লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৭ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার জগতের খবর
আগামী তিন মাসের মধ্যে কমপিউটার ওয়ারেন্টি নীতিমালায় ক্রেতা ও ব্যবসায়ীবান্ধব নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)। গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় বিসিএস ইনোভেশন সেন্টারে ওয়ারেন্টি নীতিমালা প্রমিতকরণ এবং এমআরপি নীতিমালা প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিসিএসের ৮টি শাখা কমিটির প্রতিনিধিবৃন্দও এ মতবিনিময় সভায় অংশ নেন। বিসিএস সভাপতি আলী আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, পরিচালক মো: শাহীদ-উল-মুনীর, এসএম ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
আগামী তিন মাসের মধ্যে নতুন ওয়ারেন্টি নীতিমালা প্রণয়নের লক্ষ্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: জহিরুল ইসলামকে বিশেষ দায়িত্ব দেয়া হয়। তিনি বলেন, ক্রেতাদেরকে ওয়ারেন্টি প্রদান করা যেকোনো প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। তবে ক্রেতাদের সন্তুষ্টি পূরণে এ ব্যবস্থা নিয়মিতভাবে প্রচলিত রাখতে প্রতিষ্ঠানগুলোর প্রচুর ব্যয় করতে হয়। ব্যবসায় নিজেদের ক্ষতি করে কেউ সেবা দিতে চাইবেন না। তাই এমন এক নীতি প্রণীত হওয়া উচিত, যেখানে ওয়ারেন্টি সেবা দেয়ার জন্য ব্যবসায়ীদের বড় ধরনের কোনো খরচ হবে না, আবার ক্রেতাসাধারণও তুষ্ট থাকবেন। তাছাড়া উক্ত মতবিনিময় সভায় কমপিউটার পণ্যের এমআরপি সংক্রান্ত নীতি নির্ধারণের জন্য গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এএসএম আবদুল ফাত্তাহকে বিশেষ দায়িত্ব দেয়া হয়
ভারতের বেঙ্গালুরুতে আইফোনের উৎপাদন চায় অ্যাপল
এবার ভারতেও ঘাঁটি গাড়তে পারে ‘অ্যাপল’। খুব জলদি হাতে পেতে পারেন ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন। কারণ, কর্ণাটকের বেঙ্গালুরুতে মোবাইল ফোন তৈরির কারখানা শুরু করতে চলেছে অ্যাপল। ইতোমধ্যে সে প্রস্তাবে সায়ও দিয়েছে কর্ণাটক সরকার। সম্প্রতি এ নিয়ে অ্যাপলকে একটি ওয়েলকাম নোটও পাঠানো হয়েছে কর্ণাটক সরকারের পক্ষ থেকে। কর্ণাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গের সই করা ওই ওয়েলকাম নোটে বলা হয়েছে, অ্যাপল বেঙ্গালুরুতে তাদের একটি উৎপাদন কারখানা গড়ে তুলতে চায়। চলতি বছরের জানুয়ারিতে অ্যাপলের উৎপাদন পার্টনার উইস্ট্রন কর্প বেঙ্গালুরুতে তাদের ইউনিট চালু করার আবেদন করে। তবে কবে থেকে কারখানা তৈরির কাজ শুরু হবে তা এখনও ঠিক করা হয়নি। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের জুন মাস থেকেই তা শুরু হওয়ার কথা। বেঙ্গালুরুর কোন জায়গায় কারখানা তৈরি করা হবে সে ব্যাপারে অ্যাপলের উচ্চপদস্থ কর্মীদের সাথে কর্ণাটকের তথ্যপ্রযুক্তি দফতরের অফিসারেরা ইতোমধ্যে বৈঠকও সেরে ফেলেছেন। অ্যাপলের এই কারখানা অনেক কর্মসংস্থান দেবে বলে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর আশা। অ্যাপল যে ভারতে তাদের উৎপাদন কারখানা চালু করতে চায় তা নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল, যা শুরু হয়েছিল গত বছর অ্যাপলের সিইও’র ওই দেশে আসা এবং প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকের পর থেকেই। যদিও তখন এ নিয়ে অ্যাপলের তরফে কোনো কিছুই খোলসা করা হয়নি
২০২১ সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট : পলক
২০২১ সালের মধ্যে দেশের সব জনগণকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, দেশের সব ইউনিয়নকে সংযুক্ত করতে ইনফো-৩ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, গৃহীত হয়েছে এস্টাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্প। দুর্গম এলাকাগুলোকে সংযুক্ত করতে কানেক্ট বাংলাদেশ প্রকল্প হাতে নেয়া হয়েছি। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সভার ‘ইনোভেশনস টু কানেক্ট দ্য আনকানেক্টেড’ শীর্ষক এক ফোকাস গ্রুপ ডিসকাশনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের সব মানুষকে নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে এবং ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যেই বাংলাগভনেট ও ইনফো সরকার-২ প্রকল্পের মাধ্যমে উপজেলাগুলোকে উচ্চগতির ফাইবার অপটিক ক্যাবলের আওতায় নিয়ে আসা হয়েছে
তথ্যপ্রযুক্তি রফতানিতে নগদ প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত
গত ২৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা রফতানির ক্ষেত্রে নগদ আর্থিক প্রণোদনা দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি রফতানির সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সরকারের পক্ষ থেকে অর্থমন্ত্রী ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: ইউনুসুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুন অর রশীদ, বিসিসির নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধি হিসেবে বেসিস সভাপতি মোস্তাফা জববার ও সদ্য সাবেক সভাপতি শামীম আহসান বক্তব্য রাখেন
বরিশালে বিসিএস ডিজিটাল মেলা অনুষ্ঠিত
বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে বরিশালের একে ইনস্টিটিউশনে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘বিসিএস ডিজিটাল এক্সপো বরিশাল ২০১৭’। প্রদর্শনীতে ৫০টি প্রতিষ্ঠানের ৬০টি স্টল ও ৫টি প্যাভিলিয়ন ছিল। মেলার লোগো উন্মোচন করেন বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক গাজী মো: সাইফুজ্জামান, বিএমপির পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান প্রমুখ
স্মার্টফোন বাজারে ছাড়ল ড্যাফোডিল
তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কমপিউটার্স লিমিটেড (ডিসিএল) সাশ্রয়ী মোবাইল ফোন নিয়ে এসেছে বাজারে। সম্প্রতি রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিসিএল ব্র্যান্ডের মোবাইল ফোন বাজারজাতকরণ উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান। এ সময় তিনি বলেন, আমি মনে করি ডিসিএল সাধ্যের মধ্যে ক্রেতাদের হাতে ভালো মোবাইল ফোন তুলে দেবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মডেলের বৈশিষ্ট্য তুলে ধরেন ডিসিএল মোবাইল বিভাগের প্রধান মো: তৌফিকুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিকভাবে মোট ৮টি মডেলের ফিচার ও স্মার্টফোন বাজারে আসছে। ফিচার ফোনগুলো ৭৬০ থেকে ১৬০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এর মধ্যে ই১০, ডি১০ ও সি১০ এখন থেকে বাজারে পাওয়া যাবে। তবে স্মার্টফোনগুলো দামের ক্ষেত্রে বলতে পারি, বাজারে যেসব স্মার্টফোন আছে সেগুলো মাঝামাঝি দামে ডিসিএলের স্মার্টফোনগুলো বাজারে পাওয়া যাবে। আগামী মাসে আশা করি স্মার্টফোনগুলো বাজারে পাওয়া যাবে
বাংলাদেশের ডিজিটাল শিক্ষায় বিনিয়োগের আগ্রহ চীনের
বাংলাদেশের শিক্ষায় ডিজিটাল রূপান্তরের জন্য কারিগরি ও আর্থিক সহায়তা দেবে চীন। সম্প্রতি বেসিস কার্যালয়ে বেসিস সভাপতি মোস্তাফা জববারের সাথে চায়না সাউথ পাবলিশিং ও মিডিয়া গ্রুপের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় প্রতিনিধি দল এই আগ্রহের কথা জানায়। চায়না সাউথ পাবলিশিং ও মিডিয়া গ্রুপের এই প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা জেমস শু ও লরা ট্যাঙ্গ। তারা প্রতিষ্ঠানটি কীভাবে বই, পত্রিকা থেকে শুরু করে ডিজিটাল কনটেন্ট তৈরিতে ভূমিকা রাখছে এসব তথ্য তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের শিক্ষাকে ডিজিটাল করার জন্য কারিগরি ও আর্থিক সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেন তারা।
বেসিস সভাপতি তাদেরকে জানান, দেশের চার কোটি শিক্ষার্থীর পক্ষ থেকে চীনের এই আগ্রহকে বেসিস স্বাগত জানায়। বিশেষত ডিজিটাল ডিভাইস ও ডিজিটাল উপাত্ত উন্নয়নে চীন সহায়তা করলে বেসিস সদস্যরা এক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে বলেও উল্লেখ করেন
শুরু হচ্ছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
গত দুই বছরের সাফল্যের ধারাবাহিকতায় আবারও শুরু হচ্ছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৭। এবারের আয়োজন বেড়ে এর সাথে শিশুদের জন্য প্রোগ্রামিং উৎসব এবং ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। গত ৩০ জানুয়ারি আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে এ বিষয়ে উভয়পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ এবং বিডিওএসএনের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান লাফিফা জামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর ১৬টি বিশ্ববিদ্যালয়ের আয়োজন ছাড়াও তিনটি উপজেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া এবারই প্রথম জাতীয় পর্যায়ের বিজয়ীরা বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াডে সরাসরি অংশ নেবে এবং তার মাধ্যমে আগামী জুলাই মাসে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দলের সদস্যদের নির্বাচন করা হবে। সমঝোতা স্মারক স্বাক্ষরে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের উপসচিব বেগম মাহবুবা পান্না ও মো: কামরুজ্জামান, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান ও প্রোগ্রাম অফিসার শারমীন কবীর, ওম্যান ইন ডিজিটালের প্রতিষ্ঠাতা আচিলা নীলা প্রমুখ
বাংলা উইকিপিডিয়ার যুগপূর্তি উদযাপন
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে পালিত হয়েছে বাংলা উইকিপিডিয়ার এক যুগ পূর্তি। ২০০৪ সালের ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলা উইকিপিডিয়া (http://bn.wikipedia.org)। গত ২৮ জানুয়ারি ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, বেসিস সভাপতি মোস্তাফা জববার, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন প্রকল্পের জনপ্রেক্ষেত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটির সহকারী অধ্যাপক ড. বিএম মাইনুল হোসেনসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলায় তথ্যসমৃদ্ধ একটি জ্ঞানভা-ার হিসেবে বাংলা উইকিপিডিয়ার এগিয়ে যাওয়াটা বেশ জরুরি। এর মাধ্যমে বিনামূল্যে সবার জন্য একটি সমৃদ্ধ তথ্যভা-ার গড়ে উঠছে নিজের ভাষায়। অনুষ্ঠানে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি আলী হায়দার খান, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান, কোষাধ্যক্ষ তানভির মোর্শেদ, নির্বাহী সদস্য শাবাব মুস্তাফা, মাসুম আল হাসান (রকি) এবং বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরীসহ (হাছিব) বিভিন্ন জেলা থেকে আগত সক্রিয় উইকিপিডিয়া সম্পাদকেরা উপস্থিত ছিলেন
ডি-লিঙ্ক কাস্টমার কেয়ারের অংশীদার কমপিউটার সোর্স
এখন থেকে দেশজুড়ে ভোক্তা পর্যায়ে ডি-লিঙ্ক পণ্যের সেবা দেবে কমপিউটার সোর্স। এজন্য ধানম--তে অবস্থিত কমপিউটার সোর্সের কেন্দ্রীয় সেবাকেন্দ্রে একটি স্বতন্ত্র সেবা ইউনিট (কাস্টমার কেয়ার) খুলেছে নেটওয়ার্ক ও সংযোগ পণ্যসেবায় বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক প্রতিষ্ঠান ডি-লিঙ্ক। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। কমপিউটার সোর্স পরিচালক আসিফ মাহমুদ এবং ডি-লিঙ্কের (ভারত) কাস্টমার সাপোর্ট সার্ভিস বিভাগের ভিপি বালগন্দ চৌগুলা চুক্তিতে সই করেন। চুক্তিপত্র বিনিময়ের পর ডি-লিঙ্ক কাস্টমার সাপোর্ট সার্ভিস বিভাগের ভিপি বালগন্দ চৌগুলা বলেন, বাংলাদেশের যেখান থেকেই পণ্য কিনুন না কেন এই কাস্টমার কেয়ার ইউনিট থেকে পূর্ণাঙ্গ বিক্রয়োত্তর সেবা পাবেন ডি-লিঙ্ক ক্রেতারা। এ সময় ডি-লিঙ্ক (ভারত ও সার্ক অঞ্চল) চ্যানেল সেলস বিভাগের ভিপি সংকেত কুলকার্নি, ডি-লিঙ্ক বাংলাদেশের আবাসিক প্রতিনিধি শাহরিয়ার হোসেন, কমপিউটার সোর্সের হেড অব অপারেশন রাশেদুল খালেক শিমুল, সার্ভিস ম্যানেজার মো: জামিল প্রমুখ উপস্থিত ছিলেন
স্টার্টআপ ইকো-সিস্টেম তৈরিতে কাজ চলছে : পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে স্টার্টআপ ইকো-সিস্টেম তৈরি করতে মূলত তিন স্তরের একটি পিরামিড স্ট্রাকচারের ভাবনা চলছে। সম্প্রতি রাজধানীর জনতা টাওয়ারে সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘ক্রিয়েটিং এ ভেঞ্চার ক্যাপিটাল ইকো-সিস্টেম : গভর্নমেন্টস রোল’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। আলোচনায় ভেঞ্চার ক্যাপিটাল ইকো-সিস্টেম গড়ে তুলতে করণীয় এবং বিশ্বের অন্যান্য দেশের সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতাগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো স্টেট ইউনিভার্সিটির ড. মাহমুদ হুসাইন উল্লেখযোগ্য একটি বর্ণনা উপস্থাপন করেন। তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে আলোচনায় সানফ্রান্সিসকোভিত্তিক সিপিএ ভেঞ্চার ক্যাপিটালের কনসালট্যান্ট টিনা জাবিন, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান জামিল আজহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান, সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির, প্রতিমন্ত্রীর একান্ত সহকারী আবদুল বারী প্রমুখ অংশ নেন
লেনোভো ইমার্জিং পার্টনার অ্যাওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
সম্প্রতি ভারতের ব্যাঙ্গালোরে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ লেনোভোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন লেনোভো ভারতের পরিচালক রাজেশ থারানি, মহাব্যবস্থাপক নিরাজ পাষ্ণুয়েলি, রিজিওনাল সেলস ম্যানেজার শেখর কর্মকার, সেলস ম্যানেজার রাশেদ কবির এবং স্মার্ট টেকনোলজিসের লেনোভো বিজনেস হেড (আইটি) এএসএম শওকত মিলস্নাত প্রমুখ। উল্লেখ্য, গত বছর থেকে বাংলাদেশের বাজারে লেনোভো পণ্য বাজারজাত করে আসছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড
ই-কমার্সের ডিজিটাল মার্কেটিং নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ই-কমার্স ব্যবসায় ডিজিটাল মার্কেটিংয়ের নানা কৌশল ও গাইডলাইন সম্পর্কে জানাতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘ডিজিটাল মার্কেটিং ফর ই-কমার্স’ কর্মশালা। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অঙ্গসংগঠন ই-ক্যাব ইয়ুথ ফোরামের উদ্যোগে কর্মশালাটি গত ২৭ ও ২৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রথম দিনে ডিজিটাল মার্কেটিংয়ের ভিত্তি ও গাইডলাইন এবং ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোশাররফ হোসেন, দেশের প্রথম প্রোডাক্ট সার্চ ইঞ্জিন চরকি ডটকমের কো-ফাউন্ডার রাশেদ মোশলেম ও স্টোরিয়া ডটকমের প্রধান উন্নয়ন কর্মকর্তা তাসদিক হাবিব।
কর্মশালার দ্বিতীয় দিনে ডিজিটাল মার্কেটিং নিয়ে কীভাবে দেশীয় ই-কমার্স কোম্পানিগুলো বিশ্ববাজারে নিজেদের অবস্থা তৈরি করতে পারে তা নিয়ে কথা বলেন ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপের অপারেশন ম্যানেজার মেহেদি রেজা।
তিনি বলেন, ‘দেশীয় কোম্পানিগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে হলে ডাটা ও ইনোভেটিভ আইডিয়ার ওপর জোর দিতে হবে এবং ডিজিটাল মার্কেটিংয়ের নতুন নতুন কৌশলগুলো নিয়ে কাজ করতে হবে। এ ছাড়া এ কর্মশালায় গুগল মার্কেটিং নিয়ে কথা বলেন মার্কেটেভারের প্রতিষ্ঠাতা আল আমীন কবির, ই-মেইল মার্কেটিং নিয়ে ইস্পায়ার বাংলাদেশের ডিরেক্টর ওমর শরিফ, ফেসবুক অ্যাডভান্স মার্কেটিং নিয়ে বিডিজবসের রিসোর্স অ্যানালিটিক্স মশিউর মন্টি ও প্রাণন গ্রুপের ম্যানেজার হেলালুজ্জামান অয়ন। কর্মশালার শেষ সেশনে ই-ক্যাব ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আসিফ আহনাফের সঞ্চালনায় প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রেসিডেন্ট রাজিব আহমেদ, বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা ও বেসিসের সাবেক প্রেসিডেন্ট ফাহিম মাশরুর ও অন্যরা।
এ সময় ফাহিম মাশরুর বলেন, ই-ক্যাব ইয়ুথ ফোরাম আয়োজিত এই ডিজিটাল মার্কেটিং কর্মশালাটি অত্যন্ত প্রয়োজনীন ছিল। তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় হচ্ছে ই-কমার্স, তাই তাদেরকে নিয়ে এ ধরনের কর্মশালা আরও করা প্রয়োজন এবং এ ধরনের কর্মশালা ঢাকার বাইরেও হওয়া প্রয়োজন। ২শ’র বেশি ই-কমার্স উদ্যোক্তাকে নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় পৃষ্ঠপোষকতা করে গো ফেচ, ওয়ালেটমিক্স এবং সহায়তা করে এফএফসি, ব্রেকবাইট, ইভেন্টট্রাম্প, রিবাস, কিউবি, লাইট স্পিড সোর্স, বিডিজবস, আপনজোন ডটকম ও এসডি এশিয়া
‘প্রাইড অব বাংলাদেশ’ সম্মাননা পেলেন সোনিয়া বশির কবির
তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য ‘প্রাইড অব বাংলাদেশ’ সম্মাননা পেয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। রজতজয়মত্মী উদযাপন উপলক্ষে দেশের তৈরি পোশাক ও রফতানিকারক প্রতিষ্ঠান প্রাইড লিমিটেড এ সম্মাননা দেয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি সোনিয়া বশির কবিরের হাতে এ সম্মাননা তুলে দেন। সোনিয়া বশির কবির জাতিসংঘের উদ্যোগে গঠিত টেকনোলজি ব্যাংকের গভর্নিং কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া সফটওয়্যার জায়ান্ট ও বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ফাউন্ডারস অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। টিআইই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির কবির বাংলাদেশ ওমেন ইন আইটির সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) পরিচালক
এপসন ডব্লিউএফ-আর৮৫৯১ মডেলের প্রিন্টার
ডিজিটাল ইমেজিং এবং প্রিন্টিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এপসন দেশে এনেছে ওয়ার্কফোর্স আরআইপিএস সিরিজের ডব্লিউএফ-আর৮৫৯১ মডেলের প্রিন্টার। এতে আছে উচ্চ ধারণক্ষমতার রিপ্লেসেবল ইন্ক প্যাক সিস্টেম (আরআইপিএস), যা গতানুগতিক কার্ট্রিজের চেয়ে বেশি পরিমাণে কালি ধারণ করতে পারে। ফলে অফিসের কাজে আরও বেশি ব্যবহার উপযোগী নতুন এই প্রিন্টার। এ-ফোর মাপে সাদা-কালো এবং রঙিন উভয় ক্ষেত্রেই এই প্রিন্টার ৭৫ হাজার পৃষ্ঠা প্রিন্ট করতে পারে। কার্ট্রিজ না বদলেই একটি অফিসের এক মাসের চাহিদা পূরণ করতে পারবে এই প্রিন্টার। এই প্রিন্টারে সাদা-কালো প্রিন্টিংয়ের ক্ষেত্রে এক পৃষ্ঠায় খরচ হবে মাত্র ৪০ পয়সা, রঙিনে ৮০ পয়সা এবং ৪০ ওয়াট ক্ষমতাতেই এটি কাজ করতে সক্ষম। এই প্রিন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এপসনের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট সাম্বা মুরতি বলেন, ‘এপসনের উদ্দেশ্য গ্রাহকের প্রত্যাশা পূরণ করা। বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশে গ্রাহকের প্রত্যাশা পূরণে অপরিহার্য হয়ে ওঠাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সে লক্ষ্য অর্জনে আরআইপিএস একটি উপায়। আমাদের অনন্য প্রযুক্তি অফিস এবং পেশাদার গ্রাহকদের জন্য সাশ্রয়ী। আমাদের প্রেসিশন কোর প্রযুক্তির ওপর ভিত্তি করে আমরা বিশ্বাস করি, এপসন অফিস প্রিন্টিংকে লেজার থেকে ইঙ্কজেট ব্যবস্থায় প্রতিস্থাপনে সক্ষম।’ প্রিন্টারটির দাম ২ লাখ ৮২ হাজার টাকা
কুলিয়ারচরে বিশ্বের সবচেয়ে বড় ব্যবহারিক বিজ্ঞান ক্লাস অনুষ্ঠিত
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির লক্ষ্যে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ব্যবহারিক ক্লাস। সম্প্রতি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে থানা মাঠে ৩ হাজার ২শ’র বেশি শিক্ষার্থী নিয়ে এই ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়। ১৩টি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা এতে অংশ নেয়। সুষ্ঠুভাবে ক্লাস নেয়ার জন্য সেখানে ২১টি এলইডি মনিটর সিস্টেম ব্যবহার করা হয়। এর আগে এ ধরনের বড় বিজ্ঞান ক্লাস হয়েছিল অস্ট্রেলিয়ায়। সেখানে অংশ নিয়েছিল ২ হাজার ৯০০ শিক্ষার্থী। ফলে গিনেস রেকর্ডে স্থান পেতে পারে বাংলাদেশ। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে ৩০ জন শিক্ষক এই ক্লাস পরিচালনা করেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের বিজ্ঞান ও আইসিটি বিষয়ক ৮০ শিক্ষক তাদের সহায়তা করেন
বসুন্ধরা সিটিতে হুয়াওয়ের নতুন সার্ভিস সেন্টার
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল তিনের ব্লক বি’তে নতুন সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে হুয়াওয়ে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সেবাকেন্দ্র উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনলোজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন সেবাকেন্দ্রের উদ্বোধনকালে ইংমার ওয়্যাং বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ একটি শপিং সেন্টারে গ্রাহক সুবিধাসম্পন্ন নতুন সেবাকেন্দ্রের উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের বাজারের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণে আমরা অতি শিগগিরই দেশজুড়ে আরও সেবাকেন্দ্র স্থাপন করা হবে। গ্রাহকদের আরও কার্যকর উপায়ে সেবাদানের লক্ষ্যে একটি হটলাইন নম্বর (০৯৬১০ ৭৭৭ ৭৭৭) চালু করেছে প্রতিষ্ঠানটি
প্রামিত্মক কৃষক নিয়ে কাজ করছে ক্যাটালিস্ট
রাজধানীতে সুইস কন্ট্যাক্ট-ক্যাটালিস্ট ‘অ্যাগ্রো ফরোয়ার্ড মার্কেট ভ্যালু চেইন’ শীর্ষক এক কর্মশালা করেছে। রাজধানীর গুলশানের হোটেল সিক্স সিজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার বিষয়বস্ত্ত ছিল ‘ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা কৌশল এবং বাণিজ্য দক্ষতা’। যা নিমণ আয়ের কৃষকদের উন্নতি করতে সাহায্য করছে। এতে প্রধান অতিথি হিসেবে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্টের (আইএফএমসি) প্রকল্প পরিচালক ড. আবু ওয়ালী রাগিব হাসান উপস্থিত ছিলেন। তিনি বলেন, আগামীতে আইএফএমসি প্রশিক্ষণে ‘পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনা কৌশল’ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে। অন্যান্যের মধ্যে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি ও সিইও আবু দাউদ খান বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ শিল্প ও মৎস্য ফাউন্ডেশনের উপদেষ্টা লিয়াকত আলী চৌধুরী বলেন, এ কার্যক্রম (ক্যাটালিস্ট) বাংলাদেশের মাইক্রো এবং ম্যাক্রো উভয় পর্যায়ে অর্থনৈতিক সুবিধা অর্জনে ভূমিকা রেখেছে। এতে বাংলাদেশের অ্যাগ্রো ফরোয়ার্ড মার্কেট ভ্যালু চেইনের বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন
কৃষি খাতের উন্নয়নে কাজ করবে বেসিস ও ইউএসএইড
বাংলাদেশের কৃষি খাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও সংশ্লিষ্টদের মানোন্নয়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ইউএসএইড। সম্প্রতি বেসিস সভাকক্ষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। বেসিস সভাপতি মোস্তাফা জববারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ইউএসএইড অ্যাগ্রিকালচারাল ভ্যালু চেইনস (এভিসি) প্রকল্পের চিফ অব পার্টি মাইকেল ফিল্ড, আইসিটি মার্কেট স্পেশালিস্ট মাসুদ রানা ও বেসিসের পরিচালক উত্তম কুমার পাল।
বৈঠকে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃষির জন্য তথ্যপ্রযুক্তি টুলস উদ্ভাবন, কৃষকদের সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও যারা এই টুলস ব্যবহার করতে চান তাদের সহযোগিতার বিষয়ে যৌথভাবে কাজ করার কথা জানানো হয়। এ বিষয়ে শিগগিরই বেসিস ও ইউএসএইডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বলে বৈঠকে জানানো হয়। ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে
এপসনের নতুন মডেলের প্রিন্টার
সম্প্রতি ঢাকার একটি হোটেলে ‘এপসন ডব্লিউএফআর ৮৫৯১’ মডেলের এবং এপসন এম সিরিজের প্রিন্টারের বিক্রয় কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রিন্টারগুলোর নানা দিক তুলে ধরেন এপসন ইন্ডিয়ার বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট সাম্বা মুরতি। এপসন ইন্ডিয়ার ইঙ্কজেট পণ্যের সিনিয়র উপ-মহাব্যবস্থাপক শিবা কুমার কে এবং বাংলাদেশ জোনাল হেড তন্ময় চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এপসন ডব্লিউএফআর ৮৫৯১ প্রিন্টার সম্পর্কে জানানো হয়, কার্টিজ পরিবর্তন ছাড়াই একটি অফিসের এক মাসে প্রিন্ট চাহিদা পূরণ করতে পারে এই প্রিন্টার। প্রিন্টারের ক্যাসেটে একসাথে ১ হাজার ৮৩১টি কাগজের শিট রাখা যাবে। ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ করেও এ থেকে প্রিন্ট নেয়া সম্ভব। সাম্বা মুরতি বলেন, এই প্রিন্টারে সাদা-কালো প্রিন্টিংয়ে খরচ পড়বে প্রতি পৃষ্ঠার জন্য ৩০ থেকে ৪০ পয়সা, আর রঙিনের জন্য ৮০ পয়সা। অন্য প্রিন্টারে যেখানে বিদ্যুৎ খরচ ১ দশমিক ৫ কিলোওয়াট, এ প্রিন্টারে খরচ হবে দশমিক শূন্য ৪ কিলোওয়াট। এপসন ডব্লিউএফআর ৮৫৯১ প্রিন্টারটি দাম ২ লাখ ৮২ হাজার টাকা
লেনোভোর গ্রোথ পার্টনার অ্যাওয়ার্ড পেল গ্লোবাল ব্র্যান্ড
সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত এক অনুষ্ঠানে লেনোভো গ্রোথ পার্টনার অ্যাওয়ার্ড পেল বাংলাদেশে লেনোভোর অন্যতম ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এ সময় লেনোভোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ এবং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক রাজেশ থারানি, মহাব্যবস্থাপক নিরাজ পাঞ্চুয়েলি, রিজিওনাল সেলস ম্যানেজার শেখর কর্মকার, সেলস ম্যানেজার রাশেদ কবির এবং গ্লোবাল ব্র্যান্ডের ডিজিএম (লেনোভো) হাসান রিয়াজ। মূলত লেনোভোর মার্কেট বাড়াতে অনবদ্য ভূমিকা রাখার জন্যই এই অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্লোবাল ব্র্যান্ড। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে লেনোভোর পণ্য বাজারজাত করে আসছে গ্লোবাল ব্র্যান্ড
অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবার উদ্বোধন
প্রতিদিন ৩০ লাখ লোক (ভিজিটর) নানা ধরনের তথ্য জানতে জাতীয় তথ্য বাতায়নে প্রবেশ করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা যে উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি, এটি তার বড় উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা আজ সার্থক হয়েছে। সম্প্রতি রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও বাংলাদেশ পুলিশের যৌথ আয়োজনে এই নাগরিক সেবার উদ্বোধন করা হয়। এখন থেকে pcc.police.gov.bd এই ঠিকানায় ক্লিক করে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা পাওয়া যাবে
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে ব্রাদার কর্পোরেট সেমিনার অনুষ্ঠিত
সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে গুলশানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘ব্রাদার কর্পোরেট সেমিনার ২০১৭’। অনুষ্ঠানে ব্রাদার প্রিন্টারের ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান ব্রাদার গালফের জেনারেল ম্যানেজার অমিত আলী এবং লেবেলিং, কমার্শিয়াল প্রিন্টার ও স্ক্যানারের ওপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দেখান ভাবিক মাতানি। প্রেজেন্টেশন শেষে অনুষ্ঠিত হয় র্যা ফেল ড্র এবং পাঁচজন ভাগ্যবান অতিথি উপহার হিসেবে জিতে নেন পাঁচটি আকর্ষণীয় প্রিন্টার। শেষে গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে চেয়ারম্যান আবদুল ফাত্তাহ তার সমাপনী বক্তব্য দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার এবং প্রোডাক্ট ম্যানেজার গোলাম সরওয়ারসহ গণ্যমান্য ব্যক্তি
ওয়েস্টার্ন ডিজিটালের পার্টনার মিট অনুষ্ঠিত
সম্প্রতি চট্টগ্রাম ও বগুড়ায় অনুষ্ঠিত হয় ওয়েস্টার্ন ডিজিটাল পার্টনার মিট ২০১৭। গত ১৫ জানুয়ারি চট্টগ্রামের একটি হোটেলে স্মার্ট টেকনোলজিস চট্টগ্রাম শাখার উদ্যোগে ওয়েস্টার্ন ডিজিটালের পার্টনার মিট আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ, ওয়েস্টার্ন ডিজিটালের জ্যেষ্ঠ ব্যবস্থাপক অসীম কুমার বসু এবং স্মার্টের ওয়েস্টার্ন ডিজিটাল পণ্য ব্যবস্থাপক মো: মাহবুবুর রহমানসহ চট্টগ্রামের কমপিউটার ব্যবসায়ীরা। একইভাবে ১৭ জানুয়ারি বগুড়ার কমপিউটার ব্যবসায়ীদের নিয়ে বগুড়া পর্ব অনুষ্ঠিত হয়