লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
কমপিউটার জগতের খবর
কেরানীগঞ্জ ইউএনও অফিস ‘পেপারলেস’
স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে জমির খতিয়ান প্রাপ্তির আবেদন কার্যক্রমের এবং কেরানীগঞ্জ উপজেলা পরিষদে অবস্থিত ‘পেপারলেস কেরানীগঞ্জ ইউএনও অফিস, নলেজ ডেস্ক এবং ওয়ানস্টপ সার্ভিস সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, ঢাকা জেলার ৭৭টি উপজেলা, সব ইউনিয়ন ও পৌর ডিজিটাল সেন্টারের মাধ্যমে জনগণ খতিয়ান বা পর্চা প্রাপ্তির জন্য মাত্র ১২০ টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন। এতে করে সেবা প্রার্থীদের সময় ও অর্থের সাশ্রয় হবে এবং জনগণের হয়রানি হ্রাস পাবে। অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, দেশের ৪৯০টি উপজেলার মধ্যে কেরানীগঞ্জ উপজেলায় প্রথম ‘পেপারলেস কেরানীগঞ্জ ইউএনও অফিস, নলেজ ডেস্ক এবং ওয়ানস্টপ সার্ভিস সেন্টার’ স্থাপন করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগিতায় এই কার্যক্রমের মাধ্যমে ২৪ ঘণ্টা সপ্তাহে সাত দিন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো আবেদনকারী ওয়েবপোর্টাল ও অ্যান্ড্রয়িড মোবাইল অ্যাপসের মাধ্যমে সেবাপ্রাপ্তির জন্য আবেদন বা অভিযোগ করতে পারবেন
‘দেশে ১০ হাজার ইনফো লিডার গড়ে তোলা হচ্ছে’
দেশের ১০ হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষিত করার মাধ্যমে ‘ইনফো লিডার’ হিসেবে গড়ে তোলা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজে তিন দিনব্যাপী প্রশিক্ষক-প্রশিক্ষণ (মাস্টার ট্রেইনার) কর্মশালায় প্রধান অতিথি ছিলেন শ্যাম সুন্দর। কর্মশালায় তিনি বলেন, গ্রামে বসবাসকারী দেশের ৭০ শতাংশ মানুষের কাছে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিতে সাড়ে চার হাজারের বেশি ইউডিসি প্রতিষ্ঠা করা হয়েছে। এসব ইউডিসির প্রায় ১০ হাজার উদ্যোক্তা গ্রামের ৪৫ লাখ মানুষকে তথ্যসেবা দিচ্ছে
লিঙ্কডইন কিনেছে মাইক্রোসফট
পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইন কিনেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। লিঙ্কডইন কিনতে বিল গেটস প্রতিষ্ঠিত কোম্পানিটিকে ২৬ দশমিক ২ বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে। প্রযুক্তি দুনিয়ায় একে অন্যতম বৃহৎ লেনদেন হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি এই খবর ছড়িয়ে পড়া মাত্র লিঙ্কডইনের শেয়ার মূল্য ৫০ শতাংশ বেড়ে যায়। তবে এত অর্থ খরচের সিদ্ধান্ত নেয়ায় মাইক্রোসফটের নিজের শেয়ার মূল্য সাড়ে ৩ শতাংশ কমে গেছে। মাইক্রোসফট জানিয়েছে, লিঙ্কডইনের বর্তমান প্রধান নির্বাহী জেফ ওয়েইনার সত্য নাদেলার অধীনস্থ হয়ে কাজ করবেন। নাদেলা বলেন, পেশাজীবীদের একে অপরের সাথে যুক্ত করতে লিঙ্কডইন টিম অসাধারণ কাজ করেছে। এখন আমরা একসাথে লিঙ্কডইন ও অফিস ৩৬৫-কে সামনে এগিয়ে নিয়ে যাব। সারা বিশে^ ৪০ কোটি মানুষ লিঙ্কডইন ব্যবহার করেন। বিশ্বব্যাপী এর ব্যবসায় পড়তির দিকে ছিল। মাইক্রোসফট বলছে, লিঙ্কডইনের ভবিষ্যৎ নিয়ে আমরা আত্মবিশ্বাসী
এমএনপির নিলাম ২১ সেপ্টেম্বর
নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ তৈরির জন্য মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সেবার অপারেটর নিয়োগে আগামী ২১ সেপ্টেম্বর নিলাম হবে। সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। শাহজাহান মাহমুদ বলেন, নিলাম প্রক্রিয়া শেষ হওয়ার পর লাইসেন্স হস্তান্তর করে এ বছর সেবা চালু করা যাবে বলে আমরা আশা করছি। তিনি জানান, আগামী ১৬ জুন এই নিলামের জন্য আবেদন চাওয়া হবে। জুলাই মাসে প্রি-বিড মিটিং ও আগস্টে বিড আর্নেস্ট মানি জমা নেয়ার পর ২১ সেপ্টেম্বর নিলাম হবে। বিটিআরসি প্রধান জানান, নিলাম প্রক্রিয়ায় আবেদন ফি ১ লাখ টাকা, বিড আর্নেস্ট মানি ১০ লাখ টাকা, নিলামের ভিত্তিমূল্য ১ কোটি টাকা, বার্ষিক লাইসেন্স ফি ২০ লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি বাবদ প্রথম বছর শূন্য শতাংশ এবং দ্বিতীয় বছর থেকে ৫ দশমিক ৫ শতাংশ এবং ব্যাংক গ্যারান্টি বাবদ ১ কোটি টাকা দিতে হবে
৬ মোবাইল অপারেটরকে দিতে হবে ৯৫ কোটি টাকা
উচ্চ আদালতের আপিল বিভাগ ৬ মোবাইল ফোন অপারেটরকে ভ্যাট বাবদ ৯৫ কোটি টাকা পরিশোধ করতে বলেছে। এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট ওই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছিল। কোম্পানিগুলো তখন রিট আবেদন করলে হাইকোর্ট কর স্থগিত করেছিল। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ তা নিষ্পত্তি করে আদেশ দেন
গ্রামীণফোনের ১০ হাজার থ্রিজি বিটিএস স্থাপনের মাইলফলক
গ্রামীণফোন গত ২৬ জুন বহুল প্রতীক্ষিত ১০ হাজার থ্রিজি বিটিএস স্থাপনের মাইলফলক অতিক্রম করেছে। দেশজুড়ে ১০ হাজার স্থানে অবস্থিত এই বিটিএসগুলো দেশের প্রায় ৯০ শতাংশ জনগোষ্ঠীকে থ্রিজির আওতায় নিয়ে এসেছে। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম স্থানীয় একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ হাজারতম বিটিএসটি চালু করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ সময় গ্রামীণফোনের সিইও রাজীব শেঠির সাথে উপস্থিত ছিলেন।
এ বছরের জানুয়ারি মাসে গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি, টেলিনর গ্রম্নপের প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেক্কের উপস্থিতিতে জুনের মধ্যে ১০ হাজার থ্রিজি বিটিএস স্থাপনের ঘোষণা দেন। এই অঞ্চলে জনসংখ্যার বিচারে এটি অন্যতম দ্রুত এবং বৃহত্তম থ্রিজি নেটওয়ার্ক বিস্তার। এর ফলে শুধু দেশের প্রায় সব মানুষ থ্রিজির আওতায় আসবে না, সরকার এবং অন্য প্রতিষ্ঠানগুলোর পক্ষে আরও বেশি মানুষের কাছে কার্যকরভাবে ডিজিটাল সেবা নিয়ে যাওয়া সম্ভব হবে
ইনস্টাগ্রামে ব্যবহারকারী ৫০ কোটি
বিশ্বের ৫০ কোটি মানুষ ব্যবহার করে থাকেন ছবি বিনিময়ের সাইট ইনস্টাগ্রাম। এর মধ্যে ৮০ শতাংশের বেশি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে সাইটটিতে লগইন করেন। সম্প্রতি এক বিবৃতে এই তথ্য জানিয়েছে ফেসবুক অধিকৃত ছবি শেয়ারের সাইটটি। গত সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছিল বলে ওই বিবৃতিতে জানিয়েছে সংশ্লিষ্টরা। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত দুই বছরে তাদের ব্যবহারকারী দ্বিগুণ হয়েছে। বর্তমানে গড়ে দিনপ্রতি ৩০ কোটি মানুষ সাইটটিতে প্রবেশ করে থাকেন
জাপানের আইটি খাতে কর্মসংস্থান হবে বাংলাদেশী তরুণদের
বাংলাদেশ কমপিউটার কাউন্সিল এবং আইসিটি বিভাগের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয় আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই) বিষয়ক সেমিনার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আইটিইই সার্টিফিকেশন অর্জনকারীদের মাঝে সনদ বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘২০২০ সালের মধ্যে জাপানে ৬০ হাজার আইটি পেশাজীবী প্রয়োজন। তবে দেশটির জনসংখ্যার অর্ধেকের বেশির বয়স ৫০-এর বেশি। তাই আইটি পেশাজীবীদের চাহিদা মেটাতে বাংলাদেশের সাথে মিলে আইটিইই চালু করা হয়েছে। এর মাধ্যমে জাপানে বাংলাদেশের আইটি পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রতিবছর এপ্রিল ও অক্টোবরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সার্টিফিকেশন জাপানসহ এশিয়ার ১৩টি দেশে স্বীকৃত। এ পর্যন্ত আইটিইই সার্টিফিকেশন পেয়েছেন ২৩১ জন
রবির ডিজিটাল ট্রেন টিকেটিং সলিউশন
ডিজিটাল ট্রেন টিকেটিং সলিউশন সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। সেবাটি পেতে রবি গ্রাহকদের *১৩১# ডায়াল করে টিকেট বুক করতে হবে। এরপর একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকের কাছ থেকে যাত্রার তারিখ, কোন স্টেশন থেকে যাত্রা করবেন, কোন স্টেশন তার গন্তব্য, কোন ট্রেনে যাবেন, কোন শ্রেণী ও কোন সিটটি তিনি কিনতে ইচ্ছুক- এসব তথ্য জানতে চাওয়া হবে। টিকেট বুকিং প্রক্রিয়া শেষে বুকিং কোডসহ একটি এসএমএস গ্রাহক পাবেন, যাতে টিকেটটি কেনার জন্য কত টাকা লাগবে তাও উল্লেখ থাকবে। এসএমএসটি গ্রহণ করার ৩০ মিনিটের মধ্যে দেশজুড়ে রবির ১২ হাজার ক্যাশ পয়েন্টের যেকোনোটিতে টিকেটের দাম পরিশোধ করা যাবে। গ্রাহক ইচ্ছে করলে পুরো প্রক্রিয়াটিই এজেন্ট পয়েন্টগুলোর সহায়তায় করতে পারবেন। দাম পরিশোধ করার পর গ্রাহক এসএমএসে একটি ই-টিকেট নম্বর পাবেন। এই ই-টিকেটটি রেলস্টেশনের কমপিউটার কাউন্টারে দেখিয়ে গ্রাহকদের প্রচলিত ট্রেন টিকেট সংগ্রহ করতে হবে। ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে টিকেটটি সংগ্রহ করতে হবে। দেশের ৫২টি রেলস্টেশনের টিকেট পাওয়া যাবে এই প্লাটফর্মটিতে
সোনিয়া বশিরের ৫ মিলিয়ন ডলারের স্টার্টআপ কোম্পানি ডি মানি
পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অনুদানপ্রাপ্ত স্টার্টআপ প্রতিষ্ঠান ডি মানি লিমিটেড অতি শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। সিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরেফ আর বশির এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির মিলে ফিন্যান্সিয়াল টেকনোলজি (ফিনটেক) ভিত্তিক প্রতিষ্ঠান ডি মানি বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেন।
শুরুতেই উদ্দীপন অ্যানার্জি লিমিটেডের (ইউইএল) সাথে একটি চুক্তি করেছে ডি মানি। চুক্তি অনুযায়ী বাংলাদেশে উদ্দীপনের সেবা গ্রহণকারীদের ডিজিটাল কারেন্সি পেমেন্ট নেটওয়ার্ক সেবা দেবে ডি মানি।
মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, আমি পরমানন্দের সাথে জানাতে চাই, ১০০ ভাগ দেশীয় সফটওয়্যারের মাধ্যমে মানসম্মত সেবা দেয়ার মাধ্যমে আমরা এটিকে বিশ্ব বাজারে সমাদৃত করার পরিকল্পনা নিয়েছি। বাংলাদেশে নারীদের মাঝে প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে আমি সবসময় দৃঢ়প্রতিজ্ঞ এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘ডি মানি’ অর্থনৈতিক লেনদেনের চিরাচরিত চেহারাই পাল্টে দেবে। নারী এবং সুবিধাবঞ্চিতদের স্বার্থরক্ষা এবং তাদের মাঝে প্রযুক্তির সুফল পৌঁছে দেয়া আমাদের সবারই দায়িত্ব বলে আমি মনে করি
সাশ্রয়ী অ্যালকাটেল এক্স১ বাজারে
দেশের বাজারে অ্যালকাটেল এক্স১ স্মার্টফোন নিয়ে এসেছে ইরাসেল লিমিটেড। এতে ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস ডুয়াল এলইডি ফ্ল্যাশের রিয়ার ক্যামেরা, অ্যান্ড্রয়িড ললিপপ ৫.১ অপারেটিং সিস্টেম এবং ৫ ইঞ্চির ডিসপ্লে জুড়ে দেয়া হয়েছে। ৬৪ বিটের ১.৪ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসরের স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন এমএসএম৭৯২৯। এতে আরও রয়েছে অ্যাড্রিনো৪০৫ (গ্রাফিক্স প্রসেসর), জি-সেন্সর, জাইরোস্কোপ, ইকমপাস, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর। স্মার্টফোনটিতে রয়েছে ফেজ ডিটেকশন অটো ফোকাস (পিডিএএফ), টাচ ফোকাস, স্মাইল ডিটেকশন, এইচডিআর, ফেস বিউটি মোড, ভয়েস ক্যাপচার, ৭৯.৮ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল। অ্যাপাচার সাইজ এফ/২.২, ক্যামেরা সেন্সর ১/৩.০৬ ইঞ্চি, পিক্সেল সাইজ ১.১২ মাইক্রোমিটার, হাই ডায়নামিক রেঞ্জ। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে আছে এফ ২.০ অটোফোকাস এলইডি ফ্ল্যাশ এবং ৭৫ ডিগ্রি উয়াইডার অ্যাঙ্গেল, এতে সবাই মিলে তোলা যাবে গ্রম্নপ সেলফি কিংবা উইফি। এক বছরের ওয়ারেন্টিসহ দাম ১৩,৯৯৯ টাকা
প্রযুক্তি খাতে ভ্যাট-ট্যাক্স ডিজিটাল বাংলাদেশ নির্মাণের প্রতিবন্ধকতা
তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট-ট্যাক্স ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ব্যাহত করবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। সম্প্রতি এফবিসিসিআই মিলনায়তনে প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের বাজেট প্রস্তাবনা নিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। এফবিসিসিআইয়ের সদস্যভুক্ত তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে এই সভা আয়োজিত হয়। বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অন্তত ১০ শতাংশ বাজেট সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের জন্য বরাদ্দ রাখতে হবে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বাড়িভাড়ার ওপর আরোপিত ট্যাক্স ও সম্ভাবনাময় ই-কমার্স খাতের ট্যাক্স রহিত করা প্রয়োজন। এ ছাড়া আলোচনা করেন এফবিসিসিআই পরিচালক শাফকাত হায়দার, এম শোয়েব চৌধুরী, আইএসপিএবির উপদেষ্টা আখতারুজ্জামান মঞ্জু, এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ডিজিটালাইজেশন অব ট্রেড বডিজের চেয়ারম্যান আক্কাস মাহমুদ, বিসিএস সভাপতি আলী আশফাক, আইএসপিএবি মহাসচিব এমদাদুল হক, অ্যামটব মহাসচিব এটিএম নুরুল কবির, ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ, বাক্য’র যুগ্ম মহাসচিব আমিনুল হক, বিএমপিআইএ সভাপতি রুহুল আমিন আল মাহবুব, সিপিএএবি সভাপতি এটিএম মাহবুবুল আলম, বিসিএমএ সভাপতি মির্জা শামসুল ইসলাম, বিএমপিবিএ সভাপতি নাজিম উদ্দিন জিতু প্রমুখ
ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং প্রশিক্ষণ
ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রশিক্ষক থাকবেন ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত শিক্ষক। চলতি মাসে ওরাকল ১১জি ডিবিএ, আরএসি ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। চলতি মাসে শুক্র ও শনিবারের ব্যাচে এসকিউএল ও উইন্ডোজ সার্ভার কোর্সের ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ডেলের শীর্ষ কমার্শিয়াল পার্টনার স্মার্ট টেকনোলজিস
গত ২২ জুলাই ফিলিপাইনের ম্যানিলায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ডেল সাউথ এশিয়া অ্যান্ড কোরিয়া চ্যানেল সামিট ২০১৬। অনুষ্ঠানে ডেলের এন্টারপ্রাইজ সিস্টেম ও ক্লায়েন্ট পোর্টফলিও গ্রম্নপ পণ্যের ব্যবসায়ে বিশেষ অবদান রাখায় ‘টপ এসএডিএমজি কমার্শিয়াল’ পার্টনার পুরস্কার পেয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। ডেল এসএডিএমজির (সাউথ এশিয়ান ডেভেলপিং মার্কেটিং গ্রম্নপ) জেনারেল ম্যানেজার হারজিৎ সিংয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। উল্লেখ্য, ডেলের এসএডিএমজি অঞ্চলের অন্তর্ভুক্ত দেশগুলো হলো- বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ কয়েকটি দেশ
আসছে দেশীয় মেসেজিং অ্যাপ ‘আলাপন’
বাংলাদেশের নিজস্ব একটি ইনস্ট্যান্ট মেসেজিং ও ভিওআইপি অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ‘আলাপন’ নামের এ অ্যাপের মাধ্যমে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সহজেই দাফতরিক কাজ সম্পাদনে যোগাযোগ রক্ষা করতে পারবেন। সম্প্রতি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে সাংবাদিকদের জন্য বেসিক আউটসোর্সিং প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভাইবার, হোয়াটসঅ্যাপের মতো একটি অ্যাপ তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। বাংলাদেশের সবাই এ অ্যাপ ব্যবহার করতে পারবেন। দেশীয় একটি প্রতিষ্ঠান এরই মধ্যে ‘আলাপন’ নামের অ্যাপটির বেটা সংস্করণ তৈরি করেছে।
তিনি বলেন, আশা করছি অল্পদিনের মধ্যেই অ্যাপটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারব। আইসিটি বিভাগের নিজস্ব এ অ্যাপের মাধ্যমে ১৪ লাখ সরকারি কর্মকর্তা তাদের মধ্যকার ফাইল লেনদেন, ভিডিও কনফারেন্সসহ নানা যোগাযোগ ইন্টারনেটের মাধ্যমে সামান্য অর্থ খরচে রক্ষা করতে পারবেন
এসএসএল কমার্জ ‘মার্চেন্ট মিটআপ ২০১৬’ অনুষ্ঠিত
দেশের শীর্ষ অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল কমার্জের ‘এসএসএল কমার্জ মার্চেন্ট মিটআপ ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে এসএসএল কমার্জের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে এ মিটআপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসএল কমার্জের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। জেনারেল ম্যানেজার আশিস চক্রবর্তী বলেন, আমাদের দেশে বর্তমানে ই-কমার্স খাত বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে। এ ক্ষেত্রে যে সেবাটি সাধারণত বেশি নির্ভরযোগ্যভাবে প্রয়োজন হয় তা হচ্ছে অনলাইন পেমেন্ট সেবা। আর অনলাইন পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান এসএসএল কমার্জ এ ক্ষেত্রে দারুণ কাজ করছে। অনুষ্ঠানে এসএসএল কমার্জের আসন্ন নতুন চারটি সার্ভিস প্রেজেন্টেশনের মাধ্যমে মার্চেন্টদের মাঝে সম্পূর্ণ বর্ণনা তুলে ধরেন নাজমুস সাকেব (হেড অব ই-কমার্স সার্ভিস)। এছাড়া ‘ইএমআই’ এবং ‘কুইক পে’ নামে নতুন দুটি সার্ভিসের বর্ণনা তুলে ধরা হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল এসএসএল কমার্জ মার্চেন্টদের সাথে আলোচনা পর্ব। আলোচনা পর্বে মার্চেন্টরা এসএসএল কমার্জ নিয়ে বিভিন্ন মন্তব্য এবং সন্তুষ্টের কথা তুলে ধরেন। এসএসএল কমার্জ ইতোমধ্যে দেশের প্রায় ৮৩ শতাংশ অনলাইন পেমেন্ট সেবায় নিয়োজিত রয়েছে। ২০১০ সাল থেকে এসএসএল কমার্জ যাত্রা শুরু করে বর্তমানে প্রতিষ্ঠানটি ৯ শতাধিক মার্চেন্টকে সেবা দিয়ে আসছে
৩৬০ ডিগ্রি ছবি শেয়ারের সেবা ফেসবুকে
ফেসবুক এবার নতুন এক সেবা চালু করছে। তা হলো এখন স্মার্টফোন থেকে ৩৬০ ডিগ্রি ফটো নিয়ে শেয়ার করা যাবে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের এই সাইটে। এর জন্য লাগবে হালনাগাদ সংস্করণের ফেসবুক অ্যাপ। খোদ মার্ক জুকারবার্গ এই সেবার সাথে পরিচয় করিয়ে দিয়েছেন ফেসবুক ব্যবহারকারীদের।
ফেসবুকের হালনাগাদ সংস্করণ ইনস্টল করলে এক ক্লিকেই শেয়ার করা যাবে ৩৬০ ডিগ্রি ফটো। মাস কয়েক আগে ৩৬০ ডিগ্রি ভিডিও শেয়ারের সেবা উন্মোচন করে ফেসবুক। এই সেবার মতোই একই ধরনের মেকানিজমে কাজ করবে ৩৬০ ডিগ্রি ছবি শেয়ারের সেবা। এতে এসব ছবি ভার্চুয়াল রিয়ালিটিতে দেখা যাবে। এক ব্লগ পোস্টে আনুষ্ঠানিকভাবে নতুন সেবার ঘোষণা দিয়েছেন মার্ক জুকারবার্গ। শুধু তাই নয়, ওই পোস্টে ৩৬০ ডিগ্রি ভিডিও ও ৩৬০ ডিগ্রি ছবি শেয়ার সেবার পার্থক্যও বুঝিয়ে দিয়েছেন তিনি
বাংলালিংকের ডিজিটাল হেলথ অ্যাপ
ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক নিয়ে এসেছে ডিজিটাল হেলথ অ্যাপ ‘বাংলালিংক হেলথ জোন’। এই অ্যাপ ব্যবহারকারীরা তাদের নিজ নিজ অবস্থান থেকেই ব্যক্তিগত স্বাস্থ্যসেবা নিতে সক্ষম হবেন। এই অ্যাপের অত্যাধুনিক প্রযুক্তি ড্যাশবোর্ড পদ্ধতির মাধ্যমে বাংলালিংক গ্রাহকেরা ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য সংরক্ষণ করতে পারবেন। এর ব্যক্তিগত মেডিক্যাল ডিভাইস ডাটা দিয়ে গ্রাহকেরা তাদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপক তথ্য সন্নিবেশিত করতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে চিকিৎসক অথবা কেয়ার প্রোভাইডারকে স্বাস্থ্য সম্পর্কিত তথ্যগুলো শেয়ার করতে পারবেন। বাংলালিংক হেলথ জোনে সাবস্ক্রাইব করে গ্রাহকেরা হার্ভার্ড মেডিক্যালের বিশেষজ্ঞ ডাক্তারদের দিয়ে সম্পাদিত পরামর্শ, টিপস বিভিন্ন রোগ ও স্বাস্থ্যবিষয়ক তথ্য পাবেন। এটি একটি সাবস্ক্রিপশনভিত্তিক সেবা। গুগল প্লে ও অ্যাপল স্টোরে এই অ্যাপ পাওয়া যাবে। রেজিস্ট্রেশন করার পর গ্রাহকেরা ৫০ টাকায় ৭০ মেগাবাইট বোনাস ডাটা ভলিউম ১০ দিন উপভোগ করতে পারবেন
অ্যাপলের পরবর্তী স্মার্টঘড়িতে বিল্টইন ক্যামেরা
অ্যাপলের পরবর্তী সংস্করণের স্মার্টঘড়িতে থাকবে বিল্টইন ক্যামেরাসহ একজোড়া অতিরিক্ত বাটন। সম্প্রতি নতুন এ দুই পেটেন্ট উন্মোচন করেছে অ্যাপল। পেটেন্ট পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছেন বিশ্লেষকরা। সম্প্রতি অ্যাপল পণ্যবিষয়ক ব্লগ ‘পেটেন্টলি অ্যাপলে’ নতুন দুই পেটেন্ট প্রকাশ করা হয়, যেখানে ইলাস্ট্রেশন বা চিত্রের মাধ্যমে নতুন ফিচারসহ পরবর্তী অ্যাপল ঘড়ির নকশা কেমন হবে তা দেখানো হয়েছে। দুই পেটেন্ট অনুযায়ী মোবাইল ডিভাইস এবং স্মার্টঘড়ির মধ্যে মিথস্ক্রিয়ার জন্য ক্যামেরায় গুরুত্ব দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, বিল্টইন ওই ক্যামেরা দিয়ে শুধু স্থিরচিত্র তোলা যাবে তা নয়, ভিডিও ধারণ করা যাবে
মাইক্রোম্যাক্স ওয়ার্ল্ড এখন বসুন্ধরা সিটিতে
গত ১৯ জুন রাজধানীর বসুন্ধরা সিটির ব্লক ‘বি’র গ্রাউন্ডফ্লোরে বাংলাদেশে মাইক্রোম্যাক্সের পঞ্চম শোরুমের উদ্বোধন করা হয়েছে। মাইক্রোম্যাক্স ওয়ার্ল্ডের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একমাত্র পরিবেশক সোফেল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্সের কান্ট্রি ম্যানেজার রিয়াজুল ইসলাম এবং সোফেল টেলিকম লিমিটেডের ডিরেক্টর সাকিব আরাফাত এবং মাইক্রোম্যাক্স ও সোফেল টেলিকম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, এই ঈদে আমরা ইউজারদের জন্য মাইক্রোম্যাক্সের নতুন সাতটি মডেলের স্মার্টফোন নিয়ে এসেছি। মাইক্রোম্যাক্সের স্মার্টফোনগুলো ক্রেতাসাধারণের কাছে পৌঁছে দিতেই আমরা বসুন্ধরা সিটিতে এই শোরুম উদ্বোধন করলাম
আসুসের নতুন কোরআই৫ জেনবুক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে নতুন কোরআই৫ জেনবুক ‘এক্স৪৫৬ইউবি-৬২০০ইউ’। এতে রয়েছে ইন্টেল কোরআই৫ প্রসেসর,২ জিবি এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৪০এম ভিডিও গ্রাফিক্স এবং ১৪ ইঞ্চি ফুল এইচডি এলিডি ডিসপ্লে। আরও রয়েছে ১ টেরাবাইট সাটা হার্ডডিস্ক ও ৮ জিবি ডিডিআর৩ র্যা ম ও চিকলেট কিবোর্ড। এ ছাড়া রয়েছে ওয়াই-ফাই, ব্ল-টুথ এইচডি ওয়েবক্যাম, ল্যানজ্যাক, মাল্টি-ফরম্যাট কার্ডরিডার। দুই বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ ল্যাপটপটির দাম ৫২,৫০০ টাকা
গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা
গ্রাহকদের জন্য নতুন ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ চালু করেছে গ্রামীণফোন এবং টেলিনর হেলথ। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং স্বাস্থ্য খাতে টেলিনর হেলথের সহযোগীদের উপস্থিতিতে স্থানীয় একটি হোটেলে ‘টনিক’ উদ্বোধন করা হয়। স্থানীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকসহ সাধারণ মানুষের অংশগ্রহণে ব্যাপক গবেষণা ও ধারণা উন্নয়নের পথ ধরে সৃষ্টি হয়েছে টনিক।
টনিক সদস্যরা চার ধরনের সুবিধা পাবেন- ‘টনিক জীবন’-এর মাধ্যমে টনিক সদস্যরা এসএমএস, ওয়েব ও ফেসবুকের মাধ্যমে প্রতিদিনকার সুস্থ জীবনযাপনে ভালো খাওয়া, সক্রিয় থাকা এবং মানসিকভাবে সজীব থাকা নিয়ে বিভিন্ন টিপস ও তথ্য পাবেন। ‘টনিক ডাক্তার’ সদস্যদের সুযোগ করে দেবে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ফোনের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তারের তথ্যবহ ও বন্ধুত্বপূর্ণ পরামর্শ পাওয়ার। ‘টনিক ডিসকাউন্ট’ দেশজুড়ে স্বনামধন্য ৫০টিরও বেশি হাসপাতালে হাসপাতাল ফি’র ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ ডিসকাউন্টের সুযোগ করে দেবে। ‘টনিক ক্যাশ’-এর মাধ্যমে এর সদস্যরা তিন রাত কিংবা তারও বেশি হাসপাতালে প্রদত্ত বিল থেকে ৫শ’ টাকা পরিশোধ করা হবে
হুয়াওয়ে লাইকার ডুয়াল লেন্স ক্যামেরার পি৯ স্মার্টফোন
বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ মডেল পি৯ উন্মোচন করে অ্যান্ড্রয়িড স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি স্মার্টফোনটি উন্মোচন করা হয়। হুয়াওয়ে পি৯ বিশ্বের প্রথম স্মার্টফোন, যেখানে বিশ্বের জনপ্রিয় লাইকা ক্যামেরা এজির প্রযুক্তিগত সহায়তায় ডুয়াল লেন্স ক্যামেরা যুক্ত করা হয়েছে। হুয়াওয়ে পি৯-এ সংযোজিত হয়েছে বিশ্বের সেরা ক্যামেরা। চাহিদা অনুযায়ী ব্যবহারকারীরা তিনটি ভিন্ন মোড- স্ট্যান্ডার্ড, ভিভিড কালার এবং স্মুথ কালার ব্যবহার করে ছবি তুলতে পারবেন। পি৯-এ ব্যবহার করা হয়েছে নতুন ক্রিন ৯৫৫ মডেলের ২.৫ গিগাহার্টজের ৬৪ বিটের এআরএম প্রসেসর। আরও আছে ৫.২ ইঞ্চির ১০৮০ পিক্সেলের ডিসপ্লে, ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের হাই-ডেনসিটি ব্যাটারি এবং নতুন প্রযুক্তির বিল্টইন ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই কানেক্টিভিটি প্রযুক্তি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বমানের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন প্রযুক্তি আছে পি৯-এ। বিক্রয়োত্তর সেবাসহ হুয়াওয়ে পি৯-এর দাম ৪৭,৯৯০ টাকা
টুইটারে ১৪০ সেকেন্ডের ভিডিও শেয়ার করা যাবে
ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে ৪০ শব্দে টুইট এবং ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যায়। নানা আলোচনা-সমালোচনার পরও টুইটের শব্দসীমায় পরিবর্তন আনেনি সংশ্লিষ্টরা। তবে পরিবর্তন এনেছে ভিডিও পোস্টের সময়সীমা বা দৈর্ঘ্যে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সাইটটিতে ১৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবেন এর সাধারণ ব্যবহারকারীরা। নিজেদের এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ওই পোস্টে আরও বলা হয়েছে, টুইটারের সাধারণ ব্যবহারকারীরা ১৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করতে পারবেন, তবে কিছু প্রকাশক ১০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার সুবিধা পাবেন
রবির মোবাইল ফোনভিত্তিক বিজ্ঞাপন চালু
ক্রেতাদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে পণ্য বা সেবার বিজ্ঞাপন পৌঁছে দিতে ‘মোবিরিচ’ নামে একটি ডিজিটাল সেবা চালু করেছে রবি। সুনির্দিষ্ট তথ্যনির্ভর প্রোফাইলিংয়ের মাধ্যমে যেকোনো পণ্য বা সেবার সবচেয়ে সম্ভাব্য ক্রেতার হাতে বিজ্ঞাপনটি পৌঁছে দেয়া যাবে এই সেবার মাধ্যমে। বিভিন্ন ব্র্যান্ড এবং স্বল্প ও মাঝারি পুঁজির উদ্যোক্তাদের (এসএমই) জন্য প্লাটফরমটি সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দেশে প্রথমবারের মতো এমন একটি অত্যাধুনিক মোবাইল অ্যাডভারটাইজিং প্লাটফরম চালু করল অপারেটরটি। মোবিরিচের প্রযুক্তিটি এমনভাবে সাজানো যেন ব্র্যান্ড বা এসএমইর বার্তাগুলো সঠিক সময়ে সঠিক গ্রাহকের কাছে পৌঁছায়। প্লাটফরমটি গ্রাহকের প্রয়োজন ও পছন্দের বিষয়টি নিরূপণের মাধ্যমে এসএমএস বা ভয়েস কলের মাধ্যমে পণ্য বা সেবার তথ্যটি পৌঁছে দেবে
মাইক্রোম্যাক্সের নতুন ৭ হ্যান্ডসেট বাজারে
মাইক্রোম্যাক্স তাদের নতুন সাতটি হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন করেছে। গত ১২ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রিয়াজুল ইসলাম, ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোফেল টেলিকম লিমিটেডের হেড অব বিজনেস সাকিব আরাফাত এবং মাইক্রোম্যাক্স ও সোফেল টেলিকমের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মাইক্রোম্যাক্সের নতুন দুটি ফ্ল্যাগশিপ মডেল ক্যানভাস ৬ ও ক্যানভাস ৬ প্রোর মোড়ক উন্মোচন। এ ছাড়া পাওয়ার ব্যাংক সাথে নিয়ে ঘুরতে যারা অস্বস্তি বোধ করেন, তাদের জন্য ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ২ জিবি র্যােম দিয়ে বাজারে এসেছে মাইক্রোম্যাক্সের কিউ৪৬১ মডেলের আরেকটি স্মার্টফোন। অনুষ্ঠানে এন্ট্রি লেভেলের চারটি মডেলের স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়। মডেলগুলো হলো- কিউ৩০১, কিউ৩৮৩, কিউ৩৮১ এবং কিউ৩৫০। দাম যথাক্রমে ২,৯৯০ টাকা, ৪,৩৯০ টাকা, ৪,৮৯০ টাকা এবং ৪৯৮০ টাকা। চলতি মাসের মাঝামাঝি সারাদেশের মোবাইল মার্কেটগুলোতে হ্যান্ডসেটগুলো পাওয়া যাবে। যোগাযোগ : ০২৯৮৮০২০৪
‘রিভ অ্যান্টিভাইরাস’ বাজারজাতের দায়িত্ব পেল টেক রিপাবলিক
বাংলাদেশের বাজারে বিশ্বের খ্যাতনামা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের অ্যান্টিভাইরাস বাজারজাতের দায়িত্ব পেয়েছে দেশীয় আইটি কোম্পানি টেক রিপাবলিক। রিভ অ্যান্টিভাইরাস বাজারজাত করা প্রসঙ্গে টেক রিপাবলিকের ব্যবস্থাপনা পরিচালক এইচএম ফয়েজ মোরশেদ বলেন, বাংলাদেশ এবং আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি শিল্পে রিভ সিস্টেমস এখন পরিচিত এক নাম। দেশের বাজারে এই ব্র্যান্ডের অ্যান্টিভাইরাস বাজারজাতের দায়িত্ব পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত। রিভ অ্যান্টিভাইরাসের সিইও সঞ্জিত চ্যাটার্জী বলেন, বর্তমান সময়ে কমবেশি সবাই একাধিক ডিভাইস ব্যবহার করেন। এ জন্য রিভ অ্যান্টিভাইরাসও দিচ্ছে প্রতিটি প্যাকেজে ন্যূনতম দুটি করে লাইসেন্স। তিনি জানান, অ্যান্টিথেফট সেবাসহ সর্বাধুনিক এই নিরাপত্তা প্রোগ্রামে রয়েছে মোবাইল অ্যাপ থেকেই নিজের সব ডিভাইসের সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা। www.reveantivirus.com ওয়েবসাইটের পাশাপাশি চলতি মাস থেকে দেশের সব অভিজাত কমপিউটার ও কমপিউটার সামগ্রীর দোকানে পাওয়া যাবে রিভ অ্যান্টিভাইরাস
শ্রীমঙ্গলে মাইক্রোসফট বুট ক্যাম্প
ডিজিটাল অফিস ব্যবস্থাপনায় ডকুমেন্ট ব্যবহার ও সংরক্ষণে সবাই এখন নির্ভর করতে শুরু করেছেন ক্লাউড প্রযুক্তির ওপর। এ ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি থেকে নিরাপদ রাখতে মাইক্রোসফট ৩৬৫-এ অন্তর্ভুক্ত আছে বেশ কিছু অতিরিক্ত ফিচার। পেশাজীবীদের জন্য রয়েছে স্কাইপ ফর বিজনেস, সোশ্যাল নেটওয়ার্ক ইয়ামার, মেইল, কন্টাক্ট ক্যালেন্ডার সিঙ্ক করতে ডেলভি। এসব টুল একজন পেশাজীবীর কাজকে যেমন সহজ করে, তেমনি তাকে নিরাপদ রাখে।
সম্প্রতি মৌলভীবাজার জেলার শ্রীঙ্গলে দিনব্যাপী মাইক্রোসফট বুট ক্যাম্প কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশে মাইক্রোসফট পণ্য ও সেবা পরিবেশক কমপিউটার সোর্স আয়োজিত এই কর্মশালা অনলাইনে অফিসের বিভিন্ন কাজে ‘অফিস ৩৬৫’-এর বিভিন্ন সুবিধা ও ফিচারের ওপর আলোকপাত করার পাশাপাশি ব্যবহারের কিছু কৌশল শেখানো হয় কর্মশালায় উপস্থিত মাইক্রোসফট খুচরা ব্যবসায়ীদের। কর্মশালা পরিচালনা করেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার (ডিস্ট্রিবিউটরস) খলিলুল হক এবং কমপিউটার সোর্সের মাইক্রোসফট পণ্য ব্যবস্থাপক আবু তারেক আল কাইয়ুম তপন
আসুসের নতুন গেমিং ল্যাপটপ
আসুস দেশের গেমারদের জন্য নিয়ে এসেছে নতুন গেমিং ল্যাপটপ ‘জি৭৫২ভিওয়াই’। ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৮০এম, ৮ জিবি ডিডিআর৫ ভিডিও গ্রাফিক্স এবং ১৭.৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লেসমৃদ্ধ ল্যাপটপটি সর্বোচ্চ কার্যক্ষমতাসম্পন্ন ও স্পষ্ট ভিজ্যুয়াল ইফেক্ট দিতে সক্ষম। এতে আরও রয়েছে ২ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ১২৮ জিবি সলিড-স্টেট ডিস্ক, ৩২ জিবি ডিডিআর৪ র্যা ম (৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যায়)। এ ছাড়া ৪.৩ কেজি ওজনের এই ল্যাপটপটিতে রয়েছে ওয়াইফাই, বস্নু-রে ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম ও ল্যানজ্যাক। দাম ১,৮৮,০০০ টাকা