• ভাষা:
  • English
  • বাংলা
হোম > পিএইচপিতে ডেট-টাইম ফাংশন
লেখক পরিচিতি
লেখকের নাম: মর্তুজা আশীষ আহমেদ
মোট লেখা:৭৭
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - জুন
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
পিএইচপিপ্রোগ্রামিং, 
তথ্যসূত্র:
পাঠশালা
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
পিএইচপিতে ডেট-টাইম ফাংশন



ফাংশন কি তা আমরা পিএইচপির ধারাবাহিকের একটি পর্বে জেনেছিলাম৷ যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ফাংশন বেশ বড়সড় ভূমিকা পালন করে থাকে৷ বিভিন্ন কাজের জন্য আলাদা আলাদা ফাংশনের ব্যবহার দেখা যায়৷ পিএইচপির ক্ষেত্রেও এর ব্যতিক্রম দেখা যায় না৷ গত সংখ্যায় আমরা দেখেছিলাম কন্ট্রোল স্টেটমেন্ট এবং ফাংশনের ভূমিকা কি৷ পিএইচপি ধারাবাহিকের এই পর্বে আমরা দেখবো ডেট ও টাইম ফাংশন কিভাবে কাজ করে৷

ডেট ও টাইম ফাংশন সম্পর্কে প্রোগ্রামারদের প্রচ্ছন্ন ধারণা থাকা প্রয়োজন৷ কারণ বিভিন্ন সাইট তৈরিতে ডেট ও টাইম ফাংশন ব্যবহার করা ছাড়াও ডাটাবেজ নিয়ে কাজ করার সময় এ ফাংশনগুলো ব্যবহার করতে হয়৷ পিএইচপিতে কাজভেদে বেশ কয়েকটি টাইম এবং ডেট ফাংশন আছে৷ এগুলোর মধ্যে যেগুলো খুব প্রয়োজনীয় সেগুলো কিভাবে কাজ করে তা এখানে দেখানো হয়েছে৷ এই ডেট ফাংশনগুলোর মধ্যে কোনটির কি কাজ তা নিচে তুলে ধরা হয়েছে :
checkdate—এই ফাংশন সাধারণত তারিখ নিয়ে কাজ করে৷ বিশেষ কোনো উদ্দেশ্যে বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য না থাকলে এই ফাংশনের ব্যবহার উলে­খযোগ্য৷ বেশিরভাগ প্রজেক্টে এই ফাংশন খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে৷
date_create—এই ফাংশন ফাঁকা একটি ডেট-টাইম অবজেক্ট রিটার্ন করে৷ এই অবজেক্টে ডিফল্ট ডেট-টাইম রাখা যায়৷
date_date_set—এই ফাংশন দিয়ে ফাঁকা তারিখ সরিয়ে ইচ্ছেমতো তারিখ বসানো যায়৷
date_default_timezone_get—এই ফাংশন দিয়ে একই স্ক্রিপ্টে আন্তর্জাতিক সময় অনুসারে ডিফল্ট টাইমজোন অনুসন্ধান করা যায়৷
date_default_timezone_set—এই ফাংশন দিয়ে একই স্ক্রিপ্টে আন্তর্জাতিক সময় অনুসারে ডিফল্ট টাইমজোন রাখা যায়৷
date_format—এই ফাংশন দিয়ে স্ক্রিপ্টের যেকোনো তারিখ ফরমেট থেকে যিনি কোডিং করবেন তার ইচ্ছেমতো ফরমেটে তারিখ পরিবর্তন করা যায়৷
date_isodate_set—এই ফাংশন দিয়ে স্ক্রিপ্টে আন্তর্জাতিক সময় স্ট্যান্ডার্ড অনুসারে তারিখ সেট করা যায়৷
date_modify—এটি তারিখ ফরমেট সহকারে পরিবর্তন করার ফাংশন৷
date_offset_get—অনেক সময় বিভিন্ন অপারেশনে দিনের আলোর সময়টুকু বাদ দিয়ে বাকি সময় গণনা করতে হয়৷ এই ফাংশন দিয়ে স্ক্রিপ্টে সেই বাকি অংশ কাজে লাগানো সম্ভব৷
date_parse—যাদের এলগরিদম সম্পর্কে ধারণা আছে তারা পার্সং জিনিসটি বেশ ভালোই জানেন৷ এই ফাংশন দিয়ে ডেট পার্সং করা যায়৷ সহজ কথায় যেকোনো তারিখের সহযোগী মান অ্যারেতে তার বিস্তারিত তথ্য সহকারে রিটার্ন করে৷
date_sun_info—এই ফাংশন দিয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত সময় অনুসারে অ্যারেতে রিটার্ন করে৷
date_sunrise—date_sun_info ফাংশনের মতোই কাজ করে, তবে শুধু সূর্যোদয়ের তথ্য রিটার্ন করে৷
date_sunset—date_sun_info ফাংশনের মতোই কাজ করে তবে শুধু সূর্যাস্তের তথ্য রিটার্ন করে৷
date_time_set—এই ফাংশন দিয়ে ফাঁকা সময় সরিয়ে ইচ্ছেমতো সময় বসানো যায়৷
date—নির্ধারিত সময় বা তারিখের ফরমেটে নেয়া৷
getdate—এই ফাংশনের মাধ্যমে তারিখ বা সময়ের তথ্য নেয়া যায়৷
gettimeofday—এই ফাংশনের মাধ্যমে তারিখ বা সময়ের তথ্য নেয়া যায়৷
gmdate—তারিখ বা সময়কে গ্রীনিচ মান সময়ের ফরমেটে প্রকাশ করার ফাংশন৷
timezone_name_get—এই ফাংশনের মাধ্যমে টাইমজোনের নাম জানা যায়৷
timezone_open—নতুনডেট টাইমজোনে রিটার্ন করা এই ফাংশনের কাজ৷
timezone_transitions_get—এই ফাংশনের কাজ হচ্ছে নির্ধারিত টাইমজোনে সময়কে রিটার্ন করা৷

কজ


ফিডব্যাক : mortuza_ahmad@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - জুন সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস