লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড পেল আইসিটি ডিভিশন
এশিয়ান-ওশেনিয়ান কমপিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগকে ‘ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড ২০১৬’-এ ভূষিত করেছে। সম্প্রতি মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত ‘অ্যাসোসিও জেনারেল এসেম্বলি অ্যান্ড আইসিটি সামিট ২০১৬’র এক জমকালো অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের আইসিট প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাতে পুরস্কার তুলে দেন অ্যাসোসিওর সভাপতি বুনরাক সারাগানান্দা। আইসিটি ডিভিশনের নিরলস কর্মযজ্ঞ এবং সরকারি ব্যবস্থাপনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির লক্ষণীয় প্রয়োগের মাধ্যমে সরকারি সেবাপ্রাপ্তিতে আমূল পরিবর্তনে সর্বাত্মক সহযোগিতার স্বীকৃতি হিসেবে আইসিট বিভাগকে এই পুরস্কার দেয়া হয়। পুরস্কার নেয়ার পর আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম যে বিশ্বব্যাপী রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে, এ পুরস্কার তারই স্বীকৃতি
বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প পেল আইটিইউ পুরস্কার
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মর্যাদাপূর্ণ ‘রিকগনিশন অব এক্সিলেন্স’ পুরস্কার পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প। সরকারি সূত্র জানায়, সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে চার দিনব্যাপী অনুষ্ঠিত আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড-২০১৬’র সমাপনী অনুষ্ঠানে সরকারের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। পুরস্কারের সার্টিফিকেটে আইটিইউ উল্লেখ করেছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পকে তার চমৎকার উদ্ভাবনী আইসিটি সেবার সাথে সামাজিক প্রভাবের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেয়া হলো। ২০১৭ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করার সময় নির্ধারণ করা হয়েছে
অ্যাসোসিও সম্মাননা পেয়েছে স্মার্ট টেকনোলজিস
এশিয়া-ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থা অ্যাসোসিওর ‘আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানি অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশের শীর্ষ আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। গত ১৫ নভেম্বর মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অনুষ্ঠিত অ্যাসোসিও সামিট ২০১৬’র নৈশভোজে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম আউটস্ট্যান্ডিং আইসিটি কোম্পানির পুরস্কার গ্রহণ করেন। একই অনুষ্ঠানে আইসিটি বিভাগ পেয়েছে অ্যাসোসিও ডিজিটাল সরকার পুরস্কার। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহমুদ সাইফুর রহমানসহ বাংলাদেশ কমপিউটার সমিতি ও বেসিসের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
চিট্টগ্রামে বিসিএস ডিজিটাল এক্সপো শুরু ১৮ ডিসেম্বর
বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখার উদ্যোগে আগামী ১৮ ডিসেম্বর থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১৬ চট্টগ্রাম’। বন্দরনগরীর জিইসি কনভেনশন সেন্টারে পাঁচ দিনব্যাপী এই এক্সপো ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। তথ্যপ্রযুক্তির দেশি-বিদেশি জনপ্রিয় ও সুপরিচিত ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্ত্ততকারক ও সরবরাহকারী স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো এ প্রদর্শনীতে অংশ নেবে। কমপিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার পণ্যসামগ্রী, নেটওয়ার্ক এবং ডাটা কমিউনিকেশন, টেলিকম সেবা ও পণ্যসামগ্রী, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ, ডিজিটাল জীবনধারার প্রযুক্তিপণ্যের উন্নত ও হালনাগাদ সংস্করণ ৭০টি স্টল ও ৯টি প্যাভিলিয়নে প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে। প্রদর্শনীতে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকবে। প্রযুক্তিপণ্য প্রদর্শনীর পাশাপাশি নান্দনিক প্রোডাক্ট শো, সেমিনার, ক্যুইজ ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের ব্যবস্থাও থাকবে
পিপীলিকা বাংলা উৎসবে সহযোগিতা করবে এটুআই
বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকাকে সমৃদ্ধ করার লক্ষ্যে পিপীলিকা বাংলা উৎসবে (শব্দকল্পদ্রুম) সহযোগিতা করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ প্রেস ব্রিফিং রুমে প্রধানমন্ত্রীর এটুআই প্রোগ্রাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সমঝোতার পাশাপাশি শুদ্ধ বাংলা বানানের প্রতি আগ্রহ বাড়াতে ব্যাপকভাবে কাজ করবে এটুআই। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব মো: নজরুল ইসলাম খান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কথাসাহিত্যিক আলী ইমাম, কণ্ঠশিল্পী সৈয়দ শহীদ প্রমুখ
‘‘সফল প্রতিবন্ধী উদ্যোক্তা’ পদক পেলেন ভাস্কর ভট্টাচার্য্য
স্কুলে যাওয়ার যখন বয়স হয়, তখন স্থানীয় একটি প্রাথমিক স্কুলে ভর্তি হয়েও পড়তে পারেননি। অনেক সমস্যার পাহাড় পাড়ি দিয়ে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যান, চোখে দেখতে পান না বলে তাকেসহ আরও কয়েকজনের আবেদন নাকচ করে দেয় বিশ্ববিদালয় কর্তৃপক্ষ। পরে তারা অনশন শুরু করলে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। নিজে যেখানে পদে পদে বাধা পেরিয়েছেন, সেই মানুষটি আজ দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীর জন্য ডিজিটাল মাল্টিমিডিয়া বই তৈরি করছেন। ইতোমধ্যে ৬০০ ডিজিটাল মাল্টিমিডিয়া বই ও বাংলা স্ক্রিন রিডিং সফটওয়্যার তৈরি করেছেন। এ পর্যন্ত আড়াইশ’ দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেমেয়েকে দিয়েছেন কমপিউটারের ওপর প্রশিক্ষণ। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য্য। গত ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে তুলে দেন ‘সফল প্রতিবন্ধী উদ্যোক্তা’ পদক। দৃষ্টিপ্রতিবন্ধীসহ সবার জন্য ব্যবহার্য শিক্ষা উপকরণ তৈরি ও তথ্যপ্রযুক্তিতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি এ পদক পান। চট্টগ্রামে প্রথম কমপিউটারাইজড ব্রেইল প্রোডাকশন সেন্টার প্রতিষ্ঠা করেন ভাস্কর। তাকে সহযোগিতা করে ‘জাপান ব্রেইল লাইব্রেরি’ ও ‘মালয়েশিয়ান কাউন্সিল ফর দ্য ব্লাইন্ড’। এখন ভাস্কর কাজ করছেন ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে। পাশাপাশি কাজ করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘অ্যাকসেস টু ইনফরমেশন’ প্রোগ্রামে। সেখানে তিনি ন্যাশনাল কনসালট্যান্ট ওয়েব অ্যাক্সেসেবিলিটি হিসেবে কর্মরত রয়েছেন। ভাস্কর ভট্টাচার্য্য এখন তার টিমকে নিয়ে প্রতিবন্ধী মানুষের ব্যবহারের জন্য ২৫ হাজার ওয়েবসাইট গড়ে তোলার কাজে নেমেছেন
বিাংলাদেশে এসারের নতুন পরিবেশক বি-ট্র্যাক টেকনোলজিস
বাংলাদেশের বাজারের জন্য এসারের নতুন পরিবেশক সহযোগী হয়েছে বি-ট্র্যাক টেকনোলজিস। এতে অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে বি-ট্র্যাক টেকনোলজিস এসারের নোটবুক, ব্যক্তিগত কমপিউটার, মনিটরসহ সব পণ্য পরিবেশন করবে ও বিক্রয়োত্তর সেবা দেবে। এ নিয়ে অংশীদারিত্ব চুক্তি করেছে এসার বাংলাদেশ ও বি-ট্র্যাক টেকনোলজিস। অংশীদারিত্ব ঘোষণা অনুষ্ঠানে এসারের আঞ্চলিক ব্যবসায় সম্প্রসারণের বিষয় নিয়ে উপস্থাপনা দেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ ও পূর্ব ভারতের ব্যবসায় বিভাগের প্রধান পিনাকি ব্যানার্জী। অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে এসারের পণ্য বিস্তারে বি-ট্র্যাক টেকনোলজিসের পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আবদুল মাবুদ। এ সময় এসার বাংলাদেশের বাণিজ্যিক প্রধান হারজিন্দার সিঙ্গার ও দেশীয় পরামর্শক সাকিব হাসান এবং বি-ট্র্যাক টেকনোলজিসের বিক্রয় বিভাগের প্রধান তরিকুল কবির ও পরিচলন প্রধান আখতার ফাহমি উপস্থিত ছিলেন
ফফেব্রম্নয়ারিতে ঢাকায় সোশ্যাল মিডিয়া এক্সপো
সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের আরও বেশি সচেতন করতে ‘অ্যাওয়ার বাংলাদেশ’ সেস্নাগানে আগামী বছরের ৩ ও ৪ ফেব্রম্নয়ারি ঢাকার সামরিক জাদুঘর প্রাঙ্গণে ‘সোশ্যাল মিডিয়া এক্সপো-২০১৭’ অনুষ্ঠিত হবে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ভার্ব ইভেন্টস এ এক্সপোর আয়োজক। সম্প্রতি কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তির যাতে অপব্যবহার না হয়, সে জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। যারা সামাজিক মাধ্যম ব্যবহার করছেন, তাদের যেমন সচেতন করা হবে, তেমনি অব্যবহারকারীদেরও সচেতন করা হবে এ মেলার মাধ্যমে; যাতে কোনো গুজব যেন সহজেই কেউ বিশ্বাস না করেন। তিনি আরও বলেন, কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে সমাজ, দেশের সম্পদের ক্ষতি করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সচেতনতা তৈরির পাশাপাশি ইন্টারনেটের বহুবিধ ব্যবহার সম্পর্কে বিভিন্ন কার্যক্রম থাকবে। যার মধ্যে সাইবার আইন ও অপরাধ, ই-লার্নিং, ই-হেলথ, ই-সিকিউরিটিসহ বিভিন্ন বিষয়ে জানানো ও সচেতনতামূলক কার্যক্রম থাকবে। দুই দিনের সোশ্যাল মিডিয়া এক্সপোতে ছয়টি সেমিনার অনুষ্ঠিত হবে
‘‘লিজেন্ড অব আইসিটি সম্মাননা’ পেলেন চারজন
সিটিও ফোরামের কিছু সদস্য তাদের মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ে পদোন্নতি পেয়েছেন। তাদের সম্মানে সম্প্রতি ঢাকায় ‘লিজেন্ড অব আইসিটি’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞেরা হলেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো: শিরিন, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এসএম মাঈনুদ্দিন চৌধুরী, পূবালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, সিটি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান।
সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার স্বাগত বক্তব্যে বলেন, সিটিও ফোরাম বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটিও ফোরামের যুগ্ম মহাসচিব দেবদুলাল রায়, কোষাধ্যক্ষ মো: মঈনুল ইসলাম ও কার্যকরী কমিটির সদস্য লুৎফর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞেরা উপস্থিত ছিলেন
গিাজীপুরে মাইক্রোম্যাক্সের নতুন শোরুম
গাজীপুর চৌরাস্তা এলাকায় সম্প্রতি মাইক্রোম্যাক্সের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে মাইক্রোম্যাক্সের একমাত্র পরিবেশক সোফেল টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, মহাব্যবস্থাপক সাকিব আরাফাত, মাইক্রোম্যাক্সের আন্তর্জাতিক ব্যবসায় সম্পর্কিত মহাব্যবস্থাপক সৌরভ গৌতম, বাংলাদেশ মাইক্রোম্যাক্সের মহাব্যবস্থাপক রিয়াজুল ইসলাম ও প্রতিষ্ঠানদ্বয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা
আিইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষায় শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে গত ১৮-১৯ নভেম্বর সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট প্রশিক্ষকের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে সার্টিফিকেট অর্জন করেন। চলতি মাসে আইটিআইএল ২০তম ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আিসুসের ভিভোস্টিক পিসি
বাংলাদেশের বাজারে আসুস নিয়ে এসেছে উইন্ডোজ ১০ সমৃদ্ধ পকেটে বহনযোগ্য আসুস ভিভোস্টিক পিসি। এই স্টিক পিসিটি যেকোনো এইচডিএমআই সাপোর্টেড টিভি বা মনিটরের সাথে লাগিয়ে মাউস ও কিবোর্ড সংযুক্ত করে মাল্টিমিডিয়া সুবিধাসহ একটি পূর্ণাঙ্গ কমপিউটারের কাজ করা যায়। ইন্টেল অ্যাটম প্রসেসর সমন্বয়ে এই এইচডিএমআই পিসি স্টিকটির স্টোরেজ ৩২ জিবি ও ডিডিআর৩ র্যা ম ২ জিবি। উন্নত প্রযুক্তির বহনযোগ্য এই পিসি স্টিকটিতে রয়েছে দুটি ইউএসবি পোর্টসহ একটি মাইক্রো ইউএসবি পোর্ট ও হেডফোন ব্যবহারের সুবিধা। মাত্র ৭০ গ্রাম ওজনের এই পিসি স্টিকটিতে আরও থাকছে ১১এন ওয়াইফাই ও ব্লুটুথ ভি৪.১-এর সুবিধা। রয়েছে এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৩৫
রিবি ও এটুআইয়ের মধ্যে সমঝোতা চুক্তি
দেশজুড়ে এটুআই পরিচালিত ডিজিটাল সেন্টারের মাধ্যমে ইউটিলিটি বিল পে, এম-টিকেট, এয়ারটাইম রিচার্জের মতো ডিজিটাল সেবাগুলো গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে এটুআইয়ের সাথে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্প্রতি রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ ও এটুআইয়ের প্রজেক্ট ডিরেক্টর কবীর বিন আনোয়ার চুক্তিটি সই করেন। এ সময় এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনির চৌধুরী, রবির কোম্পানি সেক্রেটারি ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহেদুল আলম এবং ডিজিটাল সার্ভিসেসের ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নাজমুল হাসান উপস্থিত ছিলেন
এিইচপির সেরা পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস
এইচপি পার্টনারদের উপস্থিতিতে সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্রাফটিং এ বোল্ডার ফিউচার টুগেদার’ অনুষ্ঠান। অনুষ্ঠানে টানা চতুর্থবারের মতো বাংলাদেশ মার্কেটের সেরা ডিস্ট্রিবিউটর পুরস্কার পেয়েছে স্মার্ট টেকনোলজিস। বাংলাদেশের আইটি চ্যানেল ব্যবস্থাপনা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় সেরা চ্যানেল ম্যানেজমেন্ট লিডার পুরস্কার পেয়েছেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন এবং সেরা পোস্ট সেলস সাপোর্টের পুরস্কার পেয়েছেন প্রতিষ্ঠানটির সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক সুজয় কুমার জোয়ার্দার
ইিইউতে অনলাইন সেবা দেবে এসএসএল কমার্জ
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনলাইন পেমেন্ট গেটওয়ে সেবা দেবে এসএসএল ওয়্যারলেসের সেবা প্রতিষ্ঠান এসএসএল কমার্জ। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়টি দেশের বৃহৎ এই অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে সব ধরনের একাডেমিক ফি সংগ্রহ করতে পারবে। পক্ষান্তরে ছাত্রছাত্রীরা অথবা অভিভাবকেরা খুব সহজে ঘরে বসেই তাদের ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যমে একাডেমিক ফি দিতে পারবেন। ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে ট্রেজারার মো: সিদ্দিক হোসাইন ও এসএসএল ওয়্যারলেসের পক্ষে চিফ অপারেটিং অফিসার আশীষ চক্রবর্তী চুক্তিপত্রে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইউর উপাচার্য প্রফেসর ড. আবদুর রব, উপ-উপাচার্য প্রফেসর ড. হান্নান চৌধুরী, রেজিস্ট্রার আবুল বাসার খান, ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মনিরুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা
‘‘পান্ডা নলেজ শেয়ারিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা
বিশ্বখ্যাত স্প্যানিশ অ্যান্টিভাইরাস ব্র্যান্ড পান্ডার একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের আয়োজনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ‘পান্ডা নলেজ শেয়ারিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্প্রতি রংপুর ও বগুড়ায় ‘পান্ডা নলেজ শেয়ারিং প্রোগ্রাম’ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেছেন পান্ডা অ্যান্টিভাইরাসের প্রোডাক্ট ম্যানেজার রবি শংকর দত্ত ও এক্সিকিউটিভ অফিসার রাশিদ আল মামুন। উক্ত জেলার কমপিউটার ব্যবসায়ীরাসহ টেকনিক্যাল অফিসারেরা অংশ নেন। কর্মশালায় পান্ডা অ্যান্টিভাইরাসের প্রধান বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে পান্ডার কার্যকারিতা জানানো হয়। এ ছাড়া সাইবার আক্রমণ প্রতিরোধ ও ম্যালওয়্যারের বিরুদ্ধে অ্যান্টিভাইরাসটি কীভাবে কাজ করে তা নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, স্পেনের অ্যান্টিভাইরাস ব্র্যান্ড পান্ডা সিকিউরিটি বিশ্বের সর্বপ্রথম ক্লাউড প্রযুক্তির অ্যান্টিভাইরাস। এতে ব্যবহার হয়েছে কালেক্টিভ ইন্টেলিজেন্স, লোকাল সিগনেচার, হিউরিসটিক টেকনোলজি, বিহেভিয়র অ্যানালাইসিস ও অ্যান্টিএক্সপ্লইট প্রযুক্তিসহ বিভিন্ন ভাইরাস শনাক্তকরণ কৌশল
পিৃথিবীর আয়ু মাত্র ১ হাজার বছর : স্টিফেন হকিং
নোবেলজয়ী পদার্থবিদ ও বিশিষ্ট বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন, পৃথিবীর বেশি সময় নেই। বড়জোর এক হাজার বছর পৃথিবী টিকে থাকবে। জলবায়ুর পরিবর্তন, পারমাণবিক বোমা, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে এই মন্তব্য করেন তিনি। বিষয়গুলোকে সামনে এনে নতুন কোনো বাসস্থান খোঁজার জন্যও তাগাদা দিয়েছেন এই বিজ্ঞানী। চলতি সপ্তাহে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে এ কথা বলেন তিনি। তিনি বলেন, যদিও এক বছরে পৃথিবীর ক্ষতিসাধন কমই হয়। কিন্তু বৃহৎ পরিসরে চিন্তা করলে সামনের এক হাজার বছরের মধ্যে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেতে পারে। আর পৃথিবীকে বাঁচানোর জন্য নতুন কোনো গ্রহের সন্ধান করার পরামর্শ দিয়েছেন স্টিফেন হকিং। এমন চেষ্টা অবশ্য বিজ্ঞানীরা চালিয়েই যাচ্ছেন। নাসা ‘এক্সোপস্নানেটের’ মতো বাসযোগ্য গ্রহের সন্ধান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে স্পেস এক্সের প্রধান নির্বাহী এলোন মাস্ক সামনের শতাব্দীতেই মঙ্গলে বসবাসের পরিকল্পনা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, এতকিছুর পরও বেশ ইতিবাচক হকিং। তিনি বলেন, সব সময় ওপরে তারার দিকে তাকাবেন নিজের পায়ের দিকে নন। ভেবে দেখুন আপনি কী দেখছেন, কী কারণে বিশ্বব্রহ্মা--র অস্তিত্ব বিরাজ করছে
কিমপিউটার সোর্সের পণ্যে কিস্তি সুবিধা
এবার কমপিউটার সোর্স পরিবেশিত প্রযুক্তিপণ্যে সুদমুক্ত কিস্তি সুবিধা পেতে যাচ্ছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা। সম্প্রতি এ বিষয়ে কমপিউটার সোর্স ও স্ট্যান্ডার্ড ব্যাংকের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।
মতিঝিলে ইসলাম চেম্বারের স্ট্যান্ডার্ড ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে কমপিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ ও স্ট্যান্ডার্ড ব্যাংকের হেড অব কার্ড শরীফ জহিরুল ইসলাম সই করেন। এ সময় কমপিউটার সোর্সের সিএফও মুহাম্মদ আল আমিন ও স্ট্যান্ডার্ড ব্যাংকের হেড অব আইটি মোশাররফ হোসাইন খান উপস্থিত ছিলেন। চুক্তির ফলে ৬ মাস, ৯ মাস ও ১২ মাসের সুদমুক্ত কিস্তিতে ঢাকা ও দেশজুড়ে কমপিউটার সোর্সের যেকোনো আউটলেট থেকে পছন্দের ব্র্যান্ডের ল্যাপটপ, কমপিউটার, আইফোন, আইম্যাক, সিমযুক্ত আইপডসহ প্রয়োজনীয় প্রযুক্তিপণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন স্ট্যান্ডার্ড ব্যাংকের কার্ড ব্যবহারকারী। প্রযুক্তিপণ্য ও সেবা গ্রহণে কমপিউটার সোর্স থেকে ইতোমধ্যে একই ধরনের সুবিধা ভোগ করছেন ইবিএল, ব্র্যাক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা, সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা
পিএমপি ট্রেনিংয়ের সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে গত ২৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সার্টিফায়েড পিএমপি এক্সপার্ট প্রশিক্ষকের অধীনে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) ট্রেনিং অনুষ্ঠিত হয়। ৬ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সম্পন্ন হয়। চলতি মাসে পিএমপি সপ্তম ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
‘‘টেন মিনিট’ স্কুলে বিনামূল্যে সরকারের অনলাইন শিক্ষা
অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ইতোমধ্যেই আলোচনায় আসা বাংলাদেশের ই-লার্নিং ওয়েবসাইট টেন মিনিট স্কুলের সাথে যুক্ত হতে যাচ্ছে সরকারের আইসিটি বিভাগ। সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুকে সরাসরি এ ঘোষণা দেন। এ সময় টেন মিনিট স্কুলের উদ্যোক্তা আয়মান সাদিক উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে এখনও শহর ও গ্রামে শিক্ষা খাতে গুণগত মানে পার্থক্য থেকে গেছে। কিন্তু আমরা আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে এ ব্যবধান দূর করতে পারি। আর এই কাজটিই বিনামূল্যে করছে টেন মিনিট স্কুল। রবির সহায়তায় এই কার্যক্রম আমরা ছড়িয়ে দিতে চাই দেশের ১ লাখ ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে, যেখানে ৪ কোটি শিক্ষার্থী আছে, তাদের সবার দোরগোড়ায়। যেকেউ শুধু ইন্টারনেট সংযোগ ব্যবহার করে যেকোনো সময়ে এই ক্লাসগুলো করতে পারবে
ট্রিান্সসেন্ডের অ্যাপল সলিউশন প্রোডাক্ট বাজারে
ট্রান্সসেন্ড ব্র্যান্ডের অ্যাপল সলিউশন পণ্য এখন বাজারে সরবরাহ করছে ইউসিসি। প্রোডাক্টগুলো হলো এসএসডি আপগ্রেড কিট ফর ম্যাক, যা ম্যাক বুক এয়ার, ম্যাক বুক প্রো ও ম্যাক বুক প্রো উইথ রেটিনা ডিসপ্লে প্রোডাক্টগুলো বিভিন্ন ভার্সনের ওপর ভিত্তি করে আলাদাভাবে বাজারে পাওয়া যাবে। ২৪০ জিবি, ৪৮০ জিবি ও ৯৬০ জিবি আকারে পাওয়া যাবে এই এসএসডি আপগ্রেড কিট, যার সাথে গ্রাহকেরা পাবেন একটি করে এনক্লোজার ও একটি করে কমপ্লিট টুলস বক্স। এছাড়া রয়েছে এক্সটারনাল ফ্ল্যাশ এক্সপানশন কার্ড, যা ম্যাক বুক এয়ার ১৩ ইঞ্চি, ম্যাক বুক প্রো ১৩ ইঞ্চি, ম্যাক বুক প্রো ১৫ ইঞ্চির লেট ২০১০ থেকে আরলি ২০১৫-এর বিভিন্ন মডেলের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মডেল যেমন- জেট ড্রাইভ লাইট ১৩০, ৩৩০, ৩৫০ ও ৩৬০-এর ১২৮ জিবি আকারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১