• ভাষা:
  • English
  • বাংলা
হোম > কমপিউটার জগতের খবর
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৭ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
নিউজ
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কমপিউটার জগতের খবর
আইসিটি রফতানি বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি
আইসিটি খাতের রফতানিকারকেরা এখন থেকে সেবা রফতানির বিপরীতে পাওয়া অর্থের ৭০ শতাংশ পর্যন্ত এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসেবে সংরক্ষণ করতে পারবেন। এতদিন আইসিটিসহ সব খাতের ইআরকিউ হিসেবে রফতানি আয়ের সর্বোচ্চ ৬০ শতাংশ অর্থ জমা করা যেত। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্র্র্র্র্রা নীতি বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে একটি সার্কুলার বিদেশি মুদ্রা লেনদেনে নিয়োজিত ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে। আইসিটি খাতের সেবা রফতানি বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইআরকিউ হিসেবে রাখা অর্থের বিপরীতে রফতানিকারক প্রতিষ্ঠানগুলো কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতি আমদানি, বিদেশে অবস্থিত লিয়াজোঁ অফিস রক্ষণাবেক্ষণ খরচ মেটানোসহ বিভিন্ন কাজে খরচ করতে পারে। এতে বাজার থেকে ডলার কিনতে বাড়তি খরচ হয় না। আইসিটি খাতের সেবা রফতানি বাড়াতে ইআরকিউ হিসেবে অর্থ সংরক্ষণের হার বাড়ানোর পাশাপাশি কিছু শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। অন্য এক সার্কুলারের মাধ্যমে আইসিটি সেবা রফতানির ক্ষেত্রে দেশের বাইরে বিভিন্ন খরচ মেটাতে অর্থ নেয়ার যে সীমা ছিল, তা বাড়ানো হয়েছে। এতদিন একজন রফতানিকারক বছরে সর্বোচ্চ ২৫ হাজার ডলার দেশের বাইরে নিতে পারতেন। এখন তা বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। অন্য একটি সার্কুলারে সেবা রফতানির ক্ষেত্রে ‘ফরম সি’তে ঘোষণার বিধান সহজীকরণ করা হয়েছে। এ ফরমে রফতানিকারকেরা কোন খাতে কী রফতানি করছেন, সে বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে থাকে।
একই বিভাগ থেকে জারি করা আরেক সার্কুলারের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপার বা ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক ভার্চুয়াল কার্ডের বিষয়ে স্পষ্টীকরণ করা হয়েছে। ২০১৪ সালে জারি করা এক সার্কুলারে ফ্রিল্যান্সারদের জন্য ৩০০ ডলারের ভার্চুয়াল কার্ড ইস্যুর সুযোগ দেয়া হয়। তবে ওই কার্ড কী নামে অভিহিত হবে, তা স্পষ্ট না হওয়ায় ব্যাংকগুলোতে বিভ্রান্তি ছিল। এই কার্ড ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড যেকোনো কার্ড হিসেবে ইস্যু করা যাবে
রিাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধুনিকায়ন হবে নিজের টাকায় : প্রধানমন্ত্রী
সোনালী, রূপালী, অগ্রণী, জনতা ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ১১ ব্যাংকের আধুনিকায়নে বিশ্বব্যাংক থেকে টাকা নেয়ার উদ্যোগে উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন- রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উন্নয়ন হবে নিজস্ব টাকায়, বহুজাতিক সংস্থা বিশ্বব্যাংকের টাকায় নয়। তিনি বলেন, ব্যাংক একটি সংবেদনশীল জায়গা। এখানে নিরাপত্তার বিষয়টি জড়িত। ব্যাংকের নিরাপত্তার দিক বিবেচনা করে বিশ্বব্যাংক থেকে টাকা নেয়া উচিত হবে না। বিশ্বব্যাংক যে টাকা ব্যাংকের উন্নয়নে দেয়ার কথা, সে টাকা শিক্ষা খাতে স্থানান্তরের ব্যবস্থা করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ৪ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব নির্দেশনা দেন। সূত্র জানায়, হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ডলার চুরি, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ওয়েবসাইট হ্যাকিংসহ সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে নানা ধরনের ঋণ জালিয়াতির ঘটনায় ভাবিয়ে তুলেছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, বিসমিলস্ন­vহ গ্রুপের ঋণ জালিয়াতিতে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছে সরকারকে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে অনিয়ম ও ঋণ জালিয়াতি বন্ধে প্রকল্পটি হাতে নিয়েছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এই প্রকল্পের আওতায় সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংক এই ১১ ব্যাংকে ৬০৮ কোটি টাকা ব্যয়ে অটোমেশন ও সাইবার সিকিউরিটির জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি কেনার কথা রয়েছে। এ ছাড়া ১১ ব্যাংকে অটোমেশন ও সাইবার সিকিউরিটির জন্য সফটওয়্যার কেনার কথা রয়েছে ৫০০ কোটি টাকার। ১১ ব্যাংকের নির্বাচিত কর্মকর্তা ও আইটিতে মোট ৩৫ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা রয়েছে। তাতে খরচ ধরা হয়েছে ১০৬ কোটি টাকা। অবশ্য এখন নিজস্ব অর্থায়নে এসব কার্যক্রম বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে
২২০১৮ সালে আরও ৩০ হাজার নারী উদ্যোক্তা গড়ে তোলা হবে : পলক
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও জীবনের সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে কাজ করে চলেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এই ওয়াইফাই উদ্যোগের মাধ্যমে আগামী ২০১৮ সালের মধ্যে আরও ৩০ হাজারেরও বেশি নারী উদ্যোক্তা গড়ে তুলতে পারব।’ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা জানান।
সম্প্রতি বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে নারী দিবস উপলক্ষে আয়োজিত উইমেন অ্যান্ড আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভের (ওয়াইফাই) প্রি-লঞ্চিং অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক আরও বলেন, ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে ২০ হাজার নারীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে উচ্চতর পর্যায়ের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে, আগামী তিন বছরে প্রত্যন্ত অঞ্চলে ২ লাখ ৬০ হাজার নারীকে টেকসই নারী উন্নয়নে প্রশিক্ষণ দিতে মোবাইল ট্রেনিং বাস চালু করা হয়েছে এবং ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্টের আওতায় নারীদের জন্য প্রোগ্রামিং কনটেস্ট চালু করা হয়েছে
মমে মাসে শেষ হচ্ছে শেখ হাসিনা সফটওয়্যার পার্কের কাজ : পলক
জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার সারাদেশে আইটি পার্ক নির্মাণ করছে বলে মত দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, বর্তমানে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ছাড়াও সারাদেশে ২৮টি আইটি পার্ক ও সাতটি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণের কাজ চলছে। মূলত আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।
গত ১৯ মার্চ বিকেলে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। পলক বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যশোরে ৩০৫ কোটি টাকা ব্যয়ে ১২ একর ১৩ শতাংশ জমির ওপর আন্তর্জাতিক মানের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের কাজ শেষ পর্যায়ে। আড়াই বছর আগে শুরু হওয়া প্রকল্পটি আগামী ৩০ মের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে আশা করছি
গগেমারদের নিয়ে কাজ করবে আইটিবাজার ও গিগাবাইট
দেশের গেমিং ইন্ডাস্ট্রি ও দেশীয় গেমারদের নিয়ে একসাথে কাজ করতে ই-কমার্স প্রতিষ্ঠান আইটিবাজার ও বিশ্বের শীর্ষস্থানীয় গেমিং হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইটের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে এ চুক্তি স্বাক্ষর হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন আইটিবাজার ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা মফিজুর রহমান টিপু ও গিগাবাইটের দক্ষিণ এশিয়ার সহকারী ম্যানেজার অ্যালান সু। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অ্যালান সু বলেন, এ দেশের তরুণ-তরুণীরা যথেষ্ট মেধাবী ও কঠোর পরিশ্রমী। তারুণ্যের এই শক্তিকে কাজে লাগিয়ে এ দেশের গেমিং ইন্ডাস্ট্রির উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে গিগাবাইট।
আইটিবাজার ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা মফিজুর রহমান টিপু বলেন, আইটিবাজার একটি ই-কমার্স প্ল্যাটফর্ম হলেও আমরা সব সময় নিত্যনতুন আইডিয়া নিয়ে কাজ করি। গত বছর ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬তে আমরা গেমিং কনটেস্ট আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় আগামীতেও আমাদের লোকাল গেম ও গেম ডেভেলপারদের নিয়ে কাজ করব। অনুষ্ঠানে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ বলেন, বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি ছোট। এটাকে বাড়াতে হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের পরিচালক জাফর আহমেদ, গিগাবাইটের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান, বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, আইটিবাজার ডটকম ডটবিডির সহ-প্রতিষ্ঠাতা সাহাব উদ্দিন রিয়াদ, অর্পণ কমিউনিকেশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হক অনু প্রমুখ
এিইচপি স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ নোটবুক
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ নোটবুক পিসি। ইন্টেল কোরআই৫ ৬২০০ইউ মডেলের প্রসেসর, উইন্ডোজ ১০ হোম, ৮ জিবি র্যাুম, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ, ১৩.৩ ইঞ্চি ডায়াগোনাল হাই ডেফিনিশন পূর্ণাঙ্গ এইচডি এলইডি ডিসপ্লে। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১,২৯,০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭২১
ওিয়েবহক্স
লক্ষ্য এবার ইউরোপ জয়
বিশ্ব পরিম-লে দেশকে প্রমাণ করার ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গী হওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়েবহক্স আইটি। বাংলাদেশভিত্তিক এই কোম্পানিটি যাত্রা শুরুর প্রথম বছরেই দেশের গ-- পেরিয়ে পা বাড়িয়েছে জাপান, কানাডা, হংকং, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন ও মালয়েশিয়ায়। এক সংবাদ সম্মেলনে কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপল মোহাম্মেদ ইউরোপে তাদের বাণিজ্য সম্প্রসারণের ঘোষণা দেন এবং একই সাথে জার্মানি সেলস অফিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জার্মানি সেলস অফিসের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর রুডিগার পলস্টার, সিনিয়র উপদেষ্টা মারকো কোডার ও গ্লোবাল ডিরেক্টর প্রদীপ দাশ উপস্থিত ছিলেন। বাংলাদেশে আসার পর অনেক বেশি আশাবাদী মন্তব্য করে রুডিগার বলেন- সুখের বিষয় হচ্ছে, এই প্রতিষ্ঠানটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এবং এই দলের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত খুশি।
ওয়েবহক্সের সাথে কাজের সম্পৃক্ততা জানতে চাইলে রুডিগার বলেন, ওয়েবহক্সের প্রধান নির্বাহী উপল মোহাম্মেদের সাথে আমার পাঁচ মাস আগে পরিচয় হয়। তারপর আমরা একটি বিজনেস মডেল দাঁড় করানোর ব্যাপারে কাজ করি, যেটা জার্মানি অফিস সংস্থাপনের মাধ্যমে বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে। আমাদের বর্তমান ‘ডিজিটাল কোলাবোরেটিভ বিজনেস সলিউশন’-এর মাধ্যমে আমরা যথাযথভাবে আমাদের সার্ভিসসমূহ বিশ্বব্যাপী ভোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমাদের নতুন সেলস অফিসটি দক্ষিণ জার্মানির উন্নয়নশীল শহর নুরেমবার্গে অবস্থিত। বর্তমানে অফিসটি আমি নিজেই দেখাশোনা করছি। আশা করি, আমাদের এই সার্বিক প্রচেষ্টা বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে
প্রিত্যন্ত অঞ্চলেও যাচ্ছে অনলাইন কেনাকাটার সুযোগ
প্রত্যন্ত অঞ্চলে ই-কমার্স সেবা ছড়িয়ে দিতে ‘অ্যাসিস্টেড ই-কমার্স’ মডেল নিয়ে কাজ শুরু করেছে অনলাইন মার্কেটপ্লেস ‘আজকের ডিল ডটকম’ ও রিটেইল সেবাদাতা প্রতিষ্ঠান ‘পেওয়েল’। সম্প্রতি রাজধানীর বেসিস সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে যৌথভাবে ই-কমার্স সেবা বাড়ানোর ঘোষণা দেয়া হয়। অ্যাসিস্টেড ই-কমার্স মডেল ও এর এজেন্ট নেটওয়ার্ক তৈরির উদ্যোগ সম্প্রতি বেসিস সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
আজকের ডিলের চেয়ারম্যান ফাহিম মাসরুর বলেন, বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও ইন্টারনেট আর অনলাইন পেমেন্টের সমস্যার জন্য দেশে এখনও অনলাইন কেনাকাটা বেশিদূর এগোতে পারেনি। তিনি বলেন, অ্যাসিস্টেড ই-কমার্স নেটওয়ার্কের এজেন্টদের সহায়তায় এই সমস্যাগুলোর এক ধরনের সমাধান হবে। এই মডেল সফল হলে ঢাকার বাইরে থেকে অনেক বেশি মানুষ অনলাইনে অর্ডার দেবে
ইি-কমার্স রিয়েল এস্টেট সাইট ‘বিপ্রপার্টি ডটকম’
সম্প্রতি শুরু হলো যুক্তরাজ্যভিত্তিক ই-কমার্স রিয়েল এস্টেট সাইট ‘বিপ্রপার্টি ডটকম’। রাজধানীর একটি হোটেলে এক প্রেস কনফারেন্সে বিপ্রপার্টি ডটকমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব এইচ আর তাজরিন জিনিয়া, হেড অব অপারেশন্স রেজবিন আহসান ও মার্কেটিং ম্যানেজার মনজুর মোরশেদ। তাজরিন জিনিয়া বলেন, গত কয়েক বছর ধরেই আমরা বাংলাদেশে ই-কমার্সভিত্তিক কোম্পানিগুলোর পদচারণা লক্ষ করছি। বাংলাদেশে ই-কমার্সের মাধ্যমে আমরা এখন অনলাইনে খাবার অর্ডার করতে পারি, বাসের টিকেট কিনতে পারি, অনলাইনে জিনিসপত্র কিনতে পারি। জিনিয়া আরও জানান, ই-কমার্সের ক্ষেত্রে আমরা অনেক সেক্টরে এগিয়ে গেলেও রিয়েল এস্টেট সেক্টরে আমরা পিছিয়ে ছিলাম। একটি বিশ্বস্ত, বিশেষায়িত ও পরিপূর্ণ প্রপার্টি পোর্টাল আমাদের দেশে ছিল না। বিপ্রপার্টি ডটকম এই শূন্যস্থানটি পূরণ করতে চায়। এখন যেকেউই বিপ্রপার্টি ডটকমে (w..নঢ়ৎড়ঢ়বৎঃু.পড়স) গিয়ে অথবা এর কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বাসা এবং কমার্শিয়াল স্পেস ভাড়া নিতে ও কিনতে পারবেন
লিজিটেকের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস
রাজধানীর বিআইসিসিতে গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয় লজিটেক গ্র্যান্ড লঞ্চিং উইথ স্মার্ট টেকনোলজিস। জনপ্রিয় টিভি সিরিয়াল সুলতান সুলায়মানের আদলে সাজানো বর্ণিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লজিটেকের আসিয়ান ও ভারত অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক মনিন্দর জেইন, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পার্থ ঘোষ, ক্লাস্টার ক্যাটাগরি হেড অশোক ঝাংগড়া, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিক্রয় বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, কর্পোরেট বিভাগের মহাব্যবস্থাপক হাসান ফাহিম, অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মো: জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে লজিটেকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের সাথে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি, স্মার্ট টেকনোলজিসের সাথে আমাদের ব্যবসায় অদূর ভবিষ্যতে উত্তরোত্তর বাড়বে।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিস সব সময়ই কাস্টমারদের হাতে গুণগত মানের পণ্য পৌঁছে দিতে চায়। এরই ধারাবাহিকতায় স্মার্ট টেকনোলজিসের পণ্যের ঝুড়িতে এখন থেকে সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ব্র্যান্ড লজিটেক যুক্ত হলো। আমরা আশা করছি, বাংলাদেশে গুণগত মান-প্রত্যাশী বিশ্বসেরা অ্যাক্সেসরিজ পণ্যের চাহিদা পূরণে সক্ষম হবে লজিটেক ও স্মার্ট টেকনোলজিস

শশেখ হাসিনার নামে পদ্মার চরে হাইটেক পার্ক হবে : পলক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মাদারীপুর জেলার শিবচরের পদ্মার চরে হাইটেক পার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, পদ্মার চরের এই হাইটেক পার্কে সারাবিশ্বের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা এসে তথ্যপ্রযুক্তি নিয়ে গবেষণা করবেন। প্রতিমন্ত্রী সম্প্রতি মাদারীপুর জেলার শিবচর উপজেলা ও পৌর ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করে তুলতে সারাদেশে ১ লাখ ৭০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ কোটি ২৭ হাজার শিক্ষার্থীর জন্য সাড়ে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। এ ছাড়া শিগগিরই আরও ১৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে

ফ্লোরা পিসির ডেস্কটপ কমপিউটার
বাংলাদেশের ডেস্কটপ কমপিউটার ব্র্যান্ড ‘ফ্লোরা পিসি’ বাজারে এনেছে ৭টি নতুন মডেলের ডেস্কটপ কমপিউটার। ভোক্তাদের প্রয়োজনের কথা মাথায় রেখে ষষ্ঠ ও চতুর্থ প্রজন্মের প্রসেসর দিয়ে সাজানো হয়েছে নতুন মডেলগুলো। সাশ্রয়ী দামে মাত্র ২৩,৯০০ টাকায় ফ্লোরা পিসি দিচ্ছে ডেস্কটপ কমপিউটার। দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান ফ্লোরা লিমিটেড তাদের নিজস্ব ‘ফ্লোরা পিসি’ ব্র্যান্ডের ৫টি নতুন মডেলের হাই অ্যান্ড গেমিং পিসিও বাজারে এনেছে। প্রতিটি কমপিউটারেই রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। এ ছাড়া পাওয়া যাচ্ছে ক্লাউড সুবিধাযুক্ত বুক পকেটে বহনযোগ্য ইন্টেলের পোর্টেবল পিসি ‘কমপিউট স্টিক’। পিসিটি দৈর্ঘ্য ও প্রস্থে ৪ ইঞ্চি বাই ১.৫ ইঞ্চি এবং ০.৫ ইঞ্চি পুরু। ৩২ জিবি ধারণক্ষমতার দুটি ভিন্ন মডেলের ইন্টেল কমপিউট স্টিক পোর্টেবল পিসিটি দেখতে অনেকটা পেনড্রাইভের মতো।
ইন্টেলের বহনযোগ্য আরও একটি চমৎকার ডেস্কটপ পিসির ক্ষেত্রে রয়েছে ‘ইন্টেল এনইউসি’ (নেক্সট ইউনিট অব কমপিউটিং)। মাত্র ৪ বর্গইঞ্চি আকারের এই কমপিউটারটি মনিটর ও টিভির সাথে ব্যবহার করা যাবে। ষষ্ঠ প্রজন্মের কোরআই৩ প্রসেসরে এই পিসি পাওয়া যাচ্ছে। ডিভাইসটিতে আরও রয়েছে ওয়াইফাই, ইন্টেল ওয়াইডাই, দুটি করে ইউএসবি পোর্ট, মিনি এইচডিএমআই, ল্যানপোর্ট, এইচডি অডিও এবং লক সুবিধা। দেশব্যাপী ফ্লোরা লিমিটেডের সব শাখায় পাওয়া যাচ্ছে। আরও জানতে ভিজিট করুন www.floralimited.com

দেশে আসুস আল্ট্রাবুক সিরিজের জেনবুক
‘সবার জন্য জেনবুক’ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে আল্ট্রাবুক সিরিজের জেনবুক এনেছে গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। গত ৩ এপ্রিল রাজধানীর বাংলামোটরে বিআইজেএফ সম্মেলন কক্ষে জেনবুকটির উন্মোচনে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি। সংবাদ সম্মেলনে জেনবুকের এক্স৪১০ মডেলটির বিস্তারিত জানান আসুসের পণ্য ব্যবস্থাপক আশিকুজ্জামান। তিনি বলেন, বিশ্বব্যাপী হালকা গড়নে শক্তিশালী নোটবুক হিসেবে আল্ট্রাবুকের চাহিদা বেড়েই চলেছে। আল্ট্রাবুক সিরিজের ল্যাপটপ সাধারণ ল্যাপটপ থেকে দেখতে আকর্ষণীয় ও হালকা। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে জেনবুকের অনেকগুলো মডেল পাওয়া যাবে। তবে শুরুটা হচ্ছে ইউএক্স৪১০ মডেল দিয়ে। এর বিশেষত্ব হচ্ছে ডিসপ্লের দুই পাশে ৬ মিলিমিটার ব্যাজেল রয়েছে। ফলে এর স্ক্রিন বডি অনুপাত ৮০ শতাংশ। মাত্র ১.৪ কেজি ওজনের এই জেনবুকে আরও থাকছে ১৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। এতে ব্যাকলিট কিবোর্ড থাকায় কম আলোতেও নোটবুকটিতে টাইপ করা যাবে। ইউএক্স৪১০ মডেলের জেনবুকটি ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ফুল মেটাল বডির আল্ট্রাবুকটি ইন্টেলের সপ্তম প্রজন্মের কোরআই৩ বা কোরআই৫ দুটি প্রসেসর দিয়েই মিলবে। কোয়ার্টজ গ্রে আর গোল্ড দুটি আকর্ষণীয় রঙ থেকে ক্রেতারা তাদের নোটবুকটি পছন্দ করে নিতে পারবেন। জেনবুকের মোট ১২টি মডেল থেকে ক্রেতারা ইউএক্স সিরিজের ডিভাইস বেছে নিতে পারবেন। এই সিরিজের দাম শুরু হবে ৪৭ হাজার টাকা থেকে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসুসের কান্ট্রি ম্যানেজার আল ফুয়াদ, আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খোন্দকারসহ অনেকে

এিসার এনেছে সবচেয়ে সিস্নম ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে সিস্নম ল্যাপটপ এসার সুইফট সেভেন। অরিজিনাল উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেমসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোরআই৭-৭ওয়াই৭৫ প্রসেসর, ১৩.৩ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ইন্টেল ৬১৫ মডেলের এইডি গ্রাফিক্স কার্ড, ৮ জিবি র্যা ম, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ, হাই ডেফিনিশন ক্যামেরা, এক মাসের মাইক্রোসফট অফিস ৩৬৫ ট্রায়াল, ওয়াইফাই ও বস্নুটুথ ট্রান্সফার সুবিধা। মাত্র ৯.৯৮ মিলিমিটার থিকনেসের ল্যাপটপটিতে থাকবে দুই বছরের বিক্রয়োত্তর সেবা। দাম ১,২৫,০০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩২
বিসিএস কমপিউটার সিটিতে কমপিউটার মেলা
দেশের বৃহত্তম কমপিউটার মার্কেট আগারগাঁওয়ের আইডিবি ভবনের বিসিএস কমপিউটার সিটিতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গত ৬ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘সিটিআইটি ২০১৭ কমপিউটার মেলা’। মেলার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জববার, বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সিটিআইটি কমপিউটার মেলার সমন্বয়ক মুসা কামাল মিহির, বিসিএস কমপিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, স্মার্ট টেকনোলজির ম্যানেজিং ডিরেক্টর জহিরুল ইসলাম, রায়ানস কমপিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসানসহ অনেকে।
প্রধান অতিথি বলেন, অনেক সমস্যা সত্ত্বেও আমরা অনেক এগিয়েছি। এর কারণ, আমরা শুধু সম্মান নিয়ে পৃথিবীতে বসবাস করতে চাই, মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা এখন যে ডিজিটাল বাংলাদেশ দেখছি, তা শুরুর পর্যায়ে রয়েছে। নতুন প্রজন্মকে আমি ধন্যবাদ জানাই। তারা জ্ঞানে-বিজ্ঞানে আমাদেরকে আরও অনেক দূরে নিয়ে যাবে। এ সময় তিনি প্রযুক্তিপণ্যের ওপর রাজস্ব নিয়ে সৃষ্ট সমস্যার সুনির্দিষ্ট সমাধান আসবে বলেও আশা ব্যক্ত করেন। ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এ মেলা। এবারের মেলার স্পন্সর আসুস, এসার, ডেল, এইচপি, লেনোভো ও র্যােপো
লিজিটেক তৈরি করল বাংলা কিবোর্ড
আন্তর্জাতিক ব্র্যান্ডের মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বাংলা কিবোর্ড ‘লজিটেক কে-১২০’ অবমুক্ত করল দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান কমপিউটার সোর্স। সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় বাংলার সবশেষ সংস্করণের নকশায় বৈশ্বিক ব্র্যান্ডে এই বাংলা কিবোর্ড প্রকাশ করা হয়।
লজিটেক ব্র্যান্ডের বাংলা কিবোর্ডটির মোড়ক উন্মোচন করেন কমপিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আরিফ, বিজয় বাংলার রূপকার মোস্তাফা জববার এবং লজিটেকের ব্যবস্থাপনা পরিচালক (সার্ক ও ভারত) মনিন্দ্র জেইন। এ সময় উপস্থিত ছিলেন লজিটেক ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের ক্লাস্টার ক্যাটাগরি বিভাগের প্রধান অশোক জানগ্রা, লজিটেক বাংলাদেশ ও ভুটান অঞ্চলের কান্ট্রি ম্যানেজার পার্থ ঘোষ, কমপিউটার সোর্সের পরিচালক এইউ খান জুয়েল ও আসিফ মাহমুদ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, বাংলাভাষী মানুষের সংখ্যা পৃথিবীর অধিকাংশ ভাষার চেয়ে বেশি। বাংলাভাষীদের সুবিধার্থে কমপিউটার সোর্স বিশ্বের অন্যতম কিবোর্ড নির্মাতা প্রতিষ্ঠান লজিটেককে দিয়ে বাংলা কিবোর্ড প্রকাশের উদ্যোগ নিয়েছে। আগামীতেও প্রযুক্তির সাথে বাংলা ভাষার মিতালী রচনায় নতুন নতুন উদ্যোগে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। কমপিউটার সোর্সের পরিচালক এইউ খান জুয়েল বলেন, আমরা শুরু থেকেই প্রযুক্তিসেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চেষ্টা করেছি। আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের ঘরে ঘরে কমপিউটার ও প্রযুক্তি সুবিধা পৌঁছে গেছে
দদেশে বাঁশ দিয়ে তৈরি হলো মোবাইল টাওয়ার!
বাঁশের কাঠামো দিয়ে মোবাইল ফোনের জন্য টেলিযোগাযোগ টাওয়ার তৈরি করেছে ইডটকো গ্রুপ (ইডটকো)। ঢাকার উত্তরা এলাকার একটি বাড়ির ছাদে পরীক্ষামূলকভাবে এই টাওয়ার স্থাপন করা হয়েছে। ‘পরিবেশবান্ধব প্রযুক্তি’ হিসেবে ইডটকো গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটি দল ইস্পাতের বিকল্প হিসেবে অবকাঠামো নির্মাণের উপাদান হিসেবে বাঁশের ব্যবহারের ওপর গবেষণা করে।
গবেষণায় দেখা গেছে, কাঁচা বাঁশকে প্রক্রিয়াজাত করে এরকম টাওয়ার তৈরি করা সম্ভব এবং তা ২১০ কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি সহ্য করতে পারে। সঠিক রক্ষণাবেক্ষণ করলে বাঁশের টাওয়ার ১০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে
টিুইটারে যুক্ত হলো নতুন ফিচার
মাইক্রো ব্লগিং সাইট টুইটার সম্প্রতি একটি ঘোষণায় জানিয়েছে, নতুন আপডেটে টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ডিফল্ট এগ অ্যাভাটার সরিয়ে নেয়া হয়েছে। আগে যারা প্রোফাইল ছবি দিতেন না, তারা প্রোফাইলে রঙিন ব্যাকগ্রাউন্ডে সাদা ওভাল দেখতে পেতেন। কিন্তু এখন সাদা ব্যাকগ্রাউন্ডে ধূসর একটি মাথার আকৃতি দেখা যাবে। টুইটার এক ব্লগ পোস্টে জানিয়েছে, এই পরিবর্তন ব্যবহারকারীদের তাদের নিজের ছবি আপলোডে উৎসাহিত করবে। এ ছাড়া এই পরিবর্তন পরিচয় গোপন করা ব্যবহারকারীদের হয়রানি, ট্রলিং ও বুলিয়িং থেকে মুক্তি দেবে। আর রঙিন ডিমের পরিবর্তে নতুন ডিফল্ট প্রোফাইল ছবিতে জেনেরিক, ইউনিভার্সাল, সিরিয়াস, আনব্র্যান্ডেড, টেম্পোরারি এবং ইনক্লুসিভ বৈশিষ্ট্যগুলো রয়েছে
এিএমডির রেইজেন প্রসেসর ইউসিসি
ইউসিসি এএমডি ব্র্যান্ডের নতুন প্রসেসর রেইজেন বাজারে এনেছে। বর্তমানে এই সিরিজের আর৭১৮০০এক্স, আর৭১৭০০এক্স ও আর৭১৭০০ বাজারজাত করছে। এই প্রসেসরগুলো ৮ কোর ও ১৬ থ্রেডবিশিষ্ট, যা গেমিংয়ের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই প্রসেসর ১৪ এনএমের, যার এল২ ক্যাশ ৪ এমবি ও এল৩ ক্যাশ ১৬ এমবিবিশিষ্ট। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ওিয়ালটন ল্যাপটপে বৈশাখী অফার
বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখ উপলক্ষে ল্যাপটপে বিশেষ অফার দিচ্ছে দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি পণ্য প্রস্ত্ততকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এই অফারের আওতায় ক্রেতারা নির্দিষ্ট মডেলের ওয়ালটন ল্যাপটপ কিনলেই উপহার হিসেবে পাচ্ছেন এলইডি টিভি ও স্মার্টফোন। অফার চলবে এপ্রিল মাস জুড়ে। ওয়ালটন, ইন্টেল, মাইক্রোসফট ও বিজয় বাংলার যৌথ সহযোগিতায় বাংলাদেশের বাজারে এনেছে ওয়ালটন ল্যাপটপ। পয়লা বৈশাখে ক্রেতাদের বিশেষ কিছু উপহার দিতেই ওয়ালটন ল্যাপটপে ‘বৈশাখী অফার’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এই অফারের আওতায় প্যাশন ও টেমারিন্ড সিরিজের কোরআই৫ প্রসেসরযুক্ত সব মডেলের ল্যাপটপ নগদ টাকায় কিনলে উপহার হিসেবে দেয়া হচ্ছে একটি করে ওয়ালটন স্মার্টফোন। প্যাশন ও টেমারিন্ড সিরিজের কোরআই৭ প্রসেসরযুক্ত সব মডেলের ল্যাপটপে উপহার পাওয়া যাচ্ছে ১৯ ইঞ্চি ওয়ালটন এলইডি টেলিভিশন অথবা ওয়ালটন স্মার্টফোন। আছে ক্যাশ ডিসকাউন্টের সুবিধাও।
মাল্টিটাস্কিং ও অত্যাধুনিক গেমিং সুবিধার ওয়াক্সজ্যাম্বু ও কেরোন্ডা সিরিজের কোরআই৭ প্রসেসরযুক্ত ল্যাপটপ কিনলে উপহার মিলছে ২০ ইঞ্চি ওয়ালটন বুম বক্স এলইডি টেলিভিশন অথবা ওয়ালটন স্মার্টফোন। এই মডেলের ল্যাপটপ তিন মাসের কিস্তিতে কিনলেও নগদ মূল্য ও অফার প্রযোজ্য হবে। উপভোগ করা যাবে ডিসকাউন্টের সুবিধাও। আগারগাঁওয়ের আইডিবি ভবনের বিসিএস কমপিউটার সিটির ওয়ালটন পস্নাজাসহ দেশের সব ওয়ালটন পস্নাজা ও সেলস পয়েন্ট থেকে ল্যাপটপ ক্রয়ে বৈশাখী অফার পাওয়া যাবে। ১ এপ্রিল থেকে এ অফার শুরু হয়েছে, চলবে মাসজুড়ে। স্মার্ট ডিজাইন, আকর্ষণীয় কালার ও অত্যাধুনিক ফিচার সংবলিত চারটি সিরিজের মোট ২২টি মডেলের ওয়ালটন ল্যাপটপ বাজারে পাওয়া যাচ্ছে। এই চারটি সিরিজ হলো প্যাশন, টেমারিন্ড, কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু। এর মধ্যে প্যাশন সিরিজে রয়েছে ২৩ হাজার ৯৯০ টাকা থেকে শুরু করে ৫৫ হাজার ৫৫০ টাকা দামের ১০টি মডেলের ল্যাপটপ। টেমারিন্ড সিরিজের ১০টি মডেলের মধ্যে সর্বনিমণ দাম ২২ হাজার ৯৯০ টাকা, সর্বোচ্চ ৫৫ হাজার টাকা। উচ্চগতির মাল্টিটাস্কিং সুবিধাসম্পন্ন কেরোন্ডা ও ওয়াক্সজ্যাম্বু সিরিজের রয়েছে একটি করে মডেল। কেরোন্ডা সিরিজের ল্যাপটপটির দাম ৭৯ হাজার ৫৫০ টাকা। ওয়াক্সজ্যাম্বু সিরিজের ল্যাপটপটির দাম ৮৯ হাজার ৫৫০ টাকা। সব ওয়ালটন ল্যাপটপেই থাকছে দুই বছরের ওয়ারেন্টি।
সারাদেশে ওয়ালটন পস্নাজা ও সেলস পয়েন্ট থেকে ক্রেতারা সহজ শর্তে সর্বনিমণ ৪ হাজার ৯৬৬ টাকা ডাউন পেমেন্টে ১২ মাসের কিস্তিতে কিনতে পারবেন ওয়ালটন ল্যাপটপ। এ ছাড়া ল্যাপটপ ক্রয়ে শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়
ইিউসিসিকে ট্রান্সসেন্ড ব্র্যান্ডের পরিবেশক ঘোষণা
ঢাকার একটি অভিজাত হোটেলে গত ১৬ মার্চ ট্রান্সসেন্ড এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ইউসিসিকে বাংলাদেশের বাজারে তাদের পণ্যের একমাত্র পরিবেশক হিসেবে ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে ট্রান্সসেন্ডের অ্যাকাউন্ট ম্যানেজার শ্যান ট্রান্সসেন্ডের বিভিন্ন পণ্য ও ভবিষ্যৎ রোডম্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের বাজারে নতুন কিছু পণ্যের পরিচয় করিয়ে দেন। পণ্যগুলো হলো- বডি ক্যামেরা ড্রাইভ প্রো মডি৫২, এসএসডি২৩০এস, এসএসডি২২০এস, এক্সটারনাল স্টোরেজ স্টোর জেট ২.৫, ১ টেরাবাইট ও স্টোর জেট ১ টেরাবাইট ২৫সি৩
বিাংলায় গুগল সার্চের ‘নলেজ গ্রাফ’ চালু
বাংলাভাষীদের সুবিধার জন্য নতুন তথ্য খুঁজে বের করতে বাংলায় ‘নলেজ গ্রাফ’ সুবিধা চালু করেছে সার্চ জায়ান্ট গুগল। গুগল সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, তাদের গুগল সার্চে বাংলা ভাষাভাষীদের আরও উন্নত অনুসন্ধান অভিজ্ঞতা দিতে নলেজ গ্রাফ চালু করেছে। এ ছাড়া গুগল অনুসন্ধানে এখন থেকে বাংলা জিজ্ঞাসার জন্য বানান সংশোধন সমর্থন করবে বলেও জানিয়েছে। নলেজ সার্চ ব্যবহারকারীদের বস্ত্ত, মানুষ ও স্থানের সর্বাধিক তথ্য দেয়। গুগল নলেজ গ্রাফের মাধ্যমে গুগল বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি নির্দিষ্ট অংশে প্রদর্শন করে, যাতে ব্যবহারকারীরা মূল তথ্যগুলো সার্চের মাধ্যমেই পেয়ে যায়। গুগলের নলেজ গ্রাফ বর্তমানে ৪১টি ভাষায় রয়েছে
হুিয়াওয়ে টি১ সিরিজের মিডিয়াপ্যাড
ইউসিসি বাজারে সরবরাহ করছে হুয়াওয়ে টি১ সিরিজের ৭.০ ইঞ্চি মিডিয়াপ্যাড। ট্যাবটিতে পাওয়া যাবে আইপিএস ডিসপ্লে, যার পিকচার রেজ্যুলেশন ১০২৪ বাই ৬০০ পিক্সেল। কোয়াডকোর ১.২ গিগাহার্টজ প্রসেসরের এই ট্যাবে থাকবে ওয়াইফাই ডাটা কানেকশন ও উচ্চগতির থ্রিজি ইন্টারনেট সুবিধা, ফ্রন্ট ও রেয়ার ২ মেগা পিক্লেল ক্যামেরা, ১ জিবি ও ৮ জিবি রম। ৪১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ওজন মাত্র ২৭৮ গ্রাম। অ্যান্ড্রয়িড ৪.৪ কিটক্যাট ভার্সন অপারেটিং সিস্টেমের সাথে পাওয়া যাবে ইমোশন ইউ১ ৩.০ ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
ওিয়ালটন কারখানা পরিদর্শনে ট্যারিফ কমিশন চেয়ারম্যান
‘ওয়ালটন কারখানা- এককথায় চমৎকার। এখানে অত্যাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের সমন্বয়ে ফ্রিজ, এসি, টিভির মতো অসংখ্য প্রযুক্তিপণ্য তৈরি হচ্ছে। এসব দেখে একজন ক্রেতা হিসেবেও আমি গর্বিত।’ কথাগুলো বলেছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুশফেকা ইকফাৎ।
গত ১২ মার্চ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্স পরিদর্শন করেন মুশফেকা ইকফাৎ। এ সময় তার সফরসঙ্গী ছিলেন ট্যারিফ কমিশনের সদস্য মো: আবদুল কাইয়ূম, যুগ্ম প্রধান শেখ লিয়াকত আলী, উপ-প্রধান ও চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এবং অভিনেতা মীর সাবিবর। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক আবুল বাশার হাওলাদার, সিরাজুল ইসলাম, আশরাফুল আম্বিয়া, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, অপারেটিভ ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ প্রমুখ
ফফের আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম
আবারও আইএসপিএবির (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যামবার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী আমিনুল হাকিম। গত ৪ এপ্রিল সব প্রক্রিয়া শেষে তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো তিনি সংগঠনটির কর্ণধারের দায়িত্ব পেলেন। সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইএসপিএবি হলো বাংলাদেশের ইন্টারনেট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। অন্যদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের এমদাদুল হক। জানা গেছে, গত ২৮ মার্চ সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ৭ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন বোর্ডের নেতৃত্ব দেন আবদুর রাজ্জাক। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ চূড়ান্ত করে ৪ এপ্রিল ফল ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি লিঙ্ক থ্রি টেকনোলজিস লিমিটেডের এফএম রাশেদ আমিন, সহ-সাধারণ সম্পাদক মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের মঈন উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ আলো কমিউনিকেশনস লিমিটেডের সুব্রত সরকার শুভ্র এবং পরিচালক নির্বাচিত হয়েছেন এডিএন টেলিকম লিমিটেডের খন্দকার মোহাম্মদ আরিফ ও রেস অনলাইন লিমিটেডের মো: কামাল হোসেন
ইি-ক্যাবের উদ্যোগে ই-কমার্স দিবস পালন
বাংলাদেশের আপামর জনসাধারণকে ই-কমার্স সম্পর্কে সচেতন করতে এবং অনলাইনে কেনাকাটাকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে বাংলাদেশে ই-কমার্স দিবস উদযাপন করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। উল্লেখ্য, ই-ক্যাব ২০১৫ সালের ৭ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশে ই-কমার্স দিবস উদযাপন করে। অনলাইনে কেনাকাটাকে উৎসাহী করতে ই-কমার্স কোম্পানিগুলো বিভিন্ন অফার ও ছাড়ের মাধ্যমে অনলাইনে ই-কমার্স দিবস উদযাপন করে। ই-ক্যাব ৭ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ই-ক্যাবের সদস্যদেরকে ই-কমার্স দিবস উপলক্ষে বিভিন্ন অফার ও ছাড় দেয়ার জন্য আহবান জানায়। বিস্তারিত : facebook.com/ groups/eeCAB।
ই-কমার্স দিবস উপলক্ষে ই-ক্যাব সাধারণ সম্পাদক মো: আবদুল ওয়াহেদ তমাল বলেন, বাংলাদেশের ই-কমার্স ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। শুরুর দিকের তুলনায় এখন অনেক বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করছে
এিকসাথে কাজ করবে এটুআই ও ব্র্যাক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে সাধারণ শিক্ষার সাথে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সমন্বয়ের লক্ষ্যে অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও ব্র্যাকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং ব্র্যাকের সিনিয়র পরিচালক (স্ট্র্যাটেজি, কমিউনিকেশন ও এমপাওয়ারমেন্ট) আসিফ সালেহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের আওতায় এটুআই প্রোগ্রাম ও ব্র্যাক যৌথভাবে নবম-দশম শ্রেণির দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি ট্রেডে দক্ষতা বাড়াবে

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৭ - এপ্রিল সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস