান্ডের নতুন গ্রাফিক্স কার্ড আর৯ ফুরি এক্স। এই গ্রাফিক্স কার্ডটিকে বলা হচ্ছে বিশ্বের প্রথম টোটাল সলিউশন জিপিইউ, যা সর্বোচ্চ পারফরম্যান্সের পাশাপাশি অবিশ্বাস্য রিয়েল-কে ছবির নিশ্চয়তা দেবে। ২৮ এনএম চিপসেট সংবলিত ৪০৯৬ স্ট্রিম প্রসেসরযুক্ত এই কার্ডে রয়েছে ওয়াটার কুলিং সিস্টেম, যা দীর্ঘক্ষণ চালনায় কার্ডটিকে কম গরম রাখতে সাহায্য করবে। ৪ জিবি ডিডিআর৫ মেমরি আকারের কার্ডটির ইঞ্জিন ক্লক ১০৫০ মেগাহার্টজ, যাতে সর্বোচ্চ চারটি ডিসপ্লে আউটপুট হিসেবে পাওয়া যাবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
সাফায়ার নিট্রো গ্রাফিক্সকার্ড
সাফায়ার ব্র্যান্ডের নিট্রো সিরিজের আর৯ ৩৯০ ও আর৯ ৩৮০ মডেলের গ্রাফিক্সকার্ড বাজারজাত করছে ইউসিসি। এই কার্ডগুলোর বৈশিষ্ট্য হলো জিডিডিআর৫ মেমরি স্পিডের সর্বাধিক ৮ জিবি আকারে পাওয়া যাবে। আর৯ ৩৯০ গ্রাফিক্সকার্ডটি ট্রাই এক্স অর্থাৎ তিনটি ফ্যানসমৃদ্ধ। এতে ২৮এনএম চিপসেটের তৈরি ও সর্বোচ্চ ২৮১৬ স্ট্রিম প্রসেসর যুক্ত রয়েছে। মেমরি ক্লক ৬০০০ মেগাহার্টজ এবং সর্বোচ্চ পাঁচটি ডিসপ্লে আউটপুট হিসেবে পাওয়া যাবে। আর৯ ৩৯০ কার্ডটি ৪ জিবি মেমরি স্পিড ও জিডিডিআর৫ আকারে পাওয়া যাবে, যার ইঞ্জিন ক্লক স্পিড ৯৮৫ মেগাহার্টজ। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
টিম ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক
ইউসিসি দেশের গ্রাহকদের চাহিদার ওপর ভিত্তি করে সম্প্রতি বাজারজাত করছে টিম ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। লিথিয়াম আয়ন সমৃদ্ধ ব্যাটারির এই পাওয়ার ব্যাংকগুলো গুণগত মানে সেরা। এই পণ্যগুলোর গুণগত মান নিশ্চিত করতে গ্রাহকেরা এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা পাবেন। আকর্ষণীয় ডিজাইনের টিম পাওয়ার ব্যাংকগুলো ৫০০০ মিলি অ্যাম্পিয়ার, ৮০০০ মিলি অ্যাম্পিয়ার এবং ১০৪০০ মিলি অ্যাম্পিয়ারে পাওয়া যাবে। ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের পণ্যগুলো তিনটি রংয়ে এবং ৮০০০ মিলি অ্যাম্পিয়ারের পণ্যগুলো অ্যালুমিনিয়ামের ইউনিবডি এবং দুটি ভিন্ন কালারে পাওয়া যাবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
থার্মালটেক ভার্সা এন ২১ কেসিং
দেশে থার্মালটেকের প্রতিনিধি ইউসিসি বাজারে নিয়ে এসেছে ভার্সা এন ২১ কেসিং। আকর্ষণীয় ডিজাইনের মিড টাওয়ার লেভেল এই গেমিং কেসিং পাওয়া যাবে গেমারদের ক্রয়ক্ষমতার মধ্যে। এর গস্নসি বস্ন্যাক ফ্রন্ট টপ প্যানেল দেবে স্টাইলিশ ইমেজ এবং হাই ফুট স্ট্যান্ড ক্যাসিংটির বাতাস চলাচলে সাহায্য করবে। এর টুল ফ্রি ইন্টেরিয়র ডিজাইন এবং হিডেন আই/ও পোর্টস কেসিংটিকে করেছে আকর্ষণীয়। এতে রয়েছে ধুলা ফিল্টারিং সিস্টেম, যা কেসিংয়ের ভেতর পরিষ্কার রাখতে সাহায্য করবে। এছাড়া এতে রয়েছে তিনটি ১২০এমএম বিল্টইন ফ্যান, ক্যাবল ম্যানেজমেন্ট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের ড্রাইভপ্রো বডি ১০ ক্যামেরা বাজারে
সম্প্রতি ইউসিসি বাজারে সরবরাহ করছে ট্রান্সসেন্ডের ড্রাইভপ্রো বডি ১০ ক্যামেরা। এই ক্যামেরা দিনে বা রাতে ১০৮০ পিক্সেলে রেকর্ডিংয়ের মাধ্যমে ফুল এইচডি ফুটেজ পাওয়ার নিশ্চয়তা দেবে। এফ/২.৮ এপারচার ফিচারযুক্ত এই বডি ক্যামেরাটি ১৬০ ডিগ্রি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল ফুটেজ রেকর্ডিং ধারণ করতে পারবে। ক্যামেরাটির ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় ও সহজেই শরীরে বহনযোগ্য। এর প্র্যাকটিক্যাল ভিডিও ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম ছবি ও ভিডিও সহজেই সম্পাদন ও সংরক্ষণে সাহায্য করবে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের ইউএইচএস মেমরি কার্ড
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের বাংলাদেশ প্রতিনিধি ইউসিসি বাজারজাত করছে উঁচু ক্ষমতাসম্পন্ন মেমরি কার্ড। বিশেষত প্রফেশনাল ক্যামেরা ও ভিডিও ধারণকারীদের জন্য এই মেমরি কার্ডগুলোর মাধ্যমে অবিশ্বাস্য ও সর্বাধুনিক কে-ভিডিও এবং ছবি সহজেই ক্যাপচার ও স্টোরেজ করতে পারবেন। সুপার স্পিড সংবলিত মেমরি কার্ডগুলোর রিড ও রাইড স্পিড সর্বোচ্চ ২৮৫এমবি/সেকেন্ড ও ১৮০ এমবি/সেকেন্ড। বেস্ট পারফরম্যান্স ও স্টোরেজ ছাড়াও এই কার্ডগুলোর রয়েছে ওয়াটার প্রুফ, টেম্পারেচার প্রুফ, স্ট্যাটিক প্রুফ, এক্সরে প্রুফ ও শক প্রুফের মত ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ভিউসনিকের ভিএ২২৬৫ মনিটর
ভিউসনিকের পরিবেশক ইউসিসি বাজারজাত করছে ২২ ইঞ্চি নতুন মডেলের মনিটর ভিএ২২৬৫ ২১.৫ ইঞ্চি ভিউএবল। ফুল এইচডি রেজ্যুলেশন, ৩০০০০০০০:১ স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিও এবং সুপার ক্লিয়ার ভিএ টেকনোলজি দেবে গ্রাহকদের অবিশ্বাস্য সুন্দর স্ক্রিন পারফরম্যান্সের নিশ্চয়তা। এর ১৭৮ ডিগগী হরাইজন্টাল ও ভার্টিকল ভিউ অ্যাঙ্গেল দেবে সর্বোচ্চ অ্যাঙ্গেল থেকে স্বচ্ছ ছবি দেখার নিশ্চয়তা। এছাড়া রয়েছে পাঁচটি ভিন্ন প্রিসেট সিনারিও মোড, যা ভিন্ন বস্ত্ত ও ছবি অনুযায়ী সঠিক রং ও স্বচ্ছ ছবি দেবে। এছাড়া মনিটরটিতে রয়েছে ফ্লিকার ফ্রি সিস্টেম, ইকো মোড সিস্টেম, ব্যাকলাইট ফিল্টারের মত ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
জোটেক ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড
ইউসিসি সম্প্রতি বাজারজাত করছে জোটেক ব্র্যান্ডের জিটিএক্স৯ সিরিজ গ্রাফিক্স কার্ড। গেমারদের চাহিদার ওপর ভিত্তি করে জিটিএক্স৯৭০ এএমপি, ৯৬০ এএমপি ৯৫০ এএমপির এই কার্ডগুলো বর্তমানে বাজারে পাওয়া যাবে ২ জিবি ডিডিআর৫ থেকে এক্সট্রিম কোর এডিশন ৪ জিবি ডিডিআর৫ লেভেল পর্যন্ত। এনভিডিয়া চিপসেটে তৈরি এই কার্ডগুলোকে ব্যবহার হয়েছে অ্যাডভান্স টেকনোলজি এবং ক্লাস লিডিং গ্রাফিক্স কম্পোনেন্টে, যা মূলত অবিশ্বাস্য গেমিং অভিজ্ঞতা পেতে সাহায্য করবে। এই কার্ডগুলোতে ব্যবহার হয়েছে সুপার রেজ্যুলেশন টেকনোলজি, যা ৪-কে রেজ্যুলেশন দিতে সক্ষম। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
জোটেক ব্র্যান্ডের নতুন পণ্য উন্মোচন
সম্প্রতি ঢাকার এক হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে জোটেক ব্র্যান্ডের পণ্য দেশের বাজারে উন্মুক্ত করা হয়েছে। ইউসিসির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিসির সিইও সারোয়ার মাহমুদ খান, জোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের কান্ট্রি ম্যানেজার দীপক গুপ্তা এবং এনভিডিয়া গ্রাফিক্সের প্রতিনিধি অতুল মোনা। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ইউসিসির সাথে সম্পৃক্ত প্রায় ১০০ জন প্রথমসারির কমপিউটার বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধি। অনুষ্ঠানের শুরুতেই ইউসিসির সিইও সারোয়ার মাহমুদ খান স্বাগত বক্তব্য রাখেন। তিনি জোটেক ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডের সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন জোটেক গ্রাফিক্স কার্ডের পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা এই পণ্যের ওপর প্রাহকদের চাহিদা বাড়াতে সাহায্য করবে। গ্রাহকদের নির্ভরতা ও আস্থা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে জোটেক পণ্যের চাহিদা বাড়বে। জোটেক ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার দীপক গুপ্তা তার বক্তব্যে জোটেক প্রতিষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত কীভাবে বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্যবসায়িক প্রসার ঘটিয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য পরিবেশন করেন। পাশাপাশি জোটেক পণ্যের কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন
আইসিটি মেগামল উদ্বোধন উপলক্ষে কমপিউটার ভিলেজে ব্যাপক মূল্যছাড়
গত ১৪ জানুয়ারি আইডিবি ভবনের বিসিএস কমপিউটার সিটির তৃতীয় তলায় উদ্বোধন করা হয় কমপিউটার ভিলেজের নতুন আইসিটি মেগামল। ১৯৯৮ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হওয়া কমপিউটার ভিলেজের ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে মোট ৯টি শাখা রয়েছে। শুভ উদ্বোধন ও ১৮ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য কমপিউটার মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ঘোষনা করে, যেখানে ক্রেতারা প্রতিটি ল্যাপটপ ও ডেস্কটপ কমপিউটার ক্রয়ের বিপরীতে ব্র্যান্ড কর্তৃক ঘোষিত প্রমোশন ছাড়াও লাকি কুপনের মাধ্যমে ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট লাভ করেন।
কমপিউটার ভিলেজের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) রিয়াজ আহম্মেদ সুমন জানান, বিখ্যাত লোকেশনে মেগামল ও শোরুমগুলো ছাড়াও তাদের অনলাইন কার্যক্রম জোরদার করা হচ্ছে, যাতে ক্রেতারা সহজেই আকর্ষণীয় দামে পছন্দের পণ্য অনলাইনে কিনতে পারবেন। যোগাযোগ : ০১৭১৩-২৪০৭৭৮

শাহজালাল ইসলামী ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের মধ্যে চুক্তি
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের গ্রাহকদের ‘এসএমএস ব্যাংকিং সেবা’ দেয়ার লক্ষ্যে গত ১ ফেব্রুয়ারি শাহজালাল ইসলামী ব্যাংক ও এসএসএল ওয়্যারলেসের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির ফলে ব্যাংকের গ্রাহকরা মোবাইলে এসএমএসের মাধ্যমে তাদের লেনদেনের তথ্য জানতে পারবেন। এছাড়া প্রতিটি লেনদেনের তথ্য সম্পর্কিত তাৎক্ষণিক অবহিতকরণ বার্তা ও ব্যাংক কর্তৃক প্রদত্ত কোনো নতুন সেবার ব্যাপারে অবহিতকরণ বার্তা গ্রাহকরা পাবেন। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এবং এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক ও ডিসিসিআইয়ের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মনজেরুল ইসলাম ও আবদুল আজিজ এসইভিপি এবং মানবসম্পদ বিভাগের প্রধান মো: নাজিমউদ্দৌলা এসইভিপি ও বিনিয়োগ বিভাগের প্রধান মো: মাহমুদুল হক, ইভিপি ও আইটি বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার মো: রফিকুল ইসলাম, করপোরেট বিভাগের ইভিপি মনজেরুল আলম চৌধুরী, ভিপি ও জনসংযোগ বিভাগের প্রধান মো: সামছুদ্দোহা এবং এসএসএল ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
এসএসএল ওয়্যারলেসকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পিএসও লাইসেন্স প্রদান
বাংলাদেশের বৃহৎ অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেডকে (যা এসএসএল ওয়্যারলেস নামে পরিচিত) গত ২৫ জানুয়ারি পিএসও (পেমেন্ট সিস্টেম অপারেটর) লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সফটওয়্যার শপ লিমিটেডের অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা এসএসএল কমার্জের নামে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪-এর অধীনে এই লাইসেন্স দেয়া হয় এবং ই-কমার্স লেনদেন সম্পাদনে এসএসএল কমার্জ গেটওয়ের মাধ্যমে ই-মার্চেন্টদের সেবা দেয়ার জন্য পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে কার্যক্রম পরিচালনার অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও ডাচ-বাংলা ব্যাংকের সহায়তায় ২০১০ সালে বাংলাদেশের অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা খাতে প্রথম নাম লেখায় এসএসএল কমার্জ এবং সেই থেকেই এ দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ই-কমার্স শিল্প। শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে মিলিতভাবে মার্চেন্ট পেমেন্ট সেবা দেয়ার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে এসএসএল কমার্জ। বিগত ৬ বছরে বাংলাদেশে ই-কমার্স শিল্পের প্রতি সচেতনতা তৈরিতে এসএসএল ওয়্যারলেস ধারাবাহিকভাবে বাংলাদেশ ব্যাংক, বেসিস, ই-কমার্স অ্যালায়েন্স, ই-ক্যাব, ভিসা এবং বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিস্তারিত : www.sslcommerz.com
ই-ক্যাব ইয়ুথ ফোরামের যাত্রা শুরু
তরুণ উদ্যোক্তাদের সঠিক পথে পরিচালিত করতে এবং তাদেরকে ব্যবসায় সম্পর্কে সঠিক দিকনির্দেশনা ও ই-কমার্সের ওপর দক্ষ জনবল তৈরির জন্য ই-ক্যাব তরুণদের জন্য গঠন করেছে ই-ক্যাব ইয়ুথ ফোরাম। গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর ফ্রেপড অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ই-ক্যাব ইয়ুথ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান। তিনি বলেন, ‘বাংলাদেশে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় ই-কমার্স খাত। দেশি-বিদেশি বিনিয়োগে ইতোমধ্যেই এই খাতের বার্ষিক লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। ক্রেতাদের আস্থা অর্জন করতে পারলে আগামী ১০ বছরের মধ্যেই দেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত হবে ই-কমার্স। সেখানে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে আজকের তরুণরাই। উদ্যোক্তা থেকে শুরু করে কয়েক লাখ তরুণের কর্মসংস্থান হবে এই খাতে। তাই তরুণদেরকে এখনই এই খাতে যুক্ত হওয়ার প্রস্ত্ততি নিতে হবে।’
ই-ক্যাব ইয়ুথ ফোরামের সভাপতি আসিফ আহনাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন মামুন এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল। এছাড়া অনুষ্ঠানে ই-ক্যাবের কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সাখাওয়াত হোসেন মামুন বলেন, ‘ই-কমার্সে তরুণদের আগ্রহী করতে এবং সচেতনতা তৈরিতে জেসিআই ও ই-ক্যাব একসাথে কাজ করবে।’
ফোরমের সদস্যপদ সম্পর্কিত প্রশ্নে ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ বলেন, ই-ক্যাব ইয়ুথ ফোরামে যেকোনো তরুণ যোগ দিতে পারবেন। এতে কোনো মেম্বারশিপ ফি লাগবে না। এখানে ভবিষ্যৎ ই-কমার্স উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তির নানা বিষয় নিয়ে কাজ করা হবে। এছাড়া ই-ক্যাবের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল ইয়ুথ ফোরাম থেকে এ বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩০টি সেমিনার আয়োজনের পরিকল্পনার কথা জানান। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের সম্ভাবনাময় ই-কমার্স খাতের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি ও এই খাতে যুক্ত হতে তরুণদের মানোন্নয়নে কাজ করবে ই-ক্যাব ইয়ুথ ফোরাম। এজন্য খুব শিগগিরই ই-ক্যাব ইয়ুথ ফোরমের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতেও কমিটি গঠন করা হবে
ঢাকায় ইপসন কনসেপ্ট স্টোর চালু
দেশের অন্যতম প্রযুক্তিপণ্য সেবাদাতা প্রতিষ্ঠান কমপিউটার সোর্সের উদ্যোগে মাল্টিপ্লান কমপিউটার সিটি সেন্টারে স্থাপিত হলো ইপসন কনসেপ্ট স্টোর। সম্প্রতি রাজধানীর মাল্টিপ্লান সেন্টারের নবম তলায় এটি উদ্বোধন করেন ইপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার পি সত্য নারায়ণ, ডেপুটি জেনারেল ম্যানেজার একে হারিশ এবং ইপসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার তন্ময় চক্রবর্তী। কমপিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ ও এইউ খান জুয়েল এ সময় উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কমপিউটার সোর্সের ব্যবসায় ব্যবস্থাপক (ইপসন) আশেক উল ইসলাম জানান, কনসেপ্ট স্টোরটি থেকে গ্রাহকদের ইপসনের হালনাগাদ প্রিন্টার, প্রজেক্টর, স্ক্যানার এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ সেবা দেয়া হবে। এর আগে বিসিএস ইনোভেশন সেন্টারে দিনব্যাপী কর্মশালায় অর্ধশত ব্যবসায় অংশীদারকে ইপসনের পণ্য সারি এবং এর মৌলিকতা ও প্রাযুক্তিক বৈশিষ্ট্য, বিক্রয়োত্তর সেবা, গ্রাহক পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় ইপসন এলওএম সিরিজের প্রিন্টার, থ্রি এলসিডি প্রজেক্টরের হ্যান্ডস অন টেকনিক্যাল নলেজ গ্রহণ করেন অংশ নেয়ারা
দেশে অ্যাপল পণ্যের সেবাদাতা কমপিউটার সোর্স
দেশে অ্যাপল ব্যবহারকারীদের জন্য স্বসিত্ম নিয়ে এলো প্রযুক্তিপণ্য সেবাদাতা প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। বিশেষ কারিগরি সুবিধা নিয়ে প্রতিষ্ঠানটির ধানম--র কেন্দ্রীয় সেবাকেন্দ্রে খোলা হয়েছে ‘অ্যাপল সার্ভিস জোন’। সার্ভিসের গুণগত মান নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে অ্যাপল সার্টিফায়েড দক্ষ টেকনিশিয়ান। ফলে ম্যাক ও আইওএস ডিভাইসের সেবা বিষয়ে শঙ্কা আর ভোগামিত্ম থেকে মুক্ত থাকতে পারছেন ব্যবহারকারীরা। এছাড়া কমপিউটার সোর্সের দেশজুড়ে বিসত্মৃত ৪০টি শাখা অফিস থেকে যান্ত্রিক ত্রম্নটি সেবা পাচ্ছেন অ্যাপল ম্যাকবুক (নেটবুক ও ডেস্কটপ) ও আইওএস ব্যবহারকারী। একই সাথে ওয়ারেন্টিযুক্ত কিংবা ওয়ারেন্টি ছাড়া উভয় ধরনের ম্যাকবুক (নেটবুক ও ডেস্কটপ) ও আইওএস স্বল্পতম সময়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রতিস্থাপন করে সচল করারও সুযোগ রয়েছে এখানে। কমপিউটার সোর্স থেকে কেনা নয় অ্যাপল ব্র্যান্ডের এমন যান্ত্রিক ত্রম্নটিগ্রস্ত অ্যাপল ডিভাইসেও এখান থেকে সেবা দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে রিপিয়ার পার্টসের জন্য আলাদা দাম পরিশোধ করতে হয়। যেকোনো সমস্যায় এখন থেকে অ্যাপল ব্যবহারকারীরা কমপিউটার সোর্সের ওয়েবসাইট এবং ফেসবুক ফ্যানপেজ থেকে জানতে ও সেবা নিবন্ধন করতে পারবেন। যোগাযোগ : ০১৯৩৯৯১৯৬০০
বাজারে দ্বিমুখী চার্জিং ডাটা ক্যাবল
একটি ক্যাবলের মাধ্যমে একইসাথে অ্যাপল ও অ্যান্ড্রয়েড ডিভাইস চার্জ দেয়ার সুবিধা নিয়ে এলো দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য সেবাদাতা প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। বাজারে আনলো ইউএসবি পোর্ট সুবিধার দ্বিমুখী চার্জিং ক্যাবল প্রোলিংক-পিইউসি ৫০০। ডাটা ক্যাবলটির বহির্মুখী পোর্টের একটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইসের জন্য ৫ পিনের মাইক্রো ক্যাবল এবং অপরটিতে ৮ পিনের মাইক্রো ক্যাবল নিশ্চিত করেছে আইওএসচালিত আধুনিক মোবাইল ডিভাইসের চার্জিং ও ডাটা স্থানান্তর সুবিধা। এক মিটার দীর্ঘ জটমুক্ত তারের উভয় পোর্টেই রয়েছে ধূলি-নিরোধক ব্যবস্থা ডাস্ট ক্যাপ। প্রাযুক্তিক সুবিধার পাশাপvাশ ফ্যাশনেও এগিয়ে আছে ডাটা ক্যাবলটি। সাদা, কালো, নীল, সবুজ, হলুদ ও গোলাপি রংয়ের পরিবেশবান্ধব ও দুর্ঘটনার ঝুঁকিমুক্ত প্রযুক্তির এই প্রোলিংক ডাটা ক্যাবলের দাম ৬০০ টাকা
চতুর্থ বছরে কমপিউটার সোর্স আইটি ব্র্যান্ড শপ
চার বছরে পদার্পণ করল দেশের প্রথম আইটি ব্র্যান্ডশপ। রাজধানীর ধানম--তে দেশি ব্র্যান্ডের সিএসএম পিসিসহ প্রায় অর্ধশত আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য ও সেবা নিয়ে ২০১৩ সালের ৯ জানুয়ারি এই শপটি চালু করে স্থানীয় প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। ধানম--র ২৭ নম্বরে সাড়ে ৭ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিসত্মৃত এই শপটিতে রয়েছে অ্যাপল, ফুজিৎসু, ডেল, এইচপি, মাইক্রোসফট, মাইক্রোল্যাব, ইন্টেল, সিসকো, ট্রেন্ডমাইক্রো, লজিটেক, ইপসন, লেক্সমার্ক, রেজার, প্রোলিংক, অ্যান্টেক, ডব্লিউডি ব্র্যান্ডের আইটি পণ্য। রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ থেকে শুরু করে ব্র্যান্ডভিত্তিক প্রিন্টার, হোমথিয়েটার, হেডফোন, রাউটার মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ডের মতো কমপিউটারের খুঁটিনাটি যন্ত্রাংশ। রয়েছে এক্সপেরিয়েন্স জোন। এই ব্র্যান্ড শপটির সাথেই রয়েছে অ্যাপলের অথরাইজড রিটেইল শপ। সাড়ে ৭০০ বর্গফুট প্রশস্ত কর্নারে ম্যাকবুক থেকে শুরু করে রয়েছে সবশেষ মডেলের আইফোনও। শুধু অভিজাত নয়; নিরিবিলি ও মনোরম পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে নিমণমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের জন্যও এই শপটিতে রয়েছে সাধ্যের মধ্যে সেরা প্রযুক্তিপণ্য কিনে নেয়ার সুযোগ। নগদ টাকার পাশাপাশি রয়েছে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা
ঢাকায় সফল ফ্রিল্যান্সারদের সমাবেশ অনুষ্ঠিত
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে গত ৮ জানুয়ারি গুলশান ক্লাবে সফল ফ্রিল্যান্সারদের সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে সফটওয়্যার, ফিমেল, মোবাইল অ্যাপস, অনলাইন বস্নগিং ও কনটেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব অ্যাপ্লিকেশন, এসইও ও অনলাইন মার্কেটিং, ফিমেল আউটসোর্সিং প্রফেশনাল, ইন্ডিভিজ্যুয়াল আউটসোর্সিং প্রফেশনাল, স্টার্টআপ কোম্পানি, আউটসোর্সিং প্রতিষ্ঠান, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন, এন্টারপ্রেনারসহ বিভিন্ন ক্যাটাগরিতে সফল ২০ জন ফ্রিল্যান্সারকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে শতাধিক সফল এন্টারপ্রেনার ফ্রিল্যান্সার অংশ নেন। অনুষ্ঠানে ফ্রিল্যান্সারদের পেশাকালীন বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ফ্রিল্যান্সারদের জন্য বিপুলসংখ্যক ভেঞ্চার ক্যাপিটাল গড়ে তোলা, ফ্রিল্যান্সারদের একে অপরের প্রতি সহযোগিতার মনোভাবসহ বিভিন্ন সমস্যা সমাধানে ড্যাফোডিল গ্রুপ সহযোগিতার পাশাপাশি একযোগে কাজ করবে
শিক্ষা বৃত্তি চালু করল লজিটেক
বাংলাদেশের আর্থিক অসচ্ছল ব্যবসায় অংশীদারদের মেধাবী সন্তান ও পোষ্যদের জন্য শিক্ষা বৃত্তি চালু করল প্রযুক্তি ব্র্যান্ড লজিটেক। আগামীতে গ্রাহক পর্যায়েও এই কর্মসূচি চালু করবে প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে স্থানীয় গ্রাহকদের জন্য ঘরে বসেই লজিটেক পণ্যের আপডেট জানা ও পণ্য ক্রয়ের জন্য বিশেষ অ্যাপ প্রকাশ এবং প্রযুক্তি ব্যবহার সচেতনতা বিষয়ে সেমিনার ও ভোক্তা প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিয়েছেন সদ্য নিযুক্ত লজিটেক বাংলাদেশ চ্যানেল ম্যানেজার তারিকুল হক নিপু। তিনি জানান, বাংলাদেশে লজিটেকের বাজার বিসত্মৃতির পাশাপাশি একজন বাংলাদেশি হিসেবে আমি সুনির্দিষ্ট কিছু উদ্যোগ গ্রহণ করেছি। ব্যবসায়ী ও ভোক্তাদের কল্যাণে এই উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যেই শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করেছি। চলতি মাসে আমাদের স্থানীয় পরিবেশক কমপিউটার সোর্সের মাধ্যমে প্রযুক্তি ব্যবসায়ীরা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ফেব্রুয়ারিতে বৃত্তিপ্রাপ্তদের এক বছরের বেতন ও শিক্ষা খরচ দেয়া হবে
নতুন আঙ্গিকে ডক্টরসবিডি ডটকম
দেশের প্রথম চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েব পোর্টাল ডক্টরসবিডি ডটকম নতুন আঙ্গিকে তাদের অনলাইন পরামর্শ সেবা চালু করেছে। বর্তমানে ওয়েবের সাথে সাথে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমেও এ অনলাইন পরামর্শ সেবা পাওয়া যাচ্ছে। সম্প্রতি তারা তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন doctorsbd.com ১.০ ভার্সন গুগল প্লে স্টোরে উন্মুক্ত করেছে। সেখান থেকে বিনামূল্যে এই অ্যাপ পাওয়া যাচ্ছে (ডাউনলোড লিঙ্ক : goo.gl/uvjnoy)। যেখানে আছে বাংলা ও ইংরেজি ভাষায় প্রশ্ন করার সুবিধা। ডক্টরসবিডি ডটকমের সিইও মাহফুজুর রহমান খান বলেন, ‘আমাদের চার হাজারেরও বেশি নিবন্ধিত অভিজ্ঞ ডাক্তার আছেন, যেখান থেকে একজন তার প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগের মাধ্যমে সেবা নিতে পারবেন।’ তিনি আরও বলেন, একজন রোগী তার সমস্যা সাবমিট করার ২৪ ঘণ্টার মধ্যে পরামর্শ পেয়ে যাবেন। ডক্টরসবিডি ডটকমের ফাউন্ডার আরিফুল হাসান অপু জানান, অনলাইনের মাধ্যমে কীভাবে খুব সহজে চিকিৎসা সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া যায় সে লক্ষ্যকে সামনে রেখেই তারা কাজ করছেন। শুধু অনলাইন পরামর্শ সেবা নয়, আরও কিছু প্রয়োজনীয় মেডিক্যাল সেবা খুব দ্রুত তারা দেয়া শুরু করবেন। ২০০৪ সাল থেকে ডক্টরসবিডি ডটকম অনলাইনে স্বাস্থ্য ও মেডিক্যাল বিষয়ক নানা সেবা নিয়ে কাজ করছে
মাইক্রোসফটের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চুক্তি
‘পার্টনারস ইন লার্নিং’ কর্মসূচি বাস্তবায়নে মাইক্রোসফট বাংলাদেশ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চুক্তি সই করেছে। সম্প্রতি মাইক্রোসফটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতির উন্নয়নে ‘এডুকেশন ট্রান্সফর্ম অ্যাগ্রিমেন্ট’ শীর্ষক এ চুক্তি হয়েছে। এতে সবার প্রাপ্য শিক্ষা নিশ্চিত করা যাবে। মাইক্রোসফটের ভাষ্য, ‘পার্টনারস ইন লার্নিং’ কর্মসূচিটি একটি বৈশ্বিক উদ্যোগ। এটি প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রশিক্ষিত শিক্ষকদের বৈশ্বিক নেটওয়ার্কের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয়, অপরিহার্য ও কার্যকর সব উপাদান নিয়ে কাজ করে। এর মধ্যে রয়েছে শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নিয়ে গবেষণা ও পেশাদার জনবল তৈরি করা।
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, ‘বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের সাথে থাকতে মাইক্রোসফট বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে। দেশের সার্বিক উন্নতিতে শিক্ষা খাত খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত’
অ্যাপ বাজারের আনুষ্ঠানিক যাত্রা শুরু
দেশের প্রথম অ্যাপ্লিকেশন স্টোর অ্যাপ বাজারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অ্যাপ স্টোরটির আনুষ্ঠানিক ঘোষণা দেন অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লিমিটেডের (এএপিবিডি) প্রধান নির্বাহী শফিউল আলম।
তিনি বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো দেশীয় অ্যান্ড্রয়িড ডেভেলপারদের অ্যাপস নিয়ে পূর্ণাঙ্গ অ্যাপসের বাজার ‘অ্যাপ বাজার’ চালু করা হলো। এখান থেকে টাকা দিয়ে প্রয়োজনীয় অ্যাপ কেনাবেচা করা যাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ লিমিটেডের (এএপিবিডি) প্রধান বিপণন কর্মকর্তা আ স ম সালাউদ্দিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা নাঈম সাকিব প্রমুখ। মুনির হাসান বলেন- শিক্ষা, ব্যবসায় এবং চাকরির প্রতিটি ক্ষেত্রে মোবাইল অ্যাপ্লিকেশন তথা মোবাইল অ্যাপস বর্তমানে একটি নিত্যপ্রয়োজনীয় বস্ত্ততে পরিণত হয়েছে। অ্যাপ বাজার অ্যাপপ্রিয় স্মার্টফোন ব্যবহারকারীদের সেই চাহিদা পূরণ করবে। পাশাপাশি দেশি অ্যাপ নির্মাতাদের তৈরি অ্যাপ সহজে কেনাবেচার সুযোগও উন্মুক্ত হলো। অ্যাপ বাজারের লিঙ্ক www.appbajar.com
অনিয়ম এড়াতে ই-জিপিভুক্ত হচ্ছে আরও ১২৩৩ সংস্থা
দরপত্র দাখিল প্রক্রিয়ায় অনিয়ম প্রতিরোধ করার লক্ষ্যে সরকারি অর্থ ব্যবহারকারী আরও ১২৩৩টি সংস্থাকে ই-গভর্মেন্ট প্রকিউরমেন্টের (ই-জিপি) অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। এসবের মধ্যে মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর, সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি এবং স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা রয়েছে। এসব সংস্থাকে ই-জিপিভুক্ত করতে নতুন ডাটা সেন্টার কেনা ও পোর্টালের ক্ষমতা বাড়ানো হচ্ছে। এ বিষয়ে চলতি বছরের ৩১ মার্চ চুক্তি সই হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে ৩০টি মন্ত্রণালয় ও বিভাগের ১১১টি ক্রয়কারী সংস্থা যুক্ত আছে ই-জিপিতে। নিবন্ধিত ক্রয়কারীর সংখ্যা ২১৮৬টি। নিবন্ধিত দরপত্রদাতার সংখ্যা ১৮ হাজার ৭৭৭
দেশে আরও ১২ আইটি পার্ক নির্মাণ করা হবে : পলক
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর দেশ গড়তে বর্তমান সরকার বিদ্যমান নির্মাণাধীন আইটি পার্কের পাশাপাশি আরও ১২টি আইটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি সম্প্রতি সংসদে বেসরকারি দিবসে আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের ওপর দেয়া বক্তব্যে এ কথা জানান। তিনি বলেন, এসব আইটি পার্ক গোপালগঞ্জ, কুমিলস্না, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, জামালপুরসহ অন্যান্য জেলায় স্থাপন করা হবে। পার্ক স্থাপনের জন্য বেশ কটি জেলায় জমি অধিগ্রহণও করা হয়েছে। তিনি জানান, সরকার পর্যায়ক্রমে দেশের যেসব এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব এলাকায় আইটি পার্ক স্থাপন করবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার প্রশিক্ষিত আইটি জনশক্তি গড়ে তুলতে দেশের বিভিন্ন স্থানে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করবে। এসব সেন্টারে আইটির ওপর তিন মাস থেকে এক বছর মেয়াদি ডিপেস্নামা কোর্স চালু করা হবে। তিনি জানান, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে আইটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে এ খাতের উন্নয়ন এবং দেশে পর্যাপ্ত আইটি বিশেষজ্ঞ ও জনশক্তি গড়ে তোলার জন্য পরিকল্পনা অনুয়ায়ী কাজ করে যাচ্ছে
আজিয়াটা ও ভারতী এয়ারটেল বাংলাদেশে কার্যক্রম একীভূতকরণে সম্মত
আজিয়াটা গ্রুপ বারহাদ (আজিয়াটা) ও ভারতী এয়ারটেল লিমিটেড (ভারতী) বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেড (রবি) এবং এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের (এয়ারটেল) কার্যক্রম একীভূত করতে আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হয়েছে। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুই কোম্পানির তরফ থেকে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার সম্ভাবনার বিষয়ে একান্ত আলোচনা শুরুর ঘোষণা দেয়ার পর এই চুক্তি হল।
একীভূতকরণের পর দুই কোম্পানির একীভূত সত্তা রবি নামেই ব্যবসায় পরিচালনা করবে এবং একীভূত সত্তার গ্রাহকসংখ্যা দাঁড়াবে প্রায় ৪ কোটিতে। এই চুক্তির কার্যকারিতা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (রেগুলেটরি), সরকার এবং আদালতের অনুমোদন পাওয়ার ওপর নির্ভরশীল। এই প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। চুক্তি সম্পাদনের ফলে শেয়ার মূলধনের পুনর্বিন্যাস হবে এবং এতে আজিয়াটা একীভূত সত্তার ৬৮.৩ শতাংশ নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে ভারতী ২৫ শতাংশ এবং বাকি ৬.৭ শতাংশ বর্তমানের অপর শেয়ারহোল্ডার জাপানের এনটিটি ডকোমোর কাছে থাকবে।
রবির প্রধান নির্বাহী সুপুন বীরাসিংহে বলেন, বাংলাদেশের বর্তমান অসম প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগী বহুল টেলিকমিউনিকেশন খাতে একীভূতকরণ অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মনে করি, এই একীভূতকরণের মাধ্যমে আজিয়াটা এবং ভারতী এয়ারটেল উভয়েই বর্ধিত আকার ও দক্ষতায় ব্যয় সঙ্কোচনের সুবিধা পাবে। পাশাপাশি কর্মকৌশলের সর্বোচ্চ বাস্তবায়ন ও গ্রাহকদের আরও সাশ্রয়ী সেবা দেয়ার লক্ষ্যে যেকোনো বিনিয়োগে এই খাতের দুই শীর্ষস্থানীয় অপারেটর তাদের সম্মিলিত ক্ষমতা কাজে লাগাতে পারবে, যা এই শিল্পের সার্বিক কল্যাণ সাধন করবে এবং জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
বিজয় ফুলকি শিশু শিক্ষা মেলা অনুষ্ঠিত
রাজধানী পীরেরবাগে অনুষ্ঠিত হলো ফুলকি বিজয় ডিজিটাল শিশু শিক্ষা মেলা ২০১৬। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জববার বলেন, ডিজিটাল শিক্ষা শিশুদের অধিকার। উন্নত বিশ্বের শিশুরা যখন প্রযুক্তির হাত ধরে শিক্ষা নিচ্ছে তখন আমাদের শিশুরা কেন পিছিয়ে থাকবে। তিনি জানান, শহরতলির একটি শিশু শিক্ষাপ্রতিষ্ঠান হয়েও ফুলকি ডিজিটাল শিক্ষাব্যবস্থা প্রচলন করে প্রমাণ করেছে বিষয়টি টাকা-পয়সার সাথে যুক্ত নয়, বরং মানসিকতার সাথে যুক্ত। তিনি স্কুলের অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদেরকে শিক্ষার ডিজিটাল রূপান্তরের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার আহবান জানান। তিনি বলেন, আমাদের শিশুরা শুধু বাংলাদেশের কর্মী হবে না, সারা দুনিয়ার কর্মী হবে। এজন্য তাদেরকে বিশ্বমানের শিক্ষা দিতে হবে। শিশু সংগঠক ও ফুলকি নার্সারি স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন রশিদ জনি, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সেলিম জাহিদ, বিজয় ডিজিটালের ব্যবস্থাপক জেসমিন জুঁই এবং মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া খান রিজন। আলোচক হিসেবে ছিলেন আলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও লেখক এবিএম মিজানুর রহমান এবং মালকোষ সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক এসএম সলিমুলস্নাহ মুরাদ। অনুষ্ঠানে ডিজিটাল শিক্ষা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুঁই। তিনি বিজয় শিশু শিক্ষা-২ সফটওয়্যারটিও উপস্থাপন করেন
দেশে যাত্রা শুরু করল ‘ট্রান্সপে’
আন্তর্জাতিকভাবে শীর্ষ অনলাইন পেমেন্ট সেবা ‘ট্রান্সপে’ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। গ্লোবাল অর্থ লেনদেন এবং ক্রস বর্ডার পেমেন্ট প্রতিষ্ঠান ট্রান্সফাস্টের একটি পণ্য ট্রান্সপে। বাংলাদেশের এগিয়ে চলা ডিজিটাল অর্থনীতির অগ্রগতির সাথে সহযোগিতায় এগিয়ে আসতে সম্প্রতি ঢাকায় বিভিন্ন ব্যাংকের সাথে এক অনুষ্ঠানে মিলিত হয়েছেন ট্রান্সপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামিষ কুমার। রাজধানীর রেডিসন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ট্রান্সফাস্টের এশিয়া, আফ্রিকা ও ইউরোপ অঞ্চলের পরিচালক সামির বিদ্যাৎ, ট্রান্সপে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার নাবিলা খুরশিদসহ বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ট্রান্সপে বিজনেস টু বিজনেস/বিজনেস টু পার্টনারস পেমেন্ট সেবা দিচ্ছে। অনুষ্ঠানে সামিষ কুমার বলেন, বাংলাদেশি ফ্রিল্যান্সারেরা যাতে দেশের ৬০টি স্থানীয় বাংলাদেশি ব্যাংক থেকে নিজের কাজের অর্থ সরাসরি তুলতে পারেন তার সম্পূর্ণ ব্যবস্থা আছে ট্রান্সপে সেবায়। বাংলাদেশের মেধাবী ফ্রিল্যান্সারদের প্রশংসা করে সামিষ কুমার আরও বলেন, ইল্যান্স-ওডেস্ক অনলাইন ওয়ার্ক রিপোর্টের তথ্যানুযায়ী বাংলাদেশ আন্তর্জাতিকভাবে ফ্রিল্যান্সিংয়ে শীর্ষ দশ দেশের মধ্যে একটি। ট্রান্সপের কান্ট্রি ম্যানেজার নাবিলা খুরশিদ বলেন, বাংলাদেশ ফ্রিল্যান্সিংয়ের অন্যতম বাজার হওয়ায় ডেডিকেটেড অপারেশন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে দক্ষ সাপোর্ট টিম ফ্রিল্যান্সারদের যেকোনো ধরনের সেবা দিতে পাশে থাকবে। বিস্তারিত : transpay.global
গ্লোবাল সার্ভিসেস লোকেশন ইনডেক্সে ৪ ধাপ এগোলো বাংলাদেশ
আইটি আউটসোর্সিং, ব্যাক অফিস বা অফশোরিং, বিজনেস প্রসেসিং আউটসোর্সিং (বিপিও), ভয়েস সার্ভিসসহ বেশ কয়েকটি ক্ষেত্রে অসামান্য অগ্রগতির ধারাবাহিকতায় গ্লোবাল সার্ভিসেস লোকেশন ইনডেস্কে (জিএসএলআই) চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৪ সালে প্রথমবারের মতো ইনডেক্সে ২৬তম অবস্থানে থাকলেও এবার বাংলাদেশের অবস্থান ২২। বিশ্বের শীর্ষস্থানীয় ম্যানেজমেন্ট কনসাল্টিং প্রতিষ্ঠান ‘এ টি কারনি’র সম্প্রতি প্রকাশিত এক জরিপে বাংলাদেশ এই সম্মানজনক অবস্থান পেয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) গত কয়েক বছর ধরে এ টি কারনিকে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করে আসছে। এছাড়া বিদেশে কান্ট্রি ব্র্যান্ডিং করছে আইসিটি ডিভিশন ও বেসিস।
জিএসএলআইয়ে বাংলাদেশের অগ্রগতি প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকারের বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে গত কয়েক বছর ধরে তথ্যপ্রযুক্তিতে নানা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া শুরু করেছে বাংলাদেশ। এর মধ্যে আইটিইউ অ্যাওয়ার্ড, সাউথ সাউথ অ্যাওয়ার্ড, গার্টনার এবং এ টি কারনিসহ বেশ কিছু সম্মানজনক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। বেসিস সভাপতি শামীম আহসান বলেন, এ টি কারনির এই সূচকে প্রধান দেশগুলোর বিশ্বের উল্লেখযোগ্য ৫০টি আইটি আউটসোর্সিং ও অফশোরিং দেশের মধ্যে এশিয়ার প্রভাব রয়েছে। এই তালিকায় চার ধাপ এগিয়ে আমরা প্রমাণ করেছি তথ্যপ্রযুক্তি খাতে আমাদের অগ্রগতির ধারাবাহিকতা রয়েছে। আমরা যদি আগামী তিন বছরের মধ্যে জিএসএলআইয়ের তালিকায় প্রথম ১০টি দেশের মধ্যে থাকতে চাই, তাহলে আমাদেরকে স্থানীয় বাজার উন্নয়নে জোর দিতে হবে। আর এজন্য পাবলিক প্রকিউরমেন্ট পলিসি ও পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টে পরিবর্তন এনে সরকারি কাজে দেশি কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে

ই-ক্যাব কার্যনির্বাহী পরিষদের সাথে আইসিটি প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতারা গত ৪ ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতে ই-ক্যাব নেতারা বাংলাদেশের ই-কমার্স খাতে বিরাজমান বিভিন্ন সমস্যা এবং এ নিয়ে পরিকল্পনা ও প্রস্তাবের কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
প্রতিমন্ত্রী ই-ক্যাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি ই-ক্যাব নেতাদেরকে তার মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।
পলক বাংলাদেশের ই-কমার্স খাতে বিরাজমান সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে পলিসি ডায়লগ আয়োজন করা এবং ই-কমার্সে নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ই-ক্যাব নেতাদেরকে একটি খসড়া নীতিমালা তৈরির পরামর্শ দেন এবং এ ব্যাপারে তার মন্ত্রণালয় থেকে সহযোগিতার কথা বলেন। যত দ্রুত সম্ভব এ নীতিমালা প্রণয়নের জন্য তিনি তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশও দেন। এছাড়া ই-কমার্সের অন্যান্য সমস্যা, যেমন- ডেলিভারি, পেমেন্ট, দেশি-বিদেশি বিনিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রতিমন্ত্রীর সাথে ই-ক্যাব নেতাদের দীর্ঘ আলোচনা হয়। ই-ক্যাব নেতারা ট্রেড লাইসেন্সে ই-কমার্সকে নতুন বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করা, ই-কমার্সের বাজার বিশেস্নষণ ও বিভিন্ন ধরনের গবেষণাকাজ পরিচালনায় সহযোগিতা করার জন্য প্রতিমন্ত্রীকে অনুরোধ জানালে তিনি তৎক্ষণাৎ সম্মত হন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। বাংলাদেশের ই-কমার্স খাতে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিমন্ত্রীর আন্তরিকতা এবং দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য ই-ক্যাব নেতারা তাকে স্বাগত জানান।
ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক মো: আবদুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক, ডিরেক্টর (গভর্নমেন্ট অ্যাফেয়ার্স) মো: আরিফুল হাই রাজীব, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) তানভির এ মিশুক, ডিরেক্টর নাছিমা আক্তার ও আফজাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। ই-ক্যাব ওয়েবসাইট : www.e-cab.net/

ই-ক্যাবের আয়োজনে ই-কমার্স ডেলিভারি ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার
গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার হলে ই-কমার্স ডেলিভারি ব্যবস্থাপনার ওপর এক সেমিনার আয়োজন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সেমিনারে ই-কমার্স ডেলিভারি কীভাবে ব্যবস্থাপনা করতে হয় এ বিষয়ে বিশেষজ্ঞদের পৃথক উপস্থাপনার মধ্য দিয়ে তা দেখানো হয় ই-ক্যাব মেম্বার এবং ই-কমার্সে উদ্যোক্তা হতে আগ্রহী অংশগ্রহণকারীদের। এছাড়া ই-কমার্স ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য ডেলিভারির জটিলতা নিয়েও ফলপ্রসূ আলোচনা করেন বক্তারা। ই-কমার্স বর্তমানে বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। দিন দিন অনলাইনে কেনাকাটা এবং লেনদেন বাড়ছে। তবে এই ক্রমবর্ধিত জনপ্রিয়তার পাশাপাশি এই খাতে রয়েছে বেশ কিছু জটিলতাও। ডেলিভারির জটিলতা এই খাতের অন্যতম প্রধান জটিলতা। তাই এই সমস্যার কীভাবে সহজ সমাধান বের করা যায়, তাই নিয়ে ই-ক্যাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং এই কাজের একটি অংশ হিসেবে উদ্যোক্তাদের সচেতনতামূলক এই সেমিনারের আয়োজন করে ই-ক্যাব। ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ই-কুরিয়ার লিমিটেডের প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল। ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ইকুরিয়ার ডটকম ডটবিডি এবং পৃষ্ঠপোষকতায় ঘুড়ি ডটকম ডটবিডি ও ফস্টার পেমেন্টস
তিন দিনব্যাপী গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা অনুষ্ঠিত
এক্সপো মেকারের আয়োজনে ৭ থেকে ৯ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। একটি মেগা প্যাভিলিয়ন, ৮টি প্যাভিলিয়ন, ৫টি মিনি প্যাভিলিয়ন ও ১০টি স্টল ছিল মেলায়। আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং লি, এলিট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশফাক মনির, হুয়াওয়ের মার্কেটিং ম্যানেজার বার্নার্ড ওয়াং, এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি মুহাম্মদ খান ও মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী। এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট কমপিউটার নিয়ে দেশে এটা পঞ্চম প্রদর্শনী। মেলার টাইটেল স্পন্সর হিসেবে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং কো-স্পন্সর হিসেবে ছিল এলিট, হুয়াওয়ে, স্যামসাং ও সিম্ফনি।
মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যায়। স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নেয়

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৬ - ফেব্রুয়ারী সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস