এখন সবার হাতে হাতেই অ্যান্ড্রয়িড ফোন বা ট্যাব। আর এসব ফোনে বা ডিভাইসে নতুন অ্যাপ ডাউনলোড একটি গুরুত্বপূর্ণ বিষয়। গুরুতবপূর্ণ এজন্য যে, দরকারি সব অ্যাপ একজন ব্যবহারকারীকে দেবে বহুবিধ সুবিধা, যা জীবনকে করবে আরও উপভোগ্য। কিন্তু গুগল পেলস্টোরেপ্রতিনিয়ত যে হারেনতুননতুনঅ্যাপআপলোডহচ্ছে, তাতেসেখান থেকে দরকারিসবচেয়েভালোঅ্যাপ বেছে নেয়াকঠিন থেকে কঠিনতরহয়েযাচ্ছে। এ সমস্যা থেকে মুক্তির জন্য এ সময়ের সেরা কিছুঅ্যাপতুলেধরাহয়েছে।
পকেট
চিত্র
অনেকসময়এমন হয়, আপনিঅনলাইনেব্রাউজকরতেকরতে দারুণ কোনোআর্টিকল পেয়ে গেলেনবা পেয়ে গেলেনমজার কোনোভিডিও। কিন্তু সে মুহূর্তে হয়তোআপনার পক্ষে বড়আর্টিকলটিপড়াবাভিডিওটি দেখা সম্ভব নয়। এ অবস্থায়দরকারি সেসব লেখাবাভিডিওকেবুকমার্ক করেপরবর্তীসময়ে সেগুলো দেখাবাপড়া যেতেপারে।আপনারপছন্দের কোনোআর্টিকলবাভিডিওপরবর্তী কোনোসময়পড়াবা দেখারজন্য অপেক্ষারতালিকায় রেখেদিতেপারেন। পকেট(Pocket)অ্যাপটিঅন্যান্য বুকমার্ক অ্যাপেরতুলনায়ভালো। বুকমার্ক করাবা দরকারি সব লিঙ্ক ব্যবস্থাপনায়পকেটেরজুড়ি নেই।অ্যাপটিরআগেরনামছিলরিড ইট লেটার।ভিন্নভিন্নডিভাইসে এই অ্যাপসিমলেসভাবেব্যবহারকরাযায়।পকেটঅ্যাকাউন্টে সাইনআপকরার পর এতে বিভিন্নআইটেম সেভ করাখুবইসহজ। যখন কোনোব্রাউজারে কোনোআর্টিকলপড়ছেনবা কোনোইউটিউবঅ্যাপেভিডিও দেখছেন, তখন মেনু থেকে অ্যান্ড্রয়িডের শেয়ারফাংশন চেপেইপকেটেসে পেজটি সেভ করতেপারেন।রেটিং ৪.৫।
সুইফটকি
চিত্র
নতুনভার্সনের সুইফটকি(SwiftKey)অসাধারণ সব ফিচারেভরপুর। যেমন-একাধিকভাষা, স্মার্ট পূর্বাভাসইঞ্জিন, সুইফটকি ফ্লো,ক্লাউডেডাটাসুসংহতকরারসুবিধারঅপশনসহআরওকিছু। এই অ্যাপটিঅবশ্য ফ্রি নয়।যখন কোনোভার্চুয়ালকিবোর্ডেরজন্য আপনাকে ৩.৯৯ ডলারখরচকরতে হয়, তখনএরবিনিময়েআপনারব্যয়করা অর্থের চেয়ে বেশিকিছুআশাকরতেইপারেন।রেটিং ৪.৫।
সেভেনমিনিট
চিত্র
এটিফিটনেস ও লাইফস্টাইলনিয়েঅ্যান্ড্রয়িডের সেরা অ্যাপগুলোরএকটি।যদি আপনারশরীরের অতিরিক্ত মেদ ঝাড়াতেচানবানিজের শক্তির মাত্রাবাড়াতেচান,তবেসেভেনমিনিট(7 Minute)আপনারজন্য আদর্শ একটিঅ্যাপ।সেভেনমিনিটএমনএকটিসংক্ষিপ্তকিন্তু কঠোররুটিনেরওপরআলোকপাতকরে,যাওজনকমাতে বৈজ্ঞানিকভাবেপ্রমানিতএবং একই সাথে কার্ডিওভাস্কুলারকার্যক্রমেওউন্নতিনিয়েআসে। অন্য সব অ্যান্ড্রয়িডঅ্যাপআপনারউচ্চতা, ওজনকত জানতেচাইবেবাআপনারসর্বোপরিঅগ্রগতি কেমনতাচিহ্নিতকরবে। সেভেনমিনিটকিন্তু এসবেরকোনোটাইকরবেনা। এরফিচারগুলোসাধারণ। শুধুবাটনেক্লিককরেএরঅনুশীলনগুলোকরেআপনিশরীরেরফিটনেসবাড়াতেপারবেন।রেটিং ৪.৫।
মোবাইলসিকিউরিটিঅ্যান্ডঅ্যান্টিভাইরাস
চিত্র
সিস্টেমেরনিরাপত্তারজন্য অ্যান্ড্রয়িডসিকিউরিটিহচ্ছেএকটিবিতর্কিত ও ঝাঁমেলাপূর্ণবিষয়। আপনারপ্রিয়অ্যান্ড্রয়িড ফোনটিভাইরাসআক্রান্তহতেপারে যেকোনোসময়। সেটাহলেআপনিহারাতেপারেন দরকারি সব তথ্য, ছবিবাভিডিও। এরসমাধানদিতেপারেভালোমানেরএকটিঅ্যান্টিভাইরাসঅ্যাপ। এভাস্টের মোবাইলসিকিউরিটিঅ্যান্ডঅ্যান্টিভাইরাস(Mobile Security & Antivirus)হতেপারে এ সংক্রান্তচমৎকারএকটিঅ্যাপ।অ্যাপটিরচমৎকারভাইরাসচিহ্নিতকরণসফটওয়্যারেরসাহায্যে সবধরনেরম্যালওয়্যারহুমকিথেকে আপনাকেরাখবেনিরাপদ।অ্যাপটিআপনার মোবাইলেরব্রাউজারহিস্ট্রি, মাইক্রো এসডিকার্ড, এমনকিইন্টারনেট স্পেস ও সার্চ করে থাকে। অ্যান্টিভাইরাসেরপাশাপাশিএটিআপনাকে দেবে নিরাপত্তারআরওকিছুসুবিধা।এরচুরিপ্রতিরোধক বৈশিষ্ট্যেরমধ্যে রয়েছে লোকেশনচিহ্নিতকরাএবং দূর থেকে তথ্য মুছে ফেলা। এডিভাইসটিআপনারহাতেনা থাকলেওএটিকাজকরবে।রেটিং ৪.৫।
ক্রম বেটা
চিত্র
গুগলেরপণ্য হিসেবে ক্রম বেটা(Chrome Beta)হচ্ছেযথার্থ অ্যান্ড্রয়িডব্রাউজার। অনেক ফোনেঅবশ্য আগে থেকেই এটিইনস্টলকরা থাকে। এরসাথে মোটামুটিসবাই কম-বেশিপরিচিত।গুগলতাদের ডেস্কটপভার্সনের জন্য আনা যেকোনোপরিবর্তন, পরিবর্ধনবাউন্নয়নপরীক্ষা-নিরীক্ষাকরে থাকে এই অ্যাপেরমাধ্যমে। অর্থাৎ এই অ্যাপটিব্যবহারকরলে গুগল ক্রম ডেস্কটপভার্সনে আসা যেকোনোপরিবর্তনবাসুবিধাসাধারণজনগণআগেই পেয়ে থাকবেন। রেটিং ৪.৩।
দরকারিঅ্যাপটিডাউনলোডকরেআপনার স্মার্টফোনটির সাথে সাথে আপনিওহয়ে উঠতে পারেন স্মার্ট। পরেরপর্বেওআমরাজানবসময়ের সেরা দরকারি সব অ্যাপসম্পর্কে।