লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
প্রযুক্তিপণ্যের মেলা কমপিউটেক্স তাইপে অনুষ্ঠিত
প্রযুক্তিপণ্যের মেলা কমপিউটেক্স তাইপে অনুষ্ঠিত
গত ৩১ মে থেকে ৪ জুন তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠতি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং এশিয়ার সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘কমপিউটেক্স ২০১৬’। কমপিউটেক্সে আসুস প্রথম রোবট ‘জেনবো’ উন্মোচন করে। এর দাম ৫৯৯ ডলার। আসুস জেনবো হোম রোবট হচ্ছে একটি বহুমুখী রোবট। মূলত পরিবারে সহায়তা, বিনোদন ও সাহচর্য দেয়ার জন্য এটি তৈরি করা হয়েছে। এটি স্পোকেন কমান্ড বুঝতে পারে। তাই কমান্ড দিয়ে রোবটটিকে রিমাইন্ডার হিসেবে ব্যবহার করা যায়। এ ছাড়া এটি স্বয়ংক্রিয়ভাবে ঘর পর্যবেক্ষণ করতে পারে এবং জরুরি অবস্থায় স্মার্টফোনের সাহায্যে পরিবারের সদস্যদের অবহিত করতে পারে। এতে একটি বিল্ট-ইন ক্যামেরা আছে, যা রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। জেনবো একটি স্টেরিও স্পিকার হিসেবেও কাজ করে।
প্রদর্শনীতে ল্যাপটপ পরিবারের নতুন তিন ডিভাইস উন্মোচন করেছে তাইওয়ানভিত্তিক আসুস। এগুলো হলো- জেনবুক ৩, ট্রান্সফরমার ৩ প্রো ও ট্রান্সফরমার ৩। বলা হচ্ছে, আসুস জেনবুক ৩ অ্যাপলের ম্যাকবুক এয়ারের চেয়েও হালকা ও পাতলা। ল্যাপটপটিতে আছে ১২ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে। এর ১ গিগাবাইট র্যা ম ও ইন্টেল কোরআই৭ প্রসেসর সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৯৯ ডলার। এ ছাড়া ৪ গিগাবাইট র্যাাম ও কোরআই৫ প্রসেসর সংস্করণের দাম ৯৯৯ ডলার।
ডেল ইন্সপায়রন সিরিজের বেশ কয়েকটি নতুন টু-ইন-ওয়ান ল্যাপটপ উন্মোচন করেছে। এগুলো হলো- ডেল ইন্সপায়রন ৭০০০, ইন্সপায়রন১১ ৩০০০ এবং ইন্সপায়রন ৫০০০ মডেলের ল্যাপটপ। পাশাপাশি ইন্সপায়রন ৫০০০ নোটবুক উন্মোচন করেছে ডেল।
প্রদর্শনীতে বেশ কিছু বিষয়ে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- উইন্ডোজ ১০ চালিত টু-ইন-ওয়ান ল্যাপটপ। পোরশের নকশায় এ ডিভাইসটি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা হয়েছে, সেটা প্রকাশ করা হয়নি। এতে ১৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ইন্টেল প্রসেসর সংবলিত ল্যাপটপটি জুলাই থেকে বাজারে সরবরাহ শুরু হতে পারে।
ইন্টেল নতুন প্রসেসর এনেছে। ইন্টেল কোরআই৭ প্রসেসরের এক্সট্রিম সংস্করণে আছে ১০ কোর, ২০ থ্রেড, ৪০ পিসিআইই লেন এবং নতুন ইন্টেল টার্বো বুস্ট ম্যাক্সপ্রযুক্তি ৩.০। এতে আছে ২৫ মেগাবাইট ক্যাশ মেমরি এবং কোয়াড চ্যানেল মেমরি, যা সংবেদনশীলতার উন্নয়ন ঘটায় এবং স্টার্টআপে কম সময় নেয়। এর দাম ১,৭২৩ ডলার
দেশের তথ্যপ্রযুক্তি বাজার ৬৫০ মিলিয়ন ডলারের
সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ফোরামে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও অনলাইননির্ভর ব্যবসায়ের অগ্রযাত্রা, সক্ষমতা ও সম্ভাবনাকে তুলে ধরেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্বল্পোন্নত দেশগুলোতে ই-ব্যবসায় অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখছে সে বিষয়ে আয়োজিত সেশনে এসব তথ্য তুলে ধরেন বেসিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল। তিনি জানান, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রা এখন বিশ্ব-স্বীকৃত। বিশ্বের শীর্ষ তথ্যপ্রযুক্তি কোম্পানি ও বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশের বাজারে বিনিয়োগ করছে। বেসিস সরকারের সাথে যৌথভাবে প্রয়োজনীয় পলিসি তৈরি, প্রশিক্ষিত-দক্ষ জনশক্তি বাড়ানো ও তাদের মানোন্নয়ন, সরকারের বিভিন্ন খাতের তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত ও আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং করছে। বর্তমানে টেলিকম বাদেই বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজার প্রায় ৬৫০ মিলিয়ন ডলার। সরকার ২০২১ সাল নাগাদ এই খাতের রফতানি আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে
হাইটেক পার্কের উন্নয়নে বিশ্বব্যাংকের অনুদান
বিশ্বব্যাংক বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং হাইটেক পার্কের উন্নয়নে অতিরিক্ত ১৩০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। এই অর্থ দিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কের উন্নয়ন ছাড়াও নতুন সাড়ে পাঁচ হাজার কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। বিশ্বব্যাংক জানায়, দেশে কালিয়াকৈর হাইটেক পার্কের কাজ দ্রুত এগিয়ে চলেছে। এছাড়া প্রাইভেট-পাবলিক পার্টনারশিপে (পিপিপি) দেশে দুটি হাইটেক পার্ক হচ্ছে। বেসরকারি পর্যায়ে আরও সাতটি হাইটেক পার্ক লাইসেন্স পেয়েছে। বিশ্বব্যাংক জানায়, ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে দুটি হাইটেক পার্ক কাজ শুরু করেছে। আর তিনটি প্রতিষ্ঠান রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কে কাজও শুরু করেছে
এমএনপি নীতিমালায় চূড়ান্ত অনুমোদন
মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুবিধা বা এমএনপি সেবা চালু করতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এখন নিয়ন্ত্রক সংস্থা এমএনপি লাইসেন্স দেয়ার আনুষ্ঠানিকতা শুরু করতে পারবে।
সূত্র জানায়, একটি নিবন্ধিত বাংলাদেশী বা প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন কোম্পানি এমএনপি নিলামে অংশ নেয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তবে কোনো বিদেশী প্রতিষ্ঠান বাংলাদেশী কোম্পানির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে নিলামে অংশ নিতে পারবে। তবে ওই বিদেশী কোম্পানির শেয়ারের পরিমাণ হতে পারবে সর্বোচ্চ ৫১ শতাংশ
গুগলের নতুন সেবার ঘোষণা
গুগল নতুন কিছু সেবার ঘোষণা দিয়েছে। অ্যাপলের সিরি ও মাইক্রোসফটের করটানাকে এখন স্মার্টফোন ব্যবহারকারীরা ভার্চুয়াল সহকারী হিসেবে চেনেন। বুদ্ধিমান এই ভার্চুয়াল বন্ধুদের তালিকায় গুগলের একটি নতুন সদস্য যুক্ত হচ্ছে। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ‘গুগল অ্যাসিস্ট্যান্ট’ নামে নতুন একটি সেবার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই/ও-তে বেশ কিছু নতুন সেবার ঘোষণা দেন সুন্দর পিচাই। এর মধ্যে রয়েছে কণ্ঠস্বর চালিত ‘গুগল হোম’, মেসেজিং অ্যাপ্লিকেশন ‘এলেস্না’, ভিডিও কলিং ফিচার ‘ডুয়ো’ প্রভৃতি। এলেক্সা ও ডুয়ো স্মার্টফোনের ফোন নম্বর ভিত্তি করে কাজ করবে। অ্যান্ড্রয়িড ও আইওএসের যেকোনো ডিভাইস থেকেই এ সুবিধা ব্যবহার করে যোগাযোগ করা যাবে। আই/ও সম্মেলন উপলক্ষে গুগলের অ্যান্ড্রয়িড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘এন’-এর বিস্তারিত জানানো হয়। গ্রাফিক্স, ইফেক্টস, ব্যাটারি ও স্টোরেজে উন্নতিসহ বিভিন্ন ফিচার উন্নত করা হয়েছে এতে। অ্যান্ড্রয়িড ‘এন’ সংস্করণটির জন্য নাম খুঁজছে গুগল
চাকরির বাজারের ২৫ শতাংশ দখল করবে রোবট
উৎপাদনসহ বিভিন্ন ধরনের কাজে মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত রোবটের ব্যবহার বাড়ছে। দিন দিন এই প্রবণতা আরও বাড়বে এবং এতটাই ক্রমবর্ধমান হবে- ২০২৫ সালের মধ্যে বর্তমান চাকরির বাজারের ২৫ শতাংশ দখল করবে রোবট। এক প্রতিবেদনে বোস্টন কনসাল্টিং গ্রম্নপ নামে এক মার্কিন ব্যবস্থাপনাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান এই পূর্বাভাস দিয়েছে
দেশে লেনোভো স্মার্টফোনের পরিবেশক স্মার্ট টেকনোলজিস
গত ৪ জুন রাজধানী ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের বাজারে যাত্রা করেছে লেনোভো স্মার্টফোন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে স্মার্ট টেকনোলজিসকে লেনোভো মোবাইলের একমাত্র পরিবেশক হিসেবে ঘোষণা দেয়ার পাশাপাশি চারটি নতুন মডেলের স্মার্টফোন বাজারে উন্মুক্ত করা হয়। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে লেনোভোর পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলস অপারেশনসের প্রধান রোহিত খাট্টার ও ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজার সুনীল ভার্মা এবং স্মার্ট টেকনোলজিসের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম ও টেলিকম বিভাগের জেনারেল ম্যানেজার মো: ইখতিয়ার আহমেদ।
অনুষ্ঠানে জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিস সবসময়ই বিশ্বের শীর্ষস্থানীয় এবং জনপ্রিয় ব্র্যান্ডগুলো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। আজ লেনোভোর মতো একটি বিশ্বখ্যাত ব্র্যান্ড দেশের বাজারে নিয়ে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন, দেশব্যাপী ২১ জন আঞ্চলিক পরিবেশক এবং ১০টি সার্ভিস সেন্টারের মাধ্যমে প্রাথমিকভাবে লেনোভো মোবাইলের সেবা পাবেন ব্যাবহারকারীরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকারী রোহিত খাট্টার বলেন, লেনোভো সবসময়ই গুণগত মানে বিশ্বাসী। গুণগত মান নিশ্চিত করে ব্যবহারকারীদের হাতে সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যটি তুলে দিতে সবসময়ই বদ্ধপরিকর লেনোভো। বাংলাদেশের বাজারে আমরা যে পণ্যগুলো উন্মুক্ত করছি, সেগুলোই তার প্রমাণ। তিনি বাজারে উন্মুক্ত করা নতুন পণ্যগুলোর সংক্ষিপ্ত ফিচার তুলে ধরেন। লেনোভো এ ৬০১০, লেনোভো ভাইপ পি১ এম, লেনোভো এ ১০০০ এবং লেনোভো ২০১০ মডেলের দাম যথাক্রমে ১৩৪৯৯, ১১৯৯৯, ৬০৯৯ ও ৬৯৯৯ টাকা
সুপার কমপিউটার তৈরি করছে ভারত
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, কানাডা, নিউজিল্যান্ডের মতো আরও কিছু দেশ সুপার কমপিউটার তৈরি করেছে। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ভারতের নাম। আগামী বছরই সুপার কমপিউটার উৎপাদনে যাচ্ছে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সুপার কমপিউটার তৈরির জন্য সাড়ে চার হাজার কোটি রুপির কর্মসূচি নিয়েছে ভারত। এ ব্যাপারে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আশুতোষ শর্মা জানান, গত বছরের মার্চে ন্যাশনাল সুপার কমপিউটিং মিশনের পরিকল্পনা অনুমোদন দেয় সরকার। এর আওতায় আগামী সাত বছরে ৮০টি সুপার কমপিউটার উৎপাদন করবে ভারত। ভারতের সুপার কমপিউটারগুলো তৈরি করবে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কমপিউটিং। এগুলো জলবায়ু মডেলিং, আবহাওয়া পূর্বাভাসসহ নানা কাজে ব্যবহার হবে। ২০১৭ সালের আগস্টে প্রথম সুপার কমপিউটারটি উন্মোচন করা হবে
প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ বাংলালিংকের
চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। ৩ কোটি ১৬ লাখ গ্রাহক নিয়ে বাংলালিংকের রাজস্ব বৃদ্ধি অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এরিক অস বলেন, ‘২০১৬ সালের প্রথম প্রান্তিকে আমাদের মোট রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে ১,২২০ কোটি টাকা, যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ৬ শতাংশ বেশি। গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ডাটা রাজস্বে ৬০ শতাংশ বৃদ্ধি এবং ভয়েস রাজস্বে ৩ শতাংশ বৃদ্ধির মাধ্যমে এই রাজস্ব অর্জন সম্ভব হয়েছে’
ম্যালওয়্যার আক্রমণে ৪ নম্বরে বাংলাদেশ
ম্যালওয়্যার আক্রমণ-প্রবণ দেশের তালিকায় বেশ সামনের দিকে আছে বাংলাদেশ। মাইক্রোসফট সিকিউরিটি ইন্টেলিজেন্স (এমএসআই) রিপোর্টে বলা হয়েছে, ম্যালওয়্যার-প্রবণ দেশের তালিকায় সবার উপরে রয়েছে পাকিস্তান। এরপর ইন্দোনেশিয়া, ফিলিস্তিন অঞ্চল, বাংলাদেশ ও নেপালের অবস্থান। আর সবচেয়ে কম ম্যালওয়্যার আক্রমণের শিকার হয় জাপান। এরপরের অবস্থান যথাক্রমে ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনের। মাইক্রোসফটের ব্যবস্থাপক অ্যালেক্স ওয়েইনার্ট জানান, বেশি আক্রমণ-প্রবণ দেশগুলোতে প্রতিদিন গড়ে এক কোটিরও বেশি ম্যালওয়্যার আক্রমণ হয়। তবে সব আক্রমণ সফল হয় না। তিনি বলেন, মূলত এশিয়া অঞ্চল থেকেই বেশি ম্যালওয়্যার আক্রমণ করা হয়। পাশাপাশি লাতিন আমেরিকা থেকে মোট আক্রমণের প্রায় এক-তৃতীয়াংশ হয়।
ম্যালওয়্যার হলো ‘ম্যালিশাস সফটওয়্যার’-এর সংক্ষিপ্ত রূপ। প্রোগ্রামটি মূলত ব্যবহার হয় স্মার্টফোন বা কমপিউটারের তথ্য হাতিয়ে নেয়ার জন্য
আবার আসছে নোকিয়া মোবাইল
নোকিয়া ব্র্যান্ডের মোবাইল ও ট্যাবলেট বানানোর জন্য এইচএমডি গ্লোবালের সাথে ১০ বছরের চুক্তি স্বাক্ষর করেছে। তাইওয়ানের ফক্সকনের সাবসিডিয়ারি হিসেবে নোকিয়া ব্র্যান্ডের অধীনে নির্মিত হবে তাদের পণ্য।
২০১৪ সালে নোকিয়া হ্যান্ডসেট ব্যবসায় মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয়। তবে এটি ফোন প্যাটেন্ট ধরে রেখেছিল এবং ব্র্যান্ড লাইসেন্সের মাধ্যমে ফিরে আসার প্রস্ত্ততি নিচ্ছিল। বর্তমানে টেলিযোগাযোগের যন্ত্রাংশের বিক্রির ব্যবসায় রয়েছে নোকিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এইচএমডির মোবাইল বিক্রি থেকে রয়্যালিটি পাবে তারা। সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, ফক্সকনের কাছে প্রাথমিক পর্যায়ের ফোনসংশ্লিষ্ট সম্পদ ফক্সকনের প্রতিষ্ঠান এফআইএইচ মোবাইল ও এইচএমডির কাছে ৩৫০ মিলিয়ন ডলারে বিক্রি করেছে। সেই চুক্তিরই অংশ হিসেবে এইচএমডি মাইক্রোসফটের কাছ থেকে নোকিয়া ব্র্যান্ড ২০২৪ সাল পর্যন্ত ব্যবহার করার অধিকার কিনে নিয়েছে
অ্যাভিরা পার্টনার স্ট্র্যাটেজিক মিটিং অনুষ্ঠিত
গত ১৬ মে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় অ্যাভিরা পার্টনার স্ট্র্যাটেজিক মিটিং। অ্যাভিরার একমাত্র বাংলাদেশী পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.-এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাভিরার এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রদীপ্ত ভৌমিক, স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ এবং বিপণন ব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন। অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন এলাকার অ্যাভিরা রিসেলার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিভিন্ন টেকনিক্যাল প্রশ্নের উত্তর দেন অ্যাভিরা প্রতিনিধি প্রদীপ্ত ভৌমিক। তিনি বলেন, রিয়েল ওয়ার্ল্ড প্রটেকশন, পারফরম্যান্স টেস্ট এবং ফাইল ডিটেকশন- এই তিনটি ক্যাটাগরিতেই বর্তমানে বিশ্বের এক নম্বর অ্যান্টিভাইরাস ব্র্যান্ড অ্যাভিরা
আনুষ্ঠানিকভাবে ওয়েস্টার্ন ডিজিটালের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস
গত ২৫ মে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ওয়েস্টার্ন ডিজিটালের অনুমোদিত পরিবেশক হয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লি.-এর বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন এবং ওয়েস্টার্ন ডিজিটালের সিনিয়র সেলস ম্যানেজার অসীম কুমার বসু। অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, বাংলাদেশের বাজারে কমপিউটার মার্কেটে স্টোরেজের চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে। ইউজারদের এই ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্যই দেশের বাজারে ওয়েস্টার্ন ডিজিটালের মতো একটি বিশ্বখ্যাত স্টোরেজ ব্র্যান্ডের সাথে আমরা চুক্তি করেছি। এখন থেকে আমরা ওয়েস্টার্ন ডিজিটালের এক্সটারনাল ও ইন্টারনাল সব ধরনের হার্ডডিস্কই বাজারজাত করব। ইন্টারনালের মধ্যে আমাদের কাছে রয়েছে ডব্লিউডি বস্নু, ডব্লিউডি বস্ন্যাক, ডব্লিউডি পার্পল, ডব্লিউডি রেড এবং ডব্লিউডি আরই ড্রাইভ- যেখানে প্রতিটিরই রয়েছে পৃথক বৈশিষ্ট্য ও কাজের ক্ষেত্র। অন্যদিকে এক্সটারনাল হার্ডড্রাইভের মধ্যে রয়েছে ডব্লিউডি এলিমেন্ট, ডব্লিউডি পাসপোর্ট, ডব্লিউডি পার্সোনাল ক্লাউড এবং ডব্লিউডি নেস ড্রাইভ- যা দৈনন্দিন জীবনে ব্যবহারকারীদের প্রয়োজনীয়তার ওপর নির্ভর করে চাহিদা পূরণ করে থাকে। আমরা আশা করছি, পিসি ব্যবহারকারীরা অন্যান্য পণ্যের মতো ওয়েস্টার্ন ডিজিটাল পণ্যেও আমাদের কাছ থেকে ভালো বিক্রয়োত্তর সেবা পাবেন। অনুষ্ঠানে ওয়েস্টার্ন ডিজিটালের প্রযুক্তিগত প্রবন্ধ উপস্থাপন করেন অসীম কুমার বসু
প্রেস্টিজিও মাল্টিবোর্ড বাজারে
দেশে ইউরোপিয়ান ব্র্যান্ড প্রেস্টিজিওর পরিবেশক ফ্লোরা লিমিটেড বাজারে এনেছে প্রেস্টিজিও মাল্টিবোর্ড। ৬৫ বাই ৮৪ ইঞ্চি থেকে শুরু করে আরও বড় স্ক্রিন সাইজের মাল্টিবোর্ড পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮১৭০৮২৯৬৮
গিগাবাইট ব্র্যান্ডের জিভি-এন৭১০ডি৩-২জিএল মডেলের নতুন গ্রাফিক্স কার্ড বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের জিভি-এন৭১০ডি৩-২জিএল মডেলের নতুন গ্রাফিক্স কার্ড। এনভিডিয়া জিফোর্স জিটি৭১০ জিপিইউ, ইন্টিগ্রেটেড ২ জিবি ডিডিআর৩ মেমরি, ৬৪ বিট ইন্টারফেস, ৯৫৪ মেগাহার্টজ কোর ক্লক, ডুয়াল লিঙ্ক ডিভিআই-ডি/ডি সাব/এইচডিএমআই এবং পিসিআই এক্সপ্রেস ২.০ বাই ৮ বাস ইন্টারফেস। এই গ্রাফিক্স কার্ডটিতে ৩০০ ওয়াটের পাওয়ার সাপ্লাই ব্যবহার করাই শ্রেয়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪,২০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯৮৩
যুক্তরাষ্ট্রে আইটিডব্লিউতে রিভ সিস্টেমস
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোয় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল টেলিকমস উইকে (আইটিডব্লিউ) নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শন করে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতের অন্যতম বৃহৎ এই প্রদর্শনীতে টানা ষষ্ঠবার অংশ নেয় বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি। ইন্টারন্যাশনাল টেলিকমস উইকের এই আসরে রিভ সিস্টেমস প্রদর্শন করেছে আইটেল আইএম অ্যাপ্লিকেশন (অ্যাপ), আইটেল স্মার্টকল অ্যাপ এবং ওয়েবআরটিসি-সিপ গেটওয়ে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, আইপিভিত্তিক যোগাযোগের জন্য অডিও কলের পাশাপাশি আইটেল আইএম অ্যাপে রয়েছে গ্রম্নপ চ্যাট, ফাইল শেয়ারিং, লোকেশন শেয়ারিং এবং ভিডিও কলের সুবিধা। এছাড়া আইটেল স্মার্টকল ব্যবহারে কলিং কার্ড দিয়ে সাশ্রয়ে যেকোনো মোবাইল বা ল্যান্ড লাইনে কথা বলাসহ এসএমএস এবং মোবাইল টপআপের সুবিধা রয়েছে।
এছাড়া ওয়েবআরটিসি-সিপ গেটওয়ে ব্যবহার করে সরাসরি ব্রাউজার থেকেই যেকোনো নম্বরে কল করার সুবিধাও রয়েছে এতে। রিভ সিস্টেমস বর্তমানে ৭৮টি দেশের ২৬শ’র বেশি টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে
সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ইসি কাউন্সিল সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন কোর্সে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ ও সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে ইসি কাউন্সিল কর্তৃক কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। এছাড়া সার্টিফিকেশন পরীক্ষার জন্য শতকরা ১০০ ভাগ ফ্রি ভাউচার দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
হ্যান্ডসেটের দাম কমিয়েছে হুয়াওয়ে
দেশের ক্রেতাদের সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোন কেনার সুযোগ দিতে নিজেদের বিভিন্ন মডেলের হ্যান্ডসেটের দাম কমিয়েছে হুয়াওয়ে। হুয়াওয়ের ওয়াই৬২৫, ওয়াই৬ লাইট, ওয়াই৬, জি প্লে মিনি, ওয়াই৬ প্রো, অনার ৪এক্স, পিএইট লাইট, জিআর৩ ও জি৭ প্লাসের দাম কমানো হয়েছে। উল্লিখিত মডেলের স্মার্টফোনগুলোয় সর্বনিম্ন ৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। প্রতিটি হ্যান্ডসেটের সাথে ক্রেতারা পাবেন এক বছরের বিক্রয়োত্তর সেবা
সেলকন ব্র্যান্ডের পরিবেশক ফ্লোরা লিমিটেড
দেশের বাজারে যাত্রা শুরু করেছে ভারতের অন্যতম সেরা ব্র্যান্ড সেলকন। ফ্লোরা লিমিটেড সেলকনের পরিবেশক হিসেবে কাজ করছে। সেলকন আকর্ষণীয় দামের চারটি ফিচার ফোনের মাধ্যমে দেশের বাজারে কার্যক্রম শুরু করেছে। বর্তমানে ১.৮ ও ২.৪ ইঞ্চি আকারের সি ৩৪৪, সি ৩৪৯, সি২৫, সি৯ জ্যাম্বো ফিচার ফোন বাজারে পাওয়া যাচ্ছে। দেশব্যাপী এই ফোনের ডিলার নিয়োগ চলছে। যোগাযোগ : ০১৮১৭০৮২৯৬৮
লেনোভোর ল্যাপটপ কিনে এলইডি টিভি
ঢাকার আইডিবি ভবনে সেলস প্রমোশন প্রোগ্রামে লেনোভোর এএমডি ডুয়াল কোর ইওয়ান-৬০১০ কিনে ৩২ ইঞ্চি সনি এলইডি টিভি জিতলেন হামিদা আক্তার রুনা। ১৪.১ ইঞ্চি এইচডি কোয়ালিটি ডিসপ্লের এই ল্যাপটপটির দাম ২৩,০০০ টাকা। গত ১৮ মে লেনোভোর ল্যাপটপ বিজয়ী রুনার হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার মো: কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন লেনোভোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান রিয়াজ ও ড্যাফোডিল কমপিউটারস লিমিটেডের ইনচার্জ মনিরুল আলম
এইচপি এনভি ১৩-ডি১২৮ মডেলের কোরআই৫ আল্ট্রাবুক বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে নিয়ে এসেছে এইচপি এনভি ১৩-ডি১২৮ মডেলের কোরআই৫ ষষ্ঠ প্রজন্মের আল্ট্রাবুক। ইন্টেল কোরআই৫-এ রয়েছে ৬২০০ইউ মডেলের প্রসেসর, ইন্টেল এইচ১১০ চিপসেট, ১৩.৩ ইঞ্চি ডায়াগোনাল ডিসপ্লে, ৪ জিবি ১৬০০ বাস ডিডিআর৩ র্যা ম, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ, ইন্টেল এইচডি ৫২০ মডেলের গ্রাফিক্স কার্ড, বস্নুটুথ ৪.০ কম্বো, এইচডি ওয়েব ক্যামেরা, উইন্ডোজ ১০ হোম ৬৪ বিট এবং ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি। মাত্র ১.৩৯ কেজি ওজনের এই আল্ট্রাবুকটিতে রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ৭৬,০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৭০১৯১০
দেশের বাজারে লিফোনের যাত্রা শুরু
দেশের বাজারে যাত্রা করল আন্তর্জাতিক মোবাইল ব্র্যান্ড লিফোন। ফোনটি বাজারে এনেছে তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল কমপিউটার্স লিমিটেড। সম্প্রতি রাজধানীর কলাবাগানে ড্যাফোডিলের প্রধান কার্যালয়ে ড্যাফোডিল কমপিউটার্স লিমিটেডের পরিচালক ইমরান হোসেন ফোনটির বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ফোরজি সুবিধার ডব্লিউ২ ও ডব্লিউ৭ মডেলের দুটি স্মার্টফোন এবং কে১ ও এফ২ মডেলের দুটি স্লিম ফিচার ফোন উন্মুক্ত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল কমপিউটার্স ও লিফোন বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
ডিজিটাল সিকিউরিটি সামিট অক্টোবরে
সারাদেশ থেকে সহস্র্রাধিক সিকিউরিটি এক্সপার্ট ও তথ্যপ্রযুক্তিতে আগ্রহীদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ডিজিটাল সিকিউরিটি সামিট ২০১৬’র তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ অক্টোবর এটি অনুষ্ঠিত হবে, যা ২৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সামিটের আয়োজকেরা জানিয়েছেন, বড় পরিসরে এটি আয়োজনের জন্য কিছুদিন সময় নেয়া হয়েছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠান করার পরিকল্পনা হচ্ছে। এই সামিটটি যৌথভাবে আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ও বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)। সহযোগিতা করছে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্স, স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকবেন ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন ও ইন্টারনেট সোসাইটি, ঢাকা চ্যাপ্টার
এসিএম-আইসিপিসি প্রতিযোগিতায় জাবি ৫০তম
বিশ্বে কমপিউটার প্রোগ্রামিংয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা এসিএম-আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (আইসিপিসি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫০তম স্থান অর্জন করেছে। ৩৯তম আসরে ১৩টি সমস্যার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৬টি সমস্যার সমাধান করে ৫০তম স্থানে এসেছে। আর সর্বোচ্চ ১১টি করে সমস্যার সমাধান করে প্রথম হয়েছে সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি এবং দ্বিতীয় হয়েছে সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি। ১০টি করে সমস্যার সমাধান করে হার্ভার্ড ইউনিভার্সিটি তৃতীয়, মস্কো ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি চতুর্থ এবং ইউনিভার্সিটি অব ওয়ারশ পঞ্চম স্থানে রয়েছে। থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অংশ নিয়েছিল। শাবিপবি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় মাত্র দুটি করে সমস্যার সমাধান করে যথাক্রমে ১১১ ও ১১৩তম স্থান পায়
বাংলালিংক-মাইক্রোম্যাক্সের সাশ্রয়ী স্মার্টফোন
মোবাইল সেবাদাতা কোম্পানি বাংলালিংক মাইক্রোম্যাক্সের সাথে যুক্ত হয়ে সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। ৩,৪৯৯ টাকার এই হ্যান্ডসেটের সাথে থাকছে একটি আকর্ষণীয় বান্ডেল অফার।
যেকোনো বর্তমান অথবা নতুন প্রিপেইড, কল অ্যান্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকেরা এই ২০০০ টাকা মূল্যের আকর্ষণীয় বান্ডেল অফার উপভোগ করতে পারবেন যাতে আছে ডাটা এবং টকটাইম। সম্প্রতি বাংলালিংক-মাইক্রোম্যাক্স কিউ ৩২৭ হ্যান্ডসেটটির উদ্বোধন করা হয়। এই হ্যান্ডসেটের সাথে গ্রাহকেরা বিনামূল্যে তিন মাস ৩ জিবি ডাটা, ১২০০ মিনিট টকটাইম, ৬০০ এসএমএস উপভোগ করতে পারবেন
মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। চলতি মাসে শুক্র ও শনিবারের ব্যাচে এসকিউএল ও উইন্ডোজ সার্ভার কোর্সের ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭