• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ডাটা কালেকশন ডিজ্যাবল করা
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৭ - জুলাই
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সফটওয়্যার
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ডাটা কালেকশন ডিজ্যাবল করা
ডাটা কালেকশন ডিজ্যাবল করা
মাইক্রোসফট এইচকিউর সাথে আপনার কমপিউটারের যোগাযোগকে প্রতিরোধ করতে স্টার্ট মেনুরসার্চ বারে‘services’ টাইপ করুন সার্ভিসেস ম্যানেজমেন্ট কন্সোল আনার জন্য। এবার ‘Diagnostics Tracking Service’ ও ‘dmwappushsvc’ সার্ভিস নেমখুঁজে বের করে ডিজ্যাবল করুন।
উন্নতকরা রেজিস্ট্রি এডিটর
যদি আপনিউইন্ডোজ রেজিস্ট্রি এডিটরব্যবহারকরে থাকেন, তাহলেব্যবহারকারীরা খুব সহজেউইন্ডোজ ১০ পাওয়ারইউজারঅ্যাপ নেভিগেটকরারসুযোগপাবেন।
ব্যবহারকারীরা ইচ্ছে করলে একই HKEY_LOCAL_MACHINE ও HKEY_CURRENT_USERহাইভেরঅন্তর্গত একই এন্ট্রিরমাঝেজাম্পকরতেপারবেন স্পেশালকনটেক্সট মেনুএন্ট্রিব্যবহারকরে।
উইন্ডোজআপডেটপলিসিমডিফাইকরা
যদিআপনি সব সময়আসন্নউইন্ডোজআপডেটসম্পর্কে নোটিফাইহতেচান, তাহলে রেজিস্ট্রি এডিটরে সেটিংপরিবর্তনকরেনিতেপারেন।এ জন্যচালুকরুনregedit ওমনোনিবেশকরুনHKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Policies\Microsoft\Windows key রেজিস্ট্রি কী-তে নেভিগেটকরুন।এবারউইন্ডোজকী-এরঅন্তর্গতএকটিনতুনকী তৈরিকরুনএবংএরনাম সেটকরুনWindowsUpdateহিসেবে।
এরপরআরেকটিনতুনকী তৈরিকরুনWindowsUpdateকী-এরঅন্তর্গতএবংনামদিনAU।এখানেআরেকটিনতুনDWORD তৈরিকরুনএবংAUOptionsনামদিন। এরপরএরভ্যালু সেটকরুন ২।
সবশেষেউইন্ডোজআপডেটে ‘Check for updates’-এক্লিককরুনপরিবর্তনগুলোকেকার্যকরকরারজন্য।
আগেরভলিউম কন্ট্রোলইউআইরিস্টোর করা
সিস্টেম ট্রেতে ভার্টিকলভলিউম লেভেলফিরিয়েআনারজন্য রেজিস্ট্রি এডিটরওপেনকরেমনোনিবেশকরুনHKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows NT\CurrentVersion\key রেজিস্ট্রি কী-তে।
এরপরএকটিনতুনকী তৈরিকরেনামদিনMTCUVCএবংএরঅন্তর্গতএকটিনতুনDWORDভ্যালুতৈরিকরেনামদিনEnableMtcUvcএবংএরভ্যালু সেটকরুন0।এরফলেভলিউম কন্ট্রোলইউআইরিস্টোর হবে।
নেভিগেশনপ্যান স্ট্রিমলাইন
উইন্ডোজ এক্সপেস্নারারেওয়ানড্রাইভ লিঙ্ক অপসারণকরারজন্য রেজিস্ট্রি এডিটরচালুকরেমনোনিবেশকরুনHKEY_CLASSES_ROOT\CLSID\{018D5C66-4533-4307-9B53-224DE2ED1FE6}রেজিস্ট্রি কী-তে।
এরপরডানদিকেরপ্যানেভ্যালুSystem.IsPinnedToNameSpaceTree-এপরিবর্তনকরে ০-এ সেটকরুন।
তাহমিনা আক্তার
ব্যাংককলোনি, সাভার
পাওয়ারইউজার মেনুকাস্টোমাইজকরা
রিঅর্গানাইজঅথবাএন্ট্রি রিমুভকরারজন্য অ্যাক্সেস করুনC:\Users\\AppData\Local\Microsoft\Windows\WinX-এ।এখানেআপনি নোটিসকরতেপারবেনতিনটি ফোল্ডার,যাপাওয়ারইউজার মেনুরজন্য হাউজএন্ট্রি। আপনি এগুলোঅপসারণকরতেপারবেন।
কর্টনার সাথে ই-মেইল সেন্ডকরা
হ্যান্ডফি ই-মেইল সেন্ডকরারজন্য আপনি ইচ্ছে করলেকর্টনাব্যবহারকরতেপারবেন।ধরুন,‘Send an email to [Name]’ মেসেজঅনুসরণেযান।
People অ্যাপেকার্টনা[Name]-এরজন্য সার্চকরে।আপনারবলা টেক্সটসহ ই-মেইল কম্পোজকরুন।যদি কোনোপরিবর্তনকরতেনাচান,তাহলেতাহলেশুধু‘Send’বললেইহবে।
এজ ব্রাউজারেকর্টনা
কর্টনাআপনাকেসহায়তাকরতেপারেইন্টারনেটব্রাউজকরার ক্ষেত্রে।মাইক্রোসফট এজেকর্টনাএনাবলকরারজন্য Settings → Advanced Settings → View Advanced Settings-এ নেভিগেটকরুনএবং‘Privacy and Services’-এরঅন্তর্গতএনাবলকরুন‘HaveCortana Assist Me in Microsoft Edge’।
বলরাম বিশ্বাস
আম্বরখানা, সিলেট

মাইক্রোসফট ওয়ার্ডের কিছ টিপস
ওয়ার্ডে ক্যালকুলেটর যুক্ত করা
কখনওকখনওওয়ার্ডেগাণিতিকহিসাব-নিকাশেরকাজকরতেহয়। এ জন্য ব্যবহারকারীকেকমপিউটারের স্থানীয়ক্যালকুলেটরব্যবহারকরারপ্রয়োজনহয়না।এমনকিআলাদা কোনোফিজিক্যালক্যালকুলেটরওব্যবহারকরার দরকারহয়না। কেননা, খুব সহজেওয়ার্ডে ক্যালকুলেটর যুক্ত করাযায়।
পিসিতেক্যালকুলেটর যুক্ত করারজন্য File → Options → Quick Access Toolbar-এ যান।এবারAll Commands-এসুইচকরুনএবংCalculate Command-এক্লিককরুনQuick Access Toolbar যুক্ত করারজন্য। এবার সেভ করার পরওয়ার্ড উইন্ডোরওপরএকটি নন-ডেসক্রিপটিভ গ্রে বর্ণেরবৃত্ত দেখতে পাবেন।এবারযদি আপনারডকুমেন্টে একটিইক্যুয়েশনহাইলাইটকরেবৃত্তেক্লিককরেন, তাহলেক্যালকুলেশনেরউত্তরপাবেনস্ক্রিনেনিচে। এ ফংশনম্যাকে দেখাযাবেনা।
ডেট ও টাইমঅটোআপডেটকরা
কখনওকখনওআপনাকে একই ডকুমেন্টবারবারব্যবহারকরতেহয়। এ ক্ষেত্রেকিছুকীডিটেইলসআপডেটকরতেহবে। ধরুন, আপনিএকটিডকুমেন্ট তৈরিকরছেন, যেখানে ডেট বাটাইম সম্পৃক্ত করতেহবে।কিছু কৌশলঅবলম্বন করে খুব সহজে স্বয়ংক্রিয়ভাবে ডেট ও টাইমবসানোযায়।
এবারInsertট্যাবেরঅন্তর্গতDate & Time বাটনেক্লিককরলেএকটিপপআপউইন্ডোআবির্ভূত হবে। এবার আপনার কাঙিক্ষত ডেট ফরম্যাটেক্লিককরুনএবংএরপরনিশ্চিতকরুননিচেরডানপ্রান্তে‘updateautomatically’ বক্সে ক্লিককরারব্যাপারে।এরফলে ডেট স্বয়ংক্রিয়ভাবেআপডেটহবেযখনইডকুমেন্টওপেনহবেবাপ্রিন্টকরাহবে।ম্যাকের ক্ষেত্রেInsert → Date and Timeক্লিককরতেহবে।
পিডিএফ ও এইচটিএমএলেকনভার্ট করা
ওয়ার্ড ডক ফাইলকেপিডিএফবাএইচটিএমএলফাইলেরূপান্তরকরাযায়।যখনআপনিফাইলকে‘Saveas’করবেন, তখন‘Save as type’পুল-ডাউন মেনু দেখতে পাবেন,যাসম্পৃক্ত করেPDF ওWeb Pageসহকিছুঅপশন।
লক্ষণীয়, ওয়েব পেজফাংশন সম্পৃক্ত করতেপারেবাড়তিকিছু কোড। এই বাড়তি কোড পেজে তেমন কোনোইফেক্ট ফেলেনা।তবেকিছুঅপশনআছেফ্রি কনভার্সনব্যবহারকরারজন্য, যেমন-ওয়ার্ড থেকেক্লিনএইচটিএমএল(Word to Clean HTML), যা টেক্সট থেকে এইচটিএমএল কোড তৈরিকরে। এটিএকটিওয়ার্ড থেকে সরাসরিকপি পেস্ট করতেপারে।
শামীম
মিরপুর-১২, ঢাকা

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৭ - জুলাই সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস