লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ
বেনামে ফেসবুক আইডি ব্যবহার করে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিচ্ছে একটি বিশেষ চক্র। তাদের উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল। বেপরোয়া হয়ে উঠেছে প্রতারক চক্রও। দুটি মহলের সদস্যরাই ফেসবুকে নামি-দামি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম, ভিন্ন লিঙ্গ, ব্যক্তি বা ধর্মের অনুসারীর নাম বা প্রতীকী নাম ব্যবহার করছে। ধর্মীয় স্থাপনার নাম ও ছবি, এমনকি পুলিশের মনোগ্রাম ও ছবি ব্যবহার করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক হামলার প্রেক্ষাপটে দুটি মহলের বিরুদ্ধেই কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। পুলিশ ইতোমধ্যে শতাধিক ভুয়া ফেসবুক পেজ ও আইডি শনাক্ত করেছে। এসব আইডি বন্ধ ও জড়িতদের ধরে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের আইসিটি শাখাকে নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের অনুরোধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনও (বিটিআরসি) প্রদক্ষেপ নিতে যাচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো পোস্ট, লাইক বা শেয়ার দিলে কিংবা ফেসবুকে কোনো ধরনের উস্কানি ছড়ানোর প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি উচ্চারণ করেছে পুলিশ সদর দফতর। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ফেসবুকে উস্কানি ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া বন্ধ করতে সারাদেশের সব জেলার এসপি ও থানার ওসিদের একটি বিশেষ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর
৭৫ শতাংশ ইন্টারনেট মোবাইল থেকে!
দিন দিন মোবাইল থেকে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এমন অবস্থায় জেনিথ নামে একটি সংস্থা জানায়, ২০১৭ সাল নাগাদ ৭৫ শতাংশ ইন্টারনেট ব্যবহার হবে শুধু মোবাইল থেকে। এর আগে জেনিথ জানিয়েছিল, ২০১৬ সাল নাগাদ ৭১ শতাংশ ইন্টারনেট ব্যবহার হবে মোবাইল থেকে। প্রতিবছরই সংস্থাটি মোবাইলভিত্তিক ইন্টারনেট এবং সেখানে প্রদর্শতি বিজ্ঞাপন নিয়ে তথ্যভিত্তিক ভবিষ্যদ্বাণী প্রকাশ করে থাকে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি মোবাইলভিত্তিক বিজ্ঞাপন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে তারা। সেখানে বলা হয়েছে, যেহেতু মোবাইলভিত্তিক ইন্টারনেট ব্যবহারের সংখ্যা বাড়ছে, সেহেতু ২০১৮ সালের মধ্যে ৬০ শতাংশ ইন্টারনেটভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শিত হবে মোবাইল ফোনে। টাকার হিসেবে তা ১৩৪ বিলিয়ন ডলার হতে পারে, যা একত্রে সংবাদপত্র, ম্যাগাজিন, চলচ্চিত্র এবং বাইরে প্রদর্শিত বিজ্ঞাপনে খরচের তুলনায় বেশি হবে
২০৩০ সালের মধ্যে মঙ্গলে যাবে মানুষ : ওবামা
মঙ্গলযাত্রার উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে লেখা সম্পাদকীয়তে ওবামা উল্লেখ করেন, ২০৩০ সাল নাগাদ মঙ্গলগ্রহে মানুষ পাঠিয়ে আবার নিরাপদে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন তারা। ওবামার এ পরিকল্পনার পরিপ্রেক্ষিতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, তারা মঙ্গলে মানুষ পাঠানোর জন্য নতুন দুটি উদ্যোগ হাতে নিয়েছে, যা ওবামার স্বপ্নপূরণ তো করবেই, মহাকাশে মানুষের দীর্ঘস্থায়ী বসবাস ও কাজের সুযোগ করে দেবে। পৃথিবীর শুষ্ক মরুভূমিগুলোতে থাকা পানির সমপরিমাণ পানি মঙ্গলে পাওয়া গেছে বলে জানিয়েছে নাসা। এ ছাড়া প্রতিনিয়তই মঙ্গলগ্রহের আবহাওয়ার পরিবর্তনের কথাও তারা জানায়। যুক্তরাষ্ট্র নতুন এ মহাকাশ অভিযানের জন্য ২ হাজার ৫০০ কোটি থেকে ১৫ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করতে রাজি হয়েছে। তবে শুরুর দিকে মুনাফা অর্জনের চেয়ে এ অর্থ মহাকাশচারীদের সুরক্ষা খাতে ব্যয় করার আদেশ দেয়া হয়েছে
মমেধাস্বত্ব সংরক্ষণে বেসিস ও আইপি ফোরামের স্বাক্ষর
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের মেধাস্বত্ব সংরক্ষণ এবং এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইপিএফ)। এ বিষয়ে গত ২ নভেম্বর বেসিস মিলনায়তনে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বেসিসের আইপিআর সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আহমেদ হাসান ও বিসিআইপিএফের লিগ্যাল নির্বাহী কমিটির পরিচালক নাহিদ হোসেন নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসিসের সভাপতি মোস্তাফা জববার, সিনিয়র সহসভাপতি রাসেল টি আহমেদ, পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, সৈয়দ আলমাস কবীর, বিসিআইপিএফের প্রধান নির্বাহী ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ প্রমুখ
ডিটেকটিভ ছবির আদলে ভিডিও গেম
এবার বাংলাদেশী অ্যানিমেশন ছবি ‘ডিটেকটিভ’-এর আদলে তৈরি হয়েছে ভিডিও গেম ‘ডিটেকটিভ দ্য গেম’। এটি তৈরি করেছে টিম রিবুটের একদল তরুণ। গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে গেমটি। এ বিষয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘এখনকার ছেলেমেয়েরা ফোনে গেম খেলতে ভালোবাসে। বেশিরভাগই বিদেশি গেম। আমাদের দেশের মেধাবী তরুণেরা এই গেমটি তৈরি করেছে। গেমটা কতটা মজার সেটা খেলার সময় যেকেউই বুঝতে পারবে। আমার বিশ্বাস এটিই হবে বর্তমান প্রজন্মের প্রিয় গেম।’ ‘ডিটেকটিভ’ ছবিটি পরিচালনা করেছেন তপন আহমেদ। চিত্রনাট্য করেছেন তারিক আনাম খান। এতে কণ্ঠ দিয়েছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া ও শাহ রিয়াজ। শিগগিরই ছবিটি মুক্তি পাবে
সিুষ্ঠু বাজার তৈরিতে নতুন জোট বাফকমের যাত্রা শুরু
দেশের সামগ্রিক প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে একটি স্বাধীন, সার্বভৌম, দক্ষ ও কার্যকর প্রতিযোগিতা কমিশন গঠন ও সুষ্ঠু প্রতিযোগিতার সুযোগ সৃষ্টিতে বেসরকারি প্রতিষ্ঠান ও তাদের প্রতিনিধিদের সাথে সম্মিলিতভাবে কাজ করার উদ্দেশ্যে একটি জোট গঠিত হয়েছে। বাংলাদেশ অ্যালায়েন্স ফর ফেয়ার কম্পিটিশন (বাফকম) নামে এই বেসরকারি অলাভজনক জোটটি সব খাতের প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে কার্যক্রম পরিচালিত করবে। মোস্তাফা জববারকে আহবায়ক করে বাংলাদেশ অ্যালায়েন্স ফর ফেয়ার কম্পিটিশনের (বাফকম) ১৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বেসিস মিলনায়তনে বাফকমের কার্যক্রমের সূচনা, আহবায়ক কমিটি ঘোষণা ও এ বিষয়ে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংশ্লিষ্টরা। বাফকমের আহবায়ক ও বেসিস সভাপতি মোস্তাফা জববারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) টেলিকম ও আইটি কমিটির আহবায়ক এবং এমসিসিআইয়ের আইটি কমিটির চেয়ারম্যান হাবিবুলস্নাহ এন করিম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আতিক-ই-রাববানী, ব্যান্ডশিল্পী মাকসুদুল হক, বেসিসের সিনিয়র সহসভাপতি রাসেল টি আহমেদ, টাই ঢাকার সহসভাপতি ফারজানা চৌধুরী, বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর, বাক্যর মহাসচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) সভাপতি রুহুল আলম আল মাহবুব প্রমুখ
কিালিয়াকৈরে বিশ্বের সপ্তম বৃহত্তম ডাটা সেন্টার হচ্ছে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বিনিয়োগের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে আইসিটি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন হয়েছে। তার সফরকালে আইসিটি বিভাগের সাথে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর, তিনটি প্রকল্পে আর্থিক ঋণ সহায়তা চুক্তি ও একটি প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। এ ছাড়া উভয় দেশের সরকারপ্রধান কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিশ্বের সপ্তম বৃহত্তম ডাটা সেন্টার ‘ঞরবৎ-ওঠঁঢ়ঃরসব রহংঃরঃঁঃব পবৎঃরভরবফ ফধঃধ পবহঃৎব’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অন্যদিকে চীনের আইসিটি মন্ত্রণালয় ও ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন অব চায়নার সাথে বাংলাদেশের আইসিটি বিভাগের পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। আরও তিনটি উল্লেখযোগ্য প্রকল্পে ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পগুলোর মধ্যে ‘ন্যাশনাল ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট (ইনফো সরকার-৩)’ প্রকল্পের আওতায় ২০১৮ সাল নাগাদ দেশের প্রত্যেকটি ইউনিয়নে ফাইবার অপটিক ক্যাবল নেটওয়ার্ক স্থাপন করা হবে। ‘স্ট্যাবিলাইজিং ডিজিটাল কানেক্টিভিটি’ প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ই-কমার্স, ন্যাশনাল হেল্প ডেস্ক স্থাপন ও নিরাপত্তা খাতে তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। ‘মর্ডানাইজেশন অব রুরাল অ্যান্ড আরবান লাইভস ইন বাংলাদেশ থ্রু আইসিটি’ প্রকল্পের আওতায় শহর ও গ্রামের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য স্মার্টসিটি সলিউশন ব্যবহার করা হবে। চীনের প্রেসিডেন্ট গত ১৪ অক্টোবর বাংলাদেশ সফরে আসেন। সফর শেষে ১৫ অক্টোবর তিনি ফিরে যান
ববেসিসের সহযোগিতায় বিনিয়োগে আসছে নতুন ডিভাইস কোম্পানি
বেসিসের সহযোগিতা ও বেসিসের সদস্য কোম্পানির সাথে অংশীদারিত্বের মাধ্যমে বিদেশি বিনিয়োগে দেশে প্রতিষ্ঠিত হবে নতুন ডিভাইস কোম্পানি। কোরিয়ার জিটি কর্পোরেশন ও বেসিসের সদস্য কোম্পানি ইউনিভার্সাল ফাস্ট টেক লিমিটেড, রিমডেন টেকনোলজিস লিমিটেডসহ কয়েকটি আমদানি-রফতানি প্রতিষ্ঠান যৌথভাবে এই কোম্পানি প্রতিষ্ঠা করছে। সম্প্রতি বেসিস সভাকক্ষে বেসিসের সভাপতি মোস্তাফা জববারের সাথে জেটি কর্পোরেশনসহ উক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জিটি কর্পোরেশনের প্রেসিডেন্ট ই সাং জি, ইউনিভার্সাল ফাস্ট টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, রিমডেন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, রবি এক্সিম কোম্পানির স্বত্বাধিকারী আবু তাহের রবি, কনসোলিডেট কোম্পানির স্বত্বাধিকারী কেএম মোসাদ্দেক আলী ও স্মার্ট সাইন লিমিটেডের পরিচালক মো: হাদিউজ্জামান। নতুন প্রতিষ্ঠানটি স্মার্ট ডিভাইসসহ অ্যাপস ডেভেলপমেন্ট করবে। বৈঠকে উক্ত কোম্পানির কারখানা তৈরির জন্য হাইটেক পার্কে জায়গা বরাদ্দের অনুরোধ জানানো হয়। তাৎক্ষণিকভাবে বেসিস সভাপতি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তাদেরকে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে জায়গা বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়
ব্রি্যাকের মন্থন পুরস্কার পেল সাত প্রকল্প
‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’ ঘোষণা করেছে ব্র্যাক। ৯টি বিভাগের মধ্যে ৭টিতে সেরা উদ্ভাবনীর পরিচয় দিয়ে পুরস্কার জিতেছেন দেশের উদ্যোক্তারা। উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং নতুন ডিজিটাল ও মোবাইল সেবা উদ্ভাবনকে স্বীকৃতি হিসেবে সম্প্রতি এ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশে তথ্যপ্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা ও উদ্ভাবকদের জন্য ব্র্যাক এবং ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। ই-বিজনেস অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ই-এডুকেশন, লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনস্টিটিউশনস, ই-অ্যাগ্রিকালচার অ্যান্ড ইকোলজিসহ ৯টি বিভাগে এই প্রতিযোগিতা হয়।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলো- ই-বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ক্যাটাগরিতে হিউম্যাক ল্যাব লিমিটেডের সেলিস্কোপ প্রকল্প; ই-এডুকেশন লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে রেপ্টো এডুকেশন সেন্টারের টেন মিনিটস স্কুল; ই-অ্যাগ্রিকালচার অ্যান্ড ইকোলজি ক্যাটাগরিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষকের জানালা-আপনার ফসলের সমস্যার সমাধান এখানেই; ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনস্টিটিউশনস ক্যাটাগরিতে এনামেলবিডির ভ্যাট চেকার; ই-হেলথ ক্যাটাগরিতে আরএক্স সেভেনটি ওয়ান লিমিটেডের আরএক্স সেভেনটি ওয়ান; ই-নিউজ, জার্নালিজম অ্যান্ড এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে সফটওয়্যার শপ লিমিটেডের ই-টিউনস; ই-কালচার, হেরিটেজ অ্যান্ড টুরিজম ক্যাটাগরিতে আকালিকো রেকর্ডসের ট্রান্সলেশন-অ্যান ইলেকট্রনিক মিউজিক কমপাইলেশন বাই আকালিকো রেকর্ডস প্রকল্প। দুটি বিভাগে (এম-কনটেন্ট এবং ই-ওমেন, ইনক্লুশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট) আশানুরূপ ভালো না করায় কেউ পুরস্কার পায়নি
ররেভারির নতুন অ্যাপ ‘জয়ী’
এবার ‘জয়ী’ নামে নতুন মোবাইল গেম অবমুক্ত করেছে বাংলাদেশী সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে সম্প্রতি অনুষ্ঠিত তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ডে ‘জয়ী’র উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মেলায় রেভারির স্টলে সপরিবারে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘জয়ী’ মোবাইল গেমের সাফল্য কামনা করেন। তিনি বলেন, বাংলা বর্ণমালা নিয়ে বাংলাদেশী প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসার এই মোবাইল গেম বিশ্বের বাংলা ভাষাভাষির মানুষের কাছে গুরুত্ব পাবে। একই সাথে গেম খেলার মাধ্যমে বাংলা বর্ণমালা নিয়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাঙালিরা চর্চা করার সুযোগ পাবেন। ‘জয়ী’ উদ্বোধনীতে অংশ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার, এফবিসিসিআই পরিচালক ও বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান, রেভারি ল্যাব মিমোসার ব্যবস্থাপনা পরিচালক নাসিমা আক্তার নিশা, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ, পস্নাস ওয়ান সার্ভিসের কো ফাউন্ডার রুবাবা দৌলা, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ, প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান প্রমুখ
গ্রিামীণফোনের ডিজিটাল ওয়ালেট ‘জিপে’ সেবা চালু
নতুন ব্র্যান্ড নামে ফের ওয়ালেট সেবা চালু করেছে গ্রামীণফোন। সব ধরনের পেমেন্ট সেবা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতে পাওয়া যাবে ‘জিপে’র মাধ্যমে। বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ গৃহস্থালির অন্যান্য বিল পরিশোধ (ইউটিলিটি বিল), ট্রেনের টিকেট কেনা, ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবিক্যাশ আউটলেট থেকে মোবাইলে টাকা ঢোকানো যাবে ‘জিপে’ সুবিধা ব্যবহার করে। ২৪ অক্টোবর বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘জিপে’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ওয়ান গিলেবার্ট, হেড অব কমিউনিকেশন নেহাল আহমেদ ও চিফ করপোরেট অফিসার মাহমুদ হোসেন। এসব সেবা পেতে গ্রাহক যেকোনো মোবিক্যাশ আউটলেট অথবা নির্বাচিত সহযোগী ব্যাংক, ডিবিবিএল রকেট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, এবি ব্যাংক কোর ব্যাংকিং অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংক এমক্যাশ অ্যাকাউন্ট অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জিপে ওয়ালেটে টাকা ঢোকাতে পারবেন। জিপে চালু করতে *৭৭৭# ইউএসডি ডায়াল করে অথবা গুগল প্লেস্টোর থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অথবা মেসেজ অপশনে গিয়ে ‘জবম’ লিখে পাঠাতে হবে ১২০০ নম্বরে। অথবা মোবিক্যাশ আউটলেটের মাধ্যমে গ্রাহকেরা সহজেই জিপে ওয়ালেট খুলতে পারবেন
গ্রিামীণফোনের নতুন সিইও পেটার ফারবার্গ
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পেটার বি ফারবার্গ। ১ নভেম্বর থেকে তিনি বর্তমান সিইও রাজীব শেঠির স্থলাভিষিক্ত হন। গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ পেটার বি ফারবার্গকে অন্তর্বর্তী সিইও হিসেবে নিয়োগ দিয়েছে। একই সাথে তাকে গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনরের নির্বাহী ব্যবস্থাপনা দলেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
পেটার ফারবার্গ এর আগে থাইল্যান্ডের ব্যাঙ্ককে টেলিনরের ডিজিটাল বিজনেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। এরও আগে তিনি তিন বছর টেলিনর মিয়ানমারের সিইও হিসেবে কাজ করেন। ১৯৯৮ সালে টেলিনরে যোগ দেয়ার পর ফারবার্গ টেলিনর গ্রম্নপের বিভিন্ন উচ্চপদে কাজ করেন। ফারবার্গ নরওয়েজিয়ান স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেন
আিনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু উৎসববিডি ডটকমের
আমেরিকাভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম উৎসব ডটকম দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘উৎসববিডি ডটকম’ নামে। রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন উৎসব ডটকমের ম্যানেজিং পার্টনার রায়হান জামান, উৎসববিডি ডটকমের ম্যানেজিং ডিরেক্টর রুপা জামান, ডিসিসিআইয়ের ভিপি আতিক ই রাববানি, এসো ডটকমের ম্যানেজিং ডিরেক্টর দিদারুল আলম, ম্যাগনিটো ডিজিটালের সিইও রিয়াদ এসএ হুসেন প্রমুখ। অনুষ্ঠানে উৎসববিডিকে শুভ কামনা জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে বর্তমানে ৫ কোটি মধ্যবিত্ত রয়েছে। উৎসববিডি চাইলে মধ্যবিত্তদের চাহিদা পূরণ করে অ্যামাজন, আলীবাবা ডটকমের মতো বড় প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। তারা আমেরিকায় যে সফলতা পেয়েছে, এ দেশেও তা পেতে পারে। আমেরিকাভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম উৎসব ডটকম বাংলাদেশসহ বিশে^র ১১টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক রায়হান জামান ২০০৫ সালের ৫ আগস্ট নিউইয়র্কে উৎসব ডটকমের কার্যক্রম শুরু করেন
উিইটসার প্রথম নারী সভাপতি হলেন ইভোনে চিউ
তথ্যপ্রযুক্তির বিশ্ব সংস্থা ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথা উইটসার সভাপতি নির্বাচিত হয়েছেন তাইওয়ানের ইভোনে চিউ। ২০১৬-১৮ মেয়াদের জন্য নির্বাচিত তিনিই হচ্ছেন উইটসার প্রথম নারী সভাপতি। ইভোনে চিউ ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব তাইওয়ানের (সিআইএসএ) সভাপতি। এরই সাথে বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা সবুর খান পুনরায় উইটসার পরিচালক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি উইটসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ অক্টোবর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত উইটসার সাধারণ অধিবেশন ও পরিচালনা পর্ষদের সভায় ২০১৬-১৮ মেয়াদের কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিসিএস সভাপতি আলী আশফাক ও পরিচালনা পর্ষদের সভায় অংশ নেন উইটসার পরিচালক সবুর খান। উইটসার নতুন সভাপতি ও পরিচালনা পর্ষদকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ কমপিউটার সমিতি
পিুরস্কার পেলেন অ্যাভিরা বিক্রেতারা
গত ২০ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় অ্যাভিরা ধামাকা অফার অ্যাওয়ার্ড সিরিমনি। দেশের বাজারে অ্যাভিরা অ্যান্টিভাইরাস পরিবেশনে বিশেষ ভূমিকা পালন করে সারাদেশের ১৩ জন ব্যবসায়ী জিতে নিয়েছেন একটি করে ডিসকভার মোটরসাইকেল, ১০ জন একটি করে ৪২ ইঞ্চি স্যামসাং টিভি, ৩১ জন একটি করে এইচপি ল্যাপটপ, ৫০ জন একটি করে ট্যাবলেট এবং ৬৫ জন একটি করে স্মার্টফোন। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে সারাদেশের অ্যাভিরা ডিলারদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি আলী আশফাক, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো: জহিরুল ইসলাম, পরিচালক জাফর আহমেদ, মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন ও অ্যাভিরার পণ্য ব্যবস্থাপক মো: রাকিবুজ্জামান। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাভিরার মধ্যপ্রাচ্য ও এশিয়া অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার প্রদীপ্ত ভৌমিক
মিাইক্রোসফট-ইয়াং বাংলার ইন্টার্ন ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর পরিচিতি
মাইক্রোসফট বাংলাদেশের অফিসে সম্প্রতি অনুষ্ঠিত হয় মাইক্রোসফট-ইয়াং বাংলার ইন্টার্ন ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রোগ্রামের প্রথম ব্যাচের পরিচিতি অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের এমডি সোনিয়া বশির কবির এবং বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির ৫০ শিক্ষার্থী। প্রতিমাসে ইয়াং বাংলার ৫০ জন ভলান্টিয়ার ইন্টার্ন ও ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করার সুযোগ পাবেন। পুরো সময় গ্লোবাল টেকনোলজি মার্কেট ও কিছু বিশেষায়িত অ্যাপের কাজ শিখতে পারবেন ইন্টার্ন শিক্ষার্থীরা
নিতুন উদ্যোক্তাদের নিয়ে ই-ক্যাবের কর্মশালা
মিরপুরের হাব ঢাকাতে গত ১৪ অক্টোবর ই-ক্যাবের দিনব্যাপী কর্মশালা ও আড্ডা অনুষ্ঠিত হয়। ই-ক্যাবের মিরপুরের সদস্যরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক উদ্যোক্তা এতে অংশ নেন। এই আয়োজনে উদ্যোক্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন আলিবাবা গ্রম্নপের মেহেদী রেজা, ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদসহ ই-কমার্স বিশেষজ্ঞরা। অনুষ্ঠানের প্রথম সেশনে ই-কমার্স ব্যবসায়ের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেন ই-ক্যাব ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট ও আপনজন ডটকমের সিইও আসিফ আহনাফ। তার আলোচনায় বাংলাদেশে ই-কমার্সের সম্ভাবনা ও নতুন উদ্যোক্তাদের শুরুর ঝুঁকি ও তা কাটিয়ে ওঠার পদ্ধতিগুলো উঠে আসে।
ব্যবসায়ের ট্রেড লাইসেন্স, টিআইএন, ভ্যাটসহ অন্যান্য লিগ্যাল ডকুমেন্টেশন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন শাহিন’স হেল্পলাইনের সিইও আমিনুল ইসলাম শাহিন।
ডিজিটাল মার্কেটিংয়ের গাইডলাইন নিয়ে বিশদ আলোচনা করেন আলিবাবা গ্রম্নপের প্রোডাক্ট অপারেশন ম্যানেজার মেহেদী রেজা। তিনি বলেন, যারা ই-কমার্সে আসতে চান তাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ন্যূনতম ধারণা রাখা খুবই জরুরি। এ ছাড়া টিম বিল্ডিং ও উদ্যোক্তাদের লিডারশিপ কোয়ালিটি উন্নয়ন নিয়ে কথা বলেন লাইটস্পিড সোর্সের অর্ণব মোস্তফা। অনুষ্ঠানের পরবর্তী অংশে ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদের সঞ্চালনায় আড্ডা আয়োজিত হয়, যেখানে উদ্যোক্তারা তাদের বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন। উল্লেখ্য, ই-ক্যাব ইয়ুথ ফোরামের সহায়তায় এই অনুষ্ঠানের পার্টনার হিসেবে ছিল শাহিন’স হেল্পলাইন ও হাব ঢাকা
ঢিাকায় ডেলের কাস্টোমারস নাইট অনুষ্ঠিত
গত ২৬ অক্টোবর রাজধানীর দ্য অলিভস হোটেলে অনুষ্ঠিত হয় ডেল কাস্টোমারস নাইট। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, স্মার্ট টেকনোলজিসের হেড অব কর্পোরেট শেখ হাসান ফাহিম ও সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার মুজাহিদ আলবেরুনী সুজন। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের কর্পোরেট কাস্টোমারদের কাছে ডেলের নতুন প্রযুক্তি পণ্যগুলোর পরিচয় করিয়ে দেয়া হয়
বিজয় দিবস থেকে ডটবাংলা ডোমেইনের নিবন্ধন
চলতি বছরের বিজয় দিবস থেকে গ্রাহক পর্যায়ে ডটবাংলা ডোমেইনের নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সম্প্রতি সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
তারানা হালিম বলেন, ডটবাংলা ডোমেইন ব্যবহারের নীতিমালা তৈরির কাজ চলছে। প্রস্তাবনা অনুযায়ী বছরে চার্জ হবে ৫০০ টাকা। ব্যক্তিগত সাইটের জন্য ১০ হাজার টাকা। প্রথম পর্যায়ে দুই বছরের জন্য সাবস্ক্রাইব করতে হবে। ইন্টারনেট জগতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডোমেইন (ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম বা আইডিএন) ডটবাংলা (.বাংলা)। ইন্টারনেটে একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে এই ডোমেইন। এই ডোমেইন চালুর ফলে সারাবিশ্বের বাংলাভাষী মানুষ মাতৃভাষায় ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে ডিজিটাল জগতে বাংলাদেশের আরও একধাপ অগ্রগতি হবে
বিাংলাদেশে সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টরের নাম প্রকাশ করল ভিউসনিক
বিশ্বের শীর্ঘস্থানীয় ভিজ্যুয়াল সলিউশন পণ্য প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান ভিউসনিক কর্পোরেশন সম্প্রতি বাংলাদেশ মার্কেটের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর হিসেবে আনোয়ার সাদৎ কবিরের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়ে অল্প সময়ের মধ্যেই মনিটর ও ভিজ্যুয়াল ডিসপ্লে জগতে সুপরিচিতি লাভ করেছে উন্নত টেকনোলজির ব্যবহার ও চাহিদা অনুযায়ী পণ্যের উন্নতকরণ পদ্ধতির মাধ্যমে। ভিউসনিক বিশ্ববাজারে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং হয়ে উঠেছে নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। ভিউসনিক বর্তমানে বিশ্বের ১২৫টিরও বেশি দেশে পণ্য বিপণন করছে, যার মধ্যে ৩০টি দেশে নিজস্ব কার্যালয় স্থাপন করেছে।
বর্তমানে ভিউসনিক বাংলাদেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের মনিটর, প্রজেক্টর টাচ ডিসপ্লে, ভার্চুয়াল ডেস্কটপের মতো আকর্ষণীয় সব পণ্য সুলভ মূল্যে সরবরাহ করার কার্যক্রম শুরু করেছে। এর জন্য অত্যন্ত অভিজ্ঞ ও আইটি ইন্ডাস্ট্রিতে পারদর্শী আনোয়ার সাদৎ কবিরকে বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছেন, যার ১১ বছরের বেশি সেলস, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্টের অভিজ্ঞতা রয়েছে। আনোয়ার সাদৎ কবির এর আগে হুয়াওয়ে বাংলাদেশ ও জেডটিই কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন