• ভাষা:
  • English
  • বাংলা
হোম > এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রসেস
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:৫৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - জুলাই
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সিকিউরিটি
তথ্যসূত্র:
সিস্টিম সিকিউরিটি
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রসেস
গত সংখ্যায় নরটন, এভিজি এবং এভাইরা এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রসেস দেখানো হয়েছে৷ এই সংখ্যায় ম্যাকাফি, পান্ডা, এভাস্ট ও এফ-সিকিউর এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রসেস সম্পর্কে সংক্ষেপে আলোচনার পাশাপাশি বিভিন্ন এন্টিভাইরাসের জন্য ভাইরাস ডেফিনেশন ফাইল পাওয়া যায় এমন কিছু ওয়েবসাইট সম্পর্কেও আলোকপাত করা হয়েছে৷

ম্যাকাফি এন্টিভাইরাস :



ম্যাকাফির ভাইরাস ডেফিনেশন ফাইলগুলো সাধারণত DAT ঘরানার হয়ে থাকে৷ ইন্টারনেটে ম্যাকাফির এন্টিভাইরাস প্রোডাক্টগুলোর জন্য তিন রকমের ভাইরাস ডেফিনেশন ফাইল পাওয়া যায়৷ এগুলো হলো- কম্প্র্রেসড ড্যাট (DAT) প্যাকেজ, ড্যাট প্যাকেজ ইনস্টলার (XDAT.exe) ও সুপার ড্যাট প্যাকেজ ইনস্টলার (SDAT.exe)৷ কম্প্র্রেসড ড্যাট প্যাকেজের মধ্যে সরাসরি ড্যাট ফাইলগুলোকে সঙ্কুচিত বা কম্প্র্রেসড করে দেয়া থাকে৷ এগুলোর নাম হয় অনেকটা এরকম DAT-5322.zip এবং DAT-5322.tar৷ উল্লেখ্য .tar ঘরানার ফাইলগুলো সাধারণত লিনআক্স অপারেটিং সিস্টেমের জন্য৷ ফাইলের নামের প্রথম চারটি ডিজিট ভাইরাস ডেফিনেশন ফাইলগুলোর ভার্সন তথা সংস্করণ নির্দেশ করে৷ ডিজিটগুলো থাকায় নতুন ও পুরনো সংস্করণের মধ্যে পার্থক্য করা যায়৷ ড্যাট প্যাকেজ ইনস্টলার ও সুপার ড্যাট প্যাকেজ ইনস্টলারগুলো সেলফ এক্সট্রাকটিং ক্ষমতাসম্পন্ন৷ যার ফলে এগুলো ডাউনলোড করার পর ডবল ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবেই ইনস্টল হয়ে ম্যাকাফি এন্টিভাইরাস সফটওয়্যারকে হালনাগাদ করে দেবে৷ জুন মাসের ড্যাট প্যাকেজ ইনস্টলার ও সুপার ড্যাট প্যাকেজ ইনস্টলারগুলোর আকার ছিল প্রায় ৪৬-৫০ মে.বা. পর্যন্ত৷ প্রতিমাসে এগুলোর আকার খানিকটা বেড়ে যায় নতুন ভাইরাস সমস্যার সমাধান সংযুক্ত করা হয় বলে৷ ডাউনলোড লিঙ্ক : http://www.9antivirus.com/category/antivirus-update/mcafee

পান্ডা এন্টিভাইরাস :



পান্ডা এন্টিভাইরাসের ভাইরাস ডেফিনেশন আপডেট ফাইলগুলো .exe ঘরানার নয় বরং এগুলো .sig ঘরানার ফাইল৷ এগুলোর আকারও বেশ বড়৷ ওয়েবসাইটে আপডেট ফাইলকে কম্প্রেসড করে দেয়া থাকে৷ কম্প্রেসড করা অবস্থায় বা .zip অবস্থায় আকার প্রায় ১৮-২০ মে.বা. হয়ে থাকে কিন্তু ডাউনলোড করার পর আনজিপ করলে ফাইলের আকার প্রায় ৫০ মেগাবাইটের উপরে হয়ে থেকে৷ ফাইলের নাম হয়ে থেকে অনেকটা এরকম- Pav.zip৷ ডাউনলোড লিঙ্ক : http://www.softpedia.com/get/Others/Signatures-Updates/Panda-Virus-Signature-File.shtml



পান্ডা এন্টিভাইরাসের আপডেট ফাইল ডাউনলোড করার পর জিপ করা ফাইল সিলেক্ট করে রাইট বাটন চেপে Extruct Al সিলেক্ট করে ভাইরাস সিগনেচার ফাইলকে আনজিপ করতে হবে৷ তারপর আনজিপ হওয়া pav.sig ফাইলটিকে কপি করে পান্ডা এন্টিভাইরাস যেখানে ইনস্টল করা আছে সেখানে যেতে হবে৷ সাধারণত পান্ডা এন্টিভাইরাস ২০০৮-এর জন্য ডিফল্ড ইনস্টলেশন ডিরেক্টরি হচ্ছে C:\Program Files\Panda Security\Panda Antivirus 2008৷ এখানে গিয়ে pav.sig ফাইলটিকে পেস্ট করে দিতে হবে৷ pav.sig ফাইলটি ওই ফোল্ডারে আগে থেকেই থাকলে একটা উইন্ডো আসবে যাতে বলা থাকবে আপনি ফাইলকে রিপ্লেস করবেন কি-না৷ Yes চাপুন তারপর পান্ডা এন্টিভাইরাস চালু করে মূল ইন্টারফেসে Update and Subscription সেকশনে লাস্ট আপডেটের স্থানে যে তারিখের আপডেট নামিয়ে ছিলেন সেই তারিখ দেখলে বুঝবেন এন্টিভাইরাস হালনাগাদ করার প্রক্রিয়া শেষ হয়েছে৷ অটোমেটিক আপডেট অপশন চালু করা থাকলে বার বার আপডেট করার নোটিফিকেশন দেখাতে পারে, যা অনেকের কাছেই বিরক্তিকর মনে হতে পারে৷ তাই অটোমেটিক আপডেট অপশন বন্ধ করে রাখা ভালো৷ এটি করার জন্য মূল ইন্টারফেসের Updates and Subscription সেকশনে Updates Settings-এ ক্লিক করে (চিত্র-১) পরবর্তী উইন্ডোতে গিয়ে Enable Automatic Updates লেখা বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করে দিন৷

এভাস্ট এন্টিভাইরাস :



এভাস্ট এন্টিভাইরাসের ফাইলগুলো সাধারণত .exe Nivbvi৷ যার ফলে আপডেট প্রসেস খুবই সহজ এবং শুধু ডবল ক্লিকের মাধম্যেই ইনস্টল করার প্রক্রিয়া সম্পন্ন করা যায়৷ ভাইরাস ডেফিনেশন ফাইলগুলোর নাম হয় অনেকটা এরকম- vpsupd.exe এবং জুন মাসের ১৮ তারিখে নেয়া এই ফাইলটির আকার প্রায় ১৪.৮ মে.বা.৷ ওয়েবসাইটে পুরনো এভাস্ট ৪.০ সংস্করণের জন্য এবং পরবর্তী নতুন সংস্করণগুলোর জন্য আলাদা আপডেট ফাইল রয়েছে৷ প্রয়োজন মতো ফাইল ডাউনলোড করে নিলেই হবে৷ প্রতি সপ্তাহে অন্তত দুইবার আপডেট ফাইল ওয়েবসাইটে আপলোড করা হয়ে থাকে৷ ডাউনলোড লিঙ্ক : http://www.9antivirus.com/category/antivirus-update/avast

এফ-সিকিউর এন্টিভাইরাস :



বর্তমানে এফ-সিকিউর এন্টিভাইরাস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এর সহজ ব্যবহার ও ভাইরাস ধরার ক্ষমতার জন্য৷ এটি ই-মেইলের সাথে আগত ভাইরাস ও স্পাইওয়্যার থেকে বেশ ভালো সুরক্ষা দিয়ে থেকে৷ এভাস্টের মতো এফ-সিকিউরের ভাইরাস ডাটাবেজ আপডেট ফাইলগুলোও সেলফ এক্সট্রাকটিং ক্ষমতাসম্পন্ন .exe Nivbvi ফাইল৷ ওয়েবসাইটে দেয়া আপডেট ফাইলগুলো শুধু এফ-সিকিউর এন্টিভাইরাসের ৪ এবং ৫ ভার্সনের জন্য প্রযোজ্য৷ আপডেট ফাইলের নাম fsupdate.exe এবং জুন মাসের ১৮ তারিখে নেয়া তথ্য অনুযায়ী ফাইলের আকার প্রায় ২৩.২ মেগাবাইট৷ ডাউনলোড লিঙ্ক : http://www.9antivirus.com/category/antivirus-update/f-secure

এন্টিভাইরাস আপডেট সংক্রান্ত কিছু ওয়েবসাইট :

সাধারণত যেকোনো এন্টিভাইরাসের অফিশিয়াল ওয়েবসাইটগুলো তাদের নিজস্ব ‍আপডেট ফাইল সরবরাহ করে থেকে৷ কিন্তু এমন কিছু ওয়েবসাইটও আছে যেখানে একসাথে অনেকগুলো এন্টিভাইরাসের জন্য আপডেট ফাইল পাওয়া যায়৷ তেমনি একটি চমত্কার ওয়েবসাইট হচ্ছে www.9antivirus.com৷ এই ওয়েবসাইটে হোমপেজেই এভাইরা এন্টিভির, এভাস্ট, এভিজি, এফ-সিকিউর, কাসপারস্কি, ম্যাকাফি, নরটন ও ট্রেন্ড মাইক্রো এন্টিভাইরাসের জন্য প্রয়োজনীয় সব ধরনের আপডেট দেয়া আছে৷ এছাড়াও এতে সব ফ্রি এন্টিভাইরাস সফটওয়্যার, ফ্রিওয়্যারের আওতাভুক্ত সব ধরনের সিকিউরিটি সফটওয়্যার (যেমন- অ্যাডওয়্যার রিমুভার টুলস, স্পাইওয়্যার রিমুভার টুলস, ফায়ারওয়াল সফটওয়্যার, ট্রোজান রিমুভার সফটওয়্যার ইত্যাদি) এবং অন্যান্য লাইসেন্সড এন্টিভাইরাসের ট্রায়াল ভার্সনগুলো পাওয়া যাবে৷ এছাড়া www.softpedia.com ওয়েবসাইটেও সব ধরনের এন্টিভাইরাস প্রোগ্রামের জন্য আপডেট ফাইল প্রতি সপ্তাহে আপলোড করা হয়৷ তবে এই ওয়েবের হোমপেজেই আপডেট পাওয়া যাবে না, ওয়েবের নিজস্ব Virus Definition Update বা Virus Signature Database Update লিখে সার্চ দিলেই কাঙ্ক্ষিত ফাইল চলে আসবে৷

ফিডব্যাক: shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - জুলাই সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস