গত সংখ্যায় আমরা পিএইচপির ডেট টাইম ফাংশন নিয়ে জেনেছি৷ এই সংখ্যায় আলোচনা করা হয়েছে ড্রিমওয়েভার সহযোগে কিভাবে পিএইচপি নিয়ে কাজ করা যায়৷ তার আগে জেনে নিই ড্রিমওয়েভার দিয়ে কী কাজ করা যায়৷
ড্রিমওয়েভার হচ্ছে এমন একটি সফটওয়্যার যার সাহায্যে যেকোনো ওয়েব পেজ বা স্ক্রিপ্টিং পেজ ইচ্ছেমতো ডিজাইন করা যায়৷ শুধু ডিজাইন নয় যেকোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের উপযোগী করে পেজ ডিজাইন করা যায়৷ যারা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তৈরি করতে বড় মাপের বা দৃষ্টিনন্দন ডিজাইন করতে চান তাদের বেশিরভাগের প্রথম পছন্দ এই ড্রিমওয়েভার৷
ড্রিমওয়েভার দিয়ে ওয়েব পেজ ডিজাইন করার জন্য প্রথমেই সিস্টেমে এই ডিজাইনিং সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে৷ এটি বিভিন্ন ডাউনলোড সাইট থেকে ডাউনলোড করতে নিতে হবে৷ গুগলে গিয়ে একটু সার্চ দিলেই ড্রিমওয়েভার ডাউনলোডের পেজ খুঁজে বের করা সম্ভব৷ এরকম একটি সাইট হচ্ছে : http://www.soft32.com/download_1952.html
এটি একটি ট্রায়াল ভার্সনের লিঙ্ক৷ শেখার জন্য এই ট্রায়াল ভার্সনই যথেষ্ট৷ কিন্তু সম্পূর্ণ ভার্সনও ইচ্ছে করলে একটু সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন৷ অ্যাডোবি ইনকর্পোরেটেড এই জনপ্রিয় সফটওয়্যারকে কিনে নেয়ায় এটি এখন অ্যাডোবি ড্রিমওয়েভার নামে নতুন ভার্সনে পাওয়া যাচ্ছে৷
মূলত স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের জন্য এটি একটি ডিজাইনিং এডিটর বা এইচটিএমএল এডিটর৷ বিশ্বের বেশিরভাগ ওয়েব ডেভেলপার এই এডিটর দিয়ে স্ক্রিপ্ট লেখে থাকেন৷ এর নতুন ভার্সন এএসপি ডট নেট, সি শার্প, সিএসএস, এক্সএমএল, এক্সএইচটিএমএল, কোল্ড ফিউশন, জেএসপি, জাভা, ভিবি স্ক্রিপ্ট, পিএইচপি প্রভৃতি সাপোর্ট করে৷
এই ড্রিমওয়েভারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রতি লাইনের ডিটেইল কোড থেকে প্রোগ্রামারকে দূরে রাখে৷ তাই কোডিং করা অত্যন্ত সহজ৷ যেমন ডিজাইনের কোনো রঙ পরিবর্তন করলে ব্যাকগ্রাউন্ড কোডেও তা পরিবর্তিত হবে স্বয়ংক্রিয়ভাবে৷
ইনস্টল করা হয়ে গেলে ২য় চিত্রের মতো একটি উইন্ডো দেখতে পাবেন যেখানে আপনাকে অপশন সিলেক্ট করে দিতে হবে৷ আপনি কোডার উইন্ডোতে কাজ করতে চান নাকি ডিজাইন উইন্ডোতে কাজ করতে চান৷ এখানে ডিজাইন উইন্ডো সিলেক্ট করা হয়েছে৷ ওকে করার পর আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতে ইচ্ছুক৷ যেহেতু পিএইচপিতে কাজ করা হচ্ছে তাই এখান থেকে পিএইচপি সিলেক্ট করে দিতে হবে৷
এবারে ডিজাইনিংয়ের শুরুতে একটি খালি পেজ নিয়ে কাজ আরম্ভ করতে হবে৷ টুলবার থেকে ৩য় চিত্রের মতো ইমেজ সিলেক্ট করে যেকোনো ইমেজ ক্রিয়েটরের সাহায্যে তৈরি করা ইমেজ নিয়ে পেজ বানানো যায়৷ এখানে ইচ্ছেমতো ট্যাগ, ই-মেইল, বাটন, টেম্পলেট, ফ্ল্যাশ কনটেন্ট, ফর্ম, টেবল, হাইপারলিঙ্ক প্রভৃতি বসানো যায়৷
এবারে দেখা যাক কিভাবে একটি সাধারণ মানের ওয়েব পেজ ড্রিমওয়েভারের সাহায্যে তৈরি করা যায়৷ খালি পেজের নিচ থেকে পেজ প্রোপার্টিজ সিলেক্ট করলে ৪র্থ চিত্রের মতো একটি উইন্ডো পাওয়া যাবে৷ এখান থেকে ইচ্ছেমতো ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কালার (রঙ)সিলেক্ট করে দিতে হবে৷ ক্যাটাগরি ট্যাব অপশন থেকে হেডিং সিলেক্ট করে ইচ্ছেমতো হেডিং দিতে হবে৷ একইভাবে টাইটেল লিখে দিতে হবে৷ টাইটেল লেখার সময় সিএসএস এনাবল করার প্রয়োজন হতে পারে৷ আর ডকুমেন্ট টাইপ এক্সএইচটিএমএল সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে৷ এবারে পেজে ইচ্ছেমতো কোনো কিছু লিখে পিএইচপিতে সেভ করে সার্ভার দিয়ে ফাইলটি চালিয়ে দেখুন৷ সেভ করার সময় অবশ্যই পিএইচপিতে সেভ করতে হবে৷
ফিডব্যাক : mortuza_ahmad@yahoo.com