মোবাইল ফোনের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে বেড়েই চলছে৷ কিন্তু মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সে তুলনায় তেমন না বাড়লেও শেষ দু-তিন বছরে আসা সব ধরনের মোবাইলেও রয়েছে জিপিআরএস এবং এজ ব্যবহার করার সুবিধা৷ তবে ইন্টারনেট সেটিং করার পদ্ধতি হয়তো অনেকের কাছে কঠিন মনে হয়৷ কমপিউটার জগৎ-এ মোবাইলের ইন্টারনেটের ওপর শেষ লেখাটি ছিল গ্রামীণফোন ও একটেলের ইন্টারনেট সেটিং নিয়ে৷ এ সংখ্যায় পাঠকদের উদ্দেশে এসএমএস অনুরোধ ও ই-মেইল অনুরোধে টেলিটক ও বাংলালিংকের ইন্টারনেট সেটিং নিয়ে আলোচনা করা হয়েছে৷
টেলিটকের জিপিআরএস
টেলিটক আমাদের ফোন৷ টেলিটক জিপিআরএস-এর মাধ্যমে ব্রাউজিং, ডাউনলোড, চ্যাট করা সম্ভব৷ জিপিআরএস সক্রিয় করার জন্য reg লিখে 111 সেন্ড করুন অথবা আনলিমিটেড জিপিআরএস ব্যবহার করার জন্য unl লিখে 111 সেন্ড করুন৷
জিপিআরএস সেটিং
reg লিখে রেজিস্ট্রেশন করলে আপনি যতটুকু ব্যবহার করবেন সেই অনুযায়ী টাকা কাটবে৷ APN (এক্সেস পয়েন্ট নেম)-এ তখন লিখতে হবে Wap৷
সেটিং করুন নিচের পদ্ধতি অনুযায়ী :
APN->Wap
IP->192.168.145.101
Port->9201
আনলিমিটেড জিপিআরএস ব্যবহার করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন :
APN->gprsunl
IP->192. 168. 145. 101
Port->9201
Wap ব্যবহারকারীদের জন্য প্রতি কিলোবাইট হিসেবে খরচ হবে ০.০২ টাকা৷
আনলিমিটেড ব্যবহারকারীদের জন্য প্রতি মাসের খরচ ৮০০ টাকা+ভ্যাটসহ সর্বমোট ৯২০ টাকা পড়বে৷ অন্যান্য সেটিংয়ে সমস্যা হলে ভিজিট করুন নিচের সাইটে : http://nehadbd.gprs.Lt
আনলিমিটেড জিপিআরএস বন্ধ করার জন্য ununl লিখে সেন্ড করুন 111৷
বাংলালিংকের জিপিআরএস
বাংলালিংক জিপিআরএস-এর মাধ্যমে ই-মেইল ব্রাউজ করা ও ডাউনলোড করার সুবিধা রয়েছে৷ মোবাইল সেট থেকে ইন্টারনেট ব্রাউজ করার সুবিধাও রয়েছে৷
ইচ্ছে করলে আপনার মোবাইল ফোনটিকে মডেম হিসেবে ব্যবহার করে ইন্টারনেটের কিছু সুবিধা পেতে পারেন আপনার কমপিউটার এবং ল্যাপটপেও৷ মোবাইল থেকে ল্যাপটপে অথবা কমপিউটারে ব্লু-টুথ, ইনফ্রারেড ও ডাটা ক্যাবল সংযুক্ত করে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব৷
জিপিআরএস সেটিং
বাংলালিংকের প্রি-পেইড ও পোস্ট-পেইড জিপিআরএস ব্যবহার করা খুব সহজ৷ কারণ জিপিআরএস সেটিং করাটা অনেকের কাছে কঠিন মনে হয়৷ সবার আগে মোবাইল সেটের জিপিআরএস সেটিংসে যেতে হবে৷ এর জন্য মেনু ->সেটিংস->কানেকশন->এক্সেস->পয়েন্ট->নিউ এক্সেস পয়েন্ট সিলেক্ট করতে হবে
ইন্টারনে সেটিং
০১. কানেকশন নেম-এ blweb টাইপ করতে হবে৷
০২. ডাটা বিয়ার GRRS টাইপ করতে/সিলেক্ট করতে হবে৷
০৩. APN (এক্সেস পয়েন্ট নেম)-এ blweb টাইপ করুন৷
০৪. ইউজার নেম টাইপ করতে পারেন অথবা না করলেও হবে৷
০৫. পাসওয়ার্ড মনে রাখতে হবে অথবা নো পাসওয়ার্ড৷
০৬. অথেনটিকেশন- আপনি কি সংযোগটি Secure রাখতে চান নাকি Nonsecure রাখতে চান৷
০৭. হোমপেজ http://nehadbd.gprs.Lt
০৮. অপশন সিলেক্ট করুন এবং অপশন অ্যাডভান্স সেটিং সিলেক্ট করুন৷
০৯. ফোন আইপি এড্রেস Automatic সিলেক্ট করতে হবে৷
ওয়াপ সেটিং
প্রথমে নতুন প্রোফাইল তৈরি করতে হবে৷ ওপেন করা নিচের সেটিংগুলো সেট করতে হবে৷
০১. কানেকশন নেম-এ blwap টাইপ করতে হবে৷
০২. ডাটা বিয়ার GRRS৷
০৩. এক্সেস পয়েন্ট নেম (APN)-এ blwap টাইপ করতে হবে৷
০৪-০৯. আগের মতো সেটিং করতে হবে৷
১০. প্রাইমারি আইপি এড্রেস ০.০.০.০ ওকে করতে হবে৷
১১. সেকেন্ডারি আইপি অ্যাড্রেস ০১০.০১০.০৫৫.০৩৪৷
১২. প্রক্সি আইপি এড্রেস ১০.১০.৫৫.৩৪৷
১৩. প্রক্সি পোর্ট নাম্বার ৮৭৯৯৷
আর কোনো পরিবর্তন করতে হবে না৷ ওয়েব ব্রাউজারে গিয়ে নিচে সেটিং করে নিন৷
মেইন অপশন -> সেটিংস সিলেক্ট করুন blwap এবং ওকে করুন৷
এখন আপনি Wap এবং Internet দুটি ব্যবহার করে ব্রাউজ, ই-মেইল ও ডাউনলোড ইত্যাদির সুবিধা পাবেন৷ এছাড়াও আরো জানার জন্য ভিজিট করুন ৷
জিপিআরএস প্রতি কিলোবাইট ০.০২ টাকা৷ আনলিমিটেডের জন্য খরচ হবে ৬৫০ টাকা+ভ্যাট৷ আনলিমিটেড ব্যবহার করার জন্য বাংলালিংক পোস্ট-পেইড সিম থাকতে হবে৷ এছাড়াও জিপিআরএস সেটিংয়ের জন্য আপনি কল করতে পারেন বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ১২১-এ৷ অন্যান্য মোবাইল সেটিংয়ের জন্য কল করতে পারেন ০১৯১৪৬১০৯৮৭ নাম্বারে৷