মোবাইল ফোনটিকে নিজের পছন্দমতো সাজিয়ে নিতে কার না ইচ্ছে করে৷ আর এ ইচ্ছে দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে মোবাইলে চ্যাটিং, ফটো এডিট, এসএমএস ও বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহারের সুযোগ সৃষ্টি হওয়ায়৷ নতুন নতুন প্রায় সব ধরনের মোবাইল সেটে রয়েছে ডিজিটাল ক্যামেরা SIS, OS, Windows Mobile সফটওয়্যার ব্যবহার করার সুবিধা৷ এসব মোবাইল ফোন সেটে মেনু অপশনের মাধ্যমে সেট করা যায় বিভিন্ন সুযোগসুবিধা৷ এ সংখ্যায় কিছু মোবাইল ফোন সেটের মেনু অপশনের ব্যবহার, সফটওয়্যার, একটেল ও গ্রামীণফোনের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে৷
মেনু অপশন
সিম ব্লক :
আপনি যদি পর পর তিনবার ভুল পিন নাম্বার দিয়ে সিম চালু করতে চান, সেক্ষেত্রে সিম কার্ডটি ডিজাবল হবে৷ তখন আপনার স্ক্রিনে আসবে সিম ব্লক অর্থাৎ সিম কার্ডটি সাময়িকভাবে ব্লক হয়ে যাবে৷ সিম কার্ডটি চালু করার জন্য পাক কোড ব্যবহার করতে হবে৷ যার মাধ্যমে আপনার সিমটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে৷
পিকচার মেসেজ (এমএমএস) :
ছবি যুক্ত করা যায় এ ধরনের মেসেজকে পিকচার মেসেজ বলে৷ ব্যবহারকারী যখন তার টেক্সট মেসেজের সাথে গ্যালারি থেকে ছবি যুক্ত করে অন্য মোবাইল সেটে পাঠান তখন তাকে পিকচার মেসেজ বলে৷
ওয়াপ :
ওয়াপ-এর অর্থ হলো Wireless Application Protocol৷ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য তারবিহীন এই প্রযুক্তির নাম ওয়াপ৷ ওয়াপ সেটিংয়ের মাধ্যমে আপনি মোবাইলে ব্রাউজ করতে পারবেন৷
মেমরি স্ট্যাটাস :
এর মাধ্যমে ব্যবহারকারী তার মোবাইল সেটের মেমরির কতটুকু ব্যবহার হয়েছে এবং কোন ক্ষেত্রে কতটুকু ব্যবহার হয়েছে এবং কতটুকু মেমরি ফ্রি আছে তা জানতে পারবেন৷
সফটওয়্যার
এসএমএস লাভ :
সফটওয়্যারটির নাম শুনলে মনে হয় এবার সুন্দর সুন্দর এসএমএস-এর মাধ্যমে অনেক ভালোবাসার মানুষ হবে? হতেও পারে! কারণ এই একটি সফটওয়্যারের মধ্যে রয়েছে একশ লাভ এসএমএস৷ উদাহরণস্বরূপ দুটি এসএমএস দেয়া হলো৷
“Love the heart that hurts you, but never hurt the heart that loves you, please dont hurt my heart”.
“Love starts with a hug, grows with a kiss, and ends with a marriage”.
এ ধরনের ১০০ লাভ এসএমএস আছে একটি সফটওয়্যারের মধ্যে৷ মোবাইল ফোনে সফটওয়্যারটি ইনস্টল করার পর মোবাইলের মেইন মেনুতে একটি লোগো আসবে এসএমএস লাভ৷ লোগো সিলেক্ট করে ওকে করুন৷ সফটওয়্যারটি চালু হবার পর ডিসপ্লেটে আসবে ১০০ লাভ এসএমএস৷ এরপর Optionmassageselect করুন এবং আপনার ফোনবুক থেকে নাম্বার সংযুক্ত করে সেন্ড করুন৷
কোথায় পাবেন
http://nehadbd.gprs.Lt
সফটওয়্যারটি ডাউনলোড করতে ২৫ টাকার মতো খরচ হবে (অ্যাক্টিভেটকোডসহ)৷
প্লাটফর্ম :
SIS সফটওয়্যার ইনস্টল করা যায় এমন সব ধরনের মোবাইলে৷ নোকিয়া-6260, 6280, 6600, N71, N72, N73, N90৷
মিগ৩৩ বেটা (৩.০৫)
মোবাইল ফোন থেকে এখন সম্ভব ইয়াহু এমএসএন চ্যাট করা৷ মিগ৩৩ বেটা (৩.০৫) এই ভার্সনে রয়েছে অনেক সুবিধা৷ যারা আগে মিগ৩৩ ও মিগ৩৩ প্লাস ব্যবহার করেছেন তারা হয়তো সুবিধাগুলো আলাদা করে ধরতে পারবেন৷ এতে রয়েছে চ্যাটিং করার সময় পিকচার সেন্ড করার সুবিধা৷ মেইল করা যায়৷ Buzz পাঠানো যায় যদি কেউ লাইনে না থাকে তাহলে তার সেল নাম্বারে এসএমএস-এর মাধ্যমে যাবে Buzz৷ ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের ই-মোশন লোগো৷ আজই ডাউনলোড করুন নতুন এই সফটওয়্যারটি৷
কোথায় পাবেন
http://nehadaiubeee.gprs.Lt
সফটওয়্যারটির সাইজ ১০৮ কেবি৷ ডাউনলোড করতে খরচ হবে ২-৩ টাকা৷
প্লাটফর্ম :
JAR সফটওয়্যার ব্যবহার করা যায় সব ধরনের মোবাইলে৷ কজ
বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশও এখন খুব একটা পিছিয়ে নেই মোবাইল কমিউনিকেশনে৷ দেশের পাঁচটি মোবাইল অপারেটর প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে লোভনীয় অফার তাদের গ্রাহকদের৷ এ সংখ্যায় আমরা গ্রামীণফোন ও একটেলের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি নিয়ে আলোচনা করবো৷
গ্রামীণফোনের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি
শুধু প্রি-পেইড থেকে প্রি-পেইডে গ্রামীণফোনে ব্যালেন্স ট্রান্সফার করা সম্ভব৷
যেভাবে রেজিস্ট্রেশন করবেন
গ্রামীণফোনে ব্যালেন্স ট্রান্সফার রেজিস্ট্রেশনের জন্য টাইপ করুন Regi এবং সেন্ড করুন ১০০০ নাম্বারে৷
Regi1000
কিছুক্ষণের মধ্যে ব্যালেন্স ট্রান্সফারের জন্য একটি পিন কোড আপনাকে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে৷
ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি
আপনার মেসেজ অপশনে যাওয়ার পর নিচের ধাপ অনুযায়ী ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন৷ মেসেজ অপশনে যাওয়ার পর নিউ মেসেজের পর
Btr
xxxx [(PIN) আপনার চার অক্ষরের পিন চারটি ক্রস-এর পরিবর্তে দিবেন]
01719. xxxxxx [আপনিযেটিতে ব্যালেন্স পাঠাতে চান]
[টাকার পরিমাণ]
একটেলের ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতি
একটেল প্রি-পেইড ও পোস্ট-পেইড উভয় ক্ষেত্রে ব্যালেন্স ট্রান্সফারের সুবিধা রয়েছে৷
প্রি-পেইডপ্রি-পেইড
পোস্ট-পেইড প্রি-পেইড
ব্যালেন্স ট্রান্সফারের পদ্ধতি
১. রেজিস্ট্রেশন করতে হবে৷ ২. পিন কোড মনে রাখতে হবে৷
রেজিস্ট্রেশনের জন্য ডায়াল করুন *১৪০*৬# অথবা এসএমএসের মাধ্যমে করতে পারবেন৷
প্রি-পেইড থেকে প্রি-পেইড
১ম ধাপ
PREG PRE টাইপ করে পাঠাতে হবে ৮৭২৩ নাম্বারে৷ আপনি একটি চার অক্ষরের পিন কোড পেলে রেজিস্ট্রেশনে সক্ষম হয়েছেন বলে মনে করবেন৷
২য় ধাপ
PRC
Mobile No AMTPIN
সব অক্ষর বড় হাতের লিখতে হবে এবং পাঠাতে হবে ৮৭২৩ নাম্বারে৷
পোস্ট-পেইড থেকে প্রি-পেইড
১ম ধাপ
PREG POST টাইপ করে সেন্ড করুন ৮৭২৩ নাম্বারে৷ আর সবকিছু আগের মতো৷ প্রি-পেইড থেকে প্রি-পেইড৷ লক্ষ্য করুন, আপনি চাইলে যেকোনো সময় আপনার রেজিস্ট্রেশন বাদ করতে পারবেন অথবা সাময়িকভাবে বন্ধ করে রাখতে পারবেন৷ বাদ করার জন্য টাইপ করুন- PSUSPIN8723 সাময়িকভাবে বন্ধ রাখার জন্য টাইপ করুন PRESPIN8723.
ফিডব্যাক : nehad_aiub@yahoo.com