• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সূচিপত্র
লেখক পরিচিতি
লেখকের নাম: নিজস্ব প্রতিবেদক
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২১ - জুলাই
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সূচী
তথ্যসূত্র:
সূচীপত্র
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সূচিপত্র
৩. সূচিপত্র
৫. সম্পাদকীয়
৬. পরিসংখ্যানে ডিজিটাল বাংলাদেশ
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বাধীন দেশে ৭ কোটি মানুষের সংখ্যা বেড়ে বর্তমানে দ্বিগুণেরও বেশি হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সূত্রমতে, দেশে এই সময়ে ১৬৯.১ মিলিয়ন (১৬ কোটি ৯১ লাখ) মানুষ বাস করেন। এর মধ্যে ৫০.৫ শতাংশ পুরুষ, ৪৯.৫ শতাংশ নারী। দেশের মোট জনসংখ্যার ৬১.৫ শতাংশ গ্রামে এবং ৩৮.৫ শতাংশ শহরে বাস করেন। ইত্যাদি বিষয় তুলে ধরে লিখেছেন মোহাম্মদ আব্দুল হক অন।
১২. ন্যানোপ্রযুক্তির অবাক জগৎ
শিগগিরই মানুষ এমন বাড়ি তৈরি করবে, যার বাইরের দেয়ালের রং সোলার প্যানেল হিসেবে কাজ করবে। আর এসব বাড়িতে এমন ধরনের ইট ব্যবহার হবে, যার প্রতিটি ইট এক-একটি ব্যাটারি হিসেবে কাজ করবে। আর এটি প্রযুক্তিবিদেরা সম্ভব করে তুলছেন ন্যানোটেকনোলজিকে কাজে লাগিয়ে। ইত্যাদি বিষয় তুলে ধরে লিখেছেন গোলাপ মুনীর।
১৬. আজও ভুলিনি কাদের ভাইকে
এ খন জুলাই ২০২১। তেমনি এক জুলাইয়ে, সেই ২০০৩ সালের ৩ জুলাইয়ে কমপিউটার জগৎ পরিবার তো বটেই, সাথে সাথে এ দেশের প্রযুক্তিসংশ্লিষ্ট মানুষ হারায় তাদের এক প্রিয় মানুষকে। বিভিন্ন মহলে এদেশের ‘তথ্যপ্রযুক্তি আন্দোলনের অগ্রপথিক’ অভিধায় অভিহিত এই মানুষটি আমাদের কাদের ভাই। দুই দশকেরও আগে মাত্র সামান্য কয়টি বছর আমি তার সান্নিধ্য পেয়েছিলাম। এই কয় বছর তার প্রতিটি ব্যবহার ও কর্মকুশলতায় সত্যিই তিনি আমার কাছে হয়ে উঠেছিলেন এক অনন্য শ্রদ্ধার পাত্র। তিনি ছিলেন এমন একজন মানুষ, যার কাছে আসা প্রতিটি মানুষকে তিনি তার প্রাপ্য সম্মান ও আদর-¯েœহ-ভালোবাসা দিতে কুণ্ঠাবোধ করতেন না। এর বিনিময়ে কার্যত তিনি নিজে তাদের কাছে হয়ে উঠতেন অনন্য এক শ্রদ্ধার প্রাত্র। এ বিষয়ে প্রতিবেদনটি লিখেছেন গোলাপ মুনীর।
১৯. ভ্যাট আদায়ে ন্যায্যতার ঘাটতি নজর দেবে কে?
আমি মূলত ট্যাক্স নিয়ে নিয়মিত লিখে থাকি। ভ্যাট সম্পর্কে গভীর জ্ঞান নেই। তবে ট্যাক্সের সাথে ভ্যাটের একটা মৌলিক মিল থাকায় ট্যাক্সের কাজে বিভিন্নজনকে পরামর্শ দিতে গেলে প্রসঙ্গক্রমে ভ্যাটের বিষয়টি সামনে চলে আসে। কখনও গুরুত্ব দেই, আবার কখনও তেমন গায়ে লাগাই না।সম্প্রতি একজন বন্ধু খুব অনুরোধ করলেন তার একটি ফার্মের ভ্যাটের কাজে সহযোগিতা করার জন্য। তা তুলে ধরে লিখেছেন মোহাম্মদ সিরাজ উদ্দিন ।
২১. ঘুমবান্ধব আলে
বেশিরভাগ ঘরের আধুনিক আলো-ব্যবস্থায় এবং টেলিভিশন, ল্যাপটপ, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের স্ক্রিনে ব্যবহার হয় বøু ‘লাইট ইমিটিং ডায়োড’ তথা এলইডি। এই এলইডি থেকে বিকিরিত আলোর ওয়েবলেংথ আমাদের মস্তিষ্কের ইন্টারনাল ক্লকের সাথে সাযুজ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে তা আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। এই অসুবিধা দূর করতে শিগগিরই লাইটিং টেকনোলজির সুবাদে আমরা পেতে যাচ্ছি ঘুমবান্ধব আলো। সে বিষয়টি জানিয়ে লিখেছেন জি. মুনীর
২৪. মোবাইল কমার্স
বর্তমান বিশ্বে ৬.৯৫ বিলিয়ন মোবাইল ব্যবহারকারী আছেন, আরও বাড়ছে এবং এতে মোবাইল কমার্সের ভবিষ্যৎ আরও গতি পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে একজন ব্যক্তি ২০১৬ সালে গড়ে ১৮৮ মিনিট সময় মোবাইলে কাটাতেন, সেখানে ২০২১ সালে সেটা ২৩৪ মিনিট। অর্থাৎ, গত ৫ বছরে ২৪.৫ ভাগ বেশি সময় একজন আমেরিকান নাগরিক এখন মোবাইলে অতিবাহিত করছেন। ইত্যাদি সম্পর্কে আলোকপাত করে লিখেছেন নাজমুল হাসান মজুমদার ।
২৭. এডজ কম্পিউটিং
আইওটি ডিভাইসগুলোর আকাশচুম্বী প্রচলন শুরু হয়েছে, বিশেষ করে স্বাস্থ্য, লজিস্টিক এবং স্মার্টহোমের ক্ষেত্রে ভবিষ্যতে আইওটি প্রযুক্তি বেশ প্রভাব রাখবে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, আইওটি বেজড স্মার্টহোম, রিটেইল এবং অফিস সামগ্রীতে এডজ কম্পিউটিংয়ের ব্যবহার হচ্ছে এবং মার্কেটএন্ডমার্কেটসের হিসাবে রিটেইল মার্কেট হতে যাচ্ছে এডজ কম্পিউটিংয়ের সবচেয়ে দ্রæত অগ্রসরমান সেক্টর। নিয়ে আলোকপাত করেছেন নাজমুল হাসান মজুমদার ।
২৯. গণিতের অলিগলি পর্ব : ১৮৪
ফ্যাক্টরিয়্যালফাঙ্কশন প্রথ ম কিস্তি গণিতে ফ্যাক্টরিয়্যাল একটি গুরুত্বপূর্ণ ফাঙ্কশন (ভঁহপঃরড়হ) বা আপেক্ষক। এই ফ্যাক্টরিয়্যাল ব্যবহার হয় কত উপায়ে কিছু বস্তুকে কিংবা কোনো কোনো সংখ্যাকে কী কী সংখ্যাধারায় সাজানো যায়, তা জানার জন্য। এই ফ্যাক্টরিয়্যাল ফাঙ্কশনের সুপরিচিত ইন্টারপলেটিং ফাঙ্কশনটি (সংযোজক বা প্রক্ষেপণ আপেক্ষক) আবিষ্কার করেন ড্যানিয়েল বার্নোলি। সংক্ষেপে, একটি সংখ্যার ফ্যাক্টরিয়্যাল হচ্ছে এমন একটি ফাঙ্কশন, যেখানে ওই সংখ্যাকে এর অধঃক্রমিক সবগুলো সংখ্যাগুলো দিয়ে করা গুণফল। যেমন ইত্যাদি এর কৌশল নিয়ে আলোচনা করেছেন গোলাপ মুনীর।
৩০. ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন প্রকাশ কুমার দাস।
৩১. ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মডেল প্রশ্ন আলোচনা করেছেন প্রকাশ কুমার দাস।
৩৩. ১২প ওরাকল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (পর্ব-৩৯)
১২প ওরাকল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ফ্ল্যাশব্যাক ড্রপ টেবিল এবং ডাটাবেজ ফ্ল্যাশব্যাক বিভিন্ন সুবিধা তুলে ধরে লিখেছেন মোহাম্মদ মিজানুর রহমান নয়ন।
৩৫. জাভাতে ড্রাগ অ্যান্ড ড্রপ তৈরির কৌশল কৌশল দেখিয়েছেন মো: আবদুল কাদের।
৩৮. পাইথন প্রোগ্রামিং (পর্ব-২৯)
পাইথনের সাথে ওরাকল ডাটাবেজ কানেকশন পাইথন প্রোগ্রাম ব্যবহার করে খুব সহজেই ওরাকল ডাটাবেজ হতে ডাটা অ্যাকসেস করা যায়। এ ছাড়াও ওরাকল ডাটাবেজে ডাটা সংরক্ষণ, মডিফিকেশন এবং আপডেট প্রভৃতি কাজও সম্পাদন করা যায়। । তার পদ্ধতি তৈরির কৌশল দেখিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান নয়ন।
৩৯. স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট প্রজেক্ট নিয়ে লিখেছেন মো: সা’দাদ রহমান।
৪১. কমপিউটার জগতের খবর
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটির সহায়ক ভিডিও
২০২১ - জুলাই সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস