• ভাষা:
  • English
  • বাংলা
হোম > কমপিউটার জগতের খবর
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৬ - সেপ্টেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
নিউজ
তথ্যসূত্র:
বাংলা খবর
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কমপিউটার জগতের খবর
দেশীয় উদ্ভাবন বিশ্ব জয় করবে : পলক
বাংলাদেশের তরুণদের উদ্ভাবিত প্রযুক্তি একদিন বিশ্ব জয় করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্প্রতি আইসিটি টাওয়ারে বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১’ কর্মকা--র প্রেস মিট ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থেকেই বেশ কয়েকটি দেশীয় উদ্ভাবন সারাবিশ্বে সাড়া জাগাবে, তাদের মেধার সক্ষমতা প্রমাণ করবে। সে জন্য আমরা একটি ইনোভেশন ইকো-সিস্টেম এবং স্টার্ট-আপ কালচার তৈরি করছি। এসব কর্মকা- বাস্তবায়নের জন্য আমরা ‘ওয়ান থাউজেন্ড ইনোভেশন বাই ২০২১’ কর্মযজ্ঞ শুরু করেছি। এসব কর্মকা- থেকে আমাদের দেশীয় উদ্ভাবন একদিন বিশ্বমানের নতুন উদ্ভাবনী পণ্য বা সেবার মাধ্যমে সারাবিশ্বে নেতৃত্ব দেবে। আমাদের দেশীয় উদ্ভাবন একদিন বিশ্ব জয় করবে।’
এই অনুষ্ঠানের মাধ্যমে ৯টি উদ্ভাবনী অ্যাপস ও গেমে বিভিন্ন অঙ্কের অনুদান দেয়া হয়

স্বাধীন হচ্ছে আইক্যান!
যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ইন্টারনেটের মেরুদ- হিসেবে খ্যাত ডোমেইন নাম পদ্ধতিটির দায়িত্ব পুরোপুরি বুঝে নিচ্ছে ডোমেইন নাম সরবরাহকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) বা আইক্যান। আগামী ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক অলাভজনক সংস্থাটি দায়িত্ব বুঝে নেবে। বৈশ্বিক মতামত নিয়ে ইন্টারনেট-সম্পর্কিত নিয়ম ও নীতিমালা প্রণয়নে কাজ করে সংস্থাটি। এতে অবশ্য ইন্টারনেট ব্যবহারকারীরা কোনো পার্থক্য ধরতে পারবেন না। ইতোমধ্যে আড়ালে কাজটি শেষ করেছে আইক্যান। যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে পুরো দায়িত্বটি বুঝে নেয়ায় এই সংস্থাটি এখন স্বাধীনভাবে কাজ করতে পারবে। এর আগে ডোমেইন নামের অনুমোদনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার চাইলে হস্তক্ষেপ করার সুযোগ ছিল। তাদের হাতে ডোমেইন নাম পদ্ধতির নিয়ন্ত্রণ ছিল

চালু হলো জিপি অনলাইন শপ
‘সারাদেশে সবখানে, নিশ্চিন্তে পৌঁছায় হাতে’ সেস্নাগান নিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের বৃহত্তম ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের অনলাইন শপিং প্লাটফর্ম ‘জিপি শপ’। এই অনলাইন ই-কমার্স প্লাটফর্ম ‘জিপি শপ’ থেকে ক্রেতারা কিনতে পারবেন আকর্ষণীয় অফারে স্মার্টফোন, মোবাইল পণ্য ও মডেম। ২৩ আগস্ট বিকেলে ওয়েস্টিন হোটেলে এই প্লাটফর্মের উদ্বোধন করে গ্রামীণফোন। এই ই-কমার্স সাইট থেকে সব বয়সের মানুষ সহজেই অনলাইনে টেলিকম পণ্য কিনতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ‘জিপি শপ’ থেকে ক্রেতারা খুব সহজেই মূল নির্মাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়ারেন্টিসহ নতুন মডেলের স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট ক্রয় করতে পারবেন। এ ছাড়া এই সেবার মাধ্যমে কিস্তিতে টাকা পরিশোধ করার ফ্ল্যাক্সি পেমেন্ট অপশন ‘ইএমআই’ সুবিধাসহ সারাদেশে হোম ডেলিভারি সুবিধা পাওয়া যাবে। জিপি শপে থাকছে বিকাশ, শিওরক্যাশ, ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল নেক্সাস, মাইক্যাশ ও আইবিবিএল এমক্যাশের মতো সুবিধাজনক সব ধরনের পেমেন্ট সুবিধা। ঢাকায় ৮০ টাকা ও ঢাকার বাইরে ১৬০ টাকার পরিবহন খরচে মিলবে পছন্দের গ্যাজেট

৬ কোটির মাইলফলকে মোবাইল ইন্টারনেট গ্রাহক
বাংলাদেশে মোট প্রায় সাড়ে ৬ কোটির মধ্যে ৬ কোটির মাইলফলকে পৌঁছাল মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সর্বশেষ জুলাই মাসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিটিআরসির তথ্যানুযায়ী, জুলাই মাসে দেশে মোট ইন্টারনেট গ্রাহক ৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৬ কোটি ৩৭ হাজার, ওয়াইম্যাক্স ১ লাখ ৮ হাজার, আইএসপি ও পিএসটিএন ৩৭ লাখ ৭০ হাজার। গত জুনে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ৬ কোটি ৩২ লাখ ৯০ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ৫ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার, ওয়াইম্যাক্স ১ লাখ ১২ হাজার, আইএসপি ও পিএসটিএন ৩৫ লাখ ২০ হাজার

ই-কমার্স নীতিমালা প্রণয়নে সভা
গত ১৩ আগস্ট ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) কার্যালয়ে ই-কমার্স নীতিমালা গঠনের উদ্দেশ্যে ই-কমার্সের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ই-কমার্স নীতিমালার খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় তৈরি করা ই-কমার্স নীতিমালার প্রথম খসড়া সংস্করণ ইতোমধ্যেই ই-ক্যাবের পক্ষ থেকে আইসিটি বিভাগে জমা দেয়া হয়েছে।
সভায় বিদেশী বিনিয়োগ, বিনিয়োগ ও বীমা, অনলাইনে নিরাপত্তা, পেমেন্ট গেটওয়ে, পণ্য বণ্টন সেবা, ডোমেইন ও হোস্টিং, আইনি বিধিনিষেধ, সক্ষমতা উন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বিদেশী বিনিয়োগকে স্বাগত জানানো এবং বাংলাদেশের ই-কমার্স খাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বার্থ সংরক্ষণের ওপর বক্তারা জোর দেন। শিগগিরই ই-ক্যাবের উদ্যোগে বিষয়ভিত্তিক ই-কমার্স নীতিমালা সংলাপ অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব সৈয়দ মোহাম্মদ কাউসার হোসেন, এসএসএল ওয়্যারলেসের প্রধান পরিচালন কর্মকর্তা আশীষ চক্রবর্তীসহ অনেকে

বিদেশে ২৫ হাজার ডলার নিতে পারবে সফটওয়্যার কোম্পানি
সেবাদাতা আইটি ও সফটওয়্যার কোম্পানির বিদেশে অর্থ নেয়ার সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে এসব কোম্পানি বিদেশে খরচ মেটাতে বছরে ২৫ হাজার ডলার পর্যন্ত নিতে পারবে। আগে এ সীমা ছিল ২০ হাজার ডলার। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে সেবাদাতা আইটি ও সফটওয়্যার কোম্পানি বিদেশে খরচ মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বছরে ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত নিতে পারবে

ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন
মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকা-- অংশ নিলে সর্বোচ্চ যাবজ্জীবন, ১ কোটি টাকা জরিমানা ও উভয় দ--র বিধান রেখে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। শাস্তির বিধানগুলো পর্যালোচনা করে আইনমন্ত্রী বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে পাঠাবেন। ২২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়

ডলফিনকে পেমেন্ট সেবা দেবে এসএসএল কমার্জ
দেশের অন্যতম প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেসের প্রতিষ্ঠান এসএসএল কমার্জ ডলফিন কমপিউটার্সের বিভিন্ন পণ্য বিক্রিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা দেবে। সম্প্রতি ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান ডলফিন কমপিউটার্স লিমিটেডের সাথে এসএসএল ওয়্যারলেসের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ডলফিন কমপিউটার্স দেশের শীর্ষস্থানীয় অনলাইন পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্জের মাধ্যমে বিভিন্ন কমিপউটার্স ও ইলেকট্রনিক পণ্য যেমন- ল্যাপটপ, ডেস্কটপ, কমপিউটার অ্যাক্সেসরিজ, গ্যাজেট ইত্যাদি অনলাইনে বিক্রি করতে পারবে। ড্যাফোডিল গ্রুপের এমডি সবুর খান ও এসএসএল ওয়্যারলেসের এমডি সাইফুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ডলফিন কমপিউটার্স লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: জাফর এ পাটোয়ারী, ম্যানেজার আবদুল খালেক পাটোয়ারী, ডেপুটি ম্যানেজার মো: ছালাহ উদ্দিন, এসএসএল ওয়্যারলেসের জেনারেল ম্যানেজার আশীষ চক্রবর্তী, হেড অব ইঞ্জিনিয়ারিং শাহজাদা রেদওয়ান, সিনিয়র ম্যানেজার জুবায়ের হোসেন ও ম্যানেজার (ই-বিজনেস) মাহবুব উর রশীদ খান

ই-কমার্সের জবসাইট কিনলেজবসের মাসপূর্তি
বাংলাদেশে ই-কমার্সের প্রসারের সাথে সাথে এর জনপ্রিয়তাও সমানতালে বেড়ে চলছে। সারা বিশ্বরে মতো বাংলাদেশের মানুষও প্রযুক্তির এই উপহারকে কাজে লাগিয়ে সেরে ফেলছেন তাদের প্রয়োজনীয় কেনাকাটা। ক্রেতারা যেমন কেনাকাটা করছেন, তেমনি উদ্যোক্তারাও পিছিয়ে নেই। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশী অনেক কোম্পানিও আমাদের দেশে ই-কমার্স বিজনেস শুরু করেছে। তাই এই খাতে সৃষ্টি হয়েছে অনেক নতুন কর্মসংস্থানের। এই কর্মসংস্থানের সুযোগগুলোকে সবার সুবিধার জন্য একটি প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যকে সামনে রেখে এক মাস আগে যাত্রা শুরু করে কিনলেজবস ডটকম। কিনলেজবস বাংলাদেশের প্রথম ই-কমার্স জব সাইট।
কিনলেজবস ডটকম যাত্রা শুরুর পর থেকেই সবার কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছে। প্রচুর পরিমাণ ভিজিটর প্রতিদিন ই-কমার্সের এই জব প্লাটফর্মে ভিজিট করছেন। বর্তমানে এলেক্সা রযা পঙ্কিংয়ে বাংলাদেশে কিনলেজবসের অবস্থান ১১৯৫ ও ওয়ার্ল্ডওয়াইড অবস্থান ৪৩৬৮৪৫।
সম্প্রতি ইউআইইউ ইউনিভার্সিটিতে মার্কেটার্স মার্কেট নামে একটি ফেয়ার অনুষ্ঠিত হয়, যেখানে কিনলেজবস অংশ নেয়। সেখানকার শিক্ষার্থী ও মেলায় আসা ভিজিটরদের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পায়।
কিনলে জবসের প্রতিষ্ঠাতা সোহেল মৃধা বলেন, ‘ইতোমধ্যেই হাজারের বেমি চাকরিপ্রার্থী এই সাইটে তাদের সিভি ড্রপ করেছেন ও ১১০টি কোম্পানি নিবন্ধিত হয়েছে। চাকরিদাতাদের মধ্যে রয়েছে দেশের স্বনামধন্য কিছু কোম্পানি- যার মধ্যে রকমারি, ওয়ালেটমিক্স, ব্রানো, দিনরাত্রি, ইসুফিয়ানা, রাইটচয়েজ অন্যতম। মাত্র এক মাসের এই অগ্রগতিকে বাংলাদেশের ই-কমার্স খাতের জন্য একটি বড় শুভ লক্ষণ হিসেবেই দেখছেন তিনি।’
ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ বলেন, ‘ই-কমার্স খাতের উন্নতির জন্য দক্ষ মানবশক্তির কোনো বিকল্প নেই। যত দ্রুত আমরা আমাদের দেশে এই খাতের জন্য পর্যাপ্ত ট্রেনিং ও শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে পারব, তত দ্রুতই ই-কমার্স একটি শক্ত ভিতের ওপর দাঁড়াবে। তা না হলে অন্যান্য দেশের এক্সপার্টরা আমাদের এই শূন্যস্থান দখল করে নেবে ও আমরা পরনির্ভরশীল হয়ে যাব। কিনলেজবসকে ধন্যবাদ যে, তারা ই-কমার্সের জন্য একটি আলাদা জব সাইট তৈরি করেছে।’
কিনলেজবস ডটকম তাদের এই যাত্রায় সবাইকে পাশে পেতে চায়। ভিজিট করুন www.keenlayjobs.com সাইটে

বিশেষ ছাড়ে লেনোভো ইয়োগা ৫০০
বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য ব্র্যান্ড লেনোভোর ইয়োগা ৫০০ ল্যাপটপে বিশেষ মূল্যছাড় দিচ্ছে লেনোভোর বাংলাদেশী পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড। মূল্যছাড়ের পাশাপাশি পণ্যটি কিনলে টোটোলিঙ্কের রাউটার পাওয়া যাবে ফ্রি। ব্যবহারকারীরা তার পছন্দ বা স্বাচ্ছন্দ্য মতো ল্যাপটপটিকে ‘ল্যাপটপ, স্ট্যান্ড, টেস্ট ও ট্যাবলেট’ চারভাবে ব্যবহার করতে পারবেন। ১৪ ইঞ্চি ডিসপ্লেযুক্ত ইয়োগো ৫০০ চলবে জেনুইন উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে। মিউজিক উপেভোগে রয়েছে ডলবি মিউজিক। এ ছাড়া প্রয়োজনীয় সব ধরনের বৈশিষ্ট্য রয়েছে এতে। দেশের বাজারে লেনোভোর এ মডেলটির আগের দাম ৫৫,৫০০ টাকা থেকে এখন ৫ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখা অথবা নির্ধারিত ডিলার শোরুমে এসে বিশেষ অফারে ডিভাইসটি কেনা যাবে

টাঙ্গাইল পলিটেকনিকে আসুস রোড শো
দেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আয়োজনে গত ২৭ আগস্ট টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় রোড শো ‘আসুস ক্যাম্পাস এক্সপ্রেস অ্যান্ড টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট’। দিনব্যাপী এই আয়োজনে আসুসের নোটবুক ও ট্যাবলেট পিসি প্রদর্শনের জন্য ছিল প্যাভিলিয়ন। এতে ছাত্রছাত্রী ও দর্শণার্থীদের জন্য ছিল আসুস পণ্য পরিচিতি এবং পাজল গেম প্রতিযোগিতার মাধ্যমে উপহার জিতে নেয়ার সুযোগ। উপহার হিসেবে ছিল টি-শার্ট, আসুস রিস্ট ব্যান্ড, আসুস মিনি ব্যাগ প্যাক, আসুস রাইটিং প্যাড ও আসুস ব্যাজ ইত্যাদি। ছাত্রছাত্রী তথা তরুণ প্রজন্মকে আসুসের নতুন নতুন সব প্রযুক্তিপণ্যের সাথে পরিচিতি করাই ছিল এই প্রচারণামূলক কার্যক্রমের মূল উদ্দেশ্য। আসুসের এই ক্যাম্পাস এক্সপ্রেস রোড শো ধারাবাহিকভাবে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ইউনিভার্সিটি, নওগাঁ গভর্নমেন্ট কলেজ, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট ও রুয়েটে অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৯৬

বিশে^র সবচেয়ে পাতলা ল্যাপটপ এনেছে এইচপি
প্রিমিয়াম পিসির অভিজ্ঞতা দিতে সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে বিশে^র সবচেয়ে পাতলা ল্যাপটপ ‘এইচপি স্পেক্টর’। গত ২২ আগস্ট রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় এইচপি।
সিএনসি মেশিনের অ্যালুমিনিয়াম বডির এ ল্যাপটপ এএএ-ব্যাটারির মতো পাতলা (১০.৪ মিমি) এবং তলদেশ কার্বন ফাইবারের হওয়ায় খুবই হালকা (১.১১ কিলোগ্রাম)। বিনোদন অভিজ্ঞতা দিতে রয়েছে ফুল এইচডি ১৩.৩ ইঞ্চির ডায়াগনাল এজ-টু-এজ ডিসপ্লে এবং ব্যাং ও ওলুফসেন সাউন্ড।
এর হাইব্রিড ব্যাটারি সর্বোচ্চ সাড়ে ৯ ঘণ্টা ব্যাকআপ দিতে সক্ষম। অষ্টম প্রজন্মের ইন্টেল কোরআই৫ ও কোরআই৬ প্রসেসর, সর্বোচ্চ ৫১২ গিগাবাইট দ্রুতগতির পিসিআই এসএসডি, ৮ গিগাবাইট পর্যন্ত র্যা ম ল্যাপটপটিকে সর্বোচ্চ কর্মক্ষমতা দেবে।
এইচপির এশিয়া প্যাসিফিক ও জাপান অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (পার্সোনাল সিস্টেমস বিজনেস) ও মহাব্যবস্থাপক অ্যানেলিস ওলসন বলেন, এইচপি স্পেক্টর বিশে^র সবচেয়ে পাতলা নোটবুক। এটি বাজারে থাকা অন্যান্য পাতলা ল্যাপটপের মতো নয় এবং শক্তি ও সুবিধার ক্ষেত্রে কোনো আপস করে না। ফুল এইচডি এজ-টু-এজ ডিসপ্লে, ইন্টেল কোরআই প্রসেসরসহ এর অন্যান্য ডিভাইস নতুন স্পেক্টরের এক অনন্য মাত্রা এনে দিয়েছে।
হালকা এনভি ল্যাপটপের শক্তি : পরবর্তী প্রজন্মের এইচপি এনভি ল্যাপটপ মেটাল ডিজাইনের পাশাপাশি উচ্চশক্তি ও কর্মদক্ষতা, এজ-টু-এজ ফ্ল্যাশ গস্নাস ডিসপ্লে দারুণ অভিজ্ঞতা দেবে। এর ইউএসবি ৩.০ পোর্ট এবং ইউএসবি টাইপ-সি সহজে ডাটা ট্রান্সফার ও অ্যাক্সেসরিজ সংযোগ দেবে। পাশাপাশি এইচপি ফাস্ট চার্জ প্রযুক্তি ল্যাপটপকে বন্ধ থাকা অবস্থায় ৯০ মিনিটে ৯০ শতাংশ চার্জ পূর্ণ করার সুযোগ দেবে। নতুন ১৫.৬ ইঞ্চির এনভি আগের প্রজন্ম থেকে ০.৩৬ কিলোগ্রাম হালকা।
ইন্টেল কোরআই৭ প্রসেসর ও ইউএমএ অথবা ইন্টেল আইরিশ গ্রাফিক্স, ১৬ গিগাবাইট র্যা্ম ও সর্বোচ্চ ১ টেরাবাইট এইচডিডি এবং ২৫৬ গিগাবাইট পিসিআই এসএসডি।
উইন্ডোজ হ্যালো সমর্থন : এইচপি এশিয়া ইমার্জিং কান্ট্রিজের নোটবুক ক্যাটাগরি ম্যানেজার সামামত্মা গৌ বলেন, অনেকেই পাতলা ও হালকা পিসি ব্যবহার করতে চান। অপরদিকে কেউবা চান শক্তি ও নতুন কিছু তৈরি এবং সংরক্ষণের জন্য। গ্রাহকদের চাহিদা মোতাবেক সাধ্যের মধ্যে ভিন্ন ভিন্ন ল্যাপটপ খুঁজে নিতে পারবেন এই সিরিজ থেকে।
পপ অব কালার : এইচপি নতুন প্যাভিলিয়ন সিরিজের পিসি ডিজাইন ও অনেক কালার অপশনে নিয়ে আসা হয়েছে। আগের সংস্করণ থেকে এগুলো অনেক হালকা করা হয়েছে। সর্বোচ্চ কমপিউটিং অভিজ্ঞতায় রয়েছে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, সর্বশেষ ইন্টেল অথবা এএমডি প্রসেসর ও গ্রাফিক্স কার্ড। দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে এইচপি ফাস্ট চার্জ প্রযুক্তি, যা ল্যাপটপ বন্ধ থাকায় অবস্থায় ৯০ মিনিটে ৯০ শতাংশ চার্জ পূর্ণ করতে পারে।
ধরন ও শক্তিতে প্যাভিলিয়ন ল্যাপটপ : এইচপি প্যাভিলিয়ন নোটবুক সিরিজে ১৪ ইঞ্চি ও ১৫.৬ ইঞ্চি ডায়াগনাল প্যাভিলিয়ন নোটবুক আগের প্রজন্ম থেকে ১১-২২ শতাংশ পাতলা ও হালকা। ন্যাচারাল সিলভার, মডার্ন গোল্ড, ব্লিজার্ড হোয়াইট, ওনিক্স বস্ন্যাক, কার্ডিনাল রেড, ড্রাগনফ্লাই বস্নু এবং স্পোর্টস পার্পল রংয়ের পাশাপাশি নতুন ডিজাইনের কিবোর্ড ও স্পিকার নিয়ে পাওয়া যাচ্ছে নোটবুকগুলো।
৫টি রংয়ে, উইন্ডোজ হ্যালো সমর্থনের জন্য রিয়েলসেন্স ক্যামেরা, ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসর ও গ্রাফিক্স কার্ড, ১৬ গিগাবাইট র্যানম ও সর্বোচ্চ ৫১২ গিগাবাইট এসএসডি অথবা সর্বোচ্চ ২ টেরাবাইট স্টোরেজ এবং ২ গেরাবাইট ও ১২৪ গিগাবাইট এসএসডি নিয়ে ডুয়াল স্টোরেজ সুবিধা, অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, এজ-টু-এজ এইচডি অথবা ফুল এইচডি আইপিএস ডিসপ্লে।
বাংলাদেশের বাজারে পাওয়া যাবে : ১৩.৩ ইঞ্চির ডায়াগনাল এইচপি স্পেক্টর, ১৫.৬ ইঞ্চির ডায়াগনাল এইচপি এনভি ল্যাপটপ, ১৪ ইঞ্চির ডায়াগনাল এইচপি প্যাভিলিয়ন ও ১৫.৬ ইঞ্চির ডায়াগনাল এইচডি প্যাভিলিয়ন

আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষায় শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে গত ১২ থেকে ২০ আগস্ট সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট প্রশিক্ষকের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৮ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে সার্টিফিকেট অর্জন করেন। চলতি মাসে আইটিআইএল ১৮তম ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

ফিলিপসের নতুন মনিটর
গ্লোবাল ব্র্যান্ড পরিবারে নতুন সদস্য হিসেবে আওতাভুক্ত হয়েছে ডাচ ব্র্যান্ড ফিলিপস, যা বাজারে নিয়ে এসেছে ফিলিপস ২২৪ই৫কিউ এইচএসবি এএইচ-আইপিএস এলইডি ডিসপ্লে মনিটর। আল্ট্রা হাই ডেফিনিশন প্রযুক্তিসম্পন্ন ব্যাজল ফ্রি এই ২১.৫ ইঞ্চি এলসিডি মনিটরটিতে রয়েছে অত্যাধুনিক ১৬.৯ আসপেক্ট রেশিও এইচডি ডিসপ্লে, এমএইচএল এবং ওয়ালমাউন্ট ভিইএসএ সিস্টেম। এর ফুল এইচডি রেজ্যুলেশন ১৯২০এক্স বাই ১০৮০ স্ট্যাটিক কন্ট্রাস্ট ও সুপার ক্লিয়ার ট্রু ভিশন টেকনোলজি। দাম ১১,২০০ টাকা। এ ছাড়া চাহিদা অনুযায়ী আরও চারটি ভিন্ন সাইজের এলইডি মনিটর ফিলিপস ১৬৩ভি৫এল, ১৯৩ভি৫এল, ২০৬ভি৬কিউ ও ২২৬ভি৬কিউ এএইচ-আইপিএস বাজারে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে। মনিটরগুলোতে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা

স্মার্টসিটি ফোরামের ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন
বিআইজেএফ কার্যালয়ে বাংলাদেশ স্মার্টসিটি ফোরামের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় এবং সভায় স্মার্টসিটি ফোরামের ১৫ সদস্যের একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জববারকে স্মার্টসিটি ফোরামের আহবায়ক করে চারজনকে সহ-আহবায়ক নির্বাচিত করা হয়। তারা হলেন এফবিসিসিআইয়ের পরিচালক শাফকাত হায়দার, বাংলাদেশ কমপিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, এশিয়া-ওশেনিয়া কমপিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) সাবেক চেয়ারম্যান আবদুলস্নাহ এইচ কাফি ও বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাক। সভায় মো: আবদুল ওয়াহেদ তমালকে সাধারণ সম্পাদক, সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকারকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।
এ ছাড়া সভায় পাঁচটি কমিটি গঠন করা হয়- ইন্টারনেট অব থিংস (আইওটি), অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাম্পেইন, অ্যাডভোকেসি, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন এবং টেকনোলজি অ্যান্ড রিসার্চ। বাংলাদেশের বিভিন্ন আইসিটি সংগঠন আইএসপিএবি, ই-ক্যাব, বিআইজেএফ, বাক্য এবং আইইবি এ কমিটিগুলোর নেতৃত্ব দিচ্ছে।
১৫ সদস্যের এ কার্যনির্বাহী পরিষদ সুষ্ঠুভাবে স্মার্টসিটি গঠন করার জন্য নীতি-নির্ধারণ, সচেতনতা বাড়ানো এবং স্মার্টসিটি নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করবে। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনসাধারণকে দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবাদান, যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন, নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ধরনের সুযোগ দেয়ার লক্ষ্যেই স্মার্টসিটি গঠন করা অত্যন্ত প্রয়োজনীয়। ইতোমধ্যেই সরকারি-বেসরকারি পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এসব পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধন করে স্মার্টসিটি গড়ে তোলাই স্মার্টসিটি ফোরামের অন্যতম প্রধান উদ্দেশ্য।
যেসব অ্যাসোসিয়েশনের প্রতিনিধি কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়েছেন তারা হলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ কমপিউটার সোসাইটি (বিসিএস), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), সিটিও ফোরাম, দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি), ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (আইজিএফ) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)

ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনে বিসিসি ও বেসিসের চুক্তি
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ সফল ও যৌথভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সম্প্রতি বিসিসি সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম ও বেসিসের সভাপতি মোস্তাফা জববার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ এনামুল কবির, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, পরিচালক উত্তম কুমার পাল, মোস্তাফিজুর রহমান সোহেল ও সচিব হাশিম আহম্মদ

বেসিসের কার্যক্রম শক্তিশালীকরণে ২৪ স্থায়ী কমিটি গঠন
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবায় স্থানীয় বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক বাজারে রফতানি শক্তিশালীকরণে বেসিস সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বিশেষায়িত খাতে আলাদা স্থায়ী কমিটির মাধ্যমে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা যায়। সেই লক্ষ্য নিয়ে ২৪টি স্থায়ী কমিটি গঠন করেছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিস।
সদস্যদের আগ্রহের ভিত্তিতে ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কমিটির তালিকা ঘোষণা করা হয়েছে। গত ১৬ আগস্ট বেসিস সভাপতি মোস্তাফা জববারের সভাপতিত্বে অনুষ্ঠিত নবনির্বাচিত বেসিস কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভায় এই কমিটিগুলো গঠন করা হয়। একই সাথে প্রতিটি কমিটিতে বেসিসের দুজন পরিচালককে দায়িত্ব দেয়া হয়েছে। এসব কমিটির সুপারিশগুলো বেসিস কার্যনির্বাহী পরিষদ ও সদস্যরা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন

ধানম-- ২৭ নম্বরে আইবিসিএস-প্রাইমেক্সের দ্বিতীয় সেন্টার উদ্বোধন
ধানম-- ২৭ নম্বরে গত ১১ আগস্ট আইবিসিএস-প্রাইমেক্সের দ্বিতীয় ট্রেনিং সেন্টারের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এবং বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী-১ আসনের এমপি এইচএম ইব্রাহিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইবিসিএস-প্রাইমেক্সের কোম্পানি উপদেষ্টা, পরিচালকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক ও সাংবাদিকসহ শুভাকাঙক্ষীরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় সেন্টারের ভর্তি কার্যক্রম চলছে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৬ - সেপ্টেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস