নরটন, এভিজি ও এভাইরা ভাইরাস ডেফিনেশন আপডেট করার ম্যানুয়াল প্রক্রিয়া
গত সংখ্যায় কাসপারস্কাই এন্টিভাইরাস ও বিটডিফেন্ডার এন্টিভাইরাস সফটওয়্যারকে কিভাবে ম্যানুয়ালি আপডেট করা যায় তার ওপর আলোচনা করা হয়েছিলো, তারই ধারাবাহিকতায় এই সংখ্যায় আরো তিনটি বহুল ব্যবহৃত এন্টিভাইরাস সফটওয়্যারের ম্যানুয়াল আপডেট প্রসেস নিয়ে আলোচনা করা হয়েছে৷
নরটন এন্টিভাইরাস :
প্রথমেই আসা যাক নরটন এন্টিভাইরাসের আপডেটের ব্যাপারে, কারণ এই প্রক্রিয়াটি সবচেয়ে সহজ৷ নরটনের আপডেট ফাইলগুলোকে বলা হয় ইন্টেলিজেন্ট আপডেটার প্যাকেজ৷ এই ফাইলগুলো সেলফ এক্সট্রাকটিং ক্ষমতাসম্পন্ন এবং শুধু ডাবল ক্লিক করলেই এটি পিসিতে ইনস্টল থাকা নরটন এন্টিভাইরাসের লোকেশন খুঁজে নিয়ে সেটিকে হালনাগাদ করে৷
নরটন এন্টিভাইরাসকে ম্যানুয়ালি আপডেট করতে চাইলে প্রথমে ইন্টারনেট সংযোগ আছে এমন পিসি থেকে আপডেটার প্যাকেজ ডাউনলোড করে হার্ডডিস্কে সেভ করুন৷ তারপর মোবাইল ড্রাইভের সাহায্যে বা অন্য কোনোভাবে আপডেটার প্যাকেজটি নিজের পিসিতে নিন৷ (ডাউনলোডলিঙ্ক : http://www.symantec.com/avcenter/download/pages/US-N95.html)৷ ওয়েবসাইটে নরটন এন্টিভাইরাসের বিভিন্ন সংস্করণ ও অন্যান্য প্রোডাক্টের জন্য আপডেট প্যাকেজ রয়েছে৷ ব্যবহারকারী তার নিজের প্রয়োজন অনুযায়ী আপডেট প্যাকেজ নামিয়ে নিতে পারবেন৷ সাধারণত i32.exe ঘরানার ফাইলগুলো নরটন এন্টিভাইরাস ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত সব সংস্করণের জন্য উপযোগী৷ এছাড়া নরটন সিস্টেমওয়ার্ক, সিমেনটেক এন্টিভাইরাস, নরটন ৩৬০ ভার্সন ১.০, সিমেনটেক মেইল সিকিউরিটি ইত্যাদির জন্যও একই আপডেট প্যাকেজ ব্যবহার করা যাবে৷ v5i32.exe ঘরানার ফাইলগুলো নরটন এন্টিভাইরাস ২০০৮, নরটন ইন্টারনেট সিকিউরিটি ২০০৮, নরটন ৩৬০ ভার্সন ২.০ ও সিমেনটেক ইন্ডপয়েন্ট প্রোটেকশন ১১.০ ইত্যাদির জন্য ব্যবহার উপযোগী৷ এছাড়া ৬৪ বিট প্লাটফর্মের জন্যও আলাদা আপডেট প্যাকেজ রয়েছে৷ উদাহরণস্বরূপ ধরা যাক ১৬ মে, ২০০৮-এর আপডেট প্যাকেজের নাম হচ্ছে 20080516-019-i32.exe | I‡qe †থকে ফাইলটি নামিয়ে আপনার হার্ডডিস্কে সেভ করার পর ডাবল ক্লিক করে ওপেন করলেই ব্যবহারকারী তার ভাইরাস ডেফিনেশন ফাইল আপডেট করবেন কিনা সেটা জানতে চাইতে এবং SARC Intelligent Updater নামে একটি উইন্ডো আসবে৷ (চিত্র-১-এর মতো)৷ তারপর Yes বাটন চাপার সাথে সাথে আপডেট প্রক্রিয়া শুরু হবে৷ অন্যান্য এন্টিভাইরাসের তুলনায় নরটনের আপডেট ফাইলগুলো বেশ বড় আকারের হয়ে থাকে এবং ফাইলের আকার প্রায় ২৯ মে.বা.৷ প্রতি মাসে এর আকার প্রায় ১ মে.বা. করে বাড়ে পায়৷ ফাইলের আকার বড় হওয়ার কারণ হচ্ছে ফাইলগুলোতে বিগত কয়েক মাস ও বছরের সব ভাইরাস, ওয়ার্ম ও অন্যান্য ক্ষতিকর প্রোগ্রামগুলোর প্রতিরোধের জন্য আপডেট দেয়া থাকে৷
এভিজি :
এভিজি এন্টিভাইরাসের আপডেট করার প্রক্রিয়া অনেকটা কাসপারস্কাই এন্টিভাইরাসের মতো৷ এভিজি এন্টিভাইরাসের জন্য তিন ধরনের আপডেট রয়েছে৷ এগুলো হলো- প্রায়োরিটি আপডেট, রিকমেনডেন্ট আপডেট ও অপশনাল আপডেট৷
প্রায়োরিটি আপডেটগুলোই প্রধান, এগুলোর মধ্যে রয়েছে AVI, IAVI ও Antispy DB নামের আপডেট ফাইল৷ AVI ও Antispy DB ফাইলগুলো নিয়মিত আপডেট তাই তারা আকারে ছোট৷ AVI ফাইলগুলো কয়েকশ কিলোবাইট থেকে কয়েক মেগাবাইট ও ফাইলগুলো কয়েক মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে৷ IAVI ফাইলগুলো টোটাল আপডেট প্যাক তাই এরা আকারে ২০ মেগাবাইটের চেয়ে বেশি হয়ে থাকে৷ যেমন-১১ মে ২০০৮-এর আপডেট ফাইলটির নাম AVI: 269.23.16 hv AvKv‡i ৬.২ †মগাবাইট ও IAVI: / 1448 dvBjwUi AvKvi ২২.৮ †gMvevBU| Antispy DB Avc‡WU প্যাকেজগুলোর আকার ৪ মে.বা. থেকে ৯ মে.বা. পর্যন্ত হয়ে থাকে এবং এই আপডেট প্যাকেজগুলো ব্যবহার করলে তা শুধু স্পাইওয়্যারের হাত থেকে সুরক্ষা দেবে৷
রিকমেনডেন্ট আপডেটের মধ্যে রয়েছে কিছু দরকারী মডিউল, ফায়ারওয়াল কম্পোনেন্ট ইত্যাদি (এগুলোআকারে কয়েকশ কিলোবাইট থেকে কয়েক মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে) ৷
অপশনাল আপডেট হিসেবে ছোট আকারের কিছু এডিশনাল মডিউল থাকে৷ এখানে লিনআক্সের জন্যও আপডেট নামানো যাবে, এগুলোর নাম Linux ও FreeBSD. এই সব আপডেট নামানোর জন্য ভিজিট করুন www.grisoft.com/ww.download-update-7 ওয়েবসাইটটি৷ যারা এভিজি ৭ থেকে ৭.৫ ব্যবহার করেন তারা৷ আর যারা ভার্সন ৮ ব্যবহার করেন তারা আপডেট ফাইল নামানোর জন্য http://www.grisoft.com/ww.download-update I‡qemvB‡U wfwRU Kiyb|
আপডেটগুলো নামিয়ে পছন্দমতো স্থানে ফোল্ডার তৈরি করে সংরক্ষণ করুন৷ এরপর এভিজি এন্টিভাইরাস রান করে Update Manager-এ ডাবল ক্লিক করুন বা মূল ইন্টারফেসের নিচের দিকে Properties বাটন চাপুন৷ Properties screen থেকে Do not ask for the update source চেকবক্সটি নিষ্ক্রিয় করে দিয়ে OK চাপুন৷ এরপর নিচের Update বাটনে ক্লিক করলে, একটি পপআপ উইন্ডো আসবে৷ এবার Folder বাটন চাপুন৷ এখন হার্ডডিস্কের যেখানে আপডেট ফাইলটি রেখেছিলেন সে জায়গা ব্রাউজ করে দেখিয়ে দিয়ে OK এভিজি ম্যানুয়াল আপডেট হবে৷
এভাইরা এন্টিভির :
এভাইরা এন্টিভির আপডেট করার প্রক্রিয়া বেশ সহজ৷ এটিকে ম্যানুয়ালি আপডেট করতে চাইলে প্রথমে http://www.avira.com/en/support/vdf_update.html সাইট থেকে Download IVDF (Unicode) †jLvwU‡Z wK¬K K‡i dvBjU‡K †mf Kivi Rb¨ nার্ডডিস্কের যেকোনো ড্রাইভ লোকেট করে দেয়ার পর ডাউনলোড শুরু হবে৷ জিপ করা আপডেট ফাইলটির নাম হবে অনেকটা এরকম ivdf_fusebundle_nt_en.zip এবং ফাইলটির আকার প্রায় ২০ মেগাবাইটের মতো৷
এরপর এভাইরা রান করে Update-এ ক্লিক করে Manual Update সিলেক্ট করতে হবে (চিত্র-৪-এর মতো) এবং তারপর হার্ডড্রাইভের যেখানে আপডেট ফাইলটি রাখা আছে তা দেখিয়ে দিয়ে OK করতে হবে৷ এতে চিত্র-৫-এর মতো পর্দায় Checking the new file(s) লেখা দেখাবে এবং এন্টিভাইরাস সফটওয়্যারের হালনাগাদ করার প্রক্রিয়া সম্পন্ন হবে৷
আগামী সংখ্যায় ম্যাকফি, পান্ডা এন্টিভাইরাসসহ আরো কিছু এন্টিভাইরাসের ম্যানুয়াল আপডেট প্রক্রিয়া দেখানো হবে৷
কজ
ফিডব্যাক : shmt_15@yahoo.com