সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০
ঢাকার কয়েকটি স্বনামধন্য বিদ্যালয়ের নাম বুলেট ও নম্বর ব্যবহার করে দেখানো হলো
কার্যক্রম : কাজটি সম্পন্ন করার জন্য নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করা হয়েছে
১. ঢাকার কয়েকটি স্বনামধন্য বিদ্যালয়ের নাম টাইপ করা হলো :
Mohammadpur Preparatory School & College
Viqarunnisa Noon School & College
St. Joseph Higher Secondary School
Holy Cross School & College
২. সবগুলো নামকে সিলেক্ট করতে হবে।
৩. মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০-এর রিবনের ঐড়সব ট্যাবের অধীনে স্ট্যান্ডার্ড টুলবারেরButtets আইকনে ক্লিক করতে হবে।
৪. যে ধরনের বুলেট পছন্দ হয় সেটি সিলেক্ট করে ইঁষষবঃ-এ ক্লিক করলে নিম্নলিখিত বুলেটসহ লেখা দেখা যাবে।
নম্বর ব্যবহার করে কয়েকটি দেশের নাম
কার্যক্রম : কাজটি সম্পন্ন করার জন্য নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করা হয়েছে
১. পছন্দের কয়েকটি দেশের নাম টাইপ করা হলো:
1. Bangladesh
2. India
3. Australia
4. Japan
5. Astria
6. Nepal
7. USA
8. UK
২. সবগুলো নামকে সিলেক্ট করতে হবে।
৩. মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০-এর রিবনের ঐড়সব ট্যাবের অধীনে স্ট্যান্ডার্ড টুলবারের Numbering আইকনে ক্লিক করতে হবে।
৪. যে ধরনের নম্বর পছন্দ হয় সেটি সিলেক্ট করে ঘঁসনবৎ-এ ক্লিক করলে উপরিউক্ত নম্বরসহ দেশের নাম দেখা যাবে।
একটি টেবিল তৈরি করে কয়েকজনের নাম ও নম্বর এন্ট্রি করে দেখানো হলো
কার্যক্রম : কাজটি সম্পন্ন করার জন্য নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে হবে
১. যেখানে টেবিল তৈরি করতে হবে সেখানে মাউস পয়েন্টার রাখতে হবে।
২. মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০১০-এর রিবনের ওহংবৎঃ ট্যাবের অধীনে ঞধনষব আইকনে ক্লিক করতে হবে।
৩. Table আইকনে ক্লিক করলে নিম্নলিখিত বক্স দেখা যাবে।
৪. Insert Table-এ ক্লিক করলে Insert Table ডায়ালগ বক্স দেখা যাবে।
৫. এখন ঘঁসনবৎ ড়ভ পড়ষঁসহং থেকে ৫ ও ঘঁসনবৎ ড়ভ ৎড়ংি থেকে ৪ লিখে বা সিলেক্ট করে OK বাটনে ক্লিক করলেই টেবিল তৈরি হয়ে যাবে।
৬. এখন তিনজনের নাম ও নম্বর টেবিলে লিখতে হবে।
Name Bangla English ICT Math
Proma Das 90 94 49 98
Ananna 93 91 48 99
Borno 94 90 47 95