কমপিউটারে অল্প জায়গায় অধিক তথ্য সংরক্ষণ করার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে এজন্য ব্যবহৃত হচ্ছে চৌম্বক পদ্ধতি, ফ্লপি বা হার্ড ডিস্কে যেটি ব্যবহৃত হয়। বর্তমানে ঘনভাবে মোটামুটি ১০০ মেগাবাইট তথ্য জমা রাখা যায়। কিন্তু আধুনিক আলোকবিদ্যার ফসল লেজার রশ্মিকে ব্যবহার করে এ সীমাবদ্ধতা অতিক্রম করার প্রয়াস নেয়া হয়েছে।