লেখক পরিচিতি
লেখকের নাম:
নিজস্ব প্রতিবেদক
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
সূচী পত্র
৩. সূচিপত্র
৫. সম্পাদকীয়
৬. গোলাপের মতোই সুবাস ছড়াবেন তিনি করোনা দুঃসময়ে অন্যসব পেশার মতো সাংবাদিকতা পেশায়ও অস্বাভাবিক বিপর্যয় ঘটেছে। জীবিকার অনিশ্চয়তার পাশাপাশি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন করাও দুঃসাধ্য হয়ে পড়ে। শঙ্কা, উৎকণ্ঠা, অনিশ্চয়তার ধকল সামলাতে না পেরে অনেকের মৃত্যুও ত্বরান্বিত হয়েছে। ৬ মাসের ব্যবধানে কমপিউটার জগৎ হারিয়েছে শীর্ষ দুই সিপাহসালারকে। প্রচ্ছদ প্রতিবেদনটি তৈরি করেছেন ইমদাদুল হক।
৮. বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এমনকি ভারতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ব্যাপকভাবে শুরু হলেও বাংলাদেশে প্রযুক্তির এই সর্বশেষ সংস্করণের ব্যবহার প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে মনে করেন প্রযুক্তি- সংশ্লিষ্টরা। বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সবাইকে আরো এগিয়ে আসতে হবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচকতা সম্পর্কে সাবধান থেকে দেশের সর্বক্ষেত্রে কৃ ত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের যে অপার সম্ভাবনা রয়েছে তা কাজে লাগানো প্রয়োজন বলেও মনে করছেন সবাই। এসব নিয়েই এবারের প্রচ্ছদ প্রতিবেদনটি তৈরি করেছেন হীরেন পÐিত।
১২. চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন রিস্কিলিং ও আপস্কিলিং আমাদের দেশে দক্ষ প্রোগ্রামারের অনেক অভাব রয়েছে। চতুর্থ শিল্পবিপ্লবের কারণে প্রযুক্তিখাতসহ সব ক্ষেত্রেই খুব দ্রæত পরিবর্তন হচ্ছে। নতুন প্রযুক্তি আরো নতুন প্রযুক্তি নিয়ে আসছে। বিভিন্ন প্রযুক্তির সংমিশ্রণ অর্থনীতি, সমাজ, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনছে। যন্ত্রগুলো একে অপরের সাথে কথা বলছে, পরিস্থিতি কী তা জানছে, সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। আমাদের দেশে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। ভবিষ্যতে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে আরও দক্ষ জনশক্তির প্রয়োজন হবে। ইত্যাদি বিষয় তুলে ধরে লিখেছেন হীরেন পÐিত।
১৪. ফেসবুকে হাঁসফাঁস অক্টোবরে সমস্যা যেনো অক্টোপাসের মতো জাপটে ধরেছে অনলাইন সোশ্যাল জায়ান্ট ফেসবুককে। একদিকে কারিগরি ত্রæটি, অন্যদিকে গোপন তথ্য ফাঁসÑ এই দুইয়ে অনেকটাই নাস্তানাবুদ অবস্থা মার্ক জাকারবার্গের। শেয়ার দরের পতনের পাশাপাশি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। সব মিলিয়ে জাকারবার্গের এখন হাঁসফাঁস দশা। ইত্যাদি বিষয় নিয়ে রিপোর্টটি করেছেন ইমদাদুল হক।
১৭. ই-কমার্স প্ল্যাটফর্ম : ‘ওপেনকার্ট’ ওপেনকার্ট কর্তৃপক্ষের সেপ্টেম্বর, ২০২১ সালের তথ্য হিসাবে বিশ্বের ৪,৪৪,৮৪২টি ওয়েবসাইট ওপেনকার্ট ই-কমার্স প্ল্যাটফর্ম এই মুহূর্তে ব্যবহার করছে; যার মধ্যে বাংলাদেশের ৩০৮টি ওয়েবসাইট আছে এবং বাংলাদেশের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওয়ালটন’-এর ওয়েবসাইটেও ওপেনকার্ট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। ইত্যাদি বিষয় তুলে ধরে লিখেছেন নাজমুল হাসান মজুমদার।
২১. ইন্টারনেটে শিশুকে নিরাপদ রাখতে মা বাবাকে সচেতন হতে হবে করোনা মহামারীতে বিশ্বজুড়েই ইন্টারনেট নির্ভরতা বেড়েছে বহুগুণে। অনলাইন ক্লাসসহ বিভিন্নভাবে শিশুরা ইন্টারনেট জগতে অবাধে বিচরণ করছে প্রতিনিয়ত। কিন্তু ভার্চুয়াল জগতে শিশুদের অবাধ বিচরণ কতটা নিরাপদ? শিশুর জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হলে আগে বাবা-মাকে বদলাতে হবে। এ বিষয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন কমপিউটার জগৎ প্রতিবেদক।
২২. মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের ধারাবাহিকভাবে চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা প্রকাশ কুমার দাশ।
২৩. উচ্চ মাধ্যমিক শ্রেণির আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছেন প্রকাশ কুমার দাশ।
২৫. গ্লাস ডিজাইনে ওয়ালটনের ৪ রিয়ার ক্যামেরার স্মার্টফোন বাজারে দুর্দান্ত ফিচারসমৃদ্ধ আরেকটি মিড রেঞ্জের স্মার্টফোন বাজারে ছাড়ল বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। যার মডেল ‘প্রিমো আরএক্সনাইন’। সম্পূর্ণ গøাস ডিজাইনে তৈরি দৃষ্টিনন্দন ওই ফোনটিতে রয়েছে ৪টি রিয়ার ক্যামেরা, ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, শক্তিশালী র্যাম-রম, ব্যাটারিসহ আকর্ষণীয় সব ফিচার। এ বিষয়ে প্রতিবেদনটি তৈরি করেছেন কমপিউটার জগৎ প্রতিবেদক।
২৬. ১২C ওরাকল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (পর্ব-৪২) SQL Loader -এর সাথে প্যারামিটার ফাইল ব্যবহার করা (পার্ট-২) SQL Loader কমান্ডের অপশনসমূহ কমান্ডের সাথে প্রদান করা যায় অথবা একটি প্যারামিটার ফাইলে অপশনসমূহ প্রদান করে sqlldr কমান্ডের সাথে উক্ত প্যারামিটার ফাইলের নাম প্রদান করা যায়। এক্ষেত্রে SQL Loader অপশনসমূহ প্যারামিটার ফাইল থেকে রিড করবে এবং কমান্ডটি এক্সিকিউট করবে। প্যারামিটার ফাইল ব্যবহার করে SQL Loader ইউটিলিটি ব্যবহারের একটি উদাহরণ দেয়া হলো সে বিষয়টি জানিয়ে লিখেছেন মোহাম্মদ মিজানুর রহমান নয়ন।
২৭. সুইং প্রোগ্রামের সাহায্যে মেন্যু তৈরি অ্যাপ্লিকেশন প্রোগ্রামে মেন্যু অপরিহার্য। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট থেকে শুরু করে কমবেশি সব অ্যাপ্লিকেশনে মেন্যু রয়েছে। মেন্যু নিয়ে কথা উঠলেই অবধারিতভাবে চলে আসে মেন্যুতে কী আইটেম আছে সে বিষয়ে। সাধারণত মেন্যুতে বিদ্যমান আইটেম এবং কাজের প্রকৃতির ওপর নির্ভর করেই মেন্যুর নামকরণ করা হয়। ইত্যাদি সম্পর্কে আলোকপাত করেছেন আবদুল কাদের।
২৯. পাইথন প্রোগ্রামিং (পর্ব-৩২) পাইথনের সাথে এসকিউএল সার্ভার ডাটাবেজের কানেকশনে (পার্ট-২) ডাটা আপডেট করা, ডাটা ডিলিট করা, টেবিল তৈরি করা, টেবিল মডিফাই করা ইত্যাদি দেখিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান নয়ন।
৩০. অপারেটিং সিস্টেম ‘লিনাক্স’ লিনাক্স ওয়েবসার্ভার জগতে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। বিশ্বের প্রথম ১ মিলিয়ন ওয়েবসাইটের মধ্যে প্রায় ৯৬ ভাগ লিনাক্সনির্ভর সার্ভার ব্যবহারে আস্থা রাখে। ৩০ বছর আগে (১৭ সেপ্টেম্বর, ১৯৯১ সালে) লিনাক্স অপারেটিং সিস্টেম বিশ্বজুড়ে চালু হয় এবং বর্তমানে বিভিন্ন ভার্সনের লিনাক্স অপারেটিং সিস্টেম বিশ্বের প্রথম ২৫টি ওয়েবসাইটের মধ্যে ২৩টি ওয়েবসাইটের সার্ভারে কার্যক্রম পরিচালনায় ব্যবহার করে। ক্লাউড কাঠামোর ৯০ ভাগ লিনাক্সে পরিচালিত হয় এবং সেরা ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানের সবই লিনাক্স ব্যবহার করে। ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন নাজমুল হাসান মজুমদার।
৩৪. কমপিউটার জগৎ-এর খবর