হোম > করোনা দমনে বিগ ডাটা অ্যানালাইটিকস এআই ও মোবাইল প্রযুক্তি
লেখক পরিচিতি
লেখকের নাম:
নিজস্ব প্রতিবেদক
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২০ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
প্রযুক্তি
তথ্যসূত্র:
প্রচ্ছদ প্রতিবেদন ২
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
করোনা দমনে বিগ ডাটা অ্যানালাইটিকস এআই ও মোবাইল প্রযুক্তি
করোনা দমনে বিগ ডাটা অ্যানালাইটিকস এআই ও মোবাইল প্রযুক্তি
ফরহাদ হোসেন
করোনাভাইরাস ডিজিজ-২০১৯
(কভিড-১৯)-এর আগমন ঘটেছে
এমন এক গুরুতর পরিণতি নিয়ে, যা
এখনো সমাধানহীন এক অস্থিতিশীল পরিস্থিতির
মধ্যে রয়েছে। আমরা প্রতিদিন গোটা বিশ্ব, দেশ
কিংবা শহর পর্যায়ে এর প্রাদুর্ভাবের খবর ও
ভয়াবহতার রেখাচিত্র দেখছি। আমাদের সবার
ওপর করোনাভাইরাস কী ধরনের প্রভাব ফেলবে
তা উপলব্ধি করা এবং এর আগাম বার্তা দেয়ার
পদক্ষেপের ক্ষেত্রে কেন্দ্রবিন্দুতে রয়েছে বিগ ডাটা
অ্যানালাইটিকস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
(এআই) ও মোবাইল টেকনোলজি।
বিগ ডাটা অ্যানালাইসিস, এআই-পাওয়ার্ড
অ্যাডভান্স ওয়ার্নিং সিস্টেম, এবং ব্যাপকভিত্তিক
পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে দক্ষিণ কোরিয়া,
তাইওয়ান, সিঙ্গাপুর, বেলজিয়াম ও চীনের মতো
কিছু দেশ স্বল্প সময়ের মধ্যে তাদের নিজ নিজ
দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে
নিয়ে আসতে পেরেছে।
টেলিকম ডাটা থেকে নেয়া মানুষের সামগ্রিক
গতিময়তার তথ্য (অ্যাগি্ের গটেড মোবিলিটি
ইনফরমেশন) নিয়ে তা ব্যবহার করা হয়েছিল
পশ্চিম আফ্রিকায় ইবুলা ভাইরাসের প্রাদুর্ভাবের
সময়। এবং এ নিয়ে ইউনিসেফের রিসার্চ ল্যাব,
ফ্লোমাইন্ডার ও অন্যরা আরো গবেষণা চালিয়েছে।
সম্প্রতি বেলজিয়ামে উধষনবৎম উধঃধ ওহংরমযঃং
সামগ্রিক ও বেনামি ডাটা অ্যানালাইসিস করে
চলেছে, যে ডাটা নেয়া হয়েছে দেশটির তিনটি
টেলিকম অপারেটর থেকে। প্রসঙ্গত উল্লেখ্য,
‘ড্যালবার্গ ডাটা ইনসাইটস’ হচ্ছে বেলজিয়াম
সরকারের ম্যান্ডেটপ্রাপ্ত শীর্ষ সংগঠনগুলোর
একটি, যা করোনাভাইরাস টাস্কফোর্সের হয়ে
ডাটা অ্যানালাইসিস করছে। এর মূল লক্ষ্য
হচ্ছে, লকডাউন পরিস্থিতির মাঝে মানুষের
চলাচলের প্রবণতা তথা মোবিলিটি ট্রেন্ডগুলো
সম্পর্কে জানা-বোঝা এবং অঞ্চলবিশেষের ঝুঁকির
বিষয়টি মূল্যায়ন করা। বেলজিয়ামে সার্বিকভাবে
মানুষের মোবিলিটি গড়ে ৫৪ শতাংশ কমেছে।
কিছু কিছু এলাকায় এরচেয়ে বেশি মাত্রায় তা
কমেছে। বেলজিয়ামের μাইসিস রেসপন্স টিম
এই বিশ্লেষণের উল্লেখ করতে পারে আরোপিত
পদক্ষেপ, ভাইরাসের প্রাদুর্ভাব ও অন্যান্য
অঞ্চল থেকে আসা ভাইরাস সংμমণের ক্ষেত্রে।
দেশটিতে জাতীয়ভাবে মানুষকে ঘরবন্দি রাখার
পদক্ষেপগুলো মোবিলিটি তথা মানুষের চলাচল
কমিয়ে এনেছে ৫০ শতাংশেরও বেশি।