কমপিউটার তথা টেলিটেক্স, ইলেকট্রনিক মেইল সার্ভিস, ফ্যাক্স, মডেম প্রভৃতি বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যের সমন্বয়ের মাধ্যমে আধুনিক স্বয়ংক্রিয় অফিসের যাবতীয় কাজ অতিব দ্রুততারসাথে স্বল্পব্যয়ে সম্পাদিত হওয়ার সুবাদে অফিস ব্যবস্থাপনায় এসেছে যুগান্তকারী বিপ্লব।