লেখক পরিচিতি
লেখকের নাম:
নিজস্ব প্রতিবেদক
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
সফটওয়্যারের কারুকাজ
সফটওয়্যারের কারুকাজ
উইন্ডোজ ১০-এর কিছু টিপস
উইন্ডোজ ১০-এ ক্যালেন্ডার অ্যাপ
ওপেন না করে ইভেন্ট তৈরি করা
উইন্ডোজ ১০-এর সর্বাধুনিক আপডেট
ব্যবহারকারীকে সরাসরি টাস্কবার থেকে
মাইক্রোসফট ক্যালেন্ডারে ইভেন্ট যুক্ত করার
সুযোগ করে দেয় ক্যালেন্ডার ওপেন না
করেই। এ কাজটি করার জন্য নিচে বর্ণিত
ধাপগুলো সম্পনড়ব করতে হবে :
টাস্কবারে স্ক্রিনের ডান প্রান্তে টাইম অ্যান্ড
ডেট বক্সে ক্লিক করুন।
ডেটে ক্লিক করুন, যখন ইভেন্টের জন্য
শিডিউল করতে চান।
ইভেন্ট নেম, টাইম এবং লোকেশন
এন্টার করুন (যদি মাল্টিপল ক্যালেন্ডার
থাকে, তাহলে ইভেন্ট নেম ফিল্ডের পাশে
ডাউন অ্যারোতে ক্লিক করুন যেটিকে
এতে যুক্ত করতে চান)।
save-এ ক্লিক করুন। এর ফলে আপনার
ডিভাইস জুড়ে ক্যালেন্ডার অ্যাপে ইভেন্ট
আবির্ভূত হবে।