• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ডাউনলোডের কাজে ব্যবহার করুন আইডিএম
লেখক পরিচিতি
লেখকের নাম: এস.এম. গোলাম রাব্বি
মোট লেখা:৭২
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - জুন
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ইনটারনেট
তথ্যসূত্র:
ইন্টারনেট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ডাউনলোডের কাজে ব্যবহার করুন আইডিএম

ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই আজকাল ডাউনলোডের কাজে ব্রাউজারের সাথে দেয়া ডিফল্ট সফটওয়্যার ছাড়াও অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকেন৷ কারণ এসব সফটওয়্যারের রয়েছে নানাবিধ বৈশিষ্ট্য যা আপনার ডাউনলোডের কাজকে সহজ ও গতিসমৃদ্ধ করে তোলে৷ এমনই একটি সফটওয়্যার বা টুল হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার৷ এ লেখায় ইন্টারটে ডাউনলোড ম্যানেজার বা আইডিএম-এর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে৷


ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৫.১২ ইন্টারফেস

আইডিএম মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ, এমএসএন এক্সপ্লোরার, এওএল, এমএসএন, মজিলা, ফায়ারফক্স, অপেরা, অ্যাভান্ট ব্রাউজার এবং মাইআই২সহ সব জনপ্রিয় ব্রাউজার সাপোর্ট করে৷ আইডিএম জনপ্রিয় ব্রাউজারের সব সংস্করণই সাপোর্ট করে এবং একে এর অ্যাডভান্সড ব্রাউজার ইন্টিগ্রেশন বৈশিষ্ট্যের মাধ্যমে যেকোনো ইন্টারনেট অ্যাপ্লিকেশনের সাথে সমন্বিত করা যায়৷ আইডিএম স্বয়ংক্রিয়ভাবে যেকোনো ব্রাউজারের সাথে কাজ করে৷

আইডিএম ব্যবহার করে এক ক্লিকের মাধ্যমে সহজেই ডাউনলোডও করা যায়৷ যখন আপনি কোনো ব্রাউজারের কোনো ডাউনলোড লিঙ্কের ওপর ক্লিক করবেন তখন আইডিএম এ ডাউনলোডটি নিয়ে নেবে এবং একে ত্বরান্বিত করবে৷ আপনাকে এর জন্য আলাদা কিছু করতে হবে না৷ শুধু স্বাভাবিকভাবে ইন্টারনেট ব্রাউজ করলেই চলবে৷

আইডিএম প্রক্সি সার্ভার (মাইক্রোসফট আইএসএ, এফটিপি ইত্যাদি); এইচটিটিপি, এফটিপি, এইচটিটিপিএস এবং এমএমএস প্রটোকল, ফায়ারওয়াল, রিডিরেক্ট, কুকি, অথরাইজেশন, এমপিথ্রি অডিও এবং এমপিইজি ভিডিও কনটেন্ট প্রসেসিং সাপোর্ট করে৷

আইডিএম-এর মাধ্যমে ইউটিউব, মাইস্পেসটিভি এবং গুগল ভিডিওর মতো জনপ্রিয় সাইটগুলো থেকে এফএলভি ভিডিও ফাইল গ্রাব করা যায়৷

এন্টিভাইরাস চেকিং আপনার ডাউনলোডকে ভাইরাস ও ট্রোজানমুক্ত করে৷ ডাউনলোড শেষ হওয়ার পরে ডাউনলোড করা কোনো ক্ষতিকর ফাইল থেকে কমপিউটারকে রক্ষা করার জন্য আইডিএম স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানার (যেমন-অ্যাডওয়্যার, অ্যাভাস্ট, স্পাইবট, এভিজি এন্টিভাইরাস, ম্যাকাফি, স্পাইওয়্যার ব্লাস্টার, সিক্লিনার ইত্যাদি) চালায়৷

খুব সাধারণভাবে যেকোনো লিঙ্ককে ড্র্যাগ করে আইডিএম-এর ওপরে ড্রপ করা যায় এবং ডাউনলোড করা ফাইলগুলোকে ড্র্যাগ করে আইডিএম-এর বাইরে ড্রপ করা যায়৷

আইডিএম ওয়েবসাইট থেকে ফিল্টারিংয়ের মাধ্যমে নির্ধারণ করা সব ফাইল ডাউনলোড করতে পারে৷ যেমন- কোনো একটি ওয়েবসাইটের সব ছবি অথবা কোনো ওয়েবসাইটের সাবসেট অথবা অফলাইন ব্রাউজিংয়ের জন্য সম্পূর্ণ ওয়েবসাইট৷

আইডিএম সব ডাউনলোড লিঙ্ক কারেন্ট পেজে যোগ করতে পারে৷ এ বৈশিষ্ট্যের মাধ্যমে অনেক ফাইল সহজে ডাউনলোড করা যায়৷

আইডিএম ইংরেজিসহ বহু ভাষা সাপোর্ট করে৷ যেমন-আলবেনিয়ান, আরবী, আজারবাইজান, বসনিয়ান, বুলগেরিয়ান, চাইনিজ, ক্রোয়েশিয়ান, চেজ, ডেনিশ, ডাচ্‌, ফারসি, ফ্রেঞ্চ, জার্মান, গ্রীক, হিব্র“, হাঙ্গেরিয়ান, ইটালিয়ান, জাপানীজ, কোরিয়ান, লিথুয়ানিয়ান, ম্যাকডোনিয়ান, নরওয়েজিয়ান, পোলিশ, পর্তুগিজ, রোমানিয়ান, রাশিয়ান, সার্বিয়ান, স্লোভাক, স্লোভেনিয়ান, স্প্যানিশ, থাই, তুর্কিজ এবং উজবেক৷ উল্লেখিত ভাষাগুলোতে আইডিএমকে অনুবাদ করা হয়েছে৷

ডাউনলোডের ক্যাটাগরি নির্ধারণের মাধ্যমে আইডিএম স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোডগুলোকে অর্গানাইজ করতে পারে৷

আইডিএম-এর ইন্টেলিজেন্ট ডায়নামিক ফাইল সেগমেন্টেশন টেকনোলজির কারবে ডাউনলোডের গতিকে ৫ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়৷ ডাউনলোড পদ্ধতি চলার সময় আইডিএম স্বয়ংক্রিয়ভাবে ফাইলগুলোকে (যেগুলোডাউনলোড করতে হবে) ভাগ করে এবং কোনো বাড়তি সংযোগ ও লগইন ছাড়া বর্তমান সংযোগ বার বার ব্যবহারের মাধ্যমে ডাউনলোডের গতিকে ত্বরান্বিত করে৷

আইডিএম অসম্পূর্ণ ডাউনলোড পূর্ণ গ্রহণ করতে পারে৷ অর্থাৎ কোনো কারণে ডাউনলোড বন্ধ হয়ে গেলে পরে ঠিক ওই জায়গা থেকেই ডাউনলোড শুরু হবে, যে জায়গা থেকে ডাউনলোডটি বন্ধ হয়ে গিয়েছিল৷ হঠাৎ করে সংযোগ বিচ্ছিন্ন হওয়া, নেটওয়ার্ক সমস্যা, কমপিউটার শাট ডাউন হওয়া, অথবা অনাকাঙ্খিত কোনো দুর্ঘটনার কারণে ব্যাহত কোনো ডাউনলোডকে আইডিএম-এর কমপ্রিহেনসিভ এরর রিকভারি এবং রিজিউম ক্যাপাবিলিটির মাধ্যমে রিস্টার্ট করতে পারে৷

আইডিএম-এর রয়েছে সাধারণ ইনস্টলেশন উইজার্ড৷ এই দ্রুত ও সহজ ইনস্টলেশন প্রোগ্রাম আপনার প্রয়োজনীয় সেটিংস করে দেবে এবং ইনস্টলেশন শেষে আপনার সংযোগটি চেক করে দেখবে যে সমস্যামুক্ত ইনস্টলেশন হয়েছে কিনা৷

আইডিএম-এর সাথে যুক্ত রয়েছে একটি বিল্ট ইন সিডিউলার৷ এর মাধ্যমে আপনি আগে নির্ধারণ করা সময়ে ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারবেন, আপনার কাঙ্খিত ফাইল ডাউনলোড করতে পারবেন এবং কাজ শেষে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে পারবেন বা কমপিউটার বন্ধ করতে পারবেন৷

আইডিএম-এর ইন্টারফেসকে নিজের ইচ্ছেমতো সাজানো যায়৷ আইডিএম-এর প্রধান উইন্ডোতে ইচ্ছেমতো বাটন ও কলামগুলো রাখতে পারবেন৷ টুলবারের জন্য এখানে বিভিন্ন বাটন স্টাইলসহ বিভিন্ন ধরনের স্কিন রয়েছে৷ আইডিএম-এর ওয়েবসাইট থেকে সব স্কিন ডাউনলোড করা যাবে৷ ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতোও স্কিন ডিজাইন করতে পারবেন৷

আইডিএম-এর রয়েছে ক্যুইক আপডেট ফিচার৷ এর মাধ্যমে সে সবসময় এর নতুন সংস্করণ চেক করে এবং সপ্তাহে একবার আপডেট করে৷ ক্যুইক আপডেট ফিচার নতুন বৈশিষ্ট্যগুলো নতুন সংস্করণে তালিকাভুক্ত করে এবং ব্যবহারকারীকে জিজ্ঞাসা করে যে সে এই নতুন বৈশিষ্ট্যগুলো চায় কিনা৷

ইন্টারনেটের এ যুগে প্রযুক্তিসচেতন সব মানুষই সব কাজ অতি দ্রুতগতিতে ও স্বাচ্ছন্দ্যে শেষ করতে চায়৷ আপনার প্রতিদিনের ডাউনলোডের কাজ দ্রুতগতিতে, সহজে ও স্বাচ্ছন্দ্যে করার জন্য নির্দ্বিধায় ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারেন৷ এর রয়েছে দুটি সংস্করণ৷ একটি সংস্করণ কিনবে হয়৷ আর অন্য সংস্করণটি বিনামূল্যে ব্যবহার করা যায়৷ ফ্রি সংস্করণটি ডাউনলোড করা যাবে www.internetdownloadmanager. com ওয়েবসাইট থেকে৷ কজ


ফিডব্যাক : rabbi1982@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - জুন সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস